সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ভূমিহীন সমিতির কঠোর হুশিয়ারীসাতক্ষীরায় শিশু-যুব ও স্টেকহোল্ডারদের কর্মশালাশ্যামনগরে অস্ত্র-গুলিসহ আটক সুন্দরবনের ত্রাস সাইফুলসাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

দেবহাটায় উৎসবমূখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

দেবহাটা ব্যুরো: দেবহাটায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব আমেজে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিদ্যালয় গ্রাঙ্গনগুলো বিভিন্ন ব্যানার, ফেস্টুনে মুখোরিত ছিল। ছাত্র-ছাত্রীদের মাঝে বয়েছিল আনন্দের জোয়ার। প্রতিটা বিদ্যালয় চত্বর উৎসবের আমেজে ছাত্র-ছাত্রীরা দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থেকে ভোট প্রদান করে। অন্যদিকে প্রার্থীরা ভোটারদের কাছ থেকে ভোট চেয়ে তাকে জয়যুক্ত করার অনুরোধ জানান। শিক্ষকদের সহযোগীতা ছাড়ায় ছাত্র-ছাত্রীরা কেবিনেট নির্বাচন সম্পন্ন করে। আবার অনেকে এভাবে নির্বাচনে অংশ নেওয়া, বিভিন্ন পদে দায়িত্বভার গ্রহন ও ভোট দিতে পেরে দেশের গণপ্রজাতন্ত্রীক বাংলাদেশ সরকারের নির্বাচন সম্পর্কে সুষ্ঠ জবাবদিহিতামূলক ধারণা পেয়ে যাচ্ছেন বলে জানন ছাত্র-ছাত্রীরা। একই সাথে বর্তমান সরকারকে এমন একটি উদ্যোগ গ্রহন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। শনিবার দিনের বিভিন্ন বিদ্যালয়ে একযোগে কেবিনেট ভোটের সকল কার্যক্রম চালু হয়ে বেলা ১২টায় সমাপ্ত হয় ভোট গ্রহণ। পরে ভোটগণনা ও প্রার্থীদের ফলাফল ঘোষনা হয়। এদিকে, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুনসুর আহম্মেদ, সদস্য কারী কামরুজ্জামান, মোস্তাক আলী, মহিউদ্দীন সিদ্দিক প্রমূখ। ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শন করেন ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর রশীদ, সহ-সভাপতি আলফাতুন নেছা, সদস্য নির্মল কুমার মন্ডল, আব্দুর রব লিটু, কেএম রেজাউল করিম প্রমূখ। চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শন করেন ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান আলী, সহ-সভাপতি আব্দুল গফ্ফার, সদস্য সাইফুল ইসলাম, শাহনেওয়াজ সাজু প্রমূখ। স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত এবং সাধারণ মানুষের গণতন্ত্রের অধিকার সম্পর্কে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের সঠিক ধারণা প্রদান করতে এটি একটা মহান উদ্যোগ। এই উদ্যোগের মধ্যে দিয়ে নতুন প্রজন্ম দেশ ও জাতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বে বলে মনে করেন সচেতনমহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: শিশুকাল থেকে ছাত্র-ছাত্রীদের গণতন্ত্র চর্চাও নেতৃত্বদানে উৎসাহ করার জন্য সাতক্ষীরা সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উৎসাহ ও আগ্রহের মধ্য দিয়ে বিদ্যালয় ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার পঞ্চম শ্রেণির ছাত্রী ফরিহাম আবাচ্ছুম জানায়,কোনো ধরণের বিশৃঙ্খলা ছাড়াই শন্তিপূর্ণভাবে ভোটারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে জয়যুক্ত করেছে। নির্বাচনে সাতটি পদের বিপরীতে ১৮ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২৫০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ২৩০ ভোট প্রদান করে। নির্বাচনে আব্দুল রহমান ১৬৩ ভোট, খুকুমনি ১৫২ ভোট, জয়ন্ত সরদার ১৪৮ ভোট, নিশান তাসমিম ১১৭ ভোট, অনিক সরকার ১০৭ ভোট, প্রিয়ন্তি সিংহ ১০৫ ভোট, জিৎ ১০১ ভোট পেয়ে জয়লাভ করে।
ফরিহাম আবাচ্ছুম আরও জানায়, ভোট কেন্দ্র পরিদর্শক করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা গৌরাঙ্গ গাইন। নির্বাচনের বিষয় তদারকি ও গণনার সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী। আগামি সাতদিনের মধ্যে প্রথম অধিবেশনের মাধ্যমে সকলের দায়িত্ব হস্তান্তর করা হবে বলে নির্বাচন কমিশনার জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশকে কেউ অপব্যবহার করতে পারবে না -সাতক্ষীরায় ড. কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেনে, অবাধ, নিরপেক্ষ সুকু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে পরিচালনা করতে হবে। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, পুলিশকে কেউ অপব্যাবহার করতে পারবে না। কোন দলের বাহিনী হিসেবে কাজ করবেন না। বাংলাদেশের পুলিশের মাথায় শাপলা রয়েছে। এই শাপলা হচ্ছে জাতীয় প্রতীক। এটা অর্জন করতে কোটি কোটি মানুষ জীবন দিয়েছে। ওই প্রতীকের সম্মান রক্ষা করতে হবে। কোন দলের বাহিনী হিসেবে কাজ করবেন না। কোন প্রার্থী কোটি টাকা দিলেও আপনারা বিক্রি হবেন না।
ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর কথা স্মরণ করে আরও বলেন, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে গণফোরাম কাজ করে যাচ্ছে।
তিনি শনিবার বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে জেলা গণফোরামের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাতক্ষীরা জেলা গণফোরামের সভাপতি প্রভাষক মামুনুর রশিদের সভাপতিত্বে উক্ত প্রতিনিধি সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা মহাসিন মন্টু, নির্বাহী সভাপতি এড. সুব্রত চৌধুরী, সহ-সভাপতি এড. আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা আহমেদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক আলীনুর খান বাবলু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ. করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা আঃ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর ২০১৮ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও ৬ষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১টায় স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি শেখ নুরুল হকের সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, আক্তারুজ্জামান কাজল, শামীমা পারভীন রতœা, মঞ্জুরুল হক, সহকারী প্রধান শিক্ষক সন্তোষ ব্যানার্জী, সহকারী শিক্ষক মো. আলামিন, আমিনুর রহমান উল্লাস, ফারহাদ হোসেন, নিত্যানন্দ সরকার, মিজানুর রহমান, হাবিবুর রহমান, জুলফিকার আলী, নাজমা সুলতানা, সেতারা আক্তার বানু, রেহানা জেসমিন, কামরুন্নাহার, নেকহাত শাহনাজ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জাতীয় ছাত্র সমাজের সভাপতি হিমেল ও সম্পাদক আকরামুল

নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার আয়োজনে জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আবুল কালাম আজাদ সুজনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্যমন্ত্রী ও জাপা চেয়ারম্যানের তথ্য বিষয়ক উপদেষ্ঠা সৈয়দ দিদার বখ্ত। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মো. ইফতেকার আহসান হাসান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক শাহা-ই-আজম, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ মাতলুব হোসেন লিয়ন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার মোড়ল, কেন্দ্রীয় জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক মো. নোমান মিয়া, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও সাতক্ষীরা জেলার সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির ঢাকা দক্ষিণ যুগ্ম সম্পাদক মো. জামাল উদ্দিন, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বস্তু, সহ-সাধারণ সম্পাদক ইব্রাহীম খান জুয়েল, জাতীয় ছাত্র সমাজ ঢাকা দক্ষিণ সহ-সাধারণ সম্পাদক শাহ্ ইমরান রিপন, জাতীয় ছাত্র সমাজ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ সোহাগ, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন বাবু, জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. ইয়াছিন মিজবাহ্, সাধারণ সম্পাদক অর্নব চৌধুরী প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, এড. আব্দুর রউফ, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, আইন বিষয়ক সম্পাদক এড. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক কাজী আবু তাহের, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আনোয়ার জাহিদ তপন, পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা, জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি আকরাম হোসেন খান বাপ্পি, সৈয়দ আমিনুল হক ফিরোজ, জেলা যুব সংহতির সভাপতি শেখ সাখাওয়াতুল করিম পিটুল, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি বদরুজ্জামান বদু, সাইফুল ইসলাম প্রমুখ। সম্মেলনের আলোচনা সভা শেষে কায়ছারুজ্জামান হিমেলকে সভাপতি, আকরামুল ইসলামকে সাধারণ সম্পাদক ও রোকনুজ্জামান সুমনকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব আকরামুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ‘মানবতার সেবায় রেড ক্রিসেন্ট’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে দুঃস্থ ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে শহরের শহিদ নাজমুল সরণিস্থ রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে অসহায় শীতার্থ মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘রেড ক্রিসেন্ট আত্মমানবতার সেবায় সর্বদা কাজ করে থাকে। সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন এডহক কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদস্য অধ্যক্ষ আবু আহমেদ, মো. আসাদুজ্জামান বাবু, এস.এম শওকত হোসেন, শাহাজাহান আলী, মো. আব্দুল মান্নান, শেখ আব্দুর রশিদ, রাশিদুজ্জামান রাশি ও ইউনিট অফিসার জিয়াউল আনসারসহ সদস্যবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক শরিফুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সদর উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু প্রমুখ। এসময় ৩শ’ ৪০টি দুঃস্থ পরিবারের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাড়িয়ালা হাইস্কুলে পরিক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান

শ্রীউলা প্রতিনিধি: আশাশুনি উপজেলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২ টা হতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান জনাব আবু হেনা সাকিলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিয়ার রহমান,সিনিয়ার শিক্ষক জামাল উদ্দীন, বিকাশ চন্দ্র সরকার ও বিদায়ী শিক্ষার্থী খালিদ মাহমুদ,জোবায়ের আলম (অপু)। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ, সিনিয়ার শিক্ষক আব্দুল কাদের, ম্যানেজিং কমিটির সদস্য আবু হেনা শামিম, স ম উজ্জল মাহমুদ, আবুবক্কর সিদ্দিক, আমিনূর রহমান, কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রামপ্রসাদ সরদার, বুড়াখারআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজীত কুমার মিস্ত্রী, অত্র বিদ্যালয়ের শিক্ষক ইলিয়াস হোসাইন, রুহুল আমিন, হাফিজুর রহমান, আদর আলী, গুলনাহার, রাবেয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শিক্ষক আবু হাসান।
উল্লেখ্য, চলতি বছর বিদ্যালয় থেকে ১৬৯ জন পরিক্ষার্থী এস,এস,সি পরিক্ষায় অংশগ্রহন করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা ব্যুরো: দেবহাটার কেবিএ কলেজের রোভারদের আয়োজনে রোভার স্কাউটের মজাদার প্রোগ্রাম অজানাকে জানা, অচেনাকে চেনা এই প্রত্যয় নিয়ে শনিবার সকালে কেবিএ কলেজের রোভার দল হাইকিং ও বনভোজন অনুষ্ঠিত হয়। কলেজ থেকে পতাকা দন্ডের সামনে থেকে গ্রুপ সভাপতি অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, উপাধ্যক্ষ আলহাজ¦ আব্দুল মজিদ, রোভার সম্পাদক আবু তালেব ও রোভার স্কাউট লিডার মনিরুজ্জামান মহাসিন তাদের হাতে ফিল্ডবুক ও কম্পাস তুলে দেন। তারা কোড সাইকারের সাহায্যে পথ অতিক্রম করে পরবর্তীতে নির্দেশনা মোতাবেক সখিপুর মৎস্য খামারের মধ্যে বনভোজনের ব্যবস্থা করে। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, উপাধ্যক্ষ আলহাজ¦ আব্দুল মজিদ, ঢাকা আহছানিয়া মিশনের ডেপুটি ডাইরেক্টর হেড অব আমিক ইকবাল মাসুদ, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আকবর আলী, রোভার সম্পাদক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, রোভার স্কাউট লিডার মনিরুজ্জামান মহাসিন, সিনিয়র রোভার মেট আব্দুল কাদের প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest