সর্বশেষ সংবাদ-
নিখোঁজ স্বামীর সন্ধান পেতে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় স্ত্রী রুবিনাআশাশুনিতে কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণআশাশুনিতে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময়দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্রো প্রকল্পের নীতি সংলাপআশাশুনিতে ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা অনুমোদনকরণ কর্মশালাজলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় যুব উদ্যোক্তা তৈরিতে সাতক্ষীরায় অবহিতকরণ সভাসাতক্ষীরায় জেন্ডার বৈষম্যহীন ও অধিকারভিত্তিক য²া পরিসেবা প্রদানে সামাজিক অর্ন্তভূক্তির জন্য সেমিনারএ্যাডভোকেট সাইফুল হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনআমীরে জামায়াতের সাতক্ষীরায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

2529230c62bba9d8e370ce4b7eb68e8d-5821f22f988abঅনলাইন ডেস্ক: গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য ফ্লোরিডা, ওহাইয়ো এবং নর্থ ক্যারোলিনাতে হেরে যাওয়ার পর হিলারি শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে। হিলারি প্রতি প্রকাশ্যে সমর্থন ব্যক্ত করা প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে,  বিপাকে রয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী।

এবার সবার চোখ পেনসিলভ্যানিয়া (২০ ইলেক্টরাল ভোট), মিশিগান (১৬ ইলেক্টরাল ভোট) আর উইসকনসিনে (১০ ইলেক্টরাল ভোট)। গার্ডিয়ান এপির সরবরাহকৃত ফলাফল বিশ্লেষণ করে বলছে, এই গুরুত্বপূর্ণ তিন দোদুল্যমান অঙ্গরাজ্যের তিনটিতেই জিততে হবে হিলারিকে। নইলে ঘটে যেতে পারে ‘ট্রাম্প মিরাকল’। অবশ্য গার্ডিয়ানের বিশ্লেষণ অনুযায়ী উইসকনসিনে হারার পরও ট্রাম্পের সঙ্গে ২৬৯-২৬৯ ইলেক্টরাল ভোট হতে পারে।

প্রেসিডেন্ট হতে সেক্ষেত্রে হিলারিকে অবশ্যই নিউ হ্যাম্পশায়ারে জিততে হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেক্টোরাল কলেজ আনুষ্ঠানিক কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করে। কোন প্রার্থী কত বেশি ভোট পেলেন তার চেয়ে জরুরি হলো কে কতটা ইলেক্টোরাল ভোট পেলেন তা। ৫৩৮ জন ইলেক্টরের সমন্বয়ে ইলেক্টোরাল কলেজ গঠিত। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে এর মধ্যে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়। এক এক স্টেটে ইলেক্টরের সংখ্যা এক এক রকম। নির্বাচনের দিন মার্কিনিরা যখন ভোট দেন তখন তারা মূলত প্রার্থীদের ইলেক্টরদেরকে বাছাই করেন। দুটি ছাড়া বাকি ৪৮টি অঙ্গরাজ্যে ‘উইনার-টেক-অল’ সিস্টেম চালু রয়েছে। এর আওতায় জয়ী প্রার্থীকে ওই অঙ্গরাজ্যের সব ইলেক্টর দিয়ে দেওয়া হয়। তবে নেবরাস্কা ও মেইন অঙ্গরাজ্য দুটি এক্ষেত্রে আলাদা। এ দুটি অঙ্গরাজ্যের ক্ষেত্রে প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যানুপাতে ইলেক্টোরাল ভোট ভাগ করা হয়।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে এবং পশ্চিম উপকূলীয় অঞ্চলে সকাল ৭টা থেকে শুরু হয় ঐতিহাসিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ। বিভিন্ন অঙ্গরাজ্য ও ওভারসিজ ভোটারদের আগাম ভোট এবং ১শ ভোটারের কম জনসংখ্যার ৩টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হওয়ার পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সব অঙ্গরাজ্যে এ ভোট অনুষ্ঠিত হয়। এদিন ১০০ আসনবিশিষ্ট সিনেট ও ৪৩৫ আসনবিশিষ্ট হাউজ অব রিপ্রেজেন্টিটিভেরও ভোটগ্রহণ হয়েছে। হাউজ অব রিপ্রেজেন্টিটিভে রিপাবলিকানরা আবারও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1478666336অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে চলছে ভোটজ্বর। হাড্ডাহাড্ডি লড়াই চলছে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। হোয়াইট হাউসে কে যাচ্ছেন, তা নিয়ে দুই দলের নেতা-সমর্থকদের মধ্যেও চলছে তুমুল উত্তেজনা।

আর এ উত্তেজনার বাইরে নেই মার্কিন তারকাও। অনেকে আবার ট্রাম্প জয়ী হলে তাঁদের অবস্থা নিয়েও বেশ শঙ্কা প্রকাশ করেছেন।

ভোটযুদ্ধ শুরু হওয়ার পর এসব মার্কিন তারকা ট্রাম্পের বিরুদ্ধে ছিলেন। এমনকি ট্রাম্প প্রেসিডেন্ট হলে তাঁদের অনেকেই দেশ ছাড়বেন বলে জানিয়েছিলেন। কেউ কেউ তো স্রেফ জানিয়ে দিয়েছিলেন, ট্রাম্প জিতলে মহাশূন্যেই পাড়ি দেবেন তাঁরা।

তারকা গায়ক শের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তাঁর শঙ্কার কথা তুলে ধরেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। তিনি লেখেন, ‘ট্রাম্প জিতলেই আমি বৃহস্পতি গ্রহের দিকে রওনা দেব।’

শের কথাটি মজা করে লিখলেও ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত তারকা ব্রায়ান ক্রানসটন আমেরিকা ছাড়ার ব্যাপারে একেবারে নিশ্চিত। তিনি মনেপ্রাণেই চান না যে ট্রাম্প জিতুক। ক্রানসটন বলেই রেখেছেন, হোয়াইট হাউসে ট্রাম্প গেলে তাঁর গতি হবে সোজা ভ্যানকুভারে।

এদিকে, জনপ্রিয় তারকা চেলসি হ্যান্ডলার কাজে বিশ্বাসী। তাই তিনি এরই মধ্যে আমেরিকার বাইরে একটি বাড়ি কিনে রেখেছেন। তবে কোন দেশে তিনি বাড়িটি কিনেছেন, তা উল্লেখ করেননি চেলসিয়া।

কমেডিয়ান এমি সুমার ট্রাম্পের জয়-পরবর্তী অবস্থা নিয়ে বেশ শঙ্কিত। তাই স্প্যানিশ ভাষা শেখার কথাও চিন্তা করছেন তিনি। এমি বলেই রেখেছেন, ট্রাম্প জয়ী হলে স্পেন পাড়ি দিচ্ছেন তিনি।

কৃষ্ণাঙ্গ তারকা গায়ক নি ইয়ো বলেছেন, ট্রাম্প জিতলেই প্রতিবেশী দেশ কানাডা যাচ্ছেন তিনি। তাঁর বন্ধু ড্রেককে কানাডায় বাড়ি দেখতেও বলেছেন তিনি।

এদিকে, ট্রাম্প সমর্থকরা দেশ ত্যাগের ব্যাপারে অতটাও আগ্রহী নন। তবে হিলারি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1478659893অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের প্রাথমিক ফলে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াই চলছে। এতে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে এগিয়ে গেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

কেন্টাকি, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, তিনেসি, আলাবামা, সাউথ ক্যারোলাইনা, মিসিসিপি আর ওকলাহোমা অঙ্গরাজ্যে জয় পেয়েছে রিপাবলিকানরা। এগুলোসহ আরো কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্প ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন ১৪৯টি।

ইলিনয়, ভারমন্ট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, নিউ জার্সি, মেরিল্যান্ড, ডেলাওয়ার ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া অঙ্গরাজ্যে ভোটের প্রাথমিক ফলে হিলারি শিবিরের জয়ের খবর দিয়েছে সিএনএন। এগুলোসহ আরো কয়েকটি অঙ্গরাজ্যে জিতে ১০৯টি ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত করেছে ডেমোক্রেটরা।

এর আগে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের ভোটের ফল জানা গিয়েছিল। সেখানে হিলারি ৭১ দশমিক ৬৩ শতাংশ পেয়ে জয়ী হয়েছিলেন। আর ট্রাম্পের পক্ষে পড়েছে ২৪ দশমিক ১৬ শতাংশ ভোট। তবে গুয়ামে কোনো ইলেক্টোরাল ভোট না থাকায় এটি মূল নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

তবে শুরুতেই গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গরাজ্যে জিতে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী লড়াইয়ে এগিয়ে গেলেও হিলারি প্রবল পরাক্রমে এগিয়ে এসেছেন বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমগুলো। তবে পরবর্তী সময়ে ট্রাম্পের জয়জয়কার দেখা যায়। হোয়াইট হাউসে ক্ষমতায় বসতে গেলে তাঁকে মোট ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে। আর গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮টি।

স্থানীয় সময় মঙ্গলবার উত্তর আমেরিকার বৃহত্তম রাষ্ট্র যুক্তরাষ্ট্রে সময়চক্রের ভিন্নতার কারণে ৫০ অঙ্গরাজ্যের একেকটিতে একেক সময় ভোটগ্রহণ শুরু হয়। গ্রিনিচ মান সময় বেলা ১১টা থেকে ভোট শুরু হয়। বিভিন্ন অঙ্গরাজ্যে এই ভোট চলে বাংলাদেশ সময় মধ্যরাত পর্যন্ত।

‌‌’ট্রাম্পের সম্ভাবনাই বেশি’: রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এ মুহূর্তে ট্রাম্পেরই সম্ভাবনা দেখা যাচ্ছে।

পূর্বাভাসটি বিভিন্ন অঙ্গরাজ্যে এ পর্যন্ত ভোট যত পড়েছে, তা থেকে তৈরি করা হয়েছে। এ ছাড়া এসব জায়গায় আগের নির্বাচনগুলোর ফলও বিবেচনায় রাখা হয়েছে।

তবে পপুলার ভোটে (জনগণের ভোটে) এগিয়ে আছেন হিলারি। এখানে ট্রাম্পের তুলনায় প্রায় ২ শতাংশ বেশি ভোট পেয়েছেন হিলারি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সভা মঙ্গলবার কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সরদারের সভাপতিত্বে সভায় সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, ইন্সপেক্টর সুকুমার কুমার, মেডিকেল টেকনোলস্টি দিলীপ কুমার ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কাজের অগ্রগতি ও  সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি প্রতিনিধি ঃ ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নে আশাশুনিতে স্থানীয় জন প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মটিভেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনের সভাপতিত্বে সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা ইউপি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। সভায় তালিকাভুক্ত ভিক্ষুকদের সাথে মতবিনিমিয় করা হয় এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কি করলে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে দিবে তা প্রত্যেকের কাছ থেকে শুনে লিপিবদ্ধ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে মর্যাদা, নিরাপত্তা, দ্বন্দ¦ ও সহিংসতা, সহিংসতার মাশুল, সমাজিক সম্প্রীতি সহ সাংবিধানিক অধিকার ও নাগরিকদের দায়িত্বের বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দি-হাঙ্গার প্রজেক্ট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবে দিন ব্যাপি কর্মশালা হয়। দি- হাঙ্গার প্রজেক্টের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী মেহেদী আহম্মেদ গিয়াস এর সভাপতিত্বে প্রশিক্ষক ছিলেন পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পেইপ কমিটির সদস্য কনিকা সরকার, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও পেইপ কমিটির সদস্য এম হাফিজুর রহমান শিমুল, কর্মশালায় অংশগ্রহণ করেন রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এস, এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, ভদ্রখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়াহেদুজ্জামান বাবলু, পাইলট মডেল বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল হাসান, উপজেলা সাবেক মহিলা ইউপি সদস্য দিপালী রাণী ঘোষ, ইউপি সদস্য ও ভদ্রখালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ডানিয়া পারভীন চুমকি, ইউপি সদস্য শেখ সাইদুর রহমান বাবু, সাংবাদিক জাহাঙ্গির আলম, ডাঃ কেরামত আলী সহ জনপ্রতিনিধি ও সুধি বৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে ও ভিক্ষুক মুক্তকরণে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় নিবার্হী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহামুদ রনজু, সমবায় কর্মকর্তা নুর ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরুন্নাহার আক্তার, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেন, বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষিণশ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়র শেখ মেহেদী হাসান সুমন, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নুরমোহাম্মদ বিশ্বাস, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, রতনপুর ইউপি চেয়ারম্যন আশরাফুল হোসেন খোকন ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী, বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও এনজিও প্রতিনিধিবৃন্দ। এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান বলেন, কালিগঞ্জ উপজেলা দেশের প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষনা করা এটা সারা বিশ্বের মডেল। কিছু অসচেতন অভিভাবকদের জ্ঞানের অভাবে অল্প বয়েসে শিশু কন্যাদের বিয়ে দিয়ে আমাদের সকলকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে। শিশুদের বাল্যবিয়ের বিষয়ে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই শক্ত অবস্থানে। এসময় তিনি ইউনিয়ন ম্যারেজ রেজিষ্ট্রারদের দৃষ্ঠি আকর্ষন করে বলেন ইউনিয়নে শুধু মাত্র একজন ম্যারেজ রেজিষ্ট্রার থাকবে, তারা ইউনিয়ন পরিষদে বসবে, তাদের কোন প্রকার সহকারী থাকবে না এবং জবাবদিহিতা করতে হবে। প্রতিমাসে চেয়ারম্যানবৃন্দ বিবাহ সংক্রান্ত বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা দপ্তরে প্রতিবেদন দাখিল করবে আমি সেটা উর্দ্ধতন কতৃপক্ষের নিকট পাঠাবো এরকম নির্দ্দেশ এসেছে। তিনি আরো বলেন আগামী সাতদিন প্রত্যেক ইউনিয়নে বাল্যবিয়ে প্রতিরোধের শাস্তির বিষয়ে ব্যাপক হারে প্রচার প্রচারনা করবে ম্যারেজ রেজিষ্ট্রারগন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

picture-kaliganj-satkhira-8-nov
এস,এম,আহম্মাদ উল্যাহ বাচ্ছু: কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি’র চালের কার্ড বিতরণে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়াগেছে। এ ঘটনায় প্রকৃত হতদরিদ্র ব্যাক্তিরা বঞ্চিত হয়েছে এবং দেখা দিয়েছে হতাশা। সরেজমিনে ঘুরে দেখা যায়, ঐ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর রেজাউল ইসলাম হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি’র চালের কার্ড বিতরণে চরম দুর্নীতি ও স্বজনপ্রীতি করেছেন। প্রকৃত দরিদ্ররা এই কার্ড থেকে বঞ্চিত হয়েছেন। বিত্তশালীরা এই কার্ডের চাল উত্তোলন করায় সরকারের কর্মসূচীর মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। পাশাপাশি হতদরিদ্রদের মাঝে সৃষ্টি হয়েছে হতাশা। এলাকাবাসির অভিযোগ সূত্রে জানা যায়, ৫ নং ওয়ার্ডের মেম্বর রেজাউল ইসলাম কার্ড বিতরণের ক্ষেত্রে নিজস্ব লোককে তালিকাভুক্ত করেছেন। আবার অনেক ক্ষেত্রে কার্ড দেয়ার নামে হতদরিদ্রদের কাছ থেকে জনপ্রতি ২ থেকে ৩শ’ টাকা হারে উৎকোচ নিয়েছেন তিনি। লিখিত অভিযোগের ভিত্তিতে সরেজমিন জানা যায়, ১০ টাকা কেজি’র চালের কার্ড পেয়েছেন চালিতাবাড়িয়া গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে শরিফুল ইসলাম। তার ৬ বিঘা জমি রয়েছে। আছে পাকা বাড়ি। একই গ্রামের আকিমুদ্দীন গাজীর ছেলে ওয়াজেদ আলী গাজীর আছে ২ বিঘা জমি ও মাছের ঘের। মৃত ইসতুল্যা সরদারের ছেলে এবাদুল সরদারের আছে পাকা বাড়ি, ৪ বিঘা জমি ও ইটের ব্যবসা। মৃত আবুল কাশেম খানের ছেলে মুজিবর রহমান খানের আছে পাকা বাড়িসহ ৩ বিঘা জমি। রওশন গাজীর মেয়ে চায়না খাতুনের স্বামী বিদেশে কর্মরত। তার আছে পাকা বাড়ি ও ৪ বিঘা জমি। নূর মোহাম্মদ গাজীর ছেলে মনিরুল ইসলামের আছে পাকা বাড়ি, ৪ বিঘা জমি ও বড় মুদি দোকান। অপরদিকে আক্কাজ গাজীর ছেলে গফুর গাজীর নামে কার্ড তালিকাভুক্ত করা হলেও চালিতাবাড়িয়ায় ওই পরিবারের অস্তিত্ব নেই। মারকা গ্রামের শাহাজান মীরের স্ত্রী সাবিনা খাতুনকে কার্ড দেয়া হয়েছে। অথচ তার পাকা বাড়িসহ ১৫ বিঘার মাছের ঘের আছে। একই গ্রামের মৃত রজব আলী শেখের ছেলে লিয়াকত আলী শেখের রয়েছে পাকা বাড়ি, ১০ বিঘার মাছের ঘের ও মোটর সাইকেল। স্বরাব্দিপুর গ্রামের আব্দুল আজিজ পাড়ের স্ত্রী সেলিনা বেগমের রয়েছে পাকা বাড়িসহ ৭ বিঘা জমি। একই গ্রামের মৃত মঙ্গল গাজীর ছেলে আব্দুল বারী গাজীর রয়েছে পাকা বাড়ি, ২ বিঘা জমি ও মুদি ব্যবসা। কুখাডাঙ্গা গ্রামের আমজিয়ার রহমানের ছেলে আনারুল ইসলামের রয়েছে পাকা বাড়িসহ ৪ বিঘা জমি। আরও অনেক ব্যক্তি অনিয়মের মাধ্যমে কার্ড পেয়েছেন বলে জানা গেছে। অপরদিকে চালিতাবাড়িয়া গ্রামের হতদরিদ্র আব্দুল মান্নান পাড়, তার স্বামী পরিত্যক্তা অসহায় মেয়ে খাদিজা খাতুন, কুখোডাঙ্গা গ্রামের জিয়াদ গাজীর ছেলে দিনমজুর রবিউল ইসলামসহ অনেক নিঃস্ব ব্যক্তি ১০ টাকা কেজির চাল থেকে বঞ্চিত হয়েছেন। এই অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে স্থানীয় ব্যক্তিবর্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা  বিষয়টি তদন্তের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব প্রদান করেছেন বলে জানা গেছে। এলাকাবাসী বিষয়টি তদন্তপূর্বক প্রকৃত দুস্থ, হতদরিদ্র, প্রতিবন্ধি ও ভিখারীদের মাঝে উক্ত চালের কার্ড বিতরণসহ ইউপি সদস্য রেজাউল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ৫নং ওয়ার্ডের মেম্বর রেজাউল ইসলাম কার্ড বিতরণে অর্থ নেয়ার বিষয়ে অস্বীকার করে বলেন, কিছু ব্যক্তির কার্ড সংক্রান্ত অনিয়মের অভিযোগ ওঠায় ফুড গোডাউনের কর্মকর্তা ঘটনাস্থলে এসে তদন্ত করেছেন। সেখানে চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারী, নলতা ইউপি’র সাবেক চেয়ারম্যান সেলিম সাহেবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। পূণরায় যাচাই বাছাই করে কিছু নাম বাদ দিয়ে ও কিছু নাম যুক্ত করে নেতৃবৃন্দ নতুন তালিকা করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি জানতে চাইলে ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ বিশ্বাস বলেন, অভিযোগের ভিত্তিতে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) তদন্ত করেছেন। বড় ধরণের কোন অনিয়ম পাওয়া যায়নি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবুল হোসেন, মেম্বর রেজাউল ইসলাম সবাই মিলে তালিকা করেছেন। চাহিদার তুলনায় কার্ড স্বল্পতা থাকায় দু’একজন দরিদ্র মানুষ বাদ যেতে পারে পরে বলে তিনি মন্তব্য করেছেন। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানার জন্য ওসিএলএসডি (কালিগঞ্জ) হুমায়ন বাসিত চৌধুরীর সঙ্গে মুঠো ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest