সর্বশেষ সংবাদ-

98756নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন, বৈচিত্র্যতা ও আন্তঃনির্ভরশীলতা বিষয়ক ১০ দিনব্যাপী সার্টিফিকেট কোর্স শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন।
বারসিক ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড স্টাডিজ (বিয়াস) এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম আয়োজিত এই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বারসিকের এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তুজলপুর গাছের পাঠশালার পরিচালক সাংবাদিক ইয়ারব হোসেন, বিয়াসের কোর্স সমন্বয়কারী গবেষক বাহাউদ্দিন বাহার, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম ও বারসিকের গবেষণা সহকারী সাইদুর রহমান।
আয়োজকরা জানান, বারসিক ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড স্টাডিজ (বিয়াস) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চ শিক্ষা নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এই কোর্সে সাতক্ষীরা, যশোর এবং খুলনার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২১জন ¯œাতক পর্যায়ের শিক্ষার্থী এবং পেশাজীবী অংশ নিচ্ছে। যা চলবে ৪ মে পর্যন্ত। এতে প্রশিক্ষক হিসেবে অংশ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ রায় ও বিয়াসের ফ্যাকাল্টি মেম্বার সৈয়দ আলী বিশ্বাস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ef6c34adf7dadc7f5592cb78d854fbd2-58fe052ae5b4cমুক্তির আগেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ‘বাহুবলী’র দ্বিতীয় কিস্তি ‘দ্য কনক্লুশন’। মুক্তির আগেই ৫০০ কোটি রুপি আয় হয়েছে ছবিটির। এখন শোনা যাচ্ছে ২৮ এপ্রিল মুক্তির দিনই ছবিটি পকেটে ভরবে ৮৫ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ এক হল মালিকের বরাতে জানায়, ‘‘বাহুবলী-২’ সবার প্রত্যাশা ছাড়িয়ে যাবে। অগ্রিম ‍বুকিং শুরুর পর থেকে আমার এটা নিশ্চিত হতে পারবো। প্রথমদিনে অন্তত ৮৫ কোটি রুপি আয় করবে ছবিটি। মূলত তেলেগু ভাষার ছবিটি নির্মিত হয়েছে যেখানে এর অনেক বড় বাজার। এছাড়া হায়দরাবাদেও এর প্রচুর আগ্রহ রয়েছে। এই অঞ্চল থেকেই ২৫-২৭ কোটি রুপি আসবে সহজেই। অর্থাৎ শুধু তেলেগু সংস্করণ থেকেই ৩৫ কোটি রুপির সম্ভবনা রয়েছে।’’

ছবিটি ভারতে রেকর্ড ৬ হাজার হলে মুক্তি পেতে যাচ্ছে। ২০১৫ সালে প্রথম ছবিটি মুক্তি পেয়েছিলো ৪ হাজার সিনেমা হলে।

ডিএনএর ওই সূত্র আরও জানান, হিন্দি ভার্সনের ছবিটি ভারতজুড়েই ব্যবসা করবে। ২৪-২৫ কোটি রুপি তো সহজেই আসবে। সব মিলে ৩২-৩৩ কোটি রুপি আসার সম্ভাবনা হয়েছে। আর তামিল, মালায়াম, কন্নড় ভাষায় ছবিটির আরও ২০-২২ কোটি রুপি আয় করবে। অর্থাৎ প্রথম দিনে এটি অবশ্যই ৮৫-৯০ কোটি রুপি আয় করবে এবং এটা যেকোনও ভারতীয় সিনেমার জন্য রেকর্ড।

প্রথম ছবিটির প্রথম দিনে আয় ছিল ৭৫ কোটি রুপি, আর মোট আয় করে ৬৫০ কোটি রুপি। একইভাবে যদি ‘বাহুবলী ২’ ও এগিয়ে চলে তবে তার আয় হবে ৭৫০ কোটি রুপি। আর মুক্তির আগের ৫০০ কোটি রুপি মিলিয়ে হয়তো এই সিনেমাই প্রথম ভারতীয় সিনেমা হিসেবে এক হাজার কোটি রুপি আয় করতে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

0becab03aecc999896a670ce30329445-58fed53e0b336রাজশাহী নগরীর হড়োগ্রামের পূর্ব পাড়ার কয়েকটি বাড়িতে ব্লক রেইড (সাড়াশি অভিযান) চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টা থেকে এ তল্লাশি শুরু হয়।

মহানগর পুলিশের ডিসি (পশ্চিম) নাহিদুল ইসলাম বলেন, ‘এ অভিযানকে ব্লক রেইড বলা হচ্ছে ‘

মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতাখায়ের আলম বলেন, ‘আমরা সোমবার রাতে খবর পেয়েছি এই এলাকায় জঙ্গি অথবা বড় কোনও আসামি থাকতে পারে। সে তথ্যের ভিত্তিতে এই এলাকায় ব্লক রেইড চালানো হচ্ছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

%e2%80%8dzidaneদায়িত্ব নেয়ার পর প্রথম মৌসুমে দুরন্ত শুরুর পরও বার্নাব্যুতে নিজের ভবিষ্যত নিশ্চিত দেখছিলেন না জিনেদিন জিদান। সাবেক ফরাসি তারকার সেই আশঙ্কার কথাই যেন ফল হিসেবে ফলতে যাচ্ছে। চাকরি যাচ্ছে জিদানের বিশ্ব ফুটবলের বাতাসে এমন সংবাদই ভাসছে।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে হারের পর আশঙ্কাটা আরও গাঢ় হয়েছে। এমনও শোনা যাচ্ছে চাকরিটাই খােয়াতে চলেছেন জিদান। দুটি স্প্যানিশ ক্রীড়া দৈনিক তেমনটাই জানাচ্ছেন।

ক্লাসিকো হারের পর জিদানের কৌশল নিয়ে তীব্র সমালোচনা করছে মাদ্রিদ ভিত্তিক ক্রীড়া পত্রিকাগুলো।বিশেষ করে ইনজুরি আক্রান্ত বেলকে খেলানোর বিষয়টি নিয়ে।

সমালোচনায় সবর মিডিয়াগুলোর মধ্যে রয়েছে মাদ্রিদের প্রভাবশালী পত্রিকা মার্কা ও এস। রিয়াল যদি শিরোপাহীনভাবে মৌসুম শেষ করে তাহলে জিদানের বিকল্পের কথাও জানাচ্ছে তারা।

মার্কা একটু নরম হলেও এস জিদানের বিকল্পের নাম জানিয়ে দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, রিয়াল শিরোপাহীনভাবে মৌসুম শেষ করলে ফরাসি কোচের স্থলাভিত্তিক হবেন জার্মান জাতীয় দলের বিশ্বকাপজয়ী কোচ জােয়াকিম লো।

জার্মান দলের সঙ্গে লোর চুক্তি ২০২০ ইউরো পর্যন্ত রয়েছে। তবে এস বলছে, দুপক্ষের (রিয়াল-লো) ঠিকঠাক কথা হলে ছেড়ে আসবেন তিনি।

লো ছাড়াও জিদানের জায়গায় আরও দুইজন বিকল্প কোচের নাম যাচ্ছে। এর একজন চেলসির ইতালিয়ান কোচ অ্যান্থনিও কন্তে। আর অপরজন টটেনহ্যাম হটস্পাসের আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনোও।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

channeli_pune-supergiants-vs-mumbai-indiansভারতীয় কিংবদন্তি সাবেক ব্যাটিং মায়েস্ত্র এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর শচীন টেন্ডুলকারের জন্মদিন ছিল ২৪ এপ্রিল। তাকে জয় উপহার দিতে চেয়েছিলেন দলটির ক্রিকেটাররা। কিন্তু জন্মদিনের উপহারে জয়ের বদলে হারই পেতে হল শচীনকে। সোমবার পুনে সুপারজায়ান্টসের কাছে ৩ রানে হেরেছে মুম্বাই।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে পুনে। দুই ওপেনার আজিঙ্কা রাহানে এবং রাহুল ত্রিপাঠি শুরুটা দারুণ করেছিলেন। তাদের জুটিতে আসে ৭৬ রান। কিন্তু পরের ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি।

জায়ান্টসদের হয়ে ৩২ বলে ৩৮ রান করেছেন রাহানে। ৩১ বলে সর্বোচ্চ ৪৫ রান এসেছে ত্রিপাঠির ব্যাটে। পুনে কাপ্তান স্মিথকে আউট করে হারভজন সিং ছুঁয়েছেন টি-টুয়েন্টিতে ২০০তম উইকেটের মাইলফলক।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেও শেষদিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয়েছে মুম্বাইকে। অধিনায়ক রোহিত শর্মা একাই লড়ে গেছেন। কিন্তু জয় থেকে ১১ রান দূরে থাকতে রোহিত আউট হয়ে গেলে আশাও শেষ হয়ে যায় মুম্বাইয়ের।

নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৫৭ রান তোলা স্বাগতিকদের হারতে হয়েছে মাত্র ৩ রানে। রোহিত ৬ চার ও ৩ ছয়ে ৩৯ বলে ৫৮ রানে ফিরেছেন। ৩৩ রান আসে পার্থিব প্যাটেলের ব্যাটে।

ব্যাট হাতে ১২ বলে ১৭ এবং বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা পুনের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 misbah_pakistanবিদায়ী সিরিজের প্রথম টেস্টে সঙ্গীর অভাবে বঞ্চিত হলেন মিসবাহ-উল হক। কিংসটন টেস্টে এক রানের জন্য সেঞ্চুরি পেলেন না পাকিস্তানি অধিনায়ক। সঙ্গীর অভাবে ৯৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মিসবাহ।

আগের দিনের ৪ উইকেটে ২০১ রান নিয়ে চতুর্থদিন ব্যাট করতে নামে পাকিস্তান।প্রথম উইকেট হিসেবে আগের দিন ৫ রানে অপরাজিত থাকা আসাদ শফিক ফেরেন ২২ রান করে। তবে ৭০ বলে দ্রুত ৫৪ রান করে ক্যারিবীয়দের দেনা শােধে সাহায্য করেন উইকেটকিপার ব্যাটসম্যান সফরফারজ আহমেদ।

অপরপ্রান্তে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির দিকে ভালভাবেই ছুটছিলেন মিসবাহ। কিন্তু সরফরাজ ফেরার পর ক্রিজে থিতু হতে পারেননি আর কেউই। ফলে সঙ্গীর অভাবে ১ রানের আক্ষেপ নিয়ে ৯৯ রানে অপরাজিত থাকতে হয় মিসবাহকে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থেকে ১২১ রানের লিড নিয়ে পাকিস্তান অলআউট হয় ৪০৭ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে আমির ঝড়ের পর দ্বিতীয় ইনিংসে ইয়াসির শাহ’র ঘূর্ণিপাকে পড়েছে ক্যারিবীয়রা। ৯৩ রান তুলতেই প্রথমসারির চার ব্যাটসম্যান সাজঘরমুখী। চারজনকেই ঘরের ফেরার রাস্তা ধরিয়েছেন ইয়াসির। পাকিস্তান ইনিংস থেকে এখনও ২৮ রানের দেনা স্বাগতিকরা। খেলার বাকি রয়েছে পঞ্চম ও শেষ দিনের পুরো সময়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

lrpzmd_golaগলার মধ্যের সামান্য উঁচু অংশ, যাকে এদাম অ্যাপল বলে এবং স্বরযন্ত্রের মাধ্যমে আমাদের গলার স্বর তৈরি হয়। এর মাধ্যমেই গলার স্বরের পিচ ও ফ্রিকোয়েন্সি নির্ধারিত হয়। স্বরযন্ত্রের দুই দিকে দুটি ভোকাল কর্ড থাকে যা কথা বলার সময় ভাইব্রেট করতে থাকে।

ছেলেদের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ১৫০-২০০ বার এবং মেয়েদের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ২০০-২৫০ বার ভোকাল কর্ড ভাইব্রেট করে। এটি কিছু মাংসপেশি দ্বারা নিয়ন্ত্রিত হয়। যদি কোনো কারণে টেনশন বা ভাইব্রেটে অসামঞ্জস্য হয় তাহলে ভোকাল কর্ডে অতিরিক্ত চাপ পড়ে এবং আমাদের কথা বলতে অসুবিধা হয় বা গলার স্বর বসে যায়।

কেন হয় : সঙ্গীত বা ব্যান্ডশিল্পী এবং যাদের সব সময় কথা বলতে হয়, যেমন- রাজনীতিবিদ ও ক্যানভাসার তাদের এ সমস্যা বেশি হতে দেখা যায়। পরিবেশের দূষণ ও ধোঁয়া, নাক বন্ধ থাকা, মুখ দিয়ে শ্বাস নেয়া, পেটের এসিড গলার ভেতর চলে আসা, ধূমপানকারী, গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করার চেষ্টা করলেও এ সমস্যা হয়ে থাকে।

কী হয় : ভোকাল কর্ডে রক্ত জমাট বেঁধে নডিউল, গলার পাতলা আবরণ বা মিউকাস ফুলে গিয়ে পলিপ, স্বরযন্ত্রের পানি জমে ইডিমা এমনকি স্বরযন্ত্রে টিবি বা সিফিলিস হলেও গলার স্বর বসে যেতে পারে। ঠাণ্ডা গলা ও ইনফেকশন থেকেও এ সমস্যা হয়। গলার ক্যান্সার থেকেও এই সমস্যা হয়।

করণীয় : গলাকে সম্পূর্ণ বিশ্রাম দিতে হবে। ফিসফিস করেও কথা বলা যাবে না। এনডোসকোপি করে গলার ভেতর থেকে চিকিৎসা করলে বেশিরভাগ ক্ষেত্রে সুস্থ হয়ে যায়। বারবার সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

lvvyyh_4আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার ব্যাপারে ব্রিফিং দিতে মার্কিন সিনেটের সব সদস্যকে হোয়াইট হাউজে তলব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষার ব্যাপারে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ ছাড়া, আমেরিকা ও উত্তর কোরিয়া পরস্পরের বিরুদ্ধে সামরিক হামলা চালানোরও হুমকি দিয়েছে।

এ ব্যাপারে হোয়াইট হাউজে আগামীকাল (বুধবার) অনুষ্ঠেয় ব্রিফিংয়ে সিনেটের ১০০ সদস্যের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস উপস্থিত থাকবেন।

কোরিয় উপদ্বীপে তীব্র উত্তেজনার মধেই সম্প্রতি উত্তর কোরিয়ার প্রধান মিত্র চীন উভয় দেশকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।

তিনি বলেন, উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ নেয়া থেকে উভয় পক্ষকে বিরত থাকতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, উত্তর কোরিয়ার ‘অব্যাহত যুদ্ধংদেহী মনোভাব’ কোরিয় উপদ্বীপকে অস্থিতিশীল করে তুলছে।

হোয়াইট হাউজের কর্মকর্তারা জাতীয় নিরাপত্তা ইস্যুতে ব্রিফ করার জন্য নিয়মিত কংগ্রেসে যাতায়াত করেন। কিন্তু আমেরিকার ইতিহাসে গোটা সিনেটকে হোয়াইট হাউজে ডেকে নেয়ার ঘটনা এটাই প্রথম। এ কারণে এই ব্রিফিংয়ে উত্তর কোরিয়ার ব্যাপারে ট্রাম্প প্রশাসন কি সিদ্ধান্ত জানায় তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছেন পর্যবেক্ষক মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest