সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়তিতাস বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভাঝিনাইদহের জয়দিয়া বাওড়ের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধনশীতের ছুটিতে ঘুরে আসুন দেবহাটার রূপসী ম্যানগ্রোভ

channel_i_barcelonaদুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে শিরোপার দৌড় চলছে। এগিয়ে আছে রিয়াল মাদ্রিদই। তবে শীর্ষে ওঠার সুযোগ পেয়েছিল বার্সেলোনাও। লুইস এনরিকের দল সেটি হাতছাড়া করেছে মালাগার বিপক্ষে হেরে। শনিবার রাতে মালাগার মাঠ থেকে ২-০ গোলে হেরে ফিরেছে কাতালান ক্লাবটি।

মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর বিপক্ষে আগের ম্যাচে ড্র করে দুই পয়েন্ট হারিয়েছে রিয়াল। তাতে জিনেদিন জিদানের দলের হাসি মিইয়ে এসেছিল নিশ্চিত। পরের ম্যাচে বার্সা হেরে সেই হাসি কেবল ফিরিয়েই দিল না, বার্নাব্যুর দলটির মুখে এখন আরো চওড়া হাসি। তাদের শনিবারের সকালটা হয়েছিল দুই পয়েন্ট এগিয়ে থাকার মধ্য দিয়ে। এখন রাত হচ্ছে বার্সার থেকে তিন পয়েন্ট এগিয়ে থাকার হিসাবে। তার ওপর কাতালানদের থেকে এক ম্যাচ কম খেলেছে লস ব্লাঙ্কোসরা। আবার মৌসুমের দ্বিতীয় এল ক্ল্যাসিকোও বাকি।

বার্সাকে পেলে অন্যরকম হয়ে যায় মালাগা। শক্তির বিচারে যোজন ব্যবধানে এগিয়ে থাকা বার্সাকে লিগের প্রথম পর্বে ন্যু ক্যাম্পে গোলশূন্য ড্র করতে বাধ্য করেছিল দলটি। দুদলের মুখোমুখি লড়াইয়ের গত কয়েক ম্যাচের ফলেও আছে সেটার প্রভাব। এনরিকে ২০১৫ সালে কাতালান ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর থেকে ছয়বারের দেখায় মালাগার বিপক্ষে জিততে পারলেন মাত্র দুটি ম্যাচে।

চলতি লিগে এখন পর্যন্ত ৩১ রাউন্ড খেলেছে বার্সা। যার মাত্র দুটি ম্যাচেই প্রতিপক্ষের জাল খুঁজে নিতে ব্যর্থ মেসি-নেইমাররা। দুটিই আবার মালাগার বিপক্ষে। তার ওপর শেষ তিনটি অ্যাওয়ে ম্যাচের দুটিতেই হারল এনরিকের শিষ্যরা। গত মাসে দেপোর্তিভো লা করুনার মাঠ থেকে ২-১ গোলে হারার তিক্ত স্বাদ নিয়ে ফিরেছিল।

লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে রক্ষণাত্মক কৌশল নিয়ে নেমেছিল মালাগা। ম্যাচের ১৬ মিনিটে মাঝমাঠ থেকে জর্ডি আলবার বাড়ানো বলটি যদি বক্সে ঠিকঠাক নিয়ন্ত্রণে নিয়ে জাল খুঁজে নিতে পারতেন সুয়ারেজ, তাতে হিসাব অন্যরকমই হতে পারত। সেটি হয়নি স্বাগতিক গোলরক্ষক কামেনি দেয়াল হয়ে দাঁড়ানোয়।

দুজনকে কাটিয়ে মেসি ম্যাচের ৩০ মিনিটের সময় যে আক্রমণটি শানিয়েছিলেন, আন্দ্রে গোমেজ তাতে শেষ আঁচড় দিতে পারলেও এগিয়ে যেত অতিথিরা। সেটি তো হয়ইনি, উল্টো পাল্টা আক্রমণে ৩২ মিনিটে এগিয়ে যায় মালাগাই। হুয়ান কার্লোসের বাড়ানো বলে জাল খুঁজে নেন বার্সারই সাবেক প্রোডাক্ট সান্দ্রো।

মধ্যবিরতির পরপরই রক্ষণাত্মক মালাগার আরেকটি পাল্টা আক্রমণে মিডফিল্ডার হুয়ানপি জালে শট নিতে পারলে বিপদ বাড়ত অতিথিদের। অবশ্য ৬৬ মিনিটে গোলের থেকেও বড় ধাক্কা খায় বার্সা। এসময় ডিয়েগো লরেন্তেকে অকারণে বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়তে বাধ্য হন দুর্দান্ত ফর্মে থাকা নেইমার।

সেই ধাক্কা সামলে নিতে পারেনি বার্সা। তার ওপর ৭৮ মিনিটে সার্জিও রবের্তো ফাউলের শিকার হলেও নিশ্চিত একটি পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। বার্সা তারপরের সময়টুকু আরো মরিয়া হয়ে খেলেছে। ম্যাচের ৮৯ মিনিটে সুয়ারেজের আরেকটি প্রচেষ্টায় দেয়াল হয়ে দাঁড়ান সেই গোলরক্ষক কামেনি। তবে যোগ করা সময়ে জোনাথন রদ্রিগেজ আরেকবার জালে বল জড়ালে বার্সেলোনার কফিনে শেষ পেরেকটি ঠুকে যায়।

এই হারে বার্সেলোনা ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল। অ্যাটলেটিকোর সঙ্গে ড্র করে ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রিয়াল। আর ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

hasina-mamata‘উত্তরবঙ্গে তোর্সা, জলঢাকাসহ চারটি নদী আছে। সেখানে পানি আছে। ফলে তিস্তার বিকল্প হিসেবে এই চারটি নদীর পানি ব্যবহার করা যেতে পারে।’ রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বহুল আলোচিত তিস্তা নদীর পানিবন্টন বিষয়ে এমন সমাধান দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার সন্ধ্যায় এই বৈঠক শেষে তৃণমূল নেতা মুকুল রায়ের বাড়ির লনে এ ব্যাপারে সাংবাদিকদের জানান মমতা। তিনি বলেন, তিস্তার সমস্যা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বুঝিয়ে বলেছি। তিস্তায় কোনো পানি নেই। পানির অভাবে এনটিপিসির বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। সেচের জন্য পানি পেতে সমস্যা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতা সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বলেন, কলকাতায় বঙ্গবন্ধুর নামে ভবন হতে পারে। বিশ্ববিদ্যালয়ের চেয়ার হতে পারে। তাঁদের আলোচনায় দুই বাংলায় দুই দিন পয়লা বৈশাখ উদ্‌যাপনের বিষয়টি উঠে আসে।

দিল্লি পৌঁছনোর পর শেখ হাসিনা জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে আগ্রহী তিনি। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, শনিবার রাতেই মমতার সঙ্গে কথা বলবেন। একান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথায় তিস্তা পানিবন্টন চুক্তি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এ দিন সারা দিন ধরেই ভারত, বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির ছিলেন। তখনও এই নিয়ে বেশ কিছু কথা হয়েছে বলে জানা যায়।

শনিবার বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর পর্যায়ের শীর্ষ বৈঠকের পর তাদের উপস্থিতিতে প্রতিরক্ষা, ঋণ, মহাকাশ, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতের মোট ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুপুরে ভারতের নয়া দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শীর্ষ বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের (৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল) সরকারি সফরে নয়াদিল্লী পৌঁছান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দু’দেশের বন্ধুত্বকে নতুন মাত্রা দেয়ার প্রত্যাশায় এ সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

pm2-1প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের তৃতীয় দিনে রোববার আজমীর শরীফ যাবেন। তিনি সেখানে দরগাহ শরীফ জিয়ারত করবেন।

রোববার বিকেলে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করবেন। পরে তিনি রাষ্ট্রপতির দেয়া এক নৈশভোজে অংশ নেবেন।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।

শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের (৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল) সরকারি সফরে নয়াদিল্লী গেছের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দু’দেশের বন্ধুত্বকে নতুন মাত্রা দেয়ার প্রত্যাশায় এ সফরে গেছেন শেখ হাসিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

001কলারোয়া ডেস্ক : কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউপি’র রায়টা বাজার টু কলাটুপি বাজার সড়ক (কালীবাড়ি মোড়) কলাটুপি নতুন বাজার ভায়া রায়টা বাজার সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে কুশোডাঙ্গা কালীবাড়ি হাইস্কুল মোড়ে এক আলোচনা সভায় মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এড মোস্তফা লুৎফুল্লাহ এমপি রাস্তার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই জামায়াত বিএনপি’র দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। রাস্তা ঘাটসহ দেশর উন্নয়নের ছোড়া দেখে তারা পাগল হয়ে গেছে। এজন্য তারা দেশকে  অরাজকতার দিকে ঠেলে দিতে চাই। জঙ্গিবাদকে সৃষ্টি করে নিরিহ মানুষকে হত্যার মত জঘন্য কাজে লিপ্ত থাকেন। দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি জামায়াত জোট জঙ্গি বাহিনীকে মদদ দিচ্ছেন। তাই জঙ্গিবাদ রোধে সামাজিক আন্দোলন জোরদার করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এবং আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যহত রাখার আহবান জানান। কুশোডাঙ্গা ইউপি আওয়ামীলীগের সভাপতি শ্রী রাম প্রসাদ দত্তর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, কয়লা ইউপি চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ ইমরান হোসেন, যুগিখালি ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান রবিউল হাসান, কুশোডাঙ্গা ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান আসলামুল আলম খান আসলাম, সাবেক প্রকৌশলী আবেদুুর রহমান, উপজেলা  যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান মুন্না, ইউপি সদস্য মফিজ উদ্দিন, ইউপি সদস্য অনান্ত, মহিলা ইউপি সদস্য শেখ হাসিনা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইলিয়াস হোসাইন, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, হাফিজুর রহমান, ইউপি ছাত্রলীগ নেতা মিঠুন রাজ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সভাপতি ও কুশোডাঙ্গা ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হোসেন খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যুদ্ধাপরাধী পরিবারের প্রতি গভীর প্রেম! সাময়িক বরখাস্ত হয়েও পূর্ণাঙ্গ বেতন পাচ্ছেন খালেক মন্ডল পুত্র !

121212আমির হোসেন খান চৌধুরী: সাতক্ষীরা জেলা জামাতের আমির সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মন্ডল। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলছে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের দায়ে। তার দ্বিতীয় পুত্র শামীম হাসান সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের ইসলামের ইতহাসের প্রভাষক। এই শামীম বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত। বিধি অনুযায়ী তার প্রতিমাসে বেতনের অর্ধেক অর্থ পাওয়ার কথা থাকলেও সর্বশেষ উত্তোলিত মাস পর্যন্ত তাকে পূর্ণাঙ্গ বেতন-ভাতা দিয়ে আসছে কলেজ কর্তৃপক্ষ। তার কাছ থেকে বিপুল পরিমাণ আর্থিক সুবিধা নিয়েই যে সরকারের অবস্থান, প্রচলিত আইন, সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাস ঘাতকতা করা হয়েছেÑ তা বুঝতে কারও বাকি থাকার কথা নয়।
উল্লেখ্য, কলেজটির পরিচালনা পরিষদের সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তিনি একজন মুক্তিযোদ্ধা এবং সাতক্ষীরা জেলা আ.লীগের সহ-সভাপতি। আমাদের হাতে আসা ভালুকা চাঁদপুর কলেজের ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের মান্থলি পে অর্ডার(কলেজ কর্তৃক ব্যাংকে পাঠানো)-এর অনুলিপিতে দেখা যাচ্ছে- ১২ নং সিরিয়ালের ৪২৪৯৩৩ নং ইনডেস্কধারী সহকারী অধ্যাপক এস এম সহিদুর রহমানকে তার বেতন, ঘরভাড়া ও চিকিৎসা ভাতা বাবদ প্রাপ্য ৩৭০০০ টাকার বিপরীতে ওয়েল ফেয়ার ও অবসর কর্তনের পর ৩৪,৮৭০টাকা, ২৫নং সিরিয়ালের ৩০০০১৯০ ইনডেস্কধারী প্রভাষক শামীম হাসান(যুদ্ধাপরাধী খালেক মন্ডলের পুত্র)-কে তার বেতন, ঘরভাড়া ও চিকিৎসা ভাতা বাবদ প্রাপ্য ৩০,৫০০টাকার বিপরীতে ওয়েল ফেয়ার ও অবসর কর্তনের পর ২৮৭৬০টাকা এবং ৩২ নং সিরিয়ালের ৪২৭৩৮৩ নং ইনডেস্কধারী সহকারী লাইব্রেরিয়ান এস এম মহিবুল্লাহকে তার বেতন, ঘরভাড়া ও চিকিৎসা ভাতা বাবদ প্রাপ্য ২৩৫০০টাকার বিপরীতে ওয়েল ফেয়ার ও অবসর কর্তনের পর ২২১৮০ টাকা বিল করে ব্যাংকে পাঠানো হয়েছে। দুই পৃষ্ঠার ওই বিলের প্রতি পৃষ্ঠায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজন কুমার মিত্রের সিল ও স্বাক্ষর রয়েছে। ইতিপূর্বে কলেজ পরিচালনা পরিষদের সভায় সিদ্ধান্তই রয়েছে তাদেরকে শুধুমাত্র খোরাকি ভাতা বাবদ বেতনের অংশ প্রদানের। জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় নিয়মিত আলোচনান্তে সিদ্ধান্ত হয় নাশকতাসহ বিভিন্ন মামলা যেসকল শিক্ষকের বিরুদ্ধে আছে তাদেরকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করার  জন্য।
এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর কলেজ প্রশাসন তড়িঘড়ি খালেক মন্ডল পুত্রকে এত দিনে উত্তোলিত অর্থের অর্ধেক কলেজ ফান্ডে জমা দেয়ার জন্য মৌখিকভাবে নির্দেশ দেয়। প্রভাষক শামীম হাসান একই দিনে গত বুধবার প্রায় ৪৪২৫০৫টাকা কলেজের কোন একটি হিসাবে জমা দিয়েছে বলে জানিয়েছেন কলেজে সদ্য যোগদানকারী অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি। এখনও কলেজের সব কাগজপত্র বুঝে না পাওয়ায় শামীম হাসান কত মাসের অতিরিক্ত অর্থ জমা দিয়েছেন তা বলতে পারছেন না বলে জানান।
অন্যদিকে, শামীম হাসানকে কিভাবে তিনি পূর্ণাঙ্গ বেতন তুলছেন জানতে চাইলে তিনি বলেন, “কলেজ পরিচালনা পরিষদ যেভাবে বলেছে আমি তেমনটিই করেছি। এর বাইরে আমার কিছু বলার নেই।”
চাঁদপুর কলেজের সদ্য অবসরপ্রাপ্ত এবং ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা জামাত নেতা মুরাদুল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কলেজ সংক্রান্ত কোন প্রশ্নের উত্তর দেবেন না বলে জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
অন্যদিকে ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত চাঁদপুর কলেজে অধ্যক্ষ হিসেবে বিজন কুমার মিত্রের নিকট শামীম হাসানসহ কলেজের আরও একজন শিক্ষক ও সহকারী লাইব্রেরিয়ান নাশকতা মামলায় আটক হওয়ার কারণে সাময়িকভাবে বহিস্কার হলেও কিভাবে পূর্ণাঙ্গ বেতন তুলছেন জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তিনি খেয়াল করেননি।
উল্লেখ্য, সাতক্ষীরা থানার নাশকতার মামলা নং-৭৮, তাং ২৭/০৮/২০১৩ এর আসামি হয়ে জেল হাজতে আটক থাকায় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২৮ অগাস্ট ২০১৩ সাল থেকে কলেজ পরিচালনা পরিষদের সভায় তাকে খোরাকি ভাতা প্রদান সাপেক্ষে সাময়িক বহিস্কার করা হয়। ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর কলেজ পরিচালনা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
একইভাবে ওই কলেজের সহকারী লাইব্রেরিয়ান এস এম মহিবুল্লাহকে আশাশুনি থানার নাশকতা মামলা নং-০২, তাং-০৫/১২/২০১৩ নিষ্পত্তি না হওয়া পর্যন্তÍ খোরাকি ভাতা প্রদান সাপেক্ষে সাময়িক বরখাস্ত করে কলেক পরিচালনা পরিষদ। পরিচালনা পরিষদের এই সভাটি অনুষ্ঠিত হয় ৭মার্চ ২০১৬ তারিখে। একই সভায় কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এসএম সহিদুর রহমানকেও সাতক্ষীরা সদর থানার একটি বিস্ফোরক মামলা যার নং-২৩, তাং-১৯/১১/২০১৫ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খোরাকি ভাতা প্রদান সাপেক্ষে সাময়িক বহিস্কার করা হয়।
মজার ব্যাপার হচ্ছে, এই তিন সাময়িকভাবে বহিস্কার হওয়া নাশকতা মামলায় আটক হয়ে জেলখাটা আসামিরা যথারীতি পূর্ণাঙ্গ বেতন পেয়ে এসেছেন মাসের পর মাস। এদের মধ্যে যুদ্ধাপরাধী খালেক মন্ডলের পুত্র শামীম হাসান এই বেতন পেয়ে আসছেন বছরের পর বছর!
একদিকে, বর্তমান সরকার যখন দৃঢ়তার সাথে যুদ্ধাপরাধীদের বিচার করছে, সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী ও নাশকতাকারীদের বিরুদ্ধে ইষ্পাত কঠিন দৃঢ় অবস্থান নিয়েছেন তখনই তার দলের একটি অংশ সাতক্ষীরাতে এভাবে কখনও গোপনে কখনও প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের পরিবার, তাদের প্রতিষ্ঠান, এমনকি যুদ্ধাপরাধীদের কাউকে কাউকে বিশেষভাবে পুরস্কৃত করছেন! এঘটনায় রীতিমত বিস্মিত সবাই। সচেতন মহল মনে করে বিপুল অংকের আর্থিক সুবিধা নিয়ে এভাবে যুদ্ধাপরাধীদের সন্তান ও নাশকতাকারীদের পক্ষে সরকারের যে বা যারা গোপনে কাজ করে যাচ্ছেন তাদেরকে চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

04কে এম রেজাউল করিম : দেবহাটায় নতুন জাতের ফল ড্রাগন চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন উপজেলার চকমোহাম্মাদালীপুর গ্রামের সৈয়দ রিয়াসাদ আলীর পুত্র আকবর আলী। মাত্র ১ বিঘা জমিতে ড্রাগন চাষে তার খরচ হচ্ছে ১ লক্ষ টাকা। তার বাগান থেকে ড্রাগন ফল বিক্রি করে ব্যাপক টাকা লাভের আশা করছেন তিনি। এচাষে চারা লাগানোর পর শুধু জৈব সার ব্যবহার করে অনেকটা বিনা খরচে ফলন পাবেন মনে করছেন তিনি। তার এ চাষ এলাকায় ব্যাপক সাড়া ফেলার পাশাপাশি ভাগ্য বদল হতে শুরু করার কথা শুনে অনেকই ড্রাগন চাষে অগ্রহী হয়েছেন। প্রতিনিয়ত অসংখ্য মানুষ আসেন তার ড্রাগন বাগান দেখতে। সৈয়দ আকবর আলী জানান, আগে তিনি ধান, পাট, সরিষা, মুসুরের মতো গতানুগতিক চাষাবাদ করতেন। কিন্তু তাতে তেমন লাভ হতো না। এক পর্যায়ে পেঁপে-পেয়ারা চাষ শুরু করেন। তাতেও খরচের তুলনায় লাভ কম। তারপর পোকামাকড় ও রোগ বালাইয়ের কারণে এসব ফসল চাষ নিয়ে যখন বিপাকে ছিলেন সেই সময়ে কুমিল্লা অঞ্চলের ভালুকা থেকে ড্রাগন ফলের চারা সংগ্রহ করেন তিনি। বিভিন্ন কৃষিবীদদের পরামর্শ ও সহযোগিতায় ১বিঘা জমি নির্বাচন করে ড্রাগন বাগান গড়ার পরিকল্পনা করেন। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালে ১শত টাকা মূল্যে শতাধিক ড্রাগন চারা এবং সিমেন্টের পিলার নিয়ে বাগান তৈরি করেন। ক্ষেত তৈরি, গাছ লাগানো ও পরিচর্যা করতে তার মাত্র ৬৫ হাজার টাকা খরচ হয়। আগামী বছর থেকেই গাছে ড্রাগন ফল অসতে শুরু করবে আশাকরেন তিনি। বর্তমান বিভিন্ন স্থান থেকে ঢাকার বেপারীরা বাগান থেকে ৪০০ টাকা কেজি দরে ফল কিনে নিয়ে যাচ্ছেন। স্থানীয় বাজারেও ড্রাগন ফলের বেশি চাহিদা সৃষ্টি না হলেও বাইরে এর ব্যপক চাহিদা রয়েছে। ফল পাওয়ার পর্যন্ত সর্বমোট ১ লক্ষাধক টাকা খরচ হবে জানান। তিনি আরো জানান, নতুন ফলে লাভ বেশি হওয়ার কথা শুনে অনেকে আসেন তার বাগান দেখতে। দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন বলেন, মেক্সিকান এ ফল বর্তমানে এশিয়ার চায়না, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা ব্যাপক চাষ হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া ড্রাগন ফল চাষ উপযোগি। প্রচ- খরায় সেচ ও জৈব সার দেয়া ছাড়া ড্রাগন চাষে কোনো বাড়তি খরচ নেই। রোগবালাই মুক্ত ড্রাগন গাছ একবার লাগালে শুধু পরিচর্যা করলে ৩০ থেকে ৪০ বছর একনাগাড়ে ফল দেয়। এ ফল চাষ অত্যন্ত লাভজনক। ড্রাগন ফল মিষ্টি ও হালকা টক জাতীয় স্বাদের হয়ে থাকে। এ ফলে নানা পুষ্টিগুণ রয়েছে। বিশেষ করে এ ফল ডায়াবেটিস, উচ্চ রক্ত চাপ, কোলেস্টেরল ও শরীরের চর্বি কমায়। যে কারণে বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

003নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরাতে অনেক উন্নয়ন হলেও এখনো অনেক কিছুই অসম্পূর্ণ রয়েছে। আর তাই সার্বিক উন্নয়নে সকলকে মিলে মিশে কাজ করার আহবান জানালেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, প্রখ্যাত শল্য চিকিৎসক ডাঃ আ. ফ. ম রুহুল হক এমপি। শনিবার দুপুরে সাতক্ষীরার উন্নয়ন সম্ভাবনা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
সাতক্ষীরায় মেডিকেল কলেজ স্থাপন, ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপায়ন, বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরু, ১০ টাকা কেজি দরে চাউল বিতরণ, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মাানী ভাতা বৃদ্ধিসহ সরকারের নানাবিধ উন্নয়ন কাজের সফলতা উল্লেখ করে প্রধান অতিথি আরো বলেন, সাতক্ষীরাতে অনেক উন্নয়ন হলেও এখনো অনেক কিছুই অসম্পূর্ণ রয়েছে। ভোমরা স্থল বন্দরের অবকাঠামো উন্নয়ন, সাতক্ষীরা প্রাণ সায়ের খাল পুনরুজ্জীবিতকরণ, শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে আধুনিকায়ন, পৌর দিঘির চারপাশে আলোকিত করার ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা করা, সড়ক ব্যবস্থার উন্নয়ন করাসহ বিভিন্ন অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে হলে সাংবাদিক, রাজনীতিবিদসহ সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সারা দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। দেশের মানুষ এখন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সাফল্যের এ ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে সাবেক স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সরকারের উন্নয়ন কর্মকান্ডকে জাতি তথা বিশ্বের কাছে তুলে ধরতে হবে। সরকারকে কাজ করার অনুপ্রেরণা যোগাতে হবে।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় যে অনিয়ম-দুর্নীতি ঢুকে পড়েছে তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রকৃত শিক্ষায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে তুলতে হবে। শিক্ষকদের হতে হবে আদর্শ শিক্ষক।
প্রেসকাব সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল বারির সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য স. ম. জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, প্রেসকাবের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ, সাবেক সভাপতি আনিসুর রহিম, মমতাজ আহমেদ বাপি, মিজানুর রহমান, এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, মোজাফফর রহমান, গোলাম সরোয়ার, দিলীপ কুমার দেব ও আব্দুল জলিল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক এমপি ডা. মোখলেছুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধরণ সম্পাদক শাহাজান আলী, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টু, দেবহাটার সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

002নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলার দক্ষিণ বহুড়া গ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কেরালকাতা ইউপির প্রাক্তন চেয়ারম্যান আমজাদ হোসেন স্মৃতি সংসদ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফ্ফারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব আব্দুল হামিদ সরদার, মুুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আঞ্চলিক যুদ্ধপরাধী নির্মূল কমিটি কেন্দ্রীয় পরিষদের আহবায়ক কামরুজ্জামান সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
কলারোয়া সরকারি কলেজের সাবেক প্রো-ভিপি মাস্টার হাসান শাহরিয়ার সুমনের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান মুন্না, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইলিয়াস হোসাইন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, ওসমান গনি, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আয়ুব দফাদার, মফিজ উদ্দিন নান্টু, যুবলীগ নেতা আমিরুল ইসলাম পলাশ, শামিম হোসেন, আমজাদ হোসেন স্মৃতি সংসদের সভাপতি মেহেদী হাসান মুক্তি, ছাত্রলীগ নেতা রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- এই গ্রাম আমার মাটি, এই গ্রামে আমার জন্ম। এই গ্রামের সুনাম কেউ নষ্ট করলে আমি বরদাস্ত করবো না।
তিনি বলেন- আমাদের সন্তানদেরকে মাদক সেবন থেকে দূরে রাখতে হবে। ছেলে মেয়েদের সাথে সময় দিতে হবে যেন তারা বিপথে চলে না যায়। সবাই মিলে একটি সুখি, সমৃদ্ধি ইউনিয়ন গড়ে তুলি। যেখানে থাকবেনা কোন সন্ত্রাস আর মাদকের ভয়াবহ ছোবল। আলোচনা সভা শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest