সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়

channel_i_sakibআগেরদিন মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটে-বলে কোয়েটাকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন। সাকিব আল হাসানের হয়তো তখন থেকেই নিজের ম্যাচের অপেক্ষায় মিটিমিটি হাসছিলেন! শুক্রবার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন সাকিবও। আর দর্শক হয়ে তা দেখে হাততালি দিয়েছেন তামিম ইকবাল। টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে দুজনের দল জিতেছে ১৭ রানে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের বিপক্ষে নেমেছিল সাকিব-তামিমের পেশোয়ার জালমি। তাতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানের সংগ্রহ গড়ে পেশোয়ার। রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানের বেশি এগোতে পারেনি লাহোর।

এদিন ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব। প্রথমে ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ৩০ রান করেছেন। ২ চার ও ১ ছয়ে ২৪ বলের ইনিংসটি সাজিয়েছেন। পরে বল হাতে প্রথম ওভারেই চমক। কোনো রান না দিয়ে উমর আকমল ও গ্র্যান্ট এলিয়টকে ফেরান এলবিডব্লিউয়ের ফাঁদে।

পরের ওভারে ১৪ রান দেন সাকিব। সেখান থেকে তাকে দিয়ে আর বোলিংই করাননি অধিনায়ক স্যামি।

ম্যাচে সাকিবের জাতীয় দল সতীর্থ তামিম ফিরেছেন ১ চারে ৩ বলে ৫ রানে। প্রথম ম্যাচে অপরাজিত ৬২ রানের মারকুটে এক ইনিংস দিয়ে শুরু করেছিলেন তামিম। এরপর ৪, ১৬ ও ৫ রানের ইনিংসগুলো বলে দিচ্ছে ঘুমিয়ে আছে তার ব্যাট। সামনের ম্যাচগুলোর জন্য হয়তো জমিয়ে রাখছেন রান!

এই জয়ে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে পেশোয়ার। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে লাহোর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

channel_i_indসকালে দুই অপরাজিত অস্ট্রেলীয় ব্যাটিংয়ে নামলেন। বিকেলে দুই অস্ট্রেলীয় অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। খুব ক্রিকেটপাগল না হলে সাদা পোশাকে হেলমেটে ঢাকা ক্রিকেটারদের একই রকম লাগার কথা অনেকের! শুক্রবার যারা শুরুতে আর শেষের কিছু অংশ খেলা দেখেছেন, হয়তো ধরেই নেবেন সারাটাদিন ব্যাটিং করেছে কেবল অস্ট্রেলিয়াই! কিন্তু মাঝে ভারতের ওপর দিয়ে বয়ে গেছে স্টিভ ও’কিফে ঝড়। ৪.১ ওভারের এক স্পেলে মাত্র ৫ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে ১০৫ রানে গুটিয়ে দিয়েছেন এই অজি বাঁহাতি স্পিনার। পরে স্টিভেন স্মিথের ব্যাটিং দৃঢতায় লিডটা ২৯৮ রানের বাড়িয়ে দিন শেষ করেছে সফরকারীরা।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সকালে অস্ট্রেলিয়াকে ২৬০ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। পরে মাত্র ৪০.১ ওভার স্থায়ী প্রথম ইনিংসে স্বাগতিকরা গুটিয়ে যায় ১০৫ রানে। ১৫৫ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে অজিদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ১৪৩।

সামনে পুরো তিনটি দিন। হাতে ছয় উইকেট। লিডটাকে বড় করার সুযোগ থাকছে। তাতে প্রতিপক্ষের জন্য গড়া স্পিন ফাঁদেই ভারতের ব্যাটসম্যানদের আরেকবার হৃদকম্পন বৃদ্ধি করার সুযোগও থাকছে অস্ট্রেলিয়ার। সেজন্য ক্রিজে আছেন ৫৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়া অধিনায়ক স্মিথ, সঙ্গী মিচেল মার্শ ২১ রানে।

দ্বিতীয় ইনিংসে অজিদের শুরুটাও অবশ্য ভালো হয়নি। ডেভিড ওয়ার্নারকে (১০) প্রথম ওভারেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন অশ্বিন। শন মার্শকে রানের খাতাই খুলতে দেননি তিনি। পরে পিটার হ্যান্ডসকম্বকে (১৯) সাজঘরের পথ দেখিয়েছেন। দিনের খেলার শেষভাগে ম্যাট রেনশকে (৩১) ফেরান  জয়ন্ত যাদব। এর ফাকে ফাকেই লিডটাকে বাড়িয়ে নিয়েছে সফরকারীরা।

এর আগে ভারতের প্রথম ইনিংসে দ্রুত তিন উইকেট হারানোর পর পঞ্চাশ রানের জুটি গড়া রাহানে-লোকেশকে দিয়ে ধ্বংসের সূচনা করেন ও’কিফে। একে একে আরো চার ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান এই অজি। শেষ পর্যন্ত ১৩.১ ওভারে ৩৫ রানে ৬ উইকেট তার। দুটি উইকেট গেছে স্টার্কের দখলে। একটি করে লায়ন ও হ্যাজেলউডের।

এদিন ও’কিফের বোলিং আর হ্যান্ডসকম্বের চুম্বক ফিল্ডিং ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় ভারতের জন্য। পুনের পিচে স্পিনে খাবি খাবে ব্যাটসম্যানরা, সেটা অনুমিতই ছিল। সেই পিচে ভারতই যে পথ হারাবে তা হয়তো অল্পকজনই ভেবেছিলেন। দিনের মাঝে হলো সেটাই।

রান মেশিন বিরাট কোহলি খাতা খোলার আগেই ফিরেছেন। তার আগে মুরালি বিজয় (১০) ও চেতেশ্বর পূজারা (৬) সাজঘরে। আজিঙ্কা রাহানেকে (১৩) নিয়ে লোকেশ রাহুল যা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু তাদের জুটিটি ৫০ রান যোগ করার পর বিচ্ছিন্ন হতেই বিপদ ঘটল।

ভারতের শেষ সাত ব্যাটসম্যান ফিরে গেছেন ১১ রানের ব্যবধানে। স্বাগতিকদের টেস্ট ইতিহাসে যেটি সবচেয়ে লজ্জাজনক ধস। এর আগে ১৯৮৯-৯০ সালে ক্রাইস্টচার্চে ১৮ রানে শেষ সাত উইকেট হারিয়েছিল দলটি। তাতে ২০০৮ সালের আহমেদাবাদ টেস্টের এক ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানে অলআউট হওয়ার দীর্ঘদিন পর এত কম রানে অলআউট ভারত। গত ১১ বছরে এর চেয়ে কম রানে কেবল আহমেদাবাদ টেস্টেই গুটিয়ে গিয়েছিল স্বাগতিকরা।

ক্ষতিটা পুষিয়ে দিতে দ্বিতীয় ইনিংসে অসাধারণ কিছুই করতে হবে কোহলি-রাহানেদের। তার আগে অপেক্ষা করতে হবে অস্ট্রেলিয়া লিডটাকে ঠিক কোন চূঁড়ায় তুলে তাদের চ্যালেঞ্জ জানায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

naz-p-largeপ্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা কর্মী সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১০টা থেকে সাতক্ষীরা শহর আহলে হাদিস মসজিদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জমঈয়তে আহলে হাদিসের সভাপতি উপাধ্যক্ষ এস এম ওবায়দুল্লাহ গজনফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ আব্দুন নূর মাদানী, সাপ্তাহিক আরাফাত’র নির্বাহী সম্পাদক শায়খ হারুন হোসাইন। উপস্থিত ছিলেন কেন্দ্রিয় শুব্বানের দায়িত্বশীল অধ্যাপক তোহিদুর রহমান, হাফেজ হাবিবুল বাশার, জেলা জমঈয়তের সহ-সভাপতি ড. রবিউল ইসলাম, অধ্যাপক গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাওঃ শাহাদাৎ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ, মাও সালাহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাস্টার আবু তাহের, এড. আজহারুল ইসলাম, জমঈয়তের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলামসহ প্রত্যেক এলাকার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থেকে আহলে হাদিস আন্দোলনকে আরোও গতিশীল করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

pic
প্রেস বিজ্ঞপ্তি : শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ শুক্রবার সকাল ১০টায় নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামকে তাঁর বাসভবনে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। অনুষ্ঠানে অসাম্প্রদায়িক ও জনকল্যাণমূলক ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে সৎসঙ্গের কার্যক্রমের ওপর বক্তব্য রাখেন জেলা সৎসঙ্গের সভাপতি অসিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক সুকৃতি কুমার রায়, সহ-সভাপতি পরিমল চন্দ্র গাঁতিদার, এ্যাড. কৃষ্ণপদ সরকার, সুনির্মল মন্ডল, অসীম কুমার জোয়াদ্দার, কৃষ্ণপদ সরকার, মনোরঞ্জন সাহা, কোষাধ্যক্ষ চন্দ্রশেখর দেবনাথ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দীপাসিন্ধু তরফদার। উপস্থিত ছিলেন সুধীর কৃষ্ণ রায়,ু দেবীরঞ্জন মন্ডল, কালীপদ গায়েন, প্রভাষক সুশান্ত বিশ্বাস, শ্রীশংকর কুমার রায়, শ্রীসুকুমার রায়, দিলীপ কুমার রায়, শ্রীতপন কুমার হালদার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান মহোদয় নেতৃবৃন্দের কথা ধৈর্য্যরে সাথে শোনেন এবং তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অতঃপর জেলা সৎসঙ্গের মন্দির বিনির্মাণ প্রকল্পের খোঁজ-খবর নেন এবং ভবিষ্যতে উক্ত প্রকল্পের সম্পূর্ণ বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবন টেক্সটাইল মিলের প্রাক্তন শ্রমিক কর্মচারীগণের উদ্যোগে টেক্সটাইল মিলস গেট চত্বরে শুক্রবার বিকাল ৫টায় সমাবেশ অনুষ্ঠিন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিবিএ’র সহ-সভাপতি শেখ তহিদুজ্জামান তোতা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সাবেক সিবিএ এর সাধারণ সম্পাদক শেখ হারুন উর-রশিদ। বক্তব্য রাখেন সিবিএ এর সাবেক সভাপতি আবুল হোসেন খোকন, সিবিএ নেতা নূরুল ইসলাম, রজব আলী, আব্দুল খালেক, আব্দুস সামাদ, আবুল কাশেম, শৈলেন্দ্র নাথ, নবযান মুছাইদ, আব্দুল আহাদ, লুৎফর রহমান, রিংকু রাণী রায়, জ্যোন্সা আরা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ৭ ফেব্র“য়ারি খুলনা বিভাগীয় শ্রম আদালতে নজরুল ইসলাম হাওলাদারের জেলা জজ শ্রম আদালত খুলনা এক রায়ে সুন্দরবন টেক্সটাইলস মিলের সাবেক শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের নিজস্ব টাকা যা মিল কর্তৃপক্ষ প্রদান করেনি। সমুদয় টাকা ৭ মার্চের মধ্যে ৭৫৫জন কে ৯৫৩৬ টাকা মাথা পিছু দেওয়ার রায় ঘোষনা করেন। উপস্থিত নেতৃবৃন্দ লেবার কোর্টের রায় অনুয়ায়ী আগামী ৭ মার্চ ২০১৭ তারিখের মধ্যে প্রদান করার আহবান জানান। শ্রমিকদের পক্ষে মামলাটি পরিচালনা করেন প্রখ্যাত শ্রমিক নেতা এড. আ ব ম নূরুল আলম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

_____-______-____নিজস্ব প্রতিবেদক : কখনও পুলিশের সোর্স, কখনও আওয়ামীলীগ নেতা পরিচয় দানকারী, আবার কখনও এলাকার সাধারন মানুষকে জিম্মি করে জোরপূর্বক টাকা আদায়সহ একাধিক অপকর্মের হোতা রায়হান উদ্দিন খোকাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নিজ বাড়ি আশাশুনি উপজেলার কাপসান্ডা গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। আটক রায়হান উদ্দিন খোকা কাপসন্ডা গ্রামের আমিন উদ্দিনের ছেলে।

কাপসন্ডা গ্রামের আব্দুর রশিদ দোকানদার জানান, রায়হানের অত্যাচারে এলাকাবাসি অতিষ্ঠ হয়ে উঠেছিল। সে এলাকার নিরিহ মানুষকে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে জোর পূর্বক টাকা আদায় করতো। তার ভয়ে এলাকায় সাধারন মানুষ মুখ খুলতে সাহস পেতোনা। তার আটকের খবরে এলাকায় সাধারন মানুষের মাঝে স্বস্তির নিঃশ^াস ফিরে এসেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম শাহিন তার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রায়হান উদ্দীন খোকা সার্কেল এসপির নাম ভাঙ্গিয়ে এলাকায় চাঁদাবাজি করতো। তার বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে বলে ওসি আরো জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

44444২০১৫ সালে খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক এবং ২০১৬ সালে সিলভার জুবীলি স্কুল খুলনা বিভাগের শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষক চায়না ব্যানার্জীকে টিআইবি সমর্থিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরার পক্ষ থেকে সংর্বধনা দেয়া হয়েছে।
আজ শুক্রবার শহরের তুফান কনভেনশন সেন্টারে সনাক সাতক্ষীরার এক যৌথ সভায় চায়না ব্যানার্জীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

22-14নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যদের উপর হামলা চালিয়ে স্প্রিট বোর্ড ভাংচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ৩৫ চোরাকারবারীকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিজিবি’র হাবিলদার সেলিম হোসেন বাদি হয়ে কলারোয়া থানায় এ মামলাটি দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার গাড়াখালি সীমান্তের সোনাই নদীর পাড়ে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৪ জন বিজিবি সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে বিজিবি ২০ কেজি সুপারি উদ্ধার করেন।
মামলার আসামিরা হলেন, কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের আব্দুল হাকিম, মিয়া, কাজিরুল ইসলাম, ইমান আলি, বোম্বে আলিম, জহুরুল ইসলাম, গাড়াখালি গ্রামের এনামুল মাস্টার, একই গ্রামের তৌহিদুল ইসলাম, লাল্টু মিয়া, অহিদুল ইসলাম, দিপংকর ঘোস, আনন্দ কুমার, শফিকুল ইসলাম, ফতেমা খাতুন, বদরুল আলম, আলতামুন ও আলিমুল, দক্ষিন ভাদিয়ালি গ্রামের আব্দুল আলিম, জাহিদ হোসেন, মনিরা খাতুন, সাইকুল ইসলাম, শরাফত আলি, হেলাল গাজি, বাবু দালাল, ইকবল হোসেন, মনিরুল ইসলাম, নাজমুল হোসেন ও রাঙ্গা মনির, কাকডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম, খোরশেদ আলি ও ইকবল হোসেন, বাগাডাংগা গ্রামের মিজানুর রহমান, মহিন ইসলাম, আব্দুর রহমান ও জহুরুল ইসলাম। অভিযোগ উঠেছে সীমান্তের বড় ধরনের চোরাকারবারিরা হামলায় অংশ নেয়।
বিজিবি কাকাডাঙ্গা বিওপির সুবেদার হায়দার আলি জানান, বৃহস্পতিবার ভোরে বিজিবি সদস্যরা কলারোয়া উপজেলার গাড়াখালি সীমান্তের সোনাই নদীর পাড়ে টহল দিচ্ছিল। এ সময় ৪০/৫০ জন চোরাকারবারি বিপুল পরিমান সুপারি ভারতে পাচারের জন্য নিয়ে আসলে বিজিবি সদস্যরা সেগুলো আটকের চেষ্টা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। তারা এ সময় বিজিবির স্প্রিড বোর্ড ভাংচুর করে। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় ২০০ কেজি সুপারী।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় বিজিবি’র হাবিলদার সেলিম হোসেন বাদি হয়ে ৩৫ জনকে আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, আসামিদের বিরুদ্ধে বিজিবি সদস্যদের উপর হামলা, স্প্রিড বোর্ড ভাংচুর করে ৪০ লাখ টাকার ক্ষতিসাধন ও সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগ আনা হয়েছে।
সাতক্ষীরা ৩৮বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি’র উপর হামলার ঘটনায় জড়িতদের তালিকা তৈরি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, এ মামলার আসামিসহ সীমান্তের চোরাকারবারীদের কোন ছাড় দেয়া হবে না। সীমান্তের চোরাচালান বন্ধে জিরো টলারেন্স দেখানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest