সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনাশ্যামনগরে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা-সংঘর্ষ : ১৪৪ ধারা জারিসাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা

সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চক্ষুসেবা নিশ্চিত করতে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চক্ষুসেবা নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরে বাইপাসে মনপুরা ক্যাফে এন্ড রেস্টুরেন্টে দ্যা ফ্রেড হোলস ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে মতবিনিময় সভা উপস্থিত ছিলেন সদর উপজেলা ইউনিয়ন সমাজকর্মী সাদ্দাম হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, দ্যা ফ্রেড হোলস ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা আজমিরা জামান,গ্রামীণ চক্ষু হাসপাতালের ম্যানেজার মেরাজুল ইসলাম, গ্রামীণ চক্ষু হাসপাতালের কনসালটেন্ট আজহারুল ইসলাম সহ আরো অনেকে।

মতবিনিময় সভা শেষে প্রতিবন্ধী ও নারীদের প্রাথমিক স্বাস্থ্য চক্ষু পরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও প্রাথমিক চক্ষু পরীক্ষার জন্য ভিশন চার্ট প্রদান করা হয় এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধী রোগীদের জন্য চশমা ও চক্ষু অপারেশন ফ্রী করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বাগদা চিংড়ি চাষীদের মৎস্য চাষ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় “নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায়, বাগদা চিংড়ি চাষীদের উত্তম মাছ চাষ অনুশীলনের আলোকে
মৎস্য চাষ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষিন অনুষ্ঠিত হয়েছে।

২০ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় টাউন শ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় হল রুমে বেসরকারি সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান পিকেএসএফ এর সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাস্তবায়নে নওয়াবেকী গগণমুখী ফাউন্ডেশন।

এ সময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, ফ্রিল্যান্সার মশিউর রহমান পলাশ, এ ভি সি এফ মেহেদী হাসান, লিড ফার্মার মো. ফিরোজ শাহ আলম সহ বাগদা চিংড়ি চাষী প্রশিক্ষণার্থীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ইজি বাইকের ধাক্কায় ইঞ্জিনভ্যান উল্টে গিয়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-বৈকারী সড়কের কাশেমপুর ইটভাটার কাছে এই ঘটনা ঘটে।
নিহাতের নাম তারক চন্দ্র দাস (৬০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের বাবুলিয়া গ্রামের মৃত পাচু দাসের ছেলে।

পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারক চন্দ্র দাস সহ তার আরো দুই সঙ্গী একটি ইঞ্জিন ভ্যানে বাবুলিয়া থেকে সাতক্ষীরার দিকে আসছিলেন। পথিমধ্যে সদর উপজেলাধীন সাতক্ষীরা-বৈকারী সড়কের কাশিমপুর ইটভাটার কাছে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ইজিবাইক তাদের ইঞ্জিনভ্যানকে ওভারটেক করার সময় ধাক্কা দেয়। এতে ইঞ্জিনভ্যান রাস্তার উপর উল্টে গিয়ে গুরুতর আহত হন তারক দাস। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর মারা যায়।

সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ আক্তার মারুফ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মারা যান তারক দাস।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সিটি কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগ দাবি শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজের দুর্নীতিবাজ-লুটেরা অধ্যক্ষ ড. মোঃ শিহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানিয়েছেন কলেজটির শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

সোমবার অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষক ও কর্মচারিবৃন্দের স্বাক্ষরযুক্ত আবেদনপত্র কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের কাছে জমা দেন শিক্ষকরা।

শিক্ষক-কর্মচারিদের স্বাক্ষরিত সেই আবেদনপত্র সূত্রে জানা গেছে, বিগত ২০২২ সালের ২৭ ডিসেম্বর সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে এখন পর্যন্ত ড. মোঃ শিহাবুদ্দিন প্রায় কোটি টাকা অর্থ তছরূপ করেছেন।

চরম অনিয়ম-বিশৃংখলার মাধ্যমে কলেজকে দলীয়করণ ও শিক্ষক-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করে একনায়কতান্ত্রিকভাবে কলেজ পরিচালনা করে আসছিলেন। সর্বশেষ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ^বিদ্যালয়ের ১০৪ জন শিক্ষার্থীর ভর্তির সোনালী সেবার সম্পূর্ণ টাকা আত্মসাত করে তাদের ভর্তি একেবারেই অনিশ্চিত করে ফেলেছে। এই অবস্থায় সাতক্ষীরা সিটি কলেজের সকল শিক্ষকবৃন্দের সমন্বয়ে জরুরি সভা আহবান করা হয়। সেখানে সর্বসম্মতভাবে অধ্যক্ষ ড. মোঃ শিহাবুদ্দিনের পদত্যাগ করানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে অধ্যক্ষ ড. মোঃ শিহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানিয়েছেন সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষার্থীরাও। তারা অধ্যক্ষের পতদ্যাগের সাথে-সাথে তার দুর্নীতির বিচার ও যথাযোগ্য শাস্তিরও দাবি জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় এক গ্রাম ডাক্তারের লাশ উদ্ধার

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় হাসানুর সরদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনী। সে উপজেলার নগরঘাটা গ্রামের অজিয়ার সরদারের ছেলে হাসানুর সরদার।

মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে তালা উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার জানান, মঙ্গলবার সকালে উপজেলার ত্রিশ মাইল এলাকা থেকে সেনাবাহিনী হাসানুরের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যায়। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

৩৭ পদাতিক ডিভিশনের তালা ক‍্যাম্প কমান্ডার মেজর কামরুল ইসলাম জানান, আমরা টহলরত আবস্থায় উপজেলার ত্রিশমাইল এলাকায় লাশটি পাই। পরে তালা হাসপাতালে ডাক্তার রাজিব সরদারের নিকট হস্তান্তর করি। তদন্ত চলছে এর আসল রহস্য উদঘাটনের জন্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেরা উদ্যোক্তাদের মাঝে পুরুস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : সেভ দ্য চিলড্রেন এর সহযোগীতায় এবং ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইয়াং ওমেনস ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের অন্তর্ভুক্ত তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে “আমিই সেরা” বিষয়ক একটি প্রতিযোগিতা মূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

উক্ত প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন প্রকল্পের ভিন্ন ভিন্ন দশটি ব্যবসায়ী দল। বিভিন্ন দলের তরুণ-তরুণী উদ্যোক্তবৃন্দ এই কার্যক্রমে তারা তাদের নিজ নিজ ব্যবসাটি কে সেরা হিসাবে সকলের সামনে কার্যক্রম উপস্থাপন করেন। উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণাকে একে অন্যের মধ্যে জানানো এবং এর মাধ্যমে সকলকে এগিয়ে নিয়ে যাওয়াই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।

ব্যবসায়িক ধারণা বচনভঙ্গি, উপস্থাপনার কৌশল, ব্যবসার তথ্যবহুলতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তত্ত্ব ও যুক্তি ইত্যাদি বিষয়ে আলোচনার মানদণ্ড হিসাবে সেরা তিনটি ব্যবসায়ী গ্রুপকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ সাপেক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গ্রুপ তিনটি হল যথাক্রমে রঙ্গন, হাতে ভাজা মুড়ির রাজা এবং খামার বাড়ি। উক্ত সভায় মেনটর হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ। তিনি তার বক্তব্যে বলেন আমাদের সকলের মনের মধ্যে উদ্যোক্তা মনোভাব রয়েছে, উদ্যোক্তা হতে হলে মনোবল এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে, তাহলে সফলতা অর্জন করা যাবে।

আত্মবিশ্বাস, যোগাযোগ কৌশল,দক্ষতা অর্জনে ব্রেকিং দ্য সাইলেন্স কাজ করে যাচ্ছে। সভাপতি হিসাবে উপস্হিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়াং ওমেনস ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সমন্বয়কারী মো. মেহেদি হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ ও কমিউনিটি মোবিলাইজার রুবিনা খাতুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় দলিত জনগোষ্ঠির দক্ষতা উন্নয়ন বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি শ্লোগানে সাতক্ষীরায় দলিত জনগোষ্ঠির দক্ষতা উন্নয়ন বিষয়ক ২ দিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

সোমবার প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রশিক্ষক ছিলেন,খুলনা সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক ফারুক হোসাইন, খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভাসির্টির সহকারী অধ্যাপক মারুফুর রহমান, রাইটস অব দলিতের প্রকল্প কর্মকর্তা পান্না লাল জমাদ্দার।

ইসলামিক রিলিফ সুইডেন এর সহযোগিতায় দলিতের বাস্তবায়নে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, দলিত সংস্থার হেড অব প্রোগ্রাম উত্তম কুমার দাশ, টেকনিক্যাল অফিসার হোসনেয়ারা, ডিসিবি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইন, মিডার নির্বাহী দুলাল দাশসহ অন্যরা।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষে মৌলিক অধিকার গুলো সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি যোগ্য নেতৃত্ব বাছাইয়ের প্রতি জোর দেওয়ার আহŸান জানান বক্তারা। ###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের সুফির বাঁশতলা এলাকায় মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দু’জন নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আলীপুর দিঘীর পাঁড় এলাকার আব্দুল হান্নান ও আলীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে শরীফুল ইসলাম। আব্দুল হান্নায় পেশায় মোটরসাইকেল ভাড়ায় চালাতেন।

আলিপুর গ্রামের মনিরুল ইসলাম জানান, আব্দুল হান্নান মোটরসাইকেলে শরীফুল ইসলামকে নিয়ে ভোমরায় যাচ্ছিলেন। পথিমধ্যে সুফির বাঁশতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন আব্দুল হান্নান।স্থানীয়রা শরীফুলকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তাদের মরদেহ স্ব-স্ব বাড়িতে আনা হয়েছে বলে জানান মনিরুল।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন,দুর্ঘটনায় দু’জন নিহত হওয়ার বিষয়টি শুনেছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest