সর্বশেষ সংবাদ-
দেবহাটায় নওয়াপাড়া নাংলা বাজার বিএনপির কর্মীসভাসাতক্ষীরায় আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষে পুকুর প্রস্তুতি-জৈব নিরাপত্তা শীর্ষক কর্মশালাকালক্ষেপন না করে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্বভার দেয়ার আহবানসাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনাশ্যামনগরে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা-সংঘর্ষ : ১৪৪ ধারা জারিসাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানা

নবগঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা সদর ও পৌর যুবদলের শুভেচ্ছা মিছিল

নবগঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা সদর ও পৌর যুবদলের শুভেচ্ছা মিছিল

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১১ জুলাই) বিকালে সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা যুবদলের আয়োজনে শহরের রাধানগর মোড় হইতে উক্ত অভিনন্দন ও শুভেচ্ছা মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি . আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শফিকুল আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক সুমুনুর রহমান, পৌর যুবদলের আহবায়ক আলী শাহীন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, বৈকারী ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুজ্জামান শরীফ, আগরদাড়ী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,

বল্লী ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু রায়হান রিপন, ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহবায়ক কামরুল ইসলাম, ভোমরা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ হাসান, ফিংড়ী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাঈমুল ইসলাম নাঈম, ধুলিহর ইউনিয়ন যুবদলের আহবায়ক মিঠু মেম্বার, শিবপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান,পৌর যুবদলনেতা সাইফুল্লাহ আল কাফি প্রমুখ। এসময় সাতক্ষীরা সদর ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অভিনন্দন ও শুভেচ্ছা মিছিলে অংশ নেয়। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটার কপোতাক্ষ নদীর পাড়ে থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটার কপোতাক্ষ নদীর পাড় থেকে অজ্ঞাতনামা (৪২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিকভাবে মরদেহের নাম ও পরিচয় মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১২টার দিকে পাটকেলঘাটার কুমিরা এলাকার কপোতাক্ষ নদীর নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বেলা ১২টার দিকে স্থানীয় কিছু লোক কুমিরা এলাকার কপোতাক্ষ নদীর পাড়ে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এর পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, মরদেহের পাশ থেকে দুটি কীটনাশক ঔষধের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে এখন পর্যান্ত মরদেহের নাম পরিচয় মেলেনি।

এঘটনায় পাটকেলঘাটার থানায় একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে বলে জানান তিনি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে পরিনত করতে হবে — এমপি আশু

নিজস্ব প্রতিনিধি: “অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গাজী বশির আহমেদ।

এসময় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আশু বলেন, সাতক্ষীরা জেলায় ধর্মপ্রাণ মানুষের বসবাস। তারা সরকারি নিয়ম মেনেই জন্ম নিয়ন্ত্রণ করছে। ‘বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ আজ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি রোধ হয়েছে পরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহনের ফলে। জনসংখ্যা এখন অভিশাপ নয়। প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে পরিনত করতে হবে’।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ এবিএম দ্বীন মোহাম্মাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এফ এম আবু তাহের,উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মো. মফিজুল ইসলাম, সাংবাদিক ফিরোজ হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ লিপিকা বিশ্বাস,মেডিকেল অফিসার ডাঃ মো. মফিজুল ইসলাম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সুপার মো. সোহরাওয়ার্দী হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের মাঠ কর্মীবৃন্দ।

আলোচনা সভা শেষে কর্ম-দক্ষতা ও সেবাদানে বিশেষ অবদানের জন্য মাঠ কর্মীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে উপনির্বাচনে ৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি উপজেলার খাজরা ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৩ প্রার্থী ও আশাশুনি সদর ইউনিয়নে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৫ জন সর্বমোট ৮ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।

(১১ জুলাই) বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আলী সোহাল জুয়েল। খাজরা উপনির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ৩ জন আওয়ামী লীগের নেতা।
প্রতীক বরাদ্দকারীরা হলেন, খাজরা ইউপির চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এসএম শাহনেওয়াজ ডালিম পেয়েছেন ঘোড়া প্রতীক এবং খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অহিদুল ইসলাম মোল্যা পেয়েছেন আনারস ও যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী মোড়ল পেয়েছেন মটর সাইকেল।

অপরদিকে আশাশুনি সদর ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৫ জন প্রার্থীর মধ্যে শ্রীকলস গ্রামের মোছাঃ শাহানারা পারভীন পেয়েছেন তালগাছ প্রতীক, মানিকখালী গ্রামের মোছাঃ সালেহা পারভীন পেয়েছেন কলম প্রতীক, আশাশুনি দক্ষিণপাড়া গ্রামের মোমেনা খাতুন পেয়েছে বক প্রতীক, রাহেনা পারভিন পেয়েছেন বই প্রতীক ও সুবর্ণা সানা পেয়েছেন মাইক প্রতীক।

উল্লেখ্য, আগামী ২৭ জুলাই খাজরা ইউপির চেয়ারম্যান পদে ও আশাশুনি সদর ইউপির ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মেম্বার পদে নির্বাচন ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক‌ ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এ্যাসোসিয়েশন জেলা শাখার জরুরী সভা

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক‌ ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার জরুরী সভা

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক‌ ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল, কেএম মুজাহিদুল ইসলাম প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, ডাঃ তনয় কৃষ্ণ পাল প্রমুখ। সভায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকবৃন্দ বিভিন্ন বিষয়ের আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সবুজ বনায়ন বৃৃদ্ধির লক্ষে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করলেন এমপি স্বপন

নিজস্ব প্রতিনিধি : “গাছে গাছে সবুজ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানে সাতক্ষীরার কলারোয়া ও তালা উপজেলায় সবুজ বনায়ন বৃৃদ্ধির লক্ষে বৃক্ষরোপণ কর্মসুচি শুরু করা হয়েছে।

১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ লক্ষে আজ বৃহস্পতিবার কলারোয়া সরকারি কলেজ চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন।

পর্যায়ক্রমে সংসদ সদস্যের নির্বাচনী এলাকা তালা ও কলারোয়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকার প্রতিষ্ঠানে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

এসময় কলারোয়া পৌর সভার মেয়র মনিরুজ্জামান বুলবুল, কলেজের অধ্যক্ষ এস এম আরেয়িারুজ্জামান, আওয়ামীলগি নেতা আলতাফ হোসেন লাল্টু সহ উপজেলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেমিস্টস্ এন্ড ড্রাগীস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নতুন কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগীস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নতুন কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ এবং প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরার বিসিডিএস ভবনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন নবগঠিত জেলা কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির পরিচালক আলহাজ্ব মোঃ দ্বীন আলী। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি শেখ আমিনুল ইসলাম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সদস্য জালাল উদ্দিন, আবু আহসান রেজা, রোস্তম আলী, শেখ রফিকুর রহমান, আবু হোসেন বিশ্বাস, মিজানুর রহমান, দবির উদ্দীন, কাজী শামছুর রহমান,

এস এম মনিরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, স্বপন কুমার সরকার, ফিরোজ আহমেদ প্রমুখ। উল্লেখ্য সমিতির সাতক্ষীরা জেলা শাখার বিগত আহবায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে গত সাত জুলাই কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহ্জালাল সাতক্ষীরা জেলার ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। উক্ত কমিটির প্রথম সভায় জেলার সকল ঔষধের দোকানে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ, লাইসেন্স ব্যতীত দোকান পরিচালনা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে নারী সদস্যদের নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

প্রেস বিজ্ঞপ্তি :

সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে কাজ করছে।

সেই লক্ষ্যে ৯ ও ১০ জুলাই মঙ্গলবার ও বুধবার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের ২ দিন ব্যাপী নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ ১০ জুলাই বিকাল ৪ টায় উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যরা ।

প্রধান অতিথি বলেন, নারীদেরকে নেতৃত্ব দিতে হবে। নারী নেতৃত্বের মাধ্যমে নারীদেরকে এগিয়ে নিতে হবে। সমাজে যারা পিছিয়ে আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে নারীদের নেতৃত্বের বিকাশ ঘটবে, তারা সংগঠন পরিচালনার জন্য দক্ষ হবে। নারীদের এমন ব্যতিক্রমী প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবি এর এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।

অংশগ্রহণকারী অর্পণা মল্লিক বলেন, ২ দিন ব্যাপী নেতৃত্ব উন্নয়ন ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণে আমি নারী নেতৃত্ব উন্নয়ন, নেতার গুনাবলী ও সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে অনেক কিছু শিখেছি। নারীদের জন্য এই ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবি এর এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest