সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

‘ক্লান্ত’ এবি ডি ভিলিয়ার্স বিদায় জানালেন ক্রিকেটকে

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরের হাই পারফরম্যান্স সেন্টার। পুরো দেশজুড়ে জনপ্রিয় সব খেলাই শেখানো হয় এখানে। ১৪টি বসন্ত আগে নিজের ক্রিকেট ক্যারিয়ারটা হাই পারফরম্যান্স সেন্টারের টাকস ক্রিকেট ক্লাবেই শুরু করেছিলেন এবি ডি ভিলিয়ার্স। এবার বিদায়ের ঘোষণাটাও জানালেন সেখান থেকেই। দক্ষিণ আফ্রিকার জার্সিতে আর দেখা যাবে না ভিলিয়ার্সকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ভিলিয়ার্স দুর্দান্ত এক মৌসুম কাটালেও দল যেতে পারেনি শেষ চারে। জাতীয় দলের জার্সিতে নিজে সফল হলেও দলকে এনে দিতে পারেননি বিশ্বকাপ। সব মিলিয়ে বড্ড ‘ক্লান্ত’ ভিলিয়ার্স। ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় নিজেই বলেছেন এমনটা, জানিয়েছেন অন্যদের সুযোগ করে দিতেই তাঁর এমন সরে যাওয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টায় আটক -২

ভ্রাম্যমাণ প্রতিনিধি : কালিগঞ্জে কিশোরীকে ধর্ষণের চেষ্টায় আল আমিন (২৫), ফরিদ গাজী (৩২) নামে দুই জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তিরা উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের আব্দুল আলিম কারিকরের ছেলে ও ধলবাড়িয়া গ্রামের আব্দুল গাজীর ছেলে। থানা সূত্রে জান যায়,ধলবাড়িয়া ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী গত সোমবার টার দিকে বাড়ির পাশের মাঠে ছাগল আনতে যায়। এসময় সুযোগ বুঝে লম্পট আল আমিন ও ফরিদ একা পেয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনা স্থলে পৌছালে লম্পট দুইজন পালিয়ে যায়। পরবর্তীতে ওই ছাত্রীর পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানার উপ-পরিদর্শক সোহবার হোসেনসহ সঙ্গীয় ফোর্স গত বুধবার সকালে অভিযান চালিয়ে আল আমিন ও ফরিদকে আটক করে। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে যার নং -১৪ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩০ পিচ ইয়াবা সহ ৩ জন ও ১৫ পিচ ইয়াবা সহ ১ মহিলা ও ৩ পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় পৃথক ২ টি মামলা দায়ের করেছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেনের নির্দেশনা মোতাবেক এসআই ইয়ামিন ও এসআই নিত্য কুমার ও এসআই রাজিব কুমার রায় একদল পুলিশ ফোর্স উপজেলার নাংলা এলাকা থেকে উত্তর নাংলা গ্রামের শেখ মোহাম্মাদ আলীর ছেলে শেখ তাজিবর রহমান (৪৫), একই গ্রামের দ্বীন আলী গাজীর ছেলে আকবর গাজী (৪৭) ও বসন্তপুর গ্রামের আহম্মাদ আলীর ছেলে শরিফুল ইসলাম (২৩) কে ৩০ বোতল ফেন্সিডিল সহ আটক করেন। তাদের বিরুদ্ধে এসআই নিত্য কুমার বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৪, তাং- ২৩-০৫-১৮ ইং। এছাড়া দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেনের নির্দেশনা মোতাবেক এসআই ইয়ামিন আলী অপর এক অভিযানে কুলিয়া এলাকা থেকে বালিয়াডাঙ্গা গ্রামের ফরিদ হোসেনের স্ত্রী তাসলিমা বেগম (৩৫) কে ১৫ পিচ ইয়াবা সহ আটক করেন। এ ব্যাপারে এসআই ইয়ামিন আলী বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৫। তাং- ২৩-০৫-১৮ ইং। আটককৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চির নিদ্রায় শায়িত মুক্তামণি


নিজস্ব প্রতিবেদক : বিরল রোগে আক্রান্ত সবার আদরের মুক্তামণির গ্রামে চলছে শোকের মাতম। সারা বাড়িতে পাথরের নিরবতা। মাঝে মাঝে ডুকরে কান্নার শব্দ। মুক্তামণি আর নেই এমন সংবাদ শোনার পর গোটা সাতক্ষীরায় নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে মুক্তামণির মৃত্যুর খবর। সাথে সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাবেক ইউএনও বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক শাহ আব্দুল সাদী, সদর উপজেলা আ.লীগের সভাপতি মো: শওকত হোসেন, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক সাহাজান আলী, উপজেলা আ,লীগের কৃষি বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মাসুম,ইউপি চেয়ারম্যান এস এম মোশাররফ হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামজিক নেতৃবৃন্দ।
সেখানে মুক্তামণির পিতা মাতাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সান্ত্বনা দেন এবং মুক্তামণির আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় পুরুষ নারী শিশু সহ সকলের মধ্যে বিরাজ করে শোকাবহ পরিবেশ। বুধবার জোহর নামাজের পর মুক্তামণির জানাজা শেষে দাদার কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়।
প্রসঙ্গত বুধবার (২৩ মে ২০১৮) সকালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মুক্তামণি না ফেরার দেশে চলে গেছে। মুক্তামণির নানা ফকির আহমেদ বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কামারবায়সা গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
২০১৭ সালের জুলাই মাসে বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর এই শিশুর চিকিৎসার দায়িত্ব নেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। মুক্তামণির রোগমুক্তির গোটা বাংলাদেশ দোয়া প্রার্থনা করেছে। দেশ বিদেশের পত্রপত্রিকায় তার রোগ নিয়ে আলোচনা হয়েছে।
মুক্তামণির চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনসহ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করেছে ঢামেক কর্তৃপক্ষ। দীর্ঘ ছয় মাস চিকিৎসার পর হাতের অবস্থা কিছুটা ভালো হলে তাকে এক মাসের জন্য গ্রামের বাড়িতে আসার অনুমতি দেয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইফতারে স্বাস্থ্যকর হালিম তৈরির রেসিপি

ইফতারে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার হিসেবে হালিমের কদর রয়েছে বেশ। বিভিন্নরকম ডাল ও মাংস দিয়ে রান্না করা হয় বলে এটি আপনার প্রতিদিনের পুষ্টি চাহিদার অনেকটাই পূরণ করে। তবে বাইরের হালিম না খাওয়াই ভালো। কারণ তা স্বাস্থ্যসম্মত নাও হতে পারে। তাই ঘরেই তৈরি করুন সুস্বাদু ও স্বাস্থ্যকর হালিম। রইলো রেসিপি-

উপকরণ :
মাংস রান্নার জন্য যা লাগবে : মাংস ২ কেজি, পেঁয়াজ ৩০০ গ্রাম, আদা ২০ গ্রাম, রসুন ৩০ গ্রাম, ধনে গুঁড়া ২০ গ্রাম, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, এলাচ গুঁড়া ১ টেবিল চামচ, দারুচিনি গুঁড়া ১ টেবিল চামচ, জিরা ভাজা গুঁড়া ২০ গ্রাম, তেল ১০০ গ্রাম।

ডাল রান্নার জন্য যা যা লাগবে: মসুরের ডাল ৫০ গ্রাম, মটর ডাল ৫০ গ্রাম, মুগ ডাল ৫০ গ্রাম, মাষকলাইয়ের ডাল ১০০ গ্রাম, চাল ৫০ গ্রাম, গম ৫০ গ্রাম, ধনে গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ২ চা-চামচ, রসুন বাটা ২ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ আধা চা-চামচ, লবণ স্বাদমতো।

প্রণালি: একটি পাত্রে তেল গরম করুন। গরম তেলে পেঁয়াজ ভাজুন যতক্ষণ পর্যন্ত না হালকা খয়েরি রঙ ধারণ করে। সব মসলা একে একে পাত্রে ঢালুন। মাংস ঢালুন এবং রান্না করুন। আরেকটি পাত্র চুলায় দিন এবং তাতে। ডাল, চাল এবং সব উপকরণ ঢেলে রান্না করুন। রান্না হয়ে এলে মাংসটি ডালের পাত্রে ঢেলে দিন।

পেঁয়াজ ভাজা, কাঁচা আদা, সবুজ মরিচ, পুদিনা পাতা, ধনেপাতা কুচি, জিরার গুঁড়া ভাজা, লাল মরিচ ভাজা গুঁড়া ও লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাঁধনের পরিবর্তে জাজের ‘দহন’ সিনেমায় পূর্ণিমা

সিয়াম, পূজা চেরির সঙ্গে লাক্স তারকা বাঁধনকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছিলো ‘দহন’ ছবি নির্মাণের। রায়হান রাফি পরিচালিত এই ছবির শুটিং শুরু হবে শিগগিরই। কিন্তু গতকাল মঙ্গলবার জানা গেল, ছবিটিতে থাকছেন না অভিনেত্রী বাঁধন।

তখন থেকেই আলোচনায় ছিলো বাঁধনের পরিবর্তে কে আসছেন ‘দহন’-এ। জাজ মাল্টিমিডিয়া এখনই কিছু বলতে নারাজ। পরিচালকও মুখে কুলুপ এঁটে রয়েছেন। তবে গুঞ্জনে ভাসছে চিত্রনায়িকা পূর্ণিমার নাম। জাজ চাইছে ‘দহন’ দিয়েই পূর্ণিমাকে তাদের ঘরে ভিড়াতে।

চিত্রনায়িকা পূর্ণিমাও সেই আভাসই দিলেন। তিনি বলেন, ‘এখনো চূড়ান্ত কিছু হয়নি। প্রাথমিকভাবে কথা হয়েছে। ছবিটির গল্প ও আমার নিজের চরিত্রটি ভালো লেগেছে। আজিজ ভাই (জাজের কর্ণধার) দেশের বাইরে যাবে। তিনি দেশে ফিরলে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

‘দহন’ ছবিতে পূর্ণিমার নায়ক হিসেবে থাকছেন সিয়াম। আরও থাকছেন চিত্রনায়িকা পূজা চেরি। এই ছবিতে কাজের মাধ্যমেই দীর্ঘদিন পর ঢালিউডে ফিরতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। এখানে তাকে দেখা যাবে সাংবাদিক চরিত্রে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজও ‘বন্দুকযুদ্ধে’ ৯ মাদক ব্যবসায়ী নিহত

আজও সারাদেশে পুলিশ ও র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৯ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এসব বন্দুকযুদ্ধে কুষ্টিয়ায় ২, কুমিল্লায় ১, ফেনীতে ১, জামালপুরে ১, রংপুরে ১, ঠাকুরগাঁওয়ে ১, লালমনিরহাটে ১ ও গাইবান্ধায় ১ জনের মৃত্যু হয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগ ব্রাজিল-আর্জেন্টিনার!

দুয়ারে কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। ১৪ জুন ২০১৮ রাশিয়ায় শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ। ইতোমধ্যে সবদলই ঘোষণা করেছে তাদের প্রাথমিক দল। কয়েকটা দেশ পুরো ২৩ সদস্যের দলই ঘোষণা করেছে। কিন্তু এখানে একটা দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল। ক্লাব ফুটবলের পারফরম্যান্সের বিচারে বর্তমান মৌসুমে ব্রাজিল-আর্জেন্টিনার আক্রমণভাগের ফুটবলারদের গোল অন্য সব দলের আক্রমণভাগের খেলোয়াড়েরদের চেয়ে অনেক বেশি।

ব্রাজিলের ২৩ সদস্যের দলে সুযোগ পাওয়া চার আক্রমণভাগের খেলোয়াড়দের ভেতর সবার চেয়ে এগিয়ে নেইমার। বর্তমান মৌসুমে ৩০ ম্যাচে তার গোলসংখ্যা ২৮টি। এছাড়াও দলে সুযোগ পেয়েছেন লিভারপুল তারকা রবার্তো ফিরমিনো। বর্তমান মৌসুমে ৫২ ম্যাচে ২৭ গোল করেন তিনি। দলে সুযোগ পাওয়া আরেক স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস করেছেন ৫৩ ম্যাচে ২৪ গোল। প্রধাণত মিডফিল্ডার হলেও ডগলাস কস্তাকে স্ট্রাইকার হিসেবে দলে রেখেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে। তিনি করেছেন ৪৭ ম্যাচে ৬ গোল। শাখতার দুনেতস্কের এটাকিং মিডফিল্ডার ফ্রেড ক্লাবের হয়ে ৩৪ ম্যাচে ৭ গোল করে সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে। যেখানে চারজনের সম্মিলিত গোল ৯২টি।

অন্যদিকে আর্জেন্টিনার আক্রমণভাগের ফুটবলার লিওনেল মেসি বর্তমান মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে করেছেন ৫৪ ম্যাচে ৪৫ গোল। দলে সুযোগ পাওয়া আরেক তারকা স্ট্রাইকার আগুয়েরো ম্যান সিটির হয়ে করেছেন ৩৯ ম্যাচে ৩০টি। ২০১৪ বিশ্বকাপে প্রধান স্ট্রাইকার হিসেবে হিগুয়াইন সুযোগ পেয়েছেন ২০১৮ বিশ্বকাপেও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest