অনলাইন ডেস্ক: ঘটা করে বিয়ে করেছিলেন মধ্যপ্রদেশের শিবপুরি শহরের অরবিন্দ যাতাভ (নাম পরিবর্তিত) ও গুনা এলাকার দেবিকা (নাম পরিবর্তিত)। ২০১২ সালে বিবাহের পর দু’জনেই ঠিক করেন পুলিশে এসআই নিয়োগের পরীক্ষায় অবতীর্ণ হবেন। সেই অনুযায়ী স্বামী-স্ত্রী জোরদার পড়াশোনাও শুরু করেন। ২০১৩ সালে পুলিশে নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হন দেবিকা। কিন্তু, অনুত্তীর্ণ হয়ে যান অরবিন্দ।
নিয়োগের পরপরই পুলিশ ট্রেনিং-এর জন্য বাড়ি ছাড়েন দেবিকা। স্বামী অরবিন্দের অভিযোগ, চাকরি পাওয়ার পর থেকেই যেন আস্তে আস্তে বদলে যাচ্ছিলেন তাঁর স্ত্রী। যে দেবিকা সবসময়ে একসঙ্গে থাকার কথা বলত, এক সুন্দর সংসারের কথা বলত— এ সব কথা যেন রাতারাতি তাঁর মুখ থেকে উধাও হয়ে গিয়েছিল বলে অভিযোগ অরবিন্দের।
এমনকী, দেবিকা স্বামীর সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ। খুব প্রয়োজন ছাড়া স্ত্রী-র সঙ্গে কথা বলারই নাকি সুযোগ তিনি পান না বলে অভিযোগ অরবিন্দের। পুলিশে নিয়োগের জন্য দেবিকা সারাক্ষণ অরবিন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। পুলিশে নিয়োগের প্রস্তুতিতে শ্বশুর-শাশুড়ি যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন সে কথা সবাইকে বলে বেড়াতেন দেবিকা।
এহেন স্ত্রী-র মধ্যে আচমকা পরিবর্তনে খুবই অবাক হয়েছিলেন অরবিন্দ। সম্প্রতি বাড়ি ফিরে বিবাহ বিচ্ছেদের কথা নাকি ঘোষণা করেছেন দেবিকা। জানিয়ে দিয়েছেন, অরবিন্দকে যেনতেন ভাবে বিবাহ বিচ্ছেদ দিতে হবে। বিবাহ বিচ্ছেদের কাগজপত্র নিয়ে এসে তাতে অরবিন্দকে সই করতেও নাকি চাপ দিয়েছেন দেবিকা। স্বামী বিবাহ বিচ্ছেদ না দিলে নিজেই এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও নাকি দেবিকা জানিয়েছে।
গোটা ঘটনায় হতাশ অরবিন্দ আপাতত স্ত্রীর কর্মস্থলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশও জানিয়েছেন। একটা চাকরির জন্য স্ত্রীর এমন বদল মেনে নিতে পারছেন না অরবিন্দ। স্বামী তাঁর সঙ্গে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, তার জন্য দাম্পত্যের সম্পর্কে এমন পরিণতিতে স্বাভাবিকভাবে হতাশাগ্রস্ত করে দিয়েছে অরবিন্দকে।

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় সব সময় সবর থাকেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। যেখানে নিজের ব্যক্তি ও পেশাগত জীবনের সব আপডেট ভক্তদের সঙ্গে নিয়মিত শেয়ার করেন তিনি। কিন্তু সেই অভিষেকই কিনা স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসতে বারণ করেছেন!
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ মিশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে অজ্ঞাত অস্ত্রধারীরা বাংলদেশ মিশনে চলমান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে।
অনলাইন ডেস্ক: কর্মীদের কাজে মনোনিবেশ বাড়াতে সুইডেনে কর্মক্ষেত্রে ‘সেক্স ব্রেক’ দেওয়ার প্রস্তাব দিয়েছেন দেশটির উত্তরাঞ্চলের একটি ছোট্ট শহর ওভারটর্নিয়ার এক কাউন্সিলর।
মাংস পুড়িয়ে খেতে পছন্দ করেন তাদের জন্য রীতিমত দুঃসংবাদ! পোড়া খাবারে ক্যান্সারের ঝুঁকি বাড়ে, এমনটাই উঠে এসেছে গবেষণায়। সুতরাং যাদের চিকেন ফ্রাই কিংবা এরকম মুখরোচক খাবারের প্রতি আসক্তি আছে তাদের সাবধান হওয়ার সময় চলে এসেছে। পৃথিবীর সব প্রান্তেই প্রায় খাবার পুড়িয়ে খাওয়ার রেওয়াজ আছে। নানান স্বাদের ও নানান পদের এসব পোড়া খাবার আপনার স্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্ষতির কারণ!
অভিষেকের সময় থেকেই তিনি বাজিমাত করে যাচ্ছেন। দুর্দান্ত সব পারফরম্যান্স উপহার দিয়েছেন। তেমনি একটি ফিজ-শো ক্রিকেটের সংবাদদাতা ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর বর্ষসেরা টি-টুয়েন্টি বোলিং পারফরম্যান্সের খেতাব এনে দিলো কাটার মাস্টারকে।
সন্তান জন্ম হওয়ার পর দীর্ঘদিন সিনে পর্দায় থেকে দূরে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রানী মুখার্জি, লারা দত্ত, ও শিল্পা শেঠির মতো বলিউডের নামকরা নায়িকা। তাদেরকে তাক লাগিয়ে সন্তান জন্মের দু’মাসের মাথায় শুটিং সেটে ফিরেছেন কারিনা কাপুর খান।
আগেরদিন মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটে-বলে কোয়েটাকে জিতিয়ে ম্যাচ সেরা হয়েছেন। সাকিব আল হাসানের হয়তো তখন থেকেই নিজের ম্যাচের অপেক্ষায় মিটিমিটি হাসছিলেন! শুক্রবার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন সাকিবও। আর দর্শক হয়ে তা দেখে হাততালি দিয়েছেন তামিম ইকবাল। টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে দুজনের দল জিতেছে ১৭ রানে।