সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

full_829351887_1486058921ডেস্ক: চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার বন্ধু শাহরিয়ার ইসলাম শাওনের বিয়ে হয়েছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সোহরাব মিয়া।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের ১৫ মে কাজী মো. সালাউদ্দিন ম্যারেজ রেজিস্ট্রারের মাধ্যমে শাওন ও মাহির বিয়ে সম্পন্ন হয়। ভলিউম নং ১৮৬/১৫, পৃষ্ঠা ৬৫-তে এ বিয়ের রেজিস্ট্রার করা হয়েছে এবং তদন্ত কর্মকর্তা এ বিয়ের রেজিস্টার জব্দ করে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছেন।

এসআই সোহরাব বলেন, শাওন ও মাহির বিয়ের কাগজপত্র আমি নিজেই জব্দ করেছি।

প্রসঙ্গত, গত বছরের ২৫ মে সিলেটের ব্যবসায়ী অপুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহি। বিয়ের একদিনের মাথায় বেরিয়ে আসে আগেও একবার বিয়ে করেছিলেন মাহি। শাহরিয়ার ইসলাম শাওন মাহির স্বামী দাবি করে তাদের (শাওন-মাহি) অন্তরঙ্গ ও বিয়ের কিছু ছবি ফেসবুকে আপলোড করেন। পরে ২৮ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ করেন নায়িকা মাহি।

চলচ্চিত্র জগতে মাহিয়া মাহি বলে পরিচিত হলেও তার প্রকৃত নাম শারমিন আক্তার নিপা। মামলায় তিনি বাদী হিসেবে প্রকৃত নামটি ব্যবহার করেছেন।

তিনি মামলায় অভিযোগ করেন, শাওন নামে এক যুবক ফেসবুকে তার সঙ্গে অন্তরঙ্গ ছবি আপলোড করেছে। এতে করে তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এ ঘটনার সঙ্গে শাহরিয়ার ছাড়া তার কয়েকজন বন্ধুও জড়িত বলে তার ধারণা। বিয়ে ভেঙে দেয়ার উদ্দেশ্যে এসব ছবি ছড়িয়ে দেয়া হয়েছে।

মামলাটি ডিএমপির কাউন্টার টেরোরিজম (সিটি) সেলের কাছে স্থানান্তর করা হয়। ২৯ মে মাহির প্রথম স্বামী পরিচয় দেয়া শাওনকে দক্ষিণ বাড্ডার বাসা থেকে গ্রেফতার করে সিটি ইউনিট।

পরে তাকে আদালতে হাজির করে দু’দিনের রিমান্ডে নেয়া হয়। মিন্টো রোডে সিটি ইউনিটের কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে ওই বছরের ৫ জুন মাহির বাবা ও শাওনের বাবার মধ্যে একটি আপসনামা হয়। ওই দিন বিকেল ৩টার দিকে মাহির উত্তরার বাসায় উভয় পরিবারের লোকজনের উপস্থিতিতে ৩০০ টাকার স্ট্যাম্পে ওই আপসনামা সই হয়।

পরে মাহির স্বামী দাবিদার শাওনকে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম জামিন দেন। আদালতে দুইজনের পক্ষ থেকে আপস-মীমাংসার কথা বলা হলে জামিন পান শাওন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে শাওন জানিয়েছেন, তারা একসঙ্গে উত্তরায় স্কুলে পড়তেন। সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০১৫ সালের ১৫ মে বাড্ডার কাজী অফিসে গিয়ে বিয়ে করেন তারা। শাওন বিয়ের কাগজপত্রও তদন্ত সংশ্লিষ্টদের কাছে উপস্থাপন করেছেন। তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো ফেসবুকে স্ত্রী মাহির অনুমতি নিয়েই আপলোড করা হয়েছে। এ বিষয়ে আগে কখনও মাহির আপত্তি ছিল না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dhulihar-picture-against-juboleage-02-02-02-2017নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের নির্দেশ উপেক্ষা করে বৃহস্পতিবার বিকেলে ধুলিহর ইউনিয়ন আওয়ামী যুবলীগ এবার তুললো টিনের সাইনবোর্ড। জানা যায়, ব্রহ্মরাজপুর বাজারের সাহেব বাড়ি মোড় এলাকার সন্তোষ দাসের পুত্র মোহন দাসের চল্লিশ বছরের দখলীয় জমি ও ঘর গত ২৯ জানুয়ারি দখলস্বত্ব হিসাবে হোটেল ব্যবসায়ী আব্দুস সেলিম লিখিতভাবে হস্তান্তর করে নেয়। দখল বুঝে নেওয়ার আগেই জানতে পেরে ধুলিহর ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা ঐদিনই ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও কাপড়ে কার্যালয় লিখে ঘরের পেছনের অংশ ভাংচুর করে দখল করে নেয়। এই ঘটনায় সন্তোষ ও সেলিম জেলা পরিষদ চেয়ারম্যানের নিকট মৌখিক ভাবে অভিযোগ দিলে তিনি তাদেরকে সুষ্ঠুভাবে ঘটনাটি সমাধানের  আশ্বাস প্রদান করেন। এসব ঘটনার জের ধরে গত মঙ্গলবার রাতে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম দলীয় নেতা-কর্মীদের  সাথে নিয়ে সরেজমিন পরিদর্শন করেন। এসময় তিনি উপস্থিত লোকজনের কাছে প্রকৃত ঘটনা অবগত হয়ে তাৎক্ষণিক দলীয় সকল ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণের নির্দেশ দেন। এছাড়া ওই জমি ও ঘরে কেউ যাতে অবস্থান করতে না পারে ও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জকেও তিনি কঠোর নির্দেশ দিয়ে আসেন। অপরদিকে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান (বাবু সানা), ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সরদার ও সাধারণ সম্পাদক শেখ আব্দুছ ছালামের উপর দায়িত্ব দেন। কিন্তু এসব নির্দেশ উপেক্ষা করে ঘটনাস্থল থেকে কোনো কিছু না সরিয়ে পুনরায় সেখানে বৃহস্পতিবার বিকেলে নতুন করে আবার ধুলিহর ইউনিয়ন আওয়ামী যুবলীগ কার্যালয় লিখে বাশের মাথায় টিনের সাইনবোর্ড তোলা  হয়েছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও নানা ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে ব্রহ্মরাজপুর সাহেব বাড়ি মোড় আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে যে কোন সময় সংঘর্ষ বাধার আশংকা রয়েছে। এ ব্যাপারে এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষের  আশু হস্তক্ষেপ  কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

missileআন্তর্জাতিক ডেস্ক: চীনের অস্ত্রভাণ্ডারে আরও একটি ভয়ানক অস্ত্র যুক্ত হল। আমেরিকার একটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, কয়েকদিন আগেই fqeq-৫বি নামে একটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে চীন। ওই ক্ষেপণাস্ত্রটি একসঙ্গে ১০টি পরমাণু বোমা বহনে সক্ষম।

এই বোমাগুলির বৈশিষ্ট্য হল এগুলো স্বাধীনভাবে আলাদা আলাদা জায়গায় আঘাত হানতে পারে। চীনের শ্যানজি প্রদেশের তাইয়ুয়ান স্পেস সেন্টার থেকে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল। লক্ষ্য ছিল পশ্চিম চীনের একটি মরুভূমিতে আঘাত হানার। সেখানে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। ১৯৮০ সালে চীনের সেনাবাহিনীতে যুক্ত হয়েছিল এই ডিএফ-৫ ক্ষেপণাস্ত্র। সেটিরই উন্নত রূপ হল এই ডিএফ-৫বি।

পেন্টাগনের মুখপাত্র কম্যান্ডার গ্যারি রস বলেন, “চীনা সৈন্যের কার্যকলাপের দিকে আমরা সবসময় নজর রেখে চলেছি। আমাদের গোয়েন্দারাও এ ব্যাপারে সদা তৎপর। ” অনেকদিন ধরেই আমেরিকা ভেবে এসেছে চীনের কাছে ২৫০টি পরমাণু ওয়ারহেড রয়েছে। কিন্তু চীনের নতুন এই পরীক্ষা আরও বেশি চিন্তায় ফেলে দিয়েছে আমেরিকাকে। মার্কিন গোয়েন্দারা মনে করছেন, ২৫০ নয়, চিনের হাতে আরও বেশি পরমাণু অস্ত্র রয়েছে।

যদিও চীনের তরফ থেকে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সঙ্গে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনও সম্পর্ক নেই। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার অনুমতি এবং প্রস্তুতির জন্য এক বছর সময় লাগে। দেশের পরমাণু অস্ত্রভাণ্ডার কতটা সমৃদ্ধ সেটা জানার জন্যই এই পরীক্ষা। সংবাদ প্রতিদিনের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

image-62267-1486062191বিনোদন ডেস্ক: ভিন্ন এক রেকর্ড গড়েছে বাহুবলীর নতুন কিস্তি। সম্প্রতি টুইটারে একটি তালিকায় দেখা যায়, স্যাটেলাইট ও পরিবেশনের স্বত্ব দিয়ে মুক্তির আগেই ‘বাহুবলী টু’ আয় করেছে ৫০০ কোটি রুপি। বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর ১২০ কোটি রুপির বিনিময়ে হিন্দি সংস্করণে স্বত্ব কিনে নিয়েছেন।

এ ছাড়া তামিলনাড়– স্বত্ব ৪৭, কেরালা ১০, কর্ণাটক ৪৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে। স্যাটেলাইট চ্যানেল সনি টিভি হিন্দি সংস্করণ স্বত্ব কিনতে ৫১ কোটি রুপি গুনছে বলেও শোনা যাচ্ছে। ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘বাহুবলী’র শেষ ভাগ ‘বাহুবলী : দ্য কনকুশন’। এতে অভিনয় করেছেন প্রভাস, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রানা বাতি প্রমুখ। খবর : ইন্ডিয়ান এক্সপ্রেস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

aবিনোদন ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে হৃত্বিক-ইয়ামি অভিনিত ছবি ‘কাবিল’। ছবিটিতে একজন দৃষ্টিহীন যুবকের চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা হৃত্বিক রোশন। ছবিতে অভিনয় ভালো করার খাতিরে হৃত্বিককে দৃষ্টিহীন মানুষের সঙ্গে মিশতে হয়েছিল। সেই সময়ে হওয়া উপলব্ধি থেকেই এবার নিজের ৪৩তম জন্মদিনে চক্ষুদান করেছেন হৃত্বিক।

আদিত্য জোত আই হাসপাতালের চেয়ারম্যান ও পরিচালক সুন্দরম নটরাজন জানিয়েছেন এ খবর। তিনি বলেন, আমি ‘কাবিল’র ট্রেলার দেখার পরই ছবির প্রোডিউসার রাকেশ রোশনকে ফোন করি। হৃতিক চোখ দানে আগ্রহী কি না সে বিষয়ে জানতে চাই। রাকেশজির জবাবে আমি অবাক হয়ে যাই। তিনি জানান, তার ছেলে এরইমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমি হৃতিকের সঙ্গে কথা বলে জানতে পারি চোখ দান করেই এ বছর নিজের জন্মদিনটি পালন করতে চায় সে।

গত ১০ জানুয়ারি তেমনটাই করেছেন হৃতিক। ডাক্তার নটরাজনের সঙ্গে রোশন পরিবারের বহুদিনের সম্পর্ক। নটরাজন বলেন, ‘কাবিল’ মুক্তি পাওয়ার আগে এই খবরটি প্রকাশ্যে আসুক, চাননি ডুগ্গু (হৃতিকের ডাক নাম)। কিন্তু ‘কাবিল’ এ হৃতিকের অভিনয় যেভাবে দর্শকদের মন ছুঁয়েছে, এবার এই খবরটিও সকলকে অনুপ্রাণিত করুক। নটরাজনের বিশ্বাস, হৃতিকের এই বিষয়টি অনেককেই অনুপ্রেরণা দেবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

unnamedনিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়াম্যান ও আ.লীগ নেতা আসাদুল হকের পুত্র আব্দুর রেজা বাবুকে মারপিটের ঘটনায় সিরাজুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এজহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুর রেজা বাবুকে সাতক্ষীরা বাস টার্মিনাল সংলগ্ন বিরোধ পূর্ণ জমিতে পেয়ে পলাশ পোল মধুমোল্লাডাঙ্গী এলাকার আতিয়ার রহমানের পুত্র শিরাজুল ইসলাম, মিশন, জিল্লু, শিরিনা সুলতানাসহ ৫ জনের একটি দল বেধড়ক মারপিট করে গুরতর জখম করে।
এ ঘটনায় সাবেক চেয়ার আসাদুল হক বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। যার মামলা নং-৬ গুরতর জখম আব্দুর রেজা বাবু সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য, গতকাল সকালে বাস টার্মিনালে তার জমি দেখতে গেলে উক্ত আসামিরা অতর্কিতভাবে বাবুর উপর হামলা করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

indexনলতা প্রতিনিধি: জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর-এ কামেল অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, ঐতিহাসিক,দার্শনিক,‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া,কুতুবুল আকতাব,গওছে জামান,আরেফ বিলাহ,হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ৫৩ তম বার্ষিকী ৩ দিন ব্যাপী পবিত্র ওরছ শরীফ আগামী ইং ৮,৯,১০ ফেব্রুয়ারি-২০১৭,বাং ২৬,২৭,২৮ মাঘ-১৪২৩ নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌঃ আনছার উদ্দীন আহমদ’র সুনিপন তত্তা¡বধানে ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। উক্ত ওরছ শরীফের ১ম দিন ৮ ফেব্রুয়ারি বুধবার বাদ ফজর হতে পাক রওজা শরীফে খতমে কোরআন মজিদ,মিলাদ শরীফ ও কুতুবুল আকতাব হজরত হাজী হাফেজ সৈয়দ ওয়ারেছ আলী শাহ (রঃ) এঁর রুহের উপর ছওয়াব রেছানী। সকাল সাড়ে ৯ টা হতে পাক রওজা শরীফে হজরত শাহসুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর বেছাল শরীফ উপলক্ষে কলেমাখানি ও কুলখানি। বিকাল ৫ টা হতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর জীবনাদর্শন সম্পর্কে আলোচনা। রাত ১১ টা হতে হজরত রাসুলে করিম (সঃ) ও আউলিয়াগণের জীবনাদর্শন সম্পর্কে আলোচনা। ভোর ৪ টা হতে তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ ও মোনাজাত। ২য় দিন ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ ফজর হতে পাক রওজা শরীফে খতমে কোরআন মজিদ,মিলাদ শরীফ ও হজরত শাহ্ছুফী সৈয়দ গফুর শাহ আল্ হোচ্ছামী (রঃ) এঁর পাক রুহের উপর ছওয়াব রেছানী এবং কুতুবুল আকতাব হাজী হাফেজ সৈয়দ ওয়ারেছ আলী শাহ (রঃ) এঁর রুহের উপর ছওয়াব রেছানী এবং পীর কেবলা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর আত্মীয়-স্বজন ও ভক্তবৃন্দের রুহের মাগফেরাত কামনা। বিকাল ৩ টা হতে হজরত রাসুলে করিম (সঃ) ও আউলিয়াগণের জীবনাদর্শন সম্পর্কে আলোচনা। ভোর ৪ টা হতে তাহাজ্জুদ নামাজ,ফজরের নামাজ ও মোনাজাত। ১০ ফেব্রুয়ারি শুক্রবার বাদ ফজর হতে পাক রওজা শরীফে খতমে কোরআন মজিদ,কলেমাখানি,মিলাদ শরীফ ও হজরত শাহ্সুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর পাক রুহের উপর ছওয়াব রেছানী,বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়ার অনুষ্ঠান ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। উক্ত ওরছ শরীফে হাজির হয়ে দো-জাহানের অশেষ নেকি হাসিল করার জন্য নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষ সকলকে আহবান জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

______নিজস্ব প্রতিবেদক: এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৬৭জন। প্রথমদিনে জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ হাজার ৭শত ০১ জন। এর মধ্যে উপস্থিত ছিল ২১ হাজার ৫ শত ৩৪ জন। অনুপস্থিত ছিল ১ শত ৬৭ জন এবং বহিস্কার ০৩ জন। জেলায় মোট ২৩টি এসএসসি কেন্দ্রে প্রথমদিনের বাংলা ১ম পত্র পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ হাজার ১ শত ৬৪ জন। এর মধ্যে উপস্থিত ১৬ হাজার ১ শত ১১ জন এবং অনুপস্থিত ছিল ৫৩ জন। এস এস সি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ৭টি কেন্দ্রে প্রথমদিনের বাংলা-২ পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৪৫ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৩২ জন, অনুপস্থিত ছিল ১৩ জন এবং বহিস্কার ০১ জন। দাখিল পরীক্ষার ১০ টি কেন্দ্রে প্রথমদিনের কুরআন মাজিদ ও তাজবীদ পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৪শত ৯২ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৪ হাজার ৩ শত ৯১ জন, অনুপস্থিত ছিল ১০১জন এবং বহিস্কার ০২ জন।
সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ১শত ৫৭জন, এর মধ্যে উপস্থিত ১ হাজার ১ শত ৫৪, অনুপস্থিত ৩ জন। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ১ শত ১৩ জন, উপস্থিত ১ হাজার ১ শত ১০ জন, অনুপস্থিত ৩ জন। কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৪ শত ৮৫ জন, উপস্থিত ১ হাজার ৪ শত ৮২ জন এবং অনুপস্থিত ০৩ জন। নলতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮৯ জন, উপস্থিত ৫৮৬ জন এবং অনুপস্থিত ০৩ জন। নকিপুর এইচ সি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮০১ জন, উপস্থিত ৭৯৭ জন, অনুউপস্থিত ০৪জন। বি বি এম পি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫০৫ জন, উপস্থিত ৫০৩ জন, অনুপস্থিত ০২ জন। পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৫০ জন, উপস্থিত ৫৪৯ জন, অনুপস্থিত ০১ জন। আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৫৬ জন, উপস্থিত ৯৫৫ জন, অনুপস্থিত ০১ জন। দরগাপুর এস কে আর এইচ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩৬ জন, উপস্থিত ৪৩৬ জন। বুধহাটা বিবিএম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৯৬ জন, উপস্থিত ৭৯৫ জন, অনুপস্থিত ০১ জন। তালা সরকারি বিদে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০৪২ জন, উপস্থিত ১০৩৭ জন, অনুপস্থিত ০৫ জন। কুমিরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৫৪ জন, উপস্থিত ৫৫১জন, অনুপস্থিত ০৩ জন। খলিশখালী মাগুরা এস সি কলেজিয়েট ইনস্টিটিউট খলিশখালী কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪৫ জন, উপস্থিত ৪৪৫জন। জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল  ৯০৪ জন, উপস্থিত ৯০১ জন, অনুপস্থিত ০৩ জন। সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৮৮ জন, উপস্থিত ৪৮৭ জন, অনুপস্থিত ০১জন। খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩০৪ জন, উপস্থিত ৩০৩ জন, অনুপস্থিত ০১ জন। কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৪৭ জন, উপস্থিত ৭৪২ জন, অনুপস্থিত ০৫ জন। আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৬০ জন, উপস্থিত ৪৫৭ জন, অনুপস্থিত ০৩ জন। নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৬২ জন, উপস্থিত ৭৬১ জন, অনুপস্থিত ০১ জন। বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৮৬ জন, উপস্থিত ৪৮৬জন। চাম্পাফুল আ: প্র: চ: মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩৬ জন, উপস্থিত ৪৩৩ জন, অনুপস্থিত ৩ জন। নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৭২ জন, উপস্থিত ৬৫৫ জন, অনুপস্থিত ০৭জন। নবারুন উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৮৬ জন, উপস্থিত ৩৮৬ জন। এস এস সি ভোকেশনাল পরীক্ষায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২৮৫জন, উপস্থিত ২৮২ জন, অনুপস্থিত ০৩ জন। কলারোয়া জি কে এম কে পাইলট হাইস্কুল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩৮ জন, উপস্থিত ২৩৭ জন, অনুপস্থিত ০১ জন। নকিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২৮ জন, উপস্থিত ১২৬ জন, অনুপস্থিত ০২জন। কালিগঞ্জ পাইলট কমিউনিটি হাইস্কুল কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭৪ জন, উপস্থিত ১৭৩ জন, অনুপস্থিত ০১ জন। কুমিরা পাইলট গার্লস হাইস্কুল কেন্দ্রে পরীর্ক্ষার্থীর সংখ্যা ছিল  ১১৬ জন, উপস্থিত ১১০ জন, অনুপস্থিত ০৬ জন। আহসানিয়া নবারুন উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ জন, উপস্থিত ৮৮ জন এবং বহিস্কার ০১ জন। সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে পরীর্ক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ জন, উপস্থিত ১৬ জন। সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা সংখ্যা ছিল ৯৯৫ জন, উপস্থিত ৯৭৮ জন, অনুপস্থিত ১৭ এবং বহিস্কার ০২ জন। কালিগঞ্জ নাছরুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৬৩ জন, উপস্থিত ৩৬১ জন, অনুপস্থিত ০২ জন। তালা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫৮ জন, উপস্থিত ২৫১ জন, অনুপস্থিত ০৭ জন। শ্যামনগর কেন্দ্রিয় মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৫১ জন, উপস্থিত ৯৩৭ জন, অনুপস্থিত ১৪ জন। কলারোয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫১০ জন, উপস্থিত ৪৯৬ জন, অনুপস্থিত ১৪ জন। আশাশুনি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল  ৪৬৪ জন, উপস্থিত ৪৪১ জন, অনুপস্থিত ২৩ জন। গুনাকরকাটি খাইরিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১৮ জন, উপস্থিত ২১০ জন, অনুপস্থিত ০৮ জন। পাটকেলঘাটা আল আমিন আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৪ জন, উপস্থিত ৩৩৮ জন, অনুপস্থিত ০৬ জন। দেবহাটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯০ জন, উপস্থিত ১৮৩ জন, অনুপস্থিত ০৭ জন। নলতা আহসানিয়া দারুল উলুম আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯৯জন, উপস্থিত ১৯৬, অনুপস্থিত ০৩ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest