17554504_1885763945039060_5628900569605190899_nআমরা জানি কিশমিশ স্বাস্থ্যের জন্য খুব উপকারী। সারাদিনের কর্মশক্তির অন্যতম উৎস হতে পারে কিশমিশ। রক্তশূন্যতা রোধ, মুখের স্বাস্থ্য ভালো রাখতে, হাড়ের সুস্থতায়, দৃষ্টিশক্তি ভালো রাখাসহ নানা রোগের জন্য কিশমিশের বিকল্প নাই। কিন্তু এ উপকারী ফলেও আছে কিছু ক্ষতিকর দিক!

তাই ডেন্টিস্টরা শিশুদের কিশমিশ দেওয়ার আগে অন্তত দুইবার ভাবতে বলেছেন। কেননা কিশমিশ শিশুদের দাঁতের জন্য মারাত্মক ক্ষতিকর। মিররে এক প্রতিবেদনে বলা হয়, পুষ্টিকর এবং বৃদ্ধিতে সহায়ক হওয়া সত্বেও অনেক স্বাস্থ্যকর খাবারও শিশুদের দাঁতের জন্য ভয়ানক ক্ষতির কারণ হতে পারে। এর ফলে শিশুদের পরবর্তী জীবনে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে।

শারা সাবির নামের একজন ডেন্টিস্ট বলেন, দাঁতের ক্ষয়ের জন্য সবচেয়ে ক্ষতিকর খাবার হলো কিশমিশ ও শুকনো ফল। অনেক বাবা-মা ভাবেন, শুকনো ফল ভিটামিন সমৃদ্ধ হওয়ায় স্বস্থ্যের জন্য খুব উপকারী কিন্তু এতে থাকা গাঢ় চিনি শিশুদের দাঁতের জন্য মারাত্মক ক্ষতিকর।

তিনি আরো বলেন, ছোট এক প্যাকেট কিশমিশে প্রায় ৮ চা-চামুচ চিনি থাকে। কিন্তু এনএইচএস অনুযায়ী, ৪-৬ বছর বয়সী শিশুদের দৈনিক ৫ কিউবের বেশি চিনি খাওয়া উচিত না। আর ৭-১০ বছরের শিশুদের জন্য সর্বোচ্চ ৬ কিউব।

শারা বলেন, কিশমিশ আঠালো এবং দাঁতে আটকে থাকে। যার ফলে ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করে এবং দীর্ঘ সময় ধরে দাঁতের ক্ষয় করে।

কিশমিশ পুষ্টগুণ সমৃদ্ধ হওয়ায় শারা শিশুদের মিষ্টিজাতীয় খাবারে কিশমিশ পেস্ট করে খাওয়াতে পরামর্শ দেন। সূত্র: মিরর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ওসির ঝুলন্ত লাশ উদ্ধার

কর্তৃক Daily Satkhira

6fb3a28252f88723a354fb8fb997407f-58db6ac286aaeবগুড়ার গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম আবদুল্লাহ আল হাসান (৪৫)গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। বুধবার বেলা পৌনে ১১টার দিকে থানা চত্বরের কোয়াটার থেকে তার লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী ওসি হাসানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার কদমতলা গ্রামের জনৈক হযরত আলীর ছেলে। তিনি সম্প্রতি গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। থানা চত্বরের কোয়াটারে তিনি একাই থাকতেন। বুধবার বেলা পৌনে ১১টার দিকে একটি রুমে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমায়েত-উল-হাসিন তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী ওসি হাসানের আত্মহত্যার কথা নিশ্চিত করলেও কারণ বলতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পরই তিনি এ সিদ্ধান্ত নিয়েছে। কারণ ওসি হাসান বুধবার সকালে থানার ডিউটি অফিসার এএসআই হাসিনাকে ডেকে একটি চিঠি ও চাবি দেন তার স্ত্রীকে দেওয়ার জন্য। এর আগে তিনি স্ত্রীর সঙ্গে কথা বলেন। দাম্পত্য বা পারিবারিক কলহে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পুলিশের ধারণা। শোকাহত এএসআই হাসিনা এ ব্যাপারে পরে কথা বলতে চেয়েছেন। বেলা সাড়ে ১২টায় এ খবর পাঠানো পর্যন্ত ওসি হাসানের মরদেহ গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তারা তার আত্মহত্যার কারণ খতিয়ে দেখছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

333নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা ও জেলা প্রশাসন খুলনা এর যৌথ উদ্যোগে আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটেডিয়ামে, খুলনা জেলার প্রায় ৭৪টি  উচ্চ মাধ্যমিক কলেজের ২৫০শিক্ষার্থীদের নিয়ে Best Talent Khulna:2017 এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  খুলনা জেলা প্রশাসক জনাব নাজমুল আহসান। এ সময় তিনি বলেন, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনার উদ্যোগ এ অঞ্চল মেধাবীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনা করবে। আর এ জন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, দেশের দক্ষিণ অঞ্চলের শিক্ষা বিস্তারে এ বিশ্ববিদ্যালয় ট্যালেন্ট সার্চ এর মত আরো সৃজনশীল কাজ করে যাবে।
এছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন কলেজের অধ্যক্ষ বিভিন্ন ব্যাংক,বীমা সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকতা উপস্থিত ছিলেন।
ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারকারীকে ল্যাবটপ, ২য় স্থান ও তয় স্থান অধিকারকারীকে ১টি করে ট্যাব ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া  পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট ও শান্তনা পুরস্কার প্রদান করা হয়। সেরা ট্যালেন্ট খুলনা অর্জন করে সরকারি বিএল কলেজের পার্থ কুন্ডু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

8স্পোর্টস ডেস্ক: ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক হ্যাট্রিক করেছেন বাংলাদেশ দলের তরুণ পেস তারকা তাসকিন আহমেদ। ইনিংসের ৫০ তম ওভারে বল করতে এসে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিন লঙ্কান আসেলা গুনারত্নে, সুরঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপকে আউট করে পঞ্চম বাংলাদেশী হিসেবে হ্যাটট্রিক করেন তাসকিন।

এর মাধ্যমে বাংলাদেশ দলও স্পর্শ করেছে দারুণ এক মাইলফলক। আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করা বোলারদের সংখ্যার তালিকায় বাংলাদেশ এখন দুই নম্বরে উঠে এসেছে।

বর্তমানে বাংলাদেশের চেয়ে হ্যাটট্রিক করা বোলার বেশি আছে কেবল পাকিস্তান ও অস্ট্রেলিয়ায়। এই দুই ক্রিকেট পরাশক্তিরই সমান ৬ জন করে বোলার ওয়ানডেতে হ্যাট্রিক করেছেন।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বপ্রথম হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন টাইগারদের এক সময়ের তারকা পেসার শাহাদাত হোসেন রাজীব। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সালে হারারেতে এই মাইলফলক স্পর্শ করেন।

এরপর, টাইগার স্পিনার আব্দুর রাজ্জাক সেই জিম্বাবুয়ের বিপক্ষেই দ্বিতীয় বাংলাদেশী হিসেবে হ্যাট্রিকের কোটা পূর্ণ করেছিলেন। তাছাড়াও বাংলাদেশের হয়ে হ্যাট্রিকের তালিকায় আরও আছেন পেসার রুবেল হোসেন এবং স্পিনার তাইজুল ইসলাম।

২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে রুবেলের হ্যাট্রিকের মাধ্যমেই কিউইদের পরাজিত করেছিলো টাইগাররা। তাসকিনের আগে সর্বশেষ বাংলাদেশি বোলার হিসেবে হ্যাট্রিক করেছিলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

4334234234243সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ৭ নেতা-কর্মীসহ ৪৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা থানা ১২ জন, কলারোয়া থানা ৭ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৭ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ৪ জন ও পাটকেলঘাটা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

4334234234243নিজস্ব প্রতিবেদক : ‘থানকুনি আমাশয়ের প্রতিষেধক। তেলাকচু ডায়াবেটিসের মহৌষধ, আর কচুর পাতা চোখের জন্য ভাল। এছাড়া রয়েছে অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ ব্রাহ্মি, কলমি, দস্তা কচু, হেলাঞ্চ, সাঞ্চি, বেতশাক, কলার মুচা, ডুমুর, বউটুনি, শাপলা, ঘ্যাটকল, কাটানটি, পেপুলসহ নানা প্রজাতির অচাষকৃত শাক লতা-পাতা।’
বুধবার (২৯ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল চত্বরে বারসিক ইনস্টিটিউট অব এ্যাপ্লাইড স্ট্যাডিজ (বিয়াস) এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম আয়োজিত প্রকৃতি ও পুষ্টির গল্পের আসরে  এসব শাক লতা-পাতার ওষুধি ও পুষ্টিগুণ মুগ্ধ হয়ে শুনছিল শিক্ষার্থীরা।
‘এসো প্রকৃতিকে জানি, পুষ্টির গল্প শুনি’ শীর্ষক এই গল্পের আসরে প্রকৃতিতে প্রাপ্ত শাক লতা-পাতার পুষ্টিগুণ তুলে ধরে পুষ্টির ফেরিওয়ালা খ্যাত যুব উদ্যোক্তা রুহুল কুদ্দুস ও বাবর আলী।
এর আগে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে গল্পের আসরের উদ্বোধন করেন অধ্যক্ষ এ আই চৌধুরী।
এ সময় আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা, অভিভাবক শিলা পারভিন, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আহবায়ক আসাদুল ইসলাম, সিনিয়র সদস্য সাঈদুর রহমান, ওমর ফারুক রনি, গবেষণা প্রতিষ্ঠান বারসিকের যুব সংগঠক ফজলুল হক, স্কুল শিক্ষার্থী ওয়াসিমা ও লামিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

4334234234243মাহফিজুল ইসলাম আককাজ : ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাঁচবে দেশ’ এই স্লোগানে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। মতবিনিময় সভায় সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) দেবাশিষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মজিদ, মো. মজনুর রহমান, মোস্তাফিজুর রহমান ছোট, বজলুর রহমান, ইসরাইল গাজী, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, অধ্যক্ষ ফজলুর রহমান, সামছুর রহমান, মনিরুল ইসলাম প্রমুখ।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সহ সভাপতি প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, সদস্য মরিয়ম মান্নান, আনিছুর রহমান, আব্দুর রব ওয়ার্ছী, ডাঃ আবুল কালাম বাবলা, আব্দুর রহমান, রেবেকা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

west-indies-bangladesh-cricআসাদুজ্জামান ঃ সাতক্ষীরা শ্যামনগরে পানিতে ডুবে মুস্তাকিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে ঘোলা গ্রামে এ  ঘটনাটি ঘটে। সে ওই গ্রামে শাহাবুদ্দীন মোল্যার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল শিশু মুস্তাকিন। এ সময় সবার অজান্তে পুকুরে পড়ে সে ডুবে যায়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest