সর্বশেষ সংবাদ-
দেবহাটায় নওয়াপাড়া নাংলা বাজার বিএনপির কর্মীসভাসাতক্ষীরায় আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষে পুকুর প্রস্তুতি-জৈব নিরাপত্তা শীর্ষক কর্মশালাকালক্ষেপন না করে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্বভার দেয়ার আহবানসাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনাশ্যামনগরে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা-সংঘর্ষ : ১৪৪ ধারা জারিসাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার জেলার বিথী কর্তৃক কর্তব্যরত অসুস্থ কারারক্ষীর সাথে অমানবিক আচরনের অভিযোগ

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা জেলখানার জেলার হাসনা জাহান বিথী কর্তৃক কর্তব্যরত অসুস্থ কারারক্ষী হাসিবুর রহমানের সাথে অমানবিক আচরনের অভিযোগ উঠেছে। ওই কারাক্ষী ও তার পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। তবে, এ সব অভিযোগ অস্বীকার করেছেন জেলার নিজেই।

কারারক্ষী হাসিবুর রহমান (যার কারারক্ষী নং-৪২৪৮০) কাঁদতে কাঁদতে তার উপর যে অমানবিক আচরন করা হয়েছে তার বর্ণনা দিয়ে বলেন, কর্তব্যরত অবস্থায় হার্টের সমস্যা নিয়ে তিনি গতকাল শনিবার (৬ জুলাই) কারা হাসপাতালে যান। এরপর সেখান থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সদর হাসপাতালে নেয়ার আগে তার পরিবারের সদস্যরা তাকে আনার জন্য গেলে তাদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন জেলার হাসনা জাহান বিথী। এমনকি সরকারী গাড়িটি পর্যন্ত দিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়নি। বাধ্য হয়ে তারা তাকে ভ্যান যোগে সদর হাসপাতালে নিয়ে যান। এরপর সদর হাসপাতাল থেকে ইজিবাইক যোগে তাকে মেডিকেলে পাঠানো হয়। অসহায় এই কারারক্ষীর বড় ছেলে ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া নিহাল শেখ তার বাবাকে বাঁচাতে স্ট্রেচারে ঠেলতে ঠেলতে নিয়ে যায় সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের কাছে। এ সময় তার অশ্রু দুনয়নে শুধু বাবাকে বাঁচানোর জন্য প্রানপন লড়াই করতে দেখা যায়। গাঁ দিয়ে ঘাম ঝরছে তবুও বাবাকে বাঁচাতে হবে। এটাই তার প্রানপন চেষ্টা। সে দুঃখ ভরাক্রান্তমনে সাংবাদিকদের বলে আমার বাবাকে হাসপাতালে নিয়ে আসার জন্য জেলখানার প্রধান কর্তকর্তা তাদের সরকারী গাড়িটা পর্যন্ত দেয়নি। এমনকি তাদের সাথে খুব খারাপ আচরন করেছেন তিনি। এসময় সে বলে, আমার বাবা আজ মারা গেলে কোথায় পেতাম আমার বাবাকে ?

একই কথা বলেন কারারক্ষী হাসিবুরের স্ত্রী বৃষ্টি আক্তার। তিনি বলেন, আমরা আমার স্বামীর অস্স্থুতার খবর শুনে কারাফটকে গেলে আমাদের সাথে খারাপ আচরন করে বের করে দেয়া হয়। এমনকি তার স্বামীর সারাদিনে কোন খোঁজ খবর পর্যন্ত নেননি জেলার।

কারারক্ষী হাসিবুরের ভাই সজিব শেখ বলেন, আমার ভাইয়ের অসুস্থতার খবর শুনে সেখানে যায়। সেখানে গিয়ে দেখি জেলার আমার ভাইকে অপদার্থ, কুলাঙ্গারসহ বিভিন্ন খারাপ ভাষায় গালি দিচ্ছে। তিনি বলছেন, তুই এতো দেনা দায় হয়েছিস কেন ? এমনকি বাবা মাকে নিয়েও খারাপ কথা বলেন। একপর্যায়ে সাসপেন্ড করানো ও চাকুরী খাওয়ার ভয় দেখান।

তবে, এসব অভিযোগ অস্বীকার করে সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথী জানান, হাসিবুর তাদের মাধ্যমে হাসপাতালে গিয়েছেন। তবে, যারা বাসা নিয়ে থাকেন তারা নিজেরা ডাক্তার দেখান। অসুস্থ অবস্থায় তাকে সরকারী গাড়িযোগে হাসপাতালে কেন পাঠানো হয়নি প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, হাসিবুর আপনার কি হয় ? কে বলেছে আপনাকে ? অপনি কি উনার ব্যাক গ্রাউন্ড জানেন ? আমরা উনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিচ্ছি। আপনি যদি প্রমান চান তাহলে অফিসে আসেন। উনার স্ত্রী যখন অসুস্থ ছিল তখন উনার স্ত্রীকে আমি কিন্তু রক্ত দিয়েছিলাম। তাহলে আজকে কি হলো মানবিক দিক দিয়ে হলেও তাকে তো আজ উপকার করা উচিত ছিল, এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, আজকেও তাকে হেল্প করেছি। তবে, তার পরিবারের লোকজনের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি খারাপ ব্যবহার করেছি তারা আপনাকে বলছে ? আচ্ছা ঠিক আছে। আমি খারাপ ব্যবহার করছি আমি কি সেটা বলবো ? আমি কিভাবে বললে আপনি বুঝবেন আমি তার সাথে খারাপ ব্যবহার করছি। আজ পর্যন্ত আমি আমার কোন স্টাফের সাথে খারাপ ব্যবহার করছি তা তারা কেউ বলেনি। সুযোগ সুবিধা হাবিজাবি পেতো তা তো তিনি আপনাকে বলেনি। সে যখন আপনাকে বলেছে সেই জানে আমি তার সাথে কি রকম খারাপ ব্যবহার করেছি।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অসহায় দুস্থ মানুষের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প

সাতক্ষীরায় অসহায় দুস্থ মানুষের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজনে বাঁকাল এলাকার ১শ মানুষকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনি খুলনার সহযোগিতায় সাইড সেভার্স এর অর্থায়নে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রাফিনুর আলী,

জেলা ভূমিহীণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহ-সভাপতি মফিজুর রহমান, পৌর ভূমিহীন সমিতির সভাপতি আশরাফুল ইসলাম এবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় উৎসবমূখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি :
সাতক্ষীরা তালায় উৎসবমূখর পরিবেশে ও শান্তিপূর্ন ভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে তালার মাঝিয়াড়া জগন্নাথ মন্দির চত্বরে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সভাপতি উদয় কুমার সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
বিভিন্ন বাদ্য বাজনা বাজিয়ে সনাতন ধর্মালম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ মন্দির চত্বর থেকে খালি পায়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন এবং মোবারকপুর রাধা-গোবিন্দ মন্দির যেয়ে রথযাত্রা শেষ হয়।

অন্যদিকে তালার ঘোষনগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী শান্তি নিকেতন মন্দির কমিটির আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি যুগোল কিশোর দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য প্রকাশ দালাল-এর সার্বিক পরিচালনায় রথযাত্রা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। উভয় রথযাত্রায় শত শত নারী, পুরুষ ও যুব সমাজ অংশগ্রহন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সীমান্ত থেকে একটি স্বর্ণের বারসহ এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সীমান্ত থেকে একটি স্বর্ণের বারসহ এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি।

রোববার (৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার ভোমরার লক্ষ্মীদাড়ি মধ্যপাড়া সীমান্ত এলাকা থেকে এই স্বর্ণ সহ তাকে আটক করা হয়। আটক স্বর্ণের দাম ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে সাতটার দিকে এক ব্যক্তিকে ভোমরা লক্ষ্মীদাড়ি মধ্যপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা।

এ সময় তার দেহ তল্লাশি করে ১ কেজি ৬৭ গ্রাম ৫০০ মিলিগ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, স্বর্ণসহ আটক ব্যক্তিকে ব্যাটেলিয়ান সদর দপ্তরে নেয়া হয়েছে। নাটক ব্যক্তির নাম ঠিকানাসহ বিস্তারিত পরে জানানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালার দক্ষিণ মাছিয়াড়া দাখিল মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য: এলাকায় মিশ্র প্রতিক্রিয়া!

তালা প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় দক্ষিণ মাছিয়াড়া দাখিল মাদ্রাসায় নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী চুড়ন্তের অভিযোগ পাওয়া গেছে। অত্র মাদ্রাসার সভাপতি এরফার মোড়ল ও সুপার আজিজুল ইসলাম পারিবারিক ও আত্মীয় করণের মাধ্যমে এসকল পদে নিয়োগের নীল নক্সা তৈরী করছেন বলে অভিযোগ উঠেছে। লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যের মাধ্যমে সভাপতির পুত্র ইব্রাহীম মোড়ল কে নিরাপত্তা কর্মী ও আয়া পদে সুপার আজিজুলের ফুপাতো ভায়ের স্ত্রী জেসমিন খাতুনের নিয়োগ প্রায় চুড়ান্ত। এখন শুধু ঘোষনা বাকি। বিষয়টি জানাজানি হওয়ায় এলাকার সাধারণ মানুষ সহ অবিভাবকবৃন্দ ফুঁসে উঠেছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসি।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গত জুলাই’২২ সালে মাদ্রাসাটি এমপিও ভূক্ত হয়। মাদ্রাসা তৈরী শুরু থেকে অনিয়ম দূর্ণীতি জেকে বসেছে প্রতিষ্ঠানটিতে। শুরু থেকে যে সকল শিক্ষকগণ এখানে চাকরী করতেন তাদের কে বাদ দিয়ে ভূয়া নিয়োগ বোর্ড দেখিয়ে লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্য ও আত্মীয় করণের মাধ্যমে সুপারের শ্যালকের স্ত্রী খাদিজা আক্তার লিমা, তার বোন জামাই আজিজুল ইসলাম, নিকট আত্মীয় জেসমিন খাতুন ও সভাপতির মেয়ে সেলিনা আক্তর কে শিক্ষক পদে নিয়োগ দেয়া হয়েছে।

এরপর ২০২৪ সালের ৩১ মে একটি জাতীয় পত্রিকা ও একটি আঞ্চলিক পত্রিকায় নিরাপত্তা কর্মী ও আয়া পদে জনবল নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের নির্ধারিত সময়ের মধ্যে দুটি পদে স্থানীয় চুাকরী প্রত্যাশীরা আবেদন করেন।

এলাকায় সরেজমিন পরিদর্শনে গেলে আবেদনকারী নাজমুল সরদার, শারমীন বেগম, রেজাউল গাজী ও আব্দুস সবুর বলেন, আবেদন করার পরে জানতে পারি, নিরাপত্তা কর্মী পদে সভাপতির ছেলে ইব্রাহীম মোড়ল ও আয়া পদে সুপারের ফুপাতো ভায়ের স্ত্রী জেসমিন খাতুন কে মোটা অংকের টাকার বিনিময়ে শিক্ষা অফিস সহ সকল দপ্তরকে ম্যানেজ করে নিয়োগ দেয়া হচ্ছে। এমনকি নিয়োগ প্রক্রিয়া নির্ভিগ্ন করতে তাদের পক্ষের লোকদের দিয়ে আবেদন করিয়েছেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসির প্রতিরোধের মুখে বারবার চেষ্টা করেও নিয়োগ বোর্ড বসাতে ব্যার্থ হচ্ছেন তারা।

এলাকার গোলাম রব্বানী, সিরাজুল ইসলাম সহ অনেকেই বলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা বারী আবু বক্করের মামা বর্তমান মাদ্রাসার সভাপতি। প্রতিষ্ঠাতা, সভাপতি ও সুপার মিলে ৩০ লক্ষ টাকার বিনিময়ে এই দুই পদে নিয়োগ প্রদানের সকল নীল নক্সা তৈরী করেছেন। সঠিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাতে প্রার্থী চুড়ান্ত করা হয় সংশ্লিষ্ট সকলের প্রতি আবেদন জানিয়েছেন তারা।

তারা জানান, মাদ্রাসা এমপিও হওয়ার পরে সুপারের শ্যালকের স্ত্রী খাদিজা আক্তার লিমা, তার বোন জামাই আজিজুল ইসলাম, নিকট আত্মীয় জেসমিন খাতুন ও সভাপতির মেয়ে সেলিনা আক্তর কে মাদ্রাসায় দেখা গেলেও শুরু থেকে তাদের কখনো মাদ্রাসায় দেখা যায়নি। অর্থের বিনিময়ে অবৈধ ভাবে তাদের নিয়োগ দেয়া হয়েছে। এসকল অনিয়ম ও দূর্ণীতির প্রতিকারে মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সুপার আজিজুল ইসলাম বলেন, অবৈধ ভাবে কাউকে নিয়োগ দেয়া হয়নি। আগে থেকেই তাদের নিয়োগ দেয়া ছিল তবে তারা মাদ্রাসায় ঠিকমতো আসতো না। এমপিও ভূক্তির পর থেকে তারা নিয়মিত ক্লাস নিচ্ছেন। দুটি পদে নিয়োগের বিষয়ে তিনি বলেন, কাকে নিয়োগ দেয়া হবে আমি জানি না। এবিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়ার আবু বক্কর সাহেব ভালো বলতে পারবেন।

অত্র মাদ্রাসার সভাপতি এরফান মোড়ল বলেন, এবিষয়ে আমার কিছু জানা নেই। নিয়োগের বিষয়ে প্রতিষ্ঠাতা সিদ্ধান্ত নিবেন। এমনকি কবে নিয়োগ হবে তাও জানা নেই।

নিয়োগের আগে প্রার্থীদের নাম প্রকাশ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ হোসেন বলেন, কাদের কে নিয়োগ দেয়া হবে আমার জানা নেই। বিধিমোতাবেক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ দেয়া হবে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়ার বারী আবু বক্করের সাথে যোগাযোগ করলে তিনি এবিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয়ক সভা

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং উন্নয়ন বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক ডাটা ট্রাকিংস জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্ত ক্যান্সার স্কিনিং কর্মসূচি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি।

স্বাস্থ্য বিভাগ খুলনার পরিচালক ড. মো. মনজুরুল মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমিউনিটি ক্লিনিক হেলথ এ্যাসিসট্যান্স ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম নুরুন্নবী কবির। স্বাগত বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিজিএমই এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) প্রফেসর ড. কাজী আফজালুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ রুহুল কুদ্দুস, সাবেক অধ্যক্ষ ডাঃ কাজী হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগ খুলনা বিভাগীয় ইনচার্জ মো. আকিব উদ্দীন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার শংকর প্রসাদ বিশ্বাস, সার্জারী বিভাগের প্রধান ডাঃ মোহাম্মদ শরিফুল ইসলাম, প্যাথলজী বিভাগের প্রধান ডাঃ রেবা দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন, পুলিশ সুপার (ডিএসবি) আতিকুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ- পরিচালক ডাঃ গাজী বাশির আহমেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কুদরত-ই-খোদা।

এসময় বিভিন্ন বিষয়ের উপরে প্রস্তাব উপস্থাপনা করেন, ইপিসিবিসিএসপি এর প্রকল্প পরিচালক প্রফেসর আশরাফুন্নেছা, শেখ নাজিম উদ্দীন লিংকন, ডাঃ পুষ্পানঞ্জলী রায়, ডাঃ আহসানুল ইসলাম কল্লোল। এসময় সাতক্ষীরা জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ‘ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম’ সংগঠণের যাত্রা শুরু

আসাদুজ্জামান ঃ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করার জন্য সাতক্ষীরায় তরুনদের নিয়ে ‘ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম’ নামক একটি সংগঠণ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সেভ দ্যা চিলড্রেন ও উত্তরনের সহযোগিতায় শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাসের কনফারেন্স রুমে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাঃ এছমত আরা বেগম, বিসিক সাতক্ষীরার প্রমোশন কর্মকর্তা পিযুস ঘোষ, উত্তরন প্রতনিধি এড. মনিরুজ্জামান, সেভ দ্যা চিলড্রেনের রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ম্যানেজার সাইমন রহমানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে অতিথিরা এ সময় কার্যনির্দেশনার শর্তাবলী স্বাক্ষর করার মধ্যদিয়ে কর্ণ বিশ্বাসকে সভাপতি ও ইব্রাহিম খলিলকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট্য এই ফোরামের নতুন কমিটি ঘোষনা করেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই ফোরামের অন্যতম লক্ষ্য হলো জ্ঞান আহরণ ও সহযোগিতার মাধ্যমে তরুণদের জলবায়ু সম্পর্কিত উদ্যোগসমূহ শক্তিশালী করে জলবায়ু পরিবর্তন অভিযোজন বৃদ্ধি এবং জলের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কৃষকলীগ নেতার নামে মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশনের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি : পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দেবহাটায় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কৃষকলীগ নেতা শহীদুল্লাহ গাজীর বিরুদ্ধে ভুঁইফোড় অনলাইন পত্রিকায় মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত. আব্দুর রশিদ গাজীর ছেলে মো: শহীদুল্লাহ গাজী,

তিনি বলেন, আমি পারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। আমরা পরিবার মুক্তিযোদ্ধার। আমি নিজে নাশকতার দুটি মামলার বাদী, শ্রমিকলীগ নেতা আলমগীর হত্যা মামলার বাদী, আওয়ামীলীগ নেতা আজিজ হত্যা, বাড়ি ঘরভাংচুর এবং রায়হান হত্যা মামলার স্বাক্ষী। এছাড়া একাধিক নাশকতা মামলার স্বাক্ষী। আমি অত্র এলাকার অসহায় সাধারণ মানুষের সুখে দুখে সর্বোচ্চ দিয়ে সহযোগিতার চেষ্টা করি। কিন্তু সম্প্রতি আমার পারিবারিক সম্পত্তি নিয়ে আপন চাচা মো: হামিদ গাজীর পুত্র মো: সাদিকুর রহমান সাদিক(লাল্টু) এবং আকবর আলী গাজীর পুত্র মোমিন গাজীর সাথে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সে কারনে উল্লেখিত সাদিকুর রহমান লাল্টু এবং মোমিন গাজী আমার বিরুদ্ধে নানান ধরনের চক্রান্ত শুরু করে। আমার লাইসেন্সকৃত একটি অস্ত্র আছে যার লাইসেন্স নং- ৪৪/১৩। ওই অস্ত্র নিয়েও তারা মিথ্যাচার করে যাচ্ছে। একপর্যায়ে কথিত ব্যক্তিরা ভূইফোড় অনলাইন পত্রিকা “মানবাধিকার প্রতিদিন,
দেশচিত্র, দৈনিক, গণকথা,সাতক্ষীরা কণ্ঠ” নামক কায়েকটি অনলাইন পত্রিকায় আমার বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে। এসব পত্রিকার কোন নিবন্ধন না থাকলেও প্রতিপক্ষের দ্বারা প্ররোচিত হয়ে সম্মানি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যাচার করে সংবাদ পরিবেশন করে আসছে। এছাড়া (নিজ নামে রেকর্ড) ৮৮২৩, ৮৭৮১ ও ৯৪৩৮ নং জমি নিয়ে তাদের সাথে বিরোধ থাকলেও স্থানীয় চেয়ারম্যান এবং থানার মধ্যস্থতায় মিমংসা হয়েছে।

তিনি আরো বলেন, আমার পরিবার দীর্ঘদিন ধরে অত্র এলাকায় সম্মানের সাথে মাথা উচু করে বসবাস করে আসছি। অন্যের ক্ষতি হয় এমন কোন কাজ আমার দ্বারা কখনো হয়নি। সব সময় চেষ্টা করি মানুষের বিপদে আপদে পাশে থাকার। যে কারণে এলাকার বহু মানুষ আমাকে ভালোবাসে। এতে আমার প্রতিপক্ষদের সাথে যোগ দিয়েছে সাদিকুর রহমান লাল্টু এবং মোমিন গাজী। তারা আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমি সাংবাদিকদের কাছে অনুরোধ জানাবো আমার বিরুদ্ধে যদি কোন অনিয়ম থাকে যাচাই-বাছাই করে প্রকাশ করুন। আমি উক্ত মিথ্যা ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ওই মিথ্যা সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest