সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতাসাতক্ষীরায় অসহায় দু:স্থদের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণসামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তির বিরুদ্ধে সাতক্ষীরা পৌর বিএনপির বিবৃতিসাতক্ষীরায় জালানার গ্রিল কেটে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিসাতক্ষীরাসাব রেজি: অফিসের বালাম বই ছিড়ে নকল দলিল তৈরির অভিযোগ: ইউপি চেয়ারম্যানসহ ৫জনের বিরুদ্ধে মামলাদেবহাটায় নওয়াপাড়া নাংলা বাজার বিএনপির কর্মীসভাসাতক্ষীরায় আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষে পুকুর প্রস্তুতি-জৈব নিরাপত্তা শীর্ষক কর্মশালাকালক্ষেপন না করে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্বভার দেয়ার আহবানসাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনাশ্যামনগরে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা-সংঘর্ষ : ১৪৪ ধারা জারি

সুভাষ ঘোষের বাড়িতে ডাকাতির ঘটনায় নিন্দা প্রতিবাদ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সাতক্ষীরা জেলা মন্দির সমিতির জেলা নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে গত শুক্রবার দিবাগত রাতে দেবহাটা- উপজেলার শাখার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে পরিবারের সদস্যদের হাত, মুখ ও চোখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির তীব্র ক্ষোভ নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিবৃতি প্রদান করেছেন,

ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, পূজা পরিষদের সহ-সভাপতি ঘোষ সনৎ কুমার, সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যনার্জি, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সিদ্ধেশ^র চক্রবতী, সুধাংশু শেখর সরকার, গৌর চন্দ্র দত্ত, এড. তারক মিত্র, পৌল সাহা, এড. অনিত মুখার্জী, নয়ন কুমার সানা, এড. কুন্ডু তপন, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, অসীম কুমার দাশ সোনা, বিকাশ চন্দ্র দাশ, রায় দুলাল চন্দ্র, বলাই চন্দ্র দে, প্রবীর পোদ্দার, থিউফিল গাজী, অমিত কুমার ঘোষ বাপ্পা, সুজন বিশ^াস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাসেল ভাইপার সাপ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই— এমপি রুহুল হক

কে এম রেজাউল করিম দেবহাটা : সাতক্ষীরা সহ সারা দেশে আতঙ্ক ছড়ানো রাসেল ভাইপার সাপ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার আ ফ ম রুহুল হক এমপি।
এ বিষয়ে তিনি সাতক্ষীরার স্বাস্থ্য প্রশাসনকে জরুরি নির্দেশনা দিয়েছেন। সব হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রাখার পাশাপাশি কোনও অবস্থাতেই যেন অ্যান্টিভেনমের স্টক খালি না থাকে, সেই নির্দেশনাও দেন। ডাঃ রুহুল হক সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় পরিচালক, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে জরুরি ভার্চুয়াল বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাসেল ভাইপার নিয়ে আমি জনগণকে বলব, আপনারা আতঙ্কিত হবেন না। রাসেলস ভাইপারের যে অ্যান্টিভেনম সেটা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ আছে। আমি পরিষ্কার নির্দেশ দিয়েছি কোনও অবস্থাতেই অ্যান্টিভেনমের ঘাটতি থাকা যাবে না।

তিনি আরও বলেন, সর্পদংশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। অনতিবিলম্বে ডাক্তারের কাছে নিয়ে গেলে এক্ষেত্রে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব।

ডা. রুহুল হক এ বিষয়ে জনসচেতনতা তৈরি করার জন্য প্রচার প্রচারণার ওপর জোর দেন। তিনি বলেন সর্পদংশনের বিষয়ে জনগণকে সচেতন করা খুবই জরুরি। রোগীকে হাসপাতালে আনতে যাতে দেরি না হয় সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভা

তালা প্রতিনিধি :
শনিবার (২৯ জুন) সকালে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সভা উপলক্ষ্যে সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক সূর্য্য পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। শিক্ষক চামেলী রানী করের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সহকারী অধ্যাপক প্রশান্ত রায়, প্রভাষক ইবাদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সরদার, উপজেলা স্কাউটস এর সম্পাদক এনামুল হক, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ জুনায়েদ আকবর,

নারায়ন চন্দ্র মজুমদার, শিক্ষক বিশাল কান্তি দাশ, কপি তপন পাল, নাট্যকার কাজী জাহাঙ্গীর, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদার, শেখ ফারুক হোসেন, নারায়ন সাধু, বিধান চন্দ্র দাশ, অমল চন্দ্র দাশ, সুনীল কর্মকার, সৈয়দ আব্দুল্লাহেল হাদী, তিথী চক্রবর্তী, অরবিন্দু রায়, বৈশালী মন্ডল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

নিজস্ব প্রতিনিধি: অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ উপার্যানের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাতক্ষীরা থেকে অনলাইন জুয়াচক্রের ১০সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোপন সংবাদ ও বিভিন্ন গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার দিনভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়৷ এসময় তাদের কাছ থেকে ১৬টি স্মার্টফোন জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তারেক ফয়সাল বিন ইবনে আজিজ জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে অবৈধ ঘোষিত জুয়ার সাইট পরিচালনা করে আসছিল। যেটা অনলাইন মনিটরিং এবং গোপন সংবাদের মাধ্যমে জেলা পুলিশের নজরে আসে। একপর্যায়ে গোয়েন্দা তৎপড়তার মাধ্যমে শুক্রবার দিনভর জেলার শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও তালা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দ্বায়ের করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গ্রাহকের শত কোটি হাতিয়ে পালিয়েও শেষ রক্ষা হলো না প্রাণনাথ দাসের

আসাদুজ্জামান ঃ বাড়তি লাভের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রায় শত কোটি হাতিয়ে নিয়েও শেষ রক্ষা পেলেন না প্রগতি এনজিও পরিচালক প্রণনাথ দাস। পালিয়ে গিয়ে ভারতে দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফিরেই আজ শনিবার সকালে তার নিজ বাড়ি শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে পুলিশের হাতে আবারো গ্রেপ্তার হয়েছেন। এদিকে, বিক্ষুদ্ধ আমানতকারীরা টাকা ফেরত পাওয়ার আশায় থানার সামনে ভিড় করছেন।

জানা যায়, অধিক লাভের প্রলোভন দেখিয়ে সাতক্ষীরা ও তার আশেপাশের জেলার সহজ সরল নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর হাজার হাজার মানুষের ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে প্রায় শত কোটি টাকা হাতিয়ে নেয় শহরের কামালনগর এলাকার প্রগতি নামের স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক প্রানাথ দাস। শহরের পুরাতন সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরের পাশে রয়েছে তার আলিশান বাড়ি। সেখানে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন। কিন্তু গত বছরের শেষ দিকে এসে গ্রাহকদের আমানতের টাকা ও লভ্যাংশ ফেরত দিতে প্রাণনাথ গড়িমোশি শুরু করেন এবং তিনি আতœগোপনে চলে যান। কোন উপায় না পেয়ে আমানত কারীদের কেউ কেউ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন প্রতিকার পাননি। একপর্যায়ে গত বছরের ১৯ ডিসেম্বর শত শত গ্রাহক প্রগতি কার্যালয়ে এসে দেখেন অভিভাবকহীন অবস্থায় পড়ে রয়েছে অফিসটি। তার বাড়িতেও তালা মারা অবস্থায় দেখতে পেয়ে গ্রহকদের চোখে মুখে হতাশার ছাপ নেমে আসে। গ্রহকরা তাদের টাকা ফেরত পাওয়ার দাবীতে বিক্ষোভও করেন। এরই মধ্যে চলতি বছরের ১৯ মার্চ ভারতের উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা এলাকা থেকে সে দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হন। এরপর সেখানে কয়েকমাস কারাভোগের পর দেশে ফিরে আজ সকালে সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার কিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে ঘেরে বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ঘেরের বাসা থেকে আবুল হাসা‌ন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) সকালে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আবুল হাসা‌ন (৩৫) ৯নং সোরা গ্রামের মুনসুর আলী মালীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত মধ্য রাতে আবুল হাসান ৯নং সোরার খালপাড় এলাকায় তার নিজস্ব মাছের ঘের পাহারা দিতে যায়। শনিবার সকাল ঘেরের বাসায় তার ঝুলন্ত মরদেহ দেখা যায়।

এ বিষয়ে তার বড় ভাই হুদা মালী জানান, আবুল হাসান রাত ১২টার দিকে নিজস্ব মাছের ঘের পাহারা দিতে যায়। এরপর সকালে আমি ও আমার চাচা ঘেরে আটন ঝাড়তে যায়। এক পর্যায়ে পাশের ঘেরের মালিক হাসানের মৃত্যুর খবর আমাদের জানায়। আমরা দ্রুত ঘেরের বাসায় গিয়ে হাসানের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। সেখানে গিয়ে দেখা যায় ঘেরের বাসার আড়ার সাথে একটি চিকন লাইলনের দড়ি গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে। তার এক পা খাটের উপরে আর একটা পা মাটিতে পড়ে আছে।

হাসানের ভগ্নিপতি মিজানুর রহমান জানান, হাসানকে যেভাবে ঝুলতে দেখা গেছে সেটা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। ওর (হাসানের) একটা পা খাটের ওপরে আরেকটি পা মাটিতে লেগে ছিল।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আপাতত অপমৃত্যুর মামলা হয়েছে। রিপোর্ট আসলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার পুনঃগঠন

নিজস্ব প্রতিনিধি : “মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গিকার” এই শ্লোগানকে সামনে রেখে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার পূণঃগঠিত ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মুসসক/কেন্দ্রীয় পত্র-২ জেলা আহবায়ক কমিটি পূণঃগঠন সাতক্ষীরা স্বারকে ০৪জুন ২০২৪ তারিখে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা স্বাক্ষরিত সাতক্ষীরা জেলার পূর্বের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিজয় কুমার ঘোষকে আহবায়ক ও মো. আব্দুর রশিদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে।

মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে ও সংগঠনকে শক্তিশালী করতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার পূণঃগঠিত কমিটির অন্যান্যরা হলেন-যুগ্ন আহবায়ক কাজী মিঠু, আশরাফুল হাসান খান চৌধুরী শান্ত, সদস্য-প্রভাস কুমার দাস, মো. জামাল হোসেন, হুমায়ুন কবির মনা, এ্যাডভোকেট আশরাফুল আলম বাবু, মো. রফিকুল ইসলাম বাবলু, মো. সাইফুল ইসলাম, মো. রাজু আহমেদ পিয়াল, মো. আলমগীর হোসেন, মো. হুমায়ুন কবির, হাসানুর রহমান নুর, মো. জাহাঙ্গীর আলম লিটন, মো. সাইফুল ইসলাম মিন্টু, মো. সামিউল হাসান সজল, নাদিয়া ইয়াসমিন বিথি, মো. আব্দুর রাশেদ, কাজী রাশেদুল হক ও মো. সাইফুল ইসলাম। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার পূণঃগঠিত ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি সাতক্ষীরাবাসী তথা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধুলিহরে বিনা মূল্যে ৪০ জন কৃষকের মধ্যে সবজি বীজ বিতরণ

গ্রামীণ কৃষিতে উন্নয়ন যুবকদের সম্পৃক্তকরণ শ্লোগানে ধুলিহরে বিনা মূল্যে সবজি বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের নিজস্ব কার্যালয়ে সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: দিনেশ দত্ত।

যুব কল্যাণ তহবিল ও যুব ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের আয়োজনে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের নির্বাহী প্রধান মো: আছাফুর রহমান, সদস্য মঙ্গল সরদার, কৃষক প্রতিনিধি স্বপন দেবনাথ, আব্দুল মাজেদ, আবুল হোসেন, আব্দুল গফুরসহ অন্যান্য ব্যক্তিবর্গ। এসময় ৪০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest