সর্বশেষ সংবাদ-
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে স্মৃতি চারন ও দোয়ারমজানের পবিত্রতা রক্ষায় নগ্নতা বন্ধসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মিছিলআহলে হাদীছ যুব সংঘ সাতক্ষীরার মাহে রামাযানের পবিত্রতা রক্ষায় র‌্যালিসাতক্ষীরা সদর বিআরডিবি ইউসিসিএর বার্ষিক সাধারণ সভাসঙ্গীতা মোড়ে নিউ ভ্যারাইটি স্টোরের উদ্বোধনশেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় খালাস সাবেক সাংসদ হাবিব : সাতক্ষীরায় আনন্দ মিছিলকালিগঞ্জে ভার্মি কম্পোষ্ট ব্যবহারে স্থানীয় কৃষকদের সাথে এডভোকেসি সভাবাঁচতে চায় আশাশুনির অসহায় কৃষক জাহাঙ্গীরসাতক্ষীরায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এবি পার্টির পথসভাতৃতীয় স্বাধীনতার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি-আশাশুনিতে জামায়াত নেতা মুজিবুর রহমান

ফেলোশিপে দক্ষিণ কোরিয়ায় সামেকের ডা. পলাশ

প্রেস বিজ্ঞপ্তি :
মেরুদন্ডের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি এন্ডোস্কোপিক (না কেটে ফুটো করে) স্পাইন সার্জারির ওপর ফেলোশিপ প্রশিক্ষণে দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ)।

‘এআইএন মেডিকেল ফাউন্ডেশন’ এর আমন্ত্রণে কোরিয়ার সিউলের ‘এআইএন হসপিটাল’ এ ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট অবধি তিনি এ প্রশিক্ষণ গ্রহণ করবেন। কোরিয়ান স্পাইন সোসাইটির তত্ত্বাবধানে বিখ্যাত এন্ডোস্কোপিক স্পাইন সার্জন অধ্যাপক ক্যাংটেক লিম এর কাছে এ প্রশিক্ষণ গ্রহণ করবেন ডা. পলাশ। সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ স্পাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. শাহ আলম এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সাতক্ষীরা মেডিকেল কলেজে স্পাইন সার্জারি ইউনিট প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন ডা. পলাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল রোগীরাও যাতে স্পাইন সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা পায়, সেজন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করতে চাই।

এর আগে, চলতি বছরের মে মাসে সুইজারল্যান্ড ভিত্তিক স্পাইন ও অর্থোপেডিক সার্জারির আন্তর্জাতিক সংস্থা ‘এও স্পাইন’ আমন্ত্রণে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে মাসব্যাপী ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণ করেন ডা. পলাশ।

এ ছাড়াও তিনি দিল্লি, মেলবোর্ন, মুম্বাই, গুজরাট, চেন্নাই ও আসাম থেকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ নিয়েছেন। দেশি-বিদেশি গবেষণা জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা রয়েছে। তিনি নিয়মিত বিভিন্ন কনফারেন্সে বক্তৃতা ও অংশগ্রহণ করে আসছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বিএনপি কর্মী মিন্টুর সংবাদ সম্মেলন

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী জোয়াদ্দার আজহারুল ইসলাম মিন্টু বিএনপির কেউ নয় এমন ভিত্তিহীন প্রেস বিজ্ঞপ্তির প্রতিবাদে তালা প্রেসক্লাবের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকালে তালা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জোয়াদ্দার আজহারুল ইসলাম মিন্টু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৩ সাল থেকে তিনি উপজেলার খলিলনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তৎকালীন ওয়ার্ড সভাপতি মো. রশিদুজ্জামান অসুস্থ হয়ে পড়লে ইউনিয়ন বিএনপির’র মৌখিক সিদ্ধান্তে তিনি এ দায়িত্ব পালন করে আসছেন।

হামলা- মামলা নিয়ে বিএনপির দু:সময়ে তিনি নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে আসলেও সা¤প্রতিক সময়ে কে বা কাহারা ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে ইউনিয়ন বিএনপি’র নেতাদের ভুল বুঝিয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে ’বিএনপি’র কেউ নয়’ বলে উল্লেখ করে। এমন মিথ্যা ও বানোয়াট প্রেস বিজ্ঞপ্তির তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে স্থানীয় বিএনপি কর্মী খলিল আকুঞ্জি বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। দলের দুঃসময়ে তিনি কর্মীদের পাশে থাকেন এবং নানাভাবে সহযোগিতা করেন।

সংবাদ সম্মেলনের সময় তার সাথে খলিলনগরের ওয়ার্ড বিএনপির শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ

আসাদুজ্জামান: হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরায় পৃথক পৃথক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির দুই গ্রæপের আয়োজনে বৃহস্পতিবার শহরের পুরাতন মাইক্রোবাসস্ট্যান্ডে ও হাটেরমোড় এলাকায় এ অবস্থান কর্মসুচি পালিত হয়। এরআগে দুই গ্রæপ শহরে পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল দুটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা তাদের অবস্থান কর্মসূচি স্থলে গিয়ে মিলিত হয়। বিক্ষোভ মিছিল শেষে অবস্থান কর্মসূচিতে দুই গ্রæপে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান।

আহবায়ক ইফতেখার গ্রæপে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি, সদর উপজেলা বিএনপি’র আহŸায়ক এড. নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহবায়ক মো. শের আলী, সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারন হাফিজুর রহমান মুকুল, জেলা তাঁতীদলের আহবায়ক হাসান শাহারিয়ার রিপন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।

এছাড়া যুগ্ন আহবায়ক তারিকুল হাসান গ্রæপে আরো বক্তব্য রাখেন, তালা থানা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়, দেবহাটা থানা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক যুবদল সভাপতি ও বিএনপি নেতা আবুল হাসান হাদী, বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভূট্টো, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম ফারুক বাবু, বিএনপি নেতা আতাউর রহমান, আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, যুবদলের শহর সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ, আলিমুজ্জামান আলিম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা বলেন, স্বৈারচার খুনি হাসিনাসহ তার দোসররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীসহ অসংখ্য সাধারন জনতাকে নির্মমভাবে হত্যা করেছে। একই সাথে তারা গুম, খুন ও হত্যা করেছে অনেক বিএনপি নেতা-কর্মীদের। আমরা এ সকল ঘটনার বিচার চাই। খুনি হাসিনাসহ তার দোসরদের অতিদ্রæত দেশে ফিরিয়ে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা আরো বলেন, খুনি হাসিনাসহ তার দোসরা দেশ থেকে পালিয়ে এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সকল ষড়ন্ত্রে বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা এসময় ফ্যাসিবাদের এসব দোসরদের ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ধান ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে ধান ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের খড়িতলা এলাকায় এঘটনা ঘটে।

মারা যাওয়া যুবক খড়িতলা গ্রামের রফিকুল ইসলামের পুত্র আল ইমরান(২২)। এসময় আহত হয় তার ৮ম শ্রেণি পড়–য়া ছোট ভাই আল রায়হান।

স্থানীয়রা জানান, দুই ভাই সকালে তাদের নিজেদের ধান খেতে কাজ করছিল। সে সময় আকস্মিক বজ্রপাতে ইমরান ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত অবস্থায় ছোট ভাই আল রায়হানকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কৃষকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় পাট ক্ষেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে বৈকারী ইউনিয়নের মৃগীডাঙ্গা বিলের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
নিহতের শওকত আলী সানা (৪২) মৃগীডাঙ্গা গ্রামের মাসুদ সানার ছেলে।

বৈকারী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, শওকত আলী সানা দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করত।

মঙ্গলবার দুপুরে ক্ষেতের কাটা পাট বাঁধতে সে মৃগীডাঙ্গা -বাউখোলা বিলের মাঝে একটি পাট ক্ষেতে গিয়ে সন্ধ্যার পরেও ফিরে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আটটার দিকে পাট ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৪ আগষ্ট বিকাল ৫টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা কমিটির সদস্য আসাদুজ্জামান মুকুল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম। দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম,

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সমন্বয়ক আবিদ হাসান তানভির, ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাক আহম্মেদ দেবহাটা উপজেলার কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা সারাদেশের ন্যায় দেবহাটাকে শান্তিপূর্ণ রাখতে ও সকল সেক্টরে বৈষম্য দূর করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডাকাত আতঙ্কে সাতক্ষীরা শহরবাসী : মুনজিতপুর যুবসংঘ বাঁশি ও লাঠি হাতে পাড়ায় পাড়ায় পাহারা

নিজস্ব প্রতিনিধি : ডাকাত আতঙ্কে শহরবাসী মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে মুনজিতপুর যুব সংঘ বাঁশি ও লাঠি হাতে পাড়ায় পাড়ায় পাহারা দিচ্ছে। দেশি অস্ত্রের মুখে জিম্মি করে শহরের এক বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। গত ৫ই আগষ্ট ছাত্র আন্দোলনে দেশের রাজনৈতিক পরিবর্তন ঘটে। সেই সুযোগে একদল সুযোগ সন্ধানি দুঃকৃতিকারী শহর গ্রামের বিভিন্ন স্থানের অফিস, বাড়ী, ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করে লুটপাট করছে।

এ ঘটনার শিকার হয়েছে সাতক্ষীরা শহরের মুনজিতপুর সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়াডের বাসিন্দা মোহাম্মদ কেরামত আলীর পুত্র মোঃ ইনছার আলী। সে পেশায় কাঠমিস্ত্রী। ঘটনা সুত্রে জানাযায় গত ১২ আগষ্ট সোমবার রাত ৯ টা বাড়ীতে পুরুষ শূন্য। ইনছার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন জানান, আমি বাথরুম থেকে ঘরে পরিবেশ করতে আকষিক ভাবে মুখে কালো কাপড় বাধা কালো পোশাক পরিহিত ৩ জন যুবক আমার গলায় ছুরি ধরে এবং তারা বলতে থাকে টাকা পয়সা যা কিছু আছে বের করে দেয় আমি তাদেরকে বলি আমরা গরিব মানুষ ফার্নিচার কাঠমিস্ত্রির কাজ করে খায় আমাদের টাকা পয়সা নেই। না দিলে তোকে জবাই করে দেব। গলায় অস্ত্র ধরে জবাই করতে উদ্দত হয়। তখন আমি জীবন বাঁচাতে মৃত্যুর ভয়ে বলি আমাদের অনেক কষ্টের জমানো কিছু টাকা বিছানার তষকের নিচে আছে।

সেখানে রক্ষিত ১০ হাজার টাকা ছিল সেটা নিয়ে তারা চলে যাওয়ার সময় বলে চিল্লাচিল্লি করলে ফিরে এসে জবাই করে দিয়ে যাব বলে তারা চলে যায়। এ ব্যাপারে ইনছার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন সাতক্ষীরা আর্মি ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিয়েছে। এলাকাবাসী শেখ আহসানুল্লাহ বলেন, ইনছার আলীর বাড়ি ডাকাতি হয়েছে ফেসবুকে আমরা যা দেখছি এভাবে ডাকাতি হতে থাকলে আমরা ভীষণভাবে আতঙ্কের ভিতরে রয়েছি সকলে ই সজাগ থাকুন এবং প্রতিরোধ গড়ে তুলুন। ইনছার আলীর ভাই এস এম মহব্বত হোসেন বলেন, আমার ৬৫ বছর বয়সে মুজিতপুর এলাকায় এ ধরনের জঘন্য কাজ হতে দেখেনি। এর সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি। সেই থেকে এলাকাবাসী ডাকাত আতঙ্কে রাতে ঘুমাতে পারছে না। এলাকায় পাহারা ও পুলিশ প্রশাসনের কার্যক্রম না থাকায় মুনজিতপুর যুব সংঘ আব্দুল্লাহ ‘র নেতৃত্বে প্রায় ৪৫ জন যুবক বাঁশি ও লাঠি হাতে প্রতি রাতে রাত জেগে এলাকার যুবসমাজ মুনজিতপুর সহপাশ্ববর্তী এলাকার পাড়ায় পাড়ায় পাহারা দিচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরায় বিএনপির দুই গ্রæপের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি : ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গনহত্যাকারী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে সাতক্ষীরা জেলা বিএনপির দুই গ্রæপের পৃথক দুটি স্থানে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় শহরের পুরাতন মাইক্রোবাসষ্ট্যান্ডে ও সঙ্গীতা মোড়ে অনুষ্ঠিত পৃথক অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান ও জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম।

অবস্থান কর্মসূচী দুটিতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ন আহবায়ক হাবিবুর রহমার হবি, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, বিএনপি নেতা এড. তোজাম্মেল হোসেন তোজাম, আবুল হাসান হাদী, শের আলী, আবু জাহিদ ডাবলু, আহসানুল কাদির স্বপন, জেলা যুবদলের প্রধান সমম্বয়ক আইনূল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিবসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার দায়ে সৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাকে সর্বেচ্চ শাস্তি দি;েত হবে। ফ্যাসিবাদের দোসররা যাতে কোন ভাবে পার না পায় সেজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ ১৭ বছরে জুলুম নির্যাতন, গুম খুনের সাথে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest