সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবেরসাতক্ষীরার ৩২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারশ্যামনগরে জনসভা- গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুতালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যের ডাক হাবিবুল ইসলাম হাবিবেরআদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংসসাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ

ভয় পাইনি আর এখনও পাচ্ছি না: জাফর ইকবাল

চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে সিএমএইচ ছাড়লেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বুধবার সকালে জাফর ইকবালের চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত সামরিকবাহিনীর কর্মকর্তারা তাকে সিএমএইচে বিদায় জানান। ছুরিকাহত হয়ে ১১ দিনের চিকিৎসা শেষে বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে কর্মস্থল শাবি ক্যাম্পাসে যাওয়ার সময় তিনি বলেছন, আমি ভালো আছি। আমি কখনও কোনো কিছুতে ভয় পাইনি এবং এখনও পাচ্ছি না।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি সবাইকে জানাতে চাই, এই পৃথিবীটা অনেক সুন্দর। এই পৃথিবীকে সবার ভালোবাসতে হবে। তা হলেই পৃথিবীটা অনেক সুন্দর হবে। তার সুস্থতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সেলাই কাটা হয়েছে। আমার হাতে ও পিঠে এখনও স্টিচ লাগানো রয়েছে। সেগুলোর জন্য আবার আমাকে হাসপাতালে যেতে হবে। আমি এখন সুস্থ আছি।

জাফর ইকবালকে মানসিক অবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন, আমি ভালো আছি। আমি এসব বিষয়ে কোনোদিন ভয় পাইনি আর এখনও পাচ্ছি না। যে মঞ্চে আমার ওপর হামলা হয়েছিল আজ আবার সেখানেই আমার শিক্ষার্থীদের সঙ্গে দেখা করব।

গত ৩ মার্চ সন্ধ্যায় জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুল নামের এক দুষ্কৃতিকারী। হামলায় তিনি মারাত্মকভাবে আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ওইদিনই ঢাকা সিএমইচে হেলিকপ্টার যোগে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তার চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির চেক বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় প্রশিক্ষণ প্রাপ্ত কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা অগ্রণী ব্যাংক কার্যালয়ে সাতক্ষীরা মহিলা সমিতির আয়োজনে সাতক্ষীরা মহিলা সমিতির সাধারণ সম্পাদক মিসেস খুরশীদ জাহান শিলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিন। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার নারীর ক্ষমতায়নসহ নারী ও শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. সদর উদ্দিন, সহকারি শাখা ব্যবস্থাপক মো. কওছার আলী, মহিলা সমিতির কোষাধ্যক্ষ মহছেনা বেগম, প্রশিক্ষক শামীমা পারভীন ডেইজি প্রমুখ। পৌরসভার ৭,৮ ও ৯নং ওয়ার্ডের ১শ’৮২ প্রশিক্ষণ প্রাপ্ত কর্মজীবি ল্যাকটেটিং মাদারকে চেক প্রদান করা হয়। কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় সকল প্রশিক্ষনাথীদেরকে পর্যায়ক্রমে আর্থিক সহায়তার প্রদান করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকে গ্রাহক মতবিনিময় সভা

মাহফিজুল ইসলাম আককাজ : আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার গ্রাহক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার আয়োজনে ব্যাংক কার্যালয়ে ভিপি ও সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক মো. ফেরদৌস হাসানের সভাপতিত্বে গ্রাহক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিমিটেডের এসভিপি ও খুলনা জোনাল হেড মো. মনজুরুল আলম। এসময় তিনি বলেন,‘ গ্রাহকদের সেবার মান উন্নয়নে আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিমিটেড বদ্ধ পরিকর। গ্রাহকদের পরামর্শে কিভাবে সর্বোচ্চ সেবা দিয়ে ব্যাংককে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সে লক্ষ্যে সারা দেশে আমরা গ্রাহক মতবিনিময় সভার আয়োজন করছি।’ গ্রাহক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিমিটেড চুকনগর শাখার ম্যানেজার মো. আব্দুল মান্নান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আল-ফেরদৌস আলফা, সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল অদুদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী অধ্যাপক মোজাম্মেল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম, আব্দুর রব ওয়ার্ছি, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার এক্সিকিউটিভ অফিসার শেখ রবিউল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৃহস্পতিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া শুক্রবার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গত সোমবার কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫১ জন। নিহতদের মধ্যে বিমানের ৪ ক্রুসহ ২৬ জন বাংলাদেশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার কালিগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যা ॥ স্বামীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জে নাসিমা খাতুন (৩৫) নামে এক গহবধুকে জবাই করে হত্যা করেছে পাষন্ড স্বামী জালাল সানা।
মঙ্গলবার গভীর রাতে কালিগঞ্জে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনটি ঘটে।
স্ত্রীকে হত্যার পর সকালে জালাল সানা থানায় যেয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে। গৃহবধু নাসিমা খাতুন দু’মেয়ে সন্তানের জননী।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত জানান, নাসিমা-জালাল দম্পত্তি দিনমজুরের কাজ করে সংসার নির্বাহ করেন। তাদের ৮ম শ্রেণীতে ও দশম শ্রেণীতে পড়–য়া দুটি মেয়ে রয়েছে। সম্প্রতি জালাল সানা মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছেন। যাকে-তাকে মার-ধর করাসহ মানুষের সাথে তিনি অসংলগ্ন আচরণ করছেন।
মঙ্গলবার রাতের কোন এক সময়ে তিনি তার স্ত্রীকে দাঁ দিয়ে জবাই করে হত্যা করেন। সকালেই তিনি থানায় এসে আত্মসমর্পণও করেছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল পাঠিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজ‌ের চিরচেনা ক্যাম্পাসে ফিরছেন জাফর ইকবাল

চিরচেনা শাবি ক্যাম্পাসে ফিরছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান কথা সাহিত্যিক অধ্যাপক ড. জাফর ইকবাল। ১১ দিন পর চিকিৎসা শেষে আজ বুধবার ঢাকা থেকে রওনা হয়ে দুপুরের দিকে সিলেট পৌঁছাবেন তিনি।

দুপুর পৌনে ১টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, জাফর ইকবালের ফিরে আসা নিয়ে উচ্ছ্বসিত ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা। জাফর ইকবালকে ক্যম্পাসের ‘ব্র্যান্ডম্যান’ উল্লেখ করে আজ তারা তাকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত।

জানা গেছে, বিকেল ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসের মুক্ত মঞ্চে আসবেন তিনি। যেখানে গত ৩ মার্চ হামলার শিকার হন তিনি ওই স্থানে দাঁড়িয়েই শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন তিনি। শিক্ষার্থীদের নিয়ে আবারও মেতে উঠবেন তিনি- এমন প্রত্যাশা সবার।

পরিবারের বরাত দিয়ে শাবিপ্রবির রেজিস্ট্রার ইশাফকুল হোসেন জানান, ড. মুহম্মদ জাফর ইকবাল এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসা ছাড়পত্র পাওয়ার পর আজ দুপুরে তিনি সিলেট পৌঁছাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার ইমরান খানকেও জুতা নিক্ষেপ

নওয়াজ শরীফের পর এবার পাকিস্তানের আরেক নেতা ইমরান খানের দিকেও জুতা ছুড়ে মারা হলো।

মঙ্গলবার (১৩ মার্চ) রাতে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গুজরাতে একটি র‍্যালিতে অংশ নেন ইমরান খান। সেখানে একটি গাড়িত ওপর দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ৬৫ বছর বয়সী এ নেতা।

বক্তব্যের শেষ দিকে জনতার ভিড় থেকে একটি জুতা ছুটে আছে ইমরান খানকে লক্ষ্য করে। তবে জুতাটি অল্পের জন্য তার গায়ে লাগেনি। জুতাটি এসে লাগে ইমরান খানের পাশে দাঁড়ানো পিটিআই দলের আরেক নেতা আলিম খানের বুকে।

ইমরান খানের দিকে যিনি জুতা ছুড়েছিলেন, আশেপাশের জনগণ সঙ্গে সঙ্গে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ইমরান খানও ওই মুহূর্তে স্থান ত্যাগ করেন।

পাকিস্তানের রাজনৈতিকদের ওপর জনগণের পক্ষ থেকে এটি ছিল এ সপ্তাহের তৃতীয় হামলা এবং দ্বিতীয় জুতা নিক্ষেপ।

গত রোববার (১১ মার্চ) একটি ইসলামি জলসা অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দিকে জুতা ছুড়ে মারেন কিছু শিক্ষার্থী। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এর ঠিক একদিন আগে, শনিবার (১০ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ দলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময় উগ্রপন্থী মাদ্রাসাছাত্ররা তার ওপর অতর্কিতে চড়াও হয়। এসময় শত শত মানুষের চোখের সামনে তার মুখে চুনকালি মাখিয়ে দেওয়া হয়। এ ঘটনার অভিযোগে একজন গ্রেফতার হয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিজেকে পাখি ভেবে মানুষের মাথায় মলত্যাগ !

রাস্তা দিয়ে যেতেই আচমকা এক পথচারীর মাথার ওপর কিছু একটা পড়ে। কিছুক্ষণ পরেই শেই ব্যক্তি বুঝতে পারলেন, ওপর থেকে তার গায়ে যা পড়েছে তা আসলে মানুষের মল। এক ব্যক্তি গাছের উপরে বসেই শৌচকর্ম সারছেন। এরপর যা ঘটল তা সত্যিই অভিনব।

খবর অনুযায়ী, স্পেনের অ্যালেবেসেটের বাসিন্দা এক ব্যক্তি হঠাতই গাছের উপর চড়ে বসেন। তার পর গাছের ওপর থেকেই পথচারীদের উপর মলমূত্র ত্যাগ করতে থাকেন। অভিযোগ, সেই সময় দুই জন পথচারীর উপর মলমূত্র ত্যাগ করেন তিনি। স্বাভাবিকভাবেই প্রবল ক্ষুব্ধ হন তারা।

ঘটনার খবর জানাজানি হতেই সেই এলাকায় আসে পুলিশ। পুলিশের দাবি, সেই এলাকায় তারা যখন পৌঁছান তখন দেখেন একদল যুবক গাছের নিচে দাঁড়িয়ে প্রবল চিৎকার করে যাচ্ছেন। কিন্তু তখনও স্বমহিমায় গাছের ওপর থেকে শৌচকর্ম সেরে যাচ্ছেন ওই ব্যক্তি।

তবে নাটক শেষ হয় কিছুক্ষণ পরেই। পুলিশ গাছে ওঠার আগেই সেই ব্যক্তি নিজেই গাছ থেকে নেমে পড়েন। জানা গেছে, সেই ব্যক্তিকে যখন উদ্ধার করা হয় তখন মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। তিনি ব্যক্তি মাদকের নেশাও করেছিলেন বলেও অনুমান করছে পুলিশ।

আপাতত তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার নাম ও পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। জানা গেছে, নেশার ঘোরে সেই ব্যক্তি নিজেকে পাখি ভাবতে শুরু করেছিলেন। তার জেরেই এই কাণ্ড। তবে এতেই শেষ নয়। যে ব্যক্তিদের ওপর তিনি শৌচকর্ম করেন, তারাও তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন বদলা নেওয়ার জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest