
কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় চন্দনপুর ইউপি’র রামভাদ্রপুর ওয়ার্ড আওয়ামীলীগের উদ্দ্যোগে ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে আরাফাত হোসেনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রামভাদ্রপুর ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে কোরআন তেলওয়াতের মাধ্যমে এই পথসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ও নৌকা মার্কার উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী আরাফাত হোসেন। চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ রানা নয়নের পরিচালনায় আর উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা হাসান মাসুদ পলাশ, চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ইউপি সদস্য ওলিয়ার রহমান, ইমাম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুুর রউফ, আওয়ামীলীগ নেতা সিনিয়র শিক্ষক লিয়াকাত আলী, রুস্তম আলী, ইউনূছ আলী, এয়াকুব আলী, হারেস মোহাম্মদ পরশ, যুবলীগ নেতা মনিরুল ইসলাম, মুকুল হোসেন, সুমন হোসেন, রুবেল হোসেন, তুহিন হোসেনসহ ওয়ার্র্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।


নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার অদূরে বিনেরপোতার অধিকাংশ ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই আইনের তোয়াক্কা না করে ফলজ ও বনজ কাঠ পোড়ানোর মহোৎসবে মেতে উঠেছে। ফলে অত্র এলাকায় বায়ু দূষণ করে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ায় জনজীবন হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ তে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে, ইট পোড়ানোর জন্য কাঠের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া কোন ব্যক্তি ইট ভাটায় ইট প্রস্তুত করতে পারবে না এবং ইট ভাটার ৩ কিলোমিটারের মধ্যে ৫০ ঘর বসতি এলাকায় ফলজ ও বনজ বাগান, শিক্ষা প্রতিষ্ঠান থাকলে ভাটার অনুমোদন হবে না। অথচ এ আইনের কোনটিই অনুসরণ করেনি বিনেরপোতার অধিকাংশ ভাটাগুলো। বিশেষ করে বিনেরপোতায় লিয়াকত আলীর ২টি একই স্থানে কামরান ব্রিকস ও হায়দার আলীর খোদেজা ব্রিকসে সরেজমিনে দেখা গেছে অবাধে কাঠ পোড়ানোর ভয়াবহ দৃশ্য। এমনকি লাইসেন্সও দেখাতে পারেনি মালিকপক্ষ। লাইসেন্সের কথা জানতে গিয়ে বেরিয়ে এলো আসল তথ্য। তারা বলেন, প্রতিবছর বিভিন্ন সংস্থাকে ম্যানেজ করার জন্য সাতক্ষীরা জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলামকে ২০-৩০ হাজার টাকা দিতে হয় বলে লাইসেন্স লাগে না। লাইসেন্স নাকি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের পকেটে। শিক্ষা, শ্রম, বন ও পরিবেশ রক্ষা সোসাইটি সাতক্ষীরা জেলা ইন্সপেক্টর শেখ আফজাল হোসেন জানান, যেখানে ইটের মাপ দৈর্ঘ্য ১০ ইঞ্চি, প্রস্থ ৫ ইঞ্চি এবং পুরুত্ব থাকা উচিৎ ৩ ইঞ্চি। অথচ সেখানে দেখা গেছে এসকল ভাটা গুলিতে ইটের মাপ দৈর্ঘ্য ৮ ইঞ্চি, প্রস্থ ৪ ইঞ্চি ও পুরুত্ব ২ থেকে আড়াই ইঞ্চি। পরিবেশ আইনের কোনটিই তারা মানছে না। অবাধে কাঠ পোড়ানোর দৃশ্যটি ভিডিও ধারণ করেন সোসাইটির সাতক্ষীরা অফিস সহকারী শেখ মিন্টু হোসেন। এলাকাবাসীর আক্ষেপ এভাবে ভাটাগুলোতে ইটের মাপ ঠিক না থাকা, বসতি এলাকায় ভাটা, কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো সর্বপরি লাইসেন্স বিহিন এসকল অবৈধ ভাটাগুলি কি দেখার কেউ নেই ? একদিকে সরকার হারাচ্ছে প্রতি বছর লক্ষ লক্ষ টাকার রাজস্ব অন্যদিকে পরিবেশের হচ্ছে মারাত্মক ক্ষতি। এব্যাপারে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন জানান, জেলার প্রায় ২ শতাধিক ইট ভাটার মধ্যে ৮০-৯০ টির মতো লাইসেন্স আছে। বাকি অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে অচিরেই তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত ১২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মাথা পিছু মাসিক ৫ শত টাকা হিসেবে জানুয়ারি থেকে জুন ২০১৭ পর্যন্ত ৬ মাসের এককালীন ৩ হাজার করে মোট ৩৬ হাজার ড. হোসনেয়ারা বানু বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম ছিয়ামত আলী বিশ্বাসের ৪র্থ কন্যা (কানাডা প্রবাসী), ডা. মো. শহিদুল আলমের বোন ও অত্র বিদ্যালয় থেকে ১৯৮১ সালে এসএসসি পরীক্ষায় প্লেস করার গৌরব অর্জনকারিনী প্রকৌশলী ড. হোসনেয়ারা বানু বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি অত্র বিদ্যালয়ে ২০১০ থেকে দরিদ্র ও মেধাবী কিছু শিক্ষার্থীর মাঝে নিজ নামে বৃত্তি প্রদান করে আসছেন। তারই অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অনুষ্ঠিত হয় নির্দিষ্ট শিক্ষার্থীদের মাঝে বৃত্তি টাকা প্রদান অনুষ্ঠান। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও নলতা মাধ্যমিক বিদ্যালয় শতবর্ষ উদযাপন (২৪ ও ২৫ মার্চ’১৭) কমিটির যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান, মনিরুজ্জামান মহসিন, ড. হোসনেয়ারা বানু’র মেজ ভ্রাতা ও বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান, সমাজসেবক রেজাউল ইসলাম, আসলাম হোসেন, খান ইকবার হোসেন, রফিকুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।
নিজস্ব প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কৃত হবার ১দিনের মাথায় তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক এম.এ গফ্ফার আওয়ামীলীগে যোগদান করলেন।
নিজস্ব প্রতিবেদক : সন্তান অদ্ভুতরোগে আক্রান্ত হওয়ায় স্ত্রীকে তালাক দিয়ে পালিয়েছে স্বামী সেলিম খাঁ। সেই সন্তান হাসানের বয়স এখন ১৮ মাস। দিন দিন বড় হয়ে যাচ্ছে তার মাথা। কিন্তু করার যেন কিছুই নেই মা শারমিন আক্তারের। স্বামী তালাক দেয়ার পর ঠাঁই হয়েছে তার অভাবী বাবার সংসারে। কি রোগে আক্রান্ত হাসান আজ পর্যন্ত সেটিও জানতে পারেননি শারমিন। দেখাতে পারেননি কোনো ডাক্তার। তবে এলাকার বিভিন্ন কবিরাজদের দেখিয়ে পানি পরা ও তাবিজ নিয়েছেন বহুবার, কিন্তু কোনো উপকারে আসেনি। এখন অসুস্থ ছেলে হাসানকে নিয়ে পথে পথে ঘুরছেন মা শারমিন আক্তার। অসহায় এ পরিবারটির বসবাস সাতক্ষীরা তালা উপজেলা তেঁতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামে।