সর্বশেষ সংবাদ-
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্তিতিসাংবাদিক ও আইনজীবী আব্দুল হামিদের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকস্কাউটদের দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপ্তিসাতক্ষীরা সরকারি গোরস্থান মসজিদে আলোচনায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদসাতক্ষীরায় সেনাবাহিনীর হাতে প্রতারক চক্রের ২ সদস্য আটকআইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের মাসিক সভাসাতক্ষীরায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভাসাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক’কে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নত করতে কর্মশালাআশাশুনিতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু দেবহাটায় ব্রেকিং দ্যা সাইলেন্সের সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভা

জেলা প্রশাসকের দেওয়া ভ্যান পেয়ে আবেগাপ্লুত স্বামী পরিত্যাক্তা রওশনারা

নিজস্ব প্রতিনিধি :
জেলা প্রশাসকের দেওয়া ভ্যান পেয়ে আবেগাপ্লুত স্বামী পরিত্যাক্তা রওশনারা খাতুন। রোববার দুপুরে ভ্যানটি তার হাতে তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির।

রওশনারা (৩৫) সদর উপজেলার বল্লী ইউনিয়নের রায়পুর গ্রামের আব্দুর রহিমের কন্যা।

রওশানারা বলেন, একটি ছেলে ও কন্যা রেখে স্বামী অন্যত্র চলে যায়। দুই সন্তানকে নিয়ে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছিল। পরে একটি স্কুলের মাঠে ঝাল মুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। কিন্তু বাহন সংকটের কারনে বিভিন্ন স্থানে যেতে না পারায় বিক্রি কম হচ্ছিল। ফলে জীবিকা নির্বাহ এবং ছেলে মেয়ের লেখাপড়ার খরচ যোগানো কষ্ট সাধ্য হয়ে পড়ছিল। উপায়ন্তর হয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন রওশানারা। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক তার নিজস্ব ফান্ড থেকে একটি নতুন ভ্যান কিনে দেন রওশানারাকে।

ভ্যান টি পেয়ে আবেগাপ্লুত হয়ে রওশানারা বলেন এখন ভ্যানে ঝাল মুড়ির মালামাল সাজিয়ে টেনে টেনে বিভিন্ন স্থানে যেতে পারবো। বিক্রি বাড়বে। সংসার পরিচালনার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচও যোগানো সম্ভব হবে। কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় তিনি জেলা প্রশাসকের সু-স্বাস্থ্য কামনা করেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে মেগা প্রকল্পের সিমেন্ট চুরি: সাবেক সেনা সদস্য আটক

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় চলমান মেগা প্রকল্পের ৪৫০ বস্তা মিসেন্ট চুরির অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইদুল আলম গাজীকে আটক করেছে। পুলিশ তার বাড়ী হতে ১শত বস্তা সিমেন্ট উদ্ধারও করেছেন। তিনি গাবুরা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কেরামত আলীর পুত্র।

সংশ্লিষ্ট মেগা প্রকল্পের কর্তব্যরত রহমান ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজার নিয়াজ মোরশেদ জানান, মেগা প্রকল্পের কাজের জন্য স্থানীয় চৌদ্দরশি হাটখোলা মাঠে রক্ষিত আড়াই হাজার বস্তা সিমেন্টের মধ্য হতে ৪শত ৫০ বস্তা সিমেন্ট চুরি হয়। এঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ১শত বস্তা সিমেন্ট উদ্ধার করে।

রোববার সন্ধ্যায় শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, পুলিশ শনিবার রাতে আসামীকে আটক করেছে। আটকের সময় তার বাড়ি থেকে ১শ বস্তা সিমেন্ট উদ্ধার হয়েছে। বাকি সিমেন্ট উদ্ধারের চেষ্টা অব্যহত আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

তালা প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা তালা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ জুন) সকালে তালা শিল্পকলা একাডেমিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র সেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় প্রমুখ।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে উপ-শরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে কেঁক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এসময় উপজেলা,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালীগঞ্জের প্রেরণার উদ্যোগে রেমালে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারের মধ্যে হাইজেনিক কিডস বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কালীগঞ্জে প্রেরণা নারী উন্নয়ন সংগঠন ৫৫টি প্রতিবন্ধী পরিবারে মধ্যে হাইজিন কিডস বিতরণ করেছে। আজ রোববার বেলা তিনটায় সংগঠনের নিজস্ব কার্যালয় এসব কিডস বিতরণ করা হয়।

প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি ইলাদেবী মল্লিকের সভাপতিিত্বে অনুষ্ঠিত হাইজেনিক কিস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , সংগঠনের কর্মকর্তা সৈয়দ ফাল্গুনী রহমান, দীপিকা অধিকারী, শাহিনুর রহমান, নেপাল চন্দ্র পাল প্রমূখ।

এ সময় সভাপতি ইলা দেবী মল্লিক বলেন, ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী প্রতিবন্ধী পরিবারের সহযোগিতার জন্য কলসি, ফিল্টার, জগ,পানিড্রামসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হলো। যে কোন প্রাকৃতিক দুর্যোগের আগে এসব সামগ্রী দিয়ে আগে থেকেই নিজেদেরকে প্রস্তুত করে রাখতে পারবেন।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বিশেষ করে খাবার পানি সংরক্ষণে এসব সামগ্রী খুবই প্রয়োজন। যাতে করে প্রতিবন্ধী ও অসহায় পরিবার পানি সংরক্ষণ করতে পারে এ কারণেই এসব সামগ্রী বিতরণের উদ্দেশ্য। বিতরণে সহযোগিতা করে বেসরকারি সংস্থা হ্যান্ডিক্যাপ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আশাশুনি ব‍্যুরো:
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে তার নিজস্ব কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মণ্ডল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নীল কণ্ঠ সোম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, রুহুল কুদ্দুস মোল্যা, শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। আলোচনা শেষে কেক কেটে ও মিষ্টি বিতরণ এর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেশবপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে আনন্দ মিছিল-বর্ণাঢ্য র‍্যালি

কেশবপুর প্রতিনিধি :

যশোরের কেশবপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে ৯০ যশোর -৬ কেশবপুর আসনের সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম এঁর পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেশবপুর উপজেলা শাখার দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করা হয়। তার পর দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল ও শোভাযাত্রা শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে পৌঁছে শেষ হয়।

যশোর জেলা পরিষদের সদস্য মোঃ টিপু সুলতান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এঁর নেতৃত্বে ওই আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সির কবির হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, এস এম বাবর আলী, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মুহিবুর রশিদ, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক আলাউদ্দিন মোড়ল, মঙ্গলকোট ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী, উপজেলা যুবলীগের সদস্য মাস্টার মিজানুর রহমান,
সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক জি এম হোমেন, সাবেক যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, হাসানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আয়ুব আলী, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য অলোক কুমার দে, ছাত্রলীগ নেতা প্রান্ত সাহা, আরফাজুর রহমান তুষার, শফিকুল ইসলাম, আমিনুর রহমান, মোস্তাফিজুর রহমান, মিঠুন হালদার, অপু, তুহিন হোসেন, সাদ্দাম হোসেন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান, রকুনুজ্জামান রাজিব, আল আমিন হোসেন, মফিজুর রহমান, সেলিম মোল্যা, এনামুল হক, ইব্রাহীম হোসেন। এসময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষে উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনে সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ জুন বিকালে জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের আয়োজনে ফুটবল রেফারি এসোসিয়েশনের পক্ষ থেকে সদর ২ আসনের সংসদ সদস্য আশরাফুজামান আশু, সংরক্ষিত নারী ১৩ আসেনর সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সাবেক ফিফা রেফারি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আলম বাবলুকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানের সভাপতিত্বে ও সাবেক ফিফা রেফারি ও জেলা ফুটবল রেফারি এসোসিয়েশন সাধারণ সম্পাদক তৈয়ব হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোমেন খান সান্টু,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তি,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহিন,নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম,নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি,জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সহ সভাপতি রফিউল ইসলাম খান, দপ্তর সম্পাদক পিপুল খান, জেলা ধারাভাষ্যকার ফোরামের সভাপতি অলিউল ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থা,জেলা ফুটবল এসোসিয়েশন, জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য বৃন্ধরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিশ্চিত জীবনের নিশ্চয়তা চায় উপকূলের মানুষ : সাংবাদিক নেতা বুলবুল

অনলাইন ডেস্ক :
ঘূর্ণিঝড় রেমাল দুর্গত উপকূলের বর্তমান পরিস্থিতি সরজমিনে পরিদর্শন শেষে বিশিষ্ঠ বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল বলেন, টানা ৪ দিন উপকুলের ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে একটা বিষয় পরিস্কার সেটি হল মানুষ ত্রাণ চায় না। তারা চায় বসবাসের যোগ্য পরিবেশ। সুপেয় পানির নিশ্চিয়তা। প্রকৃতির সাথে যুদ্ধ করতে নিশ্চিত জীবনের নিশ্চিয়তা। তিনি আসন্ন জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

শনিবার ২২ জুন সকাল ১০টায় উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এবং নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

মিট দ্য প্রেসে মঞ্জুরুল আহসান বুলবুল এর নেতৃত্বাধীন নাগরিক এবং সাংবাদিক প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে ও প্রবল জ্বলোচ্ছাসে দক্ষিণ-পশ্চিম (সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট) উপকূলে লক্ষ লক্ষ মানুষ বসতবাড়ি ও জীবিকা হারিয়ে মানবেতর জীবন যাপন করছে, খাদ্য ও সুপেয় পানির সংকটে ভুগছে। এই অবস্থা থেকে উত্তরণে সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে এবং বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে।

ঘূর্ণিঝড় রেমাল দুর্গত উপকূলের বর্তমান পরিস্থিতি সরজমিনে পরিদর্শন শীর্ষক অনুষ্ঠান সঞ্চালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। আলোচনায় আরো অংশ নেন বাপার যুগ্ম সম্পাদক মো: আমিনুর রসুল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের চেয়ারম্যান মীর মোহাম্মদ আলী, কুয়েটের সহকারী অধ্যাপক আবুহেনা মোস্তফা কামাল, মিডিয়া ব্যক্তিত্ব আমিনুল হক ভুইয়া প্রমূখ। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল ।

জলবায়ু অধিপরামর্শ ফোরামের আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে মিট দ্য প্রেসে আরো বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি‘, দৈনিক সংযোগ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি অসীম বরণ চক্রবর্তী, নিউএইজ ও সময়ের খবরের নিজস্ব প্রতিবেদক রুহুল কুদ্দুস, মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সময় টিভির স্টাফ রিপোর্টার মমতাজ আহমেদ বাপি, ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি এম বেলাল হোসাইন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, দৈনিক দক্ষিণের মশালের অধ্যক্ষ আশেক ই এলাহী, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মোজাফ্ফর রহমান, মোহনা টিভির আব্দুল জলিল, ইয়ারব হোসেন প্রমুখ।

মিট দ্য প্রেসে মনজুরুল আহসান বুলবুল বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলা। সরজমিনে ২০ জুন এবং ২১ জুন সেখানে গিয়ে দেখা গেছে যে ঐখানের মানুষ বিশেষত নারীরা খুবই মানবেতর জীবনযাপন করছে। সেখানে বেড়িবাঁধ, ঘরবাড়ি, রাস্তাঘাট, মৎস্য ঘের, ফসল ও সামাজিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সুপেয় পানির উৎসগুলো নষ্ট হয়ে গেছে। বিশ্বঐতিহ্য সুন্দরবনে পশুপাখির মৃত্যুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ত্রাণ ও পূনর্বাসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তা যথেষ্ট নয়। দুর্যোগ পরবর্তী পূনর্বাসন কাজে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, ভৌগলিক অবস্থান, ঘন ঘন প্রাকৃতিক দূর্যোগ, ভঙ্গুর অবকাঠামো, দারিদ্রতা, দীর্ঘমেয়াদী লবণাক্ততা, সংকটাপন্ন কৃষি প্রভৃতির কারণে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ওই এলাকাকে বিশেষ জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উদ্যোগ নেওয়া দরকার। সেই পরিকল্পনা বাস্তবায়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে।

উপকূলীয় এলাকায় উন্নয়ন কর্মকা- বাড়ানোর দাবি জানিয়ে অন্যান্য বক্তারা বলেন, ঘূণিঝড় রেমালে প্রকৃত ক্ষতি সরকারি হিসেবের চেয়েও কয়েকগুন বেশি। এই ক্ষতি কাটিয়ে উঠতে ত্রাণের থেকে জরুরি লবণপানি নিয়ন্ত্রণ। লবণাক্ততা নিয়ন্ত্রণ করা গেলে কৃষিকাজ করেই উপকূলের মানুষ তার ক্ষতি পুষিয়ে নিতে পারবে। তারা আরো বলেন যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বেড়েছে।

বক্তারা বলেন, দুর্যোগে সব থেকে বেশি দুর্ভোগের শিকার নারী ও শিশুরা। পূনর্বাসনে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুন্দরবনসহ পরিবেশ সুরক্ষায় নজর দিতে হবে। ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে আঘাত করেছে এবং দীর্ঘ সময় ধরে তান্ডব চালিয়েছে। তাই মৃত্যু কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। ক্ষতিগ্রস্থদের পুনবার্সনের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। নদ-নদী ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে বিজ্ঞানসম্মত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। উন্নয়ন কাজে সাধারণ মানুষ সম্পৃক্ত করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest