পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি উত্তর পাড়ার মতিয়ার পেশকারের বাড়ির আঙিনার বাগান থেকে একটি চিতা বাঘের বাচ্চা আটক পূর্বক উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বেলা আড়াইটার দিকে মিঠাবাড়ি গ্রামের মশিয়ার মাষ্টারের ভাই মতিয়ার পেশকারের বাড়ির পাশের বাগানে স্থানীয় দু’যুবক বাঘের বাচ্চা সাদৃশ্য প্রাণী দেখতে পাই। পরে বাঘের বাচ্চাটিকে কৌশলে বাড়ির ভিতরে প্রবেশ করিয়ে গ্রীলের খাঁচার মধ্যে বন্দি করে বন বিভাগ কর্মকর্তাদের খবর দেওয়া হয়।
বাঘের বাচ্চাটিকে এক নজর দেখার জন্য বিভিন্ন স্থানের উৎসুখ জনতা ভিড় জমায়।
এলাকাবাসির ধারনা পাচারের উদ্দ্যোশে নিয়ে যাওয়ার সময় মেছো বাঘটি পালিয়ে বাগানে আশ্রয় নেই। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাঘের বাচ্চাটি মতিয়ার রহমানের বাড়িতে খাঁচায় বন্দি রয়েছে।

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের তিন জামায়াত-বিএনপির নেতা কর্মীসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে বড়দল গ্রামের মৃত দাউদ আলী মালীর ছেলে ও স্থানীয় ইউনিয়ন স্বোচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মালী বাদী হয়ে আশাশুনি থানায় এ মামলাটি দায়ের করেন।
বিয়েতে দাবি করেছিল বরপক্ষ মোটর সাইকেল কিনে দিতে হবে। কন্যাপক্ষ রাজি হয়। কিন্তু বিয়ের দিন বরপক্ষ বেঁকে যায়। তাদের কনে পক্ষের দেয়া মোটর সাইকেল পছন্দ না। চাই আধুনিক মডেলের দুই গুণ দামের। কনে পক্ষ এবার নড়েচড়ে বসে। গ্রামবাসীরাও মেনে নিতে পারেনি বরপক্ষের এই ‘লোভ’ আচরণ।
সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আসাদুজ্জামান : “বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষ হয় ” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র্যালি, আলোচনাসভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সেই যে এক আইপিএল এল। কোটি কোটি টাকার সন্ধান নিয়ে। তারপর বিপিএল, সিপিএল, পিএসএল আরও কত কী! সবখানেই অর্থের ঝনঝনানি। এই সব লিগের সময়সূচির কারণে আন্তর্জাতিক ম্যাচের সূচি ঠিক করা কঠিন হয়ে পড়ছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হয়েছে। ওই রোডম্যাপ অনুযায়ী জুলাই থেকে সারাদেশের সংসদীয় আসনে সীমানা নির্ধারণের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। সেপ্টেম্বরে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। এছাড়া নির্বাচনী আইনেও বেশ কিছু সংস্কার আনা হবে বলে আভাস দিয়েছে নির্বাচন কমিশন।
কেএম রেজাউল করিম: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আজগার আলী নামে একজন নিহত ও অন্তত ৩০জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার সখিপুরের ডেল্টা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগার আলী কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ও দুর্ঘটনায় পতিত বাসের হেলপার। আহতদের মধ্যে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আব্দুস সবুরের পুত্র রিয়াজুল ইসলাম(২১), শাহাদাত হোসেনের স্ত্রী ফিরোজা বেগম(৬০), বেলেডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম হাজী(৫০), নওয়াপাড়া গ্রামের বাবুর আলীর পুত্র সিরাজুল ইসলাম(৪৫), আশাশুনি উপজেলার প্রতাপনগরের আমিনউদ্দীন গাজীর পুত্র ইউনুস আলী(৫৫), দেবহাটার সখিপুরের নওসের আলীর পুত্র ওমর আলী(৪৫)’র নাম নাম জানা গেছে। তাদের দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নলতা হাসপাতাল ও সাতক্ষীরা সদরে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি বাস দেবহাটার সখিপুরের ডেল্টামোড়ে পৌছে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে মেরে দেয়। এতে ঘটনাস্থলেই হেলপার আজগারের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৩০জন। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-উর-রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।