সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাসাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে কর্মশালাপুশব্যাক নয়, অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে–বিজিবির ভাসমান বিওপি উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টাসাতক্ষীরায় জামায়াতের যুব প্রশিক্ষণ কর্মশালাসাতক্ষীরা প্রেসক্লাবের অসাংবাদিক-অপসাংবাদিকদের নিয়ে গঠিত কথিত দখলদার কমিটির অপতথ্য ছড়ানোর প্রতিবাদসমৃদ্ধ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে কদমতলায় পথ সভাস্বপ্নসিঁড়ির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনমেলোডী শিল্পী গোষ্ঠীর কমিটির গঠনদেবহাটায় মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি করার মামলায় আটকশ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার অফিস উদ্বোধন

কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান শাফিয়াসহ ২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিনিধি : সাবেক তাঁতীদল নেতা ও ইউপি সদস্য আব্দুল জলিল হত্যার ঘটনায় কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান শাফিয়া পারভীন সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইনে তদন্তের নির্দেশ দিয়েছে। গত ১৪ অক্টোবর নিহতের মামা মিনারুল ইসলাম বাদী হয়ে কালিগঞ্জ আমলী ১নং আদালতে মামলাটি দায়ের করেন। যার মামলা নং-৭৮৪/২৪।

মামলার অন্যান্য আসামীরা হলেন, কালিগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের মৃত মুনছুর কাগুচীর পুত্র আজিবর কাগুচী, রুহুল আমিন গাজীর পুত্র সিরাজ গাজী, মাছলেম তরদারের পুত্র আখিনুর রহমান, নেঙ্গী গ্রামের মৃত মোমিন আলী গাজীর পুত্র জাবেদ আলী গাজী,কৃষ্ণনগর ঘোষপাড়া গ্রামের কানাই ঘোষের পুত্র গোবিন্দ ঘোষ, কৃষ্ণনগর গ্রামের ছোসরাফ কাগুচীর পুত্র আনিছুর কাগুচী,মোনছের গাজীর পুত্র হাফিজুল গাজী, সোহরাব কাগুচীর পুত্র আমিনুর কাগুচী, মৃত সাধন ঘোষের পুত্র সুশান্ত ঘোষ, মোসলেম কাগুচীর পুত্র মোহসীন কাগুচী, সোতা গ্রামের তোহরালী মোড়লের পুত্র রফিকুল মোড়ল, মানপুর গ্রামের ওয়াজেত আলীর পুত্র বাবু ওরফে হোচট বাবু, আলী গাজীর পুত্র রমজান গাজী, মৃত আরমান কাগুচীর পুত্র আক্তার কাগুচী, মুক্তার কাগুচী, ছফেদ আলী সরদারের পুত্র মোস্তফা সরদার, রামনগর গ্রামের শেখ ফারুক হোসেনের শাহীনুর শেখ, রঘুনাথপুর গ্রামের আলিম উদ্দীন সরদারের পুত্র নজরুল সরদার, গোবিন্দপুর গ্রামের মৃত জয়নাল গাজীর পুত্র মজিবর গাজী, সোতা গ্রামের আদম গাজীর পুত্র কাশেম গাজী, বড়দোনা গ্রামের আফসার আলীর পুত্র আজিজুল গাজী, শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মুজিবর গাজীর পুত্র ফয়সাল রাসেল।
মামলার বিবরনে জানা গেছে, ১৪ দলের আভ্যন্তরিন কোন্দাল এবং অবৈধ নিয়োগ বাণিজ্য ও অবৈধ উপায়ে উপার্জিত অর্থের ভাগ বন্টনসহ বিভিন্ন কারনে গত ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর অজ্ঞাত সন্ত্রাসীরা কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনকে হত্যা করে। উক্ত ঘটনায় হয়রানিমূলকভাবে কৃষ্ণনগর ইউপির সাবেক সদস্য তাঁতীদল নেতা আব্দুল জলিলকে আসামী করা হয়।

তালাক প্রাপ্তা সাফিয়ার পারভীনের সাথে পুলিশ মহলে সখ্যতা এবং কতক পদস্থ পুলিশ কর্মকর্তার সাথে অনৈতিক সম্পর্ক থাকায় পূর্ব পরিকল্পিতভাবে কালিগঞ্জ থানা পুলিশের যোজসাজসে ১৫ সেপ্টেম্বর আব্দুল জলিল কে আটকের নাটক সাজায়। আটকের পর নাটকীয়ভাবে জনতার বিচারে হত্যা দেখানোর উদ্দেশ্যে সাফিয়ার গুন্ডা বাহিনী আব্দুল জলিলকে ছিনিয়ে নেয়। পরে সাফিয়ার নির্দেশে অন্যন্যা আসামীরা আব্দুল জলিলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। সে সময় কালিগঞ্জ থানায় একটি মামলা হলেও আসামী সনাক্ত করা যায়নি মর্মে চ‚ড়ান্ত রিপোর্ট প্রদান করে। হত্যাকারীদের অপকর্ম ঢাকতে এবং আব্দুল জলিল মেম্বরের জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে এ হত্যা ঘটনানো হয়েছে বলে দাবি করেন বাদী। সে সময় অনুক‚ল পরিবেশ না থাকায় মামলা করতে পারেনি। তবে বর্তমানে পরিশে অনুক‚লে আসায় মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
1 FacebookTwitterGoogle +Pinterest
২৫ লক্ষ টাকা ঋণ নিয়ে পলাতক জামাতা: বিদেশ যেতে সহযোগিতার অভিযোগ শ^শুরের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি : ব্যবসার নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় ২৫ লক্ষ টাকা ঋণ নিয়ে পালিয়ে থাকা জামাতাকে বিদেশে পাঠানোর চেষ্টার অভিযোগ উঠেছে শ^শুরের বিরুদ্ধে। এঘটনায় পলাতক জামাতা এবং শ^শুরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ভুক্তভোগীদের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, ইটাগাছা গ্রামের মৃত কাজী আশরাফ হোসেনের পুত্র কাজী তানভীর হোসেন আবীর ইটাগাছা বাজারে কসমেটিকস এর দোকান পরিচালনা করে আসছেন। ব্যবসায়ীক সমস্যা দেখিয়ে বিভিন্ন সময়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ২৪ লক্ষ ৯০ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু পরে টাকা ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকে। একপর্যায়ে দোকান রেখে পলাতক জীবন যাপন শুরু করে তানভীর হোসেন আবীর। পরবর্তীতে টাকার জন্য তাদের বাড়িতে গেলে শ^শুর শহরের বেস্ট ফার্ণিচারের মালিক শাহজাহান আলী মধু টাকা পরিশোধের প্রতিশ্রæতি দিলেও টাকা না হাকিয়ে দেয়। খোজ নিয়ে জানা গেছে, গোপনে তানভীর হোসেন আবীর কে বিদেশে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছেন শ^শুর শাহাজান আলী মধু।

তবে এ অভিযোগ অস্বীকার করে শাহজান আলী মধু বলেন, মেয়েকে আমার ঘাড়ের তুলে দিয়ে পালিয়েছে তানভীর। এতে আমি নিজেও বিপাকে পড়েছি। এই বুড়ো বয়সে মেয়ে,নাতী, নাতনীদের কতদিন টানবো। আমিও তাকে খুজে বেড়াচ্ছি।

পাওনাদারের মধ্যে রয়েছে শরিফুল ইসলামের কাছ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, বুলবুল সরদারের কাছ থেকে ২ লক্ষ টাকা, ডলি খাতুনের কাছ থেকে ১লক্ষ ২০ হাজার টাকা, মেরিনার নিকট থেকে ১ লক্ষ টাকা, মাসুদার নিকট থেকে ১ লক্ষ টাকা, তহিদুল হকের নিকট থেকে ১লক্ষ ৭০ হাজার টাকা, সাকিব আল হাসানের নিকট থেকে ৫৫ হাজার টাকা, মাছুমের কাছ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া শক্তি ফাউন্ডেশন থেকে ৩ লক্ষ টাকা, উদ্দীপন থেকে ১ লক্ষ ৫০ হাজার , জাগরণী চক্র থেকে ৩ লক্ষ টাকা, আশা থেকে ৫লক্ষ ৫০ হাজার টাকা, উন্নয়ন প্রচেষ্টা থেকে ২ লক্ষ টাকা, নওয়াবেকী গণমুখী থেকে ৫ লক্ষ টাকা, টিএমএসএস থেকে ৪লক্ষ ৯০ হাজার টাকা। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা প্রেসক্লাবের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি : দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রেসক্লাবের বার্ষিক সভায় শেষে গঠনতন্ত্রের আলোকে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মীর খায়রুল আলম, দৈনিক দৃষ্টিপাতের বায়েজিত বোস্তামি উজ্বল সাধারন সম্পাদক, দৈনিক প্রজন্ম ৭১ পত্রিকার কবির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সুমন পারভেজ বাবু ও প্রভাষক সুমন ঘোষ সুজন, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি ও ফরহাদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক পদে সন্যাসি কুমার ওভি, দপ্তর সম্পাদক পদে এমএ মামুন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম নাসির উদ্দীন, তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, অধ্যাপক রাজু আহম্মেদ, রুহুল আমিন ও আব্দুস সালামকে মনোনিত করা হয়।

শুরুতে প্রথম অধিবেশেনে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এসময় বিগত দিনের কর্মকান্ড তুলে ধরা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনিত উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত ওসমানকে প্রধান নির্বাচন কমিশন করে উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব এবং আব্দুল কাদের মহিউদ্দীনকে সহকারী কমিশনার করা হয়। প্রথম অধিবেশন শেষে নির্বাচন কমিশনার নিকট ক্ষমতা হস্তান্তর করা হয়। পরে ২য় অধিবেশনে গঠনতন্ত্রের ১৬ ধারার আলোকে সাধারণ পরিষদের সম্মতিক্রমে আলোচনা সাপেক্ষে কমিশনের উপস্থিতিতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়

এতে সাধারণ পরিষদ হাত তুলে কার্যকরী কমিটির নাম প্রস্তাব ও সমার্থন করেন। এতে সকলের সম্মতিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশন তা চূড়ান্ত হিসাবে ঘোষনা করেন। এর আগে সাধারণ সভায় কার্যনির্বাহী সদস্য ২ জনের স্থলে ৪ জন করে মোট ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিকী কমিটি ঘোষনার সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় উপস্থিতিত ছিলেন প্রধান নির্বাচন কমিশন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত ওসমান, সহকারী কমিশনার উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব, নব-কমিটির নেতৃবৃন্দরা, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আবু হুরাইরা, সাবেক আহবায়ক আজিজুল হক, সদস্য দিপঙ্কর বিশ্বাস সহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যক্ষ্মারোগীদের অধিকার ওজেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় যক্ষ্মারোগীর অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ ফরহাদ জামিল।

প্রশিক্ষণের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সম্প্রীতি ফাউন্ডেশন এর প্রকল্প পরিচালক আছাদুল ইসলাম।
প্রশিক্ষণে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মধ্য দিয়ে যক্ষ্মারোগীদের অধিকার, যক্ষ্মারোগীদের সামাজিক কলঙ্ক এবং জেন্ডার সমতা বিষয় উপস্থাপন করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মাসুম বিল্লাহ সোহাগ। অনুষ্ঠানের অন্যতম আলোচক হিসেবে মি: লুইস রানা। উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার সকল স্বাস্থ্যকর্মীগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির ডা: ফরহাদ জামিল বলেন, সকল যক্ষ্মারোগীদের রয়েছে সমান অধিকার এবং যক্ষ্মারোগীর চিকিৎসার ক্ষেত্রে কোন ধরনের বৈষম্য করা যাবেনা। তিনি তার বক্তব্যে যক্ষ্মারোগীদের সামাজিক কলঙ্কের হাত থেকে রক্ষার জন্য স্বাস্থ্যকর্মীদের সমাজের নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে হবে এবং কোন ধরনের কলঙ্কের শিকার যেন না হয় সেবিষয়টি দূর করার জন্য কাজ করতে হবে। তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের যক্ষ্মারোগের ঔষধ সেবন সম্পর্কে কাউন্সেলিং প্রদান করতে হবে এবং যথাযথভাবে তারা যে ঔষধ খায় সেটা ফলো আপ রাখতে হবে।

জেন্ডার সমতা নিয়ে প্রশিক্ষণ পরিচালনাকরেন সম্প্রীতি এইড ফাউন্ডেশন এর এডভোকেসী অফিসার দীপা রানী মন্ডল। প্রশিক্ষন উন্নয়নের মধ্যে আলোচনা করেন মেডিকেল টেকনোলজিস্ট শেখ মহিবুর রহমান।

অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা যক্ষ্মা চিকিৎসা এবং প্রতিবন্ধকতা দুর করার বিষয়ে বিভিন্ন মতামত প্রদান করেন এবং ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে যক্ষা নির্মূল করার অঙ্গিকার করেন এবং সম্মিলিত ভাবে শ্লোগান দেন। হ্যাঁ!আমরাই পারি যক্ষ্মা নির্মূল করতে”।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির বলাবাড়িয়ায় পানিতে  ডুবে শিশুর মৃত্যু

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি সদরের উত্তর বলাবাড়িয়া গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম তীর্থ মন্ডল (৫)। সে আশাশুনি উত্তর বলাবাড়িয়া গ্রামের সমীরন মন্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে তীর্থ মন্ডল ছেলেমেয়েদের সাথে বাড়ির পাশে খেলা করছিল। সকলের অজান্তে সে পানিতে পড়ে যায়।

খেলার সাথীরা তাকে না পেয়ে বাড়ির লোকজনকে খবর দিলে অনেক খোঁজাখুজির পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। সাথে সাথে আশাশুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন

নিজস্ব প্রতিনিধি : “আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এ আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়।

সাতক্ষীরা জেলা প্রসাশক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে কালেক্টর চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন’র সঞ্চালনায় এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার এম আকাশ, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সুশীলন’র উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক , ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা ত্রান ও পুনর্বাসন কার্যালয়ের উচ্চমান সহকারী মো. বাবলু রেজা প্রমুখ। কর্মসূচীর মধ্যে ছিল, র‌্যালি, ভূমিকম্প, বন্যা, বজ্রপাত এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের কর্মকর্তা, বিজিবির সদস্য, রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য, ফায়ার সার্ভিসের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না- তালায় সাবেক এমপি হাবিব

তালা প্রতিনিধি :
আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না। বিগত দিনে আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন এ এলাকার উন্নয়নে কাজ করেছি। আগামীতে যদি আমাকে সেবা করার সুযোগ দেন তাহলে আপনাদের আর ত্রাণ নিতে হবে না। এলাকায় যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সেতু বাজারে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা গুলো বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, সকলের সার্বিক সহযোগতায় ও প্রশাসনের কঠোর পরিশ্রমের কারণে এবারের হিন্দু ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা সুন্দর ভাবে উৎসব মুখর পরিবেশে উৎযাপিত হয়েছে। আমার নির্বাচনী এলাকার সকল পূজা মন্ডপে যাওয়ার চেষ্টা করেছি। এই অঞ্চলে কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা শেখ তারিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান প্রমুখ।
এসময় জলাবদ্ধ এলাকার পানি বন্ধি ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্গোৎসব সফল করতে সাতক্ষীরা মানুষ সকলে যেভাবে কাজ করেছে এটি আমাকে অভিভ‚ত করেছে– যুব ও ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি : অন্তর্বর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া বলেছেন, সাতক্ষীরায় যে সম্প্রদায়িক সম্প্রতি, যে সৌহার্দ্য আমি দেখেছি এবং দুর্গোৎসব সফল করার জন্য সকলেই যেভাবে কাজ করেছে এটি আমাকে অভিভ‚ত করেছে। শনিবার সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার জন্য এই সফর। এছাড়া শ্যামনগরের যশোরেশ^রী কালিমন্দিরে মুকুট চুরির ঘটনায় কর্তৃপক্ষকে দায়ী করে তিনি বলেন, দরজা খোলা ছিলো এবং কর্মীদের অবহেলার কারনে হয়েছে। ইতোমধ্যে ৪ জন গ্রেফতার হয়েছে। মূল আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest