সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাতালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছায় উদ্ধারসাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাসাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময়

44444২০১৫ সালে খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক এবং ২০১৬ সালে সিলভার জুবীলি স্কুল খুলনা বিভাগের শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষক চায়না ব্যানার্জীকে টিআইবি সমর্থিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সাতক্ষীরার পক্ষ থেকে সংর্বধনা দেয়া হয়েছে।
আজ শুক্রবার শহরের তুফান কনভেনশন সেন্টারে সনাক সাতক্ষীরার এক যৌথ সভায় চায়না ব্যানার্জীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

22-14নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যদের উপর হামলা চালিয়ে স্প্রিট বোর্ড ভাংচুর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ৩৫ চোরাকারবারীকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিজিবি’র হাবিলদার সেলিম হোসেন বাদি হয়ে কলারোয়া থানায় এ মামলাটি দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার গাড়াখালি সীমান্তের সোনাই নদীর পাড়ে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৪ জন বিজিবি সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে বিজিবি ২০ কেজি সুপারি উদ্ধার করেন।
মামলার আসামিরা হলেন, কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের আব্দুল হাকিম, মিয়া, কাজিরুল ইসলাম, ইমান আলি, বোম্বে আলিম, জহুরুল ইসলাম, গাড়াখালি গ্রামের এনামুল মাস্টার, একই গ্রামের তৌহিদুল ইসলাম, লাল্টু মিয়া, অহিদুল ইসলাম, দিপংকর ঘোস, আনন্দ কুমার, শফিকুল ইসলাম, ফতেমা খাতুন, বদরুল আলম, আলতামুন ও আলিমুল, দক্ষিন ভাদিয়ালি গ্রামের আব্দুল আলিম, জাহিদ হোসেন, মনিরা খাতুন, সাইকুল ইসলাম, শরাফত আলি, হেলাল গাজি, বাবু দালাল, ইকবল হোসেন, মনিরুল ইসলাম, নাজমুল হোসেন ও রাঙ্গা মনির, কাকডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম, খোরশেদ আলি ও ইকবল হোসেন, বাগাডাংগা গ্রামের মিজানুর রহমান, মহিন ইসলাম, আব্দুর রহমান ও জহুরুল ইসলাম। অভিযোগ উঠেছে সীমান্তের বড় ধরনের চোরাকারবারিরা হামলায় অংশ নেয়।
বিজিবি কাকাডাঙ্গা বিওপির সুবেদার হায়দার আলি জানান, বৃহস্পতিবার ভোরে বিজিবি সদস্যরা কলারোয়া উপজেলার গাড়াখালি সীমান্তের সোনাই নদীর পাড়ে টহল দিচ্ছিল। এ সময় ৪০/৫০ জন চোরাকারবারি বিপুল পরিমান সুপারি ভারতে পাচারের জন্য নিয়ে আসলে বিজিবি সদস্যরা সেগুলো আটকের চেষ্টা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। তারা এ সময় বিজিবির স্প্রিড বোর্ড ভাংচুর করে। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় ২০০ কেজি সুপারী।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় বিজিবি’র হাবিলদার সেলিম হোসেন বাদি হয়ে ৩৫ জনকে আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, আসামিদের বিরুদ্ধে বিজিবি সদস্যদের উপর হামলা, স্প্রিড বোর্ড ভাংচুর করে ৪০ লাখ টাকার ক্ষতিসাধন ও সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগ আনা হয়েছে।
সাতক্ষীরা ৩৮বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি’র উপর হামলার ঘটনায় জড়িতদের তালিকা তৈরি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, এ মামলার আসামিসহ সীমান্তের চোরাকারবারীদের কোন ছাড় দেয়া হবে না। সীমান্তের চোরাচালান বন্ধে জিরো টলারেন্স দেখানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

233432424সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের পরিচয় দিয়ে বিভিন্ন সংগঠন তাদের নামের সঙ্গে ‘লীগ’ শব্দটি জুড়ে দিয়ে বাড়তি ফায়দা হাসিলের চেষ্টা করছে। অভিযোগ উঠেছে, বিভিন্ন সংগঠনের নামের শেষে লীগ শব্দটি যুক্ত করে স্বার্থসর্বস্ব কাজ করছে যা নিয়ে নানা সময়ে গণমাধ্যমে প্রতিবেদন দেখা গেছে। তাই এবার ‘লীগ’ শব্দের ব্যবহার নিয়ে হার্ডলাইনে যাচ্ছে সরকার।

দেশের একটি অনলাইন গণমাধ্যম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সরকারের ভাবমূর্তি এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে লীগ শব্দের ব্যবহার নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন থেকে আওয়ামী লীগের ৬টি অঙ্গ সংগঠন ছাড়া আর কোন সংগঠনের নামের শেষে ‘লীগ’ শব্দটি যুক্ত করা যাবে না। দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ ও তাঁতী লীগ ছাড়া অন্য কেউ ‘লীগ’ শব্দটি যুক্ত করে সংগঠনের নাম রাখতে পারবে না। নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। তবে ওই সংবাদে আওয়ামী লীগের অন্যতম শক্তিশালী সংগঠন কৃষক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ সম্পর্কে তেমন কিছু বলা হয়নি।

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘কে সাংসদ, কে ক্ষমতাধর সেটা বিষয় নয়। অবশ্যই সাংগঠনিক সিদ্ধান্ত মানতে হবে। কিছু লোকের কারণে সরকারের ভাবমূর্তিই নষ্ট হয়। পাশাপাশি চাপা পড়ে যায় আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড। দলীয় শৃঙ্খলা না মানলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।’

আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ জানান, ‘বিভিন্ন সংগঠন কোন ধরনের অনুমতি ছাড়াই তাদের সংগঠনের নামের সঙ্গে লীগ শব্দটি যোগ করছে। এসব সংগঠনের কয়েকটি ছাড়া অধিকাংশের বিষয়ে মূলদল অবগত নয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

16990903_10212326294498443_26781900_oপ্রেস বিজ্ঞপ্তি: এডিআরএফ এর সহযোগিতায় এপিএফডিসি’র আয়োজনে দলিতদের অধিকার বিষয়ক একটি সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের ৪ সদস্যের একটি সংসদীয় দল নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থান করছে। এই দলের অন্যতম সদস সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। প্রতিনিধি দলে আরও আছেন বাংলাদেশ জাতীয় সংসদের মনোরঞ্জন শীল গোপাল এমপি, লুৎফা তাহের এমপি ও নূরজাহান বেগম এমপি।
শুক্রবার বিকাল ৩টার ফøাইটে তারা নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বর্তমানে প্রতিনিধি দলটি কাঠমা-ুতে অবস্থান করছে।
দলিতদের অধিকার নিয়ে কাজ করা এশিয় পার্লামেন্টেরিয়ানস ফোরাম অন দলিত কনসার্নস (এপিএফডিসি) এবং এশিয়া দলিত অধিকার ফোরাম(এডিআরএফ) আয়োজিত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি কাঠমা-ুতে অনুষ্ঠিতব্য ২ দিনের এই সম্মেলনে বিভিন্ন দেশের সংসদ সদস্য, মানবাধিকার নেতৃবৃন্দ, দলিত নেতৃবৃন্দসহ জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইউরোপিয় ইউনিয়ন, নরওয়ে, ফিনল্যান্ড, জাপান, মালয়েশিয়া এবং জাপানের প্র্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
এই সম্মেলনে মূলত দলিত নারীদের বিভিন্ন অর্থনৈতিক অধিকার, বিশেষ করে ভূমি, উচ্চ শিক্ষা, কর্মসংস্থান ও ন্যায়বিচার বিষয়টি গুরুত্ব পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

sat-1ডেস্ক রিপোর্ট: উদ্ভাবন চর্চায় সহায়তাকরণে খুলনা বিভাগের শ্রেষ্ঠ জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে খুলনা সার্কিট হাউস মাঠে ‘উদ্ভাবন উৎসব ও বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭’ এর সমাপনী অনুষ্ঠানে খুলনা বিভাগের শ্রেষ্ঠ জনপ্রতিনিধি হিসেবে সাঈদ মেহেদীর হাতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বর্ণ পদক ও ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_1925787857_1487853250ডেস্ক: অস্ট্রেলিয়ার জর্জিনা কন্ডন এ যুগের ভ্যাম্পায়ার। এই মহিলা নতুন জীবন লাভের উদ্দেশ্যে নিজের রক্ত পান করেন।

জর্জিনা কন্ডন রক্ত পান করলেও কিন্তু কখনো ভ্যাম্পায়ার বা পৈশাচিক কোন কিছুর সঙ্গে নিজের তুলনা করেন না। নিজেকে দেবী বলতেই বেশি ভাল লাগে তার। যখন তিনি থাকেন তার দৈব সত্বায়, তখন তার নাম গডেস এসথার। এই দেবীকে বলা হয় নবজীবনের দেবী। জর্জিনা কন্ডনের এই নিজ রক্তপান ঘটনাটির সঙ্গে নতুন জীবন লাভের একটা সাদৃশ্য রয়েছে।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, জর্জিনা খুব ছোটবেলা থেকেই রক্তাল্পতায় ভোগেন! ফলে, নিজের রক্ত পান করে মানসিক শান্তি পান তিনি। একদম অল্প বয়স থেকেই নিজের রক্ত পান করে চলেছেন তিনি। কখনও সূচ দিয়ে শিরা থেকে রক্ত তুলে নেন, কখনও আবার নিজেকে আহত করে রক্ত পান করেন জর্জিনা।

তবে সবসময় চাইলেও যে রক্ত পান করতেন পারেন, এমনটা নয়। কারণ রক্তাল্পতার অন্যতম লক্ষণ শরীরে রক্তের অভাব। জর্জিনা যখন গথিক আন্ডারগ্রাউন্ড ক্লাবে যান, তখন অনেকেই না কি তাকে নিজেদের রক্ত উৎসর্গ করতে চেয়েছে তার এই ঘটনা জানার পরে।

জর্জিনা নিজেই জানিয়েছেন সেই কথা। কিন্তু, তিনি আজ পর্যন্ত অন্য কারও রক্ত পান করেননি। সূত্র: এবেলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

happyআজ সারাদেশে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। একটি ‘সত্যিকারের মানুষ’, অন্যটি ‘শেষ চুম্বন’। ৩১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া‘ সত্যিকার মানুষ’ আলোচিত নায়িকা নাজনীন অাক্তার হ্যাপি অভিনীত শেষ সিনেমা। তার বিপরীতে এতে কাজ করেছেন নবাগত নায়ক কংকন।

সিনে পর্দায় শেষ ছবি নিয়ে হ্যাপি বলেন, সংসার জীবন নিয়ে খুব ব্যস্ত রয়েছি। নিজের উদ্যোগে ব্যবসাও শুরু করেছি, তাই সিনেমায় সময় দিতে পারবো না।

‘সত্যিকার মানুষ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, অমিত হাসানসহ অনেকে। ছবিটি পরিচালনা করেছেন বদরুল আমিন।

অন্যদিকে শিশুতোষ চলচ্চিত্র ‘শেষ চুম্বন’ ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমায় অভিনয় করেছেন শিমুল খান, সাগর আহমেদ, তন্ময়, রাইসাসহ অনেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

37594790_303তিন সন্তানের মুখে খাদ্য তুলে দিতেই গত পাঁচ বছর ধরে চট্টগ্রামে রিকশা চালিয়ে যাচ্ছেন মা মোসাম্মাৎ জেসমিন। সম্প্রতি অাল জাজিরা টেলিভিশনের সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে রিকশা চালক জেসমিনের একটি ভিডিও রিপোর্ট প্রকাশের পর তা ভাইরাল হয়।

কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরাকে জেসমিন বলেন: আমি ভিক্ষা করিনা, রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি৷

রিকশা চালানোর আগে  বাসায় দাসীর কাজও করেছে জেসমিন। এছাড়াও গার্মেন্টস ফ্যাক্টরিতেও তিনি কাজ করেছেন।
কিন্তু তিন সন্তানের ভরণ পোষনের জন্য এসব মাধ্যম থেকে যে টাকা আসত তা নিতান্তই কম। আর ফ্যাক্টরির কাজ অনেক কঠিন।

সবকিছু বিবেচনা করে শেষমেশ রিকশা চালানোকেই পেশা হিসেবে নেন চট্টগ্রামের এই নারী৷ পুরষ রিকশা চালকদের থেকে অনেকট ব্যতিক্রমধর্মী এই নারী চালক। কেননা মাথায় হেলমেট পরে তিনি সপ্তাহে সাতদিনেই রিকশা চালান। আট ঘণ্টা কাজ করে দৈনিক রোজগার কমপক্ষে আটশো টাকা। এ থেকে রিকশার দৈনিক ভাড়া মিটিয়ে বাকিটা তার নিজেরই থাকে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest