নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় জামাতের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে গুঞ্জন উঠেছে। গত ১ ফেব্রুয়ারি তালা উপজেলার দক্ষিণ সাহাপুর জামে মসজিদ ইসলামি মাহফিলের আড়ালে এ সন্সেলন অনুষ্ঠিত হয়েছে বলে শোনা যাচ্ছে।
একটি বিশেষ সূত্র জানাচ্ছে, সন্মেলনে হাফেজ রবিউল বাসারকে জেলা আমির ও নুরুল হুদাকে সেক্রেটারি করে জেলা জামাতের কমিটি ঘোষণা করা হয়েছে।
জামাতের গোপন সস্মেলনের মাধ্যমে জেলা জামাতের কমিটি গঠনের বিষয়টি বর্তমানে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন জানান, বিষয়টি তার কানেও এসেছে। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। নাশকতাকারীরা যাতে করে মাথাচাড়া নিতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে একটি সূত্র বলছে, গত ১ ফেব্রয়ারি তালা উপজেলার সাহাপুর জামে মসজিদের আয়োজনে ইসলামি মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের আড়ালে জেলার সাতটি উপজেলার জামাতের আমির ও সাধারণ সম্পাদক, জেলা জামাতের রোকন হাফেজ রবিউল বাসার, সেক্রেটারি নুরুল হুদা, মাও. গফফার, রফিকুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি, সাতক্ষীরা ও কলারোয়া পৌর শিবিরের সভাপতিসহ ৩০-৩৫ জন জামাত-শিবির নেতা সেখানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে গোপন সন্মেলনে জামাতের জেলা কমিটি গঠন করা হয়।
জেলা জামাতের অধিকাংশ নেতা বর্তমানে আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাদের কোন বক্ত্য নেয়া সম্ভব হয়নি।

ডেস্ক রিপোর্ট : বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোশাররফের ক্ষমতা বটে! অজ্ঞাত কারণে সাংবাদিক পিটিয়েও হাতরে নখ তুলে দিলেও তাকে আটক করে না পুলিশ। তিনি ঘোরেন বহাল তবিয়তে। এবার আবার তিনি ইসলামি সম্মেলনের প্রধান অতিথি হয়েছেন। আর এ সম্মেলনের আয়োজন করছে স্থানীয় ইয়াং মুসলিম জেনারেশন। সেখানে আবার সংগীত পরিবেশন করবে আল-হেরা সংগীত গোষ্ঠী। এদের রাজনৈতিক পরিচয় কারও অজানা নয়। অন্যদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলার অন্যতম শীর্ষ সোনা চোরকারবারী আবুল হাসান সরদার। একদিকে সাংবাদিকের নিপীড়ক, অন্যদিকে জেলার অন্যতম শীর্ষ স্বর্ণ চোরাকারবারীÑ এ যেন সোনায় সোহাগা!
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনায় অমর শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরার লেখকদের রচিত পুস্তক প্রদর্শিনী ও বই মেলা অনুষ্ঠিত হবে। আগামী ২৩, ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলা অনুষ্ঠিত হবে। প্রদর্শনী ও বই মেলায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট লেখকবৃন্দকে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও বাসন্তী উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ‘বাঘে ধুরা মানুষ’ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। সেই থেকে শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অঙ্গনকে তাদের কর্মকা- দিয়ে উজ্জীবিত করে রেখেছে।
আসাদুজ্জামান : সাতক্ষীরা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি’র) অনুমোদনহীন বই মোটা অংকের টাকার বিনিময়ে বাজারজাত করতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে অনুমোদনহীন এ সমস্ত বই বাজারে সয়লাব হয়ে গেছে বলে জানা গেছে।
এস. এম সুজন : সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেন মারুফের অকাল মৃত্যুতে আলিপুরে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫ টার সময় সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর বাজারে আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস. এম. শওকাত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপিত জাহিদ হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, পৌরশাখা যুবলীগ সভাপতি আবু সাইদ, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিউর রহমান (মউর), সহ-সভাপতি আকবর আলী সরদার, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শেখ মারুফ হোসনের বড় ভাই আজাদ হোসেন, কৃষকলীগ নেতা মনিরুল ইসলাম মাছুম। এসময় সাতক্ষীরার সদর উপজেলার ১৪টি ইউনিয়নের যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনায় বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। আজ ১৯ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এ বসন্ত বরণ উৎসব শুরু হয়। এতে দিন ব্যাপী নাচ, গান কবিতা আবৃত্তি, পিঠা উৎসবসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে এখন আলোচিত ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের কাজ এবং কথার জন্য তিনি গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছেন। ট্রাম্পের বিরোধীরা তাঁর হাতের সাইজ নিয়ে মন্তব্য করলে এর প্রতিক্রিয়াও জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকেই ট্রাম্পকে নিয়ে নানা কৌতুক বানানো হচ্ছে, এমনকি তাঁর প্রশাসনের কজনকে নিয়ে বানানো হয়েছে হাস্যরসাত্মক ভিডিও-যেগুলো জনপ্রিয়তাও পাচ্ছে।