সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ১৪৪ জন পেশাজীবী গাড়ি চালক পেল লাইসেন্স নবায়নসাতক্ষীরায় অশোক লেল্যান্ডের সার্ভিস সেন্টার উদ্বোধনসাতক্ষীরায় প্রধান শিক্ষকের উপর হামলা: গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধদেবহাটায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিবন্ধীকে মারপিট-লক্ষ টাকার গাছ কেটে নষ্টসাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক পলাশ : সদস্য সচিব ডাবলুসাতক্ষীরায় বিএনপির সদস্য ফরম বিতরন-কমিটি গঠন-সম্মেলনের কার্যক্রম স্থগিতসাতক্ষীরায় দুই সন্তানকে হত্যার পর মায়ের করে আত্মহত্যার চেষ্টা: মায়ের ১৬৪ ধারায় জবানবন্দিশিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতারইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা কমিটি গঠননিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা ছাত্রদলের বিক্ষোভ

school-pic-4-17-11-16
মিজানুর রহমান,তালা : কপোতাক্ষ পাড়ের কোমলমতি শিশুদের এখনও হাঁটু-কাঁদা মাড়িয়ে স্কুলে আসা-যাওয়া করতে হয়। অনেক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এখনও পানি রয়েছে। তাই ক্লাস করতে  হচ্ছে অন্যের বাড়ি অথবা রাস্তার উপর। এরই মধ্যে বার্ষিক এবং সমাপনী পরীক্ষা আসন্ন। তাই ছেলে-মেয়েদের পরীক্ষার সফলতা নিয়ে  চিন্তিত অভিভাবকরা। এমনই অবস্থার মধ্য দিয়ে গত ৪ মাস ধরে চলছে জলাবদ্ধ এলাকার শিক্ষা কার্যক্রম। সারাদেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অবকাঠামগত উন্নয়ন ঘটলেও কপোতাক্ষ পাড়ের কোমলমতি শিক্ষার্থীরা অন্যান্য স্থানের তুলনায় ৪/৫ মাস পিছিয়ে পড়ছে। সেই সাথে পিছিয়ে পড়ছে শিশুদের আগামী দিনের স্বপ্ন। সরেজমিন তালার গংঙ্গারামপুর, গোনালী, হরিচন্দ্রকাটি, কানাইদিয়া, খরাইল এলাকায় গিয়ে দেখা গেছে, বসত ভিটার পাশা-পাশি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এখনও পর্যন্ত পানিতে তলিয়ে আছে। গংঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মধ্যে পানি, তাই পাশ্ববর্তী একটি ধানের চাতলে চলছে পাঠদান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা প্রতিভা রানী ঘোষ জানান, স্কুল মাঠে শ্যালো মেশিন বসিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে। বর্তমানে ৯৫ জন ছাত্র/ছাত্রীর বিপরীতে ৩ জন শিক্ষিকা রয়েছেন, তবে বছরের পর বছর জলাবদ্ধ থাকায় শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পাচ্ছে। এলাকার সচেতন অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ছেলে -মেয়েদের অন্যত্র নিয়ে যাচ্ছে বলে জানান এক শিক্ষিকা।  ১৪৮ নং গোনালী সরকারি বিদ্যালয়টি পানি বেষ্ঠিত একটি দ্বীপের মত দাড়িয়ে আছে। ৫ জন শিক্ষক বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১১৮ জন ছাত্র-ছাত্রী নিয়ে পার্শ্ববর্তী  রজব আলী গাজীর বাড়িতে চলছে পাঠদান। এমন অবস্থায় প্রতি বছরের ৫/৬ মাস যাবৎ চলে পাঠদান কার্যক্রম। প্রধান শিক্ষিকা লতিফা খানম জানালেন সুপেয় পানি সহ স্যানিটেশনের ক্ষেত্রে মারাত্বক সংকট চলে আসছে এ ক’মাস। তালা টেকনিক্যাল কলেজ কক্ষে এখনও পানি, তালা উপজেলা সদরের একটি ভাড়া ভবনে চলছে ক্লাস। টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. হাফিজুল ইসলাম জানান, এখনও বেতন হয়নি শিক্ষকদের,তারপরেও শিক্ষার্থীদের লেখাপড়া এগিয়ে নিতে অনেক টাকা ব্যায়ে ভবন ভাড়া করে ক্লাস চালাতে বাধ্য হয়েছি। হরিচন্দ্রকাটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলছে পানির মধ্যে মারাত্বক ঝুকিপূর্ণ একটি ভবনে। লাড়িপাড়া, খরাইল সহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এখনও পানি, আসা যাওয়ার পথে হাটু-কাদা। তালা শহীদ কামেল মডেল হাইস্কুল সহ ভবানীপুর, কেসমতঘোনা, মাঝিয়াড়া, খানপুর, কাজীডাংগা, ইসলামকাটি এলাকার আরও কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশ পানি বেষ্টিত থাকায় এখনও শিক্ষার সুষ্ঠ  পরিবেশ ফিরে আসেনি। ফলে জলাবদ্ধতার কবলে মারাত্বক হুমকির মুখে পড়েছে এলাকায় শিক্ষা ব্যবস্থা। শিক্ষা অফিসের হিসাব মতে এবছর কপোতাক্ষের উপচে পড়া পানিতে তালা উপজেলার ৫০ টি প্রাথমিক বিদ্যালয়, ১১ মাধ্যমিক বিদ্যালয়, এবং ৩ টি কলেজ পানিবন্দি হওয়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে। তালা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওহিদুল ইসলাম জানান, উপজেলার বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি হওয়ায় শিশুদের লেখাপড়ায় বিঘœ  ঘটেছে, তবে আমরা বিপদকালীন সময়ে অন্যত্র ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

sam_3153-copy
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সার্কিট হাউজ সংলগ্ন চৌকিদারের মোড় এলাকায় দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি.এম নূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কাজের ফলক উন্মোচন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নানামুখী পদক্ষেপ অব্যাহত রেখেছে। সাতক্ষীরা সদর উপজেলার সকল জরাজীর্ণ ও কাঁচা রাস্তা দ্রুত সংস্কার ও পাকা করা হবে। সদর উপজেলা ও পৌরসভার মধ্যে আর কোন মাটির রাস্তা থাকবেনা।’ এলজিইডি’র বাস্তবায়নে আইআরআইডিপি প্রকল্পের এ কাজটি সিটি কলেজ হতে সার্কিট হাউজ পর্যন্ত মোট ৫১৬ মিটার এ কাজের চুক্তিমূল্য ২৭ লক্ষ ২২ হাজার ৮৩৪ টাকা। রাস্তার কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ.এস.এম শাহেদুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদৎ হোসেন, উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, জ্যোন্সা আরা, জেলা যুবলীগ নেতা মহি আলম, আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান, ঘোনা ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক কল্যাণ পত্রিকার জেলা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মিঠুন ব্যানার্জী, আনোয়ার হোসেন মিলন, লিটন মির্জা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dsc00876
নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন (সজল) এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে এ পরিচিতি ও মতবিনিময় সভায় সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন (সজল) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম, সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার, ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহানা মুহিত, ক্রীড়া সংগঠক ও পৌর আওয়ামীলীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, এনজিও প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন (সজল) বলেন, ‘আমি সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনকে গতিশীল ও সামগ্রীক উন্নয়নের ধারা অব্যাহত রেখে আপনাদের সকলের সার্বিক সহযাগিতা নিয়ে কাজ করে যাবো। জনগণের কাছে সেবা পৌছে দিতে স্ব স্ব অবস্থান থেকে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।’ মতবিনিময় সভায় সদর উপজেলার প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা ব্যুরো: দেবহাটায় শিশুবান্ধব স্থানীয় সুশাসন প্রতিষ্ঠায় অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান প্রক্রিয়া সম্পর্কে পুলিশ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা থানায় ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে এবং সেভ দ্যা চিলড্রেনের সহযোগীতায় অনুষ্ঠিত সভা হয়। উক্ত মতবিনিময় সভায় ব্রেকিং দ্যা সাইলেন্সের অফিস প্রধান শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মামুন-অর রশিদ(পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার উপ-পরিদর্শক এস.আই মাসুদুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এএসআই মাজরিহা হোসাইন, এএসআই জাহিদ হোসেন, এএসআই আশরাফ আলী, এএসআই তৌহিদুজ্জামান, ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রজেক্ট কোঅর্ডিনেটর আলমগীর হোসেন ও প্রজেক্ট অফিসার মনিরুজ্জামান টিটু। মতবিনিময়ে শিশুর অধিকার ও শিশু নির্যাতন এবং তার প্রতিকার সম্পর্কে বক্তারা মতামত তুলে ধরেন। সভায় সচেতনতা বৃদ্ধি শিশু নির্যাতন প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে উল্লেখ করে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

6-large
নওয়াপাড়া প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পুলিশিং ফোরামের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়ার গাজীরহাট বাজারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন পুলিশিং ফোরামের সভাপতি আসাদুজ্জামান রবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার উপ-পরিদর্শক এসআই মাসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অজয় ঘোষ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু গৌতম রায়, ইউপি সদস্য এমএ কাশেম, নুরুজ্জামান সরদার, মনিরুজ্জামান মনি, ইউনিয়ন যুবলীগের সভাপতি সুদান চন্দ্র বর, শ্রমিকলীগের সভাপতি ইশারাত আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনারুল আনারুল ইসলাম, ইউনিয়ন পুলিশিং ফোরামের সহ-সভাপতি আয়জুদ্দিন, যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম, ১নং ওয়ার্ড সভাপতি ইমান আলি, ২নং ওয়ার্ডের আজগর আলি, ৪নং ওয়ার্ডের বিশ্বনাথ ঘোষ, ৫ নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক, ৬নং ওয়ার্ডের হাবিবুর রহমান হাবিব, এবাদুল রহমান, আক্তার হোসেন, ৭নং ওয়ার্ডের মাহমুদ, মোন্তাজ হোসেন, সামসুর জামান, ৮ নং ওয়ার্ডের আকবর আলি, ৯নং ওয়ার্ডের শ্যাম মোল্যা, দাউত হোসেন, আবু জাফর, তাপস কুমার, মহিলা নেত্রী খালেদা মনি, আনোয়ারা খাতুন, রেবেকা পারভীন, আল্পনা রানি, ছাত্রলীগের সিদ্দিকুর রহমান, সাগর হোসেন, আব্দুল আলিম, ফিরোজ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ইউনিয়ন পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আনিছুর রহমান বকুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আইএফএমসি মাঠ স্কুলের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বিকালে দেবহাটা সদর ইউনিয়নের আজিজপুরে উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন  সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল ফজল, দেবহাটা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাহজাহান আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেবিএ কলেজের প্রভাষক স্বপন কুমার, ইউপি সদস্য আজগর আলী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, আফজাল হোসেন, আলাউর রহমান, কৃষক সহায়তাকারী গোলাম হোসেন, রফিকুল ইসলাম, প্রশিক্ষণার্থী মনিরুল ইসলাম, কল্পনা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোহাম্মাদ আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়ায় দশম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে জোর করে বাল্য বিবাহ দেওয়ায় অপরাধে সেই ছাত্রীর মাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলার কুশোডাঙ্গা ইউপি’র ধানঘোড়া গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলা নিবার্হী অফিস সূত্রে জানা যায় যে, ধানঘোড়া মহিলা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ও একই গ্রামের নজরুল ইসলামের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ফারহানা খাতুন (১৫) কে তার মা জাহিদা খাতুন জোর করে মেয়ের অমতে বাল্য বিবাহ দেওয়ার জন্যে দিনক্ষণ ঠিক করে। মেয়ে বিয়েতে রাজি না হওয়ায় সে উপজেলা নিবার্হী অফিসারকে জানায়। খবর পেয়ে নিবার্হী অফিসার উত্তম কুমার রায় বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ছাত্রী ফারহানাকে বাল্য বিবাহ দেওয়ার অপরাধে তা মা জাহিদা খাতুনকে ৫শ টাকা জরিমানা করে এবং বাল্য বিবাহ বন্ধ করে দেয়। এসম উপস্থিত ছিলেন কুশোডাঙ্গা ইউপি’র চেয়ারম্যান আসলাম খান, একটি বাড়ি একটি খামারের সম্বয়কারী আনারুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসের বেঞ্চ সহকারী এম এ মান্নান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

sam_3139-copy
আশাশুনি প্রতিনিধি: সমাজ ভিত্তিক ঝুঁকি হ্রাস (সিবিডিআরআর) কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, মহিলাদের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুঁইজালা বি.এম.আর.বি স্কুল মাঠে এ উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি সাতক্ষীরা সদর ২আসনের সংসদ সদস্য রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মীর মোস্তাক আহমেদ রবি। পুঁইজালা সিডিওমসি কমিটির সভাপতি দেবব্রত মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক আফসার উদ্দীন সিদ্দিক, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, পৌর কাউন্সিলর জোস্যনা আরা, সৈয়দ হায়দার আলী তোতা। এছাড়াও উপস্থিত ছিলেন আতিকুর রহমান, শরীফ খানসহ অনেকে। এসময় পুঁইজালা বি.এম.আর.বি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৬০জন শিক্ষার্থীদের মাঝে একটি স্কেলবক্স ও একটি করে খাতা বিতরণ করা হয়। এ ছাড়া ৬ষ্ট  শ্রেণির ১২০জন শিক্ষার্থীকে একটি স্কুল ব্যাগ দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠান চলাকালিন সময়ে সদর হাসপাতালের মেডিকেল অফিসার গাইনী ডা. কানিজ ফাতেমা ৬০জন মহিলাকে চিকিৎসা সেবাদেন। এ সব মহিলাদের মাঝে ১১ প্রকার ঔষধ ফ্রি বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest