সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ভূমি কর্মকর্তা তপন কর্তৃক না মেনে প্রাচীর নির্মান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনসাংবাদিক জুলফিকারের পিতা রাহাতুল্লাহ সরদারের সুস্থতা কামনাপ্রতিপক্ষ প্রার্থী কর্তৃক হুমকি ধামকির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদের সংবাদ সম্মেলনফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সাতক্ষীরায় ছাত্রলীগের অবস্থান কর্মসূচিসাতক্ষীরায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধী নারীসহ ৪ জনকে পিটিয়ে জখমের অভিযোগশ্যামনগরে “সম্পদ ও আত্মার পরিশুদ্ধতায় যাকাত” শীর্ষক সেমিনারফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সামেকের ডা. পলাশসাতক্ষীরায় পাওয়ার ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে শরবত বিতরণসাতক্ষীরায় কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

নলতায় খানবাহাদুর আহ্ছানউল্লার জন্মবার্ষিকীতে সেমিনার অনুষ্ঠিত

নলতা প্রতিনিধি: হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রাঃ)’র ১৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় ৩০ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের মাহফিল মাঠে সেমিনার ও ৩৩ তম চক্ষু শিবিরের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খানবাহাদুর আহ্ছানউল্লা (রাঃ) এঁর জীবনী নিয়ে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।

আলহাজ্ব মোহাম্মদ সেলিমউল্লাহ’র সভাপতিত্বে সম্মাানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দীন হাসান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজ আল আসাদ, অধ্যাপক গাজী আজিজুর রহমান, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সম্প্রসারিত কার্যক্রম, ঢাকা এর সমন্বয়ক আলহাজ্জ এ এফ এম এনামুল হক, আলহাজ্ব রাশেদ আহমেদ চৌধুরী, মিশনের যুগ্ম-সম্পাদক আলহাজ্জ মো. সাইদুর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও শাখা মিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, জনপ্রতিনিধি, ইলেক্ট্রনিক্স ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকবৃন্দ, চিকিৎসকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার ব্যক্তিবর্গ।

এসময় খানবাহাদুর আহ্ছানউল্লা রচিত গ্রন্থ ও তাঁর জীবন দর্শনের উপর গুরুত্বপূর্ণ আলোচনায় অধ্যাপক ডা. রুহুল হক এমপি বলেন, ১৮৭৩ সালের ডিসেম্বর মাসের কোন এক শনিবার অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, আলহাজ্জ¦ হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) নলতা শরীফে জন্মগ্রহণ করেন। আজ তাঁর ১৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার। ডিসেম্বরকে কেন্দ্র করেই প্রতিবছর নলতায় অনুষ্ঠিত হচ্ছে ফ্রি চিকিৎসা ক্যাম্প। পীর কেবলা অবিভক্ত বাংলার শিক্ষা বিভাগের কর্মকর্তা থাকাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। আধ্যাত্মিক সাধনার পাশাপাশি মানুষের কল্যাণের জন্য ১৯৩৫ সালে ‘¯্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এখন দেশ-বিদেশে তাঁর নামে অনেক প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। আমার পিতা মরহুম নজির আহম্মেদ পীর কেবলার অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি ছিলেন। শেষ বয়সে পীর কেবলার ১টি চক্ষু নষ্ট হওয়ার কারণে অনেক কষ্ট অনুভব করেছিলেন। সে কারণে তিনি চক্ষু হাসপাতালের স্বপ্ন দেখেছিলেন। আর হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এঁর আশীর্বাদ আছে বলেই এতবড় চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা করেন হাফেজ শামছুল হুদা এবং অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কবি সুলতানউলের কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন

মাহফিজুল ইসলাম আককাজ : ‘নাহি ভয় হবে জয় নিশ্চয়’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কবি সুলতানউল ইসলামের হৃদয়ের হৃদ মহলে ও শেষ বিকেল নামক দুটি কাব্য গ্রহন্থের মোড়ক করা হয়েছে। শনিবার সকালে উদীচী শিল্পীগোষ্ঠীর সৌজন্যে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘সাহিত্য ও সংস্কৃতি চর্চা করলে মানুষের মনের বিকাশ ঘটে। কবি ও সাহিত্যিকরা তাদের লেখনির দ্বারা ঘুনে ধরা সমাজের মুখোশ উন্মোচন করে অন্ধকার সরিয়ে আলোর পথে নিয়ে আসে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যাপক পবিত্র মোহন দাস প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, সাতক্ষীরা আহছানিয়া মিশনের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাংবাদিক ও সাহিত্যিক আমিনুর রশিদ, কবি শাহাজান সিরাজ, মন্ময় মনির। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: খুলনা অঞ্চলে কাঁকড়া, কুচিয়া ও চিংড়ি চাষের বর্তমান অবস্থা সমস্যা ও করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশের নির্বাচিত এলাকায় কুঁচিয়া ও কাঁকড়া চাষ এবং গবেষণা প্রকল্প, মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

এসময় তিনি বলেন, ‘চিংড়ির পাশাপাশি বিদেশের বাজারে কাঁকড়া ও কুচিয়ার ব্যাপক চাহিদা রয়েছে। ওই লক্ষ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কাঁকড়া ও কুচিয়া চাষের এলাকা হিসেবে নির্বাচন করে মৎস্য অধিদপ্তর খামারি নির্বাচন করে প্রশিক্ষণের কাজ শুরু করেছেন। সফলভাবে উৎপাদন ভালো হলে বিদেশে রপ্তানি করে সরকার যেমন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন, তেমনি দেশের বেকারত্ব দূর করা সম্ভব হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, সহকারী পুলিশ সুপার কে.এম আরিফুল হক ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক রনজিত কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সরদার, প্রকল্প পরিচালক বিনয় কুমার চক্রবর্তী, এল্লাচর সাতক্ষীরার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, ডুমুরিয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রী প্রমুখ। কর্মশালায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন মৎস্য ব্যবসায়ী বিশ^নাথ ঘোষ, দীন বন্ধু ম্ত্রি, মৎস্য কর্মকর্তা বিনয় কৃষ্ণ সাহা, সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা অঞ্চলের হ্যাচারী মালিক, ডিপো মালিক, চাষীসহ সংশ্লিষ্ট ৩৩ জন সদস্য এ কর্মশালায় অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা খুলনা বিভাগের সহারী পরিচালক মনীষ কুমার মন্ডল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথম বছরেই সর্বোচ্চ সংখ্যক কর্মী চাকরি ছেড়েছেন। ফলে হোয়াইট হাউজের কর্মীদের মধ্যে চাকরি ছাড়ার হিড়িক পড়েছে বলে জানা গেছে।

হোয়াইট হাউজ সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ১৯৮১ সালে রোনাল্ড রিগ্যানের শাসনামলে ১৭ শতাংশ কর্মী চাকরি ছাড়েন। তবে ট্রাম্প জমানায় এই হার দ্বিগুণ।

ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথমে নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে চাকরিচ্যুত করেন। এক মাসের মতো দায়িত্ব পালনের পর গত ফেব্রুয়ারিতে তিনি চাকরিচ্যুত হন।

এরপর ট্রাম্পের সঙ্গ ছাড়েন তার নির্বাচনী প্রচারণার অন্যতম সমন্বয়ক রায়ান্স প্রিবাস ও স্টিভ ব্যানন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সমাজ ভিত্তিক ঝুঁকি হ্রাঁস (সিবিডিআরআর) কর্মসূচির কার্যক্রম সমাপনী ও হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদে হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিয়নের সেক্রেটারী শাহাদৎ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান রাশিদুজ্জামান রাশি প্রমুখ। এসময় বক্তারা বলেন, রেড ক্রিসেন্ট অসহায় দুস্থ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতেও যাবে। এখন থেকে আমরা আর কেন্দ্রের উপর নির্ভরশীল না হয়ে স্থানীয়ভাবে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাড়াবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশের অভিযানে আছাদুরের ঘাতক লিটন ও সোহান গ্রেফতার

পলাশ দেবনাথ নুরনগর থেকে : শ্যামনগর উপজেলার নুরনগরের চিংড়ী ব্যবসায়ী আছাদুর (২৮)এর ঘাতক লিটন (২৪)কে শ্যামনগর থানা পুলিশ শনিবার বেলা ১২টার দিকে ঘটনা স্থল সংলগ্ন চুনোখালী বিল থেকে গ্রেফতার করেছে। এসময় তার সহযোগী যশোর জেলার ষষ্ঠীতলা এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহান ওরফে (২৫) সুমনকেও ঐ হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। লিটন শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের উত্তর হাজিপুর গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে। প্রাথমিকভাবে লিটন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিহতের পিতা নুরনগরের পার্শ্ববর্তী আড়ংগাছা গ্রামের আব্দুল জব্বার বাদি হয়ে মামলা করবে বলে পুলিশ নিশ্চিত করেছে। এদিকে মাত্র ১২/১৪ ঘন্টার মধ্যে কুল কিনারা না থাকা একটি হত্যাকান্ডে জড়িত দুই ঘাতককে গ্রেফতারে শ্যামনগর থানা পুলিশের আন্তরিকতা ও চাতুর্য্যরে প্রশংসা জানিয়েছে বিভিন্ন মহল। উল্লেখ্য (শুক্রবার রাত আটার দিকে) নুরনগর বাজার সংলগ্ন দেওড়াবাড়ী এলাকায় নিজ মৎস্য খামারে যাওয়ার সময় দুর্বৃত্তর হাতে চিংড়ী ব্যবসায়ী আছাদুর রহমান (৩৮) নিহত হয়। রাত ৮টার দিকে দেওড়াবাড়ী নুরনগর বাজার সংযোগ সড়কের উপর আছাদুরের রক্তমাখা দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে নিকটস্থ আইয়ুব আলীর ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত আছাদুরের ঘাড়ে ও উরুতে গভীর ক্ষতের চিহ্ন ছিল বলে প্রতক্ষদর্শীরা জানায়। হত্যাকান্ডের পরপরই স্থানীয়রা ছিনতাইকারীর হাতে আছাদুর নিহত হয়েছে বলে ধারনা করলেও হত্যাকান্ডে জড়িতদের ব্যাপারে নির্দিষ্ট কোন তথ্য দিতে পারেনি। এদিকে হতাকান্ডের পরপরই শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী নিজে ঘটনাস্থলে যেয়ে হত্যাকান্ডের তদন্ত শুরু করেন। রাতে সন্দেহভাজন কয়েকটি জায়গায় অভিযানও পরিচালনা করেন তারা। অফিসার ইনচার্জের নেতৃত্বে উপ-পরিদর্শক আকরাম হোসেন, উপ-পরিদর্শক শংকর, সহকারী উপ-পরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম রাত থেকে মাঠে অবস্থান নেয়। এক পর্যায়ে শনিবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলাধীন চুনোখালী বিলে একটি ঘেরের বাসা থেকে তাদের দু’জনকে আটক করে পুলিশ। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী জানান, হত্যাকান্ডের পর থেকে পুলিশ মাঠে ছিল। তিনি আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে উভয়ে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিহতের পিতা বাদি হয়ে হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে মামলা করবে জানিয়ে আজকের সাতক্ষীরাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধীরা হত্যাকান্ডে জড়িত থাকার তথ্য দিয়েছে। তবে এ হত্যাকান্ডের নেপথ্য কি আছে আর কোন রহস্য রয়েছে কিনা তাও দ্রুত সময়ের মধ্যে উদঘাটনে পুলিশ আন্তরিক। এলাকাবাসী বলছে লিটন এলাকার উচ্ছৃংখল যুবক হিসেবে ব্যাপক পরিচিত। সে প্রায় বহিরাগত অপরাধীদের নিয়ে নুরনগর বাজারসহ আশপাশের এলাকায় চুরি ছিনতাইসহ নানান অপকর্ম করে আসছে বহুদিন ধরে। হত্যাকান্ডের পরপরই হত্যা রহস্য উদঘাটনসহ ঘাতক সনাক্তসহ গ্রেফতারে পুলিশের অভিযানে শ্যামনগর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয়রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আর্থসামাজিক নানা সূচকে বাংলাদেশ উন্নতি করেছে। কিন্তু সুশাসন, মানবাধিকার ও নৈতিকতার সূচকে পিছিয়ে পড়েছে। এসব সূচকে উন্নতি করতে হলে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে রুখতে হবে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ।

সম্মিলিত সামাজিক আন্দোলনের চতুর্থ জাতীয় সম্মেলনের উদ্বোধনী পর্বের আলোচনায় গতকাল শুক্রবার এই আহ্বান জানান বিশিষ্টজনেরা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনাটি হয়। আলোচনায় বক্তারা বলেন, নারী-শিশু নির্যাতন, সাম্প্রদায়িক ঘটনা, প্রান্তিক জনগোষ্ঠীকে অত্যাচারের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবে সম্মিলিত সামাজিক আন্দোলন।

আলোচনা পর্বের আগে ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারেক আলীর সভাপতিত্বে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের শক্তভাবে দাঁড়াতে হবে। আমাদের সব গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তুলতে হবে। তা না হলে আমরা সময়-সময় যা কিছু অর্জন করি, সেটা ধরে রাখতে পারব না।’

ঐক্য ন্যাপের সভাপতি ও সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘সাম্প্রদায়িকতা আমাদের প্রতিবন্ধকতা। বিচারহীনতার সংস্কৃতি যখন এর হাত ধরাধরি করে চলে, তখন এটি আরও শক্তিশালী হয়।’

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘বাংলাদেশ নানা ক্ষেত্রে, নানা সূচকে বিশ্বে অবস্থান তৈরি করে নিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতেই হয়, সুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে। নৈতিকতার দিক থেকে বিবেচনা করা হলে সেখানে অনেক খাদ রয়ে গেছে, সেই খাদ আমরা পূরণ করতে পারছি না।’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, নৈতিকতার অবনতি ও মানবিকবোধের অবনমনের কারণে দুর্বৃত্তায়ন শক্তিশালী হয়েছে। তিনি সাম্প্রদায়িক হামলার সময় আশপাশে থাকা প্রতিবেশীদের হামলা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনার শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য নূর মোহাম্মদ তালুকদার। ঘোষণাপত্র পাঠ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী।

এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক প্রমুখ বক্তব্য দেন। সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু।

 কমিটি গঠন

বাপ্পাদিত্য বসু জানান, বিকেলে সম্মেলনের তৃতীয় অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়। ১৩১ সদস্যের নতুন কমিটিতে জিয়াউদ্দিন তারেক আলী সভাপতি, সালেহ আহমেদ সাধারণ সম্পাদক ও অধ্যাপক আনিসুজ্জামান উপদেষ্টা হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক: সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী একটি বাংলাদেশি পরিবারের মা ও দুই ছেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবারের এই ঘটনায় ওই পরিবরারের কর্তা কামরুল ইসলাম ওরফে নিলয়ও গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- নিলয়ের স্ত্রী তানিয়া হোসেন (৩০) এবং তাদের ছেলে ইউসা হোসাইন (৮) ও আযান হোসেন (৩)।

তারা ওমরা করতে ইতালি থেকে গত শনিবার সৌদি আরব এসেছিলেন বলে জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সেলর আমিনুল ইসলাম জানিয়েছেন।

মক্কা প্রবাসী নয়ন শেখ জানান, ওমরা পালন শেষে পরিবারের সদস্যদের নিয়ে মদিনা যাচ্ছিলেন নিলয়। পাহাড়ি পথে তাদের প্রাইভেটকারের চাকা পাংচার হয়ে পাশের খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

জুয়েল নামে নিলয়ের এক স্বজন ওই গাড়ি চালাচ্ছিলেন। তিনিও আহত হয়েছেন।

তারা দুজন কিং আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন। নিলয়ের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান আরেক মক্কা প্রবাসী আলাউদ্দিন।

তিনি বলেন, নিলয়দের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার মুন্সেপ পাড়ায়। তিনিও ওই এলাকার বাসিন্দা।

নিহতদের মরদেহ মক্কার আল-হেরা ও আল-নূর হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে বলে জানান আলাউদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest