সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনাশ্যামনগরে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা-সংঘর্ষ : ১৪৪ ধারা জারিসাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপন

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ির বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে প্রাণ সায়ের খাল পাড়ে বৃক্ষরোপনে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির সভাপতি ও ব্যাংক কর্মকর্তা মুহা. আলতাফ হোসেন।

অতিথি ছিলেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে চীফ ইনস্ট্রাক্টর শফিকুল ইসলাম, জেলা রোভারের সাবেক সম্পাদক ও স্বপ্নসিঁড়ির উপদেষ্টা এ এস এস আব্দুর রশিদ, উপদেষ্টা জামাল উদ্দিন, উপদেষ্টা নাজরানা কাকলি,

স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হক, সিনিয়র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সোহাগ হোসেন, সিয়াম, জাহারুল হুদা প্রমুখ। বৃক্ষরোপণে বিভিন্ন প্রজাতির আমগাছ রোপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন দায়িত্বশীল সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার আমীর মুহাদ্দিস রবিউল বাশার বলেন,
আমাদের সামনে রাসূল (সা.) ও তার সাহাবীরা মডেল হিসেবে রয়েছেন। সে আদর্শের আলোকে আমাদের গড়ে উঠতে হবে ।

শনিবার ৩১ আগষ্ট রাতে জেলা জামায়াতের কার্যালয়ে কাজী শামসুর রহমান মিলনায়তনে জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখা আয়োজিত ছাত্রশিশিরের প্রাক্তন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শত জুলুম-নির্যাতনেও আল্লাহর ওপর ভরসা করে নিজ নিজ দায়িত্বের আঞ্জাম দিতে হবে। রাসূল (সা.)-এর দেখানো পথেই আন্দোলনকে এগিয়ে নিতে হবে। যে কোন অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘুনে ধরা সমাজকে পরিবর্তন করতে আমাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে।

সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী খোরশেদ আলমের পরিচালায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ডা মাহমুদুল হক, শিবিরের শহর সভাপতি আল মামুন, জেলা সভাপতি ইমামুল হোসেন, শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান, এড. আবু তালেব প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে নির্যাতনের পর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : মাদক সেবনে বিরোধিতা করায় এক রিক্সা চালক তার স্ত্রী মারুফা বেগমকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেছে মর্মে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগরে এ ঘটনা ঘটে।
মৃত মারুফা বেগম শ্যামনগর উপজেলার রমজাননগরের সাদ্দাম হোসেনের স্ত্রী
সাদ্দাম-মারুফা দম্পতির সংসারে ৮ মাস বয়সী শিশু কন্যা ও ৬ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে।

মারুফার পিতা বছির গাজী জানান, বিয়ের পর থেকে আমার মেয়েকে মাদকাসক্ত জামাতা সাদ্দাম প্রায়ই নির্যাতন করতো। মাদকাসক্ত হওয়ার পাশাপাশি এলাকার চুরি ছিনতাইয়ের মত গুরুতর অভিযোগ রয়েছে সাদ্দামের বিরুদ্ধে। প্রতিবাদ করলেই করা হতো নির্যাতন। এরই ধারাবাহিকতায় মারুফাকে শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে সাদ্দাম নির্যাতনের বিষয়টি মুঠোফোনে তাকে জানায়। এতে ক্ষুব্ধ হয়ে মারুফাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে তিনি মনে করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাকির হোসেন বলেন, মৃতদেহের গলায় এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এবিষয়ে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও সাদ্দামের মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে তার মা মাসুরা বেগম বলেন, ছাগল নিয়ে আসার জন্য তিনি বাড়ির বাইরে ছিলেন। সেসময় তার ছেলে ও বউমা ঘরে ছিল। তার ছেলে প্রায়ই স্ত্রীকে মারপিট করতেন বলেও তিনি নিশ্চিত করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) ফকির তাইজুর রহমান বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রসূলপুর সরকারি গোরস্থান বাইতুল ফালাহ্ জামে মসজিদের ত্রি বার্ষিক নির্বাচন

রসূলপুর সরকারি গোরস্থান বাইতুল ফালাহ্ জামে মসজিদের ত্রি বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন চলে। ৪৮০ জন ভোটারের মধ্যে ৩৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে শেখ আমজাদ হোসেন ৩৫৭ ভোট, সাধারণ সম্পাদক পদে শেখ ওয়ালিউল ইসলাম ২৫১ ভোট, কোষাধ্যক্ষ পদে মো: আফতাবুজ্জামান(ব্যাংক কর্মকর্তা) ২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন, এড.শহীদুল্ল্যাহ, শেখ শফিক উদ দৌলা সাগর (কাউন্সিল ৯নং ওয়ার্ড), মো: মফিজুল ইসলাম, মো: আব্দুল গণি, আব্দুল ওহাব, মো: গোলাম রসুল, আব্দুল জলিল, মো: মারুফ হোসেন, মো: নাজমুল আহসান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি, শ্যামনগর : শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগরে ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে জয়নগর নিবাসী আব্দুর রশিদ ঢালী (৬৫) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জয়নগর ত্রি-মোহনা মোহনা জামে মসজিদের ইমাম হাফেজ মোস্তাফিজুর রহমান এর নানা আব্দুল হামিদ হুজুরের মেজো ভাই আব্দুর রশিদ ঢালী (৬৫) (৩০/৮/২০২৪) শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎপৃষ্টে ইন্তেকাল করিয়াছেন।

কাশিমাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন ঢালী জানান, ইঁদুরে ধানখেত নষ্ট করে ফেলে। তাই ইঁদুর নিধনে ধানখেতে চিকন খোলা তার বা ‘গুনা’য় বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করেন। শুক্রবার বিকালে বিশ স্প্রে করার জন্য নিজের জমিতে যান আব্দুর রশিদ।

এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই খোলা অবস্থায় থাকা গুনায় হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে মৃত্যু বরণ করে পড়েছিল। রাতে তার খোজ না পেয়ে জমিতে যেয়ে পরিবারের সদস্যরা দেখেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরে পড়ে ছিল।
এব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকাল ১০ টায় জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদরাসায় মরহুমের জানাযার নামাজ শেষে তাকে ঢালীবাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২৬ দিন পর সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার: আটক-২

নিজস্ব প্রতিনিধি :

২৬ দিন পর সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। এসময় লুট হওয়া অস্ত্র-গুলি রাখার অভিযোগে ২ যুবককে আটক করা হয়েছে। শনিবার দুপুরে শহরের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে পুতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার ও আসামী আটকের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, পৌরসভার সুলতানপুর এলাকার শেখ সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (২১) ও আব্দুল মজিদ গাজীর পুত্র ফরহাদ হোসেন (২৭)।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, ২টি ওয়ান শুট্যারগান, একটি বিদেশী পিস্তল, দুটো ম্যাগজিন ও ২৩ রাউন্ড গুলি

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার ফয়সাল তানভীর বলেন, ০৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরে সাতক্ষীরা সদর থানায় হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় পুলিশের কাছ থেকে অস্ত্র ও গুলি লুট করা হয়। পরবর্তীতে মাইকিং করে অস্ত্র ফেরত চাওয়া হলেও লুটকারীদের অনেকেই কর্ণপাত করেননি।

র‌্যাব কমান্ডার আরও জানান, শনিবার দুপুরে তাদের কাছে খবর আসে,সুলতানপুর এলাকায় লুট হওয়া ও অবৈধ অন্যান্য অস্ত্র মাটিতে পুতে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ফরহাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার রান্না ঘরের মধ্যে পুতে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি থানার এসআইদের হারিয়ে যাওয়া দুটো মোটরসাইকেলের চেসিস জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত আসামীদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব কমান্ডার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ১২ কোটি টাকার মাদকসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় মাদক ক্রিস্টাল মেথ আইস, এলএসডি ও বিদেশি মদসহ ইমন হোসেন (২৩) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

তিনি উপজেলার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

বৃহষ্পতিবার গভীর রাতে উপজেলার রাজপুর সীমান্ত এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাজপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় একটি ব্যাগসহ ইমনকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে ১২কোটি টাকা মূল্যের ২কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, শুক্রবার বিজিবির পক্ষ থেকে ইমনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দেওয়া হয়েছে। ইমনের বিরুদ্ধে এর আগেও কলারোয়া থানায় দুটি মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ব্যবসায়িকে তুলে এনে ডিবি পুলিশ হেফাজতে নির্যাতন: সাবেক এসপি কাজী মনিরুজ্জামানসহ ১৭ জনের নামে মামলা

প্রেস বিজ্ঞপ্তি :
২০ লাখ টাকা চাঁদার দাবিতে বাড়ি থেকে তুলে এনে ১৭ দিন গোয়েন্দা পুলিশ হেফাজতে রেখে ষাড়াশি দিয়ে পায়ের নখ তুলে হাত, পা ও চোখ বেঁধে, লাঠি ও গুলি করে হাতের কনুই ও কবজির হাড় ভেঙে দিয়ে ১৩ লাখ টাকা আদায় করার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহষ্পতিবার সাতক্ষীরা সদর উপজেলার মুগিডাঙা গ্রামের ওয়াজেদ আলী সরদারের ছেলে এরশাদ আলী ওরফে আলী হোসেন বাদি হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে সদর সার্কেলের তৎকালিন সহকারি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানসহ ১৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ জনের নামে এ মামলা দায়ের করেন। বিচারক নয়ন কুমার বড়াল মামলাটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার অন্যতম আসামীরা হলেন, সদর থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন, ডিবি পুলিশের তৎকালিন উপপরিদর্শক আবুল কাশেম, সহকারি উপপরিদর্শক কাজী এমরান, সদর থানার উপপরিদর্শক আবুল কালাম, সহকারি উপপরিদর্শক পাইক দেলোয়ার হোসেনসহ মৃগিডাঙা গ্রামের ১১জন।

মামলার বিবরনে জানা যায়, সদর উপজেলার মৃগিডাঙা গ্রামের ওয়াজেদ আলী সরদারের ছেলে এরশাদ আলী ওরফে আলী হোসেন একজন মুদি ব্যবসায়ি। তার মাছের ঘের ও রয়েছে। ২০১৩ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে পুলিশসহ সকল আসামীরা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ওই বছরের ১১ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে মিস্ত্রী দিয়ে কাজ করানোর সময় একই গ্রামের আলী হোসেন, নুরুল আমিন, মিজানুর রহমানসহ ১১ জন তার বাড়ি ঘিরে ফেলে। তখন স্থানীয় সকল আসামীদের সহযোগতায় পুলিশ তার দুই হাতে হ্যাÐকাপ লাগাইয়া ভ্যানে তুলে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে একটি অন্ধকার রুমে আটকে রাখে।

স্বজনরা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলে তারা কিছুই জানেন না বলে জানানো হয়। গোয়েন্দা পুলিশের হেফাজতে উপপরিদর্শক আবুল কাশেম ব্যবসায়ি এরশাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা চায়। আট দিন ধরে নির্যাতনের পর তার স্ত্রীর সঙ্গে দেখা করিয়ে টাকা আনার কথা বলতে বলে। ২৪ মার্চ রাত ৮টার দিকে উপপরিদর্শক আবুল কাশেম বাঁশের লাঠি দিয়ে নির্যাতনের একপর্যায়ে তার ডান হাতের কনুই এর হাড় ভেঙে গুড়ো করে দেয়। প্লাস দিয়ে তুলে নেওয়া হয় শাহাদাৎ আঙুলের নখ। এরপরও টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে ২৫ মার্চ ভোরে গোয়েন্দা পুলিশ হেফাজত থেকে তার দু’চোখ বেঁধে গাড়িতে তুলে একটি অজ্ঞাতস্থানে এনে পস্তিল দিয়ে গুলি করে তার ডান হাতের কব্জির হাড় ভেঙে দেওয়া হয়।

এরপর কয়েকজন আসামী তার স্ত্রীকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে এসে করুণ পরিণতি দেখায়। একপর্যায়ে জীবন বাঁচাতে ১৩ লাখ টাকা দিলে ২৮ জানুয়ারি সকাল ১১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর ২২ দিন এরশাদ আলী সাতক্ষীরা শহরের সংগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. ইকবাল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest