সর্বশেষ সংবাদ-
সারাদেশে খুন- ধর্ষন -শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনআশাশুনির কালকীর স্লুইস গেটে পলি মাটি জমে থাকায় ১০ হাজার বিঘা জমিতে ফসল হচ্ছে নাদেবহাটা কলেজ শাখা ছাত্রদলের মানববন্ধনজুলুম-নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলন কখনো দমানো যাবেনা: মুহাঃ ইজ্জত উল্লাহতালার চাঁদাবাজ, ছিনতাই ও লুটপাটের মূল হোতা আটক রিয়াজুল কে ছাড়াতে থানা ঘেরাওসাতক্ষীরায় সাংবাদিকের বাড়ি থেকে মোটরসাইকেল চুরি,গ্রেপ্তার-১সাতক্ষীরায় ১৫ টি স্বর্ণের বারসহ পাচারকারী আটকসাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদনআশাশুনিতে সাংবাদিককে গ্রেপ্তারের ভয় ও প্রাণনাশের হুমকিসাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদন

সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু: আহত ১

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার ভোররাতে উপজেলার দরগাহপুর কাদাকাটি সড়কের নির্মাধীন ধাপুয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের পুত্র নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের পুত্র উইলিয়াম ঘোষ (১৮)। এছাড়া একই গ্রামের তারক ঘোষের পুত্র কর্নেল ঘোষ (১৯) কে আহত অবস্থায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । তারা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান,নিহত নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও আহত কর্নেল ঘোষ মঙ্গলবার কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে একটা যোগ্য অনুষ্ঠানে যোগদেন। সারারাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোররাতে তারা কালীগঞ্জের দিকে রওনা হলে প্রতি মধ্যে দরগাহপুর কাদাকাটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে এসে ধাক্কা দেয়। এত ঘটনাস্থলে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হয়। গুরুতর আহত অবস্থায় কর্নেল ঘোষকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি এবং আহতে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, আজ ভোর রাতে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে ধাক্কা খেয়ে দুই শিক্ষার্থী মারা গেছে। পুলিশ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ৭ই মার্চ উপলক্ষ্যে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৫ই মার্চ, ২৪ ইং মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও বিজয়ী প্রতিষ্ঠানকে পুরষ্কার বিতরন করা হয়। উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) হোসাইন শওকত। এসময় উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিযোগীতায় দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের অভিক ঘোষ ১ম, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ফরিদা পারভিন ২য় ও পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সজল ৩য় স্থান অধিকার করে। এছাড়া শ্রেষ্ট প্রতিষ্ঠান হিসেবে সখিপুর মাধ্যমিক বিদ্যালয় ১ম, দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুল ২য়, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় ৩য়, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় ৪র্থ ও পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় ৫ম স্থান অধিকার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের ফুলেল শুভেচ্ছা বিনিময়

প্রেস বিজ্ঞপ্তি :
ভোমরা স্থলবন্দরে আমদানি ও রপ্তানি বাণিজ্যে আধুনিকায়ন, পার্শ্ববর্তী বেনাপোল বন্দরের সাথে বৈষম্য দূরীকরণ সহ একাধিক ইসু নিয়ে আমদানি ও রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে ভোমরা স্থলবন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত ভোমরা স্থলবন্দর আমদানি ও রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে উল্লেখিত বিষয়গুলো আলোচনায় স্থান পায়।

আজ বিকালে ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিনের সাথে আমদানি ও রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে মত বিনিময়ে মিলিত হন।এসময় ভোমরা ও বেনাপোল বন্দরে রাজস্ব তারতম্যের বিষয়টি উত্থাপন করা হয়।

পরবর্তীতে আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ কাস্টমসের ডেপুটি কমিশনার এনামুল হকের বাসভবনে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় কাস্টমসের ডেপুটি কমিশনার নিশ্চিত করেন যে, আসন্ন বাজেট অধিবেশনের আগেই ভোমরা স্থলবন্দরে কাস্টম হাউস ঘোষণা করা হবে। অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। সরকারের উচ্চমা মহলে দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে। শুধুমাত্র কাস্টমস হাউজ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এ সময় আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আমদানি বাণিজ্যে বেনাপোল ও ভোমরা বন্দরের বৈষম্যের বিষয়টি আবারও উত্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন আমদানি ও রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ আক্তার হোসেন (পানি ডাক্তার), সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুর রহমান, সহ-সভাপতি মোঃ রিয়াজুল হক ও মোঃ আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক কিনু বিশ্বাস, দপ্তর বিষয়ক সম্পাদক জি এম খোরশেদ আলম, বান্দর ও বর্ডার বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুর রহমান খোকন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান (মিজান) প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির দরগাহপুর ১ নং সংরক্ষিত আসনে উপনির্বাচন উপলক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের ১ নং সংরক্ষিত আসনে উপনির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম।

আশাশুনি উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সহাল জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, আইসিটি অফিসার আখতার ফারুক বিল্লাল, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান।

কর্মশালায় আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য উপনির্বাচনে ভোটগ্রহণকরী ৫০ জন প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রসঙ্গত সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছাঃ রোজিনা বেগম গত ২২ ডিসেম্বর ২০২৩ সালে হৃদরোগে মৃত্যুর পর আসনটি শূন্য হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার সখিপুরে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার সখিপুরে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, পাওয়ারিং ও চিকিৎসা প্রদান ক্যাম্প প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী সংস্থা (সাস) সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় “বিনামূল্যে চোখের ছানি অপারেশন, পাওয়ারিং ও প্রাথমিক চিকিৎসা প্রদান ক্যাম্প ৪ মার্চ ২০২৪ সকাল ৯ টায় সখিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উদ্বোধন করা হয়।

পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর বাস্তবায়নে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত ক্যাম্প উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য নাজিম সরদারসহ সাসের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় আশার আলোর আয়োজনে স্বাস্থ্যসেবা ও যোগাযোগ বিষয়ে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে ৪ মার্চ সোমবার সকাল ১১ টায় থ্রিভিং লোকাল হেলথ সেন্টার, দেবহাটা প্রকল্পের আওতায় এ্যামেরিকিয়ারসের সহযোগিতায় স্বাস্থ্যসেবা ও যোগাযোগ বিষয়ে একটি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

হাদীপুর ডিআরআরএর প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষনের অংশগ্রহনকারী ছিলেন দেবহাটা উপজেলার কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের সকল সিএইচসিপি এবং সিএইচডব্লিউসহ মোট ২৫ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন। আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম শাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ দত্ত। প্রশিক্ষক হিসেবে সমগ্র প্রশিক্ষণটি পরিচালনা করেন এম এ রশিদ ও নারগিছ সুলতানা। অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি পেল সাতক্ষীরার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান মর্র্নিং সান প্রি ক্যাডেট

প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছেন সাতক্ষীরার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান মর্র্নিং সান প্রি ক্যাডেট স্কুল। ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ৩৮.০১.৪০০০.০০০.৩৬.০৩০.১৯-৪৪৩/৫ নং স্মারকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় খুলনা এ আদেশ দেন। আদেশে উল্লেখ করা হয়েছে নার্সারী/কিন্ডারগার্টেন বিদ্যালয় নিবন্ধন বিধিমালা ২০১১ এর বিধি-৪ এর উপবিধি(৪) অধীন গঠিত মূল্যায়ন কমিটি কর্তৃক ১২তম সভায় উপস্থাপিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা ২০২৩ জারীর পূর্বে ও পরে নির্ধারিত ছকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাপ্ত আবেদন সমূহ নিবন্ধন কর্তৃপক্ষ হিসেবে ২০২৩ এর বিধি ৩৩(৩) অনুযায়ী উপর্যুক্ত বিবেচিত হওয়ায় বিদ্যালয়টিকে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য শর্ত সাপেক্ষে পাঠদানের অনুমতি প্রদান করা হয়।
মর্নিং সান প্রি ক্যাডেট স্কুল ২০১২ সালে প্রতিষ্ঠার হওয়ার থেকে সরকারি কারিকুলাম অনুযায়ী শিশুদের সুনামের সাথে শিক্ষাদান করে আসছে।

ইতোমধ্যে প্রতিষ্ঠানটি শহরের অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন। বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় খুলনা কর্তৃক বিদ্যালয়টিকে পাঠদানের অনুমতি প্রদান করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক শেখ আমিনুর রহমান কাজল। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় কাস্টমস হাউজ দ্রæত চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার ভোমরায় কাস্টমস হাউজ দ্রæত চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় ভোমরা শুল্ক স্টেশনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কাস্টমস হাউজ বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনসহ ৪টি সংগঠনের যৌথ আয়োজনে বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এ এস এম মাকছুদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, শ্রমিক নেতা জাকির হোসেন, আমদানী কারক এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান, হাদিউজ্জামান বাদসা, আব্দুস সাত্তার জুয়েল, আনোয়ারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামানসহ অন্যরা।

বক্তারা বলেন, ভোমরাস্থল বন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর হওয়ার পরেও কিছু কুচক্রী মহলের কারণে বার বার ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ বন্দর দিয়ে সকল পণ্য আমদানী করার পরিবেশ থাকলেও কাস্টমস হাউজ না সেটি হচ্ছে না। নামমাত্র কয়েকটি পন্য এ বন্দর দিয়ে আমদানী হয়। বন্দরের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা না থাকায় ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে। কাস্টমস হাউজ চালু হলে শ্রমিকদের কর্মসংস্থান বাড়বে। কোটি কোটি টাকার রাজস্ব পাবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest