tala-pictureনিজস্ব প্রতিবেদক : সন্তান অদ্ভুতরোগে আক্রান্ত হওয়ায় স্ত্রীকে তালাক দিয়ে পালিয়েছে স্বামী সেলিম খাঁ। সেই সন্তান হাসানের বয়স এখন ১৮ মাস। দিন দিন বড় হয়ে যাচ্ছে তার মাথা। কিন্তু করার যেন কিছুই নেই মা শারমিন আক্তারের। স্বামী তালাক দেয়ার পর ঠাঁই হয়েছে তার অভাবী বাবার সংসারে। কি রোগে আক্রান্ত হাসান আজ পর্যন্ত সেটিও জানতে পারেননি শারমিন। দেখাতে পারেননি কোনো ডাক্তার। তবে এলাকার বিভিন্ন কবিরাজদের দেখিয়ে পানি পরা ও তাবিজ নিয়েছেন বহুবার, কিন্তু কোনো উপকারে আসেনি। এখন অসুস্থ ছেলে হাসানকে নিয়ে পথে পথে ঘুরছেন মা শারমিন আক্তার। অসহায় এ পরিবারটির বসবাস সাতক্ষীরা তালা উপজেলা তেঁতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামে।
ওই গ্রামের রজব আলী খাঁ জানান, চার বছর আগে তালা সদরের আটারই গ্রামের মালেক খাঁর ছেলে সেলিম খাঁর সঙ্গে পারিবারিকভাবে মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের পর সবকিছু ভালোই চলছিলো। ১৮ মাস আগে নাতি হাসান জন্মগ্রহণের পর কিছুদিন যেতে না যেতেই মাথা অস্বাভাবিকভাবে বড় হতে থাকে। এরপর জামাই মেয়েকে তালাক দিয়ে চয়ে যায়। সে এখন অন্যত্র বিয়ে করেছে।
হাসানের মা শারমিন আক্তার জানান, টাকার অভাবে হাসানকে কোনো ভালো ডাক্তার আজো দেখাতে পারিনি। তবে স্থানীয় ডাক্তার কবিরাজ দেখালেও কোনো কাজ হয়নি। স্থানীয় ডাক্তাররা শুধু বলে ঢাকায় নিয়ে চিকিৎসা করাও ভালো হয়ে যাবে। ঢাকায় যাওয়ার মতো সাধ্য আমাদের নেই। ভাঙাচোরা মাটির ঘরেই আমাদের বসবাস। ছেলেকে সুস্থ করতে আপনারা সম্ভব হলে একটু সহায়তা করুন। তঁতুলিয়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী মোড়ল বলেন, পরিবারটি খুব অসহায়। রজব আলী কৃষিকাজ করে সংসার চালায়। ভিটেবাড়ি ছাড়া বাকি কিছুই নেই তার। এদিকে, মেয়ের অসুস্থ ছেলে হাসানকে নিয়েও অসহায় হয়ে পড়েছে সে।
তবে অসুস্থ হাসানকে দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মনোয়ার হোসেন বলেন, হাসানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে দেখাতে হবে। সেখানকার ডাক্তাররা ভালো পরামর্শ দিতে পারবেন। তবে হাসানকে সুস্থ করা সম্ভব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

tala-picture-25-02-17তালা প্রতিনিধি : “নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি,সুস্থ সবল মেধাবী জাতি” এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সাতক্ষীরার তালা উপ-শহরে র‌্যালী বের হয়। র‌্যালী শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সঞ্জয় বিশ^াসের সভাপতিত্বে ও  সাংবাদিক জলিল আহমেদ এর উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম এবং রুপালী পরিচালক সফিকুল ইসলাম। দিনটি উপলক্ষ্যে তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে দুধ বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1488004255গরমের সময় রোদের কারণে ত্বক কালচে হয়ে যায়, বলিরেখা দেখা দেয় এবং ত্বক মলিন ও রুক্ষ হয়ে যায়। এ ক্ষেত্রে কমলালেবু আপনাকে সাহায্য করবে। এই মৌসুমে ত্বককে সতেজ রাখতে এবং তারুণ্য ধরে রাখতে কমলার বিকল্প নেই। তবে এই ফলটির সঙ্গে আরো দুটি প্রাকৃতিক উপাদান মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের অন্যান্য সমস্যারও দ্রুত সমাধান হবে। বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে কমলা দিয়ে তৈরি এমনই একটি প্যাকের পরামর্শ দেওয়া হয়েছে।

যা যা লাগবে
কমলার কোয়া চার-পাঁচটি, বেসন দুই চা চামচ ও টক দই দুই চা চামচ।

যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি ব্লেন্ডারে দুই চা চামচ বেসন নিন। এবার এর মধ্যে কমলার কোয়াগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এখন এর মধ্যে টক দই দিয়ে আবারও ব্লেন্ড করুন। আপনি চাইলে এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন। প্যাকটি মুখে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকে কমলালেবুর উপকারিতা
১. কমলার রস ত্বককে দীর্ঘক্ষণ পানিশূন্যতা থেকে রক্ষা করে।

২. কমলার অ্যান্টিঅক্সিডেন্টস চেহারার বয়সের ছাপ ও বলিরেখা দূর করে।

৩. কমলার ভিটামিন ত্বকের মেছতা ও ব্রণের দাগ দূর করে।

৪. কমলার সাইট্রিক এসিড ত্বকের কালচে দাগ দূর করে ত্বক রাখে দাগমুক্ত।

৫. কমলার ভিটামিন সি ত্বকে প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে।

ত্বকে বেসনের উপকারিতা
১. বেসন ত্বকের রোদে পোড়া কালচে দাগ দূর করে।

২. ত্বকের অতিরিক্ত তেলতেলেভাব দূর করে।

৩. ব্রণ দূর করতে সাহায্য করে।

৪. ত্বক নরম ও মসৃণ করে।

৫. ত্বকের মরা কোষ দূর করে এই প্রাকৃতিক স্ক্রাব।

ত্বকে টক দইয়ের উপকারিতা
১. টক দই ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

২. ত্বকের কালচে দাগ দূর করে উজ্জ্বল করে।

৩. ত্বকের বলিরেখা দূর করে।

৪. টক দইয়ের ল্যাকটিক এসিড মরা কোষ দূর করে।

৫. ব্রণের দাগ ও মেছতা দূর করে।

৬. চোখের চারপাশের কালো দাগ দূর করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1488023239কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার অভিনয় করতে যাচ্ছেন ঢাকার চলচ্চিত্রে। রফিক শিকদার পরিচালিত ‘হৃদয়জুড়ে’ ছবিটিতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেতা ও মডেল নিরব। ছবিটির মহরত অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার সন্ধ্যা ৭টায় বিএফডিসিতে।

পরিচালক রফিক শিকদার বলেন, ‘আজ সন্ধ্যায় এফডিসির ঝরনা স্পটে ছবির মহরত অনুষ্ঠিত হবে। সেখানে ছবির শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত থাকবেন। ছবিতে অভিনয় করবেন নায়ক নিরব এবং তাঁর বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার। আগামী ৫ তারিখ থেকে আমরা ছবির শুটিং শুরু করব। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ছবির শুটিং করব। বিশেষ কিছু কাজের জন্য দেশের বাইরে যেতে হবে।’

ছবিতে কলকাতার নায়িকা কেন নেওয়া হয়েছে জানতে চাইলে রফিক শিকদার বলেন, ‘আমাদের দেশে এখন যাঁরা কাজ করছেন তাঁরা কেউই সিরিয়াস না। আমরা যেমন একটি চলচ্চিত্র বানানোর জন্য বছরের পর বছর চেষ্টা করি, কিন্তু তাদের সঙ্গে কথা বলার পর আগ্রহটা কমে যায়। নিজেকে প্রচণ্ড কমার্শিয়াল মনে করে, আর সেটা লক্ষ করা যায় শুধু টাকা নেওয়ার সময়। কাজ ফাঁসিয়ে দিয়ে ইচ্ছে মতো সেট থেকে চলে আসবে। ভালো চলচ্চিত্রকে সহযোগিতা করা বা ছবির প্রতি ভালোবাসা নেই বললেই চলে। যে কারণে আমি আগেই সিদ্ধান্ত নিয়েছি বাইরের অভিনেত্রী নিয়ে কাজ করব। “চিরদিনই তুমি যে আমার’ ছবিতে প্রিয়াঙ্কার অভিনয় দেখে আমার কাছে ভালো লেগেছে, যে কারণে তাকে নিয়ে কাজ করছি।’

কী ধরনের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হবে জানতে চাইলে পরিচালক বলেন, ‘একেবারেই বর্তমান সময়ের গল্প নিয়ে এই ছবি বানাচ্ছি। ইউনিভার্সিটিতে পড়ুয়া একজোড়া ছেলেমেয়ে যারা একে অপরকে ভালোবাসে। এরই মধ্যে ছবিতে যুক্ত হবে তাদের এক বন্ধু যে অনেক বড়লোক। সে-ও নায়িকার প্রেমে পড়ে যায়। বড়লোক বন্ধু বিভিন্ন ভাবে চেষ্টা করে তাদের সম্পর্ক নষ্ট করার। এভাবেই এগিয়েছে ছবির গল্প।’

পরিচালক রফিক শিকদার এর আগে ‘ভোলা তো যায় না তারে’শিরোনামে একটি ছবি নির্মাণ করেছিলেন। সেই ছবিতে অভিনয় করেছিলেন নিরব ও তানহা তাসনিয়া। এবার দ্বিতীয় ছবির কাজে হাত দিচ্ছেন পরিচালক। ‘হৃদয়জুড়ে’ ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন। ছবিতে আরো অভিনয় করছেন কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা ও কলকাতার রজতাভ দত্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শুভ জন্মদিন সৌম্য সরকার

কর্তৃক Daily Satkhira

photo-1488025441নাম সৌম্য। সাতক্ষীরার কৃতি সন্তান। সুঠাম দেহ আর মনভোলানো হাসিটাতেও তিনি সৌম্য। এই পর্যন্তই। ক্রিকেট মাঠে নামলেই অশান্ত আর কুৎসিত হয়ে ওঠেন। বোলারদের পিটিয়ে ছাতু বানাতেই সিদ্ধহস্ত। কারো প্রতি বিন্দুমাত্র দাক্ষিণ্য প্রদর্শন করেন না। ক্রিকেট ব্যাটটাকে তলোয়ার বানিয়ে বোলারদের ওপর শাসন চালান তিনি।

দুই বছর ধরে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ভরসার নাম এই সৌম্য সরকার। আজকের দিনে ২৪ বছরে পা দিলেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। ১৯৯৩ সালে আজকের দিনেই সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি।

স্কুলজীবন থেকেই তুখোড় ক্রিকেটার সৌম্য সরকার। বয়সভিত্তিক ও স্কুল ক্রিকেটে দুর্দান্ত খেলতে থাকেন তিনি। স্কুল ওয়ানডেতে ২৫০ রানের ইনিংস রয়েছে তাঁর। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে কাতারের বিপক্ষেও ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। ২০১০ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ দলে লেখার মধ্য দিয়ে তারকা খ্যাতি পাওয়া শুরু করেন এই ব্যাটসম্যান। তবে ২০১২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপটা ছিল সৌম্যর জীবনের টার্নিং পয়েন্ট। প্রথম কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধুনা করে ৮০ বলে ৭৩ রান করেন সৌম্য। সেই ম্যাচে হারলেও অমূল্য এক রতনের সন্ধান পেয়ে যান বাংলাদেশ।

২০১৪ সালের ১ ডিসেম্বর মিরপুর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অভিষেক হয় সৌম্য সরকারের। ভালো খেলার পুরস্কার হিসেবে জায়গা পেয়ে যায় বিশ্বকাপ দলেও। ক্রিকেটের মহারণে ভয়ডরহীন ক্রিকেট খেলে সবার  নজর কেড়ে নেন এই ব্যাটসম্যান। এরপর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত এক ম্যাচজয়ী সেঞ্চুরি করে নিজের জাত চেনান আরেকবার। পুরস্কার হিসেবে টেস্ট দলেও জায়গা পেয়ে যান।

এখন পর্যন্ত ২০ ওয়ানডেতে ৪০.২২ গড়ে ৭২৪ রান করেছেন সৌম্য সরকার। ২২ টি-টোয়েন্টি ম্যাচে ১৭.২৭ গড়ে সৌম্য রান ৩৮০। ৫ টেস্টে ৩১.৭৭ গড়ে ২৮৬ রান করেছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

fazlu-webশেখ তহিদুর রহমান ডাবলু/শেখ শরিফুল ইসলাম: সাতক্ষীরা সিটি কলেজের সেই শিক্ষক প্রভাষক ফজলুল হকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দৈনিক আজকের সাতক্ষীরা ও অনলাইন নিউজ পোর্টাল ডেইলি সাতক্ষীরায় জামাত নেতা ফজলুল হককে এমপিভুক্ত করার জন্য কলেজ পরিচালনা পরিষদ ও অধ্যক্ষের সুপারিশ বিষয়ে একটি অনুসন্ধানী পতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বিপুল অংকের অর্থ নিয়ে কলেজ অধ্যক্ষ আবু সাঈদ  ৬টি নাশকতা মামলার আসামি কলারোয়া উপজেলা জামাতের সেক্রেটারি ও জেলা জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফজলুল হকের বিরুদ্ধে কোন মামলা নেই উল্লেখ করে তাকে এমপিওভুক্ত করার সুপারিশ করে বলে প্রকাশ পায়। ফজলুল হকও খুলনা  মহানগর ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারিও।

অন্যদিকে, সম্প্রতি দেশের একটি শীর্ষ ও প্রভাবশালী গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক এ কে এম ফজলুল হকে বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ গুরুতর অভিযোগের কথা বলা হয়েছে। প্রতিবেদনের কপি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয় ফজলুল হক ছাত্রজীবনে ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন।eeeee

শিক্ষা মন্ত্রণালয় ২৩ ফেব্রুয়ারি জারি করা এক আদেশে আগামী ১৫ দিনের মধ্যে ফজলুল হকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার নিয়ে মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেয়।

জানা যায়, ফজলুল হক খুলনায় থাকেন। মাঝেমধ্যে তিনি সাতক্ষীরা সিটি কলেজে যাতায়ত করেন। রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত রয়েছেন মর্মে ফজলুুল হকের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার কয়েকজন সহকর্মী ও শিক্ষার্থীরা।

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান বলেন, মন্ত্রণালয়ের চিঠি পেয়েছেন এবং শিগগিরই আইনগত ব্যবস্থা নেবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dsc06176-copyসাতক্ষীরা সংবাদদাতা : ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি- সুস্থ সবল মেধাবী জাতি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, খামারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে অফিস কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিস কার্যালয়ে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা প্রাণিজ সম্পদ কর্মকর্তা ডাঃ সমরেশ চন্দ্র দাস, সদর উপজেলা প্রাণিজ সম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লবজিৎ কর্মকার, আঞ্চলিক প্রাণি রোগ অনুসন্ধান গবেষণা কেন্দ্র যশোরের সহকারী পরিচালক ডাঃ শশাংক কুমার মন্ডল, প্রাক্তন উপ-পরিচালক হাসান ইমাম, উপ-সহকারি কর্মকর্তা আবুল কালাম মোস্তফা প্রমুখ। খামারীদের মধ্যে বক্তব্য রাখেন রামপ্রসাদ, শেখ আশরাফুল ইসলামসহ বিভিন্ন খামারীরা বক্তব্য রাখেন। এ সময় ১০টি স্টলের খামারীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

222222মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রে বড় ধরনের দু’টি পরিবর্তন এসেছে। সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী দলটির কেন্দ্রীয় সদস্য (রুকন) সম্মেলনের পরিবর্তে জাতীয় কাউন্সিল করার বিধান যোগ করা হয়েছে। এছাড়া প্রায় ২৭ বছর পর পুনরায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদ যুক্ত করা হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত দলের গঠনতন্ত্রের ৬০তম সংস্করণে এই দু’টি পরিবর্তনা আনা হয়েছে। দলটির সংশোধিত গঠনতন্ত্র পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০০৯ সালের পরে জামায়াতের কোনও সম্মেলন হয়নি।

২০১৫ সালের জুনে গঠনতন্ত্রের ৫৯তম মুদ্রণ ধারা-১৩-এ বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় সংগঠন হিসেবে ‘কেন্দ্রীয় সদস্য (রুকন) সম্মেলন’ ছিল। যদিও সর্বশেষ সংস্করণে বলা হয়েছে, জাতীয় কাউন্সিল। এরপর ধারা ১৪-এ বলা হয়েছে, ‘জাতীয় কাউন্সিল জামায়াতের সর্বোচ্চ ফোরাম হিসেবে গণ্য হবে। জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি গোপন ভোটে আমিরে জামায়াত নির্বাচিত হবেন।’ দলের গঠনতন্ত্রের ধারা-১৪-এর-৩-এ কে কে জাতীয় কাউন্সিলের সদস্য হবেন, এ বিষয়ে বিবরণ রয়েছে। সংশোধিত গঠনতন্ত্রে ৭৩টি ধারা রয়েছে। এর আগে ধারার সংখ্যা ছিল ৭০টি।

সংশোধিত গঠনতন্ত্রে বলা হয়েছে—‘জাতীয় কাউন্সিলের সভাপতি হবেন আমিরে জামায়াত। এই কাউন্সিলের মেয়াদ তিন বছর।’ জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা হাবিবুর রহমান জানান, ‘গত বছরের শেষদিকেই কেন্দ্রীয় সদস্য (রুকনরা) ভোটে গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে মত দিয়েছেন। এরপর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ চূড়ান্ত করে।’

১৯৯০ সাল পর্যন্ত জামায়াতের গঠনতন্ত্রে সাংগঠনিক সম্পাদক পদটি ছিল বলে জানান নির্ভরযোগ্য এক নেতা। তিনি বলেন, ‘এ হিসেবে প্রায় ২৭ বছর পর সাংগঠনিক সম্পাদক পদ ফিরিয়ে আনলো জামায়াত। নতুন গঠনতন্ত্রে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি পদ তৈরি করা হয়েছে।’

২০১৫ সালের সর্বশেষ গঠনতন্ত্রের সংস্করণের ধরা-২৮-এ বলা ছিল, বিভাগীয় সেক্রেটারিগণ আমিরে জামায়াতের নির্দেশমতো নিজ নিজ বিভাগের কাজ পরিচালনা করবেন। এই কাজের ব্যাপারে আমিরকে পূর্ণ তথ্য দেবেন। নতুন গঠনতন্ত্রে এ বিষয়টি হুবহু থাকলেও নতুন ধারায় তৈরি করা হয়েছে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি হিসেবে।

ধারা-৩০-এ বলা হয়েছে, ‘জামায়াতের আমিরের প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি নিয়োগ করতে পারবেন। আরও বলা হয়েছে, আমিরের দেওয়া দায়িত্ব পালন করাই হবে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারিদের কর্তব্য। আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারিরা যদি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য না হন, তাহলে তিনি পদাধিকার বলে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হবেন। এই ধারায় যুক্ত করা হয়েছে সাংগঠনিক সম্পাদকের শপথের বিষয়টিও। বলা হয়েছে, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি নিযুক্তির পর তিনি আমিরে জামায়াত বা তাহার প্রতিনিধির কাছে শপথ গ্রহণ করবেন।’

এদিকে নতুন গঠনতন্ত্রের সঙ্গে পাল্টে গেছে জামায়াতের নতুন ওয়েবসাইটও। এই সাইটে দলটির সব ধরনের তথ্য যুক্ত করা হয়েছে।
জানতে চাইলে জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘আঞ্চলিক পরিচালকের স্থলে সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয়ভাবে কে হয়েছেন তা বলতে পারব না।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest