সর্বশেষ সংবাদ-
গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়াসাতক্ষীরায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওর জন্য মতবিনিময় Master Your Game with These Winning Strategies at Kyngs Casinoসাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলাম

‘পুলিশও তো গাড়ি থামিয়ে ইশারা করে’

ফারিয়া শাহরিন। ছোটপর্দার তারকা। অভিনয়ে আপাতত বিরতি। এখন পড়াশোনা করছেন মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে। সেখানে একাই চলাফেরা করতে হয় তাকে। আর তখন নানা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এই অভিজ্ঞতা নিয়ে গত ৯ আগস্ট বুধবার রাতে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমরা মেয়েরা সবসময় মেয়েই থাকব, আমরা কোনোদিন পুরুষের সমান হতে পারব না। যতই নারী আন্দোলন, হিউম্যান রাইটস, উইমেন রাইটস, নারী পুরুষ সমান বুলি ঝারি না কেন, আমরা কোনোদিন অন্যের সমান হতে পারব না। কারণ আমরা শারীরিকভাবে দুর্বল। কষ্ট হয় কথাগুলো বলতে।

রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যখন কোনো আরব গাড়ি থেকে মাথা বের করে নোংরাভাবে শিস দিয়ে ইশারা করে ডাকে, তখন আমার মতো রগচটা ফারিয়াও মাথা নিচু করে চলে যায়। ইচ্ছা করে গলা টিপে চোখ খুলে টেনে বের করে ফেলি, কিন্তু একটা টু শব্দ করারও সাহস হয় না, ভয় হয়, যদি ধরে নিয়ে যায়! কমপ্লেন দেব কাকে? ওই পুলিশও তো গাড়ি থামিয়ে ইশারা করে।

আরে আমি তো অ্যাডাল্ট, তিন বছরের ছোট বাচ্চারাই রেহাই পায় না এসব জানোয়ারদের থেকে। এই ছোট বাচ্চাও ওদের হিংস্রতার শিকার। এই অভিশাপ আর কত দিন কত বছর! যাদের ছেলে নেই, তাদের মেয়েরা কি বাপ মা অসুস্থ হলে রাত ৩ টায় ওষুধ কিনতে কোনোদিন রাস্তায় নামতে পারবে না? কোনোদিন জ্যোৎস্না দেখতে রাত বিরাতে রাস্তায় বসে টং দোকানে চা খেতে পারবে না?’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একদিনেই ১৩০০০ রোহিঙ্গা, উপচে পড়ছে স্কুল-মাদ্রাসা

বাংলাদেশে জাতিসংঘ শরণার্থী এক রাতের ব্যবধানেই টেকনাফে পালিয়ে আসা নতুন ১৩ হাজার রোহিঙ্গা শরণার্থীকে চিহ্নিত করেছে। অস্থায়ী আশ্রয়ের জন্য স্কুল-মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়েছে, কিন্তু সেগুলো এখন উপচে পড়ছে।

জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর কর্মকর্তা ভিভিয়েন ট্যান বিবিসিকে বলেছেন, এক রাতের ব্যবধানেই তারা আজ (রোববার) নতুন অন্তত ১৩০০০ রোহিঙ্গাকে চিহ্নিত করেছেন। খবর-বিবিসি বাংলার।

ফলে, শনিবার যেখানে রাখাইন থেকে পালিয়ে ঢোকা রোহিঙ্গার সংখ্যা ৬০ হাজারের মত বলা হয়েছিলো, আজ (রোববার) সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭৩ হাজার।

ভিভিয়েন ট্যান বিবিসির ফারহানা পারভীনকে বলেন, বলেন, যেভাবে শরণার্থীর সংখ্যা বাড়ছে তাতে শীঘ্রই আশ্রয়ের ক্ষেত্রে বড় ধরণের জরুরী সঙ্কট তৈরি হতে পারে।

তিনি বলেন, পুরনো যে দুটো রোহিঙ্গা শরণার্থী শিবির – কুতুপালংএবং নয়াপাড়া – তাতে আর তিল ধরণের জায়গা নেই।

স্থানীয় স্কুল মাদ্রাসা ছাড়াও, বিভিন্ন খোলা জায়গায় তাঁবু খাটিয়ে পালিয়ে আসা মানুষজনকে ঠাঁই দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু বর্তমান হারে শরণার্থী আসতে থাকলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে পারে।

ঈদের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আশ্রয়ের জন্য ব্যবহার করা এখন সম্ভব হলেও, ছুটির পর কি হবে তা নিয়ে ত্রাণ সংস্থাগুলো উদ্বিগ্ন।

পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, আরো হাজার হাজার লোক বাংলাদেশ সীমান্তের পথে রয়েছে।

টেকনাফের বালুখালি এলাকায় একটি অস্থায়ী ক্যাম্পেই রোববার সকাল থেকে ৮০টি পরিবার এসে ঢুকেছে। সেখানে আশ্রয় নেওয়া জামাল হোসেন বিবিসিকে বলেন, পথে শত শত মানুষ সীমান্তের দিকে এগুচ্ছে।

বাংলাদেশে-মিয়ানমার সীমান্তের নো-ম্যানস্‌ ল্যান্ডের কয়েকটি জায়গায় কয়েক হাজার রোহিঙ্গা অপেক্ষা করছে।

রেডক্রস কর্মকর্তা সেলিম আহমেদ বিবিসিকে বলেন, নো-ম্যানস ল্যান্ডে বসে থাকা রোহিঙ্গাদের অবস্থা সঙ্গিন, কারণ তাদেরকে কোনো সাহায্য দেওয়া যাচ্ছেনা।

রেডক্রসের একটি দলের আজ (রোববার) নো-ম্যানস্‌ ল্যান্ডে অপেক্ষমাণ লোকজের কাছে ত্রাণ-সাহায্য নিয়ে যাওয়ার কথা থাকলেও সরকারের সাথে বোঝাপড়া সম্পন্ন না হওয়ায় তারা যেতে পারেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্পেনের সামনে বিধ্বস্ত ইতালি

রাশিয়া বিশ্বকাপে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের ‘জি’ গ্রুপের ম্যাচে ইতালিকে ৩-০ গোলে হারিয়েছে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন। আর সেই সাথে আসন্ন বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে গেছে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর এ দলটি।

শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় স্পেন। ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেন রিয়াল মাদ্রিদের প্লেমেকার ইসকো। এরপর ৪০ মিনিটে আবারও গোল পায় স্পেন। এবারও সেই ইসকো। আন্দ্রেস ইনিয়েস্তার কাছ থেকে বল পেয়ে ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত এক গোলের দেখা পান তিনি।

এরপর দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করতে আক্রমণের ধারা বাড়ায় ইতালি। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল পায়নি দলটি। উল্টো ৭৭ মিনিটে সের্জিও রামোসের ক্রস থেকে বল পেয়ে গোল করেন মোরাতা। শেষ পর্যন্ত ৩-০ গোল নিয়েই মাঠ ছাড়ে স্পেন।

‘জি’ গ্রুপে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। সমান সংখ্যক ম্যাচে ইতালির পয়েন্ট ১৬। গোল পার্থক্যেও অনেক পিছিয়ে দলটি। আর ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে আলবেনিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের পিঁড়িতে অভিনেত্রী তামান্না ভাটিয়া!

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। আর এ নিয়েই ইন্টারনেট জগতে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
শোনা যাচ্ছে, প্রাক্তন পাক ক্রিকেটার আবদুর রজ্জাককে বিয়ে করছেন ‘‍বাহুবলীর অবন্তিকা’।

তবে শুধু কানাঘুষোই নয়, রয়েছে একটি ছবিও যেখানে একটি জুয়েলারী দোকানে দু’জনে গয়না কিনতে গেছেন একসঙ্গে। তাহলে কি নিজেদের বিয়ের জন্যই এই গয়না কিনতে গেছেন আবদুর রজ্জাক ও তমান্না?

এমন প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে জানা গেল, এই খবরের কোনো সত্যতা নেই। ছবিটি ২০১৩ সালের। দুবাইতে একটি গয়নার দোকানের উদ্বোধনে উপস্থিত ছিলেন এই দুই তারকা। পুরনো এই ছবি থেকেই শুরু হয়েছে নয়া বিতর্ক। তবে এই খবর অস্বীকার করে তামান্না জানান, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই এই অভিনেত্রীর। বিয়ে করলে অবশ্যই তাঁর ফ্যানদের জানাবেন। সূত্রের খবর অনুযায়ী, সিনেমার জগতের কাউকে বিয়ে করবেন না তামান্না। তাঁর প্রেমিক পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। এসবের বাইরে প্রভু দেবার পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী।

অন্যদিকে, ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার আবদুর রজ্জাক। স্ত্রী সন্তান নিয়ে সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই পাকিস্তানি তারকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শব্দের চেয়ে পাঁচগুণ গতিতে উড়বে মার্কিন যুদ্ধবিমান

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর কোরিয়া যখন একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে ঠিক তখনই সামরিক ক্ষেত্রে বিপ্লব আনতে চলেছে যুক্তরাষ্ট্র। শব্দের চেয়েও পাঁচগুণ গতি বা এককথায় বুলেটের থেকেও দ্রুত উড়তে সক্ষম এমনই এক হাইপারসনিক জেট তৈরি করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্থানীয় সংবাদসংস্থা সূত্রে খবর অনুযায়ী, ২০২৩ সাল নাগাদ ওই চালকবিহীন পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমানটি পরীক্ষামূলক উড়ানের জন্য তৈরি হবে। জানা গেছে, ২০১৩ সালে হওয়া পরীক্ষামূলক হাইপারসনিক যুদ্ধবিমান ‘এক্স-৫১এ ওয়েভরাইডার’ এর মডেলের ওপর ভিত্তি করেই তৈরি করা হবে যা বুলেটের থেকেও দ্রুত গতিতে যাবে বলে আশা বিজ্ঞানীদের।

খবরে প্রকাশ, দু’বছর আগের সেই পরীক্ষায় ওয়েভরাইডার ওড়ার ৬ মিনিটের মধ্যেই ম্যাক ৫.১ (ম্যাক হল শব্দের গতি) গতি তুলেছিল। অর্থাৎ শব্দের ৫ গুণ গতি তুলতে সমর্থ হয়েছিল ওই বিমান। পূর্ব-পরিকল্পনা অনুসারে, পরে সেটিকে প্রশান্ত মহাসাগরের ওপর ধ্বংস করে দেওয়া হয়।

এখন সেই প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে নতুন বিমানটি তৈরি করা হচ্ছে বলে জানা গেছে। এমনটাই আশা প্রকাশ করেছেন মার্কিন বায়ুসেনার মুখ্য ইঞ্জিনিয়ার মিকা এন্ডস্লে। এত উচ্চ গতি সম্পন্ন বিমানের কাঠামো কেমন হবে, এখন সেই নিয়ে গবেষণা করছে মার্কিন বিমানসেনা ও সে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা, সংক্ষেপে ডার্পা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিয়ানমার

রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। দেশটির নোবেল বিজয়ী অং সান সুচি সাফ জানিয়ে দিয়েছেন রোহিঙ্গা ইস্যুতে তিনি কোনো ধরনের আলোচনায় আগ্রহী নন।

শনিবার কুয়ালালামপুরে রোহিঙ্গাদের সংহতি সমাবেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এ কথা জানান। তিনি জানান, রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে সাক্ষাতের অনুমতি চান। এ সময় সুচি মুখের ওপর বলে দেন- ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতে চাইলে আপনার সঙ্গে সাক্ষাতে আমি আগ্রহী নই’।

এ সময় মিয়ানমার রোহিঙ্গাদের ওপর ‘জাতিগত নিধন’ চালাচ্ছে বলেও অভিযোগ করে নাজিব রাজাক বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে শিগগিরই রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের এই অত্যাচার বন্ধ করতে হবে। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নারীর হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন মোদি

সব জল্পনা উড়িয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হল, নির্মলা সীতারামনকে। এর আগে নারী হিসেবে কেবলমাত্র ইন্দিরা গান্ধীই এই ওদের দায়িত্ব সামলেছেন।
তবে এই প্রথম কেবলমাত্র প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন কোন নারী।

নির্মলা সীতারামনকে এই দায়িত্ব দেওয়া একটা বড়সড় চমক বলাই যায়। এর আগে শিল্প ও বাণিজ্য দফতরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। আজ সকালে রাষ্ট্রপতি ভবনে নির্মলা সীতারামনকে যখন শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তখনও তিনি কোন দফতরের দায়িত্ব পেতে চলেছেন তা স্পষ্ট হয়নি।

নতুন দায়িত্ব পাওয়ার পর নির্মলা সীতারামন ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদিকে। তিনি বলেন, ‘এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। মোদি সব সময় নারী ক্ষমতায়নের পক্ষে।

‘উল্লেখ্য, মন্ত্রিসভার পাঁচ গুরুত্বপূর্ণ মন্ত্রীর তালিকায় এতদিন একমাত্র নারী ছিলেন সুষমা স্বরাজ। এবার সেই পাঁচ মন্ত্রী তালিকায় নির্মলা সীতারামনকে দিয়ে দু’জন নারী এলেন। সামনেই ভারতের সঙ্গে একাধিক দেশের প্রতিরক্ষা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০০৬ সালে বিজেপিতে যোগ দেন নির্মলা। ২০১৪ তে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরেই মন্ত্রিসভায় যুক্ত হন তিনি। এর আগে বিজেপির মূখপাত্রের দায়িত্ব সামলেছেন তিনি। মূখপাত্র হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। সংবাদমাধ্যমেও প্রায়শই দেখা যেত তাকে। তামিলনাড়ুর মেয়ে নির্মলা তিরুচিরাপল্লীর সীতালক্ষী রামস্বামী কলেজ থেকে স্নাতক ডিগ্রি নেন, এরপর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান, তার বিষয় ছিল অর্থনীতি। পরে ইন্দো-ইউরোপিয়ান টেক্সটাইল ট্রেড নিয়ে পিএইচডি করেন। একসময় ‘প্রাইসওয়াটার হাউস কুপার্স’-এর সিনিয়র ম্যানেজার ছিলেন তিনি। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসেও কাজ করেন তিনি। একসময় জাতীয় মহিলা কমিশনের সদস্যও ছিলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় কাজ না করায় শিশুকে পিটিয়ে অজ্ঞান : নির্যাতনকারী গ্রেফতার

সেলিম হায়দার : চায়ের দোকানে না কাজ করায় ভালো মুখে বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয় ১৪ বছরের শিশু শাওনকে। এরপর শাওনকে বেধড়ক মারপিট করে দোকান মালিক সিরাজ। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে শাওন। পরে এলাকাবাসির সহায়তায় শাওনকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
ঈদ’র দিন শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দোকান মালিক সিরাজকে গ্রেফতার করেছে।
স্থানীয়রা জানান, শাওন গোনালী নলতা গ্রামের রেজাউল সরদারের ছেলে। সে মহান্দী গ্রামে মামার বাড়ীতে থাকতো এবং মহান্দী বাজারে সিরাজের চায়ের দোকানে কাজ করতো। বিভিন্ন সময়ে শাওনের উপর নির্যাতন চালাতো সিরাজ।
একপর্যায়ে শাওন কাজ ছেড়ে বাড়িতে চলে যায়। ঈদের দিন শনিবার কৌশলে শাওনকে ডেকে সিরাজের বাড়িতে নিয়ে যাওয়া হয় । সেখানে শাওনের উপর নির্যাতন চালায় সিরাজ। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। এলাকাবাসির সহায়তায় শাওনকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার রাজিব সরদার জানান, ছেলেটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ভর্তি করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান হাফিজুর রহমান জানান, ঘটনা শুনেই নির্যাতনকারী সিরাজকে গ্রেফতার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest