আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে পুতুমায়ো প্রদেশে ভূমিধস ও বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৫৪–তে পৌঁছেছে। আহত হয়েছে কয়েক শ।বিবিসির খবরে জানা যায়, সারা রাত ধরে বৃষ্টি হওয়ায় প্রাদেশিক রাজধানী মোকোয়ার নদীর তীর ভেসে যায়। বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যায়। রেডক্রস বলছে, কমপক্ষে ২২০ জন নিখোঁজ রয়েছে। ২০২ জন আহত হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস। তিনি বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। তিনি ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন। সান্তোস বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের জন্য তিনি সবই করবেন। এ ঘটনাকে তিনি হৃদয়বিদারক বলে মন্তব্য করেন। সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, এ পর্যন্ত ২৫৪ জন নিহত হয়েছে। ৪০০ জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে ২০০। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় সান্তোস নিহত ব্যক্তিদের সংখ্যা ১৯৩ বলে জানান। রয়টার্সের খবরে বলা হয়েছে, ১ হাজার ১০০–রও বেশি সেনা এবং পুলিশ কর্মকর্তা উদ্ধারকাজে অংশ নিয়েছেন। একজন সেনা কর্মকর্তা জানান, স্থানীয় হাসপাতালগুলো পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। আঞ্চলিক গভর্নর সরেল আরোকা কলম্বিয়ান গণমাধ্যমকে বলেছেন, আশপাশের সব এলাকা ভূমিধসে চাপা পড়েছে।জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, ৮০ শতাংশ রাস্তা তিন ঘণ্টার মধ্যে ভূমিধসে চাপা পড়বে। সেতুগুলো ভেসে গেছে।কাদামাটির মধ্যে শ্বশুরকে খুঁজছিলেন মোকোয়ার বাসিন্দা মারিও উসালে। তিনি বলেন, এটি মৌসুমি বৃষ্টি। রাত ১১টা থেকে একটা পর্যন্ত জোরে বাতাস বইছিল। তাঁর শাশুড়িও নিখোঁজ ছিলেন। পরে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে তাঁকে খুঁজে পেয়েছেন।প্রাদেশিক রাজধানী মোকোয়ার মেয়র হোস অ্যান্তোনিও বলেন, ওই এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে পানি ও বিদ্যুৎ নেই।

ভিন্ন স্বাদের সংবাদ: ফল বিক্রি করেও লাখোপতি হওয়া সম্ভব। মনে হতে পাড়ে পাগলের প্রলাপ। কিন্তু এমনটাই ঘটেছে জাপানে। জাপানে এমনই এক তরমুজ কেনার জন্য সকলে এতটাই মরিয়া যে এই তরমুজ বিক্রি করে যে টাকা উঠে আসছে, যা দিয়ে একটি গাড়ি কিনে ফেলা যায়। জানা গেছে, দুটি তরমুজের মূল্য প্রায় ১৮ হাজার টাকা পর্যন্ত উঠেছে। সম্প্রতি জাপানে বিশেষ জাতের দুইটি তরমুজের দাম উঠেছে ১৭ লক্ষ ৪১ হাজার টাকা। এই বিশেষ জাতের তরমুজের নাম ইউবারি কিং। এর উৎপাদনস্থল জাপানের ইউবারি নামক স্থানে। অর্থাৎ একটি তরমুজ বিক্রি করতে পারলেই আপনার ব্যাংক ব্যালান্স নিমেষে রাতারাতি বেড়ে যাবে।
ভিন্ন স্বাদের সংবাদ: একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত এক খবর অনুয়ায়ী, চেন্নাইয়ের পাদাপ্পাই জেলার ‘জয় দুর্গা প্রীতম’ মন্দিরে সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে। ইসকন মন্দিরে প্রসাদ হিসেবে ‘কেক’ পাওয়া যায়। অবশ্যই তা ‘এগলেস’। এবার, ভারতের আরও এক মন্দিরের নাম উঠে এল যেখানে ফল-মিষ্টিকে সরিয়ে প্রসাদের থালায় জায়গা করে নিয়েছে ব্রাউনি, স্যান্ডউইচ ও বারগার।
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে নতুন মুখ মোহাম্মদ সাইফউদ্দিন।
ঢাকায় বলিউড গায়িকা শ্রেয়া ঘোষালের কনসার্টে আয়োজক কর্মকর্তা কর্তৃক সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে।
বিনোদন ডেস্ক: বলিউডের এক সময়ের সুপারহিট নায়িকা মমতা কুলকার্নির বিরুদ্ধে অভিযোগ ছিল আন্তর্জাতিক মাদক-পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার। তার হেফাজত থেকে মাদক উদ্ধার হওয়ার অভিযোগও করেছিল পুলিশ। প্রথম থেকে নিজেকে নির্দোষ দাবি করলেও থানের এক জেলা আদালত বৃহস্পতিবার এ অভিনেত্রী এবং তার স্বামী ভিকি গোস্বামীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
অনলাইন ডেস্ক: ভারতে জমকালো এক বিয়ে হয়েছে কিছুদিন আগে। সেখানে নববধূর সঙ্গে সঙ্গীদের নাচের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।