সর্বশেষ সংবাদ-
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়

unnamedপাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি উত্তর পাড়ার মতিয়ার পেশকারের বাড়ির আঙিনার বাগান থেকে একটি চিতা বাঘের বাচ্চা আটক পূর্বক উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বেলা আড়াইটার দিকে মিঠাবাড়ি গ্রামের মশিয়ার মাষ্টারের ভাই মতিয়ার পেশকারের বাড়ির পাশের বাগানে স্থানীয় দু’যুবক বাঘের বাচ্চা সাদৃশ্য প্রাণী দেখতে পাই। পরে বাঘের বাচ্চাটিকে কৌশলে বাড়ির ভিতরে প্রবেশ করিয়ে গ্রীলের খাঁচার মধ্যে বন্দি করে বন বিভাগ কর্মকর্তাদের খবর দেওয়া হয়।
বাঘের বাচ্চাটিকে এক নজর দেখার জন্য বিভিন্ন স্থানের উৎসুখ জনতা ভিড় জমায়।
এলাকাবাসির ধারনা পাচারের উদ্দ্যোশে নিয়ে যাওয়ার সময় মেছো বাঘটি পালিয়ে বাগানে আশ্রয় নেই। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাঘের বাচ্চাটি মতিয়ার রহমানের বাড়িতে খাঁচায় বন্দি রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

01 copyনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের তিন জামায়াত-বিএনপির নেতা কর্মীসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে বড়দল গ্রামের মৃত দাউদ আলী মালীর ছেলে ও স্থানীয় ইউনিয়ন স্বোচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মালী বাদী হয়ে আশাশুনি থানায় এ মামলাটি দায়ের করেন।
এ মামালার আসামীরা হলেন, বড়দল গ্রামের রফিকুল সানার ছেলে সুমন সানা (৩০), একই গ্রামের আফসার সরদারের ছেলে আয়ুব সরদার ও মৃত এজাহার গাজীর ছেলে  শামছুদ্দীন গাজী (৫০) সহ অজ্ঞাত আরো ৭/৮ জন।
মামলার অভিযোগে বাদী নুরুজ্জামান মালী উল্লেখ করেছেন, গত ২৬ এপ্রিল বুধবার রাত সাড়ে ৭ টার দিকে বড়দল খেয়াঘাটস্থ বাজারের পাশে বসে উল্লেখিত সুমন সানা, আয়ুব সরদার ও শামছুদ্দীন গাজীসহ অজ্ঞাত আরো ৭/৮ জন এলাকায় নাশকতা ও সরকার উৎখাতের ষড়যন্ত্র করার জন্য গোপন বৈঠক করতে থাকেন। এ খবর শুনে আমি সেখানে গেলে তারা আমাকে (প্রধান মন্ত্রী শেখ হাসিনার)….. (অশ্লীল…ছাপার অযোগ্য)’র সাঙ্গ পাঙ্গরা বলে কটুক্তি করতে থাকেন। আমি এর  প্রতিবাদ করলে তারা আমাকেসহ এই অভিযোগ পত্রের এক নম্বর স্বাক্ষী আব্দুল আজিজকে সময় সুযোগ পেলে দেখে নেওয়ার হুমকী প্রদান করেন। পরে এই অভিযোগ পত্রে উল্লিখিত ১০ জন স্বাক্ষীসহ আরো অনেকে সেখানে উপস্থিত  হলে অবস্থা বেগতিক দেখে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যক্তি বর্গ ও মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ আলোচনা করিয়া থানায় অভিযোগ দায়ের করি। উক্ত অভিযোগ পত্রে তিনজন মুক্তিযোদ্ধাসহ মোট ১০ জনকে স্বাক্ষী করা হয়েছে। এলাকার সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিতদন্ত) জুলফিকার আলী জানান, স্থানীয় মুক্তিযোদ্ধাসহ অনেকেই এসে অভিযোগ পত্রটি দিয়ে গেছেন। ইতিমধ্যে এ অভিযোগ পত্রটি তদন্ত করা জন্য এস আই সুধাংশ শেখরকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আরো জানান, তদন্ত করে অভিযোগ পত্রের সত্যতা পেলে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য ঃ অভিযোগ পত্রে উল্লিখিত তিন জনই জামায়াত-বিএনপির নেতাকর্মী। তাদের  অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা ও চাঁদাবাজীর হাত থেকে রক্ষা পেতে  ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইজিপি, মাননীয় ডিআইজিসহ সকরকারের বিভিন্ন দপ্তরে এলাকাবাসী আবেদন করলে, উর্ধ্বতন কর্মকর্তার নিদের্শে গত ২৩ এপ্রিল রোববার কালিগঞ্জ সার্কেল এএসপি জনাব মির্জা সালাহউদ্দীন বড়দল গ্রামের বাজারস্থ খেয়াঘাট সংলগ্ন রাস্তার উপর বসে শত শত জনতার উপস্থিতিতে তদন্ত করেন, যা স্থানীয় কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হয়। এছাড়া উক্ত অভিযোগের ২ নং আসামি আয়ুব সরদার হিজবুল্লাহ যুব সংঘ নামের একটি জঙ্গি সংগঠনের সভাপতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

2ZSdjZ_jutaবিয়েতে দাবি করেছিল বরপক্ষ মোটর সাইকেল কিনে দিতে হবে। কন্যাপক্ষ রাজি হয়। কিন্তু বিয়ের দিন বরপক্ষ বেঁকে যায়। তাদের কনে পক্ষের দেয়া মোটর সাইকেল পছন্দ না। চাই আধুনিক মডেলের দুই গুণ দামের। কনে পক্ষ এবার নড়েচড়ে বসে। গ্রামবাসীরাও মেনে নিতে পারেনি বরপক্ষের এই ‘লোভ’ আচরণ।

পুরো গ্রামের লোক এক হয়ে বরের গলা থেকে ফুলের মালা খুলে নিয়ে নিয়ে জুতার মালা পরিয়ে দিয়েছে। গত বুধবার এ ঘটনা ঘটে ভারতের রাঁচীর পিথোরিয়ায়। আনন্দাবাজারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রাঁচীর সিকদিরির মুমতাজউদ্দিনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল রুবিনা পরভিনের। রুবিনার বাবা বসিরউদ্দিন আনসারি বলেন, ‘পণ হিসেবে মোটরসাইকেল চেয়েছিল ছেলে। কয়েক দিন আগে তাকে রাঁচীর একটি শো-রুমে নিয়ে যাই। ছেলেই পছন্দ করেছিল মোটরসাইকেল। ’

বসিরউদ্দিন আরও জানান, বিয়ের ঠিক আগে বরযাত্রীরা মোটরসাইকেল দেখে রেগে যান নতুন মডেলের নতুন রঙের মোটরসাইকেল কিনে দেয়ার দাবি করা হয়। এসব শুনে বিয়ে করতে অস্বীকৃতি জানান রুবিনাও। তার পাশে দাঁড়ায় গোটা গ্রাম।

গ্রামবাসীরা পাত্রপক্ষকে তখনই সেখান থেকে চলে যেতে বলেন। বেগতিক দেখে সমঝোতার চেষ্টা করে বরযাত্রীরা। কিন্তু রুবিনা ছিলেন অনড়। ওই সময়ই স্থানীয়রা জুতার মালা তৈরি করে মুমতাজের গলায় পরিয়ে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

001-24-696x455সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক হয়েছে। বৃহস্পতিবার  রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের  আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা  ৫ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ৩ জন, শ্যামনগর থানা ৪ জন, আশাশুনি থানা ৮ জন, দেবহাটা থানা ১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Satkhira Picture Rallyআসাদুজ্জামান : “বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষ হয় ” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি, আলোচনাসভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ৮টায় শহরের পুরাতন কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন জজ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার মোঃ আমিরুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খান, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম আরিফুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ তহিদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. কাহ আলম, পিপি এড. ওসমান গণি, জিপি গাজী লুৎফর রহমান প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, টাকার অভাবে আর কোন গরিব দুখী মানুষের বিচার থেকে বঞ্চিত হতে হবেনা। গরিব দুঃখী মানুষের আইনি সহায়তা করবে আইনগত সহায়তা প্রদান কমিটি। তারা আরো বলেন, গরিব দুঃখী মানুষের আইনের সহায়তা পাওয়ার অধিকার মৌলিক অধিকার।
আলোচনা সভা শেষে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

262126সেই যে এক আইপিএল এল। কোটি কোটি টাকার সন্ধান নিয়ে। তারপর বিপিএল, সিপিএল, পিএসএল আরও কত কী! সবখানেই অর্থের ঝনঝনানি। এই সব লিগের সময়সূচির কারণে আন্তর্জাতিক ম্যাচের সূচি ঠিক করা কঠিন হয়ে পড়ছে।

বছরের ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত পাকিস্তান সুপার লিগ (পিএসএল), এপ্রিল থেকে মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), জুলাই থেকে সেপ্টেম্বর ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্ট, আগস্ট থেকে সেপ্টেম্বর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), নভেম্বর থেকে ডিসেম্বর সিএসএ গ্লোবাল টি-টুয়েন্টি লিগ, একই সময়ে হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এটা ছিল ২০১৭ সালের চিত্র। সামনের বছর ডিসেম্বর থেকে জানুয়ারিতে হবে বিগব্যাশ লিগ।

এভাবে চলতে থাকলে ক্রিকেটের ‘মাদারগেম’ টেস্টই হারিয়ে যাবে। আইসিসির ব্যবস্থাপক জিওফ অ্যাল্লারডিস তো প্রস্তাবই দিয়েছেন, টেস্ট ম্যাচ কমিয়ে আনা হোক!

সম্প্রতি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর সিইওরা ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) ঠিক করতে দুবাইয়ে সভায় বসেন। আন্তর্জাতিক ঘরোয়া টি-টুয়েন্টি লিগের কারণে তারা কোনও সিদ্ধান্তে পৌছাতে পারেননি।

আইসিসির ব্যবস্থাপক ক্রিকইনফোকে বলেন, ‘টি-টুয়েন্টি লিগের চাপ বাড়ছে। এটা একটা ব্যাপার। কিন্তু আমাদেরও একটা উপায় বের করতে হবে।’

সামনে হয়তো কোনও দেশ চার অথবা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পারবে না বলেও ইঙ্গিত দেন তিনি, ‘পাঁচ অথবা চার ম্যাচের টেস্ট সিরিজ হয়তো আর হবে না। আমাদের হয়তো দুই ম্যাচের টেস্ট সিরিজের কথা চিন্তা করতে হবে। এবং পয়েন্ট শেয়ার করতে হবে। ঠিক প্রিমিয়ারশিপ ফুটবলের মতো।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

electionআগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হয়েছে। ওই রোডম্যাপ অনুযায়ী জুলাই থেকে সারাদেশের সংসদীয় আসনে সীমানা নির্ধারণের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। সেপ্টেম্বরে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। এছাড়া নির্বাচনী আইনেও বেশ কিছু সংস্কার আনা হবে বলে আভাস দিয়েছে নির্বাচন কমিশন।

২০১৯ এর ২৮ জানুয়ারি শেষ হবে বর্তমান জাতীয় সংসদের মেয়াদ। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে মেয়াদ শেষ হবার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। সে অনুযায়ী ২০১৮ সালের নভেম্বর মাস থেকে শুরু হবে নির্বাচনী কাউন্ট ডাউন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী জুলাইয়ে ৩০০ সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আর সেপ্টেম্বরে শুরু হবে রাজনৈতিক দল গুলোর সঙ্গে সংলাপ। ভোটিং মেশিনে নির্বাচন করার বিষযটিও রাখা হযেছে রোডম্যাপে। রোডম্যাপে থাকা উল্ল্যেখযোগ্য কয়েকটি বিষয় কার্ড আকারে দেখানো হবে।

নির্বাচন কমিশন বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ নিয়ে কোন পক্ষের বিতর্কের সুযোগ নেই। সামনের মাসেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে নির্বাচনী রোডম্যাপ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসির শর্ত পূরণ করে রাজনৈতিক দলগুলো নিবন্ধন নিতে পারবে। তবে বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোন রাজনৈতিক দল নিবন্ধন পাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

27কেএম রেজাউল করিম: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আজগার আলী নামে একজন নিহত ও অন্তত ৩০জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার সখিপুরের ডেল্টা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগার আলী কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ও দুর্ঘটনায় পতিত বাসের হেলপার। আহতদের মধ্যে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আব্দুস সবুরের পুত্র রিয়াজুল ইসলাম(২১), শাহাদাত হোসেনের স্ত্রী ফিরোজা বেগম(৬০), বেলেডাঙ্গা গ্রামের নজরুল ইসলাম হাজী(৫০), নওয়াপাড়া গ্রামের বাবুর আলীর পুত্র সিরাজুল ইসলাম(৪৫), আশাশুনি উপজেলার প্রতাপনগরের আমিনউদ্দীন গাজীর পুত্র ইউনুস আলী(৫৫), দেবহাটার সখিপুরের নওসের আলীর পুত্র ওমর আলী(৪৫)’র নাম নাম জানা গেছে। তাদের দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নলতা হাসপাতাল ও সাতক্ষীরা সদরে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি বাস দেবহাটার সখিপুরের ডেল্টামোড়ে পৌছে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে মেরে দেয়। এতে ঘটনাস্থলেই হেলপার আজগারের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৩০জন। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-উর-রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest