সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনজাতীয় সংহতি দিবস,এই দিনে বিভাজন নয়, ঐক্যের আহবান -কাজী আলাউদ্দিনসাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে গণমিছিলতরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো গ্রীন ইনোভেশন ফেয়ারExplorez les avis des utilisateurs sur gtbet et rejoignez la communautéΕξερευνήστε τις καλύτερες στρατηγικές καζίνο στο gtbet για μεγαλύτερα κέρδηCome registrarsi su Nixbet e iniziare a vincere in pochi passiদেবহাটায় কিশোর-কিশোরী ও যুবকদের সুরক্ষা নিশ্চিতকরণে খেলাধুলার আয়োজনগণমানুষের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নলতা হাসপাতাল হুমকির মুখে :রক্ষার দাবি

প্রেস বিজ্ঞপ্তি : ইউনিয়ন পরিষদ সচিবদের ৩দফা দাবি আদায়ের লক্ষ্যে অনশন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অনশন কর্মসুচি পালন করেন ইউপি সচিবগণ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা)’র সভাপতি মোঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক কাঞ্চন কুমার দে, ইউপি সচিব আব্দুল জলিল, নারায়ন চন্দ্র অধিকারী, আব্দুল আজিজ, মতিউর রহমান, আমিনুর রশিদ, আঃ রাজ্জাক, গোলাম রব্বানী, শেখ আমিনুর, রাশ বিহারী রায়, মোঃ তৈয়বুর রহমান, খালিদ হাসান খান, আমিনুর রশিদ সহ জেলার ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ। অনশনকারী সচিবদের দাবি সমূহ হলো ১.ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন পূর্বক ১০ম গ্রেড স্কেলে কর্মকর্তা মর্যাদা প্রদান ২. বেতন, ভাতাসহ যাবতীয় সুবিধাদি শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদান ৩. ইউনিয়ন পরিষদ সচিবদের আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন প্রদান। এছাড়াও আগামী ১৩ থেকে ২১ ফেব্রুয়ারি সারাদেশ ব্যাপী কালো ব্যাচ ধারণ এবং দাবি আদায় না হলে আগামী ২রা এপ্রিল ঢাকা কেন্দ্রিয় শহীদ মিনারে আমরণ অনশন পালন করবে নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : ধুলিহরে চাঁদার দাবিতে মৎস্য ঘেরে হামলা, ভাংচুর, লুটপাট ও হত্যা চেষ্টার ঘটনায় আদালতে যুবলীগ নেতা সহ ৭ জনের নামে মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা যায়, ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কওছার মালীর পুত্র ছলেমান মালী দীর্ঘদিন ধরে সুকদেবপুর এলাকার নলডাঙ্গার বিলে নিজ নামীয় ও লীজকৃত ৪৫ বিঘা জমি নিয়ে মৎস্য ঘের করে আসছেন। চলতি মাসের ৫ ফেব্রুয়ারি সকালে ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বালুইগাছা গ্রামের মৃত নবাত আলীর পুত্র আজাহারুল ইসলামের নেতৃত্বে ধুলিহর সানাপাড়া গ্রামের নুরমান আলীর দুই পুত্র আরশাদ আলী ও জামির আলী, বেড়বাড়ী গ্রামের মৃত রজব আলীর পুত্র আন্তঃ জেলা ডাকাত দলের অন্যতম সদস্য মনিরুল ইসলাম, বয়ারবাতান গ্রামের নেপাল সরকারের পুত্র সাধন সরকার, একই গ্রামের মোহাম¥াদ আলীর পুত্র যুবলীগ নেতা মন্টু ও নুনগোলা গ্রামের মৃত জোহর আলীর পুত্র নাজমুল কারিকর সহ অজ্ঞাতনামা ১০/১২ জন প্রকাশ্যে ছলেমান মালীর মৎস্য ঘেরে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট ও জখম করে। এ সময় তারা ঘেরের বাসা, শ্যালো মেশিন ঘর ভাংচুর করে ও টাকা লুট করে। এছাড়া তারা যাওয়ার সময় ঘেরে জাল দিয়ে বিভিন্ন প্রজাতির কয়েক মণ মাছ ধরে নিয়ে যায়। তারা প্রায় ৩ লাখ টাকার ক্ষতিসাধন করেছে। এই ঘটনার পরদিন সাতক্ষীরার আমলী আদালত-১ এ যুবলীগ নেতাকে প্রধান আসামি করে ৭ জনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- সি, আর, পি ৭১/২০১৭, তাং-০৬/০২/১৭ ইং। এদিকে, ধুলিহর ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা বেপরোয়া হয়ে উঠায় সাধারণ এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। এ ব্যাপারে এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সদর-০২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, সাতক্ষীরা ৩৮ বিজিবি’র অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-মামুন, ১৭ বিজিবি’র ক্যাপ্টেন রেজোয়ান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. ওসমান গণি, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. মতিউর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দিন, সিনিয়র সহকারি পুলিশ সুপার আতিকুল হক, এন.এস.আইয়ে’র সহকারি পরিচালক আনিসুজ্জামান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জি এম রবীন্দ্র নাথ দাস, অধ্যক্ষ আব্দুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা সভাপতি মনোরঞ্জন মুখার্জী, কাউন্সিলর জ্যোৎন্সা আরা, শেখ শফিক উদ- দৌল্লা সাগর প্রমুখ। জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় ব্যাটারি চালিত ও ইঞ্জিন চালিত ভ্যান বন্ধে ব্যবস্থা গ্রহণ, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান ইমন হত্যাকান্ডের সুষ্ঠ তদন্তপূর্বক করে বিচার, যানজট নিরসন, জঙ্গি তৎপরতা রোধ সংক্রান্ত, রাস্তাঘাট সংস্কার সংক্রান্ত, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। জেলার থানা ওয়ারী মামলা অনুযায়ী জানুয়ারি ২০১৭ মাসে মামলা হয়েছে ১শ’ ৭৭টি এবং ডিসেম্বর ২০১৬ মাসে মামলা ছিল ২শ’ ৬৫টি। সে অনুযায়ী মামলা সংখ্যা কমেছে। সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : পৌরসভার ৯ নং ওয়ার্ডের উত্তর পলাশপোল পূজা মণ্ডপ এলাকায় ড্রেন ও ক্যালভাট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে পৌরসভার ৯ নং ওয়ার্ডের উত্তর পলাশপোল পূজা মণ্ডপ এলাকায় পৌরসভার এ উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ আবু আহমেদ, পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগর, মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার বসু, তরুণ কান্তি সানা, নারায়ন চন্দ্র দাস, আক্তার হোসেন, রেজাউল ইসলাম ও ঠিকাদার মো. নুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কামালের বাড়ি হতে খালেকের বাড়ি পর্যন্ত ৯০ মিটার ড্রেন ও সাড়ে ৬ মিটার কালভার্ট ১ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে পৌরসভার অর্থায়নে এ উন্নয়ন কাজ করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

গাজী আল ইমরান,শ্যামনগর : উপজেলার মুন্সিগঞ্জ বাজার থেকে নীলডুমুর যাওয়ার একমাত্র  সড়কের  মাঝে নীরব কান্না যেন কেউই শুনছে না। মুন্সিগঞ্জ বাজারের উপরের স্লুইজ গেটটি সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষদের। এটি যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। নীরবে-নিভৃতে কাদঁছে গুরুত্বপূর্ন এই স্লুইজ গেটটি। সংস্কারের অভাবে এটি এখন মরণ ফাদ হিসাবে পরিচিতি লাভ করেছে। স্থানীয়দের অভিযোগ, উক্ত স্থানটিতে যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। স্লুইজ গেটটির দুই সাইডের রেলিং ভেঙে যাওয়ায় যে কোন সময় বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে পথ চারিদের।এর আগে একজন পথচারি সাইকেল নিয়ে পড়ে গিয়ে ব্যপকভাবে আহত হয় কিন্তু প্রাণে বেঁচে গেলেও তার ব্যবহৃত সাইকেলটি উদ্ধার করতে পারেনি। স্লুইজ গেটটির দুরাবস্থা দেখার যেন কেউ নেই? এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কয়েকটি বিদ্যালয়, আকাশলীনা ইকো ট্যুরিজম, মুন্সিগঞ্জ ফাড়ি, নীলডুমুর বিজিবি ক্যাম্প সহ হাজার মানুষের চলাচলের জন্য একমাত্র ভরসা এই সড়কটি। কিন্তু মুন্সিগঞ্জ বাজার পার হয়েই স্লইজ গেটটি সামনে পড়লেই ভয়ে আতকে ওঠে পথ চারিরা। জ¦ালাময়ী বেহাল দশায় পতিত হয়ে আছে স্লুউজ গেটটি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলীর সাথে কথা বলার জন্য বার বার চেষ্ঠা করেও সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিবাড়িয়া এলাকা থেকে একটি ওয়ান শুটার গানসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার যুগিবাড়িয়া এলাকার একটি মৎস্য ঘের থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কবিরুল ইসলাম (৩৪) গোপাল পোদ্দারের ছেলে সুমন কুমার পোদ্দার (২৩) ও মুরারীকাটি গ্রামের আজিজ মোল্যার ছেলে আশরাফুজ্জামান (৩৯)। কলারোয়া থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, উপজেলার গোপীনাথপুর গ্রামের গোপী মন্ডলের মাছের ঘেরের পরিত্যাক্ত টোঙঘরে অভিযান চালিয়ে একটি সচল ওয়ানগান শুটারগানসহ উক্ত তিন সন্ত্রাসীকে আটক করা হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা (নং-১৩) দায়ের করেছে। তিনি আরো জানান, আটক সন্ত্রাসীদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1486811919মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন’ প্রকল্পের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চারটি পদে মোট ৪২ জনকে এই অস্থায়ী নিয়োগ দেওয়া হবে।

পদসমূহ

হিসাবরক্ষক একজন, শিক্ষিকা ২০ জন, স্বাস্থ্য শিক্ষিকা ২০ জন ও কম্পিউটার অপারেটর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাস থেকে বিকম পাস হতে হবে। শিক্ষিকা ও কম্পিউটার অপারেটর পদের জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাস হতে হবে। হিসাবরক্ষক পদের জন্য বিকম পাস এবং স্বাস্থ্য শিক্ষিকা পদের জন্য প্যারামেডিকেল কোর্স বা নার্সিং ডিপ্লোমা কোর্স সম্পন্ন থাকতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী অন্যান্য যোগ্যতাও থাকতে হবে।

বয়স

আগামী ৩ মার্চ, ২০১৭ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

হিসাবরক্ষক, শিক্ষিকা ও স্বাস্থ্য শিক্ষিকা পদে নিয়োগ প্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতিমাসে ২১ হাজার ৭০০ টাকা। এ ছাড়া কম্পিউটার অপারেটর পদে বেতন দেওয়া হবে প্রতিমাসে ১৭ হাজার ৪৫ টাকা।

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরমটি পাওয়া যাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (www.mowca.gov.bd) ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dwa.gov.bd)। আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মাবলী অনুসরণ করতে হবে। আগামী ৩ মার্চ, ২০১৭ তারিখের মধ্যে আবেদন ডাকযোগে ‘প্রকল্প পরিচালক, ২০টি শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন প্রকল্প, মহিলা বিষয়ক অধিদপ্তর, ৩৭/৩ ইস্কাটন গার্ডেন রোড (ষষ্ঠ তলা), ঢাকা’ ঠিকানায় পাঠাতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1486817256নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ‘টেরিটোরি অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো বিষয়ে স্নাতক পাসেই আবেদন করা যাবে পদটিতে। পাশাপাশি ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বয়স

প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর।

বেতন

নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ১৬ হাজার ৫০০ টাকা।

কর্মস্থল

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট জেলায়।

আবেদন প্রক্রিয়া

বিডিজবস ডটকমের মাধ্যমে পদটিতে অনলাইনে আবেদন করা যাবে ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

সূত্র : বিডিজবস ডটকম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest