সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্তসাতক্ষীরায় উন্নয়ন কাজে নিরব চাঁদাবাজী: পুলিশ পাহারায় কাজ শেষ করলো ঠিকাদারস্বাধীনতা বিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষরদেবহাটায় হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরনসাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস পালনতালায় সেতু আবুলসহ ৩ জন আটকসাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপগ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুলস্থানীয় জাতবৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণে নেপালের পারমাকালচারের প্রতিনিধি দলসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

কামরুল হাসান : সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামান, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহা. ছারোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা নওশের আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন, প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা সুলতানা জাহান, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, শেখ ইমরান হোসেন, আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, রবিউল হাসান, আসলামুল আলম আসলাম, এসএম মনিরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, মাহবুবুর রহমান মফে, আফজাল হোসেন হাবিল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের বিহার ও আসাম রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুই রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এরই মধ্যে প্রায় এক কোটি ছাড়িয়েছে। দুই রাজ্যে বন্যার ফলে মৃতের সংখ্যা এ পর্যন্ত ১৪৭ জনে পৌঁছে গেছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এ দুই রাজ্যে ভয়াবহ বন্যার ফলে রেল ও সড়ক পরিবহনব্যবস্থা ভেঙে পড়েছে। উত্তর-পূর্ব এবং উত্তর সীমান্ত রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বন্যায় সবচেয়ে বেহাল বিহার রাজ্য। এ রাজ্যে বন্যায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৮ জনের। বিহারের ১৫টি জেলায় ৯৩ লাখ মানুষ বন্যার পানিতে ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যাকবলিত এলাকায় বন্যাদুর্গতদের জন্য হেলিকপ্টার থেকে খাবারের প্যাকেট ফেলা হচ্ছে। গ্রামগঞ্জে পঞ্চায়েতের মাধ্যমে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। বিহারজুড়ে এরই মধ্যে প্রায় ৫০৪টি ত্রাণশিবির খোলা হয়েছে। বন্যার কারণে বিহার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সব স্কুল-কলেজের পরীক্ষাও। বন্যার পানিতে বিহারের একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় সড়কসহ প্রায় ১২৪টি রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কলার ভেলা তৈরি করে বন্যাদুর্গত মানুষ যাতায়াত করছেন। বিহারের ঘাঘরা নদীর পানির স্তর বিপৎসীমার এক মিটার ওপর দিয়ে বইছে। বন্যায় পানিবন্দি মানুষকে উদ্ধার করতে দিন-রাত কাজ করে চলেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

গত বুধবার পারাপারের সময় পানির স্রোতে বিহারের আরারিয়ায় সেতু ভেঙে একই পরিবারের দুজন ভেসে গেছেন। গত বৃহস্পতিবার বিহারে নতুন করে বানভাসি হয়েছে সহর্স জেলা। বন্যা পরিস্থিতি সামাল দিতে বিহার প্রশাসন এরই মধ্যে বিহারের সব হাসপাতালে পর্যাপ্ত ওষুধ, জলাতঙ্কের ইনজেকশন এবং সাপের কামড়ের ওষুধ মজুদ রাখার নির্দেশ জারি করেছে।

অন্যদিকে, ভারতের আসাম রাজ্যেও বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। আসামের ২৪টি জেলায় এরই মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩১ লাখ মানুষ। এ পর্যন্ত সেখানে মারা গেছেন ৪৯ জন। মারা গেছে বহু গবাদি পশু ও বন্যপ্রাণীও।

আসামের ধুবরি জেলাতেই প্রায় আট লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি মোরিগাঁও জেলাতেও বানভাসি হয়েছেন পাঁচ লাখ মানুষ। আসামজুড়ে ৬০২টি ত্রাণশিবির খোলা হয়েছে। আসামের ব্রহ্মপুত্র, ধানসিঁড়ি, জিয়া ভারলি, কোপিলি, বেকি এবং কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুড়ি বছর পর টাইটানিক এর ‘জ্যাক ও রোজ’

তাঁদের বন্ধুত্বের কথা সবারই জানা। জেমস ক্যামেরনের বিখ্যাত রোমান্টিক ছবি টাইটানিক দিয়েই তাঁদের বন্ধুত্ব শুরু। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত টাইটানিক ছবিতে রোজ আর জ্যাকের প্রেমের রসায়নটা ছিল চমৎকার। ঐতিহাসিক ওই ছবিতে রোজ চরিত্রে কেট উইন্সলেট এবং জ্যাক চরিত্রে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনয় করেন।

২০ বছর হয়েছে ওই চলচ্চিত্রের বয়স। আর কেট ও ক্যাপ্রিওর সম্পর্ক? এখনো দুর্দান্ত।

ডেইলি মেইল জানিয়েছে, কিছুদিন আগে এই টাইটানিক জুটিকে ফ্রান্সে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে। গত জুলাই মাসে ফ্রান্সের সেইন্ট ট্রপেজে লিওনার্দোর পরিবেশভিত্তিক জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলেন কেট উইন্সলেট।

হিন্দুস্তান টাইমসের খবরে আরো জানা যায়, ফ্রান্সের সেইন্ট ট্রপেজে ছুটি কাটানোর সময় ক্যাপ্রিও ও কেটের বেশ কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ছবিতে দুজনকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়।

দীর্ঘ কয়েক বছর পর লিওনার্দো ডি ক্যাপ্রিও (৪২) এবং কেট উইন্সলেটকে (৪১) আবার ২০০৮ সালে ‘রেভুশনারি রোড’ ছবিতে একসঙ্গে দেখা যায়।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে লিওনার্দো ডি ক্যাপ্রিও বেশ কয়েক বছর ধরে কাজ করছেন। অন্যদিকে কেট উইন্সলেট প্রতিবন্ধী শিশুদের জন্য এবং গৃহহীন ও ক্যানসারে আক্রান্ত মানুষদের জন্য কাজ করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮ দিনে ভারতে ৩৪ কৃষকের আত্মহত্যা

গত ৮ দিনে ভারতের ভারতের মারাঠাওয়াড়া অঞ্চলে ৩৪ জন কৃষক আত্মহত্যা করেছেন। বুধবার সরকারের এক প্রতিবেদনে কৃষক মৃত্যুর এ পরিসংখ্যানের কথা জানা যায়।
অঞ্চলটিতে এ বর্ষা মৌসুমে সর্বনিম্ন বৃষ্টিপাত দেখা দিয়েছে। যার ফলে জমিতে পানির অভাবে ফসলের ফলন কম হওয়ায় খরচ তুলতে পারেননি কৃষকরা। ঋণের জালে আটকে পড়ে এ সব কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয় বলে জানা গেছে।

জানা যায়, মারাঠাওয়াড়া অঞ্চলের আট জেলায় গত আট দিনে এসব কৃষক আত্মহত্যা করেন।

সরকারি প্রতিবেদনে জানা যায়, এ অঞলে গত জানুয়ারির ১ তারিখ থেকে এ মাসের (আগস্ট) ১৫ তারিখ পর্যন্ত ৫৮০ জন কৃষক আত্মহত্যা করেছেন। যেখানে শুধুমাত্র বিদ জেলাতেই আত্মহত্যা করেছেন ১০৭ জন।

আবহাওয়া অফিস থেকে ১৫ আগস্টের পর থেকে বৃষ্টি হবে বলে জানানো হলেও গত দুইদিনে বৃষ্টি হয়েছে বিক্ষিপ্তভাবে। যা কৃষকদের তেমন কোন উপকারে আসেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় দফায় স্পেনে হামলা

পর্যটন নগরীখ্যাত স্পেনের বার্সেলোনা শহরের জনপ্রিয় এলাকা লাস রামব্লাসে ‘সন্ত্রাসী হামলার’ ২৪ ঘন্টা পার না হতেই দ্বিতীয় দফায় দেশটিতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে কাতালানিয়ার উপকূলীয় অবকাশযাপন কেন্দ্র কামব্রিলস এলাকায় লোকজনের ভীড়ে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় এক পুলিশ সদস্যসহ সাত বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া পুলিশ গুলি চালিয়ে পাঁচ হামলাকারীকে হত্যা করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এ ব্যাপারে স্পেনের সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, হামলাকারীদের কাছে সম্ভবত আত্মঘাতী বেল্ট ছিল। তারা পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে কাতালানিয়ার পুলিশ টু্ইটারবার্তায় জানিয়েছে, ‘কামব্রিলসে নিহত সন্ত্রাসীদের সঙ্গে বার্সেলোনা ও আলাসানার ঘটনার যোগসূত্র রয়েছে-সে বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা কাজ করছি। ‘

প্রসঙ্গত, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ৫ মিনিটে রামব্লাস পর্যটক এলাকায় ভিড়ের মধ্যে ভ্যান নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ১৩ জন নিহত এবং ২০ জন আহত হন। এই হামলার দায় স্বীকার করেছে আইএস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ফিফা বর্ষসেরা কোচের তালিকায় ১২ জন মনোনীতদের মধ্যে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

অন্যান্যদের মধ্যে রয়েছেন প্রিমিয়ার লীগে চেলসিকে শিরোপা উপহার দেয়া এন্টোনিও কন্টে, ইউরোপা লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের শিরোপা জয়ী কোচ হোসে মরিনহো ও জুভেন্টাসের মাসিমিলিয়ানো আলেগ্রি।

মাদ্রিদের হয়ে দারুণ এক মৌসুম কাটানো জিদান গত বছর লা লিগার শিরোপার পাশাপাশি টানা দ্বিতীয়বারের মত রিয়ালকে চ্যাম্পিয়নস লীগের শিরোপা উপহার দিয়েছেন। ১৯৫৮ সালের পরে রিয়াল স্পেন ও ইউরোপে একসাথে শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছে।

গত বছর জানুয়ারিতে রাফায়েল বেনিতেজের স্থানে রিয়ালের দায়িত্ব পাবার পরে জিদান সাতটি শিরোপা জিতেছেন। এর মধ্যে রয়েছে চলতি মাসে পাওয়া ইউয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের দেয়া ব্যালন ডি অ’রের পাশাপাশি ফিফা বর্ষসেরা কোচের জন্য নতুন এই পুরস্কার প্রবর্তন করেছে। আগামী ২৩ অক্টোবর লন্ডনে এক জাকজকমপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সেরা কোচের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে।

বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা : মাসিমিলিয়ানো আলেগ্রি (জুভেন্টাস), কার্লো আনচেলত্তি (বায়ার্ন মিউনিখ), এন্টোনিও কন্টে (চেলসি), জিনেদিন জিদান (রিয়াল মাদ্রিদ), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), লিওনার্দো জার্দিম (মোনাকো), জোয়াকিম লো (জার্মানী), হোসে মরিনহো (ম্যানচেস্টার ইউনাইটেড), মরিসিও পোচেত্তিনো (টটেনহ্যাম), দিয়েগো সিমিয়োনে (এ্যাথলেটিকো মাদ্রিদ) ও তিতে (ব্রাজিল)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একই ফ্রেমে ঐশ্বরিয়া-রানী-রেখা-শ্রীদেবী

বলিউড অভিনেত্রী রানি মুখার্জী তো আজকাল ক্যামেরার সামনেই দাঁড়ান না। পার্টি বা অনুষ্ঠানে গেলেও ক্যামেরার সামনে খুঁজে পাওয়া যায় না।
আর তিনিই জমিয়ে পার্টি করলেন, শুধু তাই নয় ছবিও তুলেছেন। উপলক্ষ শ্রীদেবীর ৫৪তম জন্মদিন। বৃহস্পতিবার রাতে ডিজাইনার মনীশ মালহোত্রা আয়োজন করেছিলেন পার্টির। জনপ্রিয় বলিউড নির্মাতা করণ জোহরও ছিলেন। মনীশ ছবিটি ইনস্টাগ্রামে আপলোড দিয়েছেন। শিরোনামে লিখেছেন, কিংবদন্তীতূল্য সব নারীর সঙ্গে। স্মরণীয় এক রাত।

অভিনেত্রী রেখার সঙ্গে সচেতনভাবেই একটা দূরত্ব বজা রেখে চলে বচ্চন পরিবার। আর ছবিতে সেই পরিবারের বউ ঐশ্বরিয়াকেই দেখা গেছে রেখার সঙ্গে দাঁড়িয়ে। পার্টিতে তারাও আমন্ত্রিত ছিলেন। জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি, বিদ্যা বালান ও ধনকুবের অনিল আম্বানির স্ত্রী ও এক সময়ের বলিউড অভিনেত্রী টিনা আম্বানিও ছিলেন পার্টিতে। শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী-খুশিও ছিল পার্টিতে। তবে ছবিতে তারা নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশের একটি ঘরও আর অন্ধকারে থাকবে না -ডা. রুহুল হক

তোষিকে কাইফু/তরিকুল ইসলাম লাভলু : “প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” পৌছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার সকালে টি.আর.কাবিখা প্রকল্পের আওতায় নলতা, ভাড়াশিমলা, চম্পাফুল ও তারালী ইউনিয়নের বিদ্যুৎবিহীন ১০ টি স্কুল, কালেজ, মাদ্রাসা ও ৭৭টি গরিব অসহায় পরিবারের মাঝে ৪০ ওয়াট এর সৌর বিদ্যুৎ (সোলার) প্যানেল বিতরণ করা হয়েছে।
কালিগঞ্জ উপজেলার নলতা শরিফ টাউন পাড়াস্থ সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক’র নিজস্ব বাসভবন থেকে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক উক্ত সোলার প্যানেল বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, এ দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। বর্তমান সরকারের লক্ষ্য প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া। বর্তমান দেশের ৭৫ ভাগ মানুষ বিদ্যুৎ পায়। ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পাবে। ঘরে ঘরে আলো জ্বলবে-সেটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের একটি ঘরও আর অন্ধকারে থাকবে না। এসময় তিনি বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য সবাইকে পরামর্শ দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোফায়েল আহমেদ, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য এস.এম আসাদুর রহমান সেলিম, চম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান আঃ লতিফ মোড়ল, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, ছাত্রলীগের নলতা ইউনিয়ন সভাপতি ফিরোজ শাহরিয়ার, রহিম আফরোজ সোলার কোম্পানীর সাতক্ষীরা এরিয়া ম্যানেজার আশিক রব্বানী প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest