নিজস্ব প্রতিবেদক : মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে সাতক্ষীরার তালায় উদ্দ্যোগ নিয়েছে পুলিশ-প্রশাসন। মাদক মুক্ত করার ঘোষণা দিয়ে চার মাসে ২৭ জন মাদক বিক্রেতা ও সেবীকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতে। ফলে এলাকায় মাদক সেবীর সংখ্যা যেমন কমেছে, তেমনি উন্নতি হয়েছে আইন-শৃংঙ্খলা পরিস্থিতির। পুলিশ-প্রশাসনের এ উদ্দ্যেগকে ধন্যবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ও ওসি (তদন্ত) মঞ্জুরুল হাসান মাসুদের নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও সেবীদের গ্রেপ্তার করেন। পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদ হোসেনের বিচারিক আদালতে হাজির করা হলে তিনি বিভিন্ন মেয়াদে তাদের কারাদ- ও জরিমানা করেন। তালা থানা সূত্রে জানা গেছে, থানা এলাকায় গত চার মাসে ২৭ জন মাদক বিক্রেতা ও সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদ- ও জরিমানা করা হয়েছে। এরমধ্যে দুই বছরের কারাদ- দেওয়া হয়েছে তিন জনকে। জরিমানা করা হয়েছে ১৬ জনকে। আর পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে। এছাড়া তিন জনকে নিয়মিত মামলায় জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
চলতি বছরের ২১ মার্চ উপজেলার আটারই এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী কোহিনুর গোলদারকে গ্রেপ্তার করা হয়। ৪ এপ্রিল তালা বাজারের আবুল হোসেন ও ১২ এপ্রিল তালা বাজারের মহল্ল্যা পাড়ার সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে এদের তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে দুই বছরের কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদ হোসেন। এছাড়া ২৮ মার্চ উপজেলার শ্রীমন্তকাটি এলাকা থেকে জামাল মোড়ল (৪৭) চার লিটার বাংলা মদসহ গ্রেপ্তার করে মাদক মামলায় তাকে জেল-হাজতে প্রেরণ করে পুলিশ।
আটারই গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম জানান, কোহিনুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে গ্রেপ্তার হওয়ায় এলাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। রক্ষা পেয়েছে এলাকার যুব সমাজ। তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, মাদক বিক্রেতারা গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। এলাকার যুব সমাজ মাদক ছেড়ে আলোর মুখ দেখতে শুরু করেছে। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান হাফিজুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। এবং মাদক তালা থেকে চিরতরে নির্মূল করা হবে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন জানান, মাদক নির্মূল অভিযান অব্যাহত থাকবে। এবং তালাকে মাদক মুক্ত করে ছাড়া হবে। এ জন্য কারও কোন সুপারিশ চলবে না।




মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লিয়াকত পারভেজ এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস.এস আফজাল হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ১১৭ বছর বয়সে ইটালিতে মারা গেছেন। ১৮৯৯ সালে ইটালির পিডমন্ট অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন এমা মোরানো। নথিপত্র অনুযায়ী ১৯০০-র আগে জন্ম নেয়া জীবিত মানুষদের মধ্যে তিনিই ছিলেন শেষ ব্যক্তি। খবর বিবিসি বাংলার
মালাগার বিপক্ষে লিগের আগের ম্যাচে হার, গোল পাননি মেসি। জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হার, গোল পাননি মেসি। দলের সেরা খেলোয়াড়ের গোলখরায় জিততে পারেনি বার্সেলোনাও। আর্জেন্টাইন ফরোয়ার্ড গোলে ফিরতেই জয়ে ফিরল কাতালানরা। মেসির জোড়া লক্ষ্যভেদে ঘরের মাঠে বার্সেলোনা ৩-২ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০১৬-১৭ সাতক্ষীরা ভেন্যুর খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি’র) আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান এ.এফ.এম এহতেশামূল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান প্রমুখ। সাতক্ষীরা ভেন্যুর উদ্বোধনী খেলায় পাবনা জেলা ক্রিকেট দল টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সির্দ্ধান্ত নেয় এবং রংপুর জেলা দলকে ফিল্ডিংয়ের আমন্ত্রন জানায়। এছাড়া সাতক্ষীরা ভেন্যুতে আরো খেলবে মানিকগঞ্জ ও ঝালকাটি জেলা দল। সাতক্ষীরায় ৩৭ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০১৬-১৭ সাতক্ষীরা ভেন্যুর খেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও ক্রিকেট সম্পাদক শেখ আব্দুল কাদের, ট্রেজারার শাহ-আলম সানু, নির্বাহী সদস্য সৈয়দ জয়নুল আবেদীন জসি, কাজী কামরুজ্জামান কাজী, ইকবল কবির খান বাপ্পি, ইদ্রিস বাবু, আ.ম আক্তারুজ্জামান মুকুল, মীর তাজুল ইসলাম রিপন, মো. আলতাপ হোসেন, হাবিবুর রহমান হবি, হাফিজুর রহমান খান বিটু ও খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ রংপুর ও পাবনা দলের ক্রিকেটার, কর্মকর্তা ও ক্রীড়ামোদী দর্শক। সোমবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলায় মুখো-মুখি হবে মানিকগঞ্জ ও ঝালকাটি জেলা দল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য তৈয়েব হাসান বাবু।
বারবার। যে জাতি নয় মাস যুদ্ধ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সুসজ্জিত সশস্ত্র সেনাবাহিনীকে পরাজিত করে ছিনিয়ে আনতে পারে স্বাধীনতা, সে জাতিকে জুজুর ভয় দেখিয়ে দাবায়ে রাখা যায় না।