সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার পৌর এলাকায় শনিবার সকাল ৫টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবেতারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক সাতনদী সম্পাদক হাবিব কারাগারেমুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনাসভাসাংবাদিক টিপুকে কারাদ্বন্ডাদেশ দেওয়া ইউএনও শেখ রাসেল রংপুর বিভাগে বদলীদেবহাটায় বাবার সঙ্গে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যুবেগম খালেদা জিয়ার দেশে ফেরায় সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শুভেচ্ছাপ্রযুক্তির সহায়তায় নারী ক্ষমতায়নে ফ্রিল্যান্সর প্রশিক্ষন শেষে ল্যাপটপ বিতরণদেবহাটার রুপসী ম্যানগ্রোভ পরিদর্শনে হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হকবুধবার কপিলমুনিতে তাফসীরুল, কোরআন মাহফিল ঘিরে সাজসাজ রব

full_1053326306_1484459483ডেস্ক রিপোর্ট: আখেরি মোনাজাতে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকাল ১১টায় এ মোনাজাত শুরু হয়। প্রায় ৩৬ মিনিটের এ মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ। এর আগে সকাল ৮টা ২০ মিনিটে হেদায়েতী বয়ান শুরু হয়।
আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য, দুনিয়া ও আখেরাতের শান্তি এবং দেশের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

বিশেষ তাৎপর্যপূর্ণ এ আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুণাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত চেয়ে দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে রহমত প্রার্থনা করেন মুসল্লিরা। মোনাজাতের সময় লাখো মুসল্লির কণ্ঠে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর।
হাজার হাজার মুসল্লি পায়ে হেঁটে ইজতেমা ময়দানে গিয়েছেন আখেরি মোনাজাতে অংশ নিতে। সেখানে ফজরের নামাজেও আশপাশের এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। সকাল থেকেই টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল নামে। 
তীব্র শীত উপেক্ষা করে বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে মুসল্লিরা এসেছেন তুরাগ তীরে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান ছাড়া ও আশপাশের এলাকাজুড়ে মানুষের বাঁধভাঙা স্রোত নেমে আসে। সবার উদ্দেশ্য আখেরি মোনাজাতে অংশ নেয়া আর আল্লাহর নৈকট্য লাভ করা। 
আজ ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। ২৩ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমার আসর।
গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ জানান, মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় ছয় হাজারের বেশি পুলিশ থাকবে। এ ছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে। মোনজাতকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

4f0911902faed722ae66f33c104accf7-imrulকাল নিউজিল্যান্ড ইনিংসের প্রথম ওভারের সময় সবারই ভ্রু কুঁচকে উঠেছিল। এ কী, মুশফিকুর রহিম কোথায়? এমন একটা ম্যাচে এমন দুর্দান্ত শুরুর পর অধিনায়কের চোট পাওয়াটা দুঃখজনক। দুশ্চিন্তার কারণও, এমন ম্যাচে উইকেট কিপিংটা যে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে! সেটাই হয়েছে, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা উইকেটের পেছনেই সবচেয়ে বেশি ক্যাচ দিলেন। আর এর মধ্যে পাঁচটি ক্যাচ ধরে ইতিহাসের পাতায় চলে গেলেন ইমরুল কায়েস।

এমন নয় যে, ইমরুলকে এর আগে কিপিংয়ে দেখা যায়নি। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের কথা মনে আছে? তামিম ইকবালকে সঙ্গী করে উদ্বোধনী জুটিতে দ্বিতীয় ইনিংসের বিশ্ব রেকর্ড গড়েছিলেন ইমরুল। সেদিন এই ওপেনারের দেড় শ রানের ইনিংসটা মনে থাকবে অনেক দিন। তবে সেই ইনিংসটাই কিন্তু আড়াল করে দিচ্ছে। প্রায় দুদিন ধরে ইমরুলের আরেকটা কীর্তির কথা। পাকিস্তান ইনিংসে ১২০ ওভারেরও বেশি সময় উইকেট কিপারের দায়িত্ব পালন করেছিলেন এই ওপেনার। সেবারও মুশফিকের চোটে বাধ্য হয়েই ফিল্ডিংয়ের সময়ও গ্লাভস হাতে নিতে হয়েছিল।

তবু কাল ইমরুলের হাতের গ্লাভস আস্থা জোগায়নি কাউকে। কারণ, কিপার হিসেবে তাঁর দাঁড়ানোটা ঠেকায় পড়ে। দলের দ্বিতীয় কিপার হিসেবে নুরুল হাসান আছেন। কিংবা অতীতে এনামুল হক কিংবা লিটন দাসদেরও বিকল্প কিপার হিসেবে ভাবা হয়েছে। স্থানীয় ক্রিকেটেও উইকেট কিপিংটা ইমরুলের দায়িত্বের আওতায় পড়ে না।

সেই ইমরুলই দুর্দান্ত এক ডিসমিসালে ফেরালেন বিজে ওয়াটলিংকে। ম্যাচে মাহমুদউল্লাহর প্রথম বলটি খুব বাজে। লেগ স্টাম্পে একটা শর্ট বল। সে বলের ঠিকানা বাউন্ডারি হওয়া উচিত ছিল। কিন্তু ওয়াটলিং বলটা মিস করলেন। সে বল চলে যাচ্ছিল লেগ সাইড দিয়ে। কিন্তু আগেই আন্দাজ করতে পেরে ইমরুল দৌড়ালেন সেদিকে, তালুবন্দী করলেন সে বল।

নিউজিল্যান্ডের উইকেটকিপার আউট হলেন বাংলাদেশের বদলি কিপারের বীরত্বে। তখনো কিছু বোঝা যায়নি। কিন্তু নিল ওয়াগনারকে একের পর এক বাউন্সারে কাবু করে যখন অবশেষে সফল হলেন কামরুল ইসলাম। আর ক্যাচটা ধরলেন ইমরুল, তখনই জানা গেল ইতিহাস গড়েছেন তিনি।

বদলি উইকেট কিপার হিসেবে টেস্ট ক্রিকেটের ১৪৩ বছরের ইতিহাসে যা করতে পারেননি কেউ, সেটাই হলো এক ইনিংসে পাঁচটি ক্যাচ ধরলেন বাংলাদেশি ওপেনার। তাঁর আগে এ রেকর্ড ছিল পাকিস্তানের মাজিদ খানের। ১৯৭৭ সালে ওয়াসিম বারির বদলে কিপিং করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের চার ব্যাটসম্যানের ক্যাচ ধরেছিলেন মাজিদ। এর আগে পরে অন্য কোনো বদলি কিপার তিনটির বেশি ক্যাচ ধরতে পারেননি। নিউজিল্যান্ডের টম ল্যাথাম ২০১৫ সালে লর্ডসে দুই ইনিংসেই ধরেছিলেন তিনটি করে ক্যাচ। লালা অমরনাথ, আমের মালিক, ব্রায়ান চারি ও কুশল মেন্ডিসও ইনিংসে তিনটি ক্যাচ ধরেছেন। কিপার হিসেবে নামেননি কিন্তু কিপিং করে তিনটি ক্যাচ ধরার রেকর্ড আছে কুমার সাঙ্গাকারা ও এবি ডি ভিলিয়ার্সেরও। কিন্তু এ দুজনের ক্যারিয়ারের শুরুটা হয়েছে কিপিং দিয়েই।

ইমরুলের এমন ইতিহাসের দিনে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত মিচেল স্যান্টনারের ৭৩ রানের ইনিংসে ভর করে অলআউট হয়েছে ৫৩৯ রানে। বাংলাদেশের লিড ৫৬ রানের। ইতিহাস ভুলে ইমরুলকে এখন আবার নামতে হচ্ছে লিড বাড়ানোর দায়িত্বে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

clig
প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মোঃ রমজান আলী রাতুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আসাফুর রহমান শাওন স্বাক্ষরিত এক পত্রে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মোঃ মোফাজ্জেল হোসেন সুজন, সহ-সভাপতি এস এম রিবু, বেলাল হোসেন, মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হোসেন, আরমান হোসেন প্রিন্স, অনিন্দ সমাদ্দার, সাংগঠনিক সম্পাদক মেজবা আহম্মেদ দোলন, কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসেন, ইমন হোসেন। নতুন কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

tala-pic-14-01-17
তালা প্রতিনিধি: তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় নরনীয়া একাদশকে ২-০ গোলে হারিয়ে ভদ্রাদীয়া ফুটবল একাদশ জয়ী হয়েছে। গতকাল ১৪ জানুয়ারি শনিবার বিকালে তালা উপজেলার তেরছি সম্মিলিত ফুটবল একাদশের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন-সাতক্ষীরা জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু। তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন-নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, জাতপুর পুলিশ ফাড়ির কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেরছি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান, সাবেক ভাইচ চেয়ারম্যান মোঃ এলাহী বকস, শিক্ষক রফিকুল ইসলাম, মোঃ আমিনুর রহমান, আ’লীগ নেতা বাবু শংকর দাস, হামিদুল ইসলাম, সোহরাব হোসেন, মোঃ মিজানুর রহমান, হামিদুল ইসলাম, সমাজ সেবক মজিবর সরদার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রলীগ নেতা সরদার আব্দুল আলিম সার্বিক সহযোগিতায় ছিলেন জাহিদুর রহমান লেলিন। মাঠ পরিচালনার দায়িত্ব পালন করেন মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক কাজী আহসান হাবিব, শেখ আঃ মামুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পারুলিয়া প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া অনুর্ধ ১৪ ক্রিকেট টুর্নামেন্টে পারুলিয়া কম্পিউটার সোর্স ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে। শনিবার সকাল ৯ টায় দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাবের আয়োজনে ক্লাব মাঠে পারুলিয়া কম্পিউটার সোর্স ক্রিকেট একাডেমি ও কালিগঞ্জ ক্রিকেট একাডেমি মধ্যে অনুর্ধ ১৪ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় কালিগঞ্জ ক্রিকেট একাডেমি টসে জিতে পারুলিয়া কম্পিউটার সোর্স ক্রিকেট একাডেমিকে ব্যাটিং’র আমন্ত্রণ জানায়। পারুলিয়া কম্পিউটার সোস ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে এসে নির্ধারিত ২০ ওভারের খেলায় ৫ উকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। পারুলিয়া কম্পিউটার সোস একাডেমির পক্ষে আল-আমিন সর্বোচ্চ ৮১ রান সংগ্রহ করে। কালিগঞ্জ ক্রিকেট একাডেমির পক্ষে নাঈম ও রাজিব ১টি করে উইকেট সংগ্রহ করে। জয়ের জন্য ১৪৮ রানের টার্গেট নিয়ে কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ব্যাটিংএ যেয়ে ১৮ ওভার ৪ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে পারুলিয়া কম্পিউটার সোর্স একাডেমি জয়লাভ করে। কালিগঞ্জ ক্রিকেট একাডেমির পক্ষে শাওন ৩৯ সর্বোচ্চ রান সংগ্রহ করে। পারুলিয়া কম্পিউটার সোর্স একাডেমির পক্ষে আল-আমিন ২ টা এবং  স¤্রাট, জুবায়ের ও বাবু ১টি করে উইকেট সংগ্রহ করে। খেলা পরিচালনা করেন, বাবলু, আলিম ও সিদ্দিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো : ১০ জাতীয় সংসদ নির্বাচনের সফলতার ৩ বছর পূর্তিতে এবং আশাশুনি কলেজকে সরকারিকরণ করায় জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, দেশ রতœ শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আশাশুনি সরকারি কলেজে শুভেচ্ছা মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কলেজ ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল শেষে পথ সভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি হুমায়ন কবির রাসেল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এস এম হুমায়ুন কবির সুমন। বিশেষ অতিথি ছিলেন শ্রমিকলীগ সভাপতি প্রভাষক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগ সেক্রেটারী মনিরুজ্জামান বিপুল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান, সেক্রেটারী ইদ্রিস আলি, আওয়ামী তরুণলীগ যুগ্ম আহবায়ক মনজুর রহমান মিজান, কলেজ শাখা সিনিঃ সহ-সভাপতি আনারুল ইসলাম, তরুণলীগ শ্রীউলা প্রভাষক জি এম আক্তারুজ্জামান প্রিন্স। অন্যদের মধ্যে গোলাম আজম, আশরাফুল, রেজাউল, জুয়েল রায়হান, শামিম, তোফায়েল, রাজ, তারিক, মিঠুন, শাওন, তুহিন, রাফছান, প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ ছাত্রলীগ সেক্রেটারী আসমাউল হুসাঈন ও শেখ রাকিবুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে। এসআই শেখ শোয়েব অভিযান চালিয়ে ৭(১২)১৬ এর ওয়ারেন্টের আসামি বামনডাঙ্গা গ্রামের মৃতঃ ওজিয়ার গাজীর পুত্র আঃ মজিদ ও জবেদ আলি গাজীর পুত্র রেজাউল ইসলামকে গ্রেফতার করেন। আসামিদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

5555555এম বেলাল হোসাইন: সাতক্ষীরা জেলা পরিষদকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করার আরেকটি নমুনা পাওয়া গেছে। মাত্র ১ বছরের জন্য কৃষিকাজে জমি ইজারা দিয়ে তাতে বিল্ডিং নির্মাণের সুযোগ করে দেয়া হয়েছে। ভোমরায় পাকা রস্তার পাশে ৩৬ (ভ্যাটসহ) টাকায় ইজারা দেওয়া হয়েছে সাতক্ষীরা জেলা পরিষদের ৩ শতক জমি। তবে ওই জমিতে চাষাবাদ করার কথা থাকলেও ইতোমধ্যে শুরু হয়েছে পাকা স্থাপনা নির্মাণ।
ভোমরা রাস্তার নবাতকাটি মৌজায় সাতক্ষীরা জেলা পরিষদের ৩ শতক কৃষি জমি গত ১ জুলাই ১ বছরের জন্য ইজারা প্রদান করা হয়। ওই ইজারা নিয়েছেন মাহমুদপুর গ্রামের রাহাতুল্লাহ মল্লিকের ছেলে মোঃ রহমান আলী। ইতোমধ্যে তিনি ওই জমিতে পাকা স্থাপনাও নির্মাণ শুরু করেছেন। তবে হাস্যকর বিষয় হলো ওই জমির ইজারা নিতে ভ্যাটসহ রহমত আলীর খরচ হয়েছে ৩৬ টাকা। যা তিনি গত ১ জুলাই’ ১৬ থেকে ৩০ জুন’ ১৭ পর্যন্ত ভোগ দখল করতে পারবেন।
এবিষয়ে সাতক্ষীরা জেলা পরিষদের বহুল আলোচিত প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ফাইল না দেখে আমি কিছু বলতে পারব না। অফিসে গিয়ে ফাইল দেখে তবেই জানাতে পারব।
অন্যদিকে, জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ওই জমিটা যখন তাকে ইজারা দেওয়া হয়েছিল তখন তিনি চাষাবাদ করবেন বলেন এত কম মূল্য নির্ধারণ করা হয়। তিনি সেখানে কোন স্থাপনা নির্মাণ করবেন না বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কিন্তু সেখানে পাকা স্থাপনা নির্মাণ করছেন এধরনের অভিযোগ অফিসে জমা পড়েছে। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ওই জমি ইজারা গ্রহণকারী রহমত আলী বলেন, ওই জমিতে পাকা স্থাপনা নির্মাণ করার অনুমতি আমার রয়েছে। এছাড়া আমি সম্পূর্ণ খাস জমির উপর স্থাপনা নির্মাণ করছি না। সেখানে আমার দালিলিক সম্পত্তিও রয়েছে। আর এ জমি নিয়ে সাতক্ষীরাওয়ালাদের সাথে আমাদের অনেক ঝামেলা হয়েছে। আমার চাচা মুক্তিযোদ্ধা তিনি তাদের মারপিটও করতে গিয়েছিলেন। এছাড়া বিস্তারিত জানতে হলে সামনা-সামনি কথা বলতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest