ataroy-pic-13-11-16
তালা প্রতিনিধি: তালায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দফা সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়েছে। স্থানীয়দের সহায়তায় ৯জনকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে তালা উপজেলার আটারই গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা যায়, তালা উপজেলার আটারই গ্রামের মৃত কওছার গাজীর পুত্র আলাউদ্দিন গাজীর সহিত মৃত হেমায়েত গাজীর পুত্র জামাল গাজী মধ্যে পৈত্রিক ৩২ শতক জমি-জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। রবিবার সকালে জামাল গাজী বসতঘর বাঁধতে গেলে উভয় পক্ষের সংঘর্ষে ৪/৫ জন আহত হয়। তাদেরকে চিকিৎসার জন্য তালা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের ভিতরে জামাল গাজী গংদের লোকজন লাঠি-সোটা ও ইট নিয়ে দ্বিতীয় দফায় হামলা করে। এ সময় দু’দফা সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে আটারই গ্রামের খলিল গাজী (৫০), আব্দল হক গাজী (৪২), ইয়াছিন গাজী (৪৮) সাইদ সরদার (২২), জামাল গাজী (৫৮), ছকিনা বিবি (৪৫) রুহুল আমীন গাজী (৫৫) আহত অবস্থায় তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে আব্দুল হক গাজীর অবস্থা আশংকা জনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছিল। এ ঘটনায় তালা থানায় মামলার প্রস্তুতি চলছে। তালা থানা ওসি মোঃ ছগীর মিঞা ঘটনাটির সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: নির্যাতনের হাত থেকে রেহাই পেতে স্বামী ও ননদের নামে আদালতে মামলা দায়ের করায় সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের এক গৃহবধূ ও তার বাবার পরিবারের সদস্যদের বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভয়ে নির্যাতিত গৃহবধূ খাদিজা খাতুন বৈকারী গ্রামে বাবা আব্দুর রশিদ মোল্যার বাড়িতে আশ্রয় নিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার কালিয়ানি ছয়ঘরিয়া এলাকার মৃত মোছেল উদ্দীন সরদারের ছেলে এশারুল ইসলামের সাথে ১৯৯৫ সালের ৫ ডিসেম্বর বৈকারী গ্রামের আব্দুর রশিদ মোল্যার মেয়ে খাদিজা খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় এশারুল শ্বশুর বাড়ি থেকে যৌতুক হিসেবে নগদ ৫০ হাজার টাকাসহ এক লাখ টাকার মালামাল যৌতুক হিসেবে গ্রহণ করে। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের সোনালী খাতুন (১৪) নামের একটি মেয়ে ও সাবির হোসেন (২) নামের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে স্বামী এশারুল যৌতুকের দাবিতে প্রতিনিয়ত খাদিজার উপর শারীরিক ও মানুষিক ভাবে নির্যাতন চালাতে থাকে। এক পর্যায় এশারুলের বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মিমাংসা করে দেন। এরপর শান্তিতে ঘরসংসার করার একপর্যায় গত ১২ই জুলাই এশারুল তার বোন রোমেছা খাতুনের পরামর্শে ব্যবসার জন্য বাবার বাড়ি থেকে এক লাখ টাকা আনতে স্ত্রীর উপর ব্যাপক চাপ সৃষ্টি করেন। খাদিজা বিষয়টি তার মাকে জানালে ওই দিনই তিনি ছয়ঘরিয়া গ্রামে জামাতার বাড়িতে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে  মায়ের সামনে এশারুল তার স্ত্রীর মাথায় ও হাতের কব্জিতে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় পুলিশ থানায় মামলা নিতে অস্বীকার করায় খাদিজা নিজে বাদী হয়ে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী এশারুল ও তার বোন রোমেছার নামে একটি অভিযোগ দাখিল করেন। আদালত বাদির অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। নির্যাতিত গৃহবধু খাদিজা খাতুন জানান, থানায় মামলা রেকর্ড হওয়ার পর তার স্বামী এশারুল ও তার লোকজন বাবার বাড়িতে পুলিশ পাঠিয়ে এ মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করছে ও তার বাবা ও ভাইদের বিভিন্ন মিথ্যে মামলায় জড়িয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। বর্তমানে তিনি বাবার বাড়িতে আশ্রয় নিয়েও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে, গৃহবধূর স্বামী এশারুল তার স্ত্রীকে নির্যাতনের বিষয়টি অস্বীকার করে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ২/৩ দিন আগে বিষয়টি মীমাংসা করা হয়েছে। মামলার বাদি পক্ষের আইনজীবি এড. নুরুল আমিন জানান, কাগজ কলমে মামলাটি এখনও মীমাংসা হয়নি। তবে মামলাটি তুলে নেয়ার জন্য বাদীকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিনোদন ডেস্ক: বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন থাকেন দক্ষিণ মুম্বাইয়ের পেল্লাই শহরের একটি বহুতল ভবনের ২৬ তলার ফ্ল্যাটে। চার বিএইচকের সেই ফ্ল্যাটটির দাম মাত্র ১৬ কোটি। সম্প্রতি সেই অ্যাপার্টমেন্টের ৩০ তলায় আরো একটি ফ্ল্যাট কিনলেন তিনি।তবে জানা যায়, ফ্ল্যাটটি তিনি নিজের জন্য ক্রয় করেননি। প্রেমিক রণবীরের জন্যও কিনেননি। দীপিকা ৪০ কোটির এই ফ্ল্যাট উপহার দিলেন তার বাবা প্রকাশ পাড়ুকোনকে।প্রকাশ পাড়ুকোন মেয়েকে দেখতে প্রায় মুম্বাইতে আসেন পুরো পরিবার নিয়ে। কিন্তু তার সঙ্গে পরিবার যাতে একই অ্যাপার্টমেন্টে থাকতে পারে সে কারণেই ফ্ল্যাট কেনা হয়েছে বলে নায়িকার ঘনিষ্ঠমহল সংবাদমাধ্যমকে জানিয়েছে।বাবাকে ফ্ল্যাটটি উপহার দেওয়ার জন্য সাজানো গোছানোর কাজ করছেন দীপিকা। নতুন অ্যাপার্টমেন্টই হতে যাচ্ছে ‘বাজিরাও মাস্তানি’ তারকার মা-বাবার নতুন ঠিকানা। তারা এখন থাকেন বেঙ্গালুরুতে।চমৎকার ফ্ল্যাটটি দেখে প্রকাশ পাড়ুকোন মুগ্ধ হয়েছেন। কারণ এখানে আছে প্রাকৃতিক পরিবেশে হাঁটার সুযোগ, সুইমিং পুল এবং ব্যাডমিন্টন ও স্কোয়াশ কোর্ট। দীপিকা মনে করছেন, তার স্বাস্থ্যসচেতন বাবার জন্য এটাই যুতসই থাকার জায়গা।বলিউড তারকাদের বেশিরভাগই থাকার জন্য বান্দ্রা নয়তো আন্ধেরিকে প্রাধান্য দেন। কারণ স্টুডিও এবং প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর কার্যালয় এর আশেপাশে। সেদিক থেকে খুব কম তারকার বসতি মুম্বাইয়ের কেন্দ্রে। দীপিকা তাদেরই একজন।এদিকে সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’ ছবির কাজ শুরু করেছেন দীপিকা। আগামী বছরের ২০ জানুয়ারি মুক্তি পাবে তার প্রথম হলিউড ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: দেশের মোবাইল ফোন অপারেটরগুলোর সেবার মান, বিশেষ করে, কল ড্রপ, ভয়েস কল ও ইন্টারনেটের বিভিন্ন বান্ডেল প্যাকেজ ও দাম সম্পর্কে জনগণের মতামত সরাসরি জানতে গণশুনানির আয়োজন করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)।বিটিআরসির উদ্যোগে আগামী ২২ নভেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবারের মতো এ গণশুনানি হবে। রোববার বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। যারা গণশুনানিতে অংশ নিতে চান, তারা বিটিআরসির কলসেন্টারে ফোন করে (শর্ট কোড ২৮৭২) অথবা বিটিআরসির ওয়েবসাইটে (http://www.btrc.gov.bd/registration-forom) নির্ধারিত ফর্ম পূরণ করে ১৭ নভেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। অংশগ্রহণেচ্ছুকদের ফিরতি ইমেইল/এসএমএস/ফোন করে যথাসময়ে অবহিত করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণশুনানিতে মোবাইল অপারেটরদের কল ড্রপ ও বিভিন্ন প্যাকেজ (ভয়েস, ডাটা, বান্ডল) এবং এর মূল্য সম্পর্কে অভিযোগ জানানো যাবে। এ ছাড়া বায়োমেট্রিক সিম নিবন্ধন, সাইবার অপরাধ, মোবাইল ফোনে হুমকি, ফেসবুক ব্যবহারে নিরাপত্তা, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, মোবাইল অপারেটরদের কলসেন্টারের মাধ্যমে সেবা সংক্রান্ত অভিযোগ এবং সংশ্লিষ্ট অন্যান্য টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবার বিষয়ে জনসাধারণ/গ্রাহকদের অভিযোগ ও এ সম্পর্কিত বিভিন্ন মতামত নেয়া হবে।গণশুনানিকালে বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তা, মোবাইল ফোন অপারেটর ও অন্যান্য টেলিযোগাযোগ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা গ্রাহকদের প্রশ্নের জবাব দেবেন। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মোবাইল ফোন ব্যবহারকারী ও বাংলাদেশের ভোক্তা সংঘের প্রতিনিধি, আইনজীবী, শিক্ষক, গবেষক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট পেশাজীবীসহ নিবন্ধন করা যেকোনো ব্যক্তির জন্য গণশুনানি উন্মুক্ত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: বিশ্বকে হতবাক করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে কোনো রাজনৈতিক দায়িত্বের অভিজ্ঞতা না থাকা ট্রাম্প নির্বাচনের পর হোয়াইট হাউজে যাওয়া নিশ্চিত করেছেন।  তবে হোয়াইট হাউজের স্থায়ী বাসিন্দা হিসেবে থাকার ইচ্ছে নেই বলে জানিয়েছেন ট্রাম্প। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর হোয়াইট হাউজে স্থায়ী বাসিন্দা হিসেবে না উঠে শুধুমাত্র কাজের সময়ই সেখানে যাবেন ট্রাম্প। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার। ট্রাম্প জানিয়েছেন, তিনি হোয়াইট হাউজে কাজের সময় থাকবেন আর বাকি সময়টা ম্যানহাটনে তার নিজের অ্যাপার্টমেন্টে থাকবেন। ইতোমধ্যেই এ বিষয়ে তিনি তার উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। ট্রাম্পের উপদেষ্টা জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জয় অনেকটা বিস্ময়ের ব্যাপার ছিল। নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, ট্রাম্পের অ্যাপার্টমেন্টে ২৪ ক্যারেট স্বর্ণ এবং দামি মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এমন বিলাসিতার জীবন ছেড়ে হোয়াইট হাউজে ট্রাম্প এবং তার পরিবার থাকতে পারবেন কিনা সেটা ভাবনার বিষয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সোনার দাম কমেছে

কর্তৃক daily satkhira

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দেশের বাজারেও সোনার দাম ভরিতে ১ হাজার ৫১৭ টাকা কমেছে। সোনার সঙ্গে রুপার দরও কমেছে ভরিতে ২৯২ টাকা। নতুন দর সোমবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি।নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৬ হাজার ৮৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৬৭৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৮ হাজার ৪৯১ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৬ হাজার ১০ টাকা।সারা দেশের জুয়েলার্সে আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৩৪৭ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ১৮৯ টাকা, ১৮ ক্যারেট ৩৯ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৭ হাজার ৫২৭ টাকা বিক্রি হচ্ছে।এর আগে চলতি বছরের ২৬ জুন সর্বশেষ সোনার দর ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল। তার এক সপ্তাহ আগে এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল। সনাতন পদ্ধতির সোনা পুরনো স্বর্ণালঙ্কার গলিয়ে তৈরি হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে, তার কোনো মানদণ্ড নেই।রুপার দর কমেছে ভরিতে ২৯২ টাকা। সোমবার থেকে প্রতি ভরি রুপা ৯৯৩ টাকায় (প্রতি গ্রাম ৮০ টাকা) বিক্রি হবে। রোববার পর্যন্ত এর দর ছিল এক হাজার ২২৫ টাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক: একটি জীবন্ত গাঁজা গাছসহ আটক সাতক্ষীরা পাসপোর্ট অফিস কর্মচারি ওদিদুর  রহমান পান্নাকে পনের দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে পান্নাকে গ্রেফতার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ফিরোজ হোসেন মোল্লা জানান পাসপোর্ট অফিস কর্মচারি পান্না তার নিজের মাছের ঘেরে গাঁজার চারা লাগিয়েছেন এমন খবর পেয়ে পুলিশের এএসআই তৌহিদুর রহমান ঘটনাস্থল সদর উপজেলার পায়রাডাঙ্গায় যেয়ে একটি গাঁজার গাছ দেখতে পান। এ সময় গাঁজাগাছসহ পান্নাকে গ্রেফতার করা হয়। তবে পান্না জানিয়েছেন তিনি গাঁজা গাছ চেনেন না। তার জমিতে এমনিতেই জন্মেছে গাছটি। ওসি জানান পরে তাকে সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মনিরা পারভিনের আদালতে হাজির করা হয়। আদালত তাকে ১৫ দিনের কারাদন্ড দেন। ওদিদুর রহমান পান্না সাতক্ষীরা পাসপোর্ট অফিসের কর্মচারি ও পায়রাডাঙ্গা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1479014538ডেস্ক রিপোর্ট: বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ সাতজন  নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য। রোববার ভোররাত ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যরা হলেন—কনস্টেবল শাজাহান, আলমগীর, শ্যামল এবং পুলিশের বেতার বিভাগের শামসুল ও সোহেল।  নিহত ট্রাক ড্রাইভার ও বাবুর্চির নাম-পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনায় আহত তিনজন হলেন—উপপরিদর্শক (এসআই) মইনুল, সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল ও কনস্টেবল মনোয়ার। তাঁদের মধ্যে এসআই মইনুলের অবস্থা গুরুতর। তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাল আনতে কুড়িগ্রাম থেকে একটি ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন আট পুলিশ  সদস্য। ওই ট্রাকে তাঁদের সঙ্গে চালক ও একজন বাবুর্চি ছিলেন।

ট্রাকটি বগুড়ার শেরপুরের মহিপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী সিমেন্টবোঝাই অপর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাকে থাকা চার পুলিশ সদস্য নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত বাকি ছয়জনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। এক ট্রাকের সাতজনের মৃত্যু হলেও অপর ট্রাকে থাকা চালক কিংবা সহকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest