নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালা উপজেলায় ৭১ এর গণহত্যা বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তালার শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় চত্বরে এ সংলাপটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগন্থাগার এ সংলাপের আয়োজন করে। তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দীনের সভাপতিত্বে গণহত্যা সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান নুরুল ইসলাম, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, মুক্তযোদ্ধা অধ্যাপক আবু বকর মোড়ল, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক হাশেম আলী ফকির, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইনামুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শ্যামল কুমার প্রমুখ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এক অহিসংস গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে হাজার বছরের পরাধীন জাতি সেদিন স্বাধীনতা অর্জনের জন্য প্রস্তুত হয়। কিন্তু বাঙালি জাতির স্বাধীনতার এই আকাংখাকে চিরতরে স্তব্ধ করে দিতে নিরস্ত্র মানুষের উপর পাকিস্তানী হানাদাার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ কাল রাত্রে “অপারেশন সার্চলাইট” এর নামে চালায় নারকীয় হত্যাযজ্ঞ। পাকিস্তানী হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর চাপিয়ে দেয় এক অন্যায় যুদ্ধ। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সে সময় স্বাধীনতার জন্য উন্মুখ বাঙালি পাকিস্তানীদের এই অন্যায় যুদ্ধোর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে লিপ্ত হয়। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ শহিদের রক্ত ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ। সে দিন আমাদের খুলনা-সাতক্ষীরার অঞ্চলের চুকনগর, ডাকরা, পারুলিয়া, বাদামতলা, ঝাউডাঙ্গা, পারকুমিরা, সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়সহ কমপক্ষে ১২টি জায়গায় পাকিস্তানী হানাদার বাহিনী শত শত নীরিহ বাঙালি জাতিকে গণ হত্যা করে। বক্তারা এ সময় তাদের সেই হৃদয়বিদারক ও ভয়াবহ দিনের কথা স্মরণ করেন উক্ত সংলাপে।

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, সেচ সহায়তা ও আগাছা দমন সহায়তা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা কৃষকদের কল্যাণে মনে প্রাণে কাজ করছেন। কৃষকদের দোর গোড়ায় পৌছে দেওয়ার জন্য পৌরসভা ও ইউনিয়ন ওয়ারী ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের বিভাজন ও বিতরণের কর্মসূচী দেশ ব্যাপী হাতে নিয়েছে।
মাহফিজুল ইসলাম আককজ : সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলেচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অরুণ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ভূমি সেবা অত্যান্ত গুরুত্বপূর্ণ সেবা। কেউ চিরদিন বেঁচে থাকেনা তাই ভূমি সেবা নিয়ে কোন দূর্ণীতি করা যাবেনা। মুসলমানরা মারা গেলে সাড়ে তিন হাত জায়গা আর হিন্দুরা মারা গেলে শ্বশ্নান-ঘাট। সেজন্য জমি জমা নিয়ে বিশৃঙ্খলা করা ঠিক নয়। সকলকে সেবার মন-মানষিকতা নিয়ে কাজ করতে হবে।
শেখ তহিদুর রহমান ডাবলু : কলকাতার কয়েকটি বাজার থেকে প্লাস্টিকের (নকল) ডিম জব্দ করার পাশাপাশি কয়েক ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে পুলিশ। কলকাতায় ডিমের প্রধান পাইকারি বাজার শিয়ালদহ বৈঠকখানাসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে শুক্রবার কয়েক বাক্স নকল ডিম জব্দ করে পুলিশ। এসব ডিম সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার আশংকা করছে সচেতন মহল।
গাজী আল ইমরান, শ্যামনগর : ভূমি সেবা সপ্তাহ -২০১৭ (১-৭ এপ্রিল) উপলক্ষে শ্যামনগর উপজেলা ভূমি অফিস এবং উপজেলা সেটেলমেন্ট অফিসের আয়োজনে শনিবার সকাল ১০ শ্যামনগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ অভিযান শেষ হয়েছে। অভিযান শেষে আস্তানার ভেতরে এক নারীসহ তিন জঙ্গির মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক : জেলা যুবলীগ নেতৃবৃন্দের নামে আপত্তিকর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করায় ঘোনা ইউপি চেয়ারম্যানকে মারপিট ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে বৈকারি এলাকায় এ ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় যুবলীগ নেতৃবৃন্দের উপর হামলার অভিযোগ উঠেছে।