সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার পৌর এলাকায় শনিবার সকাল ৫টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবেতারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক সাতনদী সম্পাদক হাবিব কারাগারেমুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনাসভাসাংবাদিক টিপুকে কারাদ্বন্ডাদেশ দেওয়া ইউএনও শেখ রাসেল রংপুর বিভাগে বদলীদেবহাটায় বাবার সঙ্গে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যুবেগম খালেদা জিয়ার দেশে ফেরায় সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শুভেচ্ছাপ্রযুক্তির সহায়তায় নারী ক্ষমতায়নে ফ্রিল্যান্সর প্রশিক্ষন শেষে ল্যাপটপ বিতরণদেবহাটার রুপসী ম্যানগ্রোভ পরিদর্শনে হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হকবুধবার কপিলমুনিতে তাফসীরুল, কোরআন মাহফিল ঘিরে সাজসাজ রব

কৃষ্ণনগর প্রতিনিধি: ফুরফুরা শরিফের পীর সাহেব হুজুর কেবলার শুভ আগমনে কৃষ্ণনগর কিষাণ মজদুর ইউনাইটেড অ্যাকাডেমী হাইস্কুল ময়দানে ১৯ জানুয়ারি ২০১৭ রোজ বৃহস্পতিবার তা’লিমে জিকির ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হইবে। ওয়াজ মাহফিলে বক্তব্য রাখবেন ফুরফুরা শরীফের আলা হযরত মেজলা হুজুর কেবলা(রহ:) সুযোগ্য পৌত্র জমিয়াতে ওলামা আসাম ও বাংলার সেক্রেটারী পীর জাদা আলহাজ্ব মাও: মুফতি ইমরান উদ্দীন সিদ্দিকী আল কুরাইশী সাহেব ও আলা হযরত সাইফুদ্দীন সিদ্দিকী সাহেব কেবলার সুযোগ্য জামাতা শাহসুফি আলহাজ্ব হযরত মাও: মুফতি আজমাতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশী সাহেব। এছাড়া সিলসিলায়ে ভক্ত ওলামায়ে কেরামগন ওয়াজ করিবেন। উক্ত মাহফিলে ধর্মপ্রান মুসলমানদের উপস্থিত থাকার জন্য আহবান করা গেল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সকাল থেকে সন্ত্রাসীরা আমার নিজ নামীয় সম্পত্তিতে প্রবেশ করে ঘরে আগুন জ্বালিয়ে দেয়। এরপর আমার বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর করে ঘরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা পায়সা নিয়ে যায়। আমি সদর থানা পুলিশকে অবহিত করেও কোন সহায়তা পাইনি। যে কারণে আমার তিল তিল করে গড়া বাড়িঘর জ্বালিয়ে দেয় সাজুর সন্ত্রাসী বাহিনী। আর পুলিশ যখন ঘটনাস্থলে পৌছালো তখন সব শেষ হয়ে গেল। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে এসব কথা বলেন বাঁকাল দৌলতপুর গ্রামের মোঃ সাদের মোড়লের ছেলে কওসার আলী। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ১৯৯৮ সালের দিকে বাঁকাল এলাকার সন্তোষ কাজির কাছ থেকে ১০ শতক জমি আমার নামে ও আমার স্ত্রী মনোয়ারা খাতুনের নামে ক্রয় করে ওই জমিতে ঘরবাড়ি তৈরি করে শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন বসবাস করে আসছি। কিন্তু গত ২০১৪ সালের বাঁকাল এলাকার সালাম শেখের পুত্র চিহ্নিত দখল ও মামলাবাজ সাজু শেখ আমার ক্রয়কৃত সম্পত্তি তার বলে দাবি করে সাতক্ষীরা আদালতে এ পর্যন্ত ৮টি মামলা দায়ের করে। কিন্তু সকল কাগজপত্র আমার পক্ষে থাকায় আদালত প্রতিটি মামলার রায় আমার পক্ষে দেন। এছাড়া গত ২৯/১২২/১৬ তারিখে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তদন্ত পূর্বক ওই জমি ভোগ দখল করার নির্দেশ দেন। কিন্তু ১৬ /১/১৭ তারিখ সোমবার সকালে সাজু ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আমার ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। এছাড়া আমার বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর শুরু করে। এঘটনায় আমি সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করি। তিনি আমাকে থানায় অভিযোগ জমা দিতে বলেন। সে মোতাবেক অভিযোগ জমা দিয়ে কোন কাজ হয়নি। সাজুর সন্ত্রাসীরা তাদের ভাংচুর কাজ চালিয়ে যেতে থাকে। আমি মোবাইল ফোনে ওসি সাহেব কে বার বার অনুরোধ করলেও তিনি ঘটনাস্থলে কোন পুলিশ পাঠাননি। ভাংচুরের শেষের দিকে ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা আরো উল্লাস করে তাদে ভাংচুর কার্যক্রম চালিয়ে যেতে থাকে। এসময় তারা আমার বৃদ্ধা মা ও শিশু সন্তানদেরও মারপিট করে। আমি নিরিহ মানুষ। সকালে সাথে সাথে যদি পুলিশ ঘটনাস্থলে যেতেন তাহলে আমার অতিকষ্টের বাড়িঘর আগুনে জ্বালাতে পারতো এবং আমার বাড়িঘর ভাংচুর করতে পারতো না। আমি আমার নামীয় সম্পত্তি ওই দখলবাজদের থেকে উদ্ধার করতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dsc07557-large
নিজস্ব প্রতিবেদক: জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে সংবর্ধা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে জেলা পরিষদ চত্বরে এ সংবর্ধা প্রদান করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ মিসেস রিফাত আমিন, তালা-কলারোয়া সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোখলেছুর রহমান, এড. এস এম হায়দার, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী,  আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, তালা উপজেলা চেয়ারম্যান সনৎ কুমার ঘোষ, বিটিভির জেলা প্রতিনিধি ও তালা উপজেলা খলিশখালী ইউপি চেয়ারম্যান মোজাফফার রহমানসহ জেলা আওয়ামীলীগের, সদর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। দায়িত্বভার গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, সাতক্ষীরা জেলা পরিষদ একটি অন্যতম জেলা পরিষদ হিসাবে সমগ্র বাংলাদেশে পরিচিতি লাভ করেছে। জেলা পরিষদ সমগ্র সাতক্ষীরা জেলাবাসীর পরিষদ। আমি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আপনাদের কল্যাণে। আমি আজ থেকে চেয়ারম্যান হিসাবে চেয়ারে বসবো। আমি মানুষ হিসাবে চলতি পথে ভূল করতে পারি। আপনারা আমাকে যেভাবে ভোট দিয়ে সহযোগীতা করেছেন সেভাবে আমাকে নিজের লোক মনে করে সঠিক পথে ফিরিয়ে আনবেন। আপনাদের সকলের সহযোগীতা আমার চলার পথকে আরোও সচল করবে। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন স্বজনপ্রীতি, দূর্নীতি সকল ভেদাভেদ ভুলে শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটাল করার ঘোষণা দিয়েছিলেন। এখন সেটি বাস্তবে রুপান্তিরিত হয়েছে। বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসাবে গড়ে তোলার ঘোষণা করেছিলেন। আমার সেই ২১ সালের আগেই নিন্ম মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছি। এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সমুদ্ধশালী দেশ হিসাবে পরিনত হবে। জেলা পরিষদে যে বাজেট আসবে তা পারস্পারিক আলোচনার মাধ্যমে জনগনের কাজে লাগে সেভাবে বাজেট ঘোষণা করা হবে। তিনি আরো বলেন, আমি আপনাদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। আপনাদের পূর্ণ সহযোগিতা পেলে সাতক্ষীরা জেলা পরিষদকে একটি দূর্নীতিমুক্ত জবাবদিহীতা মূলক জেলা পরিষদে রুপান্তরিত করা সম্ভব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ “বাল্য বিবাহ, মাদক ও জঙ্গীবাদকে না বলুন” এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় একতা যুব সংঘের আয়োজনে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের চত্ত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম আলী‘র সভাপতিত্ব এবং সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহীমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার অমল কুমার রায়, প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তারালী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হুদা কবির খোকন, সমাজ সেবক আলহাজ্ব আব্দুল গফুর। বাল্যবিয়ে, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাংবাদিক শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, জিল¬ুলর রহমান, আলাউদ্দিন বিশ্বাস, শফিকুল ইসলাম, কালিগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি শেখ তৌহিদুর রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী বরুণ কুমার ঘোষ, আশরাফুল বারী, একতা যুব সংঘের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম মিলনসহ সকল সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে বহিরাগত শিল্পীদের সমন্বয়ে গভীর রাত ব্যাপি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

sp-alfat-copy
প্রেস বিজ্ঞপ্তি :  “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” পদকে ভূষিত হলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন। ২০১৬ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এই পদকে ভূষিত করা হয়। গত ১৫/০১/২০১৭ খ্রিঃ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ শাখা-২ হতে এ সংক্রান্তে এক প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ২৩/০১/২০১৭ খ্রিঃ তারিখ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স, ঢাকায় অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহ ২০১৭ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সুপার, সাতক্ষীরা সহ সকল পদকপ্রাপ্তকে আনুষ্ঠানিকভাবে পদক পরিয়ে দেবেন। এবারের পুলিশ সপ্তাহে ২০১৬ সালে পুলিশ বাহিনীর সদস্যগণের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ২৬ জন পুলিশ সদস্যকে “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৪১ জন পুলিশ সদস্যকে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ ২৪ জন পুলিশ সদস্যকে “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা, ৪১ জন পুলিশ সদস্যকে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পদক প্রদান করা হচ্ছে। পিপিএম-সেবা পদকপ্রাপ্ত পুলিশ সুপার, সাতক্ষীরা সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

20170116_130653-large
শ্যামনগর প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা সারি ও স্বদেশের আয়োজনে শ্যামনগর সুনাম কমিটির সদস্যদের মধ্যে মানবাধিকার সুরক্ষিত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্টিত হয়। সোমবার সকল ১০ ঘটিকায় উপজেলা পাবলিক লাইব্রেরীতে ২৩ জন প্রশিক্ষণার্থীদের উপস্থিতিতে ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, এ সময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সুনাম কমিটির কোষাধ্যক্ষ ও বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক জোসনা দত্ত, শ্যামনগর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিশ্বনাথ নন্দী সাগর। বক্তারা তাদের বক্তব্যে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার আহবান জানান,সাথে সাথে সমাজ সেবায় অবদান রাখতে আহবান জানান। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সারির প্রকল্প সমন্বয়কারী রঞ্জন বকসি, সহযোগী হিসাবে ছিলেন এডভোকেসি অফিসার পলাশ দাস, প্রোগ্রাম অফিসার অলোক পাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ফিচার: বিয়ে হয়েছে তার মানে এই নয় যে, কোনো বিষয়ে সঙ্গীর সঙ্গে মতের অমিল হতে পারবে না। দুজন মানুষের ভালোলাগা-মন্দলাগা হুট করেই তো আর বদলে ফেলা যায় না। তাই সব জায়গাতেই যে দুজনের মতের মিল থাকতে হবে, এটা ভাবা ঠিক না। তবে এটাও ঠিক যে, মতের মিলের অভাবের কারণেই সম্পর্কের ওপর বেশ নেতিবাচক প্রভাব পড়ে। তাই আগে বুঝতে হবে কোন বিষয়গুলোতে অসম্মতি জানালে সম্পর্কের কোনো অবনতি হবে না। এ ক্ষেত্রে আইডিভা ওয়েবসাইটের এই তালিকা আপনাকে সাহায্য করবে। ১. হ্যাঁ, এটা ঠিক যে আপনারা যদি একই ধরনের বই পড়তে পছন্দ করেন, তাহলে এ বিষয়ে কথা বলে বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। তাই বলে সঙ্গীর পছন্দ, এ কারণে তার বাছাইকৃত বই আপনাকে বাধ্য হয়ে পড়তে হবে এমনটা ভাবা ঠিক না। আপনি আপনার ইচ্ছামতো পছন্দের লেখকের বই পড়ুন। এ বিষয়ে আপনার অসম্মতি খুবই স্বাভাবিক। ২. টিভিতে কোনো রিয়েলিটি শো বা সিনেমা বাধ্য হয়ে সঙ্গীর পছন্দের কারণে আপনাকেও দেখতে হবে, এমন কোনো কথা নেই। আপনার সেই অনুষ্ঠান ভালো নাও লাগতে পারে। এখানে অসম্মতি জানালে আপনাদের সম্পর্কের খুব একটা অবনতি হবে না। ৩. সঙ্গী যদি আপনার বন্ধুদের বদলে ফেলতে বলে, তাহলে অবশ্যই এ বিষয়ে আপনি অসম্মতি জানাবেন। কারণ, আপনার বন্ধুরা বহুদিন ধরে আপনার জীবনে রয়েছে। নতুন একজন মানুষের জন্য পুরোনো সবাইকে ভুলে যাবেন, এটা কি হয়? ৪. একজন আরেকজনের পরিবার সম্বন্ধে কী ধারণা রাখেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি সঙ্গীর পরিবারের মানুষকে সম্মান দেন, তাহলে সঙ্গীরও উচিত আপনার পরিবারের মানুষকে সম্মান করা। সে যদি আপনার পরিবারকে নিয়ে আপত্তিকর কোনো কথা বলে, তাহলে এ বিষয়ে অবশ্যই তার সঙ্গে অসম্মতি জানাবেন। ৫. অবসরে আপনি কী করবেন, এটা নিশ্চয়ই সঙ্গী ঠিক করে দেবে না। এ বিষয়ে সঙ্গী যদি কোনোরকম নিজের পছন্দ আপনার ওপর চাপিয়ে দিতে চায়, তাহলে অবশ্যই অসম্মতি জানাবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিনেদন ডেস্ক: আত্মজীবনীতে কাজল ও শাহরুখের সঙ্গে বন্ধুত্বে ফাটল কিংবা নিজের যৌনজীবন নিয়ে কথা বলতে বলিউডের পরিচালক করণ জোহর একবিন্দুও দ্বিধায় ভোগেননি। অপ্রকাশিত আত্মজীবনী বইতে তাঁর বর্তমানের বন্ধু কারিনা কাপুরের সঙ্গে ২০০২ সালে ঘটে যাওয়া এক ঘটনার কথাও উল্লেখ করেছেন অকপটে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই প্রকাশ করা হয়েছে। করণ জোহর তাঁর আত্মজীবনী ‘অ্যান আনস্যুটেবল বয়’-এ প্রকাশ করেছেন যে, কারিনা ও তিনি একে অন্যের সঙ্গে নয় মাসেরও বেশি সময় ধরে কথা বলেননি।  ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর এই পরিচালক তাঁর বইতে আরো লিখেছেন, ‘আমার প্রথম সমস্যা হয় কারিনার সঙ্গে। সে কাজ করার জন্য আমার কাছে অনেক বেশি টাকা চায় এবং এ কারণে সে সময় আমাদের মধ্যে একটু ঝামেলা হয়। কুনাল কোহলি পরিচালিত ‘মুঝসে দোস্তি কারোগি’ তখন সবেমাত্র মুক্তি পেয়েছিল। কারিনা তখন বলেছিল, আদিত্য চোপড়ার অ্যাসিস্ট্যান্ট কুনাল কোহলির কারণে ছবিটা ব্যবসায়িকভাবে সফল হয়নি। তাই করণ জোহরের অ্যাসিস্ট্যান্ট নিখিল আদভিসকেও বিশ্বাস করতে পারছি না।’৪৪ বছরের এই পরিচালক ঘটনাটি ব্যাখ্যা করে লেখেন, “‘মুঝসে দোস্তি কারোগি’ ছবিটি মুক্তির পর আমি কারিনাকে ‘কাল হো না হো’ ছবিতে কাজ করার জন্য বলেছিলাম এবং সে সময় শাহরুখকে যত টাকা দিই, ঠিক সেই পরিমাণ টাকাই সে চেয়েছিল। আমি তখন তাঁকে দুঃখিত বলেছিলাম।” কারিনার এই অতিরিক্ত অর্থ দাবির কারণে করণ জোহর খুবই কষ্ট পেয়েছিলেন। আর এ কারণেই তাঁরা কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। কেন করণ জোহর প্রীতি জিনতাকে ‘কাল হো না হো’ ছবিতে নিয়েছিলেন, সে প্রসঙ্গে তিনি লেখেন, ‘আমি খুবই কষ্ট পেয়েছিলাম। তখন আমি আলোচনার রুম থেকে বের হয়ে এসেছিলাম এবং কারিনাকে ফোন করেছিলাম। সে আমার ফোন ধরেনি। আমি বাবাকে বললাম, আমরা কারিনাকে নিচ্ছি না। আর ওর পরিবর্তে প্রীতি জিনতাকে নিয়েছি। কারিনা ও আমি প্রায় এক বছরের কাছাকাছি সময় কথা বলিনি। এই সময়টাতে আমাদের শুধু পার্টিতেই দেখা হতো। এটা খুবই বোকার মতো আচরণ ছিল। সে একটা বাচ্চা মেয়ে, সে আমার চেয়ে ১০ বছরেরও বেশি ছোট।’ করণ আরো লেখেন, “আমরা নভেম্বরে ‘কাল হো না হো’ মুক্তি দিয়েছিলাম। জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে আমরা শুটিং করেছিলাম এবং আমাকে গানের শুটিং করতে হয়েছিল, প্রোমো তৈরি করতে হয়েছিল এবং আরো অনেক কিছু। …তখন আমার বাবা নিউইয়র্কে চিকিৎসা করাচ্ছিলেন। ওই সময় কারিনা আমাকে ফোন করেছিল। তখন আগস্ট মাস। নয় মাস ধরে আমাদের মধ্যে কথা হয়নি। সে আমাকে ফোন দিয়ে বলল, আমি ইয়াশ আঙ্কেলের কথা শুনলাম। সে ফোনে খুবই আবেগাপ্লুত হয়ে পড়েছিল এবং বলল—আমি তোমাকে ভালোবাসি এবং আমি খুবই দুঃখিত যে আমি দূরে ছিলাম, চিন্তা করো না।’ বলিউডে সদ্য মা হওয়া এই অভিনেত্রী এবং এই পরিচালক একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন দর্শককে, যার মধ্যে ‘গোরি তেরে পেয়ার মেয়’, ‘বোম্বে টকিজ’, ‘উই আর ফ্যামিলি’, ‘এক ম্যায় অর এক তু’ ও ‘কুরবান’ উল্লেখযোগ্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest