সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাসাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে কর্মশালাপুশব্যাক নয়, অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে–বিজিবির ভাসমান বিওপি উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টাসাতক্ষীরায় জামায়াতের যুব প্রশিক্ষণ কর্মশালাসাতক্ষীরা প্রেসক্লাবের অসাংবাদিক-অপসাংবাদিকদের নিয়ে গঠিত কথিত দখলদার কমিটির অপতথ্য ছড়ানোর প্রতিবাদসমৃদ্ধ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে কদমতলায় পথ সভাস্বপ্নসিঁড়ির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনমেলোডী শিল্পী গোষ্ঠীর কমিটির গঠনদেবহাটায় মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি করার মামলায় আটকশ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার অফিস উদ্বোধন

তালায় জলাবদ্ধতা নিরসনে জরুরী মতবিনিময়

তালা প্রতিনিধি :
গত মাসের টানা বর্ষনের পানি এবং কেশবপুর এলাকা থেকে আসা পানি নিস্কাশন হতে না পেরে তালা উপজেলার একাধিক গ্রামে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। কৃষি ফসল, মাছের ঘের হারিয়ে মানুষ সম্বলহীন হয়ে পড়েছে। জলাবদ্ধ বাড়িতে মানুষ পরিবার পরিজন নিয়ে অমানবিক জীবন যাপন করছে।

আসন্ন বোরো মৌসুমে ধানচাষ নিশ্চিত করা সহ বিপদাপন্ন মানুষদের সহায়তার লক্ষ্যে জলাবদ্ধতা নিরসনে করনীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ এবং পানি কমিটির যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে তালার উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। প্রধনি অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।
সভায় জলাবদ্ধতার ভয়াবহতা তুলে ধরে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন নদী ও পানি বিশেষজ্ঞ হাশেম আলী ফকির। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, বিএনপি নেতা মো. মহিউদ্দীন, গাজী সিরাজুল ইসলাম, জামায়াত নেতা ডা. জাকির হোসেন, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উন্নয়ন প্রচেষ্টা কর্মকর্তা শাহনেওয়াজ শাওন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, এসএম নাহিদ হাসান, উত্তরণের শেখ সেলিম আকতার স্বপন, দিলীপ সানা ও মো. আলামিন প্রমুখ।

সভায় তালা উপজেলার তেঁতুলিয়া, তালা সদর, ইসলামকাটী, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা, আটুলিয়াসহ আশপাশের এলাকার জলাবদ্ধতার পানি দ্রæত নিস্কাশনে জরুরী ভিত্তিতে করনীয় বিষয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তালায় সিএসও কমিটি গঠন

তালা প্রতিনিধি :
প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার সুরক্ষা ও সামাজিক অংশগ্রহন বৃদ্ধির লক্ষ্যে তালায় সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এর আহবায়ক কমিটি গঠিত হয়েছে। রিচার্জ ইনেশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর হোপ প্রকল্পের সহযোগীতায় উপজেলা পর্যায়ে সিএসও গঠন উপলক্ষ্যে আলোচনা সভা বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে তালা বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম গণ-গ্রন্থাগার কক্ষে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন, রিইব’র হোপ প্রকল্প সমন্বয়কারী বিকাশ দাশ।

এসময় তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, চিত্র শিল্পী শেখর চন্দ্র দাশ, অধিকার কর্মী দিলিপ দাশ, এনজিও কর্মী চায়না দাশ, অসিত কুমার, স্বপ্না বিশ^াস, জুয়েল সরকার, শংকর কুমার দাশ, তারেক সরকার, লাইব্রেরীয়ান আফজাল হোসেন ও রিইব এর রেহেনা খাতুন সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহনকারীরা তাদের বক্তব্যে সবার জন্য সমান মর্যাদা ও মানবাধিকার বিষয়ে মতামত তুলে ধরেন এবং নাগরিক সমাজ সংগঠন (সিএসও) প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে সর্বসম্মতিক্রমে সাংবাদিক বিএম জুলফিকার রায়হানকে আহবায়ক এবং চিত্র শিল্পী চন্দ্র শেখর দাশকে সদস্য সচিব করে তালা উপজেলা সিএসও এর ১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শ বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব

তালা প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব তালা উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পূজামন্ডপ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনব্যাপী তিনি উপজেলার নগরঘাটা, ধানদিয়া, সরুলিয়া, কুমিরা, খলিশখালী,জালালপুর,মাগুরা,ইসলামকাটি,তেতুলিয়া,খলিলনগর তালা সদরসহ বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেন।
পূজামন্ডপ পরিদর্শনকালে বিএনপি কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, আবহমানকাল থেকে দেখে আসছি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার। দূর্গা পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসব পালন করে আসছে। তাই এই উৎসব সার্বজনীন।

তিনি আরো বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী মন্ডপে মন্ডপে সুরক্ষা ও নিরাপত্তা বিধানে কাজ করছেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।

পূজামন্ডপ পরিদর্শনকালে তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার, সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী, বর্তমান ইউপি চেয়ারম্যান জাহঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুসহ শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বছর তালা উপজেলায় ১৯৬টি পূজামন্ডপে আনন্দমুখর পরিবেশেই দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় আদর্শ শিক্ষক ফেডারেশন এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (১০অক্টোবর) সকাল ৯টায় তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশের খুলনা অঞ্চলের প্রধান উপদেষ্টা মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা মুহাদ্দিস রবিউল বাশার। সাতক্ষীরা জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল সম্মেলনে আদর্শ শিক্ষক ফেডারেশনের লক্ষ্য, উদ্দেশ্যসহ শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।

সম্মেলনে শিক্ষক ফেডারেশনে উপদেষ্টাদের মধ্যে মাওলানা আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, খোরশেদ আলম, উপাধ্যক্ষ আবদুস সবুর প্রমুখ বক্তব্য রাখেন।
শিক্ষক ফেরারেশনের সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল ওয়ারেশ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুর, সদর সভাপতি ড. মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি এসএম গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মাস্টার বদিউজ্জামান, মাদ্রাসা শিক্ষক পরিষদের সিনিয়র সদস্য অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে আদর্শ শিক্ষক পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক, স্বতন্ত্র ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন এর নবগঠিত কমিটির সভাপতি ও জেনারেল সেক্রেটারীর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।
সম্মেলনে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পূজা মণ্ডপ পরিদর্শনে সদর কৃষকদলের নেতৃবৃন্দ

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর এলাকায় হরিতলা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সদর কৃষকদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে এসব মন্দির পরিদর্শনে যান।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক আবুল খায়ের, শিবপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মিজানুর রহমান মিজান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি মহাদেব সরকার, সহ-সভাপতি সহ পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে স্থানীয় জাতের ব্যতিক্রম বীজমেলা

নিজস্ব প্রতিনিধি: শাক-সবজি ও অন্যান্য খাদ্যশস্যের শতাধিক স্থানীয় জাতের বীজ নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক বীজ মেলা।

স্থানীয় জাতের ফসলের বীজ সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজলোর ঈশ^রীপুর ইউনিয়নের ধুমঘাট তেরকাটির চকে সিক্সটিন ডেজ অব গ্লোবাল অ্যাকশন অন অ্যাগ্রোইকোলজি ২০২৪ উপলক্ষে এই বীজ মেলার আয়োজন করা হয়।

পেস্টিসাইড অ্যাকশন নেটওর্য়াক এশিয়া প্যাসিফিক (প্যানাপ), ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠন, স্বপ্নচুড়া যুব সংগঠন, সবুজ সংহতি, শ্যামনগর উপজেলা যুব সমন্বয় কমিটি ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র সম্মিলিত এই আয়োজনে ধুমঘাট গ্রামের ৩টি চকের ১০জন কৃষাণী লালশাক, পালনশাক, টকপালন, টমেটো, বেগুন, ঝাল, মুলা, উচ্ছে, কুশি, লাউ, বরবটি, মিষ্টিকুমড়া, পটল, ঝিঙে, সিম, বরবটি, তরুল, ভুট্টা, চৈতিমুগ, কলুইডাল, ওল, কচুরমুখি, আদা,হলুদ, পেপে, পুইশাক, ডাটাশাক, ধনে, বাতোশাক, চন্দনবাতো, শে^তবাতো, চুবড়িআলু, বড়আলু, শসা, ঢেড়স, চালকুমড়া, জালিকুমড়া, সরিষা, পাটসহ শতাধিক স্থানীয় জাতের বীজ প্রদর্শন করেন।

মেলায় প্রবীণ কৃষাণীরা নতুন প্রজন্মের কৃষাণীদের সাথে বীজ বিনিময় করেন।

এসময় স্থানীয় জাতের ফসলের বীজ সংরক্ষণ ও সম্প্রসারণে উদ্বুদ্ধ করতে কৃষাণীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষাণী অল্পনা রানী মিস্ত্রি ও বারসিক কর্মকর্তা বাবলু জোয়ারদার। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য শ্যামল মন্ডল, সাবেক ইউপি সদস্য ও কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের মিতা রানী মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, নারীর হাত ধরেই কৃষির সূচনা। নারীই কৃষির ধারক। গ্রামীণ নারীরা নানা ধরনের ফসলের বীজ সংরক্ষণের মাধ্যমে প্রাচীন সেই প্রথা এখনো টিকিয়ে রেখেছেন। কৃষক ফসল উৎপাদন করবে এবং বীজ সংরক্ষণ করবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে কৃষকরা বাজার নির্ভরশীল হয়ে পড়েছে। এটা বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে। বাজার নির্ভরশীলতা কমানোর জন্য স্থানীয় প্রজাতির বীজ সংরক্ষণ করতে হবে। স্থানীয় জাতের বীজ থেকে হওয়া গাছে যেমন পোকার আক্রমণ কম হয়, তেমন সার ও কীটনাশক দেওয়ার প্রয়োজন হয় না। স্থানীয় জাতের বীজ রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ ও উদ্যোগী হতে হবে।

পরে কৃষাণীদের প্রদর্শিত বীজের সংখ্যা, মান ও বীজ উপস্থাপনের উপর ভিত্তি করে কৃষাণীদের পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া বীজমেলা শেষে নিরাপদ খাদ্যের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপি নেতৃবৃন্দ

সাতক্ষীরা পৌর এলাকায় সর্ববৃহৎ পূজা মন্ডপ মায়ের বাড়ি প্রদর্শন করেছেন সাতক্ষীরা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক, অ্যাড, সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে এসময় পৌর মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব, তাজকিন আহমেদ চিশতী
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির সভাপতি এডভোকেট সোমনাথ ব্যানার্জি, জেলা পূজা উদযাপন কমিটির সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক বাবু নিত্যানন্দ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবুর স্বপন শীল। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কু প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিবন্ধী নারীর স্বামীকে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
কু প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিবন্ধী নারীর স্বামীকে মারপিটের অভিযোগ উঠেছে জেলা ট্রাক, ট্যাংক লড়ী শ্রমিক ইউনিয়ন নারকেলতলার নেতার খবির হোসেনের বিরুদ্ধে। যদিও এটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন অভিযুক্তরা। এঘটনায় প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী ওই নারী।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী সেলিনা খাতুনকে বিভিন্ন সময়ে নারকেলতলা ট্রাক,ট্যাংলড়ী, শ্রমিক ইউনিয়নের নেতা খবির হোসেন কু প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তার প্রস্তাবে রাজি না হওয়ায় সেলিনা খাতুন এবং তার স্বামী ইউনিয়নে কর্মরত সুইপার আলমগীর হোসেনকে বিভিন্ন সময়ে খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে আসছিল। এর জের ধরে ৮ সেপ্টেম্বর খবির হোসেনের নির্দেশে রসূলপুর গ্রামের জব্বারের পুত্র শাহজাহান সরদার, মৃত শেখ মতলুবার রহমানের পুত্র শেখ মিলন রহমান, পাটকেলঘাটার কাশিপুর গ্রামের শেখ আছের আলীর পুত্র শেখ রিপন আলী বাবু এবং পলাশপোল এলাকার আজিজুল ইসলাম তার স্বামী আলমগীর হোসেনকে আটকিয়ে রাখে এবং মারপিটসহ নির্যাতন করতে থাকে। পরবর্তীতে সাধারণ শ্রমিকরা খবর পেয়ে তাকে উদ্ধার করে। এঘটনার পর থেকে খবিরসহ তার সমর্থকরা বিভিন্ন হুমকি ধামকি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সেলিনা খাতুন।

তবে এ অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত খবির হোসেন বলেন, আমার বয়স আর তার বয়স। আমার দ্বারা কি এখন এটি সম্ভব? দীর্ঘ ১৬ বছর পর আমি ইউনিয়নের আহবায়ক হয়েছি। ইউনিয়নের শ্রমিকলীগের নেতাকর্মীরা সেটা সহ্য করতে না পেরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

এবিষয়ে সদর থানার উপ-পুলিশ পরিদর্শক হাদিউর বলেন, সেলিনা খাতুনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে অভিযোগ প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

১০.১০.২০২৪

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest