নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যদের উপর হামলা চালিয়ে স্প্রিট বোর্ড ভাংচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ৩৫ চোরাকারবারীকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিজিবি’র হাবিলদার সেলিম হোসেন বাদি হয়ে কলারোয়া থানায় এ মামলাটি দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার গাড়াখালি সীমান্তের সোনাই নদীর পাড়ে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৪ জন বিজিবি সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে বিজিবি ২০ কেজি সুপারি উদ্ধার করেন।
মামলার আসামিরা হলেন, কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের আব্দুল হাকিম, মিয়া, কাজিরুল ইসলাম, ইমান আলি, বোম্বে আলিম, জহুরুল ইসলাম, গাড়াখালি গ্রামের এনামুল মাস্টার, একই গ্রামের তৌহিদুল ইসলাম, লাল্টু মিয়া, অহিদুল ইসলাম, দিপংকর ঘোস, আনন্দ কুমার, শফিকুল ইসলাম, ফতেমা খাতুন, বদরুল আলম, আলতামুন ও আলিমুল, দক্ষিন ভাদিয়ালি গ্রামের আব্দুল আলিম, জাহিদ হোসেন, মনিরা খাতুন, সাইকুল ইসলাম, শরাফত আলি, হেলাল গাজি, বাবু দালাল, ইকবল হোসেন, মনিরুল ইসলাম, নাজমুল হোসেন ও রাঙ্গা মনির, কাকডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম, খোরশেদ আলি ও ইকবল হোসেন, বাগাডাংগা গ্রামের মিজানুর রহমান, মহিন ইসলাম, আব্দুর রহমান ও জহুরুল ইসলাম। অভিযোগ উঠেছে সীমান্তের বড় ধরনের চোরাকারবারিরা হামলায় অংশ নেয়।
বিজিবি কাকাডাঙ্গা বিওপির সুবেদার হায়দার আলি জানান, বৃহস্পতিবার ভোরে বিজিবি সদস্যরা কলারোয়া উপজেলার গাড়াখালি সীমান্তের সোনাই নদীর পাড়ে টহল দিচ্ছিল। এ সময় ৪০/৫০ জন চোরাকারবারি বিপুল পরিমান সুপারি ভারতে পাচারের জন্য নিয়ে আসলে বিজিবি সদস্যরা সেগুলো আটকের চেষ্টা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। তারা এ সময় বিজিবির স্প্রিড বোর্ড ভাংচুর করে। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় ২০০ কেজি সুপারী।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় বিজিবি’র হাবিলদার সেলিম হোসেন বাদি হয়ে ৩৫ জনকে আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, আসামিদের বিরুদ্ধে বিজিবি সদস্যদের উপর হামলা, স্প্রিড বোর্ড ভাংচুর করে ৪০ লাখ টাকার ক্ষতিসাধন ও সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগ আনা হয়েছে।
সাতক্ষীরা ৩৮বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি’র উপর হামলার ঘটনায় জড়িতদের তালিকা তৈরি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, এ মামলার আসামিসহ সীমান্তের চোরাকারবারীদের কোন ছাড় দেয়া হবে না। সীমান্তের চোরাচালান বন্ধে জিরো টলারেন্স দেখানো হবে।

সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের পরিচয় দিয়ে বিভিন্ন সংগঠন তাদের নামের সঙ্গে ‘লীগ’ শব্দটি জুড়ে দিয়ে বাড়তি ফায়দা হাসিলের চেষ্টা করছে। অভিযোগ উঠেছে, বিভিন্ন সংগঠনের নামের শেষে লীগ শব্দটি যুক্ত করে স্বার্থসর্বস্ব কাজ করছে যা নিয়ে নানা সময়ে গণমাধ্যমে প্রতিবেদন দেখা গেছে। তাই এবার ‘লীগ’ শব্দের ব্যবহার নিয়ে হার্ডলাইনে যাচ্ছে সরকার।
প্রেস বিজ্ঞপ্তি: এডিআরএফ এর সহযোগিতায় এপিএফডিসি’র আয়োজনে দলিতদের অধিকার বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের ৪ সদস্যের একটি সংসদীয় দল নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থান করছে। এই দলের অন্যতম সদস সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। প্রতিনিধি দলে আরও আছেন বাংলাদেশ জাতীয় সংসদের মনোরঞ্জন শীল গোপাল এমপি, লুৎফা তাহের এমপি ও নূরজাহান বেগম এমপি।
ডেস্ক রিপোর্ট: উদ্ভাবন চর্চায় সহায়তাকরণে খুলনা বিভাগের শ্রেষ্ঠ জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
ডেস্ক: অস্ট্রেলিয়ার জর্জিনা কন্ডন এ যুগের ভ্যাম্পায়ার। এই মহিলা নতুন জীবন লাভের উদ্দেশ্যে নিজের রক্ত পান করেন।
আজ সারাদেশে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। একটি ‘সত্যিকারের মানুষ’, অন্যটি ‘শেষ চুম্বন’। ৩১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া‘ সত্যিকার মানুষ’ আলোচিত নায়িকা নাজনীন অাক্তার হ্যাপি অভিনীত শেষ সিনেমা। তার বিপরীতে এতে কাজ করেছেন নবাগত নায়ক কংকন।
তিন সন্তানের মুখে খাদ্য তুলে দিতেই গত পাঁচ বছর ধরে চট্টগ্রামে রিকশা চালিয়ে যাচ্ছেন মা মোসাম্মাৎ জেসমিন। সম্প্রতি অাল জাজিরা টেলিভিশনের সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে রিকশা চালক জেসমিনের একটি ভিডিও রিপোর্ট প্রকাশের পর তা ভাইরাল হয়।

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলার বহু শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের অন্যতম প্রায়োরিটি প্রাইমারি স্কুলের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত না হলেও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট: