সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার শিয়ালডাঙ্গায় বসতঘরে আগুন : ২ লক্ষ টাকার ক্ষতিদেবহাটায় তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষসাতক্ষীরায় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধনখাস জমি উদ্ধার পূর্বক ভ‚মিহীনদের মধ্যে বন্টনের দাবিতে সভাবাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন: জামায়াত নেতা ডাঃ তাহেরদেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনীইছামতি নদী থেকে জালে ধরা পড়লো বিশাল এক কচ্ছপসার্চ কমিটি বাতিলের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিক্ষোভসাতক্ষীরার পৌর এলাকায় শনিবার সকাল ৫টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবেতারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

sunনিজস্ব প্রতিবেদক : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিন অভয়ারন্য এলাকার নদীতে ব্যবহার নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সময় আড়াই লাখ টাকা মূল্যের জাল জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। মঙ্গলবার বিকাল ৩টার দিকে সুন্দরবনের ফিরিঙ্গি খাল থেকে কৈখালী কোস্টগার্ড সদস্যরা উক্ত জাল গুলো জব্দ করে।
কৈখালী কোস্টগার্ড এর পেটি অফিসার শাফিকুর রহমান জানান, কোষ্ট গার্ডের নিয়মিত টহল দেওয়ার সময় উক্ত আড়াই লাখ টাকা মূল্যের দেড় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে, এ ঘটনায় কোন জেলেকে আটক করতে সক্ষম হননি কোষ্ট গার্ড সদস্যরা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

45মাহফিজুল ইসলাম আককাজ : ‘ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আইসিটি ডিভিশন লিভিরাগিং আইসিটি প্রজেক্টের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এ সময় তিনি বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তরুণদের সামনে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। শিক্ষিত তরুণেরা এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ারকে যেমন বিকশিত করতে পারে, তেমনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কাক্সিক্ষত লক্ষ্য পুরণে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের তরুণেরা ডিজিটাল বাংলাদেশের প্রাণ শক্তি। আমাদের জন্য নতুন আশার সঞ্চারক। আইটি খাতে তাদের সম্পৃক্ততা যত বৃদ্ধি পাবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের গতি তত দ্রুত তরান্বিত হবে। ২০২১ সাল নাগাত আইসিটি রপ্তানির পরিমাণ ৫ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা পুরণ এবং আইটি পেশাজীবিদের সংখ্যা ২ মিলিয়নে উন্নীত করার জন্য দেশে আইটি শিল্পের প্রসার ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ছাড়া কোন বিকল্প নেই। আইটি শিল্পের প্রসার ও কর্মসংস্থানের জন্য সরকার নানা ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশের ১২টি হাইটেক পার্ক গড়ে তোলা হচ্ছে। যশোরে সফটওয়্যার পার্ক নির্মাণ সমাপ্তির পথে। কালিয়াকৈরে হাইটেক পার্কের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এটি সমাপ্তি হলে প্রায় ৭০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়! আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। বাংলাদেশের সর্বক্ষেত্রে আজ ডিজিটালের ছোঁয়া লেগেছে। তথ্য প্রযুক্তি ব্যবহারে সারা বিশ্ব এখন হাতের মুঠোয় চলে এসেছে।’ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সরকারি কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আবুল কালাম আজাদ। এসময় আরো বক্তব্য রাখেন এলআইসিটি প্রজেক্টের কমিউনিকেশন স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম, এলআইসিটি খুলনার কমিউনিটি লিড নিপা খাতুন প্রমুখ। আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দেশের মানুষদের এগিয়ে নিতে সারা দেশব্যাপী চলছে এ ক্যাম্প। সাতক্ষীরা ৪৬তম জেলা হিসেবে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

tala-picture-imran-14-02-17সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার তালায় বিশ^ ভালবাসা দিবসে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে কথিত প্রেমিক ইমরান খান (১৭) নামের এক বখাটেকে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার ঘোনা গ্রামের মনিরুদ্দীন খানের পুত্র। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন এ রায় প্রদান করেন।
তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত বখাটে ইমরান খানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

webশ্যামনগর প্রতিনিধি: ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ Ñএই স্লোগানে পালিত হলো সুন্দরবন দিবস। মঙ্গলবার সকাল ১০ টায় সুন্দরবনের পাদদেশে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও বারসিক যৌথভাবে এ আয়োজন করে। পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সুরক্ষায় যুব উদ্যোগ ও জনসচেতনতার উপর গুরত্বারোপ করেন বক্তারা। প্রায় অর্ধশতাধিক যুবক-যুবতী সুন্দরবন সুরক্ষার শফথ বাক্য পাঠ করেন।
শপথে তারা বলেন-আমরা অত্র এলাকার যুব ; তারুণ্যের শক্তিতে আমরা বলীয়ান। তারুণ্যের অধিকার নিয়ে আজ শপথ করছি যে, সকল প্রাণ-প্রকৃতি-পরিবেশ, জ্বালানি সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সুরক্ষায় নিজের অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখব। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সবুজ-পৃথিবী গড়ার লক্ষ্যে পৃথিবীর একক বৃহত্তম সুন্দরবন সুরক্ষায় সমাজের সকলকে সাথে নিয়ে এক সাথে এগিয়ে যাব। হে সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন, আমরা  যেন  সকল প্রাণের জন্য একটি সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে সুন্দরবনকে সুরক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে পারি।
অনুষ্ঠানে বক্তারা সুন্দরবনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সুন্দরবনের টিকে থাকার ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বেঁচে থাকা, অর্থনৈতিক অগ্রগতি, সমৃদ্ধি বহুলাংশে নির্ভরশীল। এ বনকে ভালোভাবে বাঁচিয়ে রাখতে সকলকে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।সুন্দরবন বাঁচাতে বনের উপর নির্ভরশীলতা কমাতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন“ বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের এলাকা সমন্ময়কারী পার্থ সারথী পাল, প্রোগ্রাম অফিসার মননজয় মন্ডল, রাম কৃষ্ণ জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, মফিজুর রহমান, বাবলু জোয়ারদার, হিসাব রক্ষক বিধান মধু সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ঈশ্বরীপুর ইউনিট সভাপতি জগবন্ধু কয়াল, মুিন্সগঞ্জ ইউনিট সভাপতি সাইফুল ইসলাম, বুড়িগোয়ালিনি ইউনিট সভাপতি হাফিজুর রহমান সহ বিভিন্ন ইউনিটের সদস্যগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের সহযোগী প্রোগ্রাম অফিসার মোঃ আল ইমরান। উল্লেখ্য যে, তিনটি প্রধান উদ্দেশ্য নিয়ে ২০০১ সাল থেকে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হচ্ছে। সেগুলো হচ্ছে- জাতীয় বন সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশের গুরুত্ব ও ভূমিকা সর্ম্পকে সর্বমহলে ব্যাপক সচেতনতা এবং আগ্রহের সৃষ্টি করা, যাতে এটির সংরক্ষণের কাজ শক্তিশালী হয়। বিশ্বঐতিহ্য সুন্দরবন সংরক্ষণে বনবিভাগ ও বেসরকারি উদ্যোগগুলোকে সহায়তা করা এবং সুন্দরবনের প্রতি নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের ভালোবাসা ও মমত্ববোধ তৈরি করা এবং তাদের চেতনায় সুন্দরবন ভাবনাকে উজ্জীবিত করা। ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়। এবার পালিত হলো ১৫ তম সুন্দরবন দিবস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1487052877নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দৈনিক পত্রিকা প্রথম আলো। ‘এক্সিকিউটিভ, এসইও’ (দুজন) এবং ‘এক্সিকিউটিভ, বিজনেস ইন্টেলিজেন্স’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

এক্সিকিউটিভ, এসইও
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা বা প্রযুক্তি সম্পর্কিত বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা ছাড়া পদটিতে আবেদন করা যাবে। তবে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে পারদর্শী হতে হবে।

এক্সিকিউটিভ, বিজনেস ইন্টেলিজেন্স
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যাল্য় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।  তবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, পরিসংখ্যান বা ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস, এক্সেল ও পাওয়ারপয়েন্ট চালনায় দক্ষ হতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে পারদর্শী হতে হবে।

আবেদন প্রক্রিয়া
দুটি পদেই চাকরি ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা ‘এক্সিকিউটিভ, এসইও’ পদে আবেদন করতে পারবেন ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ এবং ‘এক্সিকিউটিভ, বিজনেস ইন্টেলিজেন্স’ পদে আবেদন করার সুযোগ পাবেন ২২ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1486987452জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘বিক্রয় প্রতিনিধি’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ইমেইলের মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে পারবেন। ইমেইল ঠিকানা ‘jobs@kazifarms.com’। এ ছাড়া ‘মানবসম্পদ বিভাগ, কাজী ফার্মস লিমিটেড, বাড়ি নং-৩৫, রোড নং-২, ধানমণ্ডি, ঢাকা-১২০৫’ ঠিকানায় ডাকযোগেও আবেদন করা যাবে। প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন ২২ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত দেখুন দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

768768নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সিটি কলেজ অধ্যক্ষ এবার সুপারিশ করেছেন বিধিবর্হির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের এমপিওভূক্তির জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা না মেনে অবৈধ সুবিধা নিয়ে তিনি এধরনের কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। এঘটনায় ওই শিক্ষকের এমপিওভুক্তির প্রক্রিয়া বন্ধের জন্য জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক বিধান চন্দ্র দাশ। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর ২০১৪ তারিখে হিসাব বিজ্ঞান বিভাগের ১ম শিক্ষক অবসরে যাওয়ায় বিভাগে একটি পদ শূন্য হয়। ২য় শিক্ষক হিসাবে সেখানে রয়েছে বিধান চন্দ্র দাশ। জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষামন্ত্রণালয়ের পরিপত্র অনুসারে প্যার্টানভুক্ত পদ শূন্য হলে উক্ত পদে এমপিওভুক্তির ক্ষেত্রে পূর্বে নিয়োগকৃত শিক্ষকরা পদায়ন পেয়ে এমপিও ভূক্তি হবেন। কিন্তু সিটি কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ আবু সাঈদ কলেজের হিসাববিজ্ঞান বিভাগে সৃষ্ট পদে ৩ জন শিক্ষক থাকা স্বত্বেও ২০১৫ সালের ৩ আগস্ট শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে একই সালের ৭ সেপ্টেম্বর হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। যার নং ৯০৮১/২০১৫।

2223হাইকোর্ট উক্ত আবেদনটি আমলে নিয়ে ওই বিজ্ঞপ্তির উপর ৬ মাসের জন্য স্টে প্রদান করেন। এরপর অধ্যক্ষ আবু সাঈদ উক্ত রিট পিটিশনের বিপরীতে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে ২০১৫ সালের ৩ নভেম্বর ২০০২ নং মামলা করেন। উক্ত মামলায় রিট পিটিশন আদেশটির শুনানি ২০১৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত স্থাগিত রাখেন। ৩১ জানুয়ারি’১৬ তারিখে সুপ্রীম কোর্ট অ্যাপিলেট বিভাগে শুনানি অন্তে ৩০০২ মামলাটি খারিজ করে দেন এবং ৯০৮১ নং মামলাটি হাইকোর্টে শুনানির নির্দেশ দেন। হাইকোর্টের ৯০৮১ নং মামলাটি শুনানির জন্য চলমান আছে মর্মে ৫সেপ্টেম্বর ও ২৯ সেপ্টেম্বর’১৬ তারিখে লিগ্যাল নোটিশ প্রদান করলেও সিটি কলেজের অধ্যক্ষ এই সেটি অমান্য করে অবৈধভাবে  ৪ ডিসেম্বর’১৬ তারিখে হিসাব বিজ্ঞান বিভাগে রুনা লাইলাকে নিয়োগদান করান। এছাড়া বর্তমানে তথ্য গোপন করে সম্পূর্ণ অবৈধভাবে তাকে এমপিও ভূক্তির চেষ্টা চালাচ্ছেন অধ্যক্ষ আবু সাঈদ। এতে করে দীর্ঘ ৭ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক বিধান চন্দ্র দাস। এঘটনায় হতাশা প্রকাশ করেছেন ওই শিক্ষক বিধান চন্দ্র। অন্যদিকে সিটি কলেজটির অধ্যক্ষ আবু সাঈদ দায়িত্ব নিয়ে কলেজের একাডেমিক পরিবেশের প্রতি মনোযোগ না দিয়ে একের পর এক নিয়োগ বাণিজ্যে মেতেছেন। তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। অর্থের বিনিময়ে নাশকতা মামলার আসামি জামাত নেতাদেরও এমপিওভুক্তির সুপারিশ করেছেন তিনি। তবুও অজানা কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। অবিলম্বে অধ্যক্ষ কর্তৃক অবৈধভাবে এমপিওভুক্তির প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন হিসাব বিজ্ঞান বিভাগের বিধান চন্দ্র দাশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ccccccনিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা অটোরিক্সা ও টেম্পু মালিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার মীর মনিরুল ইসলাম। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুর রশীদ ও বৃটিশ চন্দ্র রায়। দিনব্যাপী ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, পৌর শ্রমিকলীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী প্রমুখ।
ফলাফলে সভাপতি পদে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জাকির হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুল আলম পেয়েছেন ৩৩ ভোট। সহ সভাপতি পদে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আকরাম আলী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজর আলী পেয়েছেন ৪৩ভোট। সম্পাদক পদে আব্দুল খালেক ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী নির্মল কুমার বিশ্বাস পেয়েছেন ২৫ ভোট। সদস্য পদে নির্বাচিত হয়েছেন তাজমুল হুদা মিন্টু, হাফিজুর রহমান, মো. আলতাফ হোসেন, মো. হজ্জাতুল ইসলাম, মো. বাবুল হোসেন ও মো. আব্দুল মান্নান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest