সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

স্বাস্থ্য পরীক্ষার নীতিমালা প্রণয়নে কমিটি গঠন

স্বাস্থ্য ডেস্ক: রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার মানোন্নয়ন এবং সমন্বিত মূল্য নির্ধারণের জন্য নীতিমালা করবে সরকার। এজন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ বুধবার সচিবালয়ে প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মানোন্নয়ন সংক্রান্ত সভায় কমিটি করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (হাসপাতাল) করা হয়েছে ওই কমিটির প্রধান। কমিটিতে অন্যদের মধ্যে সরকারি হাসপাতালের চারজন এবং বেসরকারি হাসপাতালের ছয়জন থাকবেন। কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে নীতিমালা সংক্রান্ত খসড়া প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
সভায় অন্যদের মাঝে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) বাবলু কুমার সাহা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিক্যাল অসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসা পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের চিকিৎসার মানের অনেক উন্নতি সাধিত হয়েছে। তারপরও মাঝে মাঝে বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার ভুলের কারণে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রক্রিয়া ব্যাহত হয়। হাসপাতাল ভেদেও একই টেস্টের ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়া যায়। এই সমস্যা উত্তরণের জন্য একটি সমন্বিত নীতিমালা প্রয়োজন।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি রোগ নির্ণয়ের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছেন। সরকার চায় দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা অটুট থাকুক। তাই দেশের সব হাসপাতালে প্যাথলজিক্যাল পরীক্ষার ক্ষেত্রে একই মান বজায় রাখার লক্ষ্যে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তি পেল ‘রেস-৩’ ট্রেলার

বিনোদন ডেস্ক: একদম নতুন মোড়কে আসছে ‘রেস’ ফ্র্যাঞ্চাইজি। এ বছর ঈদে সালমান খানের উপহার ‘রেস ৩’। টিপস ফিল্মস’র হাত থেকে এই অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি এখন গেছে সালমান খান ফিল্মস’র হাতে। এবার আর আব্বাস-মাস্তান নয়, ‘রেস ৩’-এর পরিচালক রেমো ডিসুজা। আগামী ১৫ জুন মুক্তি পাবে এই ছবি।

রেমো এবং সালমান জুটি যে সম্পূর্ণ মেকওভার ঘটাতে চলেছে এই সিরিজের তার জলজ্যান্ত প্রমাণ ‘রেস ত’ ট্রেলার। রেস-অ্যাডভেঞ্চার ছবি হিসেবে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এখন একটি মাইলস্টোন। নতুন এই বলিউড ছবির ট্রেলার বলে দিল, যে সেই মাইলস্টোনকেই ছুঁতে চায় এই ভারতীয় ফ্র্যাঞ্চাইজি।

এই তৃতীয় ছবিতে যে অ্যাকশন দৃশ্যগুলি রয়েছে সেগুলি আগের ছবিগুলির থেকে অনেক বেশি শিহরণ জাগানো। রেসের মূল আকর্ষণ অবশ্যই সালমান খান কিন্তু এই ছবিতে ববি দেওল, অনিল কপূর, জ্যাকলিন ফার্নান্ডেজ ও ডেইজি শাহ-এর অ্যাকশন দর্শক টানবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেইমার রিয়ালে গেলে ‘ভয়াবহ’ অবস্থার সৃষ্টি হবে : মেসি

স্পোর্টস ডেস্ক: সাবেক ক্লাব সতীর্থ নেইমার রিয়াল মাদ্রিদে যোগ দিলে ‘ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে’ বলে মন্তব্য করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন মেসির সাবেক বার্সা সতীর্থ ব্রাজিল সুপারস্টার। তবে প্যারিসে গোটা মৌসুম জুড়ে নেইমারকে নিয়ে চলেছে নানা গুঞ্জন।

২৬ বছর বয়সী নেইমার প্যারিসে সুখে নেই বলে যে গুঞ্জন শুরু হয়েছে তার ঢেউ আছড়ে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ পর্যন্ত। তিনি পিএসজি ছেড়ে দেয়ার জন্য ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রক্ষা করছেন বলে বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে।

ক্যাম্প ন্যুতে নেইমারকে সঙ্গী করে চারটি ট্রফি জিতেছেন মেসি। টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন, ‘বিষয়টি হবে ভয়াবহ। কারণ নেইমারের নামের পাশে জড়িয়ে আছে বার্সেলোনার নাম। যদিও এখন বার্সেলোনার সঙ্গে তার সম্পর্ক চুকে গেছে, তারপরও এখানে থেকেই সে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার মত গুরুত্বপূর্ণ শিরোপা জয় করেছে। তাই সে যদি মাদ্রিদে যোগ দেয়, তাহলে সেটি হবে আমাদের জন্য তথা বার্সেলোনার জন্য একটি বড় বিপর্যয়। আর ফুটবলের কথা যদি বলি, তাহলে এমনিতেই শক্তিশালী রিয়াল মাদ্রিদ আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে।’

নেইমার চলে যাবার পরও চলতি মৌসুমে বার্সেলোনা জয় করেছে লাল লিগা ও কোপা দেল রের শিরোপা। অপরদিকে ঘরোয়া ফুটবলে সুবিধা করতে না পারলেও ফের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। আগামী ২৬ মে ফাইনালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১০০ কোটি রুপি দিয়ে বিধায়ক কিনতে চায় বিজেপি!

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্নাটক রাজ্যে সরকার গঠনের জোর তৎপরতা শুরু হয়েছে কংগ্রেস, জনতা দল (জেডিএস) এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মোটা অঙ্কের টাকায় এরইমধ্যে বিধায়ক কেনাবেচার প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। কর্নাটকের জেডিএস প্রধান এইচ ডি কুমারস্বামী নিজেই জানালেন, বিজেপি কর্নাটকে সরকার গঠন করার জন্য ১০০ কোটি রুপি দিয়ে জেডিএসের বিধায়ক কিনতে চাইছে!

কর্নাটক বিধানসভা নির্বাচনে ২২৪ টি আসনের মধ্যে ১০৪টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে বিজেপি। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার থেকে বেশ কিছুটা দূরেই আছে তারা। সেক্ষেত্রে সরকার গঠন করতে গেলে ম্যাজিক ফিগার ১১২টির মধ্যে বিজেপির দরকার আরো আটজন বিধায়ক। অন্যদিকে কংগ্রেস ও জেডিএস জোট গড়ার ফলে সংখ্যা হচ্ছে ১১৬। যা ম্যাজিক ফিগার পার করে ফেলেছে। আর এখানেই কংগ্রেস ও জেডিএসকে আটকাতে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অপব্যবহার করে মোটা অঙ্কে বিধায়ক কেনাবেচার খেলা বিজেপি শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।

জেডিএস প্রধান কুমারস্বামী বলেন, ‘বিজেপি আমার দলের বিধায়কদের প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রিসভায় পদ এবং ১০০ কোটি রুপি ঘুষ দেওয়ার। বিজেপি এখন কর্নাটকে ক্ষমতা দখল করতে কোটি কোটি রুপি দিয়ে আমার দলের বিধায়কদের কিনতে চাইছে।’

কুমারস্বামী বলেন, ‘কিছুতেই বিজেপিকে সরকার গড়তে দেব না।’ কংগ্রেস ও জেডিএসের বিধায়কদের সুরক্ষা দিতে নির্বাচিত দুই দলের বিধায়কদের আজ বুধবার সন্ধ্যার পরই কোনো একটি ‘রিসোর্টে’ পাঠিয়ে দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে।

তবে কর্নাটকে কে সরকার গড়বে তা পুরোপুরি নির্ভর করছে কর্নাটকের রাজ্যপাল বাজুভাই বালার ওপর। জানা যায়, কর্নাটকের এই রাজনৈতিক সমস্যার মধ্যে পড়ে রাজ্যপাল এরইমধ্যে আইন ও সাংবিধানিক বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা করেছেন।

তবে কংগ্রেসের শীর্ষ নেতা গুলাম নবী আজাদ বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় অনুসারে যে রাজনৈতিক দলের ক্ষমতা বেশি তারাই সরকার গঠন করতে পারবে। বিজেপি যেখানে ১০৪টি আসন পেয়েছে সেখানে আমাদের আসন সংখ্যা মিলিতভাবে ১১৬টি। রাজ্যপাল পক্ষপাত করবেন না বলেই আমাদের বিশ্বাস।’ পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কর্নাটকের রাজ্যপাল বিজেপিকে সরকার গড়ার অনুমতি দিলে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।

একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রাজ্যপাল বিজেপিকেই প্রথমে সরকার গঠনের জন্য ডাকতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়ে এসেছেন। দাবি জানানো হয়েছে কংগ্রেস ও জেডিএসের পক্ষ থেকেও। তবে বিজেপির বি এস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাঁদের আছে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভডেকর জানিয়েছেন, কর্নাটকে সরকার গঠন নিয়ে অস্বাভাবিক উত্তেজনা তৈরির চেষ্টা চলছে।

এদিকে গুজব ছড়িয়েছে জেডিএসের পরিষদীয় দলের বৈঠকে নাকি হাজির ছিলেন না দলের দুই নবনির্বাচিত বিধায়ক রাজা ভেঙ্কটপ্পা নায়াকা এবং ভেঙ্কট রাও নাদাগৌড়া। পাশাপাশি কংগ্রেসের নয়া নির্বাচিত তিন বিধায়কের খোঁজ মিলছে না বলেও খবর পাওয়া যায়। যদিও কংগ্রেস এই খবর অস্বীকার করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনায় জাতীয় পার্টির প্রাপ্ত ভোট এক হাজার ! কমিটি বিলুপ্ত

খুলনা ডেস্ক: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী এস এম মুশফিকার রহমান। এই বিপর্যয়ের কারণে দলটির খুলনা মহানগর আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
আজ বুধবার জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার খুলনা সিটি করপোরেশন নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পান এক লাখ ৯ হাজার ২৫১ ভোট। তৃতীয় হন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুজ্জাম্মিল হক। হাতপাখা প্রতীক নিয়ে তিনি পান ১৪ হাজার ৩৬৩ ভোট। চতুর্থ হন জাতীয় পার্টির এস এম মুশফিকার রহমান। লাঙল প্রতীক নিয়ে তিনি পান এক হাজার ৭২ ভোট। পঞ্চম হন সিপিবির মিজানুর রহমান বাবু। কাস্তে প্রতীক নিয়ে তিনি পান ৫৩৪ ভোট।
আজ জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘খুলনা মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন- যা ইতিমধ্যে কার্যকর হয়েছে।
সদ্য সমাপ্ত খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে পার্টির ভোট বিপর্যয়ের জন্য মহানগর কমিটির ব্যর্থতাকে দায়ী করে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে খুলনা মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হবে।’
খুলনা মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বল্লী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক কমিটি আহবায়ক আবু মুছা, সদস্য সচিব করিম

সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সরদার আব্দুল মজিদ ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) শেখ শরিফুজ্জামান বিপুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১২নং বল্লী ইউনিয়নের আহবায়ক মোঃ আবু মুছা ও সদস্য সচিব আব্দুল করিম, যুগ্ম আহবায়ক আবিদুর রহমান টিটু, আতারুল ইসলাম, রবিউল ইসলাম (খোকন), আব্দুর রহমান, ইয়ারুল ইসলামসহ ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদক বিরোধী আলোচনা ও লিফলেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্তই যথেষ্ঠ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী গণসচেতনতার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা। মাদকদ্রব্য। নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি. বি. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বুধবার দুপুরে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার। স্কুলের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক নজিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য সেলিম রেজা, শিক্ষার্থী জাকিয়া সুলতানা, সুমাইয়া পারভীন আশা, সুমাইয়া সুলতানা আঁখিসহ প্রমুখ। অনুষ্ঠানে সর্বনাশা মাদকের কুফল তুলে ধরে বক্তারা মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় প্রাইমারি স্কুলে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গরীব ও মেধাবী শিশুদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগীতায় বুধবার সকালে উপজেলার দক্ষিন সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের গরীব ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মারুফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম সহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলার চিনেডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের গরীব ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহজাহান আলী। এসময় সহ-সভাপতি আব্দুল গফফার, সদস্যা আছিয়া খাতুন সহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষা উপকরন বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest