সর্বশেষ সংবাদ-
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্তিতিসাংবাদিক ও আইনজীবী আব্দুল হামিদের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকস্কাউটদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপ্তিসাতক্ষীরা সরকারি গোরস্থান মসজিদে আলোচনায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদসাতক্ষীরায় সেনাবাহিনীর হাতে প্রতারক চক্রের ২ সদস্য আটকআইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের মাসিক সভাসাতক্ষীরায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভাসাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নত করতে কর্মশালাআশাশুনিতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভা

সড়ক দুর্ঘটনা রোধকল্পে সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের নির্দেশনা ও খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে ও যাত্রী, চালক, পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে মোটরযানের উপর ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট অব্যহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে সাতক্ষীরা শহরের অদূরে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ৮ টি মামলার বিপরীতে ৩ হাজার ৯শত’ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এস, এম, আকাশ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সজীব সরকার, জিএম শাখার বেঞ্চ সহকারী ওয়াহিদুজ্জামানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

মোবাইল কোর্টের অভিযানের বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির বলেন, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির ও বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় খুলনা বিভাগের প্রত্যেকটি সার্কেলের আওতাধীন জেলা গুলোতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মধ্যে সড়কে চলাচলের উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা শুধু মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা ও জরিমানা করছি না এর পাশাপাশি সড়কে শৃঙ্খলা ও চালক পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এছাড়া সরকার ইতিমধ্যে দ্বিতীয় ধাপে যে সকল মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন নেই তাদেরকে জরিমানা ব্যাতীত মূল কর ফিস দিয়ে কাগজ পত্র হালনাগাদ করার জন্য আগামী ৩০ জুন’২৪ পর্যন্ত সময় বর্ধিত করেছে। এ সময়ের পরে যেসকল মোটরযানের কাগজ পত্র খেলাপি এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন থাকবে না সে সকল যানবাহন ও চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা ও অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিঠাবাড়ী শেখ পাড়া জামে মসজিদের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি :
পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ী শেখ পাড়া জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বেলা ২টায় মিঠাবাড়ী শেখ পাড়া জামে মসজিদের কমিটি গঠন উপলক্ষে এক জরুরী সভা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

শেখ আরিফুর রহমান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মসজিদের ইমাম ও খতিব মাও: মাহবুবুর রহমান, মোয়াজ্জিন মিজানুর রহমান, শেখ রুহুল আমিন, শেখ কামরুজ্জামান রিকু, শেখ সরোয়ার হোসেন (মেম্বর), লুৎফর রহমান, আতাউর রহমান, মনিরুল ইসলাম, হুমায়ুন কবিরসহ মুসুল্লীবৃন্দ। সভায় আলোচানান্তে সর্বসম্মতিক্রমে মুসুল্লীদের উপস্থিতিতে আগামী ৩ বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি: শেখ মোকতাদির রহমান, সহ-সভাপতি: ইয়াছিন হোসেন, শেখ আজিবর রহমান, মাও: রুহুল কুদ্দুস, শেখ আতাউর রহমান, লুৎফর রহমান, সাধারণ সম্পাদক : শেখ তবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক : বাবলুর রহমান, আজিবার রহমান মোড়ল, কোষাধ্যক্ষ: মো: আজিবার রহমান, সহ-কোষাধ্যক্ষ: মিজানুর রহমান, শেখ স্বাধীন পল্টু, কার্যকারি সদস্য যথাক্রমে: শেখ মোখলেছুর রহমান লাকি, শেখ মমতাজুর রহমান প্রিন্স, শেখ আরিফুর রহমান বুলু,

শেখ সরোয়ার হোসেন মেম্বর, শেখ ইলিয়াস ছোট, আ: আজিজ মোড়ল, শেখ আবু সেলিম, আবু তাহের, শেখ জুয়েল, শেখ লিটন, শফিকুল ইসলাম কালু, মীর কাশিম, শেখ রফি, শেখ শরিফুল ইসলাম, আনার শেখ, খলিল শেখ, ইসলাম শেখ, মালেক সরদার, আমজাদ সরদার, হামজার সরদার, বাবু সরদার। এছাড়া সভায় রুহুল আমিন আকাশকে প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে এলাকার শত শত মুসুল্লী, হাজীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ####

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ভ্যাট ও ভোমরায় ল্যান্ড কাস্টমস কমপ্লেক্সের নামফলক উন্মোচন : মতবিনিময় সভায় প্রবেশে নিষেধাজ্ঞায় ক্ষুদ্ধ সাংবাদিকরা

আসাদুজ্জামান: সাতক্ষীরায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের নবনির্মিত ভ্যাট ও ভোমরা স্থলবন্দর ল্যান্ড কাস্টমস কমপ্লেক্সের নামফলক উন্মোচন করা হয়ছে। শুক্রবার বিকাল ৪টায় শহরের জেলখানা রোড সংলগ্ন এলাকায় নবনির্মিত ৫ম তলা বিশিষ্ট্য ভ্যাট কমপ্লেক্সের নামফলক উন্মোচন করেন, আভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

এরপর তিনি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে নবনির্মিত ল্যান্ড কাস্টমস কমপ্লেক্সের নামফলক উন্মোচন করেন। ফলক উন্মোচন শেষে সেখানে তিনি অংশীজনদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। তবে, উক্ত মত বিনিময় সভায় এসময় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। এতে ক্ষুদ্ধ হন সাংবাদিকরা।

এসময় তার সাথে ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, জাতীয় রাজস্ববোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য ফারজানা আফরোজ, কর প্রশাসনের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, সিনিয়র সচিবের একান্ত সচিব মোহাম্মদ নায়িরুজ্জামানসহ সাতক্ষীরার কাস্টমস ও ভ্যাটবিভাগের কর্মকর্তারা।

প্রসঙ্গত ঃ ভোমরা স্থলবন্দরের ল্যান্ড কাস্টমস কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে ২২ কোটি টাকা ব্যয়ে এবং সাতক্ষীরা শহরে ভ্যাট কমপ্লেক্সের নির্মাণ ব্যয় হয়েছে ১৫ কোটি টাকা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন আল ফেরদৌস আলফাসহ নব নির্বাচিতরা। এর আগে গত (১২ জুন) বেলা ১১ টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নব নির্বাচিতদের শফথ বাক্য পাঠ করানো হয়।

বৃহস্পতিবার ২০ জুন সকাল সাড়ে ১০টায় তারা একসাথে উপজেলা পরিষদে এসে দায়িত্বভার গ্রহন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানসহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য লাইলা পারভিন সেজুতি, সহকারী ভূমি কমিশনার দীপা রানী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সখিপুর সাবেক চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুল ইসলাম নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের পিতা আবুল কাশেম মাতা রেহানা বেগম সহ বিভিন্ন দপ্তরের কমকতারা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফাকে ফুলেল শুভেচ্ছা জানান ও মিষ্টি বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলীপুর ইউপি নির্বাচনে বোমা ফাটানোর মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ছোটসহ ৬ জন কারাগারে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের উপনির্বাচনকে ঘিরে রাস্তার উপর বোমা মেরে ত্রাস সৃষ্টি করে নির্বাচনী প্রচারনায় বিঘœ সৃষ্টির অভিযোগে দায়েরকৃত মামলায় ছয় আসামীর জামিন আবেদন না’মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার সাতক্ষীরার জেলা ও দায়রা জজ চাঁদ মোঃ আব্দুল আলীম আল রাজী এ আদেশ দেন।

জামিন না’মঞ্জুর হওয়া আসামীরা হলেন, সাতক্ষীরা সদরের আলীপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলীপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার সরদারের ছেলে মোস্তাফিজুর রহমান ছোট, একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে হাদিউজ্জামান বাদশা, দক্ষিণ আলীপুর গ্রামের হবু সরদারের ছেলে জাহাঙ্গীর হোসেন, আলীপুর ঢালীপাড়ার আব্দুল করিম সরদারের ছেলে আলাউদ্দিন সরদার, আলীপুর দীঘিরপাড়ের আব্দুর রহিম সরদারের ছেলে আব্দুর রব, ও সদর উপজেলার চাপারডাঙা গ্রামের আব্দুর রকিবের ছেলে রফিকুজ্জামান রিন্টু।

মামলার বিবরনে জানা যায়, চলতি বছরের ২৮ এপ্রিল সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ইউপি চেয়ারম্যান হিসেবে আব্দুর রউফ ঘোড়া প্রতীকে ও জিয়াউর রহমান জিয়া মোটর সাইকেল প্রতীকে প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনী প্রচারণা শেষে গত ২২ এপ্রিল রাত ১১টা ৫০ মিনিটে আলীপুর ঢালীপাড়ায় তাসলিমা খাতুনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর ঘোড়া প্রতীকের সমর্থক মোস্তাফিজুর রহমান ছোট এর নেতৃত্বে সন্ত্রাসীরা বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। সন্ত্রাসীরা মোটর সাইকেল সমর্থকদের প্রচারনা বন্ধ না করলে আবারো বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় পরদিন মোটর সাইকেল প্রতীকের প্রার্থী জিয়াউর রহমান জিয়ার ভাই রফিকুল ইসলাম সরদার বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোস্তাফিজুর রহমান ছোট, রেজাউল ইসলাম, ফরিদ হোসেন, হাদিউজ্জামান বাদশাসহ ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে আসামী করা হয়।
গত ২৬ এপ্রিল মোটর সাইকেল প্রতীকের তালবেড়িয়া গ্রামের নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় তালবেড়িয়া গ্রামের বদিউজ্জামান বাবলুর দায়েরকৃত মামলায় (জিআর-২০০/২৪ সদর) গ্রেপ্তার হয়।
সাতক্ষীরা আদালত সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম সরদারের দায়েরকৃত মামলার আসামীদের মধ্যে মোস্তাফিজুর রহমান ছোট, হাদিউজ্জামান বাদশা, জাহাঙ্গীর হোসেন, আলাউদ্দিন সরদার, আব্দুর রব ও রফিকুজ্জামান রিন্টু চলতি বছরের ২৫ এপ্রিল হাইকোর্টের বিচারপতি নাজমুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের আদালতে অগ্রিম জামিনের আবেদন জানান। আদালত ওই ছয় আসামীকে আগামি সাত দিনের মধ্যে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করার নির্দেশ দেন। আসামীপক্ষের আইনজীবীরা ওই আদেশ গোপন রেখে ওই ছয় আসামীর সঙ্গে রেজাউল ইসলাম ও ফরিদ হোসেনের নাম যুক্ত করে একই আদালতে গত মে অন্তবর্তী জামিন আবেদন করেন। আদালত তাদেরকে ছয় সপ্তাহের সময় দিয়ে গত ১৮ জুনের মধ্যে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবদন করার নির্দেশ দেন। ১৮ জুন ঈদের ছুটি থাকায় বৃহষ্পতিবার রেজাউল ও ফরিদ ব্যতীত ছয় আসামী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারক ছয় আসামীর জামিন আবেদন না’মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাদিপক্ষের আইনজীবী অ্যাড. বাবলা শুনানীকালে আসামীপক্ষ হাইকোর্টে প্রথম যে অগ্রিম জামিন আবেদন করেছিলেন তা তুলে ধরেন।
আসামীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মিজানুর রহমান পিণ্টু, অ্যাড. জহুরুল ইসলাম।
ছয় আসামীর জামিন আবেদন না’মঞ্জুর করার বিষয়টি নিশ্চিত করেছেন জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাবুরায় বজ্রপাতে ‌শিশুসহ ২জনের মৃত্যু

শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ‌্যামনগ‌রে গাবুরায় বজ্রপাতে ‌শিশুসহ ২জন নিহত হ‌য়ে‌ছেন আহত হ‌য়ে‌ছেন আরও ২ জন। বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে গাবুরার গাগড়ামারী এলাকার একটি মৎস্যঘেরের বাসায় এঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন খুলনার কয়রা উপজেলার ঘ‌ড়িলাল গ্রা‌মের মোহাম্মাদ গাজীরপুত্র বোট চালক এনা‌য়েত (৩৭) এবং একই এলাকার আলআমিনের শিশু নাজমুল (১১) । আহতরা ২ জন নাজমু‌লের দাদা মুছা গাজী (৬৫) ও একই এলাকার মোস্তফা কামালেরপুত্র মইনুর (১৩)।

আহতরা জানান, শ‌্যামনগ‌রের গড়পদ্মপুকুরে আত্নীয়ের বাড়ি থে‌কে গাবুরা হ‌য়ে মোটর সাইকেল যো‌গে কয়রার ঘ‌ড়িলা‌লের নিজ বাড়ী ফির‌ছি‌লেন তারা। দুপুরে হঠাৎ বৃ‌ষ্টিপাত শুরু হ‌লে গাবুরার গাগড়ামারী এলাকার এক‌টি ফাকা মৎস্যঘে‌রের বাসায় আশ্রয় নেন ৪ জন। সেখা‌নে বজ্রপা‌তে ২ জন নিহত ২ জন আহত হন।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, আহত ২জনকে গুরুতর আহত অবস্থায় শ‌্যামনগ‌র উপ‌জেলা স্বাস্থ‌্যক‌ম‌প্লে‌ক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে। গাবুরা থে‌কে নিহত‌দের লাশ ট্রলার যো‌গে প‌রিবা‌রের কা‌ছে পাঠানো হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বাঁধনহারা সাহিত্য পরিষদের উদ্যোগে গুণীজন সন্মাননা

কালিগঞ্জ প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গুণীজন সন্মাননা পদক প্রদান ও ছুটির দিনের গল্প গ্রন্থের প্রকাশনা উৎসব। মঙ্গলবার ঈদ- উল- আযহার পরেরদিন বিকেল সাড়ে ৩টায় বাঁধনহারা সাহিত্য পরিষদ এর উদ্যোগে ৮ গুণী ব্যক্তিকে বাঁধনহারা সাহিত্য পরিষদের আয়োজনে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে সম্মাননা পদক প্রদান করা হয়েছে শিক্ষাবিদ হিসাবে ড. মোহাম্মদ অবদুল গফফার,
নজরুল গবেষণায় বিশিষ্ট নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, জাতীয় সাংবাদিকতায় দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান বিশিষ্ট সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা, আঞ্চলিক সাংবাদিকতায় দৈনিক জন্মভুমি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার কালিগঞ্জ সংবাদদাতা ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,

কবিতায় বিশিষ্ট কবি স ম তুহিন, ইসলামী প্রবন্ধে বিশিষ্ট প্রবন্ধকার মোস্তফা ইউসুফ আলম, প্রবন্ধে বিশিষ্ট প্রবন্ধকার মো. জাহিদুর রহমান ও সম্পদনায় বিশিষ্ট লেখক ও সাহিত্যিক ইয়াসিন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আরাফাহ ইসলামী ব্যাংক ঢাকা’র ম্যানেজার ও এসএভিপি মো. রবিউল বাশার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ড. মনজুর ইলাহী।

প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরার কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাহবুবর রহমান মুকুল। বিশেষ ছিলেন থাকবেন ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, সখিপুর ফাযিল (ডিগ্রি) মাদরাসার বাংলা বিভাগের অধ্যাপক ওমর ফারুক, কাটুনিয়া রাজবাড়ি কলেজের অধ্যাপক ড. মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।

স্বাগত বক্তব্য রাখেন বাঁধনহারা সাহিত্য পরিষদ এর সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহাম্মদ ইব্রাহিম বাহারী।

সার্বিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আফজাল হোসেন ও কবি শাহাজাহান কবীর শান্ত। বক্তব্য রাখেন মাওঃ আব্দুস সাত্তার আজাদী, সাহিত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষক ও সূধীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শোক শ্রদ্ধা ও ভালোবাসায় পত্রদূত সম্পাদক স ম আলাউদ্দীনকে স্মরণ

প্রেসবিজ্ঞপ্তি:

শোক, শ্রদ্ধা, ভালোবাসা, সাহস, বেদনা আর গৌরবের অম্লান স্মৃতি নিয়ে পালিত হয়েছে দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, আওয়ামী লীগ নেতা স. ম আলাউদ্দীনের ২৮তম শাহাদত বার্ষিকী। ১৯৯৬ সালের ১৯ জুন নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় ঘাতকের গুলিতে শহিদ হন স. ম আলাউদ্দীন। বুধবার (১৯ জুন) স. ম আলাউদ্দীনের ২৮তম শাহাদত বার্ষিকীতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ স ম আলাউদ্দীনের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়) আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, শহিদ স. ম আলাউদ্দীন তনয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও জিএম মনিরুল ইসলাম মিনি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, জেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মহিদার রহমান, দৈনিক পত্রদূত পরিবার, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক শিমুন শামস, সদস্য নাজমুন নাহার মুন্নি, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিক ও মাহফুজা সুলতানা রুবি, নগরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স. ম আক্তার-উল-আলম, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনোরঞ্জন, যুব নেতা কামরুজ্জামান রিকু, বিশিষ্ট শিল্পপতি ইবাদুল ইসলাম, ইউপি সদস্য সরোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা দ্বীপ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইখতিয়ার হোসেন, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আব্দুল হাই, সরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশ্বাস মো. আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগ, সাতক্ষীরা সাংবাদিক সমাজ, পাটকেলঘাটা প্রেসক্লাব, জেলা জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে দেশের সার্বিক উন্নয়নে স ম আলাউদ্দীনের অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন, স ম আলাউদ্দীন ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য হয়ে অংশগ্রহণ করেন মহান মুক্তিযুদ্ধে। স্বাধীনতা যুদ্ধের পর তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করেন। প্রতিষ্ঠা করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স, ভোমরা স্থল বন্দর, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল এন্ড কলেজ (পরবর্তীতে বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক স্ক্লু), জেলা ট্রাক মালিক সমিতি, সাতক্ষীরা নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নসহ অসংখ্য প্রতিষ্ঠান। বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করেন দলের দুঃসময়ে। তার মতো ত্যাগী নেতা আজ বড়ই বিরল। ১৯৯৬ সালের ১৯জুন তাকে নিজ পত্রিকা অফিসে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ২৮ বছরেও আইনগত জটিলতার কারণে তাঁর সেই নির্মম হত্যাকান্ডের বিচার সম্পন্ন হয়নি। অনতিবিলম্বে মামলাটির বিচার কাজ সম্পন্ন হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবে বলে প্রত্যাশা করি।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, শহিদ স ম আলাউদ্দীন তনয়া লায়লা পারভীন সেঁজুতি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা আমার পিতা সম্পর্কে আগে থেকে জানতেন। সম্প্রতি একটি সংবাদ সম্মলনে জননেত্রী শেখ হাসিনা আমার পিতা স ম আলাউদ্দীন সম্পর্কে জানতেন বলে মন্তব্য করেছেন। আমার পিতা হত্যার ২৮ বছর পেরিয়ে গেছে, বিচার আজও হয়নি। আমি আমার পিতা হত্যার বিচারসহ যেসকল হত্যাকান্ডের বিচার আজও হয়নি সেসব হত্যাকান্ডের বিচারের দাবি জানাচ্ছি।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন বলেন, স ম আলাউদ্দীন ছিলেন দক্ষিণ বঙ্গের একজন অকুতোভয় সৈনিক। তিনি ছিলেন উন্নয়নের স্বপ্নদ্রষ্টা। তাঁকে হত্যা করে ঘাতকরা সাতক্ষীরার উন্নয়নকে শত বছর পিছিয়ে দিয়েছে। তিনি ঘাতকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest