সর্বশেষ সংবাদ-
অপরিপক্ষ আম খাদ্য হিসাবে গ্রহণে সাতক্ষীরার ডিসি’র সতর্কতাআলীপুর ইউপিতে বিএনপির বহিস্কৃত নেতা রউফ বিজয়ীআশাশুনির মরিচ্চাপ সেতুর অধিকরনকৃত জমি জবরদখল: অবৈধ স্থাপনা নির্মানের হিড়িকসাতক্ষীরায় ঘরে-বাইরে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত: বিপাকে নি¤œ আয়ের মানুষকালিগঞ্জে রাসায়নিক দ্রব্যে পাকানো ৪শ’ কেজি আম জব্দব্যবসায়ীকে মারধরের ঘটনার ভিডিও করায় সাংবাদিকদের মারপিটের অভিযোগ ডা; ফয়সালের বিরুদ্ধেতাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতরণআন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে মরা শিশু গাছে ঝুঁকি বাড়ছেকলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টুর গণ সমাবেশ

আবারও দক্ষিণ আফ্রিকায় অসহায় আত্মসমর্পণ

এবি ডি ভিলিয়ার্স তাণ্ডবের পর ইমরান তাহির ও আন্দিলে ফেহলুকাওয়ের ঝড়, যাতে উড়ে যাওয়া বাংলাদেশ করলো অসহায় আত্মসমর্পণ। ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম ছাড়া সফরকারীদের আর কোনও ব্যাটসম্যানই পারেননি কোনও প্রতিরোধ গড়তে। যাতে ১০৪ রানের হারে সিরিজটাও হারালো বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফিতে শেষবার ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ডি ভিলিয়ার্স। চার মাস পর আবারও ৫০ ওভারের ম্যাচ দিয়ে ২২ গজে ফেরা ‘এবি’ আরেকবার দেখালেন তার ব্যাটিং-তাণ্ডব। বাংলাদেশি বোলারদের শাসন করে ১০৪ বলে খেলেন ১৭৬ রানের ঝলমলে ইনিংস, যাতে দক্ষিণ আফ্রিকা স্কোরে জমা করে ৬ উইকেটে ৩৫৩ রান। বিশাল সেই লক্ষ্যের পিছে ছুটে বাংলাদেশ ৪৭.৫ ওভারে অলআউট হয়ে গেছে ২৪৯ রানে।

ম্যাচসেরার পুরস্কার জেতা ডি ভিলিয়ার্সের পর বল হাতে বাংলাদেশকে চেপে ধরেন তাহির ও ফেহলুকাও। প্রোটিয়াদের লেগ স্পিনার ‍তুনে নেন গুরুত্বপূর্ণ ৩ উইকেট। হাফসেঞ্চুরিয়ান ইমরুল কায়েস (৬৮), সাকিব আল হাসান (৫) ও সাব্বির রহমানকে (১৭) ফিরিয়েছেন তাহির। উইকেট সংখ্যাতে তাকেও ছাড়িয়ে গেছেন ফেহলুকাও। এই অলরাউন্ডারের শিকার ৪ উইকেট।

আগের ম্যাচে করেছিলেন সেঞ্চুরি, পার্লের দ্বিতীয় ওয়ানডেতেও ইঙ্গিত দিচ্ছিলেন বড় ইনিংস খেলার। হাফসেঞ্চুরি পূরণ করে মুশফিকুর রহিম এগিয়ে নিচ্ছিলেন ব্যক্তিগত সংগ্রহ। তবে এবার সেঞ্চুরি পর্যন্ত যেতে পারেননি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ৬০ রান করে তিনি ফিরে যান সাজঘরে।

৬৯ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ গুছিয়ে উঠেছিল ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমের ব্যাটে। যদিও ইমরুলের আউটের পরপরই সাকিব আল হাসান প্যাভিলিয়নে ফিরলে আবার এলোমেলো হয়ে গেছে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। মাত্র ৫ রান করে আউট হয়ে গেছেন সাকিব।

ইমরুল কায়েসের বিদায়ের পর সাকিবের কাছে প্রত্যাশাটা ছিল অনেক বেশি। বড় স্কোরের লক্ষ্যে খেলতে নেমে তার ব্যাটের দিকে দলের তাকিয়ে থাকাটাই স্বাভাবিক। যদিও প্রত্যাশার জবাবটা একেবারেই দিতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। ইমরান তাহিরের বলে কাট করতে গিয়ে ধরা পড়েন উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্ল্যাভসে। প্রথম ওয়ানডেও সাকিব আউট হয়েছিলেন তাহিরের গুগলিতে।

দাঁড়িয়ে গিয়েছিলেন ইমরুল কায়েস। ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি পূরণ করে এগিয়ে নিচ্ছিলেন দলের স্কোর। ব্যক্তিগত রানের সঙ্গে দলীয় স্কোর বাড়িয়ে নেওয়া এই ওপেনার অবশেষে থামলেন ৬৮ রানে। তার আউটের ঠিক আগেই হাফসেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম।

কিম্বার্লির পর পার্লেতেও হাসলো না লিটন দাসের ব্যাট। প্রথম ওয়ানডেতে ২১ রান করা লিটন বুধবারের ম্যাচে প্যাভিলিয়নে ফিরলেন ১৪ রান করে। আন্দিলে ফেহলুকাওয়ের বলে এলবিডাব্লিউ হয়ে বিপদ বাড়িয়ে যান তিনি বাংলাদেশের।

লক্ষ্যটা কঠিন, দরকার ছিল তাই ভালো শুরুর। দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ব্যাটে বাংলাদেশের শুরুটাও হলো ভালো। কিন্তু জুটিটা এগোতে পারেনি বেশিদূর। তামিমের আউটে বাংলাদেশ হারায় প্রথম উইকেট।

চোটের কারণে তামিম খেলতে পারেননি প্রথম ওয়ানডে। বাংলাদেশও ম্যাচটি হেরেছে বাজেভাবে। পার্লের দ্বিতীয় ম্যাচে আবার দক্ষিণ আফ্রিকা বড় স্কোর গড়লে তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা ছিল বাংলাদেশি ভক্তদের। ভালো শুরুতে প্রত্যাশা পূরণের ইঙ্গিত দিলেও পারলেন না বাঁহাতি ওপেনার। ডোয়াইন প্রিটোরিয়াসের বলে এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন ২৫ বলে ২৩ রান করে।

এর আগে এবি ডি ভিলিয়ার্সের দুর্দান্ত সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথমবার ওয়ানডেতে নামেন ডি ভিলিয়ার্স। নেমেই ঝড় তুললেন ২২ গজে। যে ঝড়ে সেঞ্চুরি পূরণ করে ডি ভিলিয়ার্স খেললেন ১৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস। তার এই ইনিংসটির সঙ্গে হাশিম আমলার হাফসেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে প্রোটিয়ারা স্কোরে জমা করেছে ৩৫৩ রান।

ফাফ দু প্লেসি আউট হওয়ার পর মাঠে নামেন ডি ভিলিয়ার্স। নেমেই ঝড় তোলেন ব্যাটে। ওয়ানডে ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি পূরণ করে ১০৪ বলে করেছেন ১৭৬ রান। ১৫ চার ও ৭ ছক্কায় সাজানো ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ছাড়ায় সাড়ে তিন শ। তার সঙ্গে আবারও চমৎকার ইনিংস খেলেছেন আমলা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পার্লের দ্বিতীয় ওয়ানডেতেও জাগিয়েছিলেন সেঞ্চুরির সম্ভাবনা। যদিও ৮৫ রানে থামে তার ইনিংস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতের নাম আফজাল হোসেন (৩০)। সে সাতক্ষীরা সদর উপজেলার বারপোতা গ্রামের আজগার আলীর ছেলে।
শিবপুর ইউনিয়নের একটি গ্রামের এক প্রবাসীর স্ত্রী জানান, স্বামী বিদেশে থাকায় একই এলাকার আফজাল হোসেন ও খোকন তাকে রাস্তা ঘাটে কুপ্রস্তাব দিতো। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এমন সময় বাইরে চোর চোর বলে চিৎকার করার একপর্যায়ে তিনি দরজা খুললে আফজাল ও খোকন তার মুখ চেপে ধরে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি তিনি তাৎক্ষণিক স্বজন ও প্রতিবেশীদের জানান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ জানান, এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে আফজালসহ দু’জনের নাম উল্লেখ করে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আফজাল হোসেনকে গ্রেফতার করেছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের প্রচেষ্টায় দুর্গম প্রতাপনগর আজ মডেল ইউনিয়ন

শাকিলা ইসলাম জুঁই : সাতক্ষীরার উপকূলীয় উপজেলা আশাশুনির দক্ষিণ প্রান্তে সুন্দরবন ঘেষা চারিদিকে নদী বেষ্টিত একটি ব-দ্বীপের নাম প্রতাপনগর ইউনিয়ন। ভৌগলিক দিক দিয়ে এক সময় এই প্রতাপনগর ইউনিয়নের মানুষদেরকে শহরের লোক দেখলে বলতো বাংলাদেশর বিচ্ছিন্ন ব-দ্বীপের মানুষ। কারণ জেলা শহরের সাথে যোগাযোগের ব্যবস্থা এতটাই নাজুক ছিল যে সেখানকার মানুষদের নৌকা ও বিভিন্ন পরিবহন যোগে ও পায়ে হেঁটে নদ-নদী খাল বিল পাড়ি দিয়ে সাতক্ষীরা জেলা শহরে আসতে সময় লাগত ৬ থেকে ৭ ঘণ্টা। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের এই একটানা ৮বছরের উন্নয়নের ছোয়ায় বদলেগেছে দুর্গম প্রতাপনগর ইউনিয়ন। যেখানে আগে কখনো মানুষ জানত না বিদ্যুৎ কি। সেখানে শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে এখানকার মানুষ। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় অধিকাংশ মানুষের বাড়িতে এখন টিভি, ফ্রিজ, বৈদ্যুতিক পাখার সুবিধা মিলেছে। এখানে ব্রিজ, কালভাট, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়নসহ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন স্বাধিত হয়েছে। এখন প্রতাপনগর থেকে সরাসরি যে কোন পরিবহনযোগে বড়দল হয়ে কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া ব্রিজের উপর দিয়ে জেলা শহরে আসতে সময় লাগছে মাত্র ১ থেকে দেড় ঘণ্টা। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে। বিশেষ করে চিংড়ী ও কাঁকড়া শিল্পের বিপ্লব ঘটেছে। প্রতিটা ওয়ার্ডে গভীর নলকুপ স্থাপনের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা হয়েছে। নির্মাণ হয়েছে ছয় ছয়টি সাইক্লোন সেল্টার। দুর্গম এলাকা হলোও স্বাস্ব্য সেবা নিশ্চিতের জন্য প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। সেখান থেকে এলকার সাধারন মানুষ সরকারিভাবে ঔষধ ও স্বাস্থ্য সেবা পাচ্ছেন। আর এসব সম্ভব হয়েছে সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ. ফ. ম রুহুল হকের কল্যাণে। তার একক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের ফসল এলাকার উন্নয়ন। বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা ম-লীর অন্যতম সদস্য এবং জাতীয় সংসদের তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি দেশ বরেণ্য শৈল চিকিৎসক ডা. রুহুল হক এমপির কল্যাণে প্রতাপনগর ইউনিয়ন এখন দুর্গম এলাকা নয় আওয়ামীলীগের ঘাঁটিও বটে।
এখানকার বার বার নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন জানান, বর্তমান সরকারের আমলে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নসহ পার্শ্ববর্তী আনুলিয়া ও শ্রীউলা ইউনিয়নে যে উন্নয়ন হয়েছে তা বিগত আর কোন সরকারের আমলে এত উন্নয়ন সম্ভব হয়নি। আর এটি সম্ভব হয়েছে ডা: আ. ফ. ম রুহুল হক এমপির একান্ত চেষ্টার কারনে। তিনি আরও জানান, নদী বেষ্টিত ইউনিয়ন প্রতাপনগর। এখানকার প্রধান সমস্যা নদী ভাঙ্গন। রুহুল হকের নিবিড় পর্যবেক্ষণ ও মনিটরিং এর মাধ্যমে ভাঙ্গনকুল কুলা, কুড়িকাউনিয়া, চুইবাড়িয়া বেড়িবাঁধ কোটি কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে মেরামত করা সম্ভব হয়েছে। ডা: রুহুল হক এমপির প্রচেষ্টায় হলদিপোতা টু প্রতাপনগরে নির্মাণ হয়েছে কার্পেটিং এর রাস্তা। এছাড়া কল্যাণপুর ২ কিলোমিটার রাস্তা, এপিএস কলেজ হতে বকুলনগর সাড়ে ৭ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ চলমান রয়েছে। ঝড় জল্লোচ্ছ্বাস থেকে রেহায় পেতে উপকূলীয় এই মানুষের জন্য নতুন করে কুড়িকাউনিয়া, কুলা ও হিজলিয়ায় তৈরী করা হয়েছে স্কুল কাম সাইক্লোন সেল্টার। এছাড়া নাকনা, সোনাতনকাটি, গোকুলনগর, কুড়িকাওনিয়া ও প্রতাপনগরে যাতায়াতের অন্যতম মাধ্যম হিসাবে গড়িমহল ব্রিজজ নির্মাণ করেদিয়েছেন রুহুল হক। এছাড়া স্কুল,কলেজ,মসজিদ,মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করে এমপি রুহুল হক এলাকার মানুষের কাছে যেমন নন্দিত হয়েছেন তেমনি নিজেকে রেখেছেন অনেক উচ্চতায়। এখন অন্য রাজনৈতিক দলের সমর্থক ও নেতাদের মুখে রুহুল হকের উন্নয়নের কথা অনায়াসে উঠে আশছে। এলাকার মানুষের কাছে দুর্গম প্রতাপনগর এখন একটি মডেল ইউনিয়ন। তাই আশাশুনির উন্নয়নকে আরও এগিয়ে নিতে হলে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা: আ. ফ. ম রুহুল হকের বিকল্প নেই। তাই আগামি জাতীয় সংসদ নির্বাচনে আশাশুনিবাসী শুধু এমপি হিসাবে নয় মন্ত্রী হিসাবে আবারও দেখতে চায় তাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদক নির্মূলে বিজিবি বদ্ধ পরিকর -কলারোয়ায় ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল

কলারোয়া ডেস্ক : কলারোয়ার কেঁড়াগাছিতে মাদক ও চোরাচালান প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার কেঁড়াগাছি রথখোলা ফুটবল মাঠে ওই সভার আয়োজন করে সাতক্ষীরা, ৩৮ বিজিবি ব্যাটালিয়ন।
স্থানীয় সাধারণ জনগণের সাথে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম পিএসসি। তিনি বলেন- ‘সীমান্তে চোরাচালান অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। যেকোন মূল্যে মাদক নির্মুলে বিজিবি বদ্ধ পরিকর।’ সীমান্ত রক্ষায় বিজিবি কড়া নজরদারির পাশাপাশি স্থানীয় জনসাধারণকেও সচেতন থাকার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান পিএসপি, সাতক্ষীরা, ৩৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আরমান হোসেন পিএসসি, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, কলারোয়ার সীমান্তবর্তী ৩টি ইউনিয়নের চেয়ারম্যান কেঁড়াগাছির আফজাল হোসেন হাবিল, সোনাবাড়িয়ার এসএম মনিরুল ইসলাম, চন্দনপুরের মনিরুল ইসলাম মনি, কেঁড়াগাছি ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম-মন্দিরের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা, ৩৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আমিনুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ডাকাতি, লক্ষাধিক টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক : ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাত দলের সদস্যরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দু’ ভরি সোনার গহনা, নগদ ৩৮ হাজার টাকাসহ দু’ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। বুধবার ভোর সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর গ্রামের মফিজ সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা মফিজ সরদার জানান, বুধবার ভোর সাড়ে তিনটার দিকে সাত আট জনের একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে তাদেরকে ঘরের দরজা খুলতে বলে। দরজা না খোলায় তারা বাড়ির পাশের আম গাছ বেয়ে ছাদে ওঠে। পরে তারা সিঁড়ি বেয়ে ঘরের বারান্দায় এসে দরজা খুলতে বাধ্য করে। তারা ঘরের মধ্যে ঢুকে তাকেসহ পরিবারের সদস্যদের পিস্তলের মুখে জিম্মি করে শোকেস ভেঙে দু’ ভরি সোনার গহনা, নগদ ৩৮ হাজার টাকাসহ দু লক্ষাধিক টাকার মালামাল লুট করে চলে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ জানান, এটা ডাকাতি নয়, দস্যুতা। লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবারের বিসিএস-এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম ডা. সুবর্ণা

৩৬তম বিসিএস পরীক্ষার পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন ডা. সুবর্ণা শামীম আলো। ডা. সুবর্ণা শামীম আলো রাজধানী ঢাকার ‘স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের’ ৩৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

২০১৩ সালে এমবিবিএস পাসের পর বিসিপিএস থেকে শিশু বিভাগে এফসিপিএস-পার্ট ১ সম্পন্ন করেন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে শিশু বিভাগে এমডি কোর্সে অধ্যয়নরত। তিনি এবারই প্রথম বিসিএস পরীক্ষায় অংশ নেন।

 ডা. আলো কুমিল্লার হোমনা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লার ছোট মেয়ে।

প্রসঙ্গত, গতকাল (১৭ অক্টোবর) ৩৬তম বিসিএস’র চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে ২ হাজার ৩২৩ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৮০ জনকে নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত বছরের ৮ জানুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় দুই লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ওই বছরের ১০ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ হন ১৩ হাজার ৮৩০ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ পেল ১০২৭ ভোট, মিয়ানমার ৪৭

মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানদের ওপর গণহত্যার বিষয়টি ১৩৭তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে ইমারজেন্সি আইটেম হিসেবে গৃহীত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলমান আইপিইউ সম্মেলনের সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়।

এর আগে সোমবার আইপিইউ সম্মেলনে ইমারজেন্সি আইটেম হিসেবে বাংলাদেশের প্রস্তাবিত রোহিঙ্গা ইস্যুটি ভোটাভুটিতে ১০২৭ ভোট পেয়ে গৃহীত হয়। এর বিপরীতে মিয়ানমার পায় মাত্র ৪৭ ভোট। বুধবার জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

আইপিইউ সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহল দেখছে খুবই গুরুত্বের সঙ্গে। জাতিসংঘের চেয়ে বয়সে পুরনো, সারাবিশ্বের ১৭৩টি দেশের ৬৫০ কোটি মানুষের প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ সংসদীয় ফোরামে রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ার বিষয়টি মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ব জনমতের প্রতিফলন বলে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, আইপিইউ সম্মেলনে ইমারজেন্সি আইটেম হিসেবে বাংলাদেশের কোন প্রস্তাবনা গৃহীত হওয়ার ঘটনা এবারই প্রথম। আজ সমাপ্ত আইপিইউ সম্মেলনে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি।

এদিকে আইপিইউ সম্মেলন চলাকালে বাংলাদেশ সংসদীয় দলের সঙ্গে রাশিয়ার সংসদীয় দলের এক দ্বি-পাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ এমপিসহ অন্য সংসদ সদস্যরা। রাশিয়া সংসদীয় দলের নেতৃত্বে ছিলেন দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের ডেপুটি স্পিকার ইলিয়াস উমা খান। আলোচনাকালে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মিয়ানমারের জাতিগত নিধনের ভয়াবহতা রাশিয়ার প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন। মানবিক এ সমস্যার সমাধানে রাশিয়া ভূমিকা রাখবে বলে রাশিয়ার ডেপুটি স্পিকার বাংলাদেশ সংসদীয় দলকে আশ্বস্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে ফিরলেন খালেদা জিয়া

তিন মাসেরও বেশি সময় পর দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া।

বিমানবন্দর থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানে বাসভবনের দিকে রওনা দিয়েছেন।

এর আগে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করার অনুমতি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, দেহরক্ষী মাসুদ রানা ও গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের কর্মচারী জসিম।

এর আগে লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ১৫ মিনিট) খালেদা জিয়াকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি (ইকে-৫৮৬) হিথ্রো বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছাড়ে।

বিমানে ওঠার আগে বিমানবন্দরে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন খালেদা জিয়া। ভিআইপি টার্মিনাল থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে এই বক্তব্য দেন তিনি। নেতাকর্মীরা বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে দলীয়প্রধানের বক্তব্য শোনেন।

পরে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী এমন একসময়ে দেশে ফিরছেন, যখন তাঁর বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ৯ অক্টোবর বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিন বেগম। এ ছাড়া ১২ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঢাকায় দুটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মানহানির মামলায় ঢাকা মহানগর হাকিম নূর নবী এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান এ দুটি পরোয়ানা জারি করেন।

বিএনপি মনে করে, রাজনৈতিক কারণেই খালেদা জিয়ার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপরদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন। বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান আগে থেকেই লন্ডনে অবস্থান করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest