সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়

6বন্ধু বা সঙ্গী নির্বাচনে নারীদের সব সময় সতর্কতা প্রয়োজন। নইলে বিপদে পড়তে হতে পারে। অথবা জীবন হয়ে উঠতে পারে ঝামেলাপূর্ণ। চোখের সামনে যে টল-ডার্ক-হ্যান্ডসাম পুরুষটি দেখছেন তা সত্যি নাও হতে পারে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে পুরুষের ৬ বৈশিষ্ট্য খতিয়ে দেখুন। এসব বৈশিষ্ট্যসম্পন্ন পুরুষদের এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। জেনে নিন-

১. ক্ষণে ক্ষণে মনবদল
এই দেখলেন বন্ধু বা সঙ্গী আপনার খুব যত্ন নিচ্ছেন। নিমেষেই বদলে গেল আচরণ। আপনার খোঁজই নিলেন না তিনি। ক্ষণে ক্ষণে মন বদলানো পুরুষের সঙ্গে তাল মেলানো দায়। তাই তাঁদের এড়িয়ে চলাই নারীদের পক্ষে মঙ্গলজনক।

২. আমি শুধুই আমি
হয়তো আপনি সঙ্গীর সঙ্গে কোনো রেস্তোরাঁয় গেছেন। তিনি আপনাকে খাবারের তালিকা দেখতে দিলেন। কিন্তু নিজের পছন্দ অনুযায়ীই খাবারের ফরমাশ দিলেন। ফোনে কথা বলছেন। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি কেবল নিজের কথাই বলে গেলেন। তাঁর দিন কেমন কাটল, জীবনের লক্ষ্য কী—এসব শুনতে শুনতেই কেটে গেল সময়। এ রকম আত্মসর্বস্ব পুরুষকে সঙ্গী করলে বাকি জীবনটা অসুখীই হবেন।

৩. শিশুসুলভ
সঙ্গী পুরুষ সব সময় শৈশবের গল্প করছেন। আশা করছেন, মায়ের মতো তাঁর জুতো-কাপড় আপনি নির্বাচন করবেন। তাঁর খাবার আপনি রান্না করবেন। তাঁকে খাইয়ে দেবেন। এ ধরনের শিশুসুলভ পরনির্ভরশীলতা যেসব পুরুষের রয়েছে, তাঁদের ত্যাগ করাই শ্রেয়।

৪. গায়ে পড়া
সব নারীর সঙ্গেই আপনার পুরুষ সঙ্গীটি মাখামাখি করতে পছন্দ করেন। অযথা বেশি বেশি গায়ে পড়া ভাব দেখান। অভ্যর্থনাকারী, পরিচারিকা, অপরিচিত, এমনকি প্রিয় বন্ধুটিও বাদ যান না আপনার সঙ্গীর এই আচরণ থেকে। কেবল যৌন বিষয়েই আগ্রহ থাকে এ ধরনের পুরুষদের। নারীদের তাঁরা ভাবেন ভোগ্যবস্তু। এ রকম সঙ্গী থেকে দূরে থাকুন।

৫. অতি আবেগ
কোনো কিছুর বাড়াবাড়ি ভালো নয়। আপনার পুরুষ সঙ্গী কি সব সময়ই অনিরাপদ বোধ করেন? সন্দেহে ভোগেন? আবেগে ডগমগ করেন? এ রকম পুরুষ সব সময়ই আপনাকে খড়কুটো হিসেবে আঁকড়ে ধরতে চাইবেন। সব ক্ষেত্রে সেটি হওয়া আপনার জন্য বিরক্তিকর। তাই তাঁদের এড়িয়ে চলাই ভালো।

৬. একঘেয়ে
এ ধরনের পুরুষের কাজকর্ম ছকবাঁধা রুটিনে বাঁধা থাকে। কোনো বৈচিত্র্য বা চমক নেই। তিনি আগে পরিকল্পনা করেন এবং সে মাফিক চলেন। তাই কখন কী করবেন, আপনি সহজেই আঁচ করতে পারবেন। নিয়ম মেনে তাঁদের সঙ্গে জীবন কাটানোও বিরক্তিকর। তাই এড়িয়ে চলুন তাঁদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শেখ তহিদুর রহমান ডাবলু: সিরাজগঞ্জের শাহাজাদপুরে সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যা এবং সারা দেশে aaaaসাংবাদিক নির্যাতন ও হয়রানির প্রতিবাদে সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটি(এসআরইউ) জেলার সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে বিশাল বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। শনিবার সকাল ১১ টায়  সাতক্ষীরা নিউ মার্কেটের সামনে শহিদ আলাউদ্দীন চত্ত্বরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, দেশব্যাপী সাংবাদিকদের ওপর নানাভাবে নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। বর্তমান শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার হলেও এই সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু সন্ত্রাসী, গডফাদারের কুকর্মের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এদেরকে দল থেকে চিরতরে বহিষ্কার করে দিতে হবে। তারা শাহাজাদপুরের পৌর মেয়রকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সাংবাদিক নেতারা বলেন, সম্প্রতি সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু এর বিচার হচ্ছে না। তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করে বলেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নহিলে এদের কারণে সরকারের ভাবমুর্তি নষ্ট হচ্ছে।
বক্তারা বলেন, সিরাজগঞ্জের সাংবাদিক শিমুল আওয়ামীলীগের কোন নেতা বা কর্মী নয়। তিনি শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ওই সন্ত্রাসী মেয়র শর্ট গান দিয়ে শিমুলকে গুলি করে তাকে হত্যা করে। যা অত্যন্ত নাক্কারজনক ঘটনা। এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা ও কার্তুজ উদ্ধার করলেও হত্যাকারী মেয়রকে এখনও পর্যন্ত আটক করেনি। যা সাংবাদিক সমাজকে হতাশ করেছে। বর্তমান সরকার মিডিয়া বান্ধব সরকার। কিন্তু কিছু কুচক্রী ব্যক্তি দলের ভিতরে প্রবেশ করে দেশকে উত্তেজিত করার চেষ্টা করছে। অবিলম্বে ওই সন্ত্রাসী মেয়র হালিমুল হক মিরুকে বহিষ্কার ও তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে দুই শতাধিক সাংবাদিক অংশ নেয়। এছাড়া প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা জেলা শাখা, সাতক্ষীরার সমকাল সুহৃদ সমাবেশ এর সদস্যরাও এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শনিবার সকাল ১১ টায় সাতক্ষীরা শহিদ আলাউদ্দিন চত্বরে সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটি’র আহবায়ক রামকৃষ্ণ চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব ডেইলি সাতক্ষীরা’র সম্পাদক ও দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নূর ইসলাম, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক মহসীন হোসেন বাবলু, সময় টিভি’র জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি, দৈনিক সমকাল ও এটিএন বাংলার নিজস্ব  প্রতিনিধি, ভয়েস অব সাতক্ষীরা সম্পাদক এম. কামরুজ্জামান, একাত্তর টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি বরুন ব্যানার্জী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংবাদিক ইয়ারব হোসেন, সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার্স ক্লাব এর সভাপতি আসাদুজ্জামান, মোহনা টিভি’র জেলা প্রতিনিধি আব্দুল জলিল, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি পলাশ চৌধুরী, উন্নয়নকর্মী মাধব দত্ত, কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আহম্মাদ উল্লাহ বাচ্চু, দেবহাটা সাংবাদিকদের পক্ষে থেকে শরিফুল ইসলাম, ধুলিহরে সাংবাদিকদের পক্ষ থেকে হাসান হাদী, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে রানা, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি হাসান ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটি’র আহবায়ক কমিটির সদস্য সেলিম রেজা মুকুল, শেখ মাসুদ হোসেন, কামরুল হাসান, শেখ ফরিদ আহমেদ ময়না, কাজী জামাল উদ্দীন মামুনসহ ডেইলি সাতক্ষীরার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, দৈনিক আজকের সাতক্ষীরার মফস্বল বার্তা সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, বার্তা সম্পাদক এম বেলাল হোসাইন, বিশেষ প্রতিনিধি শেখ শরিফুল ইসলাম, নতুন দিনের জেলা প্রতিনিধি শেখ আমিনুর রশিদ সুজন প্রমুখ।

aaaa2
মানববন্ধন শেষে সাংবাদিকরা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে। জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

img_3148
শ্যামনগর ব্যুরো : জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বালিকা ১০০ মিঃ মুক্ত সাঁতার বিষয়ে শ্যামনগরের তানিয়া সুলতানা (তন্বী) সাতক্ষীরা জেলা পর্যায়ে ২য় স্থান লাভ করেছে। সে উপজেলা সদরের চন্ডিপুর গ্রামের আবু সাঈদ ও রেহানা পারভীন এর কন্যা। সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল স্বাক্ষরিত সার্টিফিকেট গত ৩১ জানুয়ারি নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী ছাত্রী তানিয়া সুলতানা (তন্বী)কে প্রদান করেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় ও বাংলাদেশ শিশু একাডেমী, সাতক্ষীরা আয়োজনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ দিকে গত ২৫ জানুয়ারি ২০১৭ তারিখে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় শ্যামনগর উপজেলা পর্যায়ে মুক্ত সাঁতার প্রতিযোগিতায় তন্বী ১ম স্থান অধিকার করায় ইউএনও ও শিক্ষা অফিসার তাকে সনদপত্র প্রদান করেছিলেন। তন্বীর এ সাফল্য ভবিষ্যতে আরো অনুপ্রেরণা যোগাবে বলে শ্যামনগরের সুশীল সমাজ মনে করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

picture-03-02-17
তালা প্রতিনিধি : তালায় বন্ধন’র ৯৭ বার্ষিক বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে থেকে তালা উপ-শহরের কপোতাক্ষ নদের তীরে সামাজিক বনায়নে এ বনভোজন শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। পরে বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন্ধন’৯৭ এর সভাপতি ত্রিদেব ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বন্ধন-৯৭’র সেলিম হায়দার, আব্দুল্লা-আল-মামুন, সাহিদুর রহমান সাইদ,জাহিদ অর রশিদ, দাউদ-অর-রশিদ শাওন, সরদার জিয়াউর রহমান, হাবিবুর রহমান, বিধান কুমার বিশ্বাস, বিশ্বজিৎ কুমার ঘোষ, জাহাঙ্গীর আলম,কবির আহম্মেদ, আব্দুল হান্নান, মিজানুর রহমান, আকরামুল ইসলাম, আসাদুর, রবিউল ইসলাম, মিজান, তাপস কুমার পাল, জুলফিকার আলী, আশুতোষ, সাজেদুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

received_1758078774519400
নিজস্ব প্রতিবেদক : সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের মান্দার বাড়িয়া এলাকার গহীন অরন্যে মাছ ধরার অভিযোগে একটি ট্রলারসহ ২৮ জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট প্রেট্রোল টিমের সদস্যরা। শুক্রবার সকালে মান্দার বাড়িয়ার নিষিদ্ধ গহীন অরন্যে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পটুয়াখালী জেলার পটুয়াখালী থানার মহিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে হামিদ হোসেন, দুদু মিয়ার ছেলে হাবিবুর মিয়া, জাকির হোসেনের ছেলে হোসেন আলী, ঝনঝনিয়া গ্রামের আফজাল শেখের ছেলে বুরুদ মিয়া একই জেলার কলাপাড়া থানার হোসেনপাড়া গ্রামের মোজাহের আলীর ছেলে করিম, নদীপুর গ্রামের ফজর রহমানের ছেলে জাকারিয়া, মুসলিয়াবাদ গ্রামের আকতার হোসেনের ছেলে রুহুল আমিন, বড় আউলিয়াপুর গ্রামের হাকিম শরিফের ছেলে দেলোয়ার শরিফ, রামপাল জেলার রামপাল থানার শ্রীফলতলা গ্রামের শাহাজান শেখের ছেলে ফারুক শেখ, একই এলাকার জুব্বার শেখের ছেলে জামাল শেখ, মৃত শাহাজান শেখের ছেলে ইলিয়াস শেখ এবং খোরশেদ শেখের ছেলে মহিবুল্যাহহরহ মোট ২৮ জন। খুলনা বিভাগীয় বন সংরক্ষক (ডিএফও) সায়েদ আলী এ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত জেলেদের বন অইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3-2-17-large
দেবহাটা ব্যুরো : দেবহাটার মাঘরীতে উঠান বৈঠক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দিকনির্দেশনায় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মাঘরী মহিলা মিশনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাঘরী আহ্ছানিয়া মিশনের সভাপতি ইউপি সচিব মহাসিন আলী হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশিষ সিংহ। বিশেষ অতিথি ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর-রশীদ, মাঘরী মহিলা মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তৈয়ব খান, কেএম রেজাউল করিম। বক্তব্য রাখেন দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, মাঘরী মসজিদ ভিত্তিক মাদ্রাসা প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নারগিস সুলতানা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবরান আলী। এসময় শিশুদের সঠিক সময়ে বিদ্যালয়ে পাঠানো, সঠিক নিয়মে পরিচর্যা করা, বাল্যবিবাহ না দেওয়া, বিদ্যালেয় পড়া-লেখা করছে কি না খবর নেওয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া বক্তারা আরো বলেন, একজন শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান তার পরিবার তাই মায়েদের সচেতন হতে হবে এবং নিয়মিত মা সমাবেশে উপস্থিত থাকার অনুরোধ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সোনাবাড়ীয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলাধীন ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের অন্তর্গত মাদরা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফিরোজ আহম্মেদ শুক্রবার সকাল ৮:৩০ মিনিটের সময় গোপন তথ্যের ভিত্তিতে ১০/১৩ আর্মী পিলিয়ারের মাঝামাঝি রাজপুর গ্রামের কাছে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে পাচার হওয়ার সময় আটক করেন চট্টগ্রামের আলী কদর গ্রামের তুশাক (৬০) এর ছেলে ইব্রাহীম (২৮), তার স্ত্রী আজারা (২৫) ও তার জোমজ দুই ছেলে আনুমানিক বয়স পাঁচ বছর। ঐ একই দিনে একই পিলিয়ারের মাঝখান বরারবর উক্ত কোম্পানি কন্ডার পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক করেন রাজপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে আয়ুব (৪০) ও একই গ্রামের ইউনুচ আলীর ছেলে লিটন হোসেন (২২)। পরবর্তীতে উক্ত পাচারকারী ৪ জন ও আনপার্সপোর্টধারী দুইজনকে কলারোয়া থানায় সোপার্দ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

pic-moniruzzaman
নিজস্ব প্রতিবেদক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা ‘কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে লোকে, মেঘলা দিনে দেখেছিলাম মাঠে, কালো মেয়ের কালো হরিন চোখ’ সমুধুর আবৃত্তির মধ্যদিয়ে সাতক্ষীরার শ্রেষ্ঠ আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান ছট্টুর একক আবৃত্তি ‘আলোয় ভরা আকাশ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে হেনরি সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাজী মোহাম্মদ ওলিউল্লাহ, অধ্যক্ষ আব্দুল হামিদ, কবির রায়হান, শুভ্র আহমেদ, কবি স ম তুহিন। আবৃত্তি শিল্পী দিলরুবার পরিচালনায় উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, মন্ময় মনির, ছড়াকার আহমেদ সাব্বির, কবি সায়েম ফেরদৌস মিতুল, সরদার গিয়াস উদ্দিন, এম এ জলিল, গাজী শাহাজান সিরাজ, পল্টু বাসার, চৈতালী, তৃপ্তি মোহন মল্লিক, নিশিকান্ত ব্যানার্জী, শেখ আমিনুর রহমান কাজল প্রমুখ। আবৃত্তি শিল্পী মনিরুজ্জামান ছট্টুর নির্বাচিত মোট ১৮টি কবিতা পর পর সুমধুর কণ্ঠে তিনি আবৃত্তি করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest