সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভূমিহীন সমিতির কঠোর হুশিয়ারীসাতক্ষীরায় শিশু-যুব ও স্টেকহোল্ডারদের কর্মশালাশ্যামনগরে অস্ত্র-গুলিসহ আটক সুন্দরবনের ত্রাস সাইফুলসাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

এসআই রাজ্জাক জেলার চৌকশ পুলিশ অফিসার

আশাশুনি ব্যুরো : আশাশুনি থানার চৌকস পুলিশ অফিসার এসআই আব্দুর রাজ্জাককে পুরস্কৃৃত করলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। পলিশ সুত্রে জানাগেছে, রোববার জেলা পলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সভাপতিত্ব্ েজেলা পুলিশের সকল কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার ১১ টি ইউনিয়নে মাদক সেবক ও ব্যবসায়ী, নাশকতা, দাগী ও সাজাপ্রাপ্ত আসামি সাহসিকতা ও নিষ্ঠার সাথে গ্রেপ্তার ও মাদক উদ্ধারে অগ্রণি ভূমিকা রাখায় জেলায় পুলিশ অফিসারদের তালিকায় এসআই আব্দুর রাজ্জাক চৌকশ পুলিশ অফিসার হিসাবে মনোনীত হয়েছেন। ওই দিন পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে এসআই আব্দুর রাজ্জাকের হাতে পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার সজ্জাদুর রহমান। এসআই আব্দুর রাজ্জাক আগামী দিনে নিজ দায়িত্ব ও কর্তব্য ন্যায় নিষ্ঠার সাথে পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ টি-টোয়েন্টি জয়ে র‍্যাঙ্কিংয়েও শীর্ষে পাকিস্তান

নিউজিল্যান্ড সফরের শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ওয়ানডে সিরিজের পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরে হতে হয়েছে হোয়াইটওয়াশ। তবে, সফরের শেষটা সাফল্যেই মুড়ে রাখল সরফরাজ আহমেদের দল। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ১৮ রানের জয় দিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজটাও জিতে নিয়েছে পাকিস্তান।

মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমে ব্যাট করে পাকিস্তানের সংগ্রহ ছিল ছয় উইকেটে ১৮১ রান। সমান ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ছিল ১৬৩ রান। সিরিজটাই নয় শুধু, এই জয়ে পাকিস্তান উঠে গেছে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও।

প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া পাকিস্তানকে এই ম্যাচেও ভিতটা গড়ে দিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামান। জামানের ৩৬ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংসের সাথে দলনায়ক সরফরাজের ২৯ রান সফরকারীদের এনে দেয় চ্যালেঞ্জিং স্কোর। দুই কিউই স্পিনার ইশ সোধি এবং মিচেল স্যান্টনার নেন দুটি করে উইকেট।

জবাব দিতে নেমে মার্টিন গাপটিলের অর্ধশতকে রানটা বেশ ভালোই তাড়া করছিল স্বাগতিকরা। কিন্তু ৫৯ রানে গাপটিল ফিরে যাওয়ার পর নিউজিল্যান্ড আর ম্যাচে ফিরতে পারেনি। রস টেলর ও টম ব্রুসের চেষ্টা শুধু পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে।

শাদাব খানের জোড়া উইকেটের দিন পাকিস্তানি কোনো বোলারকেই ফিরতে হয়নি খালি হাতে। দারুণ বোলিংয়ে কিউইদের রানের চাকা মন্থর করে দেওয়া শাদাব খানই নির্বাচিত হন ম্যাচসেরা হিসেবে। সিরিজ সেরার পুরস্কার যায় মোহাম্মদ আমিরের হাতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুর ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

ধুলিহর প্রতিনিধি: দেশের সামগ্রিক উন্নয়নে মানুষ খুশী। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। বিদ্যুৎ ও সারের জন্য আজ আর কোন হাহাকার নেই। পদ্মা সেতুর মত বড় চ্যালেঞ্জ নিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করতে চলেছে। এটা নিয়েও বিএনপি অপপ্রচার চালাচ্ছে। আ’লীগ কোন পথহারা দল নয় যে ধাক্কা দিলেই পড়ে যাবে। শনিবার রাতে সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের রামচন্দ্রপুর তিন রাস্তা বাবুর মোড়ে ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু এসব কথা বলেন। ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, শহর আ’লীগের সদস্য অতিরিক্ত পিপি এড. জিয়াউর রহমান বাচ্চু ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এড. ফারুক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক নুর ইসলাম মাগরেব, সাংগঠনিক সম্পাদক অজিয়ার রহমান, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার, ইউপি মেম্বার কামরুজ্জামান, কুরবান আলি, সাংবাদিক রেজাউল করিম মিঠু, ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক শাহাদাৎ হোসেন রাজ, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, ৮নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক শেখ আব্দুল আহাদ, রুহুল আমিন, বাবলু, ছলেমান মোড়ল, শেখ আব্দুল গফ্ফার প্রমূখ। সবশেষে ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়। কমিটিতে সভাপতি পদে আবু বকর সিদ্দীক ও সাধারণ সম্পাদক নুর ইসলাম নির্বাচিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২০তম গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস ফেদেরারের

মঞ্চ প্রস্তুতই ছিল তার জন্য। মেলবোর্নের রড লেভার এরেনাও যেন একটি ইতিহাসে স্বাক্ষী হওয়ার উদগ্রা বাসনা নিয়ে আজ সকাল থেকে অপেক্ষায় ছিল। একে একে সব প্রতিদ্বন্দ্বী তো আগেই ঝরে পড়েছিল রজার ফেদেরারের পথ থেকে। সামনে বাকি ছিল শুধু ক্রোয়েশিয়ান তারকা মারিন চিলিচ।

রড লেভার এরেনায় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সেই বাধাও দূর করে দিলেন ফেদেরার। যদিও ফাইনালটা হলো ফাইনালের মতো। পুরো পাঁচ সেটই খেলতে হয়েছে সুইস কিংবদন্তিকে। শেষ পর্যন্ত ৬-২, ৬-৭, ৬-৩, ৩-৬ এবং ৬-১ সেটে চিলিচকে হারিয়ে ২০তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে নিলেন রজার ফেদেরার।

সম্ভাবনা ছিল ফাইনালে ফেদেরারের মুখোমুখি হবে রাফায়েল নাদাল; কিন্তু ইনজুরিতে পড়ে টুর্নামেন্টের মাঝপথেই বিদায় নিতে বাধ্য হলেন স্প্যানিশ তারকা নাদাল। এরপর ফাইনালে ওঠার আগেই বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের কিং নোভাক জকোভিচ। একে একে তারকাদের বিদায়ে ফাইনালটা মোটামুটি সহজই হবে ভেবেছিল সবাই।

তবে মারিন চিলিচ কিন্তু ভালোই লড়াই করলেন। গত বছর অল ইংল্যান্ড ক্লাবে (উইম্বলডন) যাকে হারিয়ে ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন, মেলবোর্ন পার্কে সেই মারিন চিলিচকে হারিয়ে মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন ফেডেক্স। একই সঙ্গে বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় (পুরুষ) হিসেবে ২০টি সিঙ্গেলস গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেলেন রজার ফেদেরার।

এ নিয়ে মেলবোর্ন পার্কে মোট ছয়বার ট্রফি জিতলেন রজার। অস্ট্রেলিয়ান ওপেনে সর্বোচ্চ ৬টি করে শিরোপা জয়ে জকোভিচের রেকর্ডে ভাগ বসিয়েছেন ফেদেরার। সে সঙ্গে রাফায়েল নাদালকে সরিয়ে আবারও টেনিসের বিশ্ব র্যাংকিংয়ের এক নম্বর আসনে বসা প্রায় নিশ্চিত হয়ে গেছে। রাফায়েল নাদাল আকুপুলকো টুর্নামন্টের সেমিফাইনালে উঠতে না-পারলে ৫ মার্চে ব়্যাংকিংয়ে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের তকমা ছিনিয়ে নেবেন টেনিসের রাজা রজার। অস্ট্রেলিয়ান জিতে নাদালের থেকে মাত্র ১৫৫ পয়েন্ট পিছিয়ে রয়েছেন তিনি।

এবারের ফাইনাল নিয়ে গ্র্যান্ড স্লামের ইতিহাসে মোট ৩০বার ফাইনাল খেলেন রজার ফেদেরার। এর মধ্যে মোট ২০টিরই শিরোপা জিতে নিলেন সুইস তারকা। মোট তিন ঘণ্টা ৩ মিনিটের লড়াই শেষে ২০তম শিরোপার মুকুট পরতে পারলেন ৩৬ বছর বয়সী এই টেনিস তারকা। ট্রফি জয়ের পর আবেগতাড়িত হয়ে পড়েন ফেদেরার। ট্রফি হাতে নেয়ার পর তার চোখে পানি চলে আসে।

রড লেভার এরেনায় আজ (রোববার) শুরু থেকেই ছিল ৩৬ বছরের রজারের আধিপত্য। প্রথম সেটে চিলিচকে ৬-২ উড়িয়ে দেন বিশ্বের দুই নম্বর এই সুইস তারকা। পরের সেটে রুদ্ধশ্বাস লড়াই করে ম্যাচে ফেরেন ক্রোয়েশিয়ান খেলোয়াড়। টাইব্রেকারে দ্বিতীয় সেট জিতে ১-১ করে চিলিচ; কিন্তু তৃতীয় সেটে ফের রজারের আধিপত্য। ৬-৩ ব্যবধানে সেট জিতে নেন গতবারের চ্যাম্পিয়ন।

কিন্তু চতুর্থ সেটটা মোটেই ফেদেরার সুলভ ছিল না। দু’বার ফেডেক্সের সার্বিস ব্রেক করেন চিলিচ। রজারকে দাঁড় করিয়ে রেখে ৬-৩ ব্যবধানে উল্টো সেট জিতে নেন ২৯ বছরের ক্রোয়েশিয়ান তারকা৷ তবে গেম ডিসাইডার পঞ্চম সেটে (৬-১) নিজের জাত চিনিয়ে ম্যাচ জিতে নেন ফেদেরাই। সে সঙ্গে রজার প্রমাণ করলেন ৩৫ পার হয়ে গেলেও গ্র্যান্ড স্ল্যাম জেতা যায়।

প্রথম সেটে আধিপত্য দেখে মনে হয়েছিল সরাসরি সেটে ম্যাচ জিতে নেবেন রজার; কিন্তু চিলিচের লড়াকু মনোভাবে জয় বিলম্বিত সুইস তারকার। ২০০৭-এর পর গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে ১০ বছরের খরা কাটিয়েছিলেন ফেডেক্স। পাঁচ সেটের লড়াইয়ে নাদালকে হারিয়ে পিট সাম্প্রাসের ১৭টি গ্র্যান্ড স্ল্যাম টপকে রেকর্ডের পাতায় এককভাবে নাম লিখে রাখেন রজার৷ এরপর উইম্বলডনে এই চিলিচকে হারিয়ে ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন তিনি। এবার ২০১৮ অস্ট্রেলিয়ান ওপেন জিতে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হলেন ফেদেরার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় স্প্যান বসানোর পরে পদ্মা সেতুর ৩০০ মিটার দৃশ্যমান

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার) ৩৮ ও ৩৯ নং পিলারের উপর বসানো হয়েছে। দ্বিতীয় স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুটির ৩০০ মিটার দৃশ্যমান হলো।

পদ্মা সেতুর প্রকৌশলীরা জানান, রোববার সকালে স্প্যানটি সেতুর ৩৫ নং পিলার এলাকা থেকে ক্রেনে করে নিয়ে আসা হয় ৩৮ ও ৩৯ নং পিলার এলাকায়। পরে সকাল ১০ টায় বসানো হয় স্প্যানটি।

রোববার সকাল থেকেই স্প্যান বসানোর কার্যক্রম শুরু করে সকাল ১০ টার দিকে ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি পিলার দুইটির লিফটিং ফ্রেমে ও বেয়ারিংয়ের উপর বাসানো হয়।

শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেও কুয়াশা ও আলো স্বল্পতার কারণে দ্বিতীয় স্প্যানটি বসানো যায়নি। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে মোট ৪১টি স্প্যান। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো এবং সেতুর মোট পিলারের সংখ্যা ৪২টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমন আজব নিলাম দেখেনি আইপিএল

টি-টুয়েন্টির নাম্বর ওয়ান বোলার ইশ সোধিকে কেউ কেনেনি। কোনো দলে ঠাঁই হয়নি টি-টুয়েন্টিতে চার হাজারের উপরে রান করা হাশিম আমলার। গেইলের মতো টি-টুয়েন্টি বিশেষজ্ঞ শেষ মুহূর্তে বিক্রি হয়েছেন দুই কোটিতে! এমন অবিশ্বাস্য আর বিরল কাণ্ডই ঘটে গেল ২০১৮ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে।

বাংলাদেশ থেকে দল পেয়েছেন দুইজন। দুই কোটি রুপিতে সাকিব আল হাসানকে নিয়েছে হায়দরাবাদ। দুই কোটি দুই লাখে মুম্বাইতে মোস্তাফিজুর রহমান।

হাশিম আমলার ভিত্তি মূল্য ছিল দেড় কোটি রুপি। গত বছর টি-টুয়েন্টিতে ৪৩ ম্যাচে তার রান ১২৭৭।

লেগস্পিনার ইশ সোধি এই মুহূর্তে টি-টুয়েন্টির শীর্ষ বোলার। ২০১৭-১৮ আন্তর্জাতিক মৌসুমে ওভার প্রতি সাত ইকোনমি রেটে ১৮ উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্টে ১০ উইকেট ছিল তার। রশিদ খান, যুবেন্দ্র চাহাল, অমিত মিশ্রর মতো লেগস্পিনার দল পেলেও শেষদিন পর্যন্ত তিনি অবিক্রীত।

দল পাননি বিগহিটার মার্টিন গাপটিলও। তার ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি। অথচ কিংস ইলেভেন পাঞ্জাব এবং মুম্বাইয়ের হয়ে তার ভালো খেলার রেকর্ড আছে।

সময়ের অন্যতম সেরা ইংলিশ ক্রিকেটার জো রুটকেও কেউ নেয়নি। তার ভিত্তি মূল্য ছিল দেড় কোটি। দল পাননি শন মার্শ, ইয়ন মর্গান, অ্যালেক্স হেলসের মতো শক্তিশালী ক্রিকেটাররাও।

চোখ কপালে ওঠার আরও কিছু কারণ আছে। জয়দেব উনাদকাটের মতো নবীন ক্রিকেটার ১১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে বিক্রি হয়েছেন। সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ভারতীয় তিনি। ভারতের হয়ে এখন পর্যন্ত একটি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলেছেন এই ফাস্ট বোলার। বিদেশীদের মধ্যে সবেচেয়ে বেশি দাম বেন স্টোকসের। ১২.৫ কোটি রুপিতে তাকেও নিয়েছে রাজস্থান রয়্যালস।

নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে এবার আইপিএলে দল পেয়েছেন ১৭ বছরের সন্দীপ লামিচেন। দ্বিতীয়দিন তাকে ২০ লাখ রুপিতে দলে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

দুই দিনে আট দলে মোট ১৬৯ জন বিক্রি হয়েছেন। যারা বিক্রি হননি তাদের আর নিলামে ওঠার সুযোগ নেই। দলগুলো আলাদা-আলাদাভাবে কাউকে নিলে তবেই অবিক্রীতরা খেলতে পারবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুক বন্ধের কথা বলিনি: সংসদে শিক্ষামন্ত্রী

পরীক্ষার সময় ফেসবুক বন্ধের কথা বলেননি বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘আমি এ কথা কখনোই বলিনি যে আমরা ফেসবুক বন্ধ করে দেবো। সেই ক্ষমতাও আমার নেই। আমরা এ বিষয়ে বিটিআরসির সঙ্গে আলাপ করব, তারা কোনও সহযোগিতা করতে পারেন কিনা। একটি সীমাবদ্ধ সময়ের জন্য বন্ধ (ফেসবুক) রাখতে পারেন কিনা, সেটা বলব। আমরা বন্ধ (ফেসবুক) করে ফেলব, এটা বলতে পারি না।’
রবিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আলাপের প্রসঙ্গ টেনে মন্ত্রী আরও বলেন, ‘আমরা বিটিআরসির সঙ্গে আলাপ করেছি। তারা সহযোগিতা করবে। বন্ধ না করেও তারা অন্য পদ্ধতিতে কাজ করতে পারে। তারা বলেছে, বিভিন্ন পদ্ধতিতে এগুলো (ফাঁস হওয়া প্রশ্ন) আসে। এ ক্ষেত্রে তারা কী করতে পারবেন, তারা ভেবে দেখবেন। পরীক্ষার সময় তারা লোক নিয়োগ করে রাখবেন। এ ধরনের কিছু হলে তারা সঙ্গে সঙ্গে জানাবেন। পুলিশ যেন ব্যবস্থা নিতে পারে, সেই ব্যবস্থা তারা করবেন। জনগণের কোনও ব্যাঘাত সৃষ্টি হয়, এমন কিছু আমরা অবশ্যই বলিনি। অপরাধীদের কী করে বিরত রাখা যায়, সেই উদ্দেশ্যে বলেছি।’
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘প্রশ্নপত্র আগে বিজি প্রেস থেকে ফাঁস হয়ে যেত। আমরা বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরে এখন তা হয় না। দেড় মাস ধরে এসএসসি পরীক্ষা, আর আড়াই মাস ধরে এইচএসসি পরীক্ষা চলে। এই দীর্ঘদিন প্রশ্ন পাহারা দিয়ে রাখাটা কঠিন কাজ।’
মন্ত্রী বলেন, ‘আমরা প্রশ্নপত্র যখন স্কুলে পৌঁছাই, কিছু শিক্ষক প্রশ্ন বিলির আগেই প্রশ্ন খুলে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা আধুনিক মোবাইলের মাধ্যমে বিভিন্ন জনের কাছে পাঠিয়ে দেন। এ কারণে আমরা বলেছি, এই পথটা আমাদের বন্ধ করতে হবে। আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। বিটিআরসি বিবেচনা করবেন, সীমাবদ্ধ সময়ের জন্য কিছু করা যায় কিনা। যেহেতু এই মাধ্যমগুলো অপরাধীরা কাজে লাগায়, সে কারণে এ ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বছর এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষা চলাকালীন সারাদেশে ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘শুধু এসএসসি নয়, এই অভিজ্ঞাতার আলোকে এইচএসসি পরীক্ষাতেও একই ব্যবস্থা নেওয়া হবে।’ এছাড়া প্রশ্নপত্র ফাঁস হয়— এমন সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ রাখা হবে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বহু আগেই বিয়ে করেছেন সালমান-জেসিয়া!

দেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলামকে নিয়ে সগরম সোশ্যাল মিডিয়া। চাউর রয়েছে, সালমান-জেসিয়া পরস্পরকে ভালোবাসেন! তাদের দু’জনের প্রেম জমে ক্ষির! তবে প্রেমের এমন গুঞ্জনের বিপরীতে বরাবরই দু’জনে ভালো বন্ধু বলে এসেছেন।

সম্প্রতি পাওয়া গেল সালমান-জেসিয়ার বিয়ের একটি স্থিরচিত্র। যেটা দেখলে মনে হবে, বহু আগেই বিয়ে করেছেন সালমান-জেসিয়া! সাদাকালো ওই ছবিতে দেখা যাচ্ছে কনে সেজেছেন জেসিয়া ইসলাম। আগাগোড়াই বধূ সেজেছেন তিনি। জেসিয়ার পুরো শরীর গহনায় ঠাঁসা। তার পাশেই বসে আছেন সালমান। খানদানী গোফ আর বিয়ে পাঞ্জাবী পরেছেন তিনি। রহস্যে ভরা এই ছবিটি দেখেই মনে হতে পারে, সালমান-জেসিয়া বিয়ে করেছিলেন সাদাকালো যুগে!

রহস্য উন্মোচন করতে জেসিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে  তিনি বলেন, আমাদের বহু আগেই বিয়ে হয়েছিল, তবে বাস্তবে নয়; ‘ছবির প্রতিচ্ছবি’ নামের একটি নাটকে এমনটাই দেখা যাবে। জেসিয়া বলেন, এই নাটকে আমার চরিত্রের নাম নৈঋত। গল্পে দেখা যাবে আমি বিদেশে থাকি। দাদু তার মৃত্যুর পূর্বে রেখে যাওয়া বিশাল সম্পত্তি আমার নামে উইল করে যান।

উইলে বলা থাকে, প্রাপ্ত বয়স্ক মানে ১৮ বছর হওয়ার পর সেই বিশাল সম্পতির মালিক হবো আমি। দাদার মৃত্যুর পর দেশে ফিরি। এরপর দাদুর রেখে যাওয়া বহু পুরনো অ্যালবামে একটি ছবি দেখে আমি বিস্মিত হই। সেখানে সালমানের অববয়ে ছবি দেখা যায়। তিনি বলেন, এরপর গল্পে আরো কিছু বাঁকবদল রয়েছে।

জেসিয়া বলেন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পর এই প্রথম কোনো খণ্ড নাটকে কাজ করছি। এত চমৎকার একটি গল্প দিয়ে আমার অভিনয় যাত্রা শুরু হচ্ছে ভাবতেও ভালো লাগছে। সালমানের সঙ্গে আমি কয়েকটি ইউটিউব কনটেন্টে কাজ করেছি, কিন্তু নাটকে তার সঙ্গে এবারই প্রথমবার কাজ করছি। আশা করছি ‘ছবির প্রতিচ্ছবি’ নাটকটি সবার কাছে ভালো লাগবে।

‘ছবির প্রতিচ্ছবি’ নাটকটি রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু, নির্মাণ করছেন ফয়েজ আহমেদ রেজা। সালমান-জেসিয়া ছাড়াও অভিনয় করছেন আবুল হায়াত, কাজী উজ্জল, বাদল প্রমুখ। ঢাকার উত্তরায় গেল ২৬ ও ২৭ জানুয়ারি শুটিং হয়ে আজ টাঙ্গাইলের একটি জমিদারবাড়িতে নাটকটির শুটিং শেষ হচ্ছে বলে জানা গেছে। শিগগির এই নাটকটি চ্যানেল আই এর পর্দায় প্রচার হবে বলে জানান ফয়েজ আহমেদ রেজা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest