সর্বশেষ সংবাদ-
কলারোয়া উপজেলা তাঁতীদলের আহবায়ক কমিটি অনুমোদনসাতক্ষীরা মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে উৎসবমুখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতাসাতক্ষীরায় অসহায় দু:স্থদের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণসামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তির বিরুদ্ধে সাতক্ষীরা পৌর বিএনপির বিবৃতিসাতক্ষীরায় জালানার গ্রিল কেটে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিসাতক্ষীরাসাব রেজি: অফিসের বালাম বই ছিড়ে নকল দলিল তৈরির অভিযোগ: ইউপি চেয়ারম্যানসহ ৫জনের বিরুদ্ধে মামলাদেবহাটায় নওয়াপাড়া নাংলা বাজার বিএনপির কর্মীসভাসাতক্ষীরায় আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষে পুকুর প্রস্তুতি-জৈব নিরাপত্তা শীর্ষক কর্মশালাকালক্ষেপন না করে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দায়িত্বভার দেয়ার আহবানসাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কালীগঞ্জের প্রেরণার উদ্যোগে রেমালে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারের মধ্যে হাইজেনিক কিডস বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কালীগঞ্জে প্রেরণা নারী উন্নয়ন সংগঠন ৫৫টি প্রতিবন্ধী পরিবারে মধ্যে হাইজিন কিডস বিতরণ করেছে। আজ রোববার বেলা তিনটায় সংগঠনের নিজস্ব কার্যালয় এসব কিডস বিতরণ করা হয়।

প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি ইলাদেবী মল্লিকের সভাপতিিত্বে অনুষ্ঠিত হাইজেনিক কিস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , সংগঠনের কর্মকর্তা সৈয়দ ফাল্গুনী রহমান, দীপিকা অধিকারী, শাহিনুর রহমান, নেপাল চন্দ্র পাল প্রমূখ।

এ সময় সভাপতি ইলা দেবী মল্লিক বলেন, ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী প্রতিবন্ধী পরিবারের সহযোগিতার জন্য কলসি, ফিল্টার, জগ,পানিড্রামসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হলো। যে কোন প্রাকৃতিক দুর্যোগের আগে এসব সামগ্রী দিয়ে আগে থেকেই নিজেদেরকে প্রস্তুত করে রাখতে পারবেন।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বিশেষ করে খাবার পানি সংরক্ষণে এসব সামগ্রী খুবই প্রয়োজন। যাতে করে প্রতিবন্ধী ও অসহায় পরিবার পানি সংরক্ষণ করতে পারে এ কারণেই এসব সামগ্রী বিতরণের উদ্দেশ্য। বিতরণে সহযোগিতা করে বেসরকারি সংস্থা হ্যান্ডিক্যাপ ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আশাশুনি ব‍্যুরো:
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশাশুনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে তার নিজস্ব কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মণ্ডল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নীল কণ্ঠ সোম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, রুহুল কুদ্দুস মোল্যা, শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। আলোচনা শেষে কেক কেটে ও মিষ্টি বিতরণ এর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেশবপুরে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে আনন্দ মিছিল-বর্ণাঢ্য র‍্যালি

কেশবপুর প্রতিনিধি :

যশোরের কেশবপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে ৯০ যশোর -৬ কেশবপুর আসনের সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম এঁর পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেশবপুর উপজেলা শাখার দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করা হয়। তার পর দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল ও শোভাযাত্রা শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে পৌঁছে শেষ হয়।

যশোর জেলা পরিষদের সদস্য মোঃ টিপু সুলতান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এঁর নেতৃত্বে ওই আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সির কবির হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, এস এম বাবর আলী, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মুহিবুর রশিদ, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক আলাউদ্দিন মোড়ল, মঙ্গলকোট ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী, উপজেলা যুবলীগের সদস্য মাস্টার মিজানুর রহমান,
সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক জি এম হোমেন, সাবেক যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, হাসানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আয়ুব আলী, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য অলোক কুমার দে, ছাত্রলীগ নেতা প্রান্ত সাহা, আরফাজুর রহমান তুষার, শফিকুল ইসলাম, আমিনুর রহমান, মোস্তাফিজুর রহমান, মিঠুন হালদার, অপু, তুহিন হোসেন, সাদ্দাম হোসেন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান, রকুনুজ্জামান রাজিব, আল আমিন হোসেন, মফিজুর রহমান, সেলিম মোল্যা, এনামুল হক, ইব্রাহীম হোসেন। এসময় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষে উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনে সংবর্ধনা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ জুন বিকালে জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের আয়োজনে ফুটবল রেফারি এসোসিয়েশনের পক্ষ থেকে সদর ২ আসনের সংসদ সদস্য আশরাফুজামান আশু, সংরক্ষিত নারী ১৩ আসেনর সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সাবেক ফিফা রেফারি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আলম বাবলুকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানের সভাপতিত্বে ও সাবেক ফিফা রেফারি ও জেলা ফুটবল রেফারি এসোসিয়েশন সাধারণ সম্পাদক তৈয়ব হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোমেন খান সান্টু,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তি,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহিন,নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম,নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি,জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সহ সভাপতি রফিউল ইসলাম খান, দপ্তর সম্পাদক পিপুল খান, জেলা ধারাভাষ্যকার ফোরামের সভাপতি অলিউল ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থা,জেলা ফুটবল এসোসিয়েশন, জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য বৃন্ধরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নিশ্চিত জীবনের নিশ্চয়তা চায় উপকূলের মানুষ : সাংবাদিক নেতা বুলবুল

অনলাইন ডেস্ক :
ঘূর্ণিঝড় রেমাল দুর্গত উপকূলের বর্তমান পরিস্থিতি সরজমিনে পরিদর্শন শেষে বিশিষ্ঠ বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল বলেন, টানা ৪ দিন উপকুলের ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে একটা বিষয় পরিস্কার সেটি হল মানুষ ত্রাণ চায় না। তারা চায় বসবাসের যোগ্য পরিবেশ। সুপেয় পানির নিশ্চিয়তা। প্রকৃতির সাথে যুদ্ধ করতে নিশ্চিত জীবনের নিশ্চিয়তা। তিনি আসন্ন জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

শনিবার ২২ জুন সকাল ১০টায় উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এবং নাগরিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এবং সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

মিট দ্য প্রেসে মঞ্জুরুল আহসান বুলবুল এর নেতৃত্বাধীন নাগরিক এবং সাংবাদিক প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে ও প্রবল জ্বলোচ্ছাসে দক্ষিণ-পশ্চিম (সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট) উপকূলে লক্ষ লক্ষ মানুষ বসতবাড়ি ও জীবিকা হারিয়ে মানবেতর জীবন যাপন করছে, খাদ্য ও সুপেয় পানির সংকটে ভুগছে। এই অবস্থা থেকে উত্তরণে সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে এবং বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে।

ঘূর্ণিঝড় রেমাল দুর্গত উপকূলের বর্তমান পরিস্থিতি সরজমিনে পরিদর্শন শীর্ষক অনুষ্ঠান সঞ্চালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। আলোচনায় আরো অংশ নেন বাপার যুগ্ম সম্পাদক মো: আমিনুর রসুল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একোয়াকালচার বিভাগের চেয়ারম্যান মীর মোহাম্মদ আলী, কুয়েটের সহকারী অধ্যাপক আবুহেনা মোস্তফা কামাল, মিডিয়া ব্যক্তিত্ব আমিনুল হক ভুইয়া প্রমূখ। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল ।

জলবায়ু অধিপরামর্শ ফোরামের আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে মিট দ্য প্রেসে আরো বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি‘, দৈনিক সংযোগ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি অসীম বরণ চক্রবর্তী, নিউএইজ ও সময়ের খবরের নিজস্ব প্রতিবেদক রুহুল কুদ্দুস, মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সময় টিভির স্টাফ রিপোর্টার মমতাজ আহমেদ বাপি, ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি এম বেলাল হোসাইন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, দৈনিক দক্ষিণের মশালের অধ্যক্ষ আশেক ই এলাহী, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ মোজাফ্ফর রহমান, মোহনা টিভির আব্দুল জলিল, ইয়ারব হোসেন প্রমুখ।

মিট দ্য প্রেসে মনজুরুল আহসান বুলবুল বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলা। সরজমিনে ২০ জুন এবং ২১ জুন সেখানে গিয়ে দেখা গেছে যে ঐখানের মানুষ বিশেষত নারীরা খুবই মানবেতর জীবনযাপন করছে। সেখানে বেড়িবাঁধ, ঘরবাড়ি, রাস্তাঘাট, মৎস্য ঘের, ফসল ও সামাজিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। সুপেয় পানির উৎসগুলো নষ্ট হয়ে গেছে। বিশ্বঐতিহ্য সুন্দরবনে পশুপাখির মৃত্যুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ত্রাণ ও পূনর্বাসনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও তা যথেষ্ট নয়। দুর্যোগ পরবর্তী পূনর্বাসন কাজে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, ভৌগলিক অবস্থান, ঘন ঘন প্রাকৃতিক দূর্যোগ, ভঙ্গুর অবকাঠামো, দারিদ্রতা, দীর্ঘমেয়াদী লবণাক্ততা, সংকটাপন্ন কৃষি প্রভৃতির কারণে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ওই এলাকাকে বিশেষ জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উদ্যোগ নেওয়া দরকার। সেই পরিকল্পনা বাস্তবায়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে।

উপকূলীয় এলাকায় উন্নয়ন কর্মকা- বাড়ানোর দাবি জানিয়ে অন্যান্য বক্তারা বলেন, ঘূণিঝড় রেমালে প্রকৃত ক্ষতি সরকারি হিসেবের চেয়েও কয়েকগুন বেশি। এই ক্ষতি কাটিয়ে উঠতে ত্রাণের থেকে জরুরি লবণপানি নিয়ন্ত্রণ। লবণাক্ততা নিয়ন্ত্রণ করা গেলে কৃষিকাজ করেই উপকূলের মানুষ তার ক্ষতি পুষিয়ে নিতে পারবে। তারা আরো বলেন যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বেড়েছে।

বক্তারা বলেন, দুর্যোগে সব থেকে বেশি দুর্ভোগের শিকার নারী ও শিশুরা। পূনর্বাসনে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুন্দরবনসহ পরিবেশ সুরক্ষায় নজর দিতে হবে। ঘূর্ণিঝড় রেমাল ধীরে ধীরে আঘাত করেছে এবং দীর্ঘ সময় ধরে তান্ডব চালিয়েছে। তাই মৃত্যু কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। ক্ষতিগ্রস্থদের পুনবার্সনের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। নদ-নদী ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে বিজ্ঞানসম্মত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। উন্নয়ন কাজে সাধারণ মানুষ সম্পৃক্ত করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সড়ক দুর্ঘটনা রোধকল্পে সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের নির্দেশনা ও খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে ও যাত্রী, চালক, পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে মোটরযানের উপর ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট অব্যহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে সাতক্ষীরা শহরের অদূরে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ৮ টি মামলার বিপরীতে ৩ হাজার ৯শত’ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এস, এম, আকাশ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সজীব সরকার, জিএম শাখার বেঞ্চ সহকারী ওয়াহিদুজ্জামানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

মোবাইল কোর্টের অভিযানের বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির বলেন, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির ও বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় খুলনা বিভাগের প্রত্যেকটি সার্কেলের আওতাধীন জেলা গুলোতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মধ্যে সড়কে চলাচলের উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা শুধু মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা ও জরিমানা করছি না এর পাশাপাশি সড়কে শৃঙ্খলা ও চালক পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এছাড়া সরকার ইতিমধ্যে দ্বিতীয় ধাপে যে সকল মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন নেই তাদেরকে জরিমানা ব্যাতীত মূল কর ফিস দিয়ে কাগজ পত্র হালনাগাদ করার জন্য আগামী ৩০ জুন’২৪ পর্যন্ত সময় বর্ধিত করেছে। এ সময়ের পরে যেসকল মোটরযানের কাগজ পত্র খেলাপি এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন থাকবে না সে সকল যানবাহন ও চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা ও অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিঠাবাড়ী শেখ পাড়া জামে মসজিদের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি :
পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ী শেখ পাড়া জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বেলা ২টায় মিঠাবাড়ী শেখ পাড়া জামে মসজিদের কমিটি গঠন উপলক্ষে এক জরুরী সভা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

শেখ আরিফুর রহমান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মসজিদের ইমাম ও খতিব মাও: মাহবুবুর রহমান, মোয়াজ্জিন মিজানুর রহমান, শেখ রুহুল আমিন, শেখ কামরুজ্জামান রিকু, শেখ সরোয়ার হোসেন (মেম্বর), লুৎফর রহমান, আতাউর রহমান, মনিরুল ইসলাম, হুমায়ুন কবিরসহ মুসুল্লীবৃন্দ। সভায় আলোচানান্তে সর্বসম্মতিক্রমে মুসুল্লীদের উপস্থিতিতে আগামী ৩ বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়।

কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি: শেখ মোকতাদির রহমান, সহ-সভাপতি: ইয়াছিন হোসেন, শেখ আজিবর রহমান, মাও: রুহুল কুদ্দুস, শেখ আতাউর রহমান, লুৎফর রহমান, সাধারণ সম্পাদক : শেখ তবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক : বাবলুর রহমান, আজিবার রহমান মোড়ল, কোষাধ্যক্ষ: মো: আজিবার রহমান, সহ-কোষাধ্যক্ষ: মিজানুর রহমান, শেখ স্বাধীন পল্টু, কার্যকারি সদস্য যথাক্রমে: শেখ মোখলেছুর রহমান লাকি, শেখ মমতাজুর রহমান প্রিন্স, শেখ আরিফুর রহমান বুলু,

শেখ সরোয়ার হোসেন মেম্বর, শেখ ইলিয়াস ছোট, আ: আজিজ মোড়ল, শেখ আবু সেলিম, আবু তাহের, শেখ জুয়েল, শেখ লিটন, শফিকুল ইসলাম কালু, মীর কাশিম, শেখ রফি, শেখ শরিফুল ইসলাম, আনার শেখ, খলিল শেখ, ইসলাম শেখ, মালেক সরদার, আমজাদ সরদার, হামজার সরদার, বাবু সরদার। এছাড়া সভায় রুহুল আমিন আকাশকে প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে এলাকার শত শত মুসুল্লী, হাজীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ####

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ভ্যাট ও ভোমরায় ল্যান্ড কাস্টমস কমপ্লেক্সের নামফলক উন্মোচন : মতবিনিময় সভায় প্রবেশে নিষেধাজ্ঞায় ক্ষুদ্ধ সাংবাদিকরা

আসাদুজ্জামান: সাতক্ষীরায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের নবনির্মিত ভ্যাট ও ভোমরা স্থলবন্দর ল্যান্ড কাস্টমস কমপ্লেক্সের নামফলক উন্মোচন করা হয়ছে। শুক্রবার বিকাল ৪টায় শহরের জেলখানা রোড সংলগ্ন এলাকায় নবনির্মিত ৫ম তলা বিশিষ্ট্য ভ্যাট কমপ্লেক্সের নামফলক উন্মোচন করেন, আভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।

এরপর তিনি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে নবনির্মিত ল্যান্ড কাস্টমস কমপ্লেক্সের নামফলক উন্মোচন করেন। ফলক উন্মোচন শেষে সেখানে তিনি অংশীজনদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। তবে, উক্ত মত বিনিময় সভায় এসময় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। এতে ক্ষুদ্ধ হন সাংবাদিকরা।

এসময় তার সাথে ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, জাতীয় রাজস্ববোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসনের সদস্য ফারজানা আফরোজ, কর প্রশাসনের সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, সিনিয়র সচিবের একান্ত সচিব মোহাম্মদ নায়িরুজ্জামানসহ সাতক্ষীরার কাস্টমস ও ভ্যাটবিভাগের কর্মকর্তারা।

প্রসঙ্গত ঃ ভোমরা স্থলবন্দরের ল্যান্ড কাস্টমস কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে ২২ কোটি টাকা ব্যয়ে এবং সাতক্ষীরা শহরে ভ্যাট কমপ্লেক্সের নির্মাণ ব্যয় হয়েছে ১৫ কোটি টাকা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest