নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ১ম পর্যায়ে গৃহীত প্রকল্প সমুহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের আলিপুর ইউনিয়নে আগুনপুর এলাকায় প্রধান অতিথি হিসেবে বাঁকালের আগুনপুর খালের মাটি কাটা এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।
২০১৬-২০১৭ অর্থ-বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ১ম পর্যায়ে আগুনপুর পরিতোষের বাড়ি হতে পীচের রাস্তা পর্যন্ত পুনঃনির্মাণ এবং ডিসি ইকো পার্কের মাটি ভরাট প্রকল্পে আলিপুর ইউনিয়নে ৯৬ হাজার ৬শ ফুট মাটির কাজ ৫ লক্ষ ৫২ হাজার টাকা বরাদ্ধকৃত অর্থে ৬৯ জন অতিদরিদ্র শ্রমিক দিনপ্রতি ২শ টাকা হারে ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রদান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো জালাল উদ্দিন, আলিপুর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান ছোট ও প্রকল্প কমিটির চেয়ারম্যান ইউপি সদস্য আতাউর রহমান প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ড্রেন ও রাস্তা সলিং উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কামালনগর এলাকায় এ উন্নয়নমূলক কাজটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা ইনোভেশন টিমের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সদর উপজেলা ডিজিটাল কর্নারে ফেব্রুয়ারি মাসের ইনোভেশন টিমের সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সদর সহকারি কমিশনার (ভূমি) দেবাশিষ চৌধুরী, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিশ্বজিৎ কর্মকার, উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ ও সার্টিফিকেট সহকারী মাশকুরা খাতুন প্রমুখ। এ সময় সদর উপজেলা ইনোভেশন টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ইনোভেশন টিমের সভায় নতুন কয়েকটি উদ্ভাবন গৃহীত হয়।
অবশেষে সাতক্ষীরার সবচেয়ে কুখ্যাত ৪ রাজাকার ৭১ এর নৃশংস কসাইদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
য়ারি, ২০১৭ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
রাশিয়ার বিমানবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে মহড়া শুরু করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশও দিয়েছেন তিনি।