সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারে নগদ অর্থ সহায়তাসাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য সুনীল ব্যানার্জীর স্ত্রীর মৃত্যুতে প্রেসক্লাবের শোকসাতক্ষীরায় চার ইয়াবা পাচারকারী গ্রেফতারকালিগঞ্জে গোয়াল ঘেসিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার২৭ জানুয়ারি সাতক্ষীরায় আসছেন জামায়াতের আমীরHogyan kezdhetsz el játszani a betmatch kaszinó platformján még maসেতু-রাস্তাঘাট-শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন – হাবিবুল ইসলামইসলামী শ্রম নীতি প্রতিষ্ঠা হলে শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে: মুহা: আব্দুল খালেককলারোয়ায় বাড়ি ঘর ভাংচুর ও চার লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগসাতক্ষীরায় সাংবাদিকের উপর নকল সার সিন্ডিকেট হোতার হামলার প্রতিবাদ 

শ্যামনগর প্রতিনিধি : ভুরুলিয়া যুব সংঘ আয়োজিত ভলিবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর স্পেশ্যাল পিপি ও উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড এস এম জহুরুল হায়দার। এসময় উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান মাও: ফারুক হোসেন, ভুরুলিয়া ইউ: আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউপি সদস্য গোলাম মোস্তফা,বঙ্গবন্ধু সৈনিক লীগ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রেজওয়ানুল আজাদ নিপুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তব্যে যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

img20170225101815নলতা প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত  ১২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মাথা পিছু মাসিক ৫ শত টাকা হিসেবে জানুয়ারি থেকে জুন ২০১৭ পর্যন্ত ৬ মাসের এককালীন ৩ হাজার করে মোট ৩৬ হাজার ড. হোসনেয়ারা বানু বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম ছিয়ামত আলী বিশ্বাসের ৪র্থ কন্যা (কানাডা প্রবাসী), ডা. মো. শহিদুল আলমের বোন ও অত্র বিদ্যালয় থেকে ১৯৮১ সালে এসএসসি পরীক্ষায় প্লেস করার গৌরব অর্জনকারিনী প্রকৌশলী ড. হোসনেয়ারা বানু বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি অত্র বিদ্যালয়ে ২০১০ থেকে দরিদ্র ও মেধাবী কিছু শিক্ষার্থীর মাঝে নিজ নামে বৃত্তি প্রদান করে আসছেন। তারই অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অনুষ্ঠিত হয় নির্দিষ্ট শিক্ষার্থীদের মাঝে বৃত্তি টাকা প্রদান অনুষ্ঠান। নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল  মোনায়েম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও নলতা মাধ্যমিক বিদ্যালয় শতবর্ষ উদযাপন (২৪ ও ২৫ মার্চ’১৭) কমিটির যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান, মনিরুজ্জামান মহসিন, ড. হোসনেয়ারা বানু’র মেজ ভ্রাতা ও বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান, সমাজসেবক রেজাউল ইসলাম, আসলাম হোসেন, খান ইকবার হোসেন, রফিকুল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।
প্রথম ৬ মাসের জন্য ড. হোসনেয়ারা বানু বৃত্তির টাকা প্রাপ্ত নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ১২জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা হলো- ৭ম শ্রেণির সাদিয়া সুলতানা, তিশা খাতুন ও আল-আমিন হোসেন, ৮ম শ্রেণির ফারিহা তাবাচ্ছুম, মরিয়ম পারভীন ও নিলয় ঘোষ, ৯ম শ্রেণির তাছনিয়া পারভীন, ইয়াছিন ও রেশমা এবং ১০ শ্রেণির সুমাইয়া আক্তার, আরিফুল ইসলাম ও অন্তরা পাল।
এসময় প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম বলেন- ড. হোসনেয়ারা বানু একটি নাম। আর এ নামের সাথে মিশে আছে অত্র বিদ্যালয়ের অনেক স্মৃতি, অনেক আশীর্বাদ, অনেক প্রাপ্তি, অনেক ভালোবাসা। তিনি সুদূর কানাডায় বসে নিজের কর্মের মাঝে তোমাদের মত দরিদ্র ও অসহায় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ মঙ্গলের কথা ভাবেন বলেই তোমাদের লেখাপড়ায় উৎসাহ যোগানোর জন্য কিছুটা হলেও আর্থিকভাবে সহযোগিতা করে চলেছেন। তাই তার অবদান সেই দিন সার্থক হবে যেদিন তোমরাও বাল্যবিবাহসহ অপ-সংস্কৃতির দিকে না ঝুঁকে মানুষের মত মানুষ হয়ে সমাজের অসহায় মানুষদেরকে এমনিভাবে সহযোগিতার জন্য এগিয়ে আসবে। সাথে সাথে আমরা সকলে মিলে নলতা ইউপির মাঘুরালী গ্রামের সন্তান ড. হোসরেয়ারা বানুর জন্য দোয়া করবো তিনি যেন সুস্থ্য থেকে আরো বেশি বেশি উপার্জন করতে পারেন এবং এমনি জনকল্যাণকর কাজে আরো বেশি বেশি দান করতে পারেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

picture-tala-25-02-2নিজস্ব প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কৃত হবার ১দিনের মাথায় তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক এম.এ গফ্ফার আওয়ামীলীগে যোগদান করলেন।
শনিবার বিকালে তালার জেঠুয়া জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ে প্রজন্ম ৭১ ও মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমদ’র হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এম.এ গফ্ফার আওয়ামীলীগে যোগদান করেন। তার যোগদান অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের একাধিক শীর্ষ নেতৃবৃন্দকে অনুপস্থিত থাকতে দেখা গেছে।
এম.এ গফ্ফারের আওয়ামীলীগে যোগদান উপলক্ষ্যে প্রজন্ম ৭১ ও মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আ.লীগ সভাপতি মুনছুর আহম্মেদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, তালা উপজেলা আ.লীগ সভাপতি মেখ নুরুল ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রণব ঘোষ বাবলু, জেলা কৃষকলীগ সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা যুবলীগ সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ার রহমান।
জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রামপ্রসাদ দাশ এর পরিচালনায় উক্ত সভায় আ.লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপি নেতা এম.এ গফ্ফার ৬১৫জন নেতা-কর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করেছেন বলে জানানো হয়। তবে প্রকৃতপক্ষে স্বল্পসংখ্যক যোগদানকারীদের মধ্যে অধিকাংশই পূর্ব থেকেই আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী হিসেবে যুক্ত আছে বলে জানা গেছে। গফ্ফার ইতোপূর্বে ওয়ার্কাস পার্টি থেকে বিএনপিতে যোগদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

tala-pictureনিজস্ব প্রতিবেদক : সন্তান অদ্ভুতরোগে আক্রান্ত হওয়ায় স্ত্রীকে তালাক দিয়ে পালিয়েছে স্বামী সেলিম খাঁ। সেই সন্তান হাসানের বয়স এখন ১৮ মাস। দিন দিন বড় হয়ে যাচ্ছে তার মাথা। কিন্তু করার যেন কিছুই নেই মা শারমিন আক্তারের। স্বামী তালাক দেয়ার পর ঠাঁই হয়েছে তার অভাবী বাবার সংসারে। কি রোগে আক্রান্ত হাসান আজ পর্যন্ত সেটিও জানতে পারেননি শারমিন। দেখাতে পারেননি কোনো ডাক্তার। তবে এলাকার বিভিন্ন কবিরাজদের দেখিয়ে পানি পরা ও তাবিজ নিয়েছেন বহুবার, কিন্তু কোনো উপকারে আসেনি। এখন অসুস্থ ছেলে হাসানকে নিয়ে পথে পথে ঘুরছেন মা শারমিন আক্তার। অসহায় এ পরিবারটির বসবাস সাতক্ষীরা তালা উপজেলা তেঁতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামে।
ওই গ্রামের রজব আলী খাঁ জানান, চার বছর আগে তালা সদরের আটারই গ্রামের মালেক খাঁর ছেলে সেলিম খাঁর সঙ্গে পারিবারিকভাবে মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর সবকিছু ভালোই চলছিলো। ১৮ মাস আগে নাতি হাসান জন্মগ্রহণের পর কিছুদিন যেতে না যেতেই মাথা অস্বাভাবিকভাবে বড় হতে থাকে। এরপর জামাই মেয়েকে তালাক দিয়ে চয়ে যায়। সে এখন অন্যত্র বিয়ে করেছে।
হাসানের মা শারমিন আক্তার জানান, টাকার অভাবে হাসানকে কোনো ভালো ডাক্তার আজো দেখাতে পারিনি। তবে স্থানীয় ডাক্তার কবিরাজ দেখালেও কোনো কাজ হয়নি। স্থানীয় ডাক্তাররা শুধু বলে ঢাকায় নিয়ে চিকিৎসা করাও ভালো হয়ে যাবে। ঢাকায় যাওয়ার মতো সাধ্য আমাদের নেই। ভাঙাচোরা মাটির ঘরেই আমাদের বসবাস। ছেলেকে সুস্থ করতে আপনারা সম্ভব হলে একটু সহায়তা করুন। তঁতুলিয়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী মোড়ল বলেন, পরিবারটি খুব অসহায়। রজব আলী কৃষিকাজ করে সংসার চালায়। ভিটেবাড়ি ছাড়া বাকি কিছুই নেই তার। এদিকে, মেয়ের অসুস্থ ছেলে হাসানকে নিয়েও অসহায় হয়ে পড়েছে সে।
তবে অসুস্থ হাসানকে দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মনোয়ার হোসেন বলেন, হাসানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে দেখাতে হবে। সেখানকার ডাক্তাররা ভালো পরামর্শ দিতে পারবেন। তবে হাসানকে সুস্থ করা সম্ভব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

tala-picture-25-02-17তালা প্রতিনিধি : “নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি,সুস্থ সবল মেধাবী জাতি” এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সাতক্ষীরার তালা উপ-শহরে র‌্যালী বের হয়। র‌্যালী শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সঞ্জয় বিশ^াসের সভাপতিত্বে ও  সাংবাদিক জলিল আহমেদ এর উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম এবং রুপালী পরিচালক সফিকুল ইসলাম। দিনটি উপলক্ষ্যে তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে দুধ বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1488004255গরমের সময় রোদের কারণে ত্বক কালচে হয়ে যায়, বলিরেখা দেখা দেয় এবং ত্বক মলিন ও রুক্ষ হয়ে যায়। এ ক্ষেত্রে কমলালেবু আপনাকে সাহায্য করবে। এই মৌসুমে ত্বককে সতেজ রাখতে এবং তারুণ্য ধরে রাখতে কমলার বিকল্প নেই। তবে এই ফলটির সঙ্গে আরো দুটি প্রাকৃতিক উপাদান মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের অন্যান্য সমস্যারও দ্রুত সমাধান হবে। বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে কমলা দিয়ে তৈরি এমনই একটি প্যাকের পরামর্শ দেওয়া হয়েছে।

যা যা লাগবে
কমলার কোয়া চার-পাঁচটি, বেসন দুই চা চামচ ও টক দই দুই চা চামচ।

যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি ব্লেন্ডারে দুই চা চামচ বেসন নিন। এবার এর মধ্যে কমলার কোয়াগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এখন এর মধ্যে টক দই দিয়ে আবারও ব্লেন্ড করুন। আপনি চাইলে এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন। প্যাকটি মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকে কমলালেবুর উপকারিতা
১. কমলার রস ত্বককে দীর্ঘক্ষণ পানিশূন্যতা থেকে রক্ষা করে।

২. কমলার অ্যান্টিঅক্সিডেন্টস চেহারার বয়সের ছাপ ও বলিরেখা দূর করে।

৩. কমলার ভিটামিন ত্বকের মেছতা ও ব্রণের দাগ দূর করে।

৪. কমলার সাইট্রিক এসিড ত্বকের কালচে দাগ দূর করে ত্বক রাখে দাগমুক্ত।

৫. কমলার ভিটামিন সি ত্বকে প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে।

ত্বকে বেসনের উপকারিতা
১. বেসন ত্বকের রোদে পোড়া কালচে দাগ দূর করে।

২. ত্বকের অতিরিক্ত তেলতেলেভাব দূর করে।

৩. ব্রণ দূর করতে সাহায্য করে।

৪. ত্বক নরম ও মসৃণ করে।

৫. ত্বকের মরা কোষ দূর করে এই প্রাকৃতিক স্ক্রাব।

ত্বকে টক দইয়ের উপকারিতা
১. টক দই ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

২. ত্বকের কালচে দাগ দূর করে উজ্জ্বল করে।

৩. ত্বকের বলিরেখা দূর করে।

৪. টক দইয়ের ল্যাকটিক এসিড মরা কোষ দূর করে।

৫. ব্রণের দাগ ও মেছতা দূর করে।

৬. চোখের চারপাশের কালো দাগ দূর করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1488023239কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার অভিনয় করতে যাচ্ছেন ঢাকার চলচ্চিত্রে। রফিক শিকদার পরিচালিত ‘হৃদয়জুড়ে’ ছবিটিতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা ও মডেল নিরব। ছবিটির মহরত অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার সন্ধ্যা ৭টায় বিএফডিসিতে।

পরিচালক রফিক শিকদার বলেন, ‘আজ সন্ধ্যায় এফডিসির ঝরনা স্পটে ছবির মহরত অনুষ্ঠিত হবে। সেখানে ছবির শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত থাকবেন। ছবিতে অভিনয় করবেন নায়ক নিরব এবং তাঁর বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার। আগামী ৫ তারিখ থেকে আমরা ছবির শুটিং শুরু করব। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ছবির শুটিং করব। বিশেষ কিছু কাজের জন্য দেশের বাইরে যেতে হবে।’

ছবিতে কলকাতার নায়িকা কেন নেওয়া হয়েছে জানতে চাইলে রফিক শিকদার বলেন, ‘আমাদের দেশে এখন যাঁরা কাজ করছেন তাঁরা কেউই সিরিয়াস না। আমরা যেমন একটি চলচ্চিত্র বানানোর জন্য বছরের পর বছর চেষ্টা করি, কিন্তু তাদের সঙ্গে কথা বলার পর আগ্রহটা কমে যায়। নিজেকে প্রচণ্ড কমার্শিয়াল মনে করে, আর সেটা লক্ষ করা যায় শুধু টাকা নেওয়ার সময়। কাজ ফাঁসিয়ে দিয়ে ইচ্ছে মতো সেট থেকে চলে আসবে। ভালো চলচ্চিত্রকে সহযোগিতা করা বা ছবির প্রতি ভালোবাসা নেই বললেই চলে। যে কারণে আমি আগেই সিদ্ধান্ত নিয়েছি বাইরের অভিনেত্রী নিয়ে কাজ করব। “চিরদিনই তুমি যে আমার’ ছবিতে প্রিয়াঙ্কার অভিনয় দেখে আমার কাছে ভালো লেগেছে, যে কারণে তাকে নিয়ে কাজ করছি।’

কী ধরনের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হবে জানতে চাইলে পরিচালক বলেন, ‘একেবারেই বর্তমান সময়ের গল্প নিয়ে এই ছবি বানাচ্ছি। ইউনিভার্সিটিতে পড়ুয়া একজোড়া ছেলেমেয়ে যারা একে অপরকে ভালোবাসে। এরই মধ্যে ছবিতে যুক্ত হবে তাদের এক বন্ধু যে অনেক বড়লোক। সে-ও নায়িকার প্রেমে পড়ে যায়। বড়লোক বন্ধু বিভিন্ন ভাবে চেষ্টা করে তাদের সম্পর্ক নষ্ট করার। এভাবেই এগিয়েছে ছবির গল্প।’

পরিচালক রফিক শিকদার এর আগে ‘ভোলা তো যায় না তারে’শিরোনামে একটি ছবি নির্মাণ করেছিলেন। সেই ছবিতে অভিনয় করেছিলেন নিরব ও তানহা তাসনিয়া। এবার দ্বিতীয় ছবির কাজে হাত দিচ্ছেন পরিচালক। ‘হৃদয়জুড়ে’ ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন। ছবিতে আরো অভিনয় করছেন কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা ও কলকাতার রজতাভ দত্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শুভ জন্মদিন সৌম্য সরকার

কর্তৃক Daily Satkhira

photo-1488025441নাম সৌম্য। সাতক্ষীরার কৃতি সন্তান। সুঠাম দেহ আর মনভোলানো হাসিটাতেও তিনি সৌম্য। এই পর্যন্তই। ক্রিকেট মাঠে নামলেই অশান্ত আর কুৎসিত হয়ে ওঠেন। বোলারদের পিটিয়ে ছাতু বানাতেই সিদ্ধহস্ত। কারো প্রতি বিন্দুমাত্র দাক্ষিণ্য প্রদর্শন করেন না। ক্রিকেট ব্যাটটাকে তলোয়ার বানিয়ে বোলারদের ওপর শাসন চালান তিনি।

দুই বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ভরসার নাম এই সৌম্য সরকার। আজকের দিনে ২৪ বছরে পা দিলেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। ১৯৯৩ সালে আজকের দিনেই সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি।

স্কুলজীবন থেকেই তুখোড় ক্রিকেটার সৌম্য সরকার। বয়সভিত্তিক ও স্কুল ক্রিকেটে দুর্দান্ত খেলতে থাকেন তিনি। স্কুল ওয়ানডেতে ২৫০ রানের ইনিংস রয়েছে তাঁর। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে কাতারের বিপক্ষেও ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। ২০১০ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ দলে লেখার মধ্য দিয়ে তারকা খ্যাতি পাওয়া শুরু করেন এই ব্যাটসম্যান। তবে ২০১২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপটা ছিল সৌম্যর জীবনের টার্নিং পয়েন্ট। প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধুনা করে ৮০ বলে ৭৩ রান করেন সৌম্য। সেই ম্যাচে হারলেও অমূল্য এক রতনের সন্ধান পেয়ে যান বাংলাদেশ।

২০১৪ সালের ১ ডিসেম্বর মিরপুর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অভিষেক হয় সৌম্য সরকারের। ভালো খেলার পুরস্কার হিসেবে জায়গা পেয়ে যায় বিশ্বকাপ দলেও। ক্রিকেটের মহারণে ভয়ডরহীন ক্রিকেট খেলে সবার  নজর কেড়ে নেন এই ব্যাটসম্যান। এরপর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত এক ম্যাচজয়ী সেঞ্চুরি করে নিজের জাত চেনান আরেকবার। পুরস্কার হিসেবে টেস্ট দলেও জায়গা পেয়ে যান।

এখন পর্যন্ত ২০ ওয়ানডেতে ৪০.২২ গড়ে ৭২৪ রান করেছেন সৌম্য সরকার। ২২ টি-টোয়েন্টি ম্যাচে ১৭.২৭ গড়ে সৌম্য রান ৩৮০। ৫ টেস্টে ৩১.৭৭ গড়ে ২৮৬ রান করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest