সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়াসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

কোমল পানীয় পানে স্বাস্থ্য ঝুঁকি

স্বাস্থ্য কণিকা: গরমে কোমল পানীয় পানে খানিকটা শান্তি মেলে শরীরে ঠিকই। বিশেষ করে এই গরমের দিনে বাড়ির বাইরে বেরোলেই শরীর ক্লান্ত হয়ে পড়ে। এছাড়া কিছুটা গুরুপাক খাবার কিংবা ফাস্টফুডের সাথে কোমল পানীয় খাওয়া আজকাল নিয়মে পরিণত হয়েছে। কিন্তু এই কোমল পানীয়র মানব দেহের উপর রয়েছে বিরূপ প্রতিক্রিয়া।

গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত চিনি ও ক্যালরিসমৃদ্ধ হওয়ায় কোমল পানীয় হজমে বাধা সৃষ্টি করে এবং শরীরে অক্সিজেনের পরিমাণ হ্রাস করে। বিপদ জনক কথা হচ্ছে, এই সব কোমল পানীয় পানের কারণে দিন দিন ক্যান্সারের ঝুঁকি বেড়েই চলেছে।

যুক্তরাষ্টের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. ফ্রান্সিসকে জানান, ক্যান্সার এক বৃক্ষের মতো এবং অক্সিজেনবিহীন টিস্যু হলো এর পৃষ্ঠপোষক। অত্যধিক কোমল পানীয় সেবনের ফলে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে আসে, যা মানব দেহের জন্য ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

তিনি আরো জানান, এছাড়া ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, কিডনিতে পাথর, অতিরিক্ত ওজন, বন্ধ্যাত্বের মতো জটিল রোগব্যাধির ঝুঁকি ও বেড়ে যাচ্ছে এই কোমল পানীয় পানের অভ্যাস থেকে। তাই সুস্থতার জন্য কোমল পানীয় পানের অভ্যাস ত্যাগ করা অত্যন্ত জরুরি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরাকে আইএসের গণকবরের সন্ধান

বিদেশের খবর: ইরাকি উত্তরাঞ্চলীয় নেইনাভাপ্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনী একটি গণকবরের সন্ধান পেয়েছে। এলাকাটি আইএসের নিয়ন্ত্রণে থাকার সময় এখানে লোকজনদের ধরে এনে হত্যা করে গণকবর দেয়া হতো।

ইরাকি সামরিক গোয়েন্দা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী বাগদাদ থেকে ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থিত প্রাদেশিক রাজধানী মসুল শহরকে আল আয়াজিয়া শহরের সঙ্গে সংযুক্ত করা একটি সড়কের পাশে ওই গণকবর থেকে অন্তত ৬০টি দেহাবশেষ পাওয়া গেছে, যাদের বেশিরভাগই নারী ছিল। খবর প্রেস টিভির।

নিরাপত্তা বাহিনী নিহতদের লাশ শনাক্তকরণের জন্য মসুলের ফরেনসিক বিভাগের কাছে হস্তান্তর করেছে। এর পর তাদের নিজেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মসুলের ২৫ কিলোমিটার দক্ষিণে হাম্মাম আল আলিল শহরে গত ১১ এপ্রিল প্রথমে গণকবরটির তথ্য পাওয়া যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গারা সবচেয়ে নির্যাতিত তারা বিচার চায় : জাতিসংঘ মহাসচিব

দেশের খবর: জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, ঘর-বাড়ি, স্বজন ও দেশহারা রোহিঙ্গারা বিশ্বের সবচেয়ে নিপীড়িত গোষ্ঠী। তারা বিচার চায়। নিরাপদে বাড়িতে ফিরে যেতে চায়। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা নিজের চোখে দেখার পর জাতিসংঘ মহাসচিব গুতেরেস এ কথা বলেন। গতকাল সোমবার কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবির ঘুরে দেখেন তিনি। এ সময় তিনি রোহিঙ্গাদের মুখ থেকে তাদের ওপর বর্বর নির্যাতন ও পালিয়ে আসার কাহিনী শোনেন। রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিবের এই সফরের সময় তার সাথে ছিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীও।

জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেন। পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে অ্যান্টোনিও গুতেরেস বলেন, রোহিঙ্গাদের দুঃখ-কষ্ট দেখে হৃদয় ভেঙে গেছে। এসব ক্যাম্পের অবস্থা এক ট্র্যাজিক ঘটনা। ছোট ছোট রোহিঙ্গা শিশুদের দেখে আমার নাতি নাতনিদের কথা মনে পড়ে গেছে। তাদের অবস্থাও যদি এমন হতো তাহলে কি রকম হতো! তিনি জানান, বর্ষা মৌসুমে হুমকিতে থাকা দুই লাখ রোহিঙ্গাকে অন্যত্র সরিয়ে নেওয়া জরুরি।

জাতিসংঘ মহাসচিব জানান, রোহিঙ্গারা যাতে দেশে ফিরে যেতে পারেন সেজন্য তারা কাজ করছেন। তবে তিনি বলেন, তাদের ফিরে যাওয়া শুধু সেখানে অবকাঠামো তৈরির বিষয় নয়। তারা যাতে সম্মানের সাথে ফিরে যেতে পারে সেটা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, মিয়ানমারে পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এই অবস্থা এভাবে চলতে পারে না। এর একটা সমাধান হতে হবে। এছাড়া এক টুইট বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছ থেকে হত্যা আর ধর্ষণের যে বিবরণ আমি শুনেছি তা অকল্পনীয়। এই দুর্দশার কথা আমার সারা জীবন মনে থাকবে।

সোমবার বিকেলে কুতুপালং ডি-৫ ব্লকে এই প্রেস ব্রিফিংয়ে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, মিয়ানমার থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিঃস্ব। তাদেরকে বিশ্ব ব্যাংক থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে। রোহিঙ্গারা এখানে যতদিন থাকবে ততদিন পর্যন্ত বিশ্ব ব্যাংক সাহায্য করবে। তিনি বলেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের পাশে থেকে রোহিঙ্গারা যাতে স্বাচ্ছন্দ্যে স্বদেশে ফিরে যেতে পারে তার জন্য কাজ করছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম, আন্তর্জাতিক রেডক্রসের প্রেসিডেন্ট পিটার মোরার, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) প্রধান ফিলিপো গ্র্যান্ডি ঘুমধুমের টিভি রিলে কেন্দ্র এলাকায় রেড ক্রিসেন্ট পরিচালিত এক্সটেনশন ৪ নিবন্ধিত সি ব্লকে পৌঁছেন। সেখানে তারা ২০ জন নির্যাতিত রোহিঙ্গা নারী ও ২০ জন নির্যাতিত পুরুষের সাথে কথা বলেন। পরে প্রতিনিধি দল ট্রানজিট ক্যাম্প ৪, কুতুপালং ক্যাম্প ১ এর আইওএম পরিচালিত নারী বান্ধব কেন্দ্র ও হাসপাতাল পরিদর্শন করে সেবার মান ও যথাযথ দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রসঙ্গত, মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনের মুখে গত আগস্টের পর থেকে সাত লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে এসেছে। মিয়ানমারে সেনাবাহিনীর ওই অভিযানকে এর আগে জাতিসংঘ উল্লেখ করেছে জাতিগত নিধন অভিযান হিসেবে। বিশ্বব্যাংকও রোহিঙ্গা শরণার্থীদের দেখাশোনা করার জন্যে গত সপ্তাহে ৪৮ কোটি ডলারের একটি অনুদানের কথা ঘোষণা করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ৫২

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে পাঁচ মাদক মামলার আসামি ও বিএনপি-জামায়াতের তিন কর্মীসহ ৫২ জনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৬ জন, শ্যামনগর থানা ১০ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার শুরু মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন

দেশের খবর: ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগান নিয়ে গত মে মাসের শুরুতে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এ যুদ্ধের পাশাপাশি সরকার মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনও শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে সরকারের অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থা।

মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত সারাদেশে মাদক ব্যবসায়ী ও মাদকসেবিসহ প্রায় ২২ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে প্রায় ১৫ হাজার।

পুলিশ ও র‌্যাব সদর দফতর সূত্র অনুযায়ী, গত ৪ মে থেকে ২৪ জুন পর্যন্ত এ অভিযানে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩৫ জন, পুলিশের সঙ্গে ৮৪ জন এবং মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছে ৩৫ জন। তবে সংবাকর্মীদের পাঠানো সংবাদের তথ্য অনুযায়ী, গত ৪ মে থেকে ২৪ জুন পর্যন্ত ১৭৮ জন মারা গেছেন।

সূত্র জানায়, গত ৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এরপরই মাদক পাচার ও বেচাকেনা বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থা বেশকিছু উদ্যোগ আর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের পক্ষ থেকে সীমান্ত পথে সব ধরনের মাদকের অবৈধ প্রবেশ ও পাচার এবং দেশের ভেতরে মাদকের অবৈধ উৎপাদন, সরবরাহ ও সহজলভ্যতার বিলোপ সাধন করতে হবে। মাদক অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি, তাদের মদদদাতা, সাহায্যকারী ও অর্থলগ্নিকারীদের গ্রেফতার এবং যথাযথ তদন্ত ও বিচারের মাধ্যমে শাস্তির ব্যবস্থাসহ মাদক বিক্রি থেকে উপার্জন করা অর্থ-সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং এ সংক্রান্তে মানিলন্ডারিং আইন ২০১২ (২০১৫ সালে সংশোধিত)-এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ওষুধ উৎপাদন, চিকিৎসা, শিল্প কারখানা ও বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল ও মাদক জাতীয় কাঁচামাল যাতে বৈধ ক্ষেত্র থেকে কালোবাজারে পাচার হয়ে অবৈধ মাদক উৎপাদনে বা মাদক হিসেবে ব্যবহৃত হতে না পারে সেই পরিপূর্ণ নিশ্চয়তা বিধানেরও উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সমাজের সবস্তরে ও পেশায় মাদকবিরোধী সচেতনতা ও সামাজিক উদ্বুদ্ধকরণ নিশ্চিত করা এবং মাদকদ্রব্যের চোরাচালান ও অপব্যবহারের বিরুদ্ধে একটি ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার কাজে সহায়তা দেবে মন্ত্রণালয়।

এছাড়া মাদকদ্রব্যের চাহিদা, সরবরাহ ও ক্ষতি কমানো সংক্রান্ত কাজে নিয়োজিত বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থা, হাসপাতাল, সরকারি-বেসরকারি সংস্থাসহ সংশ্লিষ্ট সবার কাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় সাধন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষামূলক প্রকল্প হিসেবে দেশের প্রতিটি বিভাগের একটি উপজেলাকে মাদকমুক্ত করার জন্য বিভাগীয় কমিশনারের নেতৃত্বে সব বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। চিকিৎসা শেষে মাদকাসক্তদের পুনর্বাসনে সমাজকল্যাণ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বৃত্তিমূলক প্রশিক্ষনের ব্যবস্থা থাকবে। এটিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রচার কার্যক্রম চালানো হবে।’

ওই কর্মকর্তার ভাষ্য, ‘মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব বরাবর চিঠি পাঠানো হবে। এজন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের একজন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দায়িত্ব পাবেন। তিনি জেলার উদ্যমী ও পরিশ্রমী উপ-পরিচালক, সহকারী পরিচালক, পরিদর্শক ও সহকারী পরিদর্শক নিয়োগ করবেন। দেশের প্রতিটি ইউনিয়নের জন্য একজন কর্মকর্তাকে সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে থাকবেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই পাইলট কর্মসূচির মেয়াদ ছয় মাস হতে পারে। তারপর অন্যান্য উপজেলায় এটি রেপ্লিকেট করা হতে পারে।’

জানা গেছে— যেকোনও সরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির জন্য গঠিত মেডিকেল ফিটনেস পরীক্ষায় মাদকাসক্তির টেস্ট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে অন্যান্য বেসরকারি চাকরির ক্ষেত্রেও পর্যায়ক্রমে এ পদ্ধতি চালুর পরামর্শ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে— মাদক অপরাধ দমন সরকারের একটি অগ্রাধিকারমূলক কাজ। মাদকের অবাধ বিস্তাররোধ ও অপব্যবহারের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি পারিবারিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে। মাদকের বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রচার-প্রচারণার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে যেসব কমিটি আছে সেগুলোকে আমরা সক্রিয় করছি। এছাড়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২৭ হাজার কমিটি গঠন করেছি। সেগুলোকেও সক্রিয় করার চেষ্টা চলছে। যাতে তাদের মাধ্যমে আমরা মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন শুরু করতে পারি।’

অধিদফতরের মহাপরিচালক আরও বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে আরও শক্তিশালী করার জন্য লোকবল বাড়ানো হচ্ছে। নতুন আইন করা হচ্ছে। আমরা নতুন নতুন যন্ত্রপাতি নিচ্ছি। ইতোমধ্যে সরকারের কাছ থেকে ৫০টি গাড়ি কেনার অনুমতি পেয়েছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রণবীর-দীপিকার বিয়েতে নিমন্ত্রিতদের তালিকায় শাহরুখ-অর্জুন

বিনোদন সংবাদ: রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের খবর বাতাসে ছড়ালেও এবার পাকা হয়ে গেছে ডেস্টিনেশন। প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার না করলেও খুব সাবলীলভাবেই ক্যামেরায় পোজ দিতে দেখা গেছে তাদের।
পানি অনেকদূর গড়িয়েছে, রণবীরের মায়ের সঙ্গে মাস কয়েক আগে শপিং করতে দেখা গেছে দীপিকাকে। দুই পরিবারের মধ্যে চলে কথাবার্তাও। ফলে দুইয়ে দুইয়ে চার হতে তো আর বাকি নেই।
জানা গেছে, নভেম্বরের ১২ থেকে ১৬ তারিখের মধ্যে চারহাত এক হবে। সেইমতো নিজেদের ক্যালেন্ডারও নাকি সেট করেছেন তারা। আর ওয়েডিং ডেস্টিনেশন হতে চলেছে ইতালি।
বিয়ের নিমন্ত্রিতদের তালিকাও নাকি তৈরি করা হয়েছে। নিমন্ত্রিতদের তালিকা থেকে এখন পর্যন্ত যে দু’জনের নাম ফাঁস হয়েছে, তারা হলেন শাহরুখ খান ও অর্জুন কাপুর। অবশ্য কোনও পরিবারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত খবর জানানো হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল এখন ব্রাজিলের

খেলার খবর: রেকর্ডটা দখলে ছিল ব্রাজিলেরই। তবে ২০১৪ বিশ্বকাপে এসে এই রেকর্ডটা নিজেদের করে নিয়েছিল জার্মানি। রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২২৪ গোল নিয়ে খেলতে এসেছিল জার্মানি। জার্মানি ১০৬ ম্যাচ খেলে এই গোলগুলো করেছিল মোট ১৮টি বিশ্বকাপে।

রাশিয়া বিশ্বকাপ শূন্য হাতে ফিরিয়েছে জার্মানদের। গ্রুপ পর্বের মাত্র তিনটি ম্যাচ খেলতে পেরেছে তারা। এর মধ্যে জয় একটিতে, পরাজয় দুটিতে। গ্রুপ পর্ব থেকেই বিদায়। গোল করতে পেরেছে মাত্র ২টি। সব মিলিয়ে জার্মানদের গোল সংখ্যা দাঁড়ায় ২২৬টিতে। ম্যাচ সংখ্যা ১০৯।

বিশ্বকাপের সবগুলো আসরে খেলা ব্রাজিল রাশিয়া বিশ্বকাপে অংশ নেয় ২২১টি গোল নিয়ে। ১০৮ ম্যাচ খেলে তাদের জয় ছিল সর্বোচ্চ ৭০টিতে। এবার রাশিয়া বিশ্বকাপে গিয়ে এখনও পর্যন্ত ব্রাজিল জিতেছে ৩টি ম্যাচ। একটি ড্র করেছে। জয়ের পরিমাণ যেমন বেড়েছে, তেমনি গোল স্কোরিংয়ের দিক থেকেও নতুন রেকর্ড গড়েছে তারা।

রাশিয়া বিশ্বকাপে এখনও পর্যন্ত ৭ গোল করেছে ব্রাজিল। এর মধ্যে গ্রুপ পর্বে ৫ গোল। ওই ৫ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোরে ২২৬টি নিয়ে জার্মানির সমান ছিল সেলেসাওরা। সোমবার মেক্সিকোর বিপক্ষে ম্যাচের ৫১তম মিনিটে নেইমারের গোলেই জার্মানিকে পেছনে ফেলে সর্বাধিক গোলের নতুন রেকর্ড গড়ে ব্রাজিল। এরপর ফিরমিনোর গোলে সেটা আরও এগিয়ে যায়।

বিশ্বকাপের ইতিহাসে এখন ব্রাজিলের গোলসংখ্যা ২২৮টি। ২২৬টি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। তবে ব্রাজিল আর জার্মানির চেয়ে ঢের পিছিয়ে বাকি দলগুলো। তৃতীয়স্থানে থাকা ইতালির মোট গোলসংখ্যা মাত্র ১২৮টি। চতুর্থ স্থানে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যা ১৩৭টি। পঞ্চম স্থানে ফ্রান্স। তাদের গোলসংখ্যা মাত্র ১১৩টি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুইজারল্যান্ডের আজ সুইডেন পরীক্ষা

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের শেষ ১৬’র শেষ দিনে আজ সেন্ট পিটার্সবার্গে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে সুইডেন। আগের যেকোনো বারের তুলনায় এবারের সুইস দলটিকে নিয়ে সংশ্লিষ্টরা দারুণ আশাবাদী। কিন্তু ইতোমধ্যেই ‘সোনালি প্রজন্মের’ তকমা পাওয়া দলটিকে সুইডেন যে মোটেই ছেড়ে কথা বলবে না তা সহজেই অনুমেয়।

আক্রমণভাগে সুইস দলটির যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু দারুণ সংঘবদ্ধ দল হিসেবে নিজেদের যোগ্যতা দিয়েই তারা সেই অভাব পুষিয়ে নিয়েছে। যদিও তারা অধিনায়ক স্টিফান লিচেস্টেইনার ও ফাবিয়ান শারের অনুপস্থিতি দারুণভাবে অনুভব করবে। রক্ষণভাগের এই দুই খেলোয়াড়ই দুটি হলুদ কার্ডের কারণে কালকের ম্যাচে খেলতে পারছেন না। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে প্রথমবারের মত এই দুই তারকাকে ছাড়াই টুর্নামেন্টে এগিয়ে যাবার প্রমাণ দিবে সুইজারল্যান্ড।

ইউরোপের শীর্ষ লিগে খেলা রিকার্ডো রদ্রিগেজ, জিহার্দান শাকিরি ও গ্রানিট জাকাদের মত তারকাদের নিয়ে সুইজারল্যান্ড ১৯৫৪ সালের পরে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন দেখতেই পারে। ওই আসরের স্বাগতিক হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল সুইসরা।

আজ বহিষ্কারাদেশের কারণে সুইডিশ দলে থাকছেন না সেবাস্টিয়ান লারসন। যে কারণে মধ্যমাঠে মূল একাদশে আসতে পারেন গুস্তাভ সেভেনসন। সুইডিশ কোচ জাসে এন্ডারসন বিশ্বাস করেন তার দল পিছন থেকে আক্রমণভাগের নেতৃত্বে থাকবে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মাঠে সব খেলোয়াড়েরই শুরুর পয়েন্ট হলো ডিফেন্ডার হিসেবে। এরপর আমরা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে খেলবো। প্রতিপক্ষকে সুযোগ দিয়ে খেলবো না।

বিশ্বকাপে সুইজারল্যান্ডের শেষ ১৪টি গোলের ১১টিই হয়েছে দ্বিতীয়ার্ধে। এবারের বিশ্বকাপে পাঁচটির মধ্যে চারটি হয়েছে বিরতির পরে। এই নিয়ে বিশ্বকাপে ৫০তম ম্যাচ খেলতে মাঠে নামছে সুইডেন। ১১তম দেশ হিসেবে সুইডেন এই কৃতিত্ব অর্জন করতে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest