সর্বশেষ সংবাদ-
চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভা

সংসদে সাতক্ষীরার আরো উন্নয়নের দাবি জানালেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরার আরো উন্নয়নের দাবি তুলে ধরলেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
রবিবার রাতে মহান জাতীয় সংসদে ১২ মিনিটের বক্তব্যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ ও সাতক্ষীরার ইতিহাস-ঐতিহ্যের সংক্ষিপ্ত পর্যালোচনা করেন এবং বলেন, সাতক্ষীরা জেলা শিক্ষা ক্ষেত্রে সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছে। এ জেলা কৃষি ক্ষেত্রে ধান চাল খাদ্যশস্য ৬ লক্ষ মেঃ টন উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ৩ লক্ষ মেঃ টন দেশের বিভিন্ন জেলাসহ সরকারকে দিয়ে থাকে। এ জেলা থেকে মাছ, কুল, আম সাতক্ষীরা জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলাসহ বিদেশে রপ্তানী করা হয়। কিন্তু জানিনা কি কারণে এ জেলার মানুষ উন্নয়ন বঞ্চিত। এ জেলাকে অবমূল্যায়ণ করা হয়। জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার প্রতি অত্যন্ত আন্তরিক। আমাদের জেলায় অনেক কিছু দিয়েছেন। ছোট একটি জেলা শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি অনুযায়ী তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হকের প্রচেষ্টায় মেডিকেল কলেজ দিয়েছেন। সাতক্ষীরাবাসীর স্বপ্ন, যা ৫০ বছরেও পেত না। সাতক্ষীরাবাসীর আরো একটি দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী রেল লাইন স্থাপন দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর থেকে সরকার বছরে ১ হাজার কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। এটাকে পূর্ণাঙ্গ স্থল বন্দর হিসেবে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সাতক্ষীরাবাসীর দাবি এটা দ্রুত বাস্তবায়ন করতে হবে। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে অনেক কিছু না চাইতে দিয়েছেন। আমার উজেলায় ১৪টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে। চলতি বছরে এ উজেলায় শতভাগ বিদ্যুতায়ন হবে। সাতক্ষীরা সদরের আগরদাড়িতে একটি নতুন থানা স্থাপনের দাবি জানান তিনি। বাংলাদেশ সরকারের সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সাতক্ষীরায় গিয়েছিলেন তিনি দেখে এসেছেন সাতক্ষীরার রাস্তা-ঘাট অনেক খারাপ। এগুলোর পর্যায়ক্রমে কাজ হচ্ছে। এলজিইডিতে ঠিকাদাররা কাজ করছিল না। কারণ নির্মাণ সামগ্রীর মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। সেজন্য ঠিকাদাররা কাজ করতে পারছিল না। আমি ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের সাথে বসে আলোচনা করে সমাধান করেছি। টেন্ডার ও ওয়ার্ক ওয়ার্ডার হলে দ্রুত এসব রাস্তার কাজ শুরু হবে। এ জেলায় যোগাযোগের ক্ষেত্রে মূল সড়ক পথে যশোর থেকে নাভারণ হয়ে সাতক্ষীরা, যশোর মনিরামপুর হয়ে মাইকেল মধুসুধন দত্তের বাড়ির পাশ দিয়ে সাতক্ষীরা ও খুলনা চুকনগর হয়ে সাতক্ষীরায় প্রবেশের রাস্তাগুলো অনেকাংশে খারাপ। এসব রাস্তার দ্রুত কাজ হলে সাতক্ষীরার সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে। সরকারের রাজস্ব খ্যাতে সাতক্ষীরা জেলা যে ট্যাক্স দিয়ে থাকে তার ১৬ ভাগের ৪ ভাগ সাতক্ষীরার উন্নয়নে ব্যয় করলে ও এ জেলা উন্নয়ন থেকে বঞ্চিত থাকবেনা। এমপি রবি মহান জাতীয় সংসদে জেলার উন্নয়নে যেসব দাবি তুলে ধরেছেন তা পুরণ হলে এ জেলার মানুষের ভাগ্যোন্নয়ন হবে মনে করেন সচেতন মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবারের বিশ্বকাপে কারা ফেভারিট

ছয় মহাদেশের ২০৯ দলের ৮৬৪ ম্যাচের লড়াই শেষে চূড়ান্ত হয়েছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ৩২ প্রতিনিধি। ২০১৮ সালের ১৪ জুন স্বাগতিক রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ দিয়ে শুরু হবে রাশিয়া বিশ্বকাপ। কিন্তু তার আগেই বিশ্বকাপজ্বরে কাঁপছে পুরো বিশ্ব। গত বছর নভেম্বরে মস্কোয় জমকালো ড্রয়ে ভাগ্য নির্ধারিত হয়েছে ৩২ দলের কে কোন গ্রুপে খেলবে।

সাধারণত স্বাগতিক দলই থাকে ‘এ’ গ্রুপে। এবার রাশিয়া স্বাগতিক হওয়ায় তাদের জন্য গ্রুপ ‘এ’ আগে থেকেই নির্ধারিত ছিল। বাকি সব দলের ভাগ্য নির্ধারিত হয়েছে লটারিতে। স্বাগতিক হওয়ার সুবাদে ১১ বারের মতো রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। স্বাগতিকের সুবিধা কাজে লাগিয়ে তারা কতদূর নিজের দলকে টেনে নিতে পারে, সেটা দেখার জন্য মুখিয়ে আছে ফুটবলবিশ্ব। গত বছর অক্টোবরে ফিফা র‍্যাংকিংয়ের হিসাবে ড্রর জন্য চারটি পটে আট দলকে রাখা হয়। রাশিয়ার সঙ্গে শীর্ষ সাত দল রাখা হয় এক নম্বর পটে। পরের আট দল দুইয়ে, এভাবে সাজানো হয় পটগুলো।

ইউরোপ ছাড়া অন্য কোনো মহাদেশের একটির বেশি দল এক গ্রুপে পড়েনি। ব্রাজিল-আর্জেন্টিনা বরাবরের মতো এবারও আলাদা গ্রুপে। ব্রাজিল আছে ‘ই’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়া।

তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। তাদের গ্রুপে আছে একবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির গ্রুপে শক্ত প্রতিপক্ষ সুইডেন। প্লে-অফের ফাঁড়া কাটিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা পায় পেরু।

সবার বিচারেই ২০১৮ রাশিয়া বিশ্বকাপের হট ফেভারিটের তকমা দখল করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপে বাছাই পেরিয়ে সবার আগে টিকেট নিশ্চিত করেছিল দলটি। বর্তমান কোচ টিটে দায়িত্ব গ্রহণের পর দ্রুত পাল্টে গেছে ব্রাজিল। সব দল যেখানে রাশিয়ার টিকেট পাওয়ার জন্য মুখিয়ে ছিল, সেখানে অনায়াসেই বাছাইপর্ব টপকে সবার আগে রাশিয়া টিকেট অর্জনের কৃতিত্ব দেখায় পেলের উত্তরসূরিরা। বিভিন্ন ইউরোপীয় ক্লাবে খেলা তারকা ফুটবলারদের নিয়ে দলটি পরিপূর্ণ এবং অনেকের মতে, এবারের বিশ্বকাপে ফেভারিট ব্রাজিল। দলটির প্রতিটি পজিশনেই উপস্থিতি রয়েছে পরীক্ষিত সব পারফরমারের, যাঁদের মধ্যে অন্যতম নেইমার।

ব্রাজিলের পরই রাশিয়া বিশ্বকাপে ফেভারিট জার্মানি। বর্তমান চ্যাম্পিয়ন দলটিতে কিছুটা হলেও অভিজ্ঞ ফুটবলারদের ঘাটতি রয়েছে। ২০১৪ সালের বিশ্বকাপের শেষ মুহূর্তে গোল দিয়ে দলটি শিরোপা জিতলেও মূলত তারুণ্যনির্ভর জার্মান দলই অংশ নেবে এবারের রাশিয়া বিশ্বকাপে। ২০১০ সালের চ্যাম্পিয়ন ফুটবলের ধারক-বাহক স্পেন আসন্ন রাশিয়া বিশ্বকাপের তৃতীয় ফেভারিট। অনেক তরুণ ও অভিজ্ঞতাসম্পন্ন স্প্যানিশ দলটির টার্গেট গত বিশ্বকাপের দুঃস্বপ্ন ভুলে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করা।

বিশ্বকাপের বাছাইপর্বে চরম হতাশার পর আর্জেন্টিনা বিশ্বকাপের টিকেট পাবে কি না, সেটা নিয়েই সৃষ্টি হয় অনিশ্চয়তা। ইকুয়েডরের সঙ্গে নাটকীয় জয়ে রাশিয়ার টিকেট নিশ্চিত হলেও অনেকেই আর্জেন্টিনার বর্তমান দলকে রাশিয়া বিশ্বকাপে ফেভারিট মানতে নারাজ। আর্জেন্টিনা দলে অনেক তারকা ফুটবলার আছেন, কিন্তু জাতীয় দলে তাঁরা নিজেদের সেরাটা দেখাতে ব্যর্থ হন। যার ফলে পুরো চাপটা এসে পড়ে মেসির কাঁধে। ইকুয়েডরের সঙ্গে ম্যাচে মেসির হ্যাটট্রিক না হলে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টাইনদের দর্শক হয়েই হয়তো কাটিয়ে দিতে হতো। ১৯৭০ সালের পর এই প্রথম এতটা চ্যালেঞ্জ নিয়ে তারা মূল পর্ব নিশ্চিত করে।

গত তিন বছরে টানা তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠে প্রতিবারই আর্জেন্টিনাকে ফিরতে হয়েছে খালি হাতে। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে আর্জেন্টিনা। পরের দুই বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন কোচ সাম্পাওলির অধীনে দলটির উন্নতি তেমন চোখে পড়ার মতো নয়। তাই রাশিয়ায় শিরোপা লড়াইয়ে থাকতে হলে দলের আরো দ্রুত উন্নতি করতে হবে দলটিকে। রাশিয়া বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনাকে লড়তে হবে আইসল্যান্ড, নাইজেরিয়া ও ক্রোয়েশিয়ার সঙ্গে।

সদ্যসমাপ্ত রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে সবচেয়ে বেশি গোল করার কৃতিত্ব অস্ট্রেলিয়ার দখলে। ২০ ম্যাচে তারা করেছে ৪৮ গোল। তবে ম্যাচপ্রতি গড়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে ইউরোপের অন্যতম আলোচিত দল বেলজিয়াম। অ্যাটাকনির্ভর দলটির ম্যাচপ্রতি গোলের গড় ৪ দশমিক ৩। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো স্ট্রাইকারকে টপকে বাছাইপর্বের সর্বোচ্চ গোলের মালিক পোলিশ স্ট্রাইকার রবার্ট লেমনডস্কি। জার্মান জায়ান্ট বার্য়ান মিউনিখের স্ট্রাইকার ম্যাচে করেন সর্বোচ্চ ১৬ গোল।

উরুগুয়ে বিশ্বকাপ জিতেছে দুবার। ১৯৬৬ সালে নিজেদের দেশে আয়োজিত বিশ্বকাপ জেতার পর থেকে ইংল্যান্ড একবার এই প্রতিযোগিতার সেমিফাইনালে উঠতে সক্ষম হয়েছিল। পর্তুগালের নেতৃত্বে থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিটি দলই চাইবে প্রতিযোগিতায় টিকে থাকতে।

এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির বাছাইপর্ব থেকে বাদ পড়ে যাওয়া। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ পর্বের দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে রাশিয়া বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির। অন্যদিকে প্রথম লেগে ঘরের মাঠে ১-০ গোলে জেতায় ১২ বছর পর বিশ্বকাপ খেলা নিশ্চিত হলো সুইডেনের।

একদিনে কান্নার রোল, অন্যদিকে বাঁধভাঙা উচ্ছ্বাস। তবে নিজ মাঠে গ্যালারিভর্তি দর্শকদের হতাশার সাগরে ভাসিয়ে রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়া মানতে পারছেন না মিলানবাসী। ইতালির ছিটকে পড়ার থেকেও মানুষের মনে দাগ কেটেছে কিংবদন্তি জিয়ুনলুইজি বুফনের চোখের জল। বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলে সান সিরোতে সুইডেনের বিপক্ষে প্লে-অফের ম্যাচটিই হবে ইতালির জার্সি গায়ে তার শেষ ম্যাচ। ম্যাচের আগে এমনটাই ঘোষণা দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত চেষ্টা করেও সুইডেনের বিপক্ষে গোলের দেখা পায়নি ইতালি। ব্যর্থতায় মোড়ানো এই ম্যাচ হয়ে থাকল বুফনের শেষ আন্তর্জাতিক ম্যাচ। আর ৬০ বছর পর বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হতে হলো ইতালিকে।

বিশ্বকাপের আট গ্রুপ :

গ্রুপ-এ : রাশিয়া, উরুগুয়ে, মিসর, সৌদি আরব

গ্রুপ-বি : পর্তুগাল, স্পেন, ইরান, মরক্কো

গ্রুপ-সি : ফ্রান্স, পেরু, ডেনমার্ক, অস্ট্রেলিয়া

গ্রুপ-ডি : আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, আইসল্যান্ড, নাইজেরিয়া

গ্রুপ-ই : ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া

গ্রুপ-এফ : জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া

গ্রুপ-জি : বেলজিয়াম, ইংল্যান্ড, তিউনিসিয়া, পানামা

গ্রুপ-এইচ : পোল্যান্ড, কলম্বিয়া, সেনেগাল, জাপান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টি-টোয়েন্টিতেও করুণ দশা পাকিস্তানের

নিউজিল্যান্ড সফরটা হতাশায় কাটছে পাকিস্তানের। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ব্যাকফুটে দলটি। টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে হতাশ করেছে তারা। ওয়েলিংটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের ব্যর্থতায় সাত উইকেটের বড় ব্যবধানে হেরে যায় সরফরাজ বাহিনী।

আজ সোমবার অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাজঘরে আসা-যাওয়া করতে থাকেন ব্যাটসম্যানরা। পেসার টিম সাউদির বোলিং তোপে এবং স্পিনার সেথ র‍্যান্সের ঘূর্ণিতে পাকিস্তানের ব্যাটিংয়ে যে বিপর্যয়ের কবলে পড়ে, তা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি।

দলীয় মাত্র চার রানেই সাজঘরে ফিরেন ওপেনার ফখর জামান (৩) ও উমর আমিন (০)। বাবর আজম একাই বিপর্যয় সামলানোর চেষ্টা করলেও অন্য পাশ থেকে সহযোগিতা না পাওয়ায় তা আর সম্ভব হয়নি। ইনিংস থেমে যায় ১০৫ রানে।

পাকিস্তানের পক্ষে বাবর আজমই সর্বোচ্চ ৪১ রান করেন। কিউইদের পক্ষে তিনটি করে উইকেট পান টিম সাউথি ও সেথ র‍্যান্স। দুই উইকেট পান মিশেল স্ট্যান্টনার।

জবাবে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৮ রানের মাথায় ওপেনার মার্টিন গাপটিল ও উইকেটকিপার-ব্যাটসম্যান গ্লেন ফিলিপসের উইকেট হারিয়ে বসে তারা। পাকিস্তানি পেসার রুম্মান রশিদ শুরুতেই ঝড় তুললেও পরে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তৃতীয় উইকেটে টম ব্রুসকে সঙ্গে নিয়ে ৪৯ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন কলিন মুনরো। দলীয় ৫৭ রানে ব্রুস সাজঘরে ফিরলে টেলরকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুনরো। মুনরো ৪৯ রানে ও টেলর ২২ রানে অপরাজিত থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে শাকিব-বুবলীর ‘সুপার হিরো’

শাকিব খান ও শবনম বুবলীর নতুন চলচ্চিত্র ‘সুপার হিরো’ ছবির শুটিং শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে অস্ট্রেলিয়ায়। টানা শুটিং শেষে আগামী মাসে ছবির কিছু অংশ বাংলাদেশে শুটিং হওয়ার কথা রয়েছে। শুটিংয়ে অংশ নিতে শিগগিরই অস্ট্রেলিয়া যাচ্ছেন শাকিব ও বুবলী।

হার্টবিট কথাচিত্রের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান। তিনি গতকাল রোববার শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন। আশিকুর রহমান গতকাল বলেন, “আগামী ২৩ তারিখ থেকে আমরা সেখানেই ‘সুপার হিরো’ ছবির শুটিং শুরু করব। এরই মধ্যে শাকিব ও বুবলীর সঙ্গে কথা হয়েছে। আমি সেখানে গিয়ে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে তাঁরাও অস্ট্রেলিয়ায় চলে আসবেন।”

শাকিব-বুবলী কবে থেকে শুটিংয়ে অংশ নেবেন—জানতে চাইলে আশিক বলেন, ‘আমরা ২৩ তারিখ থেকে ছবির শুটিং শুরু করব। ছবির গল্পে তো শুধু শাকিব-বুবলী নয়, আরো শিল্পী আছেন। আমি তাঁদের দিয়ে ছবির শুটিং শুরু করব। আর এরই মধ্যে শাকিব খান শুটিংয়ে চলে আসবেন।’

কলাকুশলী অস্ট্রেলিয়া থেকেই নেওয়া হবে জানিয়ে আশিক বলেন, ‘আমি ছবির শুটিং করব অস্ট্রেলিয়ান টেকনিক্যাল পারসনদের নিয়ে। আমি যেহেতু সেখানে থাকি, সে হিসেবে সেখানে আমার একটা সেটআপ তৈরি হয়েছে। তাঁদের নিয়েই কাজটি করব। তবে বাংলাদেশের অংশটা আমি বাংলাদেশের কলাকুশলীদের নিয়ে করব।’

থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব-বুবলী ছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্বাসকষ্ট ও ডায়বেটিস রোগীদের জন্য ক্ষতিকারক কুল

কুল অত্যন্ত সস্তা এবং বাজারে বহু বিক্রিত একটা ফল, তাই ইচ্ছা করলেই আপনিও বাজার থেকে কুল কিনে এনে খেতে পারেন। কারণ শীতের ফসল কুল শীতের শেষের দিকে পাকতে শুরু করে। এইসময় পাকা কুলে গাছ প্রায় ছেয়ে যায়। তাই কুল খাওয়ার এটাই আদর্শ সময়।

তবে শুধু স্বাদের জন্য নয়, অনেকেই বোধহয় জানেন না, এই ছোট্ট কুলের মধ্যে রয়েছে কত ধরনের পুষ্টিগুণ। আমাদের আজকের এই প্রতিবেদনে পাঠকদের জন্য রইলো কুলের গুণ সমর্কে বিস্তারিত-

কুলের মধ্যে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ও খনিজ উপাদান। যা একদিকে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

যে কোনোরকম দাতের সমস্যা দূর করতে সাহায্য করে। তাই দাঁতে ব্যথা বা পাইরিয়া জাতীয় সমস্যায় ভুগলে আপনি কুল কিনে খেতে পারেন।

তবে যাদের শ্বাসকষ্ট রয়েছে কুল তাদের জন্য ভীষণ ক্ষতিকর, তাই তারা চেষ্টা করবেন কাঁচা বা পাকা যে কোন ধরনের কুলকে এড়িয়ে চলার।

ডায়বেটিস রোগীদের জন্য কুল খুবই ক্ষতিকারক। আবার অনেকে বলেন কাঁচা কুল খেলে নাকি পেটের সমস্যা হয়।

কিন্ত কুলের মধ্যে আছে প্রচুর পরিমানে ভিটামিন সি, যা এই ঋতু পরিবর্তনের সময় আমাদের সর্দি কাশির মতো রোগের হাত থেকে বাঁচায়।

এছাড়া কুলের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং লিউকোমিয়ার মতো রোগকে প্রতিরোধ করে।

কুল আবার ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সারিয়ে তুলতে এটি অব্যর্থ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইজতেমা ফেরত বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ৪

সিলেটের দক্ষিণ সুরমায় ইজতেমা ফেরত একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও নয়জন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রশিদপুর সাতমাইলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের আবু বক্কর (৫০), আকবর আলী (৫০), আব্দুল গফুর (৪৫) ও জেলার কাঠইর ইউনিয়নের সদস্য আব্দুল খালেক (৪৫)। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হচ্ছে।

দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে একটি বাসে সুনামগঞ্জে ফেরত আসছিল অন্তত ৩০ মুসল্লি। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইলে কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের ওসমানী মেডিকেলে নিয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে সেখানে খালেকের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষামন্ত্রীর পিওসহ তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেন, মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিন এবং জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে কিছু দিন বন্ধ থাকা লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেদ হাসান মতিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সন্ধ্যার পর মোতালেবকে বছিলা এবং নাসির ও মতিনকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

এর আগে নিখোঁজ দাবি করে হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-নম্বর ৯৪৬) করেন মোতালেবের ছোট ভাই শাহাবুদ্দীন আহমেদ। গত বৃহস্পতিবার বনানী থানায় জিডি করেছিল নাসির উদ্দীনের পরিবার। পরপর এসব নিখোঁজের ঘটনায় আতঙ্ক দেখা দেয়।

গতকাল দুপুরে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, অপহূতদের উদ্ধারে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দুপুরে মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আবু আলম তার বাসায় অপরিচিত ৭-৮ জন লোক গিয়ে তার খোঁজ করেছে বলে শিক্ষামন্ত্রীকে অবহিত করেছিলেন। মোতালেব হোসেন ঝালকাঠি জেলার নলছিটি থানার আমতলী গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কাজ করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দীন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব।

লেকহেড গ্রামার স্কুলের পরিচালক গ্রেফতার : লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেদ হাসান মতিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা জানান, গত শনিবার বিকালে তাকে গুলশান-১ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা জব্দ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারীলিপ্সু নাসিরের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা মাছুরার যত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: আমার আগে আরও চার নারীর সর্বনাশ করেছে নাসির। বিয়ের নামে তাদের সাথেও প্রতারনা করেছে। তাদেরকে নিয়ে বাসা ভাড়া করে থেকেছে। সে সব মেয়েরা এখন নাসিরকে ছেড়ে নিজেদের অবস্থানে ফিরে গেছে। সেই নাসির এখন আরও একটি মেয়ের পিছনে লেগেছে। তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তাকে নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। তার সাথে বসে একই সাথে ইয়াবাও খায় নাসির।
রোববার সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে এসব কথা বলেন শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের মাটি শ্রমিক আবুবকর সিদ্দিকের মেয়ে মাছুরা খাতুন। মাছুরা নাসিরউদ্দিনের সাড়ে তিন বছরের বিবাহিত স্ত্রী। তিনি এখন অন্তঃসত্ত্বা। এক মাসেরও বেশি সময় ধরে নাসির তাকে ছেড়ে কোনো কিছু না বলেই চলে গেছেন। এর পর আমাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। বলছে ওকে আর নেবো না। সেই নাসির এখন আরও এক বিয়ের নামে পাঁয়তারা করছে জেনে মাছুরা ছুটে আসেন সাতক্ষীরা প্রেসক্লাবে। তিনি জানান আমি আমার স্বামীর ঘর চাই।
মাছুরা জানান, বছর চারেক আগে তাদের পরিচয়। নাসির কালিগঞ্জ উপজেলার দুদলি গ্রামের মো. বাসারতুল্লাহর ছেলে। কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন তিনি। নানা কারণে নাসিরউদ্দিন ছাত্রলীগ থেকে বহিস্কৃত হন। এরপর থেকে নানা অনৈতিক কাজে নামেন তিনি।
মাছুরা বলেন দুই পক্ষের অভিভাবকের অমতেই নাসিরের সাথে বিয়ে হয় তার। এরপর নাসির তাকে সাতক্ষীরায় এনে ভাড়া করা বাসায় থাকতেন। মাছুরা বলেন, নাসিরের সাথে কয়েকজন পুলিশ সদস্যের সুসম্পর্ক ছিল। সে নিজেই একজন ইয়াবাসেবী। ইয়াবা ও ফেনসিডিল কেনাবেচাও করে। প্রায়ই রাতে তাদের বাসায় আসতো ফিরোজ ও আমিনুর নামের পুলিশের দুই সদস্য। সাথে থাকতো ইটাগাছার সাইফুল নামের আরও এক যুবক। তারা এক সাথে আমার ঘরে বসে ইয়াবা খেতো। পুলিশের সাথে চুক্তি করে সাধারন মানুষকে ধরিয়ে আনতো। আমি আপত্তি জানাতাম। প্রতিবাদ করায় আমাকে মারধর করতো নাসির। জানাজানি করলে বলতো, তোর বাবার নামে মামলা দিয়ে জেল খাটাবো। মাছুরা তার দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ দেখান। মাছুরা জানান, তার পেটের প্রথম সন্তান সাড়ে চারমাস পর গর্ভপাতের মাধ্যমে নষ্ট করায় নাসির। দ্বিতীয় সন্তান পেটে আসার পর থেকে নাসির আরও বেপরোয়া হয়ে ওঠে। এরই মধ্যে সে অপর একটি মেয়ের সাথে সম্পর্ক গড়ে তোলে। তাকে ঘরে নিয়ে আসতো। বোন পরিচয়ে ঘরে রাখতো। তার সাথে বসে ইয়াবা খেতো। আর আমি প্রতিবাদ করলে আমাকে মারপিট করতো। মাছুরা জানান পেটের সন্তান নষ্ট করে দেওয়ার জন্য আমাকে চলা কাঠ দিয়ে কোমরে আঘাত করেছে নাসির। তিনি জানান তার গলায় ওড়না পেচিয়ে তাকে খুন করারও চেষ্টা করেছিল নাসির। কিন্তু প্রতিবেশিরা এসে তাকে রক্ষা করেন। মাছুরা জানান এভাবে আরও চার নারীর সর্বনাশ করেছে নাসির।
মাছুরা জানান, আমাদের প্রথম বিয়ের স্ট্যাম্পে স্বাক্ষরযুক্ত কাগজপত্র চাইতাম আমি। কিন্তু নাসির দিতে চাইতো না। তিনি বলেন শহরের কাটিয়ায় বাসা পাল্টালে বাড়িওয়ালা আমাদের দুইজনকে পুলিশে সোপর্দ করেন। সাতক্ষীরার কাটিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. বাহারুল ইসলামের সহায়তায় গত ১ নভেম্বর শরীয়ত মোতাবেক মাছুরার সাথে নাসিরের বিয়ে পড়ান ম্যারেজ রেজিস্ট্রার মওলানা আবদুর রাজ্জাক। বিয়ের সেই নিকাহনামা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মাছুরা। তিনি জানান এখন আমাকে রাস্তাঘাটে মারধর করার পরিকল্পনা করেছে নাসির। এরই মধ্যে তিন যুবককে পাঠিয়েছিল তার কাছে। কিন্তু মাছুরা পালিয়ে থেকে রক্ষা পান।
মাছুরা জানান, এতো সবের পরও আমি তার ঘর ছাড়তে চাইনা। আমি আইনগত সহায়তা চাই। মাছুরা জানান নাসির মাঝে মাঝে নিজেকে সাংবাদিক পরিচয় দেন। নিজে সাংবাদিক জানিয়ে ভয় দেখান নাসির।
এ সম্পর্কে জানতে চাইলে ঢাকাস্থ মানবাধিকার প্রতিদিনের সম্পাদক শহিদুল ইসলাম জানান, নাসিরকে তার অনৈতিক কাজের অভিযোগে পত্রিকা থেকে বের করে দেওয়া হয়েছে। অপরদিকে কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ জানান, সংগঠন বিরোধী নানা অভিযোগে নাসিরউদ্দিন এক বছর আগে বহিস্কৃত হন।
এ সব বিষয়ে জানতে মো. নাসিরউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার সাথে মাছুরার বিয়ের একটা ঝামেলা আছে সত্য। তবে সে বিষয়ে পরে বলবো। এক সপ্তাহ পর বাড়ি এসে বলবো। এখন ঢাকায় আছি। সাংবাদিকদের তিনি আরও বলেন, আমি মাছুরাকে তো পরিত্যাগ করিনি। তিনি বলেন, আমি বিশটা বিয়ে করেছি। আপনারা খোঁজ নিয়ে দেখুন। তার বিরুদ্ধে আরও চার নারীর সর্বনাশ করা এবং ইয়াবা ব্যবসাসহ নানা বিষয়ে জানতে চাইলে তিনি মুখ খোলেন নি। পরে তিনি তার ফোন বন্ধ করে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest