সর্বশেষ সংবাদ-

পাইকগাছা ব্যুরো: দায়িত্ব অবহেলার কারণে পাইকগাছা আলিয়া মাদরাসা কেন্দ্রে ২ শিক্ষককে বহিস্কার করা হয়েছে। শনিবার  জেডিসি পরীক্ষার শেষ দিনে ইংরেজি ১মপত্র পরীক্ষায় সকাল ১০ টায় ২নং কক্ষে পরীক্ষার পরিদর্শকের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুস সাত্তার ও মোঃ আব্দুল মাজেদ। পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্ব অবহেলার কারণে পরীক্ষা পরিদর্শক কর্মকর্তা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এবং কেন্দ্র সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন ঐ ২ শিক্ষককে আগামী দাখিল পরীক্ষার কক্ষ পরিদর্শক হতে বহিস্কার করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার তল্ইুগাছা সীমান্তের বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী,পলিথিন,জুুতা ও চা-পাতা উদ্ধার করে। শনিবার সকালে উপজেলার উত্তর কাকডাঙ্গা মাঠের মধ্যে থেকে এই মালামাল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিজিবি ক্যাম্পের হাবিলদার বাসারাতের নেতৃত্বে ওই মাঠের মধ্যে টহলরত অবস্থায় চোরাচালানীদের তাড়া করে ভারতীয় ২ বস্তা শাড়ী, ৩ বস্তা পলিথিন,২ বস্তা জুতা ও ৩ বস্তা চা-পাতা উদ্ধার করে। তবে উদ্ধারের সময় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে পারেনি। জব্দকৃত মালামাল সাতক্ষীরা বিজিবির হেড কোয়াটারে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী সাবেক এমপি বেগম আশরাফুর নেছা মোশারফ। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী সাবেক এমপি বেগম ফরিদা রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদিকা মাহমুদা বেগম প্রমুখ। এসময় মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদা আক্তার সাতক্ষীরা জেলা সংগঠনটির সাংগঠনিক দুর্বলতা এবং ব্যর্থতা দেখে বলেন, “১৯৬৯ সালে বাংলাদেশে মহিলা আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামীলীগকে আরো শক্তিশালী করতে দেশে বিদেশে জোর প্রচেষ্টা করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের যতগুলো শাখা আছে তার মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কমিটি সবচেয়ে অকার্যকর কমিটি। সবচেয়ে দুর্বল কমিটি। অযোগ্য কমিটি। শুধুমাত্র মিটিং দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের মতো এরকম একটি বৃহত্তর রাজনৈতিক দল চলতে পারেনা।” তিনি উপস্থিত ডেলিগেটদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যদি চান তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী কমিটি দেওয়া হবে। কারণ এখানে রাজনীতি করবেন আপনার, দল পরিচালনা করবেন আপনারা।” সম্মেলন শেষে জানানো হয়, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং দ্রুত জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের পরামর্শক্রমে জেলা মহিলা আওয়ামীলীগের ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হবে। এদিকে, অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভা নেত্রী জেবুন্নাহার তার বক্তব্যের শেষে বলেন, জয় হোক বঙ্গবন্ধুর, জয় হোক জঙ্গিবাদের। এঘটনার পর অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দসহ সকলে হাসা-হাসি শুরু করেন। যদিও তিনি কিছুই বুঝতে না পেরে বক্তৃতা শেষ করেন। এ ঘটনা নেতাকর্মীদের মনে ক্ষোভের সঞ্চার করেছে। উল্লেখ্য সাতক্ষীরা জেলায় মহিলা আ.লীগের প্রথম কমিটি গঠিত হয় ১৯৮৬ সালে। সেখানে মিসেস রিফাত আমিনকে সভানেত্রী করা হয়। এরপর ১৯৯৭ সালে দ্বিতীয় এবং ২০০৬ সালে তৃতীয় ও শেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং প্রতিবারই তিনি সভানেত্রী নির্বাচিত হন। গত ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হন। কিন্তু জেলার কোথাও মহিলা আ.লীগের কোন অফিস বা কার্যক্রম নেই বললেই চলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ict
নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও ভিশন ২০২১ বাস্তবায়নে সারা দেশে আউট সোর্সিং এর আইকন আউট সোর্সিং লিমিটেড ঢাকার সার্বিক তত্বাবধায়নে প্রশিক্ষণ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় ১৮ নভেম্বর থেকে ৩দিন ব্যাপি আউট সোর্সিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শহরের পলাশপোল এলাকায় শনিবার সকালে প্রশিক্ষণের ২য় দিনে সভাপতিত্ব করেন, আইকন আউট সোর্সিং লিমিটেড ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল ফয়সাল। প্রধান অতিথি ছিলেন, প্রশিক্ষক এস. এম রিশাদ। বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারা মেমোরিয়াল ভোকেশনাল ইনস্টিটিউটের কম্পিউটার ইন্সট্রাক্টর আসাদুর রহমান আসাদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সাতক্ষীরা প্রতিনিধি মীর শরীফ হাসান নাসের। প্রশিক্ষণে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুব সমাজ কর্মদক্ষ হিসেবে গড়ে উঠবে। ঘরে বসেই তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। এছাড়া সার্ভে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইনসহ ১০ প্রকার কাজের সম্পূর্ণ প্রশিক্ষণের জ্ঞান অর্জন করবে তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ০৭ জন, তালা থানা ০৩ জন, কালিগঞ্জ থানা ০৩ জন, শ্যামনগর থানা ০২ জন, আশাশুনি থানা ০৩ জন, দেবহাটা থানা ০১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ০১ জনকে আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

manobhondohon-pic
নিজস্ব প্রতিবেদক: নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাংচুর, বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও গোবিন্দগঞ্জের আদিবাসী সাওতালদের ভূমি থেকে উচ্ছেদ, হত্যা-নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ ছাত্রমৈত্রী ও যুবমৈত্রী সাতক্ষীরা জেলা শাখা। জেলা যুবমৈত্রীর সভাপতি শিবপদ গাইনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য এড. ফাহিমুল হক কিসলু, যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি স্বপন কুমার শীল, জেলা যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর, যুগ্ন-সম্পাদক  ধ্রুব সরকার, সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ কয়াল, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি প্রণয় সরকার, সাধারণ সম্পাদক অদিতি আদৃত্য সৃষ্টি,কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সাবেক সদস্য ও জেলা ছাত্রমৈত্রীর সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক দেবাশিষ মন্ডল  প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ১৯৭১ সালে এ দেশ স্বাধীন করতে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে অংশ গ্রহণ করেছিল। কিন্তু ৭১’র সেই পরাজিত শক্তি আজও তাদের অপতৎপরতা বন্ধ করেনি। একের পর এক বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপর হামলা তার প্রমাণ। তাদের প্রতিরোধ করা প্রয়োজন। এসময় বক্তারা নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাংচুর, বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও গোবিন্দগঞ্জের আদিবাসী সাওতালদের ভূমি থেকে উচ্ছেদসহ হত্যা-নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

rover
প্রেস বিজ্ঞপ্তি: ‘শিশু শ্রম বন্ধ করুন-মাদককে না বলুন’ ও ‘ইভটিজিংকে না বলি” স্লে¬াগান নিয়ে পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশ্যে দিনাজপুরের রোভার স্কাউট নাসিম তালুকদার এখন সাতক্ষীরায়। ১৬টি জেলা অতিক্রম করে তিনি শুক্রবার দুপুরে সাতক্ষীরা শহরে পৌঁছান। দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার, রাজারামপুর গ্রামের হারুন রশিদ বাচ্চুর ছেলে নাসিম তালুকদার পথে পথে শিশু শ্রমের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সাতক্ষীরায় পৌছানের পরে জেলা স্কাউটস ও প্রাক্তণ রোভার স্কাউটসের পক্ষ থেকে রোভার নাসিম তালুকদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের সম্পাদক ঈদুজ্জামান ইদ্রিস, সাবেক সরকারি কলেজ, সাতক্ষীরা জেলা সিনিয়র রোভার মেট, খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট নাজমুল হক, সাবেক সরকারি কলেজ সিনিয়র রোভার মেট সেলিম হোসেন, নজিবুল্লাহ, রোভার আল মামুন প্রমুখ। দিনাজপুরের বীরগঞ্জ ডিগ্রি কলেজের রোভার স্কাউট নাসিম তালুকদার জানায়, গত ২২ অক্টোবর দিনাজপুর জিরো পয়েন্ট থেকে পায়ে হেটে যাত্রা শুরু করেন। শুক্রবার দুপুর ১টার দিকে ১৬তম জেলা যশোর থেকে ১৭তম জেলা সাতক্ষীরায় এসে পৌঁছান। এর আগে দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, নওগা, চাপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহা, মাগুরা, যশোর জেলা পেরিয়ে আসে। আগামী কাল সে খুলনা জেলার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করবে। শিশুরা যেন তাদের ন্যার্য অধিকার পায়। কোনো প্রকার অধিকার থেকে বঞ্চিত না হয়। শিশুদের মানসিক বিকাশ সাধনের জন্য তাদের কাজ করার সুযোগ করে দিতে হবে। বর্তমানে বাংলাদেশের শিশুরা অবহেলিত, লাঞ্চিত, অপুষ্টির শিকার। বর্তমান সরকার শিশুদের অধিকারের জন্য কাজ করে যাচ্ছে। ঝুকিপূর্ন শ্রমের সঙ্গে যে সব শিশু জড়িত তাদেরকে এসকল কাজ থেকে বিরত রেখে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। তার এই সুদৃঢ় ভ্রমনের জন্য সকলের সকলের মঙ্গল কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

151228121706_khaleda_zia_640x360_bbc_nocreditন্যাশনাল ডেস্ক: নিবন্ধিত সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে সব দলের ঐক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনেরও কথা বলেছেন তিনি।
শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সৎ, সাহসী, অবাধ ও সুষ্ঠু স্বাধীন নির্বাচন কমিশনের বিকল্প নেই। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনের যোগ্যতার কথাও বর্ণনা করেন তিনি।
একজন নারীসহ চারজন কমিশনার নিয়োগের প্রস্তাব করেন খালেদা জিয়া। এ ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের হতে হবে সর্বজন শ্রদ্ধেয়, সৎ, অভিজ্ঞতাসম্পন্ন ও দলনিরপেক্ষ। বাছাই কমিটির কাছে নিবন্ধিত সব রাজনৈতিক দল অথবা স্বাধীনতার পর থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো দুজন করে নাম প্রস্তাব করতে পারবে। সেখান থেকে বাছাই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে চূড়ান্ত মনোনয়নের পর কেউ যদি দায়িত্ব পালন করতে অসম্মতি বলেন, আঠারো বছর বয়সী সব নাগরিককে ভোটার তালিকায় প্রকাশ করেন, তবে একই প্রক্রিয়ায় আবারও বাছাই করতে হবে বলে প্রস্তাবে উল্লেখ করেন তিনি।
এ সময় ভোটার তালিকা হালনাগাদ করার দাবি জানান খালেদা জিয়া। তিনি অন্তর্ভুক্ত করতে হবে। সেই সঙ্গে প্রবাসীদেরও এ তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি।
নির্বাচনকালীন প্রশাসন যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করে সে জন্য নির্বাচন কমিশনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ভোটকেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা সরবরাহ করতে হবে। যাতে কেউ জাল ভোট দিতে না পারে। যাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত থাকবে, তাঁরা যেন কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে প্রার্থীর নিযুক্ত এজেন্টকে রেখে অবাধে কাজ করার সুযোগ দিতে হবে। ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভোট গণনা শুরু করতে হবে। কোনো ধরনের বিরতি ছাড়াই ভোট গ্রহণ চলবে। নির্বাচনে দলনিরপেক্ষ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতাসম্পন্ন নির্বাচন পর্যবেক্ষক রাখতে হবে।
নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া এসব বাস্তবায়ন সম্ভব নয় বলে উল্লেখ করেন খালেদা জিয়া।
এ ছাড়া নির্বাচনকালীন একটি সহায়ক সরকার গঠন করা প্রয়োজন বলে জানান তিনি। এ বিষয়ে পরবর্তীকালে বিস্তারিত প্রস্তাব তুলে ধরা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest