সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবেরসাতক্ষীরার ৩২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারশ্যামনগরে জনসভা- গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুতালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যের ডাক হাবিবুল ইসলাম হাবিবেরআদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংসসাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ

খালেদার জামিন রবিবার পর্যন্ত স্থগিত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এই সময়ের মধ্যে জামিন আদেশে বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
এর আগে গত সোমবার খালেদা জিয়াকে চারমাসের জামিন দেয় হাইকোর্ট। নিম্ন আদালতে পাঁচ বছরের সাজা ঘোষণার পর থেকে বিএনপি চেয়ারপারসন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

সকালে দুদকের আইনজীবী খুরশীদ আলম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে করা আপিল আবেদন আদালতে উপস্থাপন করেন। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

অন্যদিকে, খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার আমিনুল হক, ব্যারিস্টার বদরোদ্দোজা বাদলসহ বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরে সরকারি সফর একদিনের জন্য সংক্ষিপ্ত করে মঙ্গলবার বিকালে দেশে ফিরেছেন। সোমবার নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফেরেন।

প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশের একটি নিয়মিত ফ্লাইট সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার সিঙ্গাপুরে যান।

বুধবার বিকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল। সোমবার বিকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুর্গত পরিবারের পাশে দাঁড়াতে তিনি সফর একদিন সংক্ষিপ্ত করেন।

সিঙ্গাপুর সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন এবং সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর আয়োজিত ভোজসভায় যোগদান ছাড়াও তিনি হোটেল সাংগ্রিলাতে সিঙ্গাপুর-বাংলাদেশ বিজনেস ফোরাম এবং বিজনেস রাউন্ডটেবিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

শেখ হাসিনা বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক বন্দর পোর্ট অব সিঙ্গাপুর পরিদর্শন করেন। তিনি ইউনেসকোর একটি বিশ্ব ঐতিহ্য সিঙ্গাপুর বোটানিক গার্ডেনের ন্যাশনাল অর্কিড গার্ডেন পরিদর্শন করেন এবং তার নামে একটি অর্কিড উন্মোচন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে মাওবাদীদের হামলায় ৯ পুলিশ নিহত

ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় পুলিশের বিশেষ বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) নয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার ছত্তিশগড়ের বাস্তার বিভাগের অস্থিতিশীল সুকমা জেলায় একটি মাইন প্রোটেকটেড ভেহিকল (এমপিভি) বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিআরপিএফ’র সদস্যরা এমপিভি করে চিরুনি অভিযানে বের হলে কিস্তারাম নামক স্থানে ওই হামলা চালানো হয়। ভারি বোমার পাশাপাশি দূর নিয়ন্ত্রিত বোমা সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছে।

সিআরপিএফ’র মুখপাত্র মোসেস দিনাকরণ বলেছেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে সুকমা জেলায় মাওবাদীদের সঙ্গে একটি এনকাউন্টার হয়েছে। জবাবে পুলিশ সদস্যদের হামলায় মাওবাদীরা প্রথমে পালিয়ে যায়। পরে সুকমার কিস্তারাম ও পালোদির মাঝামাঝি এলাকায় আবার মাওবাদীদের হামলার শিকার হয় সিআরপিএফ সদস্যরা। ওইসময় তারা এমপিভি চড়ে অভিযান চালাচ্ছিল। এখন পর্যন্ত আমরা নয়জনের মৃত্যুর খবর পেয়েছি। আহত হয়েছেন আরও তিনজন। পরে আহতদের হেলিকপ্টারে করে রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন; ৮ ডিবি পুলিশ ক্লোজড

বরিশালে সাংবাদিক সুমন হাসানকে অমানবিক নির্যাতনের ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের আট সদস্যকে ক্লোজ করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ।

মঙ্গলবার দুপুরে দক্ষিণ চকবাজারের পুরাতন বিউটি হলের সামনে ডিবি পুলিশ একটি বাসায় মাদকের অভিযান চালালে সাংবাদিক সুমন হাসান ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযানের বিষয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে চাইলে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আট পুলিশ সদস্য মিলে সুমনের ওপর চড়াও হয়।

এসময় সুমনকে বেধড়ক মারধর ও অণ্ডকোষ চেপে ধরে অজ্ঞান করে ফেলে। পরবর্তীতে ডিবি কার্যালয়ে গিয়ে জ্ঞান ফিরলে পুনরায় তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। পরে খবর পেয়ে বরিশালের সিনিয়র সাংবাদিকরা উপ-পুলিশ কমিশনার গোলাম রউফকে অবহিত করলে তিনি বিষয়টি সমাধানের জন্য সকলকে তার কক্ষে নিয়ে আসেন।

এসময় সুমনের সারা শরীরে আঘাতের চিহ্ন ও সুমনের কাছে নির্যাতনের কথা শুনে উপ পুলিশ কমিশনার (ডিবি) উত্তম কুমার পাল ও (দক্ষিণ) গোলাম রউফ দুঃখ প্রকাশ করেন। তারা নির্যাতনের সঙ্গে জড়িত ডিবি পুলিশের এসআই আবুল বাশার ও তার টিমকে তাৎক্ষণিক ক্লোজড ও ওই টিমের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তারা।

নির্যাতনের শিকার বেসরকারি টেলিভশন চ্যানেল ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সুমন হাসান বলেন, বিউটি হল সংলগ্ন একটি বাসায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের কাছে অভিযানের বিষয়টি জানতে চাইলে ডিবি পুলিশের এসআই আবুল বাসার, তার টিমের সদস্য সাইফুল, মাসুদ ও আলতাফসহ ওই টিমের সকলে আমার সঙ্গে চড়াও হয়। এসময় আমি সাংবাদিক পরিচয় দিলে তারা আরও ক্ষিপ্ত হয়ে উঠে আমার ওপর। একপর্যায়ে তারা আমাকে বেধড়ক মারধর শুরু করে এবং ডিবি অফিসে নিয়ে যাওয়ার জন্য জোর জবরদস্তি করতে থাকে।

তিনি বলেন, এসময় ডিবি পুলিশ আমার বাসায় মাদক দিয়ে ধরিয়ে দেয়াসহ ক্রসফায়ারের হুমকি দেয়া হয়। তবে আমি বিনা অপরাধে সেখানে না যাওয়ার জন্য বললে তারা আমার বিশেষ অঙ্গ চেপে ধরলে আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপর আমাকে ডিবি অফিসে নিয়ে বুকের ওপর লাথি দেয়াসহ নানা কায়দায় নির্যাতন শুরু করা হয়।

এদিকে সুমনকে নির্যাতনের খবর শুনে বরিশালের সিনিয়র সাংবাদিকরা ডিবি অফিসে গেলে কতিপয় অতি উৎসাহী পুলিশ সদস্যর সঙ্গে সেখানে বসে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে কয়েকজন সংবাদকর্মীকে লাথি, কিল-ঘুষিও দেয়া হয় যা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সিসি ক্যামেরার ফুটেজেও প্রমাণ পেয়েছেন। তবে এত ঘটনার পরেও সবকিছুই অস্বীকার করেছেন ডিবি পুলিশের ওই টিমের প্রধান এসআই আবুল বাশার। তিনি জানিয়েছেন, সুমনের শরীরে কোনো হাত দেয়া হয়নি। উল্টো সুমন আমাদের মারধর করেছে।

বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক জানান, বিষয়টি অতীব দুঃখজনক। প্রাথমিকভাবে নির্যাতনের প্রমাণ পাওয়ায় এসআই আবুল বাশারসহ তার টিমের মোট আট সদস্যকে ক্লোজ করা হয়েছে। যার মধ্যে দুইজন এএসআই ও বাকিরা কনস্টেবল।

এদিকে এই ঘটনায় বরিশালের সাংবাদিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ সকল সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়াও বুধবার সাংবাদিক সুমন হাসানের উপর হামলার ঘটনায় বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদ সকালে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমি থাকাকলীন কোন পুলিশ সদস্যকে চাঁদাবাজি-ধান্ধাবাজি করতে দেব না -পুলিশ সুপার সাজ্জাদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেছেন, মাদক একটি সামাজিক অপরাধ। একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্র ধ্বংস করতে মাদকই যথেষ্ট। তাই মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। মাদক বিক্রেতার টাকায় কোন পুলিশের রক্ত বাড়বে না। যদি কোন পুলিশ মাদকের সাথে সম্পৃক্ত থাকে, মাদক বিক্রেতাদের সাথে যদি আর্থিক লেনদেন, দহরম মহরম থাকে অথবা কোন পুলিশ নিজে মাদক বিক্রি করে, কিংবা খায়, সেই পুলিশ সদস্য এই সাতক্ষীরা জেলায় থাকবেনা। এছাড়া বাংলাদেশের পুলিশ বিভাগে তার চাকরী করার এখতিয়ার যাতে না থাকে সে ব্যবস্থা করা হবে। হাত পেতে পুলিশ কোন কিছু নেবে না। চাঁদাবাজি, ধান্দাবাজি আমি সাতক্ষীরায় থাকাকালিন কোন পুলিশ সদস্যকে করতে দেব না, দেওয়া হবে না।

‘মাদক জঙ্গি প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গিকার’ এই স্লোগানকে সামনে মঙ্গলবার বিকাল ৩ টায় কলারোয়ার বামনখালী বাজারস্থ কলেজ গেট সংলগ্ন মাঠে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় তিনি আরো বলেন, এই স্বাধীনতার মাসে আমাদের মতো ইয়াং জেনারেশন্স যারা মুক্তিযুদ্ধ করেনি তাদেরকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় মক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। আর সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ হচ্ছে মাদক ও জঙ্গিবাদ মুক্ত সমাজ বিনির্মাণ। আজকে হতে শুধু কলারোয়ায় না সমগ্র সাতক্ষীরাতে মাদক, সন্ত্রাস জঙ্গিবাদেও বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।

২০১৩ সালে নাশকতা ও সহিংসতা সৃষ্টিকারীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, শুধু কলারোয়ায় নয়, সাতক্ষীরায় নাশকতা, সহিংসতা সৃষ্টিকারী কোন জামায়াত শিবিরের ঠাঁই হবে না। আমি যতটুকু জেনেছি সাতক্ষীরার মানুষ সবচেয়ে সহজ সরল। গুটি কতক মানুষ যারা নিজেদেরকে মনে করে অনেক বেশি চালাক, অনেক বেশি ক্ষমতাধর, শিয়ালের মত ধূর্ত। কিন্তু তাদের জানা উচিৎ যে তাদের সকল তথ্য পুলিশের কাছে আছে। আমি শুধু ওই ধূর্তবাজ কতিপয় ব্যক্তিকে ম্যাসেজ দিতে চায় যে, আপনারা সীমা লঙ্ঘন করবেন না। সীমা লঙ্ঘন কারীকে কেউ পছন্দ করে না। সীমা লঙ্ঘনকারীকে অতি শিঘ্রই ওপারে পাঠিয়ে দেওয়া হবে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি এস এম জাকির হোসেন, কলারোয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সানা, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, শামসুদ্দিন আল মাসুদ বাবু প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানের জালে বাংলাদেশের ২৫ গোল, ৬ জনের হ্যাটট্রিক

হ্যাটট্রিক করেছেন ৬ জন। জোড়া গোল পেয়েছেন ২ জন করে। হকিতে আফগানিস্তানকে নিয়ে এভাবেই ছেলেখেলা করেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। র‍্যাঙ্কিংয়ে সেরা ১০০তেও না থাকা দলটিকে ২৫-০ গোলে হারিয়ে লাল-সবুজের দল।

টানা তিন জয়ে পুল ‘এ’ থেকে গ্রুপসেরা হয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। একই সঙ্গে এশিয়ান গেমসের মূল পর্বও প্রায় নিশ্চিত করে ফেলল মাহবুব হারুনের দল। বাছাইপর্বের সেরা ৫ দল খেলবে মূল পর্বে। ১৫ মার্চ পুল ‘বি’র দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার মুখোমুখি হবেন জিমি-চয়নরা।

ওমানের সুলতান কাবুস কমপ্লেক্সে মঙ্গলবার ম্যাচের প্রথম মিনিট থেকেই ঝড়ের শুরু, আরশাদ হোসেনের ফিল্ড গোলে। প্রথম ১৫ মিনিটে ৩-০ গোলে এগিয়ে থাকার পর পরের ৪৫ মিনিটে আফগানদের জালে ২২ বার বল জড়ান বাংলাদেশি খেলোয়াড়রা।

চারটি করে গোল করেন দ্বীন ইসলাম ইমন ও রোমান সরকার। মামুনুর রহমান চয়ন, অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম ও আরশাদ হোসেন করেছেন তিনটি করে।ফরহাদ শিতুল ও জুবায়ের হাসান পেয়েছেন জোড়া গোল। আরেকটি গোল নাঈম উদ্দীনের।

গ্রুপ পর্বের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ৩৪ বার বল জড়িয়েছে বাংলাদেশ দল। সমান ম্যাচে আফগানিস্তান খেয়েছে ৬৬ গোল। গড়ে প্রতি ম্যাচে ২২টি করে গোল! হংকংয়ের কাছে ১৯ ও থাইল্যান্ডের কাছে ২২ গোল খেয়েছিল যুদ্ধ বিধ্বস্ত দেশটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ নেতার শয্যাপাশে জেলা ছাত্রলীগের সেক্রেটারি

আলহুসাইন অমিঃ সড়ক দূর্ঘটনায় আহত কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ারকে দেখতে নলতায় গেলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান।
মটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়ে নলতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ফিরোজ। আহত ফিরোজকে দেখতে আজ দুপুরে নলতা হাসপাতালে যান প্রবীণ রাজনীতিবিদদের প্রিয় ব্যক্তিত্ব এবং সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক। এসময় আহত ফিরোজের শারীরিক পরিস্থিতে সম্পর্কে সার্বিক খোঁজখবর নেন সাদিক। সঠিক চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ্য করে তোলার জন্য দ্বায়িত্বরত চিকিৎসকদের বলেন তিনি। সার্বিক সুস্থ্যতা কামনা করে সকলের কাছে ফিরোজের জন্য দোয়া কামনা করেন জেলা ছাত্রলীগের সভাপতি সাদিক।
এসময় ছাত্রলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কথিত জেলা রিপোর্টার্স ইউনিটির আরো ৩ নেতাকর্মীর পদত্যাগ

সংবাদ বিজ্ঞপ্তি: কথিত জেলা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদকের পদত্যাগের একদিন পরেই সংগঠনটির আরো তিন নেতাকর্মী স্বেচ্ছাই পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সদস্য সেলিম হায়দার, সদস্য এস.এম নাসির উদ্দিন।
রবিবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এস.এম নাসির উদ্দিন এবং মাসুদুর রহমান মাসুদ বলেন, ব্যাক্তিগত কারণে আমরা সংগঠন থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি।
এদিকে অপর পদত্যাগকারী সেলিম হায়দার জানান, আমি কখনো জেলা রিপোর্টার্স ইউনিটির কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করি নাই। এবং আমি এ সংগঠনের সদস্য না। গতকাল পত্রিকায় জেলা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদকের পদত্যাগের ঘটনা প্রকাশ হওয়ার পর আমি বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি আমিও এ সংগঠনের সদস্য। কিন্তু প্রকৃতপক্ষে আমি এ সংগঠনের সাথে কোনভাবে যুক্ত নই। জেলা রিপোর্টার্স ইউনিটি আমার নাম ব্যাবহার করে কোন অপকর্ম করলে আমি তার জন্য দায়ী নয়।
উল্লেখ্য, গত ১০ মার্চ সংগঠনটির দপ্তর সম্পাদক মাসুদ আলী সংগঠনের সাধারণ সম্পাদক এস কে কামরুল হাসানের বিরুদ্ধে জেলা রিপোর্টার্স ইউনিটের নাম ভাংগিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, নারী ঘটিত কেলেংকারী, একক আধিপাত্য বিস্তার, সংগঠনের সঠিক হিসাব নিকাশ না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠায় উক্ত সংগঠন ও পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest