সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার শিয়ালডাঙ্গায় বসতঘরে আগুন : ২ লক্ষ টাকার ক্ষতিদেবহাটায় তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষসাতক্ষীরায় সরকারি গোরস্থান বায়তুল ফালাহ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধনখাস জমি উদ্ধার পূর্বক ভ‚মিহীনদের মধ্যে বন্টনের দাবিতে সভাবাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন: জামায়াত নেতা ডাঃ তাহেরদেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সমাপনীইছামতি নদী থেকে জালে ধরা পড়লো বিশাল এক কচ্ছপসার্চ কমিটি বাতিলের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির বিক্ষোভসাতক্ষীরার পৌর এলাকায় শনিবার সকাল ৫টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবেতারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলা আজ। শনিবার বিকাল ২টা ৪৫ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহযেগিতায় ৬ষ্ঠ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। ফাইনাল খেলায় মুখোমুখি হবে দেবহাটা উপজেলা দল বনাম শ্যামনগর উপজেলা দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: ‘মাদক ও সন্ত্রাসবাদকে না বলুন, ফুটবলকে হ্যা বলুন’ এই স্লোগানকে সামনে রেখে সতক্ষীরা সদর উপজেলার ভোমরায় আশিক এন্টারপ্রাইজ ফুটবল টুর্নামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ভোমরা পদ্মশাঁখরা কোহিনুর ক্লাব মাঠে জাকজমকপূর্ণ ফাইনাল খেলায় মৌতলা ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে গাজীরহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন ও চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বিটিভি’র প্লানার সোনিয়া পারভীন শাপলা, ব্যবসায়ী আল-ফেরদৌস আলফা, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, এড. আজহারুল ইসলাম, ভোমরা পদ্মশাঁখরা কোহিনুর ক্লাবের সভাপতি মো. বাবর আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভোমরা বিজিবি’র ক্যাম্প কমান্ডার ফারুক হোসেন, আওয়ামীলীগ নেতা মোনাজাত আলী, পৌরযুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ভোমরা স্থল বন্দর শাখার সাধারণ সম্পাদক আজিবুর রহমান আলিমসহ অসংখ্য দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলার রেফারী ছিলেন এ.কে আজাদ কানন। সহকারি রেফারী ছিলেন রফিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ ডিসেম্বর দেশের ৬১টি জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদ নির্বাচন। জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরায় লক্ষ্য করা যাচ্ছে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশ। চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য ও ভোটারদের সাথে মতবিনিময় সভা করছেন। এ উপলক্ষে শুক্রবার সকালে সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ ও শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন তিনি। এসময় তিনি বলেন, ‘আগামী ২৮ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে জনমতের ঐক্যের ভিত্তিতে এবং তৃণমূল পর্যায়ের ভোটার সমর্থন নিয়ে জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা আবেদন করবো। যাতে পুর্বের মনোনয়নটি বাতিল করে আমাকে মনোনয়পত্র প্রদান করার হয়। জনগণের আশা আকাঙ্খা পূরণের জন্য আমি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছি। আপনাদের সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি। আমি নির্বাচিত হলে জেলা পরিষদের উন্নয়নে এবং মানুষের ভাগ্যের উন্নয়নে সর্বাত্মক কাজ করবো।’ এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো.শাহজান আলী, যুগ্ম সাধারণ-সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল ইসলাম মাসুম, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা যুবলীগের সদস্য শেখ ছিদ্দিকুর রহমান সিদ্দিক, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, পৌর ছাত্রলীগের সভাপতি রমজান আলী রাতুলসহ দলীয় নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনু রহমান মালী, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, ইউপি সদস্য শামছুর রহমান, আক্তারুল হোসেন সহ আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগের নেতৃবৃন্দ। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনু রহমান মালী বলেন, ‘আমার আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের সকল মেম্বার ও মহিলা মেম্বারগণ আপনার পাশে আছি এবং থাকবো।’ অপরদিকে বেলা ১১টার সময় মোঃ নজরুল  ইসলাম শিবপুর ইউনিয়ন পরিষদে পৌছালে তাকে ফুলেল অভ্যর্থনা জানান ইউনিয়ন পরিষদের সকল  ইউপি সদস্য বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান মানি, আবুল কাশেমসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের টুঙ্গীপাড়া গ্রামের অমিয় মল্লিকের উপর সন্ত্রাসী হামলা ও সারাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, প্রতিমা ভাংচুর, অগ্নি সংযোগ, লুটপাটের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় কালিগঞ্জ দক্ষিণপার খানবাহাদুর আহছানউল্লা ব্রীজ সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালের পাদদেশে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি ডাঃ পতিরাম মন্ডল, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরদার, যুব মহাজোটের সভাপতি গোপাল চন্দ্র ভাইয়া, সহ-সভাপতি দিনেশ সরকার, সম্পাদক দেবপ্রসাদ মন্ডল, বিজিত কুমার বর্মন, নিরঞ্জন কুমার মন্ডল, নিত্য সরকার, জয়দেব কুমার দাস, মনীন্দ্র মন্ডল, বিশ্বনাথ মন্ডল, শান্তিরঞ্জন দাস, পুলক মল্লিক, পুলক ঘোষ, সমির মোড়ল, বাপী অধিকারী, কিংকর ঘোষ, নিতাই মন্ডল, ডা: হরিদাস সরকার, গৌরপদ কুণ্ডু, সংকর দাস, নিরঞ্জন সরদার, রামপ্রসাদ, লক্ষণ চন্দ্র রায়, স্বপন শর্মা, বিল্লু বিশ^াস,মৃনাল সরকার, অবন্তি সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার মন্ডল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাঁশদহা প্রতিনিধি: বাঁশদহা ইউনিয়নের ১নং হাওয়ালখালী ওয়ার্ডের সাবেক জামায়াত নেতা আজিজুল হককে আ”লীগের প্রত্যায়ন দিল ১নং ওয়ার্ড আ”লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত জোট সরকারের আমলে গাছ কাটা, রাস্তা কাটাসহ নাশকতামূলক নানা অপকর্মে সক্রীয়ভাবে জড়িত ছিল এই নেতা। আর এই অপরাধের দায়ে গত বৃহঃপতিবার রাত ১টার সময় সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করলে উক্ত ইউ,পি চেয়ারম্যান ও ওয়ার্ড সভাপতি আ”লীগের দলীয় প্রত্যয়ন পত্র দিয়ে ছাড়িয়ে নেয়। এছাড়া আরও সূত্রে জানাযায় এই ওয়ার্ড নেতা অর্থের বিনিময়ে আ”লীগের প্রত্যয়ন পত্র দেন। যে প্রত্যয়ন পত্রে ইউ,পি চেয়ারম্যান ও ওয়ার্ড সভাপতির সীল স্বাক্ষর আছে। যা এলাকায় সাধারণ মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই জামায়াত নেতাকে প্রত্যয়ন দেয়ার ফলে নানা গুনজন সৃষ্টি হয়েছে। তাই এই ধরনরে নেক্কার কাজ ভবিষ্যতে আর না ঘটে সেই কামনা করেন স্থানীয় আ”লীগ নেতারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সোনাবাড়ীয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলাধীন মাদরা কাম্পে শুক্রবার সকাল ৮:২০ মিনিটের সময় লাঃ নায়েক বিজিবি মোকলেছ গোপন সূত্রে সংবাদ পেয়ে ১১নং পিলিয়ার রাজপুর এর কাছে ইন্ডিয়া থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ আসামিকে আটক করেন। যাহাদের নাম যথাক্রমে- ১। মোঃ ইকরামুল হোসেন (২৫), পিতা-আইনুদ্দিন সরদার, ২। মোঃ জাহিদুর ইসলাম (২৬), পিতা-মুনছুর আলী, ৩। মোঃ জাহাঙ্গীর আলম (২০) পিতা-অজিয়ার সরদার, সর্বগ্রাম-বোয়ালিয়া ও ৪। কবিরুল ইসলাম (২১), পিতা-ছাত্তার, গ্রাম-পূর্ব ভাদিয়ালী, সর্বথানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা-কে আটক করে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় আট দলীয় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা মর্ডাণ ফুটবল একাডেমীকে ট্রাইব্রেকারে পরাজিত করে সেমিফাইল নিশ্চিত করেছে পাটকেলঘাটা ফুটবল ক্লাব। ঐতিহ্যবাহী পাটকেলঘাটা ফুটবল মাঠে শুক্রবার বেলা ৩টার খেলায় প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্থে উভয় দল ১টি করে গোল করে নির্ধারিত সময় শেষ করলে খেলাটি ট্রাইব্রেকারে গড়াই। ট্রাইব্রেকারে সাতক্ষীরা মর্ডান ফুটবল একাদশ ০৩ এবং পাটকেলঘাটায় ফুটবল একাদশ ক্লাব ০৫ গোলের ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালে নিশ্চিত করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আছাদ। সহযোগী হিসেবে ছিলেন বাবর ও সঞ্জয়। ধারাভাষ্যকর ছিলেন শিক্ষক অলিউর ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় প্রতারক চক্রের দু’সদস্য ভূয়া সোনার কয়েন লেনদেনের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১২টার দিকে আসাননগর রাকিব অটো রাইস মিলের পাশে। এঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর থানার ধুলিহর যুগীপোতা গ্রামের আব্দুল গফুরের পুত্র লাভলু সরদার (৩০) ও একই গ্রামের আলাউদ্দীন সরদারের পুত্র হাফিজুর রহমান (৩২) প্রতারক চক্রের দু’সদস্য পাটকেলঘাটার পাঁচপাড়া গ্রামের আকশেদ আলী গাজীর পুত্র মনি (৪০) এর সাথে গোপন ৬ লক্ষ টাকা চুক্তিতে ২৩শ পিস সোনার কয়েন দেওয়ার কথায় সকাল সাড়ে ১১টার দিকে থানার আসান নগর রাকিব অটোরাইল মিলের সন্নিকটে আসলে আগে থেকেই ওত পেতে থাকা থানা পুলিশের এস আই উজ্জ্বল কুমার দত্ত ও এ এস আই শরিফুল ইসলাম তাদের কে ধরে ফেলে। পরে তাদের সাথে থাকা একটি পিতলের কলসি, একটি সুপার গ্লু আটা, পিচ কয়লা ও পিতল সাদৃশ্য কয়েন উদ্ধার করেন। প্রতারক চক্রের সদস্যরা এ ধরনের প্রতারনা এর আগেও বিভিন্ন এলাকায় সাধারণ জনগনের সাথে করেছে বলে স্বীকার করে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম জানান, এ ধরনের প্রতারক চক্র ধরতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো অনেক তথ্য বেরিয়ে আসবে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest