বিনোদন ডেস্ক:নির্মাতা রয়েল খান ‘গেইম’ সিনেমার পর নির্মাণ করেছেন ‘গেম রিটার্নস’ শিরোনামের সিনেমা। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল অভিনেতা নিরব, তমা মির্জা, লাবণ্য। গত বছরের শুরুর দিকে এ সিনেমার শুটিং শুরু হয়। দৃশ্যায়নের কাজ শেষে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে বলে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার ছবিটি আনকাট সেন্সর পেয়েছে বলে জানিয়েছেন অভিনেতা নিরব। গত বছরের ২২ জানুয়ারি বিএফডিসির ঝরণা স্পটে এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন করা হয়।
চিত্রনায়ক নিরব বলেন, গেম রিটার্নস ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার ছবিটি সেন্সর বোর্ড কর্তৃক কোনো রকম কর্তন ছাড়াই ছাড়পত্র পেয়েছে। এটা একটা আনন্দের সংবাদ। ছবিটি দর্শকদের ভিন্নমাত্রার বিনোদন দেবে বলেও এই অভিনেতা জানান।
এ সিনেমায় একটি আইটেম গান ও চারটি রোমান্টিক গান রয়েছে। গানগুলো লিখেছেন, সোমেশ্বর অলি, জনি হক মাহতাব হোসেন। ত্রিমুখী প্রেম ও আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনি। সংলাপ ও কাহিনি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন আরেফিন রুমী, বেলাল খান ও ধ্রুব গুহ।
নিরব, তমা ও লাবণ্য ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন মিশা সওদাগর, ফারুক মজুমদার, আমিন সরকার, ইউসুফ রাসেলসহ আরো অনেকে।

ডেস্ক: আদাকে কাজে লাগিয়ে চুল ভালো করার কথা শুনেছেন? শুনতে একটু আজব লাগলেও একথা ঠিক যে চুল ভালো রাখতে আদার কোনো বিকল্প নেই। তাই নারীদের এই লেখাটি পড়া খুব দরকার। সৌন্দর্য বাড়াতে আমরা অনেকেই নানা ধরনের ঘরোয়া চিকিৎসার সাহায্য নিয়ে থাকি। একথা সত্যি যে কিছু ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি তথাকথিত আধুনিক পদ্ধতিগুলির থেকে অনেক বেশি কার্যকর হয়। উদাহরণ হিসাবে আদার কথা ধরুণ। এটি ব্যবহার করা সহজ, আর এর গুণাগুণ তো প্রশ্নাতিত। তাই নানাবিধ চুলের অসুবিধায় যদি আপনার জীবন দুর্বিসহ হয়ে ওঠে তাহলে এক্ষুনি পড়ে ফেলুন এই লেখাটি
আলহাজ্ব মোঃ নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রোটারী ক্লাব অব সাতক্ষীরার নেতৃবৃন্দ আলহাজ্ব নজরুল ইসলামের বাসভবনে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটাঃ মুফতি মোখলেছুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ এহসান বাহার বুলবুল, সেক্রেটারী রোটাঃ মনিরুজ্জামান টিটু, পিপি রোটাঃ শেখ হাসান মাহমুদ, পিপি রোটাঃ হাবিবুর রহমান হাবিব, পিপি রোটাঃ মাগফুর রহমান, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ আব্দুল লতিফ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক: কলারোয়ায় মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে আহত করেছেন এক যুবলীগ নেতা। আহত মাদ্রাসা শিক্ষক হলেন, কলারোয়া উপজেলার দেয়াড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মওলানা আতাউর রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে।
মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সদর উপজেলার ভিক্ষুকমুক্ত করণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এ সময় জেলা প্রশাসক বলেন, বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। সে লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় দেশকে ভিক্ষুকমুক্ত করতে এ ধরনের পদক্ষেপ নিয়ে ভিক্ষুকদের কর্মমুখী করতে সহায়তা দিচ্ছে সরকার। সদর উপজেলার ৫ জন ভিক্ষুককে ৫টি ভ্যান, ৩ জনকে ছাগল ও ৩ জনকে মুরগী দেওয়া হয় ভিক্ষাবৃত্তি ছেড়ে কর্মসংস্থানের জন্য। খুব শীঘ্রই সাতক্ষীরা সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করা হবে।
মাহফিজুল ইসলাম আককাজ: খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মেধা বিকাশের সহায়ক। শিক্ষর্থীদের শারীরিক, মানুষিক ও নান্দনিক বিকাশ ঘটাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বিকাশ ঘটাতে সাতক্ষীরা দ্য পোল স্টার পৌর হাইস্কুলে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সকালে সাতক্ষীরা পিএন স্কুল ও কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
মাহফিজুল ইসলাম আককাজ: লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ এবং প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও সাতক্ষীরায় আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আশাশুনি ব্যুরো : সিরাজগঞ্জের শাহাজাদপুরের দৈ ক সমকাল পত্রিকার প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদে, দৈনিক খুলনার কন্ঠের সম্পাদক মন্ডলি ইশরাত ইভা ও শেখ রানার নামে মিথ্যা মামলা, শ্যামনগরের সাংবাদিক মিজানুর রহমান, কপিলমুনির আব্দুর রাজ্জাক, সাতক্ষীরার বাঁশদহের জুলফিকার সহ দেশের বিভিন্ন সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সাতক্ষীরা জেলার আশাশুনিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সুষমা সুলতানার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। আশাশুনি প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাব সহ বিভিন্ন আঞ্চলিক প্রেস ক্লাব ও উপজেলায় কর্মরর্তা সাংবাদিকদের আয়োজনে বৃহসম্পতিবার বেলা ১১টায় আশাশুনি উপজেলা সড়কে প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা রিপোর্টর্সা ইউনিটির আহবায়ক আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও সমকালের স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান, সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ও দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম।