সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার শিয়ালডাঙ্গায় বসতঘরে আগুন : ২ লক্ষ টাকার ক্ষতিদেবহাটায় তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষসাতক্ষীরায় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধনখাস জমি উদ্ধার পূর্বক ভ‚মিহীনদের মধ্যে বন্টনের দাবিতে সভাবাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন: জামায়াত নেতা ডাঃ তাহেরদেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনীইছামতি নদী থেকে জালে ধরা পড়লো বিশাল এক কচ্ছপসার্চ কমিটি বাতিলের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিক্ষোভসাতক্ষীরার পৌর এলাকায় শনিবার সকাল ৫টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবেতারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

full_583107790_1482568453অনলাইন ডেস্ক: পুলিশের কাউন্টার টোরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, আশকোনার যে বাড়িটিতে পুলিশ অভিযান চালিয়েছে সেই ফ্ল্যাটটির ভেতরে এত বেশি এক্সপ্লোসিভ রয়েছে যে আমরা ভেতরে ঢুকতে পারছি না। ওই ফ্ল্যাটটির ভেতরে এখনও একজন রয়েছে। সে আহত না নিহত আমরা বলতে পারছি না। আমাদের বম্ব ডেসপোজাল ইউনিট ভেতরে ঢোকার পর এ বিষয়ে জানাতে পারবো।
শনিবার ঘটনাস্থলে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শুক্রবার দিবাগত রাত দুইটা থেকে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটিতে অভিযান চালাচ্ছে পুলিশের সিটিটিসি ইউনিটের সোয়াত টিম।
মনিরুল জানান, বাড়িটি থেকে এখন পর্যন্ত চারজন আত্মসমর্পণ করেছে, দু’জন এখনও ভেতরে আছে। তাদের আমরা বারবার আত্মসমপর্ণের আহ্বান জানিয়েছি। কিন্তু তারা শোনেনি। তারপর একজন মহিলা এগিয়ে এসে সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটায়। এতে তার মৃত্যু ঘটে। একটি শিশুও তখন ওই বিস্ফোরণে আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি জানান, বাড়িটির ভেতর থেকে আরেকটা ছেলে সর্বশেষ ১৫-২০ মিনিট আগে গুলি ও গ্রেনেড ছুড়েছে। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হন। আমরাও তখন আত্মরক্ষার্থে কাউন্টার অ্যাটাক করেছি। সে ভেতরে পড়ে আছে। সে আহত নাকি নিহত এখনও নিশ্চিত নয়।
তিনি বলেন, বাড়িটির ভেতর এত বেশি এক্সপ্লোসিভ রয়েছে যে আমরা ভেতরে ঢুকতে পারছি না। আমাদের বম্ব ডেসপোজাল ইউনিট ভেতরে ঢুকলে পরবর্তী আপডেট দিতে পারবো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

road-accident

নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি: তালার মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জন নিহত হয়েছে। শনিবার সকাল ১১টায় মির্জাপুর মোড়ে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে সাতক্ষীরা গামী একটি পিকআপ পিছন দিক থেকে একটি ব্যাটারী চালিত ভ্যানে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ২ নিহত হয় এবং ভ্যানচালকসহ ১ মহিলা আহত হয়। নিহতরা হলেন, তালার মুড়াকুলিয়া গ্রামের আবুল কাশেম শেখের ছেলে ই¯্রাফিল(২৭) ও তালার কলিয়া গ্রামের জিল্লার হোসেনের শিশু কন্যা জুঁই(৬)। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছগির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

58970_1525338781166_3929884_nসাতক্ষীরাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে আছে আগামী ২৮ ডিসেম্বর নির্ধারিত দিনে অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনের জন্য। যদিও এ নির্বাচনে শুধুমাত্র জেলায় স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিরাই ভোট দিবেন, কিন্তু জেলার ২২ লক্ষ মানুষের উৎকণ্ঠা এই নির্বাচনকে ঘিরে। কারণ একের পর এক রিটের মঞ্চায়ন চলছে এই নির্বাচন নিয়ে।

আমাদের মহান সংবিধানে প্রজাতন্ত্রের সকল স্তরে নিযুক্ত কর্তৃপক্ষের উপর নির্বাচিত কর্তৃপক্ষের অস্তিত্বের সুষ্পষ্ট বিধান থাকলেও বহুদিন ধরে সকল সরকার এর লঙ্ঘন করে আসছে। নির্বাচন পদ্ধতি নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও জেলা পরিষদের মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অবশেষে আমরা পেতে যাচ্ছি নির্বাচিত একজন চেয়ারম্যান এবং তার সদস্যদের।

এদিকে সাতক্ষীরাকে জেলা পরিষদ নির্বাচন যেন যথাসময়ে না হয় সে চেষ্টার কোন কমতি রাখছে না একটি চক্র। সম্ভবত নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত একটি পক্ষ পেছন থেকে এই কলকাঠি নাড়ার কাজটি করছেন। দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের গভীর আস্থা রয়েছে। আমরা প্রত্যাশা করছি সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়ে সকল প্রতিবন্ধকতা সত্বেও ২৮ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি পরিচ্ছন্ন জেলা পরিষদ প্রশাসন পাবে সাতক্ষীরা জেলাবাসী।

শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

222নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ ডিসেম্বর সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম মটর সাইকেল প্রতীক নিয়ে দুর্বার গতিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার দিনব্যাপী জেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভা, গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। এসময় তার সঙ্গে জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার সকাল থেকে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম তার প্রতীক মটরসাইকেল নিয়ে নগরঘাটা, ধানদিয়া, সরুলিয়া, কুমিরা, তেতুলিয়া, সদর উপজেলার ধুলিহর, ব্রক্ষরাজপুর ও বল্লী ইউনিয়নের জনপ্রতিনিধি ভোটারদের সাথে মতবিনিময়সভা, গণসংযোগ ও পথসভায় অংশ নেন।
মতবিনিময়কালে আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, ‘আপনারা যদি আমাকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তাহলে আমি কথা দিচ্ছি সব সময় আপনাদের পাশে থাকবো। আপনাদের সেবার জন্য আমার দরজা আগের মতই খোলা থাকবে। জেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে আপনাদের সেবা করতে চাই। আপনাদের মতামতের ভিত্তিতে সবাইকে সাথে নিয়ে নিরাপদ, আধুনিক, উন্নত ও সমৃদ্ধ সাতক্ষীরা নির্মাণ করতে চাই। জঙ্গি, সংন্ত্রাসমুক্ত এবং বেকারত্বমুক্ত সাতক্ষীরা গড়তে আমি বদ্ধ পরিকর। তিনি আরো বলেন, আধুনিক, নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ সাতক্ষীরা গঠনের জন্য আমি সর্বাত্বকভাকে কাজ করবো। শুধু শহরাঞ্চলের উন্নয়ন নয়! গ্রামাঞ্চলেও উন্নয়নের রোল মডেল তৈরি করবো। বিশেষ করে জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা পেতে হলে কমিশন ছাড়াই কাজ করতে পারবেন। নিরপেক্ষ, সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আপনাদের সেবা করতে চাই।’
নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন, পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, যুবলীগ নেতা ছিদ্দিকুর রহমানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

uiuiuiiuপ্রেস বিজ্ঞপ্তি: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এম মুনসুর আহমেদ শুক্রবার দিনব্যাপী জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি ও দরগাপুরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বরদের সাথে তার আনারশ প্রতিক নিয়ে নির্বাচনী মতবিনিময় করেন। নির্বাচনী প্রচারণায় সফর সঙ্গী হিসাবে ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলহাজ্ব শেখ নুরুল হক, পৌর ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, চেয়ারম্যান দিপংকরসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি এম মুনসুর আহমেদ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সব সময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। আওয়ামীলীগ সরকার বর্তমান রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় আছে। শিক্ষা, চিকিৎসা প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যহত রেখেছে। বিশ্বের একটি মাত্র দেশ হিসাবে বাংলাদেশ বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই দেওয়া হয়। সেই আওয়ামীলীগ সরকার রয়েছে ক্ষমতায় আছে। আর আমি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি পদে আছি। জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ আমাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিয়েছে। কারোও কুপ্রস্তাবে রাজি না হয়ে দলের স্বার্থে অব্যশই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। দলীয় প্রার্থীকে নির্বাচিত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য চেয়ারম্যান ও মেম্বরদের প্রতি উদাত্ত আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা ব্যুরো: দেবাহাটার বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গির আলমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে নিজস্ব বাসভবন খেজুরবাড়িয়ায় দেবহাটা থানার এসআই আব্দুল কাদেরের নের্তৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঘোষের উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোশারফ হোসেন মশু, জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি আব্দুল মাবুদ গাজী, সাবেক উপজেলা কমান্ডার জামসেদ আলী, উপজেলা ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, দপ্তর কমান্ডার আব্দুর রউফ, আব্দুল বারি মোল্যা, আব্দুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধবৃন্দরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা অফিস: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক গুরুতর অসুস্থ আছেন। তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন দেবহাটা ব্যুরো প্রধান কে.এম.রেজাউল করিম, দেবহাটা প্রতিনিধি মীর খায়রুল আলম, কুলিয়া প্রতিনিধি মাহমুদুল হাসান, পারুলিয়া প্রতিনিধি আরাফাত হোসেন লিটন, সখিপুর প্রতিনিধি জাহিদ হাসান, এমএ মামুন, গোপাল কুমার, কবির হোসেন, মমিনুর রহমান, দিপঙ্কর বিশ্বাস, এস.এম নাসির উদ্দীন, আরিফুল ইসলাম, শরিফুজ্জামান, মীর শাহনেওয়াজ আলী সাজু, আবু সাইদ, আবুল হোসেন, রবিউল ইসলাম, পত্রিকা পরিবেশক আলাউদ্দীন মোল্যা, হাফিজুল ইসলাম, আবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, ফারুক হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dhulihar-news-picture-23-12-16ধুলিহর প্রতিনিধি: সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্ব সম্মতিক্রমে কমিটিতে মিজানুর রহমান সভাপতি মোঃ সিদ্দিক হোসেন সাধারণ সম্পাদক ও মোঃ মামুন হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। শুক্রবার বিকেলে ডিবি ইউনাইটেড হাইস্কুলের হলরুমে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অলিউর রহমান সুমনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হোসেন মিঠু। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক ও সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এড. ফারুক হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা আ’লীগের হাসান হাদী, ইউনিয়ন আ’লীগের অজিয়ার রহমান, আব্দুর রশিদ সরদার, ৬নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি আব্দুল গফ্ফার, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য রেজাউল করিম মিঠু, ওয়ার্ড যুবলীগ নেতা নজরুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ফিরোজ কবীর, শাহাদাৎ হোসেন প্রমূখ। আগামী ১৫ দিনের মধ্যে ৪৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন হবে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest