সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজে নবীন বরন

তরিকুল ইসলাম লাভলু : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার জাফরপুর অবস্থিত কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১ জুলাই সকাল ১০ টায় কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের মিলনায়তনে কলেজের নবীন ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ মো. আরিফ বিল্লাহর সভাপতিত্বে এবং অধ্যাপক প্রশান্ত কুমার রায়ের পরিচালনায় নবীন বরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী অধ্যক্ষ বাবু জয়দেব ঘোষ, অধ্যাপক বাবু রাম প্রসাদ ঘোষ, অধ্যাপক মো. এবাদুল হকসহ কলেজের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোটাঃবর্ষ ২০১৮-১৯ কে স্বাগত জানিয়ে রোটারী ক্লাবের র‌্যালি

প্রেস বিজ্ঞপ্তি :
রোটাঃবর্ষ ২০১৮-১৯ কে স্বাগত জানিয়ে রোটারী ক্লাব অব সাতক্ষীরা এবং রোটারেক্টর ক্লাব অব সাতক্ষীরার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১ জুলাই রোটাঃবর্ষের প্রথম দিনে সকাল ৭টায় শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এবি ব্যাংক চত্বরে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটাঃ হাসিবুর রহমান রনি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেক্রেটারী রোটাঃ আখতারুজ্জামান কাজল, আই.পিপি রোটাঃ এনছান বাহার বুলবুল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মীর মোশাররফ হোসেন মন্টু, রোটাঃ পিপি প্রফেসর ভূধর সরকার, রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ পিপি আশরাফুল করিম ধনি, রোটাঃ পিপি বিশ্বনাথ ঘোষ, রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ মিজানুর রহমান(জেবিসি), রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ মনিরুজ্জামান টিটু, রোটাঃ ডা: গোপাল সরদার, রোটাঃ প্রভাষক সালেহা আকতার, রোটারেক্টর ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোঃ এজাজ আহমেদ, আই.পিপি রোঃ আবুল হোসেন, সেক্রেটারী আরিফুল ইসলাম, রোঃ কাইয়ুম হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দৃষ্টিপ্রতিবন্ধি কণ্ঠশিল্পী নজরুলের বাড়িতে হামলা, ভাঙচুর !


নিজস্ব প্রতিবেদক : পুলিশের উপস্থিতিতে নারী অপহরণের পর ধর্ষণ ও মাদক মামলার আসামীর নেতৃত্বে এক দৃষ্টি প্রতিবন্ধির বাড়ির গেট ভাঙচুর করা হয়েছে। প্রতিবাদ করায় তার ছেলেকে আটক করে নিয়ে যায় পুলিশ। শুক্রবার বিকেলে এ ঘটনার পর ওই প্রতিবন্ধি পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
খুলনা বেতারের এক সময়কার তুখর গজল ও সঙ্গীত পরিবেশক দৃষ্টিপ্রতিবন্ধি সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়ার নজরুল ইসলামের স্ত্রী তাছলিমা খাতুন জানান, সরকারপাড়ায় কাটিয়া মৌজায় চার কাঠা জমি কিনতে চাইলে তাদেরই দোকানের কর্মচারি আব্দুস সামাদ দলিল লেখকের সঙ্গে যোগসাজস করে ২০০২ সালের ২৯ অক্টোবর সদর সাব রেজিষ্ট্রি অফিসের ৯৬৭২ নং রেজিষ্ট্রি কোবালা মূলে একটি দলিল সম্পাদন করেন। দলিলে কৌশলে সামাদ তার নাম বসিয়ে নেয়। পরবর্তীতে বিষয়টি প্রকাশ পাওয়ায় তাকে অর্ধেক টাকা পরিশোধ করার অঙ্গীকার করে সামাদ। জমি কেনার পরপরই তাতে বাড়ি তৈরি করে নিরাপত্তার জন্য লোহার গেট লাগানো হয়। পরবর্তীতে আব্দুস সামাদ তাদের (তাছলিমা) ভাড়া দোকান থেকে সমস্ত মালামাল তিন লাখ টাকায় বিক্রি করে দিয়ে অন্যত্র হস্তান্তর করে দেন সামাদ। এমনকি তার ছেলের মোটর সাইকেলটি বিক্রি করে দিয়ে আত্মসাৎ করে।
তাছলিমা খাতুন আরো বলেন, কালিগঞ্জ উপজেলার চাঁদখালি গ্রামের আব্দুস সামাদ সাতক্ষীরা ডিবি পুলিশের এসআই মোমরেজ হোসেনের ২০১৩ সালের ২৯ এপ্রিল দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার(মাদক) প্রধান আসামী। মামলাটি বর্তমানে জজ কোর্টে বিচারাধীন। এ ছাড়া কালিগঞ্জের চাঁচাই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মাইমুনা আক্তার মুন্নি অপহরণ ও ধর্ষণ মামলার(২০১৭ সালের ৬ ডিসেম্বর সদর থানার জিআর-৯৩৮/১৭) এজাহারভুক্ত আসামী। টাকা না দিয়ে জমি দাবি করলে হুমকি দেওয়ায় তিনি ২০১৭ সালের ২৪ আগষ্ট সদর থানায় ১৫০৪ নং সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে তিনি সাতক্ষীরা সদর সহকারি জজ আদালতে চলতি বছরের ২৪ এপ্রিল দেঃ ৫২/১৮ মামলা (জালিয়াতি)করেন। মামলার খবর পেয়ে তাকে হুমকি দেওয়ায় গত ২১ মে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সস্মেলন করেন। তাতেও হুমকি বেড়ে যাওয়ায় সামাদের বিরুদ্ধে তিনি নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে গত ১৪ জুন পিটিশন ৫৫৪/১৮ মামলা করেন। পথেঘাটে জীবননাশের হুমকি, চাঁদা দাবি ও বাড়িতে এসে আলমারি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গত ৬ জুন তিনি আমলী আদালতে সামাদ ও তার সহযোগী জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা(সিআরপি-১১৬/১৮) করেন। বিচারক সিআইডি’র একজন সহকারি পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাতে আগামি ১৪ আগষ্টের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
তিনি অভিযোগ করে বলেন, টাকা না দিয়ে জমি দখলের পায়তারার অংশ হিসেবে আব্দুস সামাদ গত ৪ জুন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারায় পিটিশন মামলা করে(৯৬২/১৮) জমিতে তার বসতবাড়ি ও বৈদুতিক লাইন ও রাস্তা আছে দাবি করেন। নোটিশ দেওয়ার আগেইগত ১৫ জুন বিকেল তিনটার দিকে সামাদ স্থানীয় এক জনপ্রতিনিধির সহায়তায় স্থানীয় কাজী মোস্তাক, আব্দুল গফফার কালু, সরকারপাড়ার সালাম, মধ্য কাটিয়ার হান্নান, পুরাতন সাতক্ষীরার আবুল কাশেমকে নিয়ে তার বাড়ির লোহার গেট ভাঙচুর চালায়। ভাঙচুর করা গেটটি নিয়ে যায় সামাদ। বিষয়টি তিনি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েও প্রতিকার পাননি। একপর্যায়ে তিনি সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের ক্রাইম সেকশানে গত ২১ জুন অভিযোগ করলে গেট লাগিয়ে দেওয়ার ব্যাপারে সদর থানার উপপরিদর্শক হাসানকে নির্দেশ দেওয়া হয়। ২৩ জুন উপপরিদর্শক হাসান ঘটনাস্থল পরিদশন করে গেট নির্মাণের পরামর্শ দিয়ে সমস্যা দেখা দিলে তাকে অবহিত করার কথা বলেন। সে অনুযায়ি তিনি গত ২৮ জুন শুক্রবার সকালে গেট লাগিয়ে ফেলে ভাঙচুর হতে পারে এমন আশঙ্কায় থানায় ১৫০৫ নং জিডি করেন। শুক্রবার বিকেল তিনটার দিকে সামাদের দায়েরকৃত পিটিশন মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার সহকারি উপপরিদর্শক সাইফুল ইসলামের উপস্থিতিতে তার লোহার গেট ভাঙচুর করে কাজী মোস্তাক, আব্দুল গফফার কালু, সামাদসহ কয়েকজন। প্রতিবাদ করায় তার ছেলে মনিকে থানায় ধরে নিয়ে আটক রাখেন সহকারি উপপরিদর্শক সাইফুল ইসলাম। সন্ধ্যায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
জানতে চাইলে আব্দুস সামাদ বলেন, তিনি টাকা দিয়ে জমি কিনেছেন। তাছলিমা তাকে জমি না দেওয়ার জন্য নানাভাবে হয়রানি করছে। তবে গেট ভেঙে দিয়ে জমিতে যাওয়ার রাস্তা বের করা ছাড়া তার কোন উপায় নেই বলে জানান তিনি।
এ ব্যাপারে সদর থানার সহকারি উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ১৪৫ ধারার নোটিশ ভঙ্গ করে গেট লাগানোয় তার উপস্থিতিতে সামাদসহ কয়েকজন গেট ভেঙে দিয়েছে বলে স্বীকার করেন। তবে নোটিশ দেওয়ার আগে পুরাতন গেটটি ভেঙে ফেলা হয়েছে বলে তিনি শুনেছেন।
সদর থানার উপপরিদর্শক হাসান আলী জানান, পুলিশ সুপারের ক্রাইম সেকশান থেকে প্রতিপক্ষের ভেঙে দেওয়া গেটটি নতুন করে বসানোর জন্য তাছলিমা খাতুনকে সহযোগিতা করতে বলা হয়। গেট লাগানোর বিষয়টি তিনি জানতে পারার আগেই প্রতিপক্ষ সামাদের নেতৃত্বে ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদ জানান, ১৪৫ ধারার নোটিশ না মেনে গেট লাগানোয় পুলিশ মাকে না পেয়ে ছেলেকে ধরে এনেছে। তাছলিমা স্থানীয় জনপ্রতিনিধিকে মানে না। তবে পুলিশের উপস্থিতিতে এভাবে সন্ত্রাসী কায়দায় ভাঙচুর করা আইন সম্মত কিনা জানতে চাইলে তিনি বলেন, মুচলেকা নিয়ে মায়ের জিম্মায় ছেলে মনিকে ছেড়ে দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার ধানদিয়া ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটি বিলুপ্তির দাবিতে প্রতিবাদসভা

নিজস্ব প্রতিবেদক :
তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা করেছে ধানদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার সকাল ১০টায় ধানদিয়া ইউনিয়নের ফুলবাজারে এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সভার মাধ্যমে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: সহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান অধ্যাপক সন্তোষ বিশ্বাস, ধানদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল করিম খাঁন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি মোমিন, আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান খাঁ, আকতারুজ্জামান, আবুল কালাম খাঁ, আব্দুর রকিব, সুকুমার দাশ, জাকির হোসেন, যুবলীগ নেতা রিপন হোসেন, মিলন, হাসানুজ্জামান, ছাত্রলীগ নেতা রাজু ইসলাম, আফজাল খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমরা জানতে পেরেছি ধানদিয়া ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসাবে নাহিদ হাসান প্রান্তকে মনোনীত করা হয়েছে। কিন্তু নাহিদ হাসান প্রান্তের পরিবারের সকলেই জামায়াত-বিএনপির রাজনীতির সাথে জড়িত। সে নিজেও ছাত্রশিবিরের সাথে সম্পৃক্ত ছিলো। বিগত ২০১৩ সালে বর্তমান সরকার উৎখাতের জন্য প্রান্তের নেতৃত্বে ধানদিয়া বাজারে নাশকতা ও মিছিল করেছিল। যা অত্র এলাকার সকলেই অবগত আছেন। আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে আওয়ামীলীগের সংগঠনকে ক্ষতিগ্রস্থ করতে ওইসব ব্যক্তিরা দলে অনুপ্রবেশ করে দলকে ক্ষতিগ্রস্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দলের মধ্যে বিভেদ থাকবে। নতুন নেতৃত্ব আসবে এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে কোন স্বাধীনতা বিরোধীরা দলের গুরুত্বপদ দখল করবে তা হতে পারে না। অবিলম্বে ওই কমিটি বিলুপ্তি করে ত্যাগী এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের মধ্যে থেকে নেতা নির্বাচিত করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে ওই কমিটির নেতৃবৃন্দকে ইউনিয়ন থেকে বিতাড়িত করা হবে। এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ আটক

দেশের খবর: কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এক নেতাকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

আজ রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘মিরপুর থেকে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানকে আটক করা হয়েছে।’

তবে আন্দোলনকারীদের সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন কাছে দাবি করেন, ‘আমাদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, মাহফুজ খান ও ইয়ামিন—এ তিনজনকে মিরপুর ১৪ নম্বর সেকশনের ভাসানটেক বাজারের মজুমদার মোড়ের ১২ নম্বর বাসা থেকে আটক করে নিয়ে যাওয়া হয়। এ সময় সাদা পোশাকের পুলিশ ছাড়াও পোশাকধারী পুলিশ ছিল।’

তবে উপকমিশনার মাসুদুর রহামন শুধু রাশেদ খানকে আটকের কথা স্বীকার করেছেন।

আটকের আগে নিজের বাসা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে রাশেদ খান ভয়ার্ত কণ্ঠে বলেন, ‘আমাকে বাঁচান প্লিজ, আমাকে তুলে নিয়ে যাচ্ছে। আমাকে ধাওয়া দিয়েছে ডিবি পুলিশে। ভিডিওটি শেয়ার করুন।’ এরপর তিনি যেখান থেকে কথা বলছেন, সেই ঠিকানাও দেন।

ঘটনার পর রাশেদ খানের স্ত্রী রাবেয়া আলো বলেন, ‘রাশেদকে ডিবি পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তুলে নিয়ে গেছে বাসা থেকে। এ সময় তাঁকে অনেক মেরেছে।’ এই বলে কান্না করতে থাকেন তিনি। রাবেয়া আলো আরো জানান, তিনি এখন থানায় জিডি করতে যাচ্ছেন।

গতকাল শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত সংবাদ সম্মেলনে বাধা দিয়ে ব্যাপক মারধর করা হয়। এতে ১০ জনের মতো আহত হন। আহতরা অভিযোগ করেছেন, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী।

এর পর পরই কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ অধিকার ছাত্র সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে ‘সংবাদ সম্মেলনে বাধা ও হামলা’র প্রতিবাদে আজ থেকে সব বিশ্ববিদ্যালয়, কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন এবং সারা দেশে বিক্ষোভ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

এ ব্যাপারে আন্দোলনকারীদের সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে তাঁদের কোনো কর্মসূচি নেই। আগামীকাল সোমবার পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করা হবে। সারা দেশে পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানিয়েছেন, শাহবাগে কোটা সংস্কার আন্দোলনকারীদের কোনো কর্মসূচি নেই। আর আটকের বিষয়টি তিনি জানেন না।

এ বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে গত ৯ এপ্রিল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত করেন আন্দোলনকারীরা। পরে প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। আন্দোলনকারীরা এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিলও করে। কিন্তু সেই প্রজ্ঞাপন এখনো প্রজ্ঞাপন জারি হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আম দিয়ে পায়েস রান্না করবেন যেভাবে

রসুঁই ঘর: মিষ্টিপ্রেমীদের কাছে পায়েস একটি লোভনীয় নাম। পাকা আমের মৌসুম চলছে এখন। আর এই দুইকে যদি একসাথে মিলিয়ে রান্না করা যায় তাহলে তো কথাই নেই। পাকা আম দিয়েই রান্না করা যায় সুস্বাদু পায়েস। রইলো রেসিপি।উপকরণ: দুধ ১ লিটার, হিমসাগর পাকা আম ১ টি (ছোট ১ কাপ), চিনি ৫ টেবিল চামচ, খোয়া ক্ষীর ২ টেবিল চামচ, ১ টেবিল চামচ, পোলাওয়ের চাল গুঁড়া ৪ চামচ, কিশমিশ ২ চামচ, ঘি ১ চামচ।প্রণালি: আমের খোসা ছাড়িয়ে চটকে পিউরি বানিয়ে নিন। সুজি শুকনো খোলায় ভেজে নিন। আঁচে দুধ বসিয়ে ফুটিয়ে ঘন করে অর্ধেকেরও কম করুন। এবার ওই দুধের মধ্যে ভাজা সুজি মেশান ও ক্রমাগত নাড়তে থাকুন। সুজি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিন। চালের গুঁড়া দুধের মধ্যে দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। চিনি ও খোয়া ক্ষীর মিশিয়ে দিন। মিশ্রণটি বেশ ঘন হয়ে এলে আমের পিউরিটা মিশিয়ে ফেলুন। ১-২ মিনিট নেড়ে নামিয়ে ফেলুন। কিশমিশ ঘিয়ে ভেজে ওপরে ছড়িয়ে চামচ দিয়ে মিশিয়ে দিন। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জয়ার বয়স কত?

জয়ার বয়স কত?

কর্তৃক Daily Satkhira

বিনোদন সংবাদ: জয়া আহসান, প্রথম বাংলাদেশি ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ পাওয়া ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর আজ জন্মদিন। অনেকের মনে এখন প্রশ্ন জয়া আহসানের বয়স কত? জয়ার জন্ম ১৯৭২ সালের এই দিনে। এখন হয়তো অনেকেই বয়সের উত্তরটা পেয়ে যাবেন, জয়ার বয়স কত? এরই মধ্যে জয়া আহসান তার সৌন্দর্যের গোপন রহস্য নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফিটনেস সেন্টারকে দিয়েছেন।

শুক্রবার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ফিটনেসটা আমার কাছে শুধু সৌন্দর্য ধরে রাখার বিষয় নয়। এটি একাগ্রতা ও ধৈর্যচর্চার উপায়ও।’ যতই দিন যাচ্ছে, অভিনয়শিল্পী জয়া আহসানের ঔজ্জ্বল্য ততই বেড়েই চলছে। জয়ার নামের সঙ্গে নিত্যনতুন সাফল্যের পালক যুক্ত হচ্ছে। দেশে যেমন এই অভিনেত্রী জনপ্রিয়, পাশের দেশ ভারতেও কোনো অংশে কম না। ৪৬ বছরে পা রাখতে যাওয়া এ অভিনেত্রীর সৌন্দর্য, ফিগার আর অসাধারণ অভিনয়দক্ষতা শুধু ভক্ত-দর্শকদের কাছেই নয়; বাংলাদেশের চলচ্চিত্র, অভিনয় ও গানের জগতের অনেকের কাছেও ঈর্ষণীয়। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি অনেক আগে থেকেই ফিটনেস সেন্টারে যাই। এটা আমার নিয়মিত কাজেরই অংশ। নিজের কাজে উৎসাহ ও অনুপ্রেরণার জন্য এই ব্যাপারটা খুব সহায়ক।’ একটা সময় টেলিভিশন নাটকে অভিনয় করলেও এখন চলচ্চিত্রে নিজেকে ব্যস্ত রেখেছেন জয়া আহসান। এরই মধ্যে তার অভিনীত অনম বিশ্বাস পরিচালিত চলচ্চিত্র ‘দেবী’ দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত। গেল সপ্তাহে কলকাতার নন্দনে চার দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। এখানে প্রদর্শিত হয়েছে জয়া অভিনীত আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ চলচ্চিত্রটি। যথারীতি এই চলচ্চিত্র প্রদর্শনের সময় উপস্থিত দর্শক তার অভিনয়ের প্রশংসা করেছেন। একের পর এক দেশে এবং দেশের বাইরে স্বীকৃতি পাওয়া প্রসঙ্গে জয়া আহসান বলেন,‘যে কোনো স্বীকৃতিই একজন শিল্পীর জন্য অনেক সম্মানের, ভালোলাগার। দেশ আমাকে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করেছে। কিন্তু দেশের বাইরে কলকাতার চলচ্চিত্রে অভিনয়ের জন্য একজন বাংলাদেশি অভিনেত্রী হিসেবে ‘জি-সিনে অ্যাওয়ার্ডস’-এ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার আমিই প্রথম পেলাম। একজন বাংলাদেশি হিসেবে এই সম্মাননা আমাকে গর্বিত করে। গত বছর আগস্টে কলকাতায় মুক্তি পায় জয়া অভিনীত অরিন্দম শীল অভিনীত ‘ঈগলের চোখ’ চলচ্চিত্রটি। এতে তার অনবদ্য অভিনয় প্রশংসিত হয়। সৃজিত মুখার্জি পরিচালিত এবং জয়া অভিনীত ‘এক যে ছিল রাজা’ আসছে দুর্গাপূজায় কলকাতায় মুক্তি পাবে।
জয়া আহসান এরই মধ্যে প্রায় শেষ করেছেন বাংলাদেশের চলচ্চিত্র নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘প্রযোজকের ম্যানেজার চুমু খেতে চেয়েছিল’

বিনোদন সংবাদ: পেশাগত জগতে বরাবরই খোলামেলা স্বরা ভাস্কর। নারীবাদী হলেও ক্যারিয়ারের শুরুর দিকে অনেক কঠিন পরিস্থিতি সামলাতে হয়েছে তাঁকে। তারই একটি গল্প শেয়ার করেছেন স্বরা। একটি সংবাদমাধ্যমের সঙ্গে আড্ডায় তিনি জানিয়েছেন তাকে কোন এক প্রযোজকের ম্যানেজার চুমু খেতে চেয়েছিল।

স্বরা বলেন, এক ব্যক্তি একবার তাঁকে তাঁর বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করেছিলেন। এমন তো কত লোকই করে। কিন্তু এই ব্যক্তিকে স্বরা চিনতেন না। চেনা নেই, জানা নেই, তাহলে তো আর এমনি এমনি কেউ কারও থেকে বাড়ির ঠিকানা চায় না? তার উপর সে নিজের পরিচয় দিয়েছিল সে নাকি কোনও এক বড় প্রযোজকের ম্যানেজার। খটকা লেগেছিল স্বরার। তবে এখানে যদি সে থেমে যেত, তাও হত। কিন্তু নিজের গণ্ডীর বাইরে গিয়ে সে স্বরাকে ইমপ্রেস করার চেষ্টা করেছিল। স্বরা বলেছেন, “ওই লোকটি আমার কানে চুমু খেতে চেয়েছিল। আবার লাভ ইউ-ও বলেছিল।” কিন্তু এমন ঘটনাকে পাত্তা দেননি স্বরা।

তবে এই প্রথমবার নয়। এর আগে আরও একবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছিলেন স্বরা। বলেছিলেন, এক প্রত্যন্ত অঞ্চলে আউটডোর শুট চলছিল। সেখানেই পরিচালক তাঁকে দিনভর নজরে রাখতেন। রাতে ফোনও করতেন। প্রথম দিকে সে সব মেনেও নিয়েছিলেন স্বরা। কিন্তু হিতে বিপরীত হয়। এরপর একেবারে যৌন ইঙ্গিতে নেমে আসেন পরিচালক। অভিনেত্রীকে একদিন ডিনারে নিমন্ত্রণ করেন। আর একদিন ছবির দৃশ্য নিয়ে আলোচনার জন্য রাতে হোটেলের ঘরে ডেকে পাঠান। একদিনের পরিস্থিতি তো ভয়াবহ। মদ্যপ অবস্থায় পরিচালক নিজেই অভিনেত্রীর ঘরে চলে এসেছিলেন। তাঁকে জড়িয়ে ধরতে চাইছিলেন। তখন ইন্ডাস্ট্রিতে তিনি একেবারেই অপরিচিত মুখ। কৌশলে এ পরিস্থিতি এড়িয়েছিলেন স্বরা। এরকম ঘটনার পর থেকে শ্যুট শেষ হলেই ঘরে ঢুকে তিনি আলো নিভিয়ে দিতেন। অন্ধকারে বসেই মেক আপ তুলতেন। পরিচালক ভাবতেন, স্বরা বোধহয় ঘুমিয়ে পড়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest