কয়েকদিন ধরেই বাংলাদেশে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অসুস্থতায় ভুগছিলেন। কাশির সাথে রক্ত যাবার কারণে হাসপাতালেও গিয়েছিলেন।
তবে সেখানে ভর্তি না হয়ে গত কয়েকটা দিন বাসায় বিশ্রামে ছিলেন।
অবশেষে সুস্থ হয়ে অনুশীলনের ফিরলেন টাইগার দলপতি। বিশ্রামের পর আজ বুধবার প্রথম মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আসেন তিনি। এরপর জিমনেশিয়ামে বেশ কিছু সময় অনুশীলন করেন।
প্রসঙ্গত, আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজকে সামনে রেখে টাইগাররা ক্যাম্প করতে চট্টগ্রাম থাকলেও, টেস্ট থেকে অবসর নেওয়া মাশরাফি আছেন ঢাকাতেই।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ ‘হায়াও’ এর এক নারী ৯১ বছর বয়সে স্নাতক ডিগ্রী অর্জন করে তার জীবনের স্বপ্ন পূরণ করেছেন।
যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি করা দুই কোটি টাকা মূল্যের ক্যাপিটাল মেশিনারিজের একটি চালান আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
সরকারি কর্মচারীদের চেয়ে সাংবাদিকদের বেতন বেশি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর এই যুক্তিতে সাংবাদিকদের জন্য নতুন ওয়েজবোর্ডের প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।
সৌদি যুবরাজ সালমান বিন সাদ বিন আবদুল্লাহ বিন টার্কি আল সৌদ ইন্তেকাল করেছেন। এক রাষ্ট্রীয় বিবৃতিতে আজ মঙ্গলবার এ কথা জানিয়েছে সৌদি রয়েল কোর্ট। পরে রয়েল কোর্টের বরাত দিয়ে খবরটি প্রকাশ করে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের একাধিক বিমান হামলায় ২৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। অথচ চেহারার তার কোনো লক্ষণ নেই।
গত ৩০ বছর ধরে যেন একই চেহারা ধরে রেখেছেন আমেরিকার এই মডেল-অভিনেত্রী। দুই সন্তানের মা সিন্ডি ক্রফোর্ড তাঁর রূপ-রহস্য নিয়ে কথা বললেই তিনি বলেন, ‘‘দ্য সিক্রেট ইজ, দেয়ার ইজ নো সিক্রেট’’। যেগুলো সবাই জানে, সেই নিয়মগুলো মেনে চললেই হয়। যেমন পানি বেশি পান করা, ধূমপান না করা, পর্যাপ্ত পরিমাণে ঘুম, খোশমেজাজ ইত্যাদি। তবে নিজের তৈরি প্রডাক্ট লাইনের বিউটি প্রডাক্ট ব্যবহার করেন সিন্ডি। সকালে উঠেই সুপারফুড স্মুদি খান আর চাইনিজ মেডিসিনের উপর ভরসা রাখেন। তবে তিনি এও বলেছেন, কম সময়ের মধ্যে এই নিয়মগুলো কাজে দেবে না। ৩০ বছর বয়স থেকে ত্বকের যত্ন নেওয়া শুরু করলে তাঁর ফল পঞ্চাশের পর পাওয়া যাবে। তাই ধৈর্য হারালে চলবে না।
খেতে খুব তেতো, কিন্তু করলার গুণ অনেক৷ যা কিনা দূর করতে পারে অনেক কঠিন রোগ৷ চলুন জেনে নেওয়া যাক, প্রতিদিন করলা খেলে কী কী উপকার পাবেন!