সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পাখিমারা টিআরএমের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে স্মারকলিপিকালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরাদেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগসাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশ

head-teacher
নিজস্ব প্রতিবেদক: ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের বিরুদ্ধে এক সহকারী শিক্ষককে নির্যাতন ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুসে উঠেছে এলাকাবাসী। জানাগেছে, গত বুধবার বার্ষিক পরীক্ষায় প্রধান শিক্ষক মুকুলের নিজের করা প্রশ্নপত্রে ৭ম শ্রেণির রচনা ও কিছু প্রশ্ন না পড়া নিয়ে স্কুল প্রাঙ্গনে তর্ক-বিতর্ক শুরু হয়। এসব নিয়ে বুধবার দুপুরে স্কুলের অফিস কক্ষে প্রধান শিক্ষকের নির্দেশে সব শিক্ষকের উপস্থিতিতে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধান শিক্ষক মুকুল প্রায় সব শিক্ষকের সাথে বাজে ব্যবহার ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বৈঠকে শারীরিক শিক্ষক আবুল হাসানকে লাঞ্চিত করেন। তাকে বেশ কিছুক্ষন দাঁড় করিয়ে রাখেন ও গালিগালাজ করেন। এসব নিয়ে শিক্ষকদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে রীতিমত এলাকায় হৈ চৈ পড়ে যায়। স্কুলের অভিভাবকসহ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। প্রতিবাদে বুধবার রাতেই এসএসসি পরিক্ষার্থীসহ বেশকিছু শিক্ষার্থীরা স্কুল ও ব্রহ্মরাজপুর বাজার এলাকায় মুকুলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত পোষ্টারিং করে। একই সাথে তারা স্কুলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়। রাতেই খবর পেয়ে মুকুলের অনুসারীরা দেয়ালে লাগানো পোষ্টার ছিড়ে ফেলেন। এরপর বৃহস্পতিবার সকালে মুকুল স্কুলে এসে লোকজন নিয়ে তালা ভেঙ্গে অফিসে প্রবেশ করেন। এরপর কারা এসব ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করে চিহ্নিত করার চেষ্টা চালান। এমনকি প্রধান শিক্ষক মুকুল ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এ,এস,আই সৈয়দ আলীকে স্কুলে ডেকে আনেন। এ,এস,আই সৈয়দ আলীর সামনে প্রধান শিক্ষক মুকুল তার অফিস কক্ষে ক্রীড়া শিক্ষক আবুল হাসানকে ভয়ভীতি দেখান। তবে এ,এস,আই সৈয়দ আলী সবকিছু শুনে বুঝে তিনি চলে যান। এসব ঘটনা নিয়ে ব্রহ্মরাজপুর এলাকায় এখন কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে। ্এর আগে, ২০১৫ সালের ১৭ মার্চ স্কুলের একটি অনুষ্ঠান শুরুর এক ঘন্টা আগে আসার জের ধরে মুকুল ওই শিক্ষক আবুল হাসানকে প্রকাশ্যে মারপিট ও লাঞ্চিত করেন। এতে তিনি মারাত্মক আহত হন এবং ওই শিক্ষকের বাম কানের পর্দা ফেটে যায়। এখনো তিনি ওই কানে কিছুই শুনতে পাননা বলে জানা গেছে। এ সংক্রান্ত যাবতীয় ডাক্তারী রিপোর্টও রয়েছে। সে যাত্রাই প্রধান শিক্ষক মুকুল শিক্ষক আবুল হাসানের কাছে ক্ষমা চেয়ে রেহাই পান। এছাড়াও প্রধান শিক্ষক মুকুলের বিরুদ্ধে বয়স কমিয়ে অষ্টম শ্রেণি পাশের সনদ, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ, শিক্ষক ও অফিস সহকারী পদে নিয়োগের নামে নানা অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। প্রধান শিক্ষক মুকুলের শারিরীক ও মানসিক নির্যাতনের কারনে পৌরসভার ডাংপাড়া এলাকার এক যুবক অফিস সহকারীর পদ থেকে স্বেচ্ছায় চাকুরী ছেড়ে চলে গেছেন। মুকুলের কথা মত না চললে শিক্ষক-শিক্ষার্থীদের উপর নেমে আসে অত্যাচারের খড়গ। নাম প্রকাশ না করার শর্তে এক স্কুল শিক্ষক জানান, প্রধান শিক্ষক মুকুল সব সময় ডিজিটাল কায়দায় মাস্তানি করে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের স্তব্ধ করে রেখেছেন। ওই শিক্ষক এসব কর্মকান্ডের প্রতিকারের দাবি জানান। এলাকাবাসী অবিলম্বে এই শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ক্রীড়া শিক্ষক আবুল হাসান তাকে লাঞ্চিত করার বিষয়টি স্বীকার করে জানান,্এর আগেও তাকে প্রধান শিক্ষক মুকুল প্রকাশ্যে মারপিট ও লাঞ্ছিত করে ছিলেন। এ ব্যাপারে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল শিক্ষক আবুল হাসানকে লাঞ্চিতের বিষয়টি অস্বীকার করে জানান, একটি মহল আমার ভাব মূর্তি নষ্ট করার জন্য অপপ্রচার চালাচ্ছেন। উল্লেখ্য ঃ গত ২০০৯ সালের ডিসেম্বর মাসে ব্রহ্মরাজপুর গ্রামের মৃত নজরুল ইসলাম (হারু সরদার) এর ছেলে মমিনুর রহমান মুকুল ডিবি ইউনাইটেড হাইস্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। ইতিপূর্বে ওই শিক্ষক একই স্কুলে কম্পিউটার শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। এ নিয়েও অনেক বিতর্ক রয়েছে। বিদ্যালয়ের অনেক সিনিয়র ও উচ্চ যোগত্য সম্পন্ন শিক্ষকদের উপেক্ষা করে ম্যানেজিং কমিটির সভাপতি ও বর্তমান ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এস,এম শহিদুল ইসলামের বদৌলতে ও কয়েকটি মহলকে ম্যানেজ করে তিনি (মুকুল) প্রধান শিক্ষক পদে নিয়োগ লাভ করেন। ম্যানেজিং কমিটির সভাপতি এস,এম শহিদুল ইসলাম প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের আপন চাচা। চাচা-ভাইপোর শলাপরামর্শে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। মুকুল ব্যক্তিগত জীবনে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। তিনি ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। প্রধান শিক্ষক হিসাবে মমিনুর রহমান মুকুল যোগদানের পর হতে বিদ্যালয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার শুরু করেন। তার ইচ্ছামত ও পছন্দসই চলতে থাকে বিদ্যালয়। এ নিয়ে প্রায়ই স্কুলের সহকারী শিক্ষকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মত পার্থক্য ও মনোমালিন্যসহ চরম দূর্ব্যবহার ও অসাদাচরন করা হয়। এসব নিয়ে সকলের মাঝে ক্ষোভ থাকলেও তার অধীনে চাকরীর কারনে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননা। এছাড়া প্রধান শিক্ষক মুকুলের নামে নাশকতাসহ একাধিক মামলা রয়েছেও রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা ফারুক হোসাইনকে নাশকতার প্রস্তুতিকালে গ্রেপ্তার কারেছেন শ্যামনগর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ভুরুলিয়া ইউনিয়ন থেকে পুলিশের উপ-পরিদর্শক আরিফুর রহমান তাকে গ্রেপ্তার করেন। সে ভুরুলিয়া গ্রামে মৃত লুৎফর রহমান গাজীর ছেলে। শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

pic-nobobjibon
নিজস্ব প্রতিবেদক : নবজীবনের উদ্দ্যোগে এবং নবজীবন ইউকে’র সার্বিক সহযোগিতায়  অসহায়, হতদরিদ্র ছাত্র-ছাত্রী এবং বিধবা মহিলাদের মধ্যে শীতকালীন ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী নবজীবন প্রি-প্রাইমারী স্কুল প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই ফুড প্যাকেজ বিতরণ করা হয়। প্রতিবছরের ন্যায় এবারও নবজীবনের হাওয়ালখালী, কামারবায়সা, বৈকারী প্রি-প্রাইমারী স্কুলের ছাত্র-ছাত্রী ছাড়াও এলাকার শতাধিক অসহায়, হতদরিদ্র ছাত্র-ছাত্রী এবং বিধবা মহিলাদের মধ্যে এই শীতকালীন ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। এ সকল ফুড প্যাকেজের মধ্যে ছিল চাল, ডাল, চিনি, আলু, সয়াবিন তৈল ও আয়োডিন যুক্ত প্যাকেট লবন। ফুড প্যাকেজ বিতরণকালে নবজীবন প্রি-প্রাইমারী স্কুলের সভাপতি ও সাবেক ইউপি মেম্বর মোহাঃ আনারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবজীবনের প্রজেক্ট ম্যানেজার আলমগীর হোসেন, নবজীবন স্পন্সরশীপ সেকশনের ম্যানেজার মল্লিক মোস্তফা নাহিদ হাসান, প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, সহকারী প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন, সালাহউদ্দীন বাবু, আশেকুজ্জামান খান, অভিভাবক সদস্য আবুল কাসেম, শিক্ষিকা নিলুফার ইয়াছমিন, জাহানারা বেগম, মরিয়ম খাতুন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

12
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ১০ দিন ব্যাপী তৃণমূল পর্যায়ে কুস্তি প্রশিক্ষণ কর্মসুচি ২০১৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের অর্থায়নে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে কুস্তি প্রশিক্ষণ কর্মসুচি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কুস্তি ফেডারেশনের প্রশিক্ষক মো. মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কো-অর্ডিনেটর শাহ আলম শানু, কাজী কামরুজ্জামান, ইকবাল কবির খান বাপ্পিসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। জেলা থেকে কুস্তি খেলোয়াড়দের মধ্যে বাঁছাই করে ১০ জন ছেলে ও ১০ জন মেয়েকে কুস্তি প্রশিক্ষণ দেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস ২০১৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নলকুড়া তরুন সংঘের কার্যালয়ে নলকূড়া তরুণ সংঘের সভাপতি শেখ আমিনুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নলকূড়া তরুণ সংঘের উপদেষ্টা মীর হায়দার আলী, এড. মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, এড. তামিম আহমেদ সোহাগ, নলকূড়া নাট্য গোষ্ঠীর সভাপতি শেখ আলমগীর হোসেন, নলকূড়া তরুণ সংঘের সাধারণ সম্পাদক মীর কাইয়ুম আলী পিন্টু, ক্রীড়া সম্পাদক শেখ আমির হোসেন, মো. আমিনুর রহমান, খন্দকার আনিছুর রহমান তাজু, শেখ ইশতিয়াক আহমেদ, শেখ শফিকুল ইসলাম, মুকুল, ফাহিম হাসান, শেখ রিজভী আহমেদ, তৌকির, হাফেজ মনোয়ার হোসেন বাবু, শেখ আব্দুল মতিন প্রমুখ। মহান বিজয় দিবসের দিন সকাল থেকে ক্রীড়া প্রতিযোগিতা, সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়। এ সময় নলকূড়া তরুন সংঘ ও নলকূড়া নাট্য গোষ্ঠীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dsc01156
নিজস্ব প্রতিবেদক : ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ৯টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে সনাক সাতক্ষীরার আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়। একই সাথে রোকেয়া দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা প্রেসক্লাবে সামনে একটি মানবন্ধন কর্মসূচি শেষে শহীদ রাজ্জাক পার্ক থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি দুটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সনাক সভাপতি ড. দিলারা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘দুর্নীতি প্রতিরোধ করতে হলে আগে আমাদের ব্যক্তি পর্যায়ে ঠিক হতে হবে। বর্তমান সময় আধুনিক সিস্টেম ব্যবহারের ফলে দুর্নীতি রোধ করা সম্ভব হচ্ছে। দুর্নীতি প্রতিরোধে আইনকে সংশোধন করে কঠোরভাবে প্রয়োগ করতে হবে। শিশুদেরকে পরিবার থেকে দুর্নীতি বিরোধী শিক্ষা দিতে হবে। সাধারণ জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে সকলকে অবহিতকরণ করতে হবে। তাহলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। তিনি আরো বলেন, নারীরা এখন অনেক এগিয়ে গেছে। নারীদেরকে সর্বক্ষেত্রে অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়া যে ঐতিহাসিক অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয়। বেগম রোকেয়া তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে নারীর প্রতি সমাজের বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত হানেন। বর্তমান সময়ে শিক্ষা, খেলাধুলা, কর্মজীবনসহ সর্বক্ষেত্রে নারীরা তাদের দক্ষতা দেখাতে সক্ষম হচ্ছে। সুতরাং নারীদেরকে বাদ রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়।’ আলোচনা সভা শেষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসন সাতক্ষীরার সার্বিক সযোগিতায় রোকেয়া দিবস এর আলোচনা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় উপজেলা পর্যায়ের ৫ জন এবং জেলা পর্যায়ের ৫ জন সফল নারীকে জয়ীতা সম্মাননা ২০১৬ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, ডাঃ সুশান্ত ঘোষ, এ্যাড. এ.কে.এম শহীদুল্যাহ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সমবায় কর্তকর্তা মোঃ আব্দুর রব ওয়ার্ছী, জ্যো¯œা দত্ত, জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ শহীদুর রহমান, স্বজন সদস্য মঈনুল ইসলাম মঈন, রেবেকা সুলতানা, ইয়েস সদস্য মোঃ আব্দুর রহমান, দেবাশিষ বিশ্বাস রাকেশ, বিশ^জিৎ মন্ডল, জুলফিকার আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবি সাতক্ষীরার এরিয়া ম্যানেজার আবুল ফজল মোঃ আহাদ এবং স্বদেশ নিবার্হী পরিচালক মধাব দত্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিনোদন ডেস্ক: জীবনযাপনে অনিয়ম, খাদ্যাভ্যাসে অনিয়ম ইত্যাদি কারণ পেপটিক আলসারের জন্য দায়ী। তবে কিছু জিনিস মেনে চললে এটি প্রতিরোধ করা যায়।  এনটিভির নিয়মিত আয়োজন ‘স্বাস্থ্য প্রতিদিন’ অনুষ্ঠানের ২৫৭৯তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. রোবেদ আমীন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।প্রশ্ন : আলসার প্রতিরোধের উপায় কী?উত্তর: মানুষের কিছু সহজাত অভ্যাস আছে। সুষম খাদ্যের জন্য যেগুলো নেওয়া হয়, আপনি দেখবেন যে সুষম খাদ্য সঠিকভাবে নেয়, তার কিন্তু এ ধরনের আলসারেশন হওয়ার কোনো সুযোগ নেই।আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে অনেক অনিয়ম থাকে। এখনকার সময় একটি প্রবণতা আছে, সকালবেলা কেউ নাস্তা করছে না। রাতের বেলা খাচ্ছে। দুপুর ১২টা থেকে ২টার মধ্যে বিভিন্ন সময়ে খাচ্ছে। অনেক লম্বা বিরতি থাকে। এতে পাকস্থলীর এসিড কিন্তু বসে থাকবে না। খাদ্যগ্রহণ করেন বা না করেন সে কিন্তু আসবেই। সুতরাং তাদের ক্ষেত্রে এই পেপটিক আলসার রোগ হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি।আরেকটি বিষয় হলো, আমাদের জীবন খুব ব্যস্ত। প্রতিটি মানুষই কাজ করে। অতিমাত্রায় যদি কেউ মানসিক চাপ নেয়, তাহলে স্ট্রেস আলসারেশন বলে একটি অবস্থা আছে। তাদের কিন্তু পেটে ঘা হতে পারে। তাহলে মানসিক চাপ কমাতে হবে। খাদ্যাভ্যাস সঠিকভাবে আনতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিনোদন ডেস্ক: সংগীত তারকা, সুরকার এবং বলিউড অভিনেতা হিমেশ রেশামিয়া এবং তাঁর স্ত্রী কোমলের সংসার আর থাকছে না। ২২ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের সমাপ্তি টানতে চলেছেন তাঁরা। টাইমস অব ইন্ডিয়ার খবর নিশ্চিত করেছে, গতকালই বান্দ্রার পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন হিমেশ।এমন ঘটনা যে ঘটতে পারে তা আন্দাজ করা যাচ্ছিল আগে থেকেই। এর কারণ গত কয়েক মাস ধরেই আলাদাভাবে বসবাস করছিলেন কোমল ও হিমেশ রেশামিয়া। হিমেশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কোমলের সঙ্গে আলোচনা করে এবং পরিবারের সবার সঙ্গে বোঝাপড়া সেরেই এই সিদ্ধান্তে এসেছেন তাঁরা। পরিবারের সবাই এ বিষয়ে তাঁদের সম্মতি দিয়েছেন বলে জানান হিমেশ।এই বিচ্ছেদের পরও অবশ্য তাঁদের মধ্যে যোগাযোগ বজায় থাকবে, তবে সেটি কেবলমাত্রই বিশেষ স্বার্থে। এই দম্পতির একটি ছেলেসন্তান রয়েছে। সায়াম নামের এই ছেলেটি মা-বাবা দুজনের কাছেই থাকবে বলে জানিয়েছেন হিমেশ।২০০৬ সালে টেলিভিশন অভিনেত্রী সোনিয়া কাপুরের সঙ্গে হিমেশের প্রেমের খবর গণমাধ্যমে চাউর হয়েছিল। সে সময় এ নিয়ে বেশ আলোড়ন হয়েছিল। তবে বর্তমানে, এই সংসার ভেঙে যাওয়ার পেছনের কারণ সেই পুরোনো প্রেম নাকি নতুন কিছু, তা এখনো স্পষ্ট নয়।৪৩ বছর বয়স্ক হিমেশ রেশামিয়া মূলত সুরকার হিসেবেই বলিউডে কাজ করতেন। ‘আপ কি সুরুর’ নামের একটি মিউজিক ভিডিওর অ্যালবাম দিয়ে বলিউডে তিনি রাতারাতি তারকা হয়ে ওঠেন। ২১ বছর বয়সে কোমলকে বিয়ে করেছিলেন হিমেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest