সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালের দখল উচ্ছেদে আদালতের নির্দেশসাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধনপ্রকৃতিকে রাঙিয়ে তোলা বসন্তের রুপকন্যা শিমুল বিলুপ্তপ্রায়দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমী নিবন্ধিত কমিউনিটি শিশুদের জন্মদিন পালনশ্যামনগরে মাদ্রাসা দখল করে নেওয়ার চেষ্টা এবং মিথ্যা মামলায় আটক দুই শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেকআন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেএসডি সাতক্ষীরার শ্রদ্ধাসাতক্ষীরা পৌর তাঁতীদলের আয়োজনে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনসাতক্ষীরায় নিজের শিশু কন্যাকে পুড়িয়ে হত্যার পর মাকে পিটিয়ে হত্যা করল মানসিক ভারসাম্যহীনসাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে দিগন্ত পরিবহনের ধাক্কা: আহত ১৩

সাতক্ষীরায় ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প ২০ নভেম্বর

সাতক্ষীরায় ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প ২০ নভেম্বর

সাতক্ষীরায় ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

২০ ও ২১ নভেম্বর সাতক্ষীরা রসুলপুর এলাকার এম আলি পলি ক্লিনিকে ডাচ্ বাংলা ব্যাংকের সহযোগিতায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। ঔষধপত্রসহ সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে।

অর্থের অভাবে যেসব রোগীরা চিকিৎসা বঞ্চিত তাদের জন্যই এধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে নাম লিপিবদ্ধের জন্য ০১৭১২৪৪৭৪৯৭ নাম্বার মোবাইল ফোনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রেসবিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার পারুলিয়ায় বিএনপি নেতাদের নামে মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সেনাবাহিনীর নেতৃত্বে অস্ত্র বিরোধী অভিযানের সময় দেবহাটার খলিশাখালী ভূমিহীন জনপদে গনপিটুনিতে কামরুল ইসলাম নামে একজন মারা যায়।

এঘটনার পরে নিহত কামরুলের স্ত্রী বাদী হয়ে দেবহাটা থানায় দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নলতা ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমানসহ কয়েকজন বিএনপি নেতাদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে।

যার কারনে দেবহাটা ও কালীগঞ্জ বিএনপির আয়োজনে বুধবার বিকাল ৩টায় পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদী, সাবেক জেলা যুবদলের নেতা সাবেক কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক শরিফুজ্জামান সজিব, সাবেক জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মঞ্জুর মোর্শেদ মিলন, সাবেক জেলা ছাত্রদলের সদস্য সচিব মোমতাজুর রহমান চন্দন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, বাংলাদেশ প্রতিবাদ কমিটির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, দেবহাটা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সানা, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ইউপি সদস্য মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহবায়ক আহসানুর রহমান রাজিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ প্রমুখ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশ ও মানববন্ধনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিএনপি নেতাদের নামে এই বৈষম্যমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে যে সমস্ত ভূমিদস্যুরা এই খলিশাখালী এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদেরকে আসামী করতে হবে। একশ্রেনীর ভূমিদস্যুরা নিজেদের স্বার্থে নিরীহ ভূমিহীনদের ব্যবহার করছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে এই এলাকায় শান্তি স্থাপন করার জন্য নেতৃবৃন্দ প্রশাসনকে অনুরোধ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাছ কাটার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন সম্পা গোস্বামী

নিজস্ব প্রতিনিধি :
জেলা পরিষদের গাছ কাটার ভিত্তিহীন অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কালিগঞ্জের শিক্ষক ও এনজিও কর্মী সম্পা গোস্বামী। ১২ নভেম্বর সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদপালের আদালত তাকে ওই অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন।

এর আগে গত ১০ অক্টোবর কালিগঞ্জে জেলা পরিষদের গাছ কাটার ভিত্তিহীন অভিযোগে ভ্রাম্যমান আদালতে শিক্ষক ও বেসরকারি সংস্থা প্রেরণা’র নির্বাহী পরিচালক, মানবাধিকারকর্মী সম্পা গোস্বামীকে ১শ টাকা জরিমানা ও ২ দিনের কারাদন্ড প্রদান করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

এঘটনায় সম্পা গোস্বামী ওই ভিত্তিহীন অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। বিজ্ঞ আদালত পর্যালোচনা করে তাকে ওই অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বিএনপি নেতার বিরুদ্ধে চিংড়িঘের দখলের অভিযোগ!

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে ১২০০ বিঘা আয়তনের ‘বিসমিল্লাহ-০৩’ নামের একটি চিংড়িঘের দখলের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত দুইটার দিকে শতাধিক লাঠিয়াল দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ঝাাঁপা-সোনাখালী গ্রামে ঘেরটি দখল করে।

অভিযোগ রয়েছে, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমজাদুল ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমানের নেতৃত্বে ঘের দখলের ঘটনা ঘটেছে। এসময় ঘেরের চারদিকে লাগানো সিসি ক্যামেরা ভাঙচুরের পাশাপাশি কর্মচারীদের বেধড়ক মারধর করা হয়। বুধবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত ঘেরের ম্যানেজার হাবিবুর রহমানের কোনো হদিস মেলেনি। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতংক বিরাজ করছে।

ঘের মালিক রবিউল্লাহ বাহার জানান, দু’পক্ষের মামলা চলমান থাকায় সম্প্রতি বিজ্ঞ আদালত উক্ত ঘেরে একজন ‘রিসিভার’ নিয়োগ করেন। পরে বাদি পক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার আদালত পূর্বের আদেশ স্থগিত করলে রাত ৯টার দিকে বিএনপির সহ-সভাপতি আমজাদুল ও যুবদল সভাপতি হাফিজুরের নেতৃত্বে দখলের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, দখলের পরপরই হামলায় জড়িতরা ২০/২২টি জাল দিয়ে ৭০ মণেরও বেশি মাছ লুট করে। ঘের দখলের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় জমির মালিকদের মধ্যেও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

জমির মালিক মাখন লাল জানান, দীর্ঘদিন সাত্তার মোড়ল তাদের জমি জবর দখলে নিয়ে ঘের পরিচালনা করতো। তবে ৫ আগস্ট পট পরিবর্তনের পর সাত্তার মোড়ল বিএনপির সহ-সভাপতি আমজাদুল ইসলামের কাঁধে ভর করে নিরীহ জমি মালিকদের জিম্মি করার পুরানো কৌশলে মত্ত রয়েছে।

এবিষয়ে বিএনপি সহ-সভাপতি আমজাদুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এছাড়া অভিযুক্ত যুবদল সভাপতি হাফিজুর সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে দখলদার লাঠিয়াল বাহিনীর এক সদস্য জানান, সন্ধ্যার পর পাখিমারা এলাকা থেকে তিন/চারশ মানুষ ঘেরটি দখল করেছে। এসময় কিছু ভাঙচুরসহ কর্মচারীদের সামান্য মারধরের ঘটনা ঘটেছে।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, এবিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পদক্ষেপ নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে উপকূল দিবসে মানববন্ধন,১২ নভেম্বর’কে উপকুল দিবসের দাবী

শ্যামনগর প্রতিনিধিঃ ১২ নভেম্বর’কে উপকুল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর (মঙ্গলবার) সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি, উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি ও বারসিক মানববন্ধনের আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতির কারণ না হয়েও বাংলাদেশ চরম ঝুঁকিতে রয়েছে।

উপকূলের মানুষের ন্যায্যতার দাবিতে উপকূল দিবস ঘোষনা করতে হবে। একই সাথে উপকূলের পরিকল্পিত উন্নয়নে উন্নয়ন বোর্ড গঠনসহ বেড়িবাঁধ উঁচু করণ ও ঢালে কংক্রিটের বাঁধ নির্মাণ, জীববৈচিত্র রক্ষাসহ ১৯৭০ এর ভয়াল ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়টিকে স্মরণে রেখে দিনটিকে উপকুল দিবস ঘোষনা করতে হবে।

বক্তারা আরও বলেন, ১৯৭০ সালে ১২ নভেম্বরের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লাখ মানুষের প্রাণহানীর ঘটে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) ঐ দুর্যোগকে পৃথিবীর ইতিহাস সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হিসেবে তালিকাভুক্ত করেছে। এমতাবস্থায় দিবসটির রাষ্ট্রীয় স্বীকৃতি আশ্র প্রয়োজন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামকৃষ্ণ জোয়ারদার, কুমুদ রঞ্জন গায়েন, গাজী আব্দুল্লাহ আল মামুন, তৃপ্তি বিশ্বাস, কোহিনুর ইসলাম, বিধান মধু, বিশ্বজিৎ মন্ডল, প্রতিমা চক্রবর্তী, বরসা গাইন, এবং ওসমান গনি সোহাগ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে প্রধান শিক্ষক হযরত আলীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী’র উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১২ নভেম্বর) বেলা ১২টায় উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি প্রধানশিক্ষক মোঃ আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে জোবেদা সোহরাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সভাপতি মাষ্টার মোঃ আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান,উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাঁঠালবাড়ী এ জি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক রেজাউল ইসলাম, রনজিত বর্মন,মজনু এলাহী,নাজমুল হোসেন,

আমিনুল ইসলাম বকুল, জয়দেব বিশ্বাস,সুমিত কুমার বিশ্বাস, ছাত্র মমিনুর রহমান প্রমুখ।বক্তাগণ বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর,স্কুল চলাকালীন সময়ে সন্ত্রাসীরা স্কুলের ভিতর প্রবেশ করে প্রধান শিক্ষকের উপরে হামলাকারী কে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সন্ত্রাসীদের কোন দল নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে মানববন্ধনে অংশগ্রহনকারীদের মারধর

শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম (আমজাদ) এর বিরুদ্ধে মানববন্ধনের জেরে ৩ জন জমির মালিক/ মানববন্ধনে অংশগ্রহনকারীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, আবু মুছা, কাশেম গাজী ও আলআমিন নামে ৩ ব্যক্তির উপর হামলার ঘটনা ঘটেছে। প্রভাবশালী বিএনপি নেতার অনুসারীরা সোমবার রাতে (১১ নভেম্বর দিনগত) উপজেলার সোনাখালী ও পাতাখালী গ্রামে ঢুকে এসব হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে।

১১ নভেম্বর(সোমবার) পদ্মপুকুরের ঝাপা মৌজার ৪শ একর জমির একটি চিংড়িঘের দখল চেষ্টার প্রতিবাদে শতাধিক জমি ও ঘের মালিকরা মানববন্ধনে অংশ নেয়। হামলার শিকার আলআমিনসহ অন্যরা অভিযোগ করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয়নেতার আব্দুস সাত্তার মোড়লের পক্ষ নিয়ে আমজাদুল ইসলাম সম্প্রতি তাদের স্বত্ত দখলীয় ঘের জবর দখলের হুমকি দেয়।

তারা শতাধিক জমি ও ঘের মালিক সোমবার সোনাখালি বাজারে মানববন্ধন করে। যার ফলে রাতে চেয়ারম্যানের নেতৃত্বে বাবুল, আবু বক্কার, খোকন, শামিমসহ ২০/২২ জন লাঠি, রড, হাতুড়ি নিয়ে তাদের উপর হামলা করে। এসময় প্রাণভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে তারা জীবন রক্ষা করেছেন বলেও দাবি করেন। এর আগে মানববন্ধন শেষে বাড়িতে ফেরার পথেও আমজাদুলের নেতৃত্বে তাদের উপর হামলার চেষ্টা করা হয় বলে জানায় কাশেম গাজী নামে অপর ভুক্তোভোগী।

অভিযোগের বিষয়ে আমজাদুল ইসলাম জানান, রাতে কোন হামলার ঘটনা ঘটেনি। তবে মানববন্ধনে আমার ছবি ব্যবহারের ঘটনায় ক্ষুব্ধ কিছু মানুষ দুপুরের দিকে খেয়াঘাটে সামান্য উত্তেজিত হওয়ার চেষ্টা করেছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে অজ্ঞান পার্টির গডফাদার ২১ মামলার আসামী স্প্রে বাবু গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জে অজ্ঞান পার্টির গডফাদার ২১ মামলার আসামী আবুল খায়ের উরফে স্প্রে বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কালিগঞ্জের চৌবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আবুল খায়ের শ্যামনগর উপজেলার গৌরীপুর গ্রামের জবেদ আলী মিস্ত্রির পুত্র। বর্তমানে তিনি কালিগঞ্জের চৌবাড়ীয়া গ্রামে বসবাস করে।

আসামী আবুল খায়ের উরফে স্প্রে বাবু চেতনানাশক স্প্রে করে বাড়ির সকল কে অচেতন করে সর্বশ^ লুটপাট করার মাস্টার মাইন্ড। তার বিরুদ্ধে চুরি ডাকাতিসহ ২১ টি মামলা রয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান স্প্রে বাবুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest