আশাশুনিতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যুগ্ম সচিব শাহ আলম

বিএম আলাউদ্দীন, আশাশুনি ব্যুরো:
ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডবে ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ শাহ আলম। শুক্রবার দুপুরে তিনি শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

যুগ্ম সচিব শাহ আলম দুপুর পৌণে ১ টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সরোজমিন পরিদর্শন করেন এবং মূল্যায়ন ও পরিবীক্ষণ করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছার দিপু, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। পরিদর্শন শেষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র ৫০ পরিবারকে ১০ কেজি করে চাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ,
১ কেজি ডাল, ১ কেজি আলু, ২০০ গ্রাম হলুদের গুঁড়া ও ১০০ গ্রাম করে ধনিয়া গুড়ার ত্রাণ বিতরণ করেন। এসময় তিনি ঘূর্ণিঝড়ে উপজেলার ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালে হাতুড়ে ডাক্তার দিয়ে অপারেশনের অভিযোগ !

ডেস্ক রিপোর্ট:
সাতক্ষীরা ইটাগাছা পুলিশ ফাঁড়ির সামনে অবস্থিত ন্যাশনাল হাসপাতালটি কসাইখানায় পরিণত হয়েছে। দালালের মাধ্যমে রুগি বাগিয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে নাকি করা হচ্ছে অপারেশন। এতে রুগি ও রুগির স্বজনরা হচ্ছেন সর্বশান্ত। গরীব অসহায় রুগিদের সেবা দেওয়া নামে করা হচ্ছে প্রতারণা। কেউ প্রতিবাদ করতে গেলে মাস্তান ডেকে শাসানো হয়। দেওয়া হচ্ছে হুমকী। এমনই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। গত ২৩ মে হার্নিয়ার সমস্যা নিয়ে এ হাসপাতালে ভর্তি হয় ভোমরার চৌবাড়িয়ার মৃত বাবর আলী মোল্লার ছেলে ইজাজুল ইসলাম। ভর্তির পর ৫দিন হাসপাতালে রেখে বিভিন্ন অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষ মোটা অঙ্কের টাকা বাগিয়ে নেন। রুগির স্বজনদের বলা হয় রুগির অপারেশন করতে ১৭ হাজার টাকা লাগবে। রুমভাড়া বাবদ প্রতিদিন ৪০০টাকা দিতে হবে। ওষুধ বাইরে থেকে কিনতে হবে। এ চুক্তিতে অপারেশন করা হয়।

অপারেশন করেন হাতুড়ে ডাক্তার আশরাফুজ্জামান। রোগী স্বজনদের অভিযোগ অপারেশনের পর থেকে প্র¯্রাব হচ্ছে না। রুগির যন্ত্রণায় ছটফট করতে থাকলে নার্সদের ডেকেও মেলেনি সাড়া। রুগীর অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। অপারেশনের পর ডাক্তার আশরাফুজ্জামানকে আর হাসপাতালে দেখা যায়নি। বৃহস্পতিবার বিকেলে ডাক্তার আশরাফুজ্জামান হাসপাতালে অন্য আরেকজনকে অপারেশন করে পালিয়ে যাওয়ার সময় ধরে ফেলেন ইজাজুল ইসলামের জামাতা। এসময় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার চেষ্টা করা হয়।

কিন্তু তারা ছাড়পত্র না নিয়ে পুলিশ ও গণমাধ্যম কর্মীদের স্মরণাপন্ন হন। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা হাসপাতালে গেলে রুগি ও তার স্বজনদের অবরুদ্ধ অবস্থায় দেখা যায়। পুলিশও খবর পেয়ে হাসপাতালে যায়। সাতক্ষীরা সদর থানার এসআই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশ হাসপাতালে গেলে ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তারা গা-ঢাকা দেয়। পুলিশ এসময় খোঁজ খবর নিয়ে চলে আসে এবং বিষয়টি দ্রæত সমাধানের জন্য অন্যান্য কর্মচারীদের নির্দেশ দেন। এসআই সাইদুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে দায়িত্বশীল কাউকে পাইনি। রুগির স্বজনদের সাথে কথা বলে হাসপাতালের কর্মচারীদের বিষয়টি সমাধানের জন্য নির্দেশ দিয়েছি।

এদিকে রুগির স্বজনদের অভিযোগ পুলিশ ও সাংবাদিকদের জানানোর কারণে রাতে হাসপাতালের ম্যানেজার হুমকি দিয়ে শাসিয়েছেন। রুগি ইজাজুল ইসলামের স্ত্রী জানান বিষয়টি জানাজানি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ দুদিন সময় নিয়েছে। এদিকে হাসপাতালের রিসিপশনে কর্মরত কর্মকর্তার সাথে এ ব্যাপারে বার বার কথা বলার চেষ্টা করা হলেও তিনি মুখ খুলতে চাননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা  উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ এস এম সাখাওয়াত হোসেন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই সেলিম রেজা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সখিপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহদাৎ নফর বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, দেবহাটা সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল,

দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সাংবাদিক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, ভাতশালা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শরিফুল ইসলাম, দেবহাটা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবদূল লতিফ মোল্লা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুনসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় সভাপতি বিজিবিকে মাদকদ্রব্য না আসার জন্য কঠোর ও তৎপর হওয়ার নির্দেশনা দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বাঘের নখসহ শরিফ নামের একজন ব্যক্তি আটক

শ্যানগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে বাঘের নখসহ মোঃ শরিফ উদ্দিন (শরিফ ডাক্তার) (৪০) নামে একজনকে আটক করেছে বন বিভাগের সদস্যরা
। বৃহস্পতিবার বিকালে উপজেলার নীলডুমুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শরিফ উদ্দিন ইশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকার মোকাদ্দেস মোল্লার ছেলে।

বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার মো. হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল তিনটার দিকে নীলডুমুর খেয়াঘাট এলাকার আটক শরিফ উদ্দিনের মায়ের দোয়া ফার্মেসি নামীয় দোকান থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে কাছ থেকে ২টি বাঘের নখ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বন আইনের মামলার প্রস্তুতি ও জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেল হাজতে পাঠানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিল প্রশাসসন

তালা প্রতিনিধি ॥
সাতক্ষীরার তালায় ঘোনার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেন।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার এর নির্দেশে ইসলামকাটি ইউনিয়নের ভূমি কর্মকর্তা আব্দুল মুকিত সরেজমিন পরিদর্শন করে বালি উত্তোলন বন্ধের নির্দেশ দেয়।

জানা গেছে, তালা মাঝিয়াড়া ও ঘোনা বাজার সড়কে উন্নয়ন কাজ চলছে। কাজটি বাস্তবায়ন করছে আমানত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। একাজের বালি ভরাটের জন্য পার্শ্ববর্ত্তী ঘোনা সরকারী খাল থেকে সামাদ নামের এক ব্যাক্তির মাধ্যমে প্রায় ১৫ দিন ধরে বালি উত্তেলনের কাজ চলছিলো।

বৃহস্পতিবার খবর পেয়েই উপজেলা সহকারী কমিশনার ইসলামকাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেয় । পরে ভূমি কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করে বালু উত্তোলন বন্ধ করে দেয়।
ইসলামকাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মুকিত জানান, উপজেলা সহকারী কমিশনারের নির্দেশে আমি ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের কাজ বন্ধ করে দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরাফাত হোসেন জানান, তারা সম্পূর্ণ অবৈধভাবে বালু উত্তোলন করছিলো খবর পেয়ে আমি তা বন্ধ করার নির্দেশ দিয়েছি। এর পরও তারা যদি একই কাজ আবার করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া উপজেলায় আমিনুল ইসলাম লাল্টু বিজয়ী

কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

আমিনুল ইসলাম লাল্টু ৪৭০৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিবন্ধী প্রার্থী আলতাফ হোসেন লাল্টু ৪২৪৫ ভোট পেয়েছেন। ডেক্স রিপোর্ট:

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদরে মশিউর রহমান বাবু নির্বাচিত

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবু। তিনি ভোট পেয়েছেন ৩১হাজার ১৯৬ টি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম শ‌ওকাত হোসেন (মটরসাইকেল ) তিনি পেয়েছেন ২৩ হাজার ৪২ ভোট।

এম সুশান্ত (আনারস) পেয়েছেন ১৮২৬৯ ভোট , গোলাম মোর্শেদ (চিংড়ি মাছ) পেয়েছেন ১৬৮৬৯ ভোট এবং তামিম হোসেন সোহাগ (ঘোড়া) পেয়েছেন ৩১৪৮ ভোট। ডেক্স রিপোর্ট:

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঘূর্ণিঝড় রিমালের ক্ষতচিহ্নের উপর দাঁড়িয়ে বাঁচার আকুতি উপকূলবাসীর

নিজস্ব প্র্রতিনিধি :
‘মিথ্যা আশ্বাস আর নয়; এবার টেকসই বাঁধ চাই, আর চাইনা ভাসতে;এবার দিন বাঁচতে, উপকূলের কান্না; শুনতে কি পান না’- এমন বিভিন্ন স্লোগান তুলে মানববন্ধন করেছে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের সহস্রাধিক তরুণ ও স্থানীয় এলাকাবাসী।

ঘূর্ণিঝড় রিমালসহ বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আজ মঙ্গলবার (২৮ মে) বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালী পয়েন্টে ভেঙে যাওয়া বেড়িবাঁধের ওপর এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

উপকূলবাসীর আয়োজনে মানববন্ধনটিতে স্থানীয় বাসিন্দা মাওঃ আব্দুল মাজেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আবু তাহের, মোক্তার হোসেন, তরিকুল, স.ম ওসমান গনি সোহাগ,মাসুম বিল্লাহ, নিসাত, রায়হান প্রমূখ।

এ সময় বক্তারা আরও বলেন, ঘূর্ণিঝড় রিয়েল নয় প্রতিবারই এমন পরিস্থিতিতে কর্তা ব্যক্তিরা শুধু আশ্বাসের বুলি আওড়ান। শোনান নানা ধরনের মেগা প্রকল্পের গল্প। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই অঞ্চলে এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। উপকূলের মানুষকে বাঁচাতে টেকসই বেড়িবাঁধের বিকল্প নেই।

তাঁরা বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে ব্যর্থ হলে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলকে পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিন। আমরা বারবার নয়, একবারই মরতে চাই।

মানববন্ধনে বক্তারা বলেন, ষাটের দশকের বেড়িবাঁধ প্রায় অর্ধশত বছর ধরে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। এ কারণে সামান্য ঝড় বা জলোচ্ছ্বাসের কথা শুনলেই আঁতকে ওঠে উপকূলের মানুষ। তারা ঝড়কে ভয় পায় না, উপকূলের মানুষ ভয় পায় বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়াকে।

উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ না থাকার কারণে ২০০৯ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় আইলায় এইএলাকায় ব্যাপক ক্ষতি হয় উল্লেখ করে তারা বলেন, কয়েক বছর সাগরের লোনাপানিতে বন্দী থাকতে হয় হাজার হাজার পরিবারকে। এ সময় টিকতে না পেরে শত শত মানুষ উদ্বাস্তু হয়ে অন্য এলাকায় চলে গেছে।

বক্তারা আরোও বলেন, আইলার সময়ই উপকূলীয় এলাকার ভঙ্গুর বাঁধ টেকসই করার বিষয়ে আলোচনা শুরু হয়। কিন্তু পার্শ্ববর্তী গাবুরায় মেগা প্রকল্পের কাজ শুরু হলেও ক্ষতিগ্রস্ত এই এলাকায় এক যুগেও তা আর হয়নি। এ কারণে সামান্য জোয়ারের পানিতে বাঁধ ভেঙে এই এলাকা প্লাবিত হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest