গত ৬ এপ্রিল ২০১৭ তারিখে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার ১ম পাতায় ‘বিআরটিএ’র এডি তানভীরের মাসিক আয় ৫ লক্ষাধিক টাকা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উল্লিখিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। কতিপয় স্বার্থান্বেষী মহল তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে না পেরে ভুল তথ্য সম্বলিত সংবাদ পত্রিকায় প্রকাশ করে আমার ও সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণœ করার অপচেষ্টা চালানো হচ্ছে মাত্র। সরকারি নিয়মনীতির নির্দেশনা মোতাবেক অফিস পরিচালিত হয়ে আসছে। বিধায় উল্লিখিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তানভীর আহমেদ চৌধুরী
সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার)
বিআরটিএ, সাতক্ষীরা সার্কেল।

আসাদুজ্জামান : সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের আলিপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছে। নিহত পথচারীর নাম সোহাগ হোসেন (২৫)। সে আলিপুর গ্রামের আরামউদ্দিনের ছেলে। এঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
সিনেমা, গল্প, কমিক্স সিরিজে তো মানুষের প্রতি বন্যপশুদের ভালোবাসার গল্পের কথা শোনাই যায়। বন্যপশুদের ভালোবাসা নিয়ে ছবিও হয়েছে বিস্তর। কিন্তু বাস্তবেও যে এমনই ঘটতে পারে, তার নজির ইথিওপিয়ার এই ঘটনা। অপরহণকারীদের নির্যাতন ও ধর্ষণের হাত থেকে এক নাবালিকাকে বাঁচাল তিনটি সিংহ।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব অন্ধকারের মৃত্যু পরোয়ানা নিয়ে ঘুরে বেড়ানো সংগঠনে পরিণত হয়েছে মন্তব্য করে আবার তা নিষিদ্ধের জোর দাবি জানিয়েছে বিএনপি।
মা দিবস উপলক্ষে নতুন একটি নাটকে জুটি বেধে কাজ করছেন অভিনেতা মামনুন হাসান ইমন ও মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। নতুন এ নাটকটির নাম ‘মাদারস লাভ’। নাটকটির নির্মাতা কাজল আরেফিন অমি।
‘এমন ঘটনা অহরহই ঘটছে। আপত্তিকর প্রস্তাবের মুখোমুখি অনেকেই হচ্ছেন। সারিকা মুখ খুলেছেন, অনেকেই তা চেপে যাচ্ছেন। নিজের কেরিয়ারের কথা ভেবে চুপ করে থাকছেন।’ বললেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম।
সারিকা সাবরিন। ছোট পর্দার তারকা। কাজ থেকে দূরে ছিলেন আড়াই বছর। এখন আবার তিনি ব্যস্ত হয়েছেন কাজ নিয়ে। এর মধ্যে নানা বাঁধার মুখোমুখি হতে হয় তাকে। গতকাল বুধবার রাত ৯টা নাগাদ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছেন। এই পোস্টে লিখেছেন, ‘শুটিং ডেটের একদিন আগে ক্লায়েন্টের গাড়িতে করে মানিকগঞ্জ (যেখানে যেতে ১ ঘণ্টা+ লাগে মাত্র আমার বাসা থেকে) যাওয়া এবং প্রিভিয়াস ডে অ্যান্ড নাইট তার সাথে সেখানে অবস্থান করার প্রস্তাব প্রত্যাখ্যান করা কি কোনো অপরাধ? এটা কি অপেশাদারিত্ব?’ এই প্রসঙ্গ নিয়ে রাতেই মুঠোফোনে গণমাধ্যমের সঙ্গে কথা বললেন সারিকা।
র শেষ ম্যাচ। আর ম্যাশের শেষটা জয় দিয়ে রাঙাতে মরিয়া সাকিব-তামিমরা। একটি পরিবর্তন নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে লঙ্কানদের কাছে ৬ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। এছাড়া আজ জিতলে টেস্ট এবং ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও ১-১ ব্যবধানে ড্র হবে। তাই জয়ের সব চেষ্টায় করবে টিম-ম্যানেজমেন্টও।