সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটাসাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসআশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগ

জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীমের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিম।

তিনি শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত সাতক্ষীরা সদরের বল্লী, ঝাউডাঙ্গা, আগরদাড়ি, শিবপুর, বাঁশদা, কুশখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করে। এ সময় তাদের নিরাপত্তার জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। সনাতন ধর্ম অবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ লক্ষ্যে মতবিনিময় ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মন্ডপ গুলিতে উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন। জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, দুর্গাপূজা, আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

বিগত দিনের চেয়ে উৎসবমুখর পরিবেশে এবার পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। বিএনপি’র পক্ষ থেকে আপনাদের সব ধরনের সহযোগিতা করা হবে। কোন ব্যক্তি বা গোষ্ঠী মন্ডপে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। এ উৎসবে পিছনের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সামনে যাওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। এসময় জেলা ও সদর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির শোভনালীতে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দ

আশাশুনি ব‍্যুরো:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
শুক্রবার (১১ অক্টোবর) বিকালে শোভনালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও ইউনিয়ন যুবদলের পরিচালনায় হাজিপুর, বদরতলা, কৈখালী, বালিয়াপুর , শোভনালী ও কামালকাটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ও পূজা মন্ডপে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন বাবু,শোভনালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আশরাফুর রহমান মুকুল,সদস্য সচিব হারুন মোল্যা, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, প্রতাপনগর বিএনপির সদস্য সচিব মোস্তফা হেলালুজ্জামান হেলাল, বিএনপি নেতা তোতা সরদার, হাফিজুল ইসলাম,
শোভনালী ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, সদস্য সচিব মোর্ত্তজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাব্বির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুদ রানা, সদস্য সচিব ইমরান হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিপন হোসেন, ছাত্রদল নেতা আতিক হোসেন, শিমুল হোসেন, জাহিদুল ইসলাম, ফায়জুল ইসলাম, নাজমুল হোসেন প্রমুখ।

এসময় তারা পূজা কমিটি, দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন। নেতৃবৃন্দ পুজা চলাকালিন মন্ডপের যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বাজারে টাস্কফোর্সের অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: নিত্যপণ্যের বাজার পরিস্থিতি তদারকিতে মন্ত্রণালয়ের গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটি সাতক্ষীরায় অভিযান চালিয়েছে। শুক্রবার সকালে টাস্কফোর্স কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) বিষ্ণুপদ পালের নেতৃত্বে শহরের সুলতানপুর বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মূল্য তালিকা না থাকায় মুরগির মাংস ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ২ হাজার টাকা এবং উচ্চ মূল্যে বিক্রিয় করায় আলু ব্যবসায়ীহুমায়ুন কবিরকে ২শ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় টাস্কফোর্স কমিটির সদস্য সদস্যসচিব ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ,জেলা ক্যাবের সাধারণ সম্পাদক পারভীন আক্তার,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আরাফাত হোসেন ও তামীম তাসনীম উপস্থিত ছিলেন।

এ সময় কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষ্ণুপদ পাল বলেন, ‘আমরা বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করি। দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। দোকানমালিকদের বলা হয়েছে, যেন মুনাফার নামে সাধারণ মানুষদের ক্ষতি না করে। মুনাফার নামে অসাধু উপায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’অভিযান পরিচালনার সময় বাজারের ব্যবসায়ী নেতা, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে এক গৃহবধুকে জবাই করে হত্যা

নিজস্ব প্রতিনিধি :
এক গৃহবধুকে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধুর নাম কমলা খাতুন (৫৫)। তিনি দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী।
আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের গ্রাম পুলিশ রবিউল ইসলাম জানান, শুক্রবার ভোরে দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী কমলা খাতুনকে গলাকাটা অবস্থায় দক্ষিণ দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পড়ে আছে মর্মে তিনি খবর পান। বিষয়টি তাৎক্ষণিক প্যানেল চেয়ারম্যান শেখ মুকুল হোসেন ও ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল কাদেরকে জানানো হয়। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা এসে সকাল ১১টার দিকে কমলা খাতুনের লাশ উদ্ধার করে।

নিহতের স্বামী মোবারক আলী জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কমলা বেগমকে বিয়ে করেন। প্রথম পক্ষে খানজাহান আলী নামে তার এক ছেলে আছে। দ্বিতীয় পক্ষে অলিউর ও ফয়জুল নামে দুই ছেলে আছে। কমলা খাতুনের সঙ্গে তিনি এক ঘরে থাকেন না। শুক্রবার ভোরে নামাজ পড়তে উঠে তিনি কমলাকে ডেকে দিয়ে মাছের ঘেরে চলে যান। সকাল ৬টা ৫০ মিনিটে তিনি বাড়ি ফিরে কমলাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী বিচালীগাদার পাশে কমলার গলাকাটা লাশ দেখতে পান। পাশে হত্যাকাÐে ব্যবহৃত ছুরি ও এক জোড়া চপ্পল পড়ে ছিলো।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, কমলা খাতুনকে জবাই করে হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রহস্য উদঘাটনে কমলা খাতুনের স্বামীসহ তিন ছেলে ও তিন পুত্রবধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কমলা খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় জলাবদ্ধতা নিরসনে জরুরী মতবিনিময়

তালা প্রতিনিধি :
গত মাসের টানা বর্ষনের পানি এবং কেশবপুর এলাকা থেকে আসা পানি নিস্কাশন হতে না পেরে তালা উপজেলার একাধিক গ্রামে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষি ফসল, মাছের ঘের হারিয়ে মানুষ সম্বলহীন হয়ে পড়েছে। জলাবদ্ধ বাড়িতে মানুষ পরিবার পরিজন নিয়ে অমানবিক জীবন যাপন করছে।

আসন্ন বোরো মৌসুমে ধানচাষ নিশ্চিত করা সহ বিপদাপন্ন মানুষদের সহায়তার লক্ষ্যে জলাবদ্ধতা নিরসনে করনীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ এবং পানি কমিটির যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তালার উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। প্রধনি অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।
সভায় জলাবদ্ধতার ভয়াবহতা তুলে ধরে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন নদী ও পানি বিশেষজ্ঞ হাশেম আলী ফকির। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, বিএনপি নেতা মো. মহিউদ্দীন, গাজী সিরাজুল ইসলাম, জামায়াত নেতা ডা. জাকির হোসেন, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উন্নয়ন প্রচেষ্টা কর্মকর্তা শাহনেওয়াজ শাওন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, এসএম নাহিদ হাসান, উত্তরণের শেখ সেলিম আকতার স্বপন, দিলীপ সানা ও মো. আলামিন প্রমুখ।

সভায় তালা উপজেলার তেঁতুলিয়া, তালা সদর, ইসলামকাটী, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা, আটুলিয়াসহ আশপাশের এলাকার জলাবদ্ধতার পানি দ্রæত নিস্কাশনে জরুরী ভিত্তিতে করনীয় বিষয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তালায় সিএসও কমিটি গঠন

তালা প্রতিনিধি :
প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার সুরক্ষা ও সামাজিক অংশগ্রহন বৃদ্ধির লক্ষ্যে তালায় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এর আহবায়ক কমিটি গঠিত হয়েছে। রিচার্জ ইনেশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর হোপ প্রকল্পের সহযোগীতায় উপজেলা পর্যায়ে সিএসও গঠন উপলক্ষ্যে আলোচনা সভা বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে তালা বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম গণ-গ্রন্থাগার কক্ষে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন, রিইব’র হোপ প্রকল্প সমন্বয়কারী বিকাশ দাশ।

এসময় তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, চিত্র শিল্পী শেখর চন্দ্র দাশ, অধিকার কর্মী দিলিপ দাশ, এনজিও কর্মী চায়না দাশ, অসিত কুমার, স্বপ্না বিশ^াস, জুয়েল সরকার, শংকর কুমার দাশ, তারেক সরকার, লাইব্রেরীয়ান আফজাল হোসেন ও রিইব এর রেহেনা খাতুন সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহনকারীরা তাদের বক্তব্যে সবার জন্য সমান মর্যাদা ও মানবাধিকার বিষয়ে মতামত তুলে ধরেন এবং নাগরিক সমাজ সংগঠন (সিএসও) প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে সর্বসম্মতিক্রমে সাংবাদিক বিএম জুলফিকার রায়হানকে আহবায়ক এবং চিত্র শিল্পী চন্দ্র শেখর দাশকে সদস্য সচিব করে তালা উপজেলা সিএসও এর ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শ বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব

তালা প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব তালা উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনব্যাপী তিনি উপজেলার নগরঘাটা, ধানদিয়া, সরুলিয়া, কুমিরা, খলিশখালী,জালালপুর,মাগুরা,ইসলামকাটি,তেতুলিয়া,খলিলনগর তালা সদরসহ বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে বিএনপি কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, আবহমানকাল থেকে দেখে আসছি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার। দূর্গা পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসব পালন করে আসছে। তাই এই উৎসব সার্বজনীন।

তিনি আরো বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী মন্ডপে মন্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করছেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।

পূজামন্ডপ পরিদর্শনকালে তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী, বর্তমান ইউপি চেয়ারম্যান জাহঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুসহ শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বছর তালা উপজেলায় ১৯৬টি পূজামন্ডপে আনন্দমুখর পরিবেশেই দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আদর্শ শিক্ষক ফেডারেশন এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১০অক্টোবর) সকাল ৯টায় তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশের খুলনা অঞ্চলের প্রধান উপদেষ্টা মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা মুহাদ্দিস রবিউল বাশার। সাতক্ষীরা জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল সম্মেলনে আদর্শ শিক্ষক ফেডারেশনের লক্ষ্য, উদ্দেশ্যসহ শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।

সম্মেলনে শিক্ষক ফেডারেশনে উপদেষ্টাদের মধ্যে মাওলানা আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, খোরশেদ আলম, উপাধ্যক্ষ আবদুস সবুর প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষক ফেরারেশনের সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল ওয়ারেশ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর, সদর সভাপতি ড. মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি এসএম গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মাস্টার বদিউজ্জামান, মাদ্রাসা শিক্ষক পরিষদের সিনিয়র সদস্য অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে আদর্শ শিক্ষক পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক, স্বতন্ত্র ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন এর নবগঠিত কমিটির সভাপতি ও জেনারেল সেক্রেটারীর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।
সম্মেলনে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest