সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাসাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে কর্মশালাপুশব্যাক নয়, অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে–বিজিবির ভাসমান বিওপি উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টাসাতক্ষীরায় জামায়াতের যুব প্রশিক্ষণ কর্মশালাসাতক্ষীরা প্রেসক্লাবের অসাংবাদিক-অপসাংবাদিকদের নিয়ে গঠিত কথিত দখলদার কমিটির অপতথ্য ছড়ানোর প্রতিবাদসমৃদ্ধ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে কদমতলায় পথ সভাস্বপ্নসিঁড়ির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনমেলোডী শিল্পী গোষ্ঠীর কমিটির গঠনদেবহাটায় মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি করার মামলায় আটকশ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার অফিস উদ্বোধন

¬এবি পার্টিতে অন্তভর্‚ক্ত নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সাতক্ষীরায় সভা

প্রেস বিজ্ঞপ্তি : এবি পার্টিতে অন্তভর্‚ক্ত নতুন সদস্যদের স্বাগত জানিয়ে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় তুফান কনভেনশান সেন্টার লেকভিউ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পার্টির যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের(ভিপি)। দেবহাটা উপজেলা পার্টির যুগ্ম আহবায়ক আলমগীর ইসমাইলের সঞ্চালনায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় আহবায়ক প্রফেসর ডা: মেজর(অব:) আব্দুল ওহাব মিনার। এসময় প্রধান অতিথি নতুন সদস্যদের দলে আগমনকে স্বাগত জানান এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদানকারী সদস্যরা হলেন, সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. শেখ মিজানুর রহমান, এ্যাডা মো: সাইফুল ইসলাম, ডা: জি এম সালাহউদ্দীন শাকিল, মো: সাদ্দাম হোসেন, সাংবাদিক ও শিক্ষক মোশাররফ হোসাইন, ব্যবসায়ী আব্দুর রশিদ।

যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ নির্মাণে নতুন কল্যান রাস্ট্র গড়তে সবাইকে এবি পার্টির ছায়াতলে আসার আহŸান জানান। সভায় নতুন যোগদানকারী সদস্যদের মধ্যে এ্যাড. শেখ মিজানুর রহমান, সাতক্ষীরা যুব পার্টির জেলা আহবায়ক এ্যাড.সাইফুর রহমান, এবি পার্টির মহিলা সম্পাদিকা নাজমা আক্তার, ক্রীড়া সম্পাদক সরদার রিপন, কমলা বক্তব্য প্রদান করেন।##

১২.১০.২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরেশ^রী কালিমন্দিরের স্বর্ণের মুকুট চোর ধরতে পুরস্কার ঘোষণা : ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : যশোরেশ^রী কালিমন্দিরের চুরি হওয়া স্বর্ণের মুকুট চোর ধরতে পুরস্কার ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।
শুক্রবার রাতে সাতক্ষীরা জেলা পুলিশের ফেসবুক পেজে মুকুট চোরকে ধরতে সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। এছাড়া চোরকে ধরে দিতে পারলে বিশেষ পুরস্কারে ভ‚ষিত করার ঘোষণা দেওয়া হয় পেজটিতে।

এদিকে, শনিবার সকালে অন্তবর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভ‚ইঁয়া শ্যামনগরের যশোরেশ^রী কালিমন্দির পরিদর্শনকালে দ্রæততম সময়ের মধ্যে চোরকে আটক করে মুকুট উদ্ধারের নির্দেশ দেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিব দাশ, সাবেক এমপি জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল অহেদ, উপজেলা জামায়াতের আমীর মাও: আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার ১০ অক্টোবর দুপুর ২ টা ৪৭ মিনিট থেকে ২টা ৪৯ মিনিটের মধ্যে এক যুবক মন্দিরের মধ্যে প্রবেশ করে মুকুটটি খুলে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। তবে চোরকে সনাক্ত করা সম্ভব হয়নি।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইজুল ইসলাম বলেন, এ ঘটনায় শ্যামনগর থানায় অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করেছে মন্দিরের সেবায়েত জ্যোতি চট্টপাধ্যায়।
সাতক্ষীরা পুলিশ সুপার মুনিরুল ইসলাম জানান, ইতোমধ্যে সন্দিগ্ধ আসামী হিসেবে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া যে বা যারা মূল আসামীকে ধরে দিতে পারবে তাদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এই স্বাধীনতায় দেবহাটার শহীদ আসিফদের অবদানের কথা ভুলে গেলে হবে না– সাতক্ষীরায় যুব ও ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি :
ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিতে শহীদ সাতক্ষীরার আসিফের কবর জিয়ারত করেছেন অন্তবর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভ‚ইঁয়া। শনিবার সকালে দেবহাটা উপজেলার আস্কারপুরস্থ শহীদ আসিফের বাড়িতে যান উপদেষ্টা। এসময় তার পিতাসহ স্বজনদের শান্তনা দেন। পরে শহীদ আসিফের করব জিয়ারত করেন।

এর আগে উপজেলার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ আসিফ মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা নির্ধারণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের বিনিময়ে আজকের এই স্বাধীনতায় দেবহাটা শহীদ আসিফদের অবদানের কথা ভুলে গেলে হবে না। তাদেরকে আমাদের প্রেরণা হিসাবে ধারণ করতে হবে। আমাদের যারা জাতীয় বীর এবং যারা শহীদ হয়েছে তাদের নামে স্টেডিয়ামের নামকরণ করা হবে।

তিনি আরো বলেন, সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। এখানে মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রতির কোন ঘাটতি নেই। এ জেলার মানুষ অনেক শান্তি প্রিয়। আগে সাতক্ষীরাকে ভিন্ন ভাবে দেখা হলেও সেটি আর থাকবে না। সাতক্ষীরার মাটি ও মানুষ দীর্ঘদিন স্বৈরাচারের কারণে বৈষম্যের শিকার হয়েছে। এখন সময় এসেছে এই জনপদকে এগিয়ে নেওয়ার।

মতবিনিয়ম সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে ও ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের পরিচালনায় বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা একান্ত সচিব (উপ-সচিব) আবুল হাসান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, ছাত্র আন্দোলনের সদস্য আবিদ হাসান তানভির, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিসুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমসহ অন্যরা।
মিনি স্টেডিয়াম স্থাপনের জায়গা পরিদর্শণ শেষে পারুলিয়া জেলিয়াপাড়া ও গাজীরহাট পূজা মÐপ পরিদর্শন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে দুই বাংলাদেশী আটক

নিজস্ব প্রতিনিধি : ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে দুজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার দিনগত গভীর রাতে কালিয়ানী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।

আটককৃতরা হলো- কলারোয়া উপজেলার খোরদো এলাকার মো: আজিজুল ইসলাম গাজী(৪৫) ও একই এলাকার শাহানারা খাতুন(৪২)। তাদের কাছ থেকে ভারতীয় রুপি, ভারতীয় নকল আধার কার্ড ও নকল জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, সদর উপজেলার কালিয়ানী সীমান্ত দিয়ে কয়েকজন ব্যক্তিকে ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়।

এসময় কালিয়নী বিওপির সীমানা পিলার ৭/৬৬ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত তিন পলাতক আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীমের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিম।

তিনি শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত সাতক্ষীরা সদরের বল্লী, ঝাউডাঙ্গা, আগরদাড়ি, শিবপুর, বাঁশদা, কুশখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করে। এ সময় তাদের নিরাপত্তার জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। সনাতন ধর্ম অবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ লক্ষ্যে মতবিনিময় ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মন্ডপ গুলিতে উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন। জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, দুর্গাপূজা, আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।

বিগত দিনের চেয়ে উৎসবমুখর পরিবেশে এবার পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। বিএনপি’র পক্ষ থেকে আপনাদের সব ধরনের সহযোগিতা করা হবে। কোন ব্যক্তি বা গোষ্ঠী মন্ডপে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। এ উৎসবে পিছনের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সামনে যাওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। এসময় জেলা ও সদর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির শোভনালীতে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দ

আশাশুনি ব‍্যুরো:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
শুক্রবার (১১ অক্টোবর) বিকালে শোভনালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও ইউনিয়ন যুবদলের পরিচালনায় হাজিপুর, বদরতলা, কৈখালী, বালিয়াপুর , শোভনালী ও কামালকাটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ও পূজা মন্ডপে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন বাবু,শোভনালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আশরাফুর রহমান মুকুল,সদস্য সচিব হারুন মোল্যা, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, প্রতাপনগর বিএনপির সদস্য সচিব মোস্তফা হেলালুজ্জামান হেলাল, বিএনপি নেতা তোতা সরদার, হাফিজুল ইসলাম,
শোভনালী ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, সদস্য সচিব মোর্ত্তজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাব্বির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুদ রানা, সদস্য সচিব ইমরান হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিপন হোসেন, ছাত্রদল নেতা আতিক হোসেন, শিমুল হোসেন, জাহিদুল ইসলাম, ফায়জুল ইসলাম, নাজমুল হোসেন প্রমুখ।

এসময় তারা পূজা কমিটি, দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন। নেতৃবৃন্দ পুজা চলাকালিন মন্ডপের যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বাজারে টাস্কফোর্সের অভিযান: দুই ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি: নিত্যপণ্যের বাজার পরিস্থিতি তদারকিতে মন্ত্রণালয়ের গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটি সাতক্ষীরায় অভিযান চালিয়েছে। শুক্রবার সকালে টাস্কফোর্স কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) বিষ্ণুপদ পালের নেতৃত্বে শহরের সুলতানপুর বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মূল্য তালিকা না থাকায় মুরগির মাংস ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ২ হাজার টাকা এবং উচ্চ মূল্যে বিক্রিয় করায় আলু ব্যবসায়ীহুমায়ুন কবিরকে ২শ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় টাস্কফোর্স কমিটির সদস্য সদস্যসচিব ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ,জেলা ক্যাবের সাধারণ সম্পাদক পারভীন আক্তার,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আরাফাত হোসেন ও তামীম তাসনীম উপস্থিত ছিলেন।

এ সময় কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষ্ণুপদ পাল বলেন, ‘আমরা বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করি। দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। দোকানমালিকদের বলা হয়েছে, যেন মুনাফার নামে সাধারণ মানুষদের ক্ষতি না করে। মুনাফার নামে অসাধু উপায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’অভিযান পরিচালনার সময় বাজারের ব্যবসায়ী নেতা, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে এক গৃহবধুকে জবাই করে হত্যা

নিজস্ব প্রতিনিধি :
এক গৃহবধুকে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধুর নাম কমলা খাতুন (৫৫)। তিনি দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী।
আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের গ্রাম পুলিশ রবিউল ইসলাম জানান, শুক্রবার ভোরে দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী কমলা খাতুনকে গলাকাটা অবস্থায় দক্ষিণ দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পড়ে আছে মর্মে তিনি খবর পান। বিষয়টি তাৎক্ষণিক প্যানেল চেয়ারম্যান শেখ মুকুল হোসেন ও ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল কাদেরকে জানানো হয়। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা এসে সকাল ১১টার দিকে কমলা খাতুনের লাশ উদ্ধার করে।

নিহতের স্বামী মোবারক আলী জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কমলা বেগমকে বিয়ে করেন। প্রথম পক্ষে খানজাহান আলী নামে তার এক ছেলে আছে। দ্বিতীয় পক্ষে অলিউর ও ফয়জুল নামে দুই ছেলে আছে। কমলা খাতুনের সঙ্গে তিনি এক ঘরে থাকেন না। শুক্রবার ভোরে নামাজ পড়তে উঠে তিনি কমলাকে ডেকে দিয়ে মাছের ঘেরে চলে যান। সকাল ৬টা ৫০ মিনিটে তিনি বাড়ি ফিরে কমলাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী বিচালীগাদার পাশে কমলার গলাকাটা লাশ দেখতে পান। পাশে হত্যাকাÐে ব্যবহৃত ছুরি ও এক জোড়া চপ্পল পড়ে ছিলো।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, কমলা খাতুনকে জবাই করে হত্যা করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রহস্য উদঘাটনে কমলা খাতুনের স্বামীসহ তিন ছেলে ও তিন পুত্রবধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কমলা খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest