সর্বশেষ সংবাদ-
কলারোয়া উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদনসাতক্ষীরা মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতাসাতক্ষীরায় অসহায় দু:স্থদের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণসামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তির বিরুদ্ধে সাতক্ষীরা পৌর বিএনপির বিবৃতিসাতক্ষীরায় জালানার গ্রিল কেটে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিসাতক্ষীরাসাব রেজি: অফিসের বালাম বই ছিড়ে নকল দলিল তৈরির অভিযোগ: ইউপি চেয়ারম্যানসহ ৫জনের বিরুদ্ধে মামলাদেবহাটায় নওয়াপাড়া নাংলা বাজার বিএনপির কর্মীসভাসাতক্ষীরায় আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষে পুকুর প্রস্তুতি-জৈব নিরাপত্তা শীর্ষক কর্মশালাকালক্ষেপন না করে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্বভার দেয়ার আহবানসাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ধুলিহরে বিনা মূল্যে ৪০ জন কৃষকের মধ্যে সবজি বীজ বিতরণ

গ্রামীণ কৃষিতে উন্নয়ন যুবকদের সম্পৃক্তকরণ শ্লোগানে ধুলিহরে বিনা মূল্যে সবজি বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের নিজস্ব কার্যালয়ে সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ধুলিহর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ডা: দিনেশ দত্ত।

যুব কল্যাণ তহবিল ও যুব ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের আয়োজনে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর যুব উন্নয়ন সংঘের নির্বাহী প্রধান মো: আছাফুর রহমান, সদস্য মঙ্গল সরদার, কৃষক প্রতিনিধি স্বপন দেবনাথ, আব্দুল মাজেদ, আবুল হোসেন, আব্দুল গফুরসহ অন্যান্য ব্যক্তিবর্গ। এসময় ৪০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাদক ও জুয়া মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে যুবকদের বই ও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে- সেজুঁতি এমপি

প্রেস বিজ্ঞপ্তি :
তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে তালা ব্রজেন দে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেজুঁতি।
উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম।

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সাবাদিক মীর জাকির হোসেনে সঞ্চলনায় উপস্থিত ছিলেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী মারুফ, বিধান চন্দ্র সাধু, সদস্য সাংবাদিক আব্দুল জাতীয় দলের সাবেক ডিফেন্ডার উদয় সাধু প্রমুখ।

খেলায় তালা সদর ইউনিয়ন ফুটবল একাদশকে ০-১ গোলের ব্যবধানে খলিলনগর ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী লাভ করেন। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মীর কাইয়ুম ইসলাম ডাবলু, সহকারী রেফারী শেখ হাবিবুর রহমান হাবিব, মো: আসাদুল ইসলাম। খেলা শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন তালা সদরের মো: শাওন, সেরা গোলা দাতা তালা সদরের মো: আলী হাসান। ধারভাষ্যকারের দায়িত্ব পালন করেন, শিক্ষক জাহাঙ্গীর হাসান ও প্রধান শিক্ষক রেহেনা আক্তার।
খেলায় প্রধান অতিথি লায়লা পারভীন সেজুঁতি এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে এই যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আজকের যুবকরা আগামী দিনের ভবিষৎ। সেই সাথে মাদক ও জুয়া মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে যুবকদের হাতে বই ও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তবেই গড়ে উঠবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স¥াট বাংলাদেশ।

খেলা শেষে প্রধান অতিথি লায়লা পারভীন সেজুঁতি এমপি ঐচ্ছিক ফান্ড থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে অনুদানের অর্থ বিতরণ ও গাছের চারা বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা আ.লীগের সহ সভাপতি শেখ সাহিদ উদ্দীনের সুস্থ্যতা কামনায় দোয়া

নিজস্ব প্রতিনিধি : দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের ভেলোরে চিকিৎসাধিন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ সাহিদ উদ্দীন সাঈদের সুস্থ্যতা কামনা করে সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু’র আয়োজনে শুক্রবার শহরের কাটিয়া শাহী জামে মসজিদে জুম্মা নামাজ শেষে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ সাহিদ উদ্দীনের সুস্থ্যতা কামনা করে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সম্পাদক এনছান বাহার বুলবুল, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মীর মোস্তাক আলী, সহ সভাপতি আশরাফুল কবির খোকন, যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান, জেলা যুবলীগের সাবেক আহবায়ক জুলফিকার রহমান উজ্জ্বল, আওয়ামী লীগ নেতা মীর মোশারফ হোসেন মন্টু, রেজাউল ইসলাম কাগজী, শাহাজাদা, শফিকুল ইসলাম ময়না, আজিজুল ইসলাম সহ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন কাটিয়া শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাও. হাফিজুর রহমান। দোয়া অনুষ্ঠানে জেলা আ.লীগের সহ সভাপতি শেখ সাহিদ উদ্দীনের সুস্থ্যতা কামনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহিদের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বিদ্যুৎ স্পর্শে কৃষকের মৃত্যু

তালা প্রতিনিধি:
মৎস ঘেরের মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে ইনছার মোড়ল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
ইনছার মোড়ল সাতক্ষীরা জেলার তালা উপজেলার শুকতিয়া গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে।

নিহতের পরিবারের বারত দিয়ে স্থানীয় গ্রাম পুলিশের দফাদার শের আলী জানান, গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে তার বাড়ির পাশের বিলে মৎস ঘেরের মটর মেরামত করতে যায় ইনছার মোড়ল । ওই সময় অসাবধান বসত সে বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

খলিষখালী ইউপি চেয়ারম্যান মোল্যা সাবীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

দেবহাটা প্রতিনিধি :
সাতক্ষীরায় অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল ওই বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণের গহনা, মোটরসাইকেলসহ নগদ ২০ লক্ষাধিক টাকার মালমাল লুটপাট করে।
শুক্রবার রাতে দেবহাটা উপজেলা দেবীশহর এলাকার নকূল চন্দ্রর ঘোষের পুত্র সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

সুভাষ চন্দ্র ঘোষ জানান, রাত ২টার দিকে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল প্রথম গেটের তালা কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে তার ভাই যোগেশ চন্দ্র ঘোষের ঘরে প্রবেশ করে তাদের অস্ত্রেও মুখে জিম্মি করে। এরপর একে একে অন্যান্য ৩ ভাইয়ের ঘরে গিয়ে তাদের জিম্মি করে লুটপাট চালায় ডাকাতদলের সদস্যরা। রাত ২ থেকে ৪ টা পর্যন্ত ওই বাড়িতে লুটপাট করে তারা। এসময় একটি মোটর সাইকেল ১০ ভরি স্বর্ণের গহনাসহ নগদ ২০ লক্ষ টাকা লুটপাট হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া একটি বন্দুকও নিয়ে যায় ডাকাতদলের সদস্যরা। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন বলেন, একটি ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ১০ ভরি স্বর্ণ ও নগদ ৫ লক্ষ টাকা নিয়ে গেছে ডাকাতরা। পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বিনামূল্যে নারিকেল চারা, ধান বীজ ও সার বিতরণ

আশাশুনি ব্যুরো:
আশাশুনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, রোপা আমন (উফশী) ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১.৩০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে নারকেল চারা ও রোপা আমন (উফশী) ধান ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং রেমালে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে প্রনোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের আওতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম।

উপ সহকারী কৃষি অফিসার দীপক মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। আলোচনা সভা শেষে ৫০০ কৃষকের মাঝে ৫টি করে ২ হাজার ৫০০ নারিকেলের চারা, ২১০০ কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি করে বীজ ধান, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।

বিতরণ কার্যক্রম তদারকি করেন, এসএপিপিও বেল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা তরিকুল ইসলামসহ সকল উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির খাজরা ও সদর ইউপির উপ নির্বাচনের তফশীল ঘোষণা

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলার খাজরা ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ এর উপ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ জুলাই ভোট গ্রহনের দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আলী সোহাল জুয়েল এ তপশীল ঘোষণা করেন।

তফশীল অনুযায়ী নির্বাচন অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই। মনোনয়নপত্র বাছাই করা হবে ৫ জুলাই। আপীল দায়ের ৬ থেকে ৮ জুলাই। আপিল নিস্পত্তি করা হবে ৯ জুলাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই।

প্রতীক বরাদ্দ ১১ জুলাই এবং ভোট গ্রহণ করা হবে ২৭ জুলাই।
উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় পদটি শূণ্য হয় এবং আশাশুনি সদরের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মারুফা খাতুন পদত্যাগ করায় পদটি শূন্য হয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে চেয়ারম্যানেদের শুভেচ্ছা

কে এম রেজাউল করিম দেবহাটা : সাতক্ষীরার উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের মধ্যে শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হওয়ায়,২৭ জুন সকাল ১০ টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন।

এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুল সহ কুলিয়া ইউপি সদস্য আবু সাঈদ উপস্থিত ছিলেন।

এদিকে খবর পাওয়া মাত্রই পারুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ ফুল ও ক্রেস দিয়ে শুভেচ্ছা জানান, প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, সদস্য রবিউল ইসলাম, সদস্য অসিম কুমার ঘোষ, নওয়াব আলী, নুরবানু কাদিরী, হাসিনা খাতুন, মুক্তি পারভীন, আব্দুর রকিব, ইসমাইল হোসেন, আব্দুল আলিম, ফারুক হোসেনসহ, ও গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest