সর্বশেষ সংবাদ-
রমজানের পবিত্রতা রক্ষায় নগ্নতা বন্ধসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মিছিলআহলে হাদীছ যুব সংঘ সাতক্ষীরার মাহে রামাযানের পবিত্রতা রক্ষায় র‌্যালিসাতক্ষীরা সদর বিআরডিবি ইউসিসিএর বার্ষিক সাধারণ সভাসঙ্গীতা মোড়ে নিউ ভ্যারাইটি স্টোরের উদ্বোধনশেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় খালাস সাবেক সাংসদ হাবিব : সাতক্ষীরায় আনন্দ মিছিলকালিগঞ্জে ভার্মি কম্পোষ্ট ব্যবহারে স্থানীয় কৃষকদের সাথে এডভোকেসি সভাবাঁচতে চায় আশাশুনির অসহায় কৃষক জাহাঙ্গীরসাতক্ষীরায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এবি পার্টির পথসভাতৃতীয় স্বাধীনতার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি-আশাশুনিতে জামায়াত নেতা মুজিবুর রহমানদেবহাটায় জাতীয় সেনা দিবস পালন

নদী ইছামতির ঝুকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার শুরু: পরিদর্শনে ইউএনও ও নির্বাহী প্রকৌশলী

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটার সীমান্ত নদী ইছামতির দূর্বল ও ঝুকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। বাধ সংস্কারের কাজ পরিদর্শন করেছেন দেবহাটা ইউএনও মোঃ আসাদুজ্জামান ও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন।

রবিবার ২৫ আগষ্ট দুপুর ২টার দিকে তিনি অন্যান্য কর্মকর্তাদের নিয়ে কাজ পরিদর্শন করেন।ভারত-বাংলাদেশ বিভাজনকারী সীমাবর্তী নদী ইছামতির ভাতশালা ও কোমরপুরসহ বিভিন্ন পয়েন্টে গত কয়েকদিনের অতি বর্ষন ও দীর্ঘদিন সংস্কার না করায বেড়িবাঁধগুলো ভাঙ্গনের উপক্রম হয়েছিল।

ক্রমশ ভাঙ্গতে ভাঙ্গতে নদীর বাধ শেষ হতে বাকি আছে মাত্র কয়েক ফুট। যে কোন সময় ভেঙ্গে গোটা এলাকা প্লাবিত হওয়ার আশংঙ্কা বিরাজ করছিল। বাঁধ ভেঙ্গে প্লাবিত হলে মানুষের জানমাল, ফসলি জমিসহ লাখ লাখ টাকার সম্পত্তি রক্ষা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। এবিষয়ে গত কয়েকদিনের জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে সংশ্লিষ্ট দপ্তরের।সরেজমিনে দেখা গেছে, দেবহাটার ইছামতি নদীর ভাতশালার বিশ্বাস বাড়ি এলাকা, কোমরপুর, সুশীলগাতী, বসন্তপুর ও নাংলা এলাকার বেড়িবাঁধ বিলীন হওয়ার উপক্রম হয়েছে। দীর্ঘ কয়েক বছর যাবৎ ভাঙ্গতে ভাঙ্গতে বেড়িবাঁধের এক-তৃতীয়াংশ ভেঙ্গে নদীতে বিলিন হয়ে গেছে। একাধিক বার সংস্কার কাজে লাখ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও তা কাজে আসেনি। বর্তমান পরিস্থিতিতে মূর্হুত্বের মধ্যে বেড়িবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্খা রয়েছে। প্লাবিত হলে লোনা পানি ঢুকে হাজার হাজার বিঘা জমির ফসল ও মৎস্য ঘের ভেসে যাওয়া সহ শতশত পরিবার পানি বন্দি হওয়ার সম্ভবনা রয়েছে। বর্তমানে উক্ত এলাকার মানুষের দিন কাটছে আতঙ্কে। স্থানীয়রা নদীর মুল বেড়ি ছিদ্র করে পানি উত্তোলন ও নদীতে ঠেলা জাল ফেলা নদী ভাঙ্গনের প্রধান কারণ হিসেবে দায়ী করেন। গত শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান,
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত কাজের আশ্বাস দেন। অপরদিকে, ভাতশালা এলাকায় নদী বাঁধ ভেঙ্গে যাওয়ায় ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির তাহাজ্জত হোসেন হিরু, খায়রুল ইসলামের নেতৃত্বে গত ২২ আগস্ট পানি সম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে স্বাক্ষাত করেন। পরে বাঁধ রক্ষায় তাৎক্ষণিক বাঁধ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে বরাদ্দ প্রদান করা হয়। এছাড়া ওই স্থানটিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস প্রদান করেন বলে জানা গেছে।

তারই সূত্র ধরে ২৫ আগস্ট রবিবার থেকে উপজেলার ভাতশালা ও কোমরপুর এলাকার বাধ সংস্কারের জন্য কাজ শুরু করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন দুপুরে উক্ত বাধ সংস্কার কাজ পরিদর্শন করেন। এসময় ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, নদীর বাঁধ রক্ষা কাজ শুরু করা হয়েছে। যাতে করে নদী পাড়ের মানুষের জানমালের ক্ষতি না হয় সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সেই সাথে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সচেতন করা হচ্ছে। তিনি এখানে স্থায়ী বাঁধ নির্মানের যথাযথ প্রক্রিয়া করা হবে বলে জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের মাঝে বিজিবির নগদ অর্থ সহায়তা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত তিন পরিবারের মাঝে ৩৩ বিজিবির পক্ষ থেকে নগদ অর্থ ও সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আয়োজনে এই নগদ সহায়তা প্রদান করা হয়। ২৫ আগস্ট ২০২৪ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মাহমুদ আলম এর পুত্র নিহত মৃত আসিফ হোসেন, এবং সাতক্ষীরায় আন্দোলনকালীন সময়ে আহত আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের আমজাদ আলী সরদারের পুত্র মোঃ আমান উল্লাহ, সাতক্ষীরা সদরের পাঁচরকি এলাকার আব্দুল খালেক সরদারের পুত্র জিল্লুর রহমানকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময় নিহত ও আহত দের পরিবারের সদস্যরা দ্রুত দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি দাবি করেন।
সহায়তা প্রধানকালে আর উপস্থিত ছিলেন, জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক স্থানীয় রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিএনপি কর্মী হত্যায় সাবেক ওসি মহিদুল ও পিপি লতিফসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বিএনপি কর্মীকে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর থানার সাবেক ওসি মহিদুল ইসলাম এবং পিপি আব্দুল লতিফসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সাতক্ষীরা আমলী ১নং আদালতে এ মামলা দায়ের করেন নিহতের ভাই বিএনপি কর্মী আজগর আলী। মামলাটি আমলে নিয়ে এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অন্যান্য আসামীরা হলেন, সাবেক পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, তৎকালিন সদর থানার পুলিশ পরিদর্শক সেকেন্দার আলী,

তৎকালিন অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমিশ, সাতক্ষীরা জজকোর্টের পিপি কামার বায়সা গ্রামের মুনসুর সরদারের পুত্র এড. আব্দুল লতিফ, কুচকুপুর গ্রামের মৃত নেছার ডাকাতের পুত্র রফিকুল ইসলাম রফি,

রবিউল ইসলাম, মৃত নজরুল ইসলামের পুত্র রনি, জনি, ইমামুল হক পলাশ, মৃত আব্দুল খালেকের পুত্র আনারুল ইসলাম, কওছারের পুত্র শিমুল, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নুর আলীর পুত্র রবিউল ইসলাম, দেবনগর গ্রামের মৃত.নেছার আলীর পুত্র হামজার আলী, মুনছুর আলী,ইসলাম হোসেনের পুত্র সাইফুল এবং কাশেমপুর গ্রামের ইমান আলী কেনার পুত্র জাফর আলী।

মামলার বিবরনে জানা যায়, সাতক্ষীরা সদরের কুচপুকুুর গ্রামের মৃত মোক্তার আলীর পুত্র বিএনপি কর্মী হুমায়ুন কবিরকে উচ্ছেদসহ হত্যার উদ্দেশ্যে স্থানীয় আওয়ামীলীগের কতিপয় নেতাকর্মী চক্রান্ত করতে থাকে। এর জের ধরে গত ৫ সেপ্টেম্বর ২০১৯ সালে ঢাকা থেকে আটক করে নিয়ে আসে সদর থানার তৎকালিন ওসি মহিদুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা। পরে তাকে হত্যার ভয় দেখিয়ে ভুক্তভোগীর স্ত্রী চম্পাখাতুনের কাছে ২০লক্ষ টাকা চাঁদা দাবি করে। চম্পা খাতুন ৫লক্ষ টাকা যোগাড় করে দিয়। পরবর্তীতে বাকী টাকা না দেওয়া অজ্ঞাত স্থানে নিয়ে তার বুকেও পিঠে গুলি করে হত্যা করে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া সীমান্তে বিজিবির ওপর ভারতীয় চোরাকারবারিদের আক্রমণ,বিজিবির গুলি বর্ষণ: মাদক ও অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তলুইগাছা সীমান্তে বিজিবি’র ওপর ভারতীয় চোরাকারবারিদের আক্রমণ হয়েছে। এসময় তাদের আক্রমণ ঠেকাতে বিজিবি সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে চোরাকারবারিরা মাদকের ওই চালান ফেলে ভারতের সীমানায় ঘন জঙ্গলে পালিয়ে যায়। এসময় বিজিবি ঘটনাস্থল থেকে ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২ টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করেছে। শনিবার রাত ২টার দিকে এঘটনা ঘটে।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক আশরাফুল হক জানান, ভারত থেকে কয়েকজন চোরাকারবারী তলুইগাছা সীমান্ত দিয়ে বাংলাদেশে

প্রবেশ করে মাদক পাচার করবে, এরূপ গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিজিবি’র সদস্যরা নটিজঙ্গল নামক স্থানে অবস্থান নেয় । এসময় ভারতীয় ৫-৬ জন চোরাকারবারী মাথায় করে বস্তা ভর্তি অবৈধ মালামাল বহন করে বাংলাদেশ সীমান্তের দিকে অগ্রসর হতে থাকে।

এক পর্যায়ে তারা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে সামনে অগ্রসর হলে বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করে। কিন্তু তারা পিছু না হটে ধারালো অস্ত্র দেখিয়ে বিজিবির ওপর হামলা করতে উদ্ধত হয়। চোরাকারবারীদের আক্রমণ ঠেকাতে বিজিবি ৫ রাউন্ড গুলি নিক্ষেপ করে।

এতে তারা ভারতের ভেতরে একটি বাগানে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাসী চালিয়ে চোরাকারবারীদের ফেলে যাওয়া ২৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫১ বোতল মদ ও ২ টি ধারালো হাসুয়া (দা) উদ্ধার করে ।

অপরদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আসিফ ও আহত ২ পরিবারের সদস্যদের মাঝে নগদ সহায়তা দেওয়া হয়েছে বিজিবির পক্ষ থেকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য বিএনপি নেতা শাহীনের শুকনা খাবার প্রদান

নিজস্ব প্রতিনিধি : বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতার জন্য ব্যক্তিগত উদ্যোগে শুকনা খাবার সামগ্রী প্রদান করলেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন।

শনিবার রাত ৮ টায় শহরের মোজাহার পেট্রোলপাম্পের সামনে নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শুকনা খাবার সামগ্রী সাধারণ শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান মিশন, সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাবেক ছাত্রনেতা মো: আবিদুল হক মুন্না, মান্না মেহেদী বাপ্পি, পৌর ১ নং ওয়ার্ড বিএনপি নেতা আলমাছ আলী, পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলন প্রমুখ। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্য হতে এ খাদ্য সামগ্রী গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী আরাফাত ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি ১ম বর্ষের শিক্ষার্থী ওমর তাসনিম রাহাত, সাব্বির ইসলাম, শেখ রোহান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী কতৃক ব্যবসায়ীদের নির্যাতন চাঁদাদাবি ও চাঁদা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শহরের ধুলিয়ার ব্রাহ্মরাজপুর বাজার কমিটির আয়োজনে শনিবার সকালে ঘন্টা ব্যাপী দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন পালন করে।

ধুলিয়ার ব্রাহ্মরাজপুর বাজার কমিটির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ধুলিয়ার ইউনিয়নের ২নং ওয়ার্ড কাউন্সিলর মিনাজ মোরশেদ,বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, তেল ব্যবসায়ী সংকার ঘোষ,ফল ব্যবসায়ী নাজমুল হোসেন সহ বাজারের ব্যবসায়ী ও দোকানদাররা।

মানববন্ধনে বক্তরা বলেন, চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিচ্ছে। চাঁদা না দিলে আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হুমকি দিচ্ছে। আমরা ব্যবসায়ী ও দোকানদাররা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

অনেক দোকানদার ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা ২০ থেকে ৩০ লাখ টাকা চাঁদা নেয় এবং দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যায়। বক্তরা আরো বলেন, কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী কতৃক ব্যবসায়ীদের যে নির্যাতন ও চাঁদাদাবি করছে তাকে আইনের আওতায় এনে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জামায়াতকে সম্মাান দিয়েছে দেশের জনগন- সাতক্ষীরায় জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মারণে দোয়া ও শহীদ পরিবারের নগদ অর্থ প্রদান করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার ৪ জন শহীদ পরিবার কে নগদ ১লক্ষ টাকা করে অর্থ প্রদান করেন বাংলাদেশ জামাত ইসলামি সেক্রেটার জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সাতক্ষীরা জেলা জামাতের আমীর মুফতী রবিউল বাশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা মহানগরের সাবেক আমীর আবুল কালাম আজাদ, জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওঃ খলিলুর রহমান,খুলনা অঞ্চলে সদস্য মাস্টার শফিকুল আলম,খুলনা জেলা আমীর ইমরান হুসাইন, জেলা জামাতের সাবেক সেক্রেটারি শেখ নুরুল হুদা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহ সমন্বয়ক নাজমুল হাসান রনি সহ আরো অনেকে। পরে দেশ ও মানুষের কল্যানে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এসময় প্রধান অতিথি বলেন, কোন অনুষ্ঠান করতে গেলে পুলিশ বাধা দিতো, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর সেই পুলিশ ফোন করে খোজখবর নিচ্ছে। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে।

পতনের ৩/৪ দিন আগে হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করেছিল। হাসিনা ভেবেছিল জামায়াত শিবির নিষিদ্ধ করে বাঁচতে পারবে। কিন্তু সে বাঁচতে পারেনাই। দেশ ছেড়ে পালাতে হয়েছে। তুমি নিষিদ্ধ করেছো। অন্য দিনে বাংলাদেশের মানুষ তোমাকে নিষিদ্ধ করেছে। জামায়াতকে সম্মান দিয়েছে দেশের জনগন।

আপনারা অস্থির হবেন না। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পূর্ব পর্যন্ত শান্ত থাকুন। ১৫ বছর আমরা কথা বলতে পারিনি। এখন তো কথা বলতে পারি। আমরা অন্তবর্তীকালিন সরকারকে সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সময় দিতে চায়। সাতক্ষীরার জামায়াত অফিস দীর্ঘদিন খুলতে পারিনি। রাতে বাড়িতে থাকতে পারিনি। বছরের পর বছর পালিয়ে জীবন যাপন করতে হয়েছে। এখন তো শান্তিতে বাড়িতে থাকতে পারি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় উপজেলা বিএনপির আয়োজনে ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের মুক্তি ও মুক্তি পরবর্তী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগদানের বিষয়ে ২৩ আগষ্ট শুক্রবার বিকাল ৫টায় পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ মিলন, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম, সাতক্ষীরা জর্জকোর্টের আইনজীবী এডঃ আমিনুর রহমান (আমিন), দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা,

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজীব আহম্মেদ, উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম রসুল খোকন, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলী মোল্লা,

বিএনপি নেতা আবু তৈয়াব খান, অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক ইয়াছিন আলী, রাজু আহমেদ (রেজু), রফিকুল ইসলাম রফিক

প্রমুখ। সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest