সর্বশেষ সংবাদ-
নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা  দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসা

জাতিসংঘের মহাসচিব ১ জুলাই ঢাকা আসছেন

দেশের খবর: জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস বাংলাদেশ সফরে আগামী ১ জুলাই ঢাকা আসছেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি রোহিঙ্গাদের মর্যাদাসহ স্বেচ্ছায় ও নিরাপদে স্বদেশে ফিরে যাওয়ার অগ্রগতি পর্যালোচনা করবেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র সেন্ট ফানে ডুজারিক এ কথা জানান। গত অক্টোবরের পর থেকে প্রায় ৭ লাখের অধিক রোহিঙ্গা জীবন বাঁচাতে তাদের আবাস ভূমি ছেড়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের সেনাসদস্যদের বর্বরোচিত হত্যাকান্ড এবং নির্যাতনের মুখে তারা দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ডুজারিক সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ মহাসচিব মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা সরাসরি দেখতে আগামী ১ জুলাই ঢাকা আসছেন। তিনি বিশ্ব ব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট ড. জিম ইয়াং কিমের সঙ্গে যৌথ সফরে আসছেন। তাঁরা ঢাকা সফরকালে বাংলাদেশে পালিয়ে আসা নতুন রোহিঙ্গাদের অবস্থা এবং আন্তর্জাতিক মানে নিরাপদে তাদের আবাস ভূমিতে ফিরে যাবার ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করবেন।’

ডুজারিক বলেন, ‘তাঁরা ২০১৭ সালের পর থেকে রেহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মহানুভবতা তুলে ধরবেন। তাঁদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ে সহায়তা কতটা প্রয়োজন তাও তুলে ধরবেন।’

তাঁদের ঢাকা সফরে আসার লক্ষ্য হচ্ছে, রোহিঙ্গাদের জন্য মধ্য মেয়াদি পরিকল্পনা বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে আরো আলোচনার ক্ষেত্র তৈরি এবং সংকট নিরসনের উপায় খুজে বের করতে জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করা।

জাতিসংঘ মহাসচিব এবং বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য পদস্থ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন। তাঁরা রোহিঙ্গা শিবির পরিদর্শনে আগামী ২ জুলাই কক্সবাজারে যাবেন। তাঁদের সঙ্গে জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পে গ্রান্ডি এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ড. নাটালিয়া কানেমও থাকবেন। জাতিসংঘ মহাসচিব ৩ জুলাই নিউইয়র্ক ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরিসংখ্যান আর্জেন্টিনারই পক্ষে

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে আগামীকাল শনিবার মুখোমুখি হচ্ছে সাবেক দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ফ্রান্স। এই ম্যাচ দিয়েই শুরু হবে নকআউট পর্বের লড়াই। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের লড়াইয়ে পরিসংখ্যান অবশ্য আর্জেন্টিনারই পক্ষে। এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল, আর্জেন্টিনা জিতেছে ছয়বার, তিনবার ড্র এবং দুটি ম্যাচে ফ্রান্স জিতেছে।

শুধু তাই নয়, কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে এখনো জিততে পারেনি ফ্রান্স। যে দুটি ম্যাচ জিতেছে ফ্রান্স, দুটিই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

ফ্রান্স ও আর্জেন্টিনা দুই দল প্রথম মুখোমুখি হয়েছিল ১৯৩০ সালের বিশ্বকাপে। সেবার আর্জেন্টিনা ১-০ গোলে জিতেছিল। ৩৫ বছর পর ১৯৬৫ সালে আবার দুই দল মুখোমুখি হয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে, সোবার অবশ্য গোলশূন্য ড্র হয়েছিল।

১৯৭১ সালে আবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুই দল, অবশ্য সেবার ৪-৩ গোলে জেতে ফ্রান্স। একই বছর দ্বিতীয় ম্যাচে দুই দলের লড়াইয়ে অবশ্য আর্জেন্টিনা ২-০ গোলে জিতেছিল।

এ ছাড়া ১৯৭২ সালে ড্র, ১৯৭৪ সালে আর্জেন্টিনার জয়, ১৯৭৭ সালে ড্র এবং ১৯৭৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা জিতেছে। এ ছাড়া ১৯৮৬ সালে ফ্রান্স জিতেছে এবং ২০০৭ ও ২০০৯ সালে জিতেছে আর্জেন্টিনা।

এবারের বিশ্বকাপে দুই দলের লড়াইটি কেমন হয় সেটাই এখন দেখার। অবশ্য গ্রুপ পর্বে থেকে শেষ ষোলোতে আসতে বেশ ঘাম ঝরাতে হয়েছে আর্জেন্টিনাকে। মেসিরা ‘ডি’ গ্রুপ রানার্সআপ হয়ে এবং ফ্রান্স বেশ দাপট দেখিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে ওঠে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য

দেশের খবর: বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

এ সময় তিনি এও বলেন যে, রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর কার্যকর উপায়ে সর্বোচ্চ চাপ প্রয়োগের জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাজ্য।

মার্ক ফিল্ড ও লিঙ্গিয় সমতাবিষয়ক যুক্তরাজ্যের বিশেষ দূত জোয়ান্না রপার তিন দিনের সফরে শুক্রবার বাংলাদেশে আসেন। তারা রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশে মেয়েদের শিক্ষা বিষয়ে আলোচনার লক্ষ্যে এই সফর করছেন।

সকালে তারা ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন।শনিবার তারা কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

মার্ক ফিল্ড সফরের শুরুতেই আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি। বাংলাদেশের স্বার্থেই অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর নিজের স্বার্থেও এই নির্বাচনে অংশ নেয়া প্রয়োজন। কেননা কোনও দল পরপর দুই মেয়াদে জাতীয় নির্বাচনে অংশ না নিলে নির্বাচন কমিশন ওই দলের নিবন্ধন বাতিল করে দিতে পারে’।

এ সময় ব্রিটিশ প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, লন্ডনে বিএনপি নেতাদের সঙ্গে তিনি আগামী নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে আলোচনা করেছেন। তবে আলোচনার ফলাফল সম্পর্কে বিস্তারিত তিনি কিছুই বলেননি।

সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জাতীয় সংসদে দাবি করেন যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাংলাদেশি নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। এ বিষয়ে তারেক রহমানের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে মার্ক ফিল্ড সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।

রোহিঙ্গা সংকট সম্পর্কে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্যে ন্যায়বিচার নিশ্চিত করতে যুক্তরাজ্য অপরাপর আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিয়ে মিয়ানমারের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে মিয়ানমারের ফিরে যেতে পারে এমন পরিস্থিতি আমরা দেখতে চাই।

তিনি জানান, যুক্তরাজ্য এ পর্যন্ত রোহিঙ্গাদের জন্যে ১২ কোটি ৯০ লাখ পাউন্ডের সহায়তা দিয়েছে।

মার্ক ফিল্ড বলেন, রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালিয়ে যারা অপরাধ করেছেন, তাদের জবাবদিহির আওতায় আনার লক্ষ্যে তারা কাজ করছেন। এক্ষেত্রে, মিয়ানমারের সাতজন জেনারেলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি তিনি উল্লেখ করেন।

জেন্ডার সমতা বিষয়ে যুক্তরাজ্যের বিশেষ দূত জোয়ান্না রপার বলেন, বাংলাদেশে মেয়েদের শিক্ষার উন্নয়নে ব্রিটিশ সহায়তা কতটা কার্যকর হচ্ছে তা দেখার জন্যে তিনি এই সফর করছেন। পাশাপাশি রোহিঙ্গাদের মধ্যে লিঙ্গ বৈষম্যের বিষয়টিও তিনি দেখবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক: বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ডের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল বৈঠক করেছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাজ্য হাইকমিশনারের বাসভবনে এই বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা, তার জামিন নিয়ে সৃষ্ট জটিলতা ছাড়াও আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নয় লাখ টাকায় ম্যারাডোনাকে কিনেছে ফিফা!

স্পোর্টস ডেস্ক: ছিয়াশির বিশ্বকাপের মহানায়ক ডিয়েগো ম্যারাডোনাকে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে নিয়ম করে দেখা যাচ্ছে। ফিফার পয়সায় ম্যারাডোনা এখন রাশিয়ায় ঘোরাফেরা করছেন। এজন্য ফুটবলের এই জাদুকরকে প্রতিদিন ফিফা ১০ হাজার পাউন্ড করে হাতখরচ দিচ্ছে- যা বাংলাদেশি টাকায় প্রায় ৯ লাখ টাকা। খবর এবেলার

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ায় একঝাঁক তারকা ফুটবলারকে দেখা গেলেও এরপর আর কাউকে সেভাবে চোখে পড়ছে না। ব্যতিক্রম শুধু ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার ম্যাচ যেখানে, সেখানেই তিনি। লিওনেল মেসি গোল করলে ম্যারাডোনা লাফাচ্ছেন। হিগুয়েইন সোনার সুযোগ হাতছাড়া করায় ক্ষোভে মাথার চুল ছিঁড়ছেন।

তিনি সবচেয়ে ভালো আসন পাচ্ছেন। সিগারেট খেতে খেতে স্টেডিয়ামে ঢুকছেন। উদ্ভট আচরণের জন্য তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠলেও কোনো কিছুই হচ্ছে না। তিনি বহাল তবিয়তেই রয়ে গেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, ফিফা ম্যারাডোনাকে ব্যবহার করছে। আর্জেন্টাইন মহাতারকাকে প্রতিদিন ফিফা ১০ হাজার পাউন্ড করে হাতখরচ দিচ্ছে। তিনি ফিফার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ফিফার বর্তমান সভাপতি ইনফান্তিনোর সঙ্গেও সখ্যতা রয়েছে ম্যারাডোনার।

শুধু হাতখরচা নয়, সেই সঙ্গে যাতায়াত, থাকার জায়গা এবং অন্যান্য খরচও বহন করছে ফিফা। বিশ্বকাপের আকর্ষণ বাড়ানোর জন্যই ম্যারাডোনার মতো তারকার খরচ বহন করছে ফিফা।

ম্যারাডোনার মতো লিজেন্ডদের প্রমোট করার আইডিয়া ফিফার। তাকে সামনে দেখতে পেলে বর্তমান প্রজন্ম খুশি হবে। মাঠে খেলা ফুটবলাররাও তার সামনে খেলতে উত্তেজিত হবেন। এই কারণেই ফুটবলের এই জাদুকরকে ব্যবহার করছে ফিফা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আশ্বাস চীনের

বিদেশের খবর: চীন বাংলাদেশকে রোহিঙ্গাদের তাদের নিজ বাসভূমিতে ফেরার ক্ষেত্রে সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে। মিয়ানমার থেকে জোর করে বিতাড়িত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে বাংলাদেশ চীনের সক্রিয় সহায়তা চাইলে বৃহস্পতিবার এ আশ্বাস দেয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এদিন বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। ওই বৈঠকে উলি­খিত আশ্বাস দেয় চীন।

পররাষ্ট্রমন্ত্রী চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ির আমন্ত্রণে তিন দিনের সফরে এখন চীনে রয়েছেন। আজ সফরের শেষ দিন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী চীনের কাছে বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখ রোহিঙ্গার অবস্থা তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিতাড়িত রোহিঙ্গারা এতটাই আতঙ্কগ্রস্ত যে, তারা তাদের ফেরার ক্ষেত্রে নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা চায়। তারা তাদের নিজেদের মূল গ্রামে ফিরে যেতে চায়, কোনো আশ্রয় কেন্দ্রে নয়। তাদের জীবিকা অর্জনের সুযোগ দেয়া আবশ্যক।’

বিবৃতিতে উঠে আসে, এসব স্থানচ্যুত মানুষের দ্রুত প্রত্যাবাসনে রাখাইন রাজ্যে অনুক‚ল পরিবেশ সৃষ্টি ও পুনর্বাসনে মিয়ানমার সরকারকে উৎসাহিত করায় চীনের সক্রিয় সহায়তা চেয়েছে।

বিবৃতিতে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসন এবং সেখানে গৃহনির্মাণ এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধা সৃষ্টির মাধ্যমে সেখানকার পুনর্বাসন পরিবেশ উন্নয়নে সহায়তার মাধ্যমে তাদের দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নে তার দেশের পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঐতিহাসিক বাংলাদেশ সফরকালে স্বাক্ষরিত যৌথ ইশতেহারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি আলোচনা করা হয়। মাহমুদ আলী এসব প্রকল্প চূড়ান্তকরণ ও দ্রুত বাস্তবায়নে তার প্রতিপক্ষের সহায়তা কামনা করেন।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা কনস্যুলার ও সাংস্কৃতিক সহযোগিতার মতো সহযোগিতার অন্যান্য বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ দুই দেশের উচ্চ পর্যায়ে এবং জনগণ পর্যায়ে অব্যাহত আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে এবং অঞ্চলের অভিন্ন উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এর আগে চীনের ভাইস প্রেসিডেন্ট কিশানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি বিশেষ করে আর্থ-সামাজিক ক্ষেত্রে অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন। চীনা নেতা কিশান বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার ও গভীর করতে তার দেশের অব্যাহত সমর্থন দেয়ার আশ্বাস দেন।

বৈঠকে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম উপস্থিত ছিলেন।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং করা হয় এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

পরে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা যথাশিগগির সম্ভব মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয় নিয়ে মতবিনিময় করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনায় আওয়ামী লীগ নেতার ওপর হামলা-গুলি

খুলনা ডেস্ক: খুলনায় প্রতিপক্ষের হামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল জখম হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাতে তিনি বামহাতে জখম হয়েছেন। এসময় তার ওপর গুলি বর্ষণ ও তার বহনকৃত গাড়ি ভাংচুর করা হয়।
আজ শুক্রবার রাত ৮টার দিকে খুলনার দিঘলিয়া উপজেলার ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দিঘলিয়ায় গনসংযোগ শেষে খুলনায় ফেরার পথে এই ঘটনা ঘটে। হামলার সময় দু’টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, কামরুজ্জামান জামাল আগামী জাতীয় নির্বাচনে খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন।
আহত কামরুজ্জামান জামাল বলেন, গণসংযোগ থেকে ফেরার পথে দিঘলিয়া ফেরিঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা আমার বহনকৃত গাড়ি ভাংচুর করে ও আমাকে কুপিয়ে জখম করে। এসময় হামলায় আরো ৩/৪ জন আহত হয়। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি করে ও বহরের কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে দুইটিমোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোর চেয়েও বেশি ফাউল করা হয়েছে নেইমারকে!

খেলার খবর: রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিল সুপারস্টার নেইমারকে নিয়ে সোশ্যাল সাইটে বেশ ট্রলিং চলছে। তার আঘাত পাওয়ার অভিনয় এর পেছনে মূল কারণ। কোস্টারিকার বিপক্ষে ম্যাচটিতে পেনাল্টি পাওয়ার জন্য পড়ে যাওয়ার অভিনয় করেছিলেন ব্রাজিল সুপারস্টার। এরপর ম্যাচ জয় শেষে মাঠে বসে কাঁদেন তিনি। এসব অনেকের কাছে হাস্যকর লাগলেও পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন ব্রাজিলের এই ওয়ান্ডার বয়!

মেসি-রোনালদো-নেইমার তিনজনের দলই উঠে গেছে বিশ্বকাপের নক-আউট পর্বে। আগামীকালের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লড়বে মেসিরা। আর সুয়ারেসদের উরুগুয়ের বিপক্ষে রোনালদোর পর্তুগাল। ব্রাজিল দলে অনেক তারকা থাকলেও মেসি-রোনালদো যেন নিজ নিজ দলে ‘ওয়ান ম্যান শো।’ তারপরেও এই দুই মহাতারকার চেয়ে বেশি ফাউল করা হয়েছে নেইমারকেই।

পরিসংখ্যান বলছে, রোনালদোকে আটকাতে করা হয়েছে ১৩ ফাউল। মেসিকে করা হয়েছে তারও কম। কিন্তু এক নেইমারকেই ১৭ বার সহ্য করতে হয়েছে প্রতিপক্ষ ফুটবলারদের মার। হ্যাঁ, গত তিন ম্যাচে ১৭বার ফাউল করা হয়েছে নেইমারকে। এটাই সর্বোচ্চ। রোনালদো দুই নম্বরে আছেন। উরুগুয়ের দুই তারকা সুয়ারেস-কাভানিকে করা ফাউলের মিলিত সংখ্যাটা দশের বেশি নয়।

‘ফাউলময়’ রাশিয়া বিশ্বকাপ মাঝপথেই কিন্তু পেনাল্টির নতুন রেকর্ড গড়েছে। ১৬ বছর আগে জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে পেনাল্টি হয়েছিল ১৮টি। মিশরের বিপক্ষে সৌদি আরব দুটি পেনাল্টি পেলে সেই রেকর্ড স্পর্শ করে রাশিয়ার আসর। পরের ম্যাচে ৫২ মিনিটে পর্তুগাল অধিনায়ক রোনালদো ইরানের ডিবক্সে ফাউল হলে নতুন রেকর্ড হয়। যদিও এই বিশ্বকাপের ১৯তম পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিদেশে সিরিজ জয়ের নতুন ইতিহাস বাংলার বাঘিনীদের

আয়ারল্যান্ড সফরে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে জাহানারা আলমের রেকর্ড গড়া বোলিং তোপে ৪ উইকেটে জিতেছিল টিম টাইগ্রেস।

আজ শুক্রবার দ্বিতীয় টি-টোয়ন্টিও ৪ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নিল সালমা খাতুনের দল। আইরিশ মেয়েদের দেওয়া ১২৫ রানের টার্গেটে ৫ বল এবং ৪ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় ফারজানারা। এটাই এশিয়া কাপ জয়ী টাইগ্রেসদের প্রথম সিরিজ জয়।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৭ রানেই জাহানারা আলমের তোপের মুখে পড়ে প্রথম উইকেট হারায় আইরিশরা। দলীয় ১৩ রানে লুইসকে (৫) ফিরিয়ে দ্বিতীয় আঘাত হানেন জাহানারা। আইরিশদের এমন মহাবিপদে হাল ধরেন অপর ওপেনার সিসিলিয়া জয়েস এবং অধিনায়ক লরা ড্যানলি। সিসিলিয়া ৪৭ বলে ৬০ এবং ড্যানলি ২৮ বলে ২০ রান করেন। শেষ দিকে শানা কাভানাগ ১১ বলে ১৫ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান তোলে স্বাগতিকরা।

বল হাতে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নেন আগের দিন ৫ উইকেট শিকার করে ইতিহাস গড়া জাহানারা আলম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest