সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়া

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার সময় আটক ৩

শ্যামনগর ব্যুরো : সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে ছোট কেয়াখালী নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় সরঞ্জাম সহ ৩ ব্যক্তিকে আটক করেছে বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা। গতকাল শনিবার বেলা ১ টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মৃত দলিল উদ্দীন গাজীর ছেলে করিম গাজী(৪৫) এবং একই এলাকার সবদুল গাজীর ছেলে আক্তারুল গাজী (৩৫) ও আব্দুল মজিদ গাজীর ছেলে আকছেদুল গাজী(৩৪)। এ সময়ে তাদের ব্যবহৃত ২ বোতল বিষ সহ ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তীতে ঘটনাস্থল অভিযান চালিয়ে সরঞ্জাম সহ তাদের আটক করে বন আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) শোয়েইব খান সত্যতা নিশ্চিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নরেন্দ্র মোদি নিখোঁজ! বারাণসীতে পোস্টার

ভারতের বারাণসীর বেশ কিছু জায়গায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিখোঁজ পোস্টারে ছেয়ে যায়। এমন ঘটনার পর পুলিশ পোস্টার সরিয়ে নিলেও, এই নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক।
প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত করতে বিরোধীদের মদতে কেউ এই কাজ করছে বলে অভিযোগ বিজেপির। গত লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সময় নরেন্দ্র মোদি বারাণসীর জন্য অনেক কথা বলেছিলেন। তিন বছর পরও বারাণসীর হাল না ফেরায় হতাশায় কেউ এমন করতে পারে বলে পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা।

এলাকার জনপ্রতিনিধিকে দেখতে না পেলে নিখোঁজ পোস্টার সাঁটানো এখন নতুন চল। কয়েক দিন আগে আমেঠিতে রাহুল গান্ধীর ক্ষেত্রে হয়েছিল। মথুরার সাংসদ হেমা মালিনীর ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছিল। এবার বিড়ম্বনার শিকার নরেন্দ্র মোদি। নিজের নির্বাচনী এলাকাতেই অস্বস্তিতে পড়লেন তিনি। শুধু ছবি সাঁটিয়ে থামা নয়, বিদ্রুপে ভরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। একটি জনপ্রিয় গানের অনুকরণে পোস্টারে লেখা হয়, ‘জানি না কোন দেশে তুমি চলে গেছ। ‘ এক্ষেত্রে মোদির ঘনঘন বিদেশযাত্রা যে নিশানা, তা বুঝতে কারও অসুবিধা হয়নি। নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে পোস্টার লেখা হয় যদি প্রধানমন্ত্রীকে না পাওয়া যায় তাহলে পুলিশে এফআইআর করতে হবে। দেশটির পুলিশ অবশ্য দ্রুত পোস্টারগুলি ছিঁড়ে ফেলেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এন্টার্কটিকায় বরফ চাদরের নিচে ৯১ আগ্নেয়গিরি

সম্প্রতি এন্টার্কটিকায় বরফের নীচে একসঙ্গে ৯১টি আগ্নেয়গিরির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদের মতে, এগুলি তুলনামূলকভাবে নতুন এবং কোনোদিনই দিনের আলো দেখেনি। তাদের শঙ্কা, এগুলিতে অগ্ন্যুৎপাত হলে বরফস্তরে ধস নামতে পারে। যার জেরে বাড়তে পারে পানির উচ্চতা। ফলে পৃথিবীর একটা বড় অংশ পানিতে তলিয়ে যেতে পারে। তবে, কিছুটা আশার আলোও পাওয়া গিয়েছে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, বর্তমানে আগ্নেয়গিরিগুলি সুপ্ত অবস্থাতে রয়েছে। এই মুহূর্তে এগুলির জেগে ওঠার সম্ভাবনা খুবই কম। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটির প্রধান ম্যাক্স ভ্যান সতর্ক করে বলেছেন, ‘উষ্ণায়ণের জেরে বরফ গলতে শুরু করলে অগ্ন্যুৎপাত এড়ানো কঠিন হয়ে যাবে।’

জানা গেছে, আগ্নেয়গিরিগুলির মধ্যে সবচেয়ে বড়টির উচ্চতা প্রায় ৪ হাজার মিটার। যা উচ্চতায় সুইজারল্যান্ডের ইগার আগ্নেয়গিরির সমান। নতুন আবিষ্কৃত এই আগ্নেয় পার্বত্য অঞ্চলে ১শ’ থেকে ৩ হাজার ৮৫০ মিটার উচ্চতার পাহাড়ের সন্ধান মিলেছে। ম্যাক্স ভ্যানের কথায়, ‘আগ্নেয়গিরিগুলির সমুদ্রপৃষ্ঠ থেকে ১শ’-৪ হাজার মিটার পর্যন্ত। সবগুলিই বরফে ঢাকা।’ গবেষকদের ধারণা, রস আইসশেলফের নীচে বরফ ঢাকা ওই অঞ্চলে আরো বহু আগ্নেয়গিরি রয়েছে। সুতরাং, এটিই বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরি অঞ্চল হতে পারে বলে মনে করা হচ্ছে।

গবেষকরা আরো জানাচ্ছেন, বরফের পুরু চাদরে চাপা থাকায় আগ্নেয়গিরিগুলির ‘প্রাকৃতিক ভারসাম্য’ বজায় রয়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে, নতুন করে বরফও তৈরি হচ্ছে দক্ষিণ মেরুতে। এতোদিন পূর্ব আফ্রিকার আগ্নেয় পর্বতমালায় সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে বলে মনে করা হতো। কিন্তু ভূতত্ত্ববিদরা মনে করছেন, সংখ্যার দিক থেকে ওই অঞ্চলকেও ছাপিয়ে যাবে পশ্চিম এন্টার্কটিকার এই অঞ্চল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রেণিকক্ষে শিক্ষিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

বরগুনার বেতাগীতে শ্রেণিকক্ষে শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বেতাগী উজজেলার হোসনাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত আমজাদ আলী হাওলাদার এর ছেলে আবদুর হাকিম হাওলাদার (৪৫) ও একই গ্রামের মৃত আজাহার কাজীর ছেলে কুদ্দুস কাজী (৪২)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৃহস্পতিবারের ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে ধর্ষণের দায়ে অভিযুক্তদের বিভিন্নভাবে উৎসাহিত করার পাশাপাশি ঘটনার পর তাদের এলাকা ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করার প্রমাণ পেয়েছে পুলিশ। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বেতাগী থানার ওসি মামুন-অর রশীদ জানান, শুক্রবার রাতে হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের তদন্তে গ্রেপ্তারদের ধর্ষণের ঘটনায় সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় তাদের ভুক্তভোগী ওই শিক্ষিকার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উত্তাল যশোর; সন্ত্রাসীদের হামলায় যুবলীগের আহ্বায়কসহ আহত ২

যশোর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোসসহ দুই জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (১৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। আহত অপরজন হলেন যুবলীগ নেতা সেলিম রেজা মিঠু। তারা এখন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহতদের অভিযোগ, মাসব্যাপী শোক কর্মসূচি পণ্ড করতেই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের আশ্রিত সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালিয়েছে।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতেই যুবলীগের উদ্যোগে শহরে মিছিল বের করা হলে শহরের মণিহার এলাকায় বাধা দেয় পুলিশ। এ সময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরবর্তীতে শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের বিজয়স্তম্ভ মোড় থেকে যুবলীগের দুই কর্মীর ওপর হামলার প্রতিবাদে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগের যৌথ উদ্যোগে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

দলীয় সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলা যুবলীগ, শহর যুবলীগ ও শ্রমিকলীগের উদ্যোগে যশোরের মণিহার চত্বর এলাকায় জাতীয় শোকদিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। তারই অংশ হিসেবে ১৬ আগস্ট একটি বড় সমাবেশ করে তারা। সেখানে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রধান অতিথি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন প্রধান বক্তা ছিলেন। এই সমাবেশে অনেক জনসমাগম হওয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সমর্থকরা ক্ষিপ্ত হন।

নেতারা জানান, ১৯ আগস্ট মণিহারের সামনে সদর যুবলীগের শোকদিবসের কর্মসূচি ছিল। কিন্তু সেই কর্মসূচি বানচাল করতে ছাত্রলীগ সদর উপজেলা কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম শুক্রবার বিকেলে সেখানে একটি খাট রেখে জায়গা দখলের অপচেষ্টা চালান এবং জানান, এখানে ছাত্রলীগের অনুষ্ঠান হবে এবং সে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শাহীন চাকলাদার। এ ঘটনায় সেখানে উপস্থিত যুবলীগের কয়েক নেতা-কর্মী তাকে জানান, তাদের পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে। সে কারণে এখানে ছাত্রলীগের অনুষ্ঠান করা ঠিক হবে না। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে রবিউল তাদের দেখে নেবেন বলে শাসিয়ে যান।

জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু বলেন, রাত সাড়ে ১০টার দিকে যুবলীগ সদর উপজেলার আহ্বায়ক অশোক বোস, যুবলীগ নেতা সেলিম রেজা মিঠুসহ দু’তিনজন মণিহারের পাশে বসেছিলেন। ওইসময় অতর্কিতে সন্ত্রাসীরা সেখানে উপস্থিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর্যুপরি কুপিয়ে এবং ইট দিয়ে থেঁতলে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন অশোক বোস বলেন, রাতে শাহীন চাকলাদারের মদদপুষ্ট জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন বিপুল, বর্তমান জেলা সভাপতি রওশন ইকবাল শাহী, সেক্রেটারি ছালছাবিল আহমেদ জিসান, যুবলীগের জাহিদ হোসেন ওরফে টাক মিলন, হাজী সুমনের নেতৃত্বে ৪০-৫০ জনের একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার আব্দুর রহিম মোড়ল বলেন, শনিবার (১৯ আগস্ট) আহতদের সিটিস্ক্যান করা হয়েছে। সেখানে গুরুতর কিছু নেই। তবে, আহত দুজনকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। তারা আশঙ্কামুক্ত।

যোগাযোগ করা হলে জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন বিপুল বলেন, ছাত্রলীগ সদর উপজেলা কমিটির উদ্যোগে শনিবার শোকদিবসের কর্মসূচি ছিল। কিন্তু প্রতিপক্ষরা তাদের মঞ্চ তৈরিতে বাধা দেয়। ওইসময় সেখানে থাকা দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ তাদের ধাওয়া ও মারপিট করে। এ ঘটনার সঙ্গে আমাদের কোনও সম্পৃক্ততা নেই।

জানতে চাইলে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ বলেন, তাদের  পূর্বঘোষিত কর্মসূচি বানচাল করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা শনিবার দুপুরে বলেন, ‘পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি ঘোষণার কারণে শুক্রবার রাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত কাউকে পুলিশ এখনও আটক করতে পারেনি। ঘটনার ব্যাপারে কেউই এখনও থানায় অভিযোগও দেয়নি। ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

এক প্রশ্নের জবাবে ওসি আজমল হুদা বলেন, ‘ঘটনাস্থলে উভয় পক্ষের সমাবেশ স্থগিত রাখতে বলা হয়েছে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন জানান, অশোক সদর উপজেলার নবগঠিত কমিটির আহ্বায়ক। পলাশও একই সংগঠনের নেতা। তিনি তাদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের আটক এবং শাস্তি দাবি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বাধীনতার দাবিতে উত্তাল ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হতে ‘ক্যালেক্সিট’

বহুদিন থেকে মেক্সিকো সীমান্তবর্তী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে স্বাধীনতার দাবি দানা বাঁধতে শুরু করে। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই ৫৫ ইলেক্টোরাল কলেজ বিশিষ্ট এই অঙ্গরাজ্যে ট্রাম্প হিলারির কাছে পরাজিত হন। ফল প্রকাশের পর ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার দাবি আরও জোরালো হয়। ওয়াশিংটন পোস্ট ফেব্রুয়ারিতে খবর দেয়, এর পর থেকে তারা নানান ধরনের বৈঠক,  আলোচনা ও কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন ক্যালিফোর্নিয়ার আন্দোলনকে জোরদার করে তুলছেন। এবার যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চরম রাজনৈতিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার একটি সংগঠন ‘ক্যালেক্সিট’-এর উদ্যোগ নিয়েছে।

নতুন উদ্যোগের নেপথ্যের মানুষেরা নিজেদের ‘ক্যালিফোর্নিয়া কন্সটিটিউশনাল ইনিসিয়েটিভ টিম’ হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে। গত বৃহস্পতিবার প্রান্তিক সংগঠনটির আনা প্রস্তাবে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সাথে ক্যালিফোর্নিয়ার বর্তমান যে সম্পর্ক তাতে ক্যালিফোর্নিয়াসহ অন্য অঙ্গরাজ্যগুলোকে নিজেদের ভবিষ্যৎ গড়ার অধিকার দেয় না, তাই এর সংশোধনী আনতে হবে।’ গ্রুপটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন সনদের সাংবিধানিক সংশোধনী আনার জন্য সাংবিধানিক সভার আবেদন জানানো হয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের এ সংবিধান গোল্ডেন স্টেটের নীতি-আদর্শের সাথে মানানসই নয়।

গ্রুপটির সমর্থকরা আশা করছেন, ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনের ব্যালটে ক্যালিফোর্নিয়ার স্বাধীনতার বিষয়টি নিয়ে জনগণের মতামত চাওয়া হবে। যদিও চলতি বছর এর আগেও দু’দফা অনুরূপ আবেদন জানানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী প্রস্তাবটি ফেডারেল পার্লামেন্টে উঠতে হলে আগে তা অঙ্গরাজ্যের আইন পরিষদে পাস হতে হবে। আইন পরিষদের সমর্থনের অভাবে আগের সেই দু’টি স্বাধীনতার উদ্যোগ বাতিল হয়ে গেছে। নতুন এই প্রস্তাবনাটির শিরোনাম দেয়া দেয়া হয়েছে ‘সাংবিধানিক সংশোধনীর জন্য ক্যালিফোর্নিয়ার আহ্বান।’

ক্যালিফোর্নিয়া কোনও অঙ্গরাজ্য নয়, একটি জাতি। আত্মপরিচয়ের রাজনীতির এই দর্শনে বিশ্বাসী ওই অঙ্গরাজ্যের বহু বহু মানুষ। বহুদিন থেকে যুক্তরাষ্ট্রের হাত থেকে স্বাধীন হতে চায় এই মার্কিন অঙ্গরাজ্যের জনগণের একাংশ। ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর বিভক্ত যুক্তরাষ্ট্রে সেই দাবি আরও জোরালো হয়ে ওঠে। তার ক্ষমতা গ্রহণের পর স্বাধীনতার পক্ষে ‘ইয়েস ক্যালিফোর্নিয়া ইন্ডিপেনডেন্স’ নামের একটি গ্রুপ বহুদিন থেকে প্রচারণাও চালিয়ে আসছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় রোটারী ক্লাব ও রোটার‌্যাক্ট ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

জি এম আবুল হোসাইন : রোটারি ক্লাব অব সাতক্ষীরা ও রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় সদর উপজেলার তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে ও ১১টায় রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে পৃথক ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আম, বকুল, জলপাই ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ৪৭টি গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র সভাপতি রোটা. এনছান বাহার বুলবুল, সাধারণ সম্পাদক রোটা. এ্যাড. শাহানেওয়াজ পারভীন মিলি, রোটা. পিপি মাহমুদুল হক সাগর, রোটা. পিপি প্রফেসর ভূধর সরকার, রোটা. পিপি মাগফুর রহমান, বৃক্ষরোপণ কর্মসূচির চেয়ারম্যান রোটা. মো. মনিরুজ্জামান টিটু, রোটা. মোশাররফ হোসন মন্টু, আখতারুজ্জামান কাজল, কামরুজ্জামান রাসেল, রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরা’র সভাপতি রোটা. জি.এম আবুল হোসাইন, সহ-সভাপতি রোটা. ইজাজ আহমেদ, সাধারণ সম্পাদক শেখ কাইয়ুম রহমান, আরিফুল ইসলাম, মাসুদ পারভেজ, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, এসএমসি’র সভাপতি মো. আবিদার রহমান, রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা খাতুন প্রমুখ।
রসুলপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে রোটারি ক্লাব অব সাতক্ষীরা’র পিপি রোটা. প্রফেসর ভূধর সরকার বলেন, রোটারি ক্লাব ও রোটারেক্ট ক্লাব নিয়মিত বিভিন্ন সামাজিক কর্মকা-ে অংশ নিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকের এ বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। তিনি প্রত্যেকেরই সামর্থ অনুযায়ী এধরণের কর্মসূচি অব্যাহত রাখার জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কর্মশালা

মাহফিজুল ইসলাম আককাজ : বেকারত্ব দূরীকরণে বিনামূল্যে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে বুনন উন্নয়ন সংস্থার আয়োজনে মো. মামুন হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষক হোসনেয়ারা রহমান, পঙ্কজ ঘোষ, মোহন বিশ^াস প্রমুখ। দিনব্যাপি এ কর্মশালায় ১২০ জন অংশ গ্রহণ করেন। কর্মশালায় ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest