আগেরদিন মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটে-বলে কোয়েটাকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন। সাকিব আল হাসানের হয়তো তখন থেকেই নিজের ম্যাচের অপেক্ষায় মিটিমিটি হাসছিলেন! শুক্রবার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন সাকিবও। আর দর্শক হয়ে তা দেখে হাততালি দিয়েছেন তামিম ইকবাল। টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে দুজনের দল জিতেছে ১৭ রানে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের বিপক্ষে নেমেছিল সাকিব-তামিমের পেশোয়ার জালমি। তাতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রানের সংগ্রহ গড়ে পেশোয়ার। রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানের বেশি এগোতে পারেনি লাহোর।
এদিন ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব। প্রথমে ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ৩০ রান করেছেন। ২ চার ও ১ ছয়ে ২৪ বলের ইনিংসটি সাজিয়েছেন। পরে বল হাতে প্রথম ওভারেই চমক। কোনো রান না দিয়ে উমর আকমল ও গ্র্যান্ট এলিয়টকে ফেরান এলবিডব্লিউয়ের ফাঁদে।
পরের ওভারে ১৪ রান দেন সাকিব। সেখান থেকে তাকে দিয়ে আর বোলিংই করাননি অধিনায়ক স্যামি।
ম্যাচে সাকিবের জাতীয় দল সতীর্থ তামিম ফিরেছেন ১ চারে ৩ বলে ৫ রানে। প্রথম ম্যাচে অপরাজিত ৬২ রানের মারকুটে এক ইনিংস দিয়ে শুরু করেছিলেন তামিম। এরপর ৪, ১৬ ও ৫ রানের ইনিংসগুলো বলে দিচ্ছে ঘুমিয়ে আছে তার ব্যাট। সামনের ম্যাচগুলোর জন্য হয়তো জমিয়ে রাখছেন রান!
এই জয়ে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে পেশোয়ার। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে লাহোর।

সকালে দুই অপরাজিত অস্ট্রেলীয় ব্যাটিংয়ে নামলেন। বিকেলে দুই অস্ট্রেলীয় অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। খুব ক্রিকেটপাগল না হলে সাদা পোশাকে হেলমেটে ঢাকা ক্রিকেটারদের একই রকম লাগার কথা অনেকের! শুক্রবার যারা শুরুতে আর শেষের কিছু অংশ খেলা দেখেছেন, হয়তো ধরেই নেবেন সারাটাদিন ব্যাটিং করেছে কেবল অস্ট্রেলিয়াই! কিন্তু মাঝে ভারতের ওপর দিয়ে বয়ে গেছে স্টিভ ও’কিফে ঝড়। ৪.১ ওভারের এক স্পেলে মাত্র ৫ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে ১০৫ রানে গুটিয়ে দিয়েছেন এই অজি বাঁহাতি স্পিনার। পরে স্টিভেন স্মিথের ব্যাটিং দৃঢতায় লিডটা ২৯৮ রানের বাড়িয়ে দিন শেষ করেছে সফরকারীরা।
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা কর্মী সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১০টা থেকে সাতক্ষীরা শহর আহলে হাদিস মসজিদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জমঈয়তে আহলে হাদিসের সভাপতি উপাধ্যক্ষ এস এম ওবায়দুল্লাহ গজনফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ আব্দুন নূর মাদানী, সাপ্তাহিক আরাফাত’র নির্বাহী সম্পাদক শায়খ হারুন হোসাইন। উপস্থিত ছিলেন কেন্দ্রিয় শুব্বানের দায়িত্বশীল অধ্যাপক তোহিদুর রহমান, হাফেজ হাবিবুল বাশার, জেলা জমঈয়তের সহ-সভাপতি ড. রবিউল ইসলাম, অধ্যাপক গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাওঃ শাহাদাৎ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ, মাও সালাহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাস্টার আবু তাহের, এড. আজহারুল ইসলাম, জমঈয়তের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলামসহ প্রত্যেক এলাকার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থেকে আহলে হাদিস আন্দোলনকে আরোও গতিশীল করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক : কখনও পুলিশের সোর্স, কখনও আওয়ামীলীগ নেতা পরিচয় দানকারী, আবার কখনও এলাকার সাধারন মানুষকে জিম্মি করে জোরপূর্বক টাকা আদায়সহ একাধিক অপকর্মের হোতা রায়হান উদ্দিন খোকাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নিজ বাড়ি আশাশুনি উপজেলার কাপসান্ডা গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। আটক রায়হান উদ্দিন খোকা কাপসন্ডা গ্রামের আমিন উদ্দিনের ছেলে।
২০১৫ সালে খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক এবং ২০১৬ সালে সিলভার জুবীলি স্কুল খুলনা বিভাগের শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষক চায়না ব্যানার্জীকে টিআইবি সমর্থিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরার পক্ষ থেকে সংর্বধনা দেয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যদের উপর হামলা চালিয়ে স্প্রিট বোর্ড ভাংচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ৩৫ চোরাকারবারীকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিজিবি’র হাবিলদার সেলিম হোসেন বাদি হয়ে কলারোয়া থানায় এ মামলাটি দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার গাড়াখালি সীমান্তের সোনাই নদীর পাড়ে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৪ জন বিজিবি সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে বিজিবি ২০ কেজি সুপারি উদ্ধার করেন।