নিজস্ব প্রতিবেদক : শিবপুর ইউনিয়নের খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ও ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা জীবনের ঝুকিঁ নিয়ে স্কুলে পাঠগ্রহণ করছে। যে কোন সময় ঝুকিঁপুর্ণ ভবনটি ধ্বসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এ ব্যাপারে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে আলাপ করে জানা যায়, সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ১৮নং খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯২৫ ইং সনে স্থাপিত হয়। ১টি ভবন দিয়েই স্কুলের যাত্রা শুরু হয়েছিল। পুরাতন ভবনটি জরাজীর্ণ হওয়ায় ২০০৬-০৭ অর্থ বছরে এল.আই.জিডির বাস্তবায়নে ও পি.ডি.পি-২ এর আওতায় নতুন একটি ভবন নির্মিত হয়। স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ২৬১ জন। ফলে নতুন ভবনে ছাত্রছাত্রীদের স্থান সংকুলান না হওয়ায় পুরাতন ভবনে প্রাক প্রাথমিক ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাস নিতে হয়। তাছাড়া শিক্ষকরা নতুন ভবনে অফিস না করে পুরাতন ভবনে অফিস করে যাতে করে নিজেরা ঝুঁকির মধ্যে থেকেও ছাত্রছাত্রীদের নিরাপদ স্থানে কাস করাতে পারে। কিন্তু খানপুর গ্রামের ও পাশ্ববর্তী কয়েকটি অঞ্চলের সকল ধর্মের মানুষের একমাত্র শিক্ষার জায়গা খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি, একারনে ছাত্রছাত্রীদের নতুন ভবনে সংকুলান না হওয়ায় পুরাতন ভবনে প্রাক প্রাথমিক ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের কাস নেওয়া হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ পুরাতন ভবনে ৯০ জনের ও বেশি শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে। এ সময় ওই ভবনের বিমে ফাটল দেখা যায়। এ ছাড়া ভবনের প্লাষ্টারও খসে পড়তে দেখা যায়। তিন কক্ষের কাস রুম ও এক কক্ষের অফিস রুম এতই ঝুঁকিপূর্ণ যে শিক্ষকরা বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ কাস রুমে ছাত্র-ছাত্রীদের কাস করাচ্ছে। বিদ্যালয়ের পুরাতন ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বৃষ্টি হলেই বাজাতে হয় ছুটির ঘণ্টা। অনেক সময় বৃষ্টিতে বারান্দায় আবার অন্যান্য সময় মাঠে অথবা গাছতলায় ছাত্রছাত্রীদেরকে শিক্ষকদের কাস করাতে হয়। প্রতিটি কক্ষের ছাদ ও পিলারের লোহার খাঁচা ও রড দৃশ্যমান। এসব ঝুঁকিপূর্ণ ভবন মেরামত কিংবা নতুন ভবন নির্মাণ না হলে দুর্ঘটনাসহ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা। এসময় নাম প্রকাশে অনিচ্ছুক পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘কাস করতে ভয় লাগে। কিন্তু স্যাররা কাস করতে বলে তাই কাস করি।’ একই শ্রেণির আরেক শিক্ষার্থী বলে, ‘স্যারদের জন্য কাস করছি। কোনো দুর্ঘটনা ঘটলে স্যাররাই দায়ী থাকবেন।’ তবে বিদ্যালয়ের প্রধান জাকির হোসেন বলেন, বিকল্প কোনো ব্যবস্থা নেই। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে।

ধুলিহর প্রতিনিধি : সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুলে শনিবার বিকেলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর থানা আ’লীগের সভাপতি এস,এম শওকাত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল ও ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক, সাধারণ সম্পাদক নুর ইসলাম মাগরেব, ইউপি মেম্বর রেজাউল করিম মঙ্গল প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল। এসময় অতিথিবৃন্দ ডিবি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন পুরষ্কার বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মুকুল হোসেন।
গাজী আল ইমরান, শ্যামনগর, সাতক্ষীরাঃগোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার এস আই আঃকালাম,এস আই সোহেল রানা ও এ এস আই তরিকুলের নেতৃত্বে শনিবার রাত ১০ টায় মৌতলা খানপুর মধ্যোবর্তী এলাকা থেকে একটি মটর সাইকেল কে সন্দেহ করে ধাওয়া শুরু করে, উক্ত মটর সাইকেল পুলিশের উপস্হিতি বুঝতে পেরে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় অত:পর পুলিশের হাতে ধরা পড়লে তাকে তল্লাশি করে ১০ বতল ফেনসিডিল পাওয়া যায়।এরপর আসামী কে শ্যামনগর থানায় নিয়ে আসা হয়, আসামির নাম মোঃ সাগর হোসেন অরফে ছবির (২২), পিং- আবু বক্কার গাজি, সাং- মহেশপুর, রতনপুর থানা কালিগঞ্জ।আটকৃত গাড়ির নং সাতক্ষীরা হ-১২-১১৬২।রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
নিজস্ব প্রতিবেদক : সদর থানা পুলিশের অভিযানে এক জামায়াত ক্যাডারকে আটক করা হয়েছে। আটককৃত জামায়াত ক্যাডার ঘরচালা গ্রামের কওছার আলী সরদারের ছেলে জুলফিকার আলী(৪৫)। শনিবার বিকালে তার নিজস্ব বাসভবন থেকে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ২০১৩ সালের সরকারবিরোধী নাশকতায় সক্রিয় অংশগ্রহণের অভিযোগ রয়েছে জানিয়েছে পুলিশ।
কলারোয়া ডেস্ক : কলারোয়ায় ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো বাঁচাবো দেশ, সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭ (২৬ মার্চ-১ এপ্রিল) উদযাপন উপলক্ষে ৭ম অর্থাৎ শেষ দিন শনিবার বেলা ১১ টায় কলারোয়া সরকারি প্রাইমারি স্কুল অডিটোরিয়ামে দুর্নীতি বিরোধী শপথনামা পাঠ করানো হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এ শপথনামায় সততা সংঘের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সবখানেই দুর্নীতি বিরোধী চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। শপথপূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রফেসর আবু নসর। স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দুুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মেহের উল্লাহ, বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুর রহমান, মাস্টার মনিরুজ্জামান, মাস্টার উত্তম কুমার পাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান ও মিসেস লতিফা আক্তার, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, উৎপল কুমার সাহা, সততা সংঘের পক্ষে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ওমর সাদত, পুরবী রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। অনুষ্ঠানের সমাপনী পর্বে সততা সংঘের সদস্যদের দুর্নীতি বিরোধী শপথনামা পাঠ করানো হয়।
কলারোয়া ডেস্ক : কলারোয়ায় নছিমনের সাথে সংঘর্ষে এক মোটর সাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কয়লা বাজারের নিকটে ঘটে। নিহত মটরসাইকেল চালক মাছ ব্যবসায়ী রেজাউল ইসলাম (৪৫)। সে পৌরসভার ঝিকরা গ্রামের মৃত রফিকুল ইসলাম ঝন্টুর (সাবেক মেম্বারের) ছেলে এবং পৌর কাউন্সিলর মেজবাহউদ্দীন লিলুর ভাতিজা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্পোর্টস ডেস্ক : একটা অপেক্ষার অবসান হওয়ার সুযোগ ছিল। সুযোগ ছিল প্রায় ৮ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জেতার। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওডিআইতে ৭০ রানে হেরে সেই সুযোগ মাটি হল।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি’র বার্ষিক সাধারণ সভায় ইংরেজি ২০১৭-১৮ সালের জন্য কমিটি গঠন করা হয়েছে।