সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাসাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে কর্মশালাপুশব্যাক নয়, অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে–বিজিবির ভাসমান বিওপি উদ্বোধনকালে স্বরাষ্ট্র উপদেষ্টাসাতক্ষীরায় জামায়াতের যুব প্রশিক্ষণ কর্মশালাসাতক্ষীরা প্রেসক্লাবের অসাংবাদিক-অপসাংবাদিকদের নিয়ে গঠিত কথিত দখলদার কমিটির অপতথ্য ছড়ানোর প্রতিবাদসমৃদ্ধ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে কদমতলায় পথ সভাস্বপ্নসিঁড়ির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনমেলোডী শিল্পী গোষ্ঠীর কমিটির গঠনদেবহাটায় মহানবী (সঃ) সম্পর্কে কটুক্তি করার মামলায় আটকশ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা বাস টার্মিনাল শাখার অফিস উদ্বোধন

শ্যামনগরে ভূমিদস্যু মোকছেদ আলীর শাস্তির দাবিতে মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগরে উপজেলা বাস্তহারালীগের সভাপতি, উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্তো বাস্তবায়ন কমিটির সদস্য পরিচয়ে ভূমিদস্যু, প্রতারক মোঃ মোকছেদ আলী ও তাঁর পুত্র রহমত আলী জামাতা একাধিক হত্যা মামলার আসামী ছাবের মিস্ত্রী গং দের বিরুদ্ধে অসহায় নারী-পুরুষদের কাছ থেকে জমি ও ঘর দেওয়ার নাম করে টাকা আদায় পূর্বক আত্মসাৎ করায় তাদের দৃষ্টান্তমূলক শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার দাবীতে
মানবন্ধন হয়েছে।

শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব চত্ত্বর, মঙ্গলবার ৮ অক্টোবর সকাল ১০টা উপজেলা নাগরিক সমাজ ও সচেতন এলাকাবাসী ব্যানারে মানব বন্ধনে বক্তব্য রাখেন এশিয়ায় টিভির সাংবাদিক মেহেদী হাসান মারুফ, ভুক্তভোগী হাবিবুর রহমান, ইয়াছিন আরাফাত, হুমায়ুন কবির, এস কে আলম, ব্যাবসায়ী মমিনুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিদস্যু, উপজেলা কৃষি খাসজমি বন্দ-ব্যবস্থা ও বাস্তবায়ন কমিটি সদস্য, প্রতারণায় মামলায় জেলখাটা আসামি মোকছেদ আলী বিরুদ্ধে অভিযোগ পাহাড় সমান, শ্যামনগর সদরে মুক্তিযুদ্ধা বারেক গাজীর, থাম মসজিদ এর ইমাম মাওলানা জুবায়ের হোসেন, পৌর জামাতের আমির সাচ্চু গাজী, সুজা মাহমুদ গাজী সহ অসংখ্য লোকজনের জায়গা দখল করার অভিযোগ রয়েছে।
তার পরিবারের একাধিক সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি,হত্যা,রাতের আধারে অন্যের জমি দখল, খাসজমি দখল করে বিক্রি করা,সরকারি ঘর দেওয়ার নামে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। ভুয়া ভূমিহীন মোকছেদ আলীর ছেলে রহমত আলীর উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি তার বিরুদ্ধে শ্যামনগর থানা সহ বিভিন্ন যায়গায় হাফ ডর্জন মামলা, মামলায় সাজা প্রাপ্ত আসামী। মোকছেদ আলীর জামাই সাবের মিস্ত্রি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, দুই টি হত্যা সহ একাধিক মামলার আসামি।
তার মেয়ে আসমার বিরুদ্ধে রয়েছে ছেলেদের বিরুদ্ধে ছিলতাহানি ও যৌন হয়রানি অভিযোগ তুলে নগদ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। কিভাবে যেন সাধারণ মানুষকে ক্ষতি না করতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাবুরায় ডেকোরেটর ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় পূর্ব শত্রæতার জের ধরে ডেকোরেটর ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এঘটনায় প্রতিকার চেয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ডেকোরেটর ব্যবসায়ী শফিকুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রæতার জের ধরে গত ৩০ সেপ্টেম্বর রাতে ঈদে মিলাদুন্নবী (স:) এর মাহফিলের লাইটিংগেটসহ কার্যক্রম শেষ করে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা খলিসাবুনিয়া গ্রামের হাকিম মোড়লের পুত্র আলমগীর মোড়ল, শাহ আলম, কবিরুল ইসলাম ভুক্তভোগী শফিকুল ইসলামের উপর হামলা করে। এসময় শফিকুল ইসলামের কাছে থাকা ৭২ হাজার টাকা এবং মোবাইলসহ অন্যান্য যত্রাংশ ছিনিয়ে নেয়। এছাড়া মারপিট করে গুরুতর আহত করে। এঘটনায় প্রতিকার চেয়ে শফিকুল ইসলাম শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে শ্যামনগর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তে যাবো। ব্যস্ততার কারনে যেতে পারছি না। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।###

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নগরঘাটায় বিএনপির উদ্যোগে খালের নেটপাটা অপসারণ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালের নেটপাটা অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (৮অক্টোবর) সকালে নগরঘাটা হাড়কাটা থেকে শুরু করে নিমতলা পর্যন্ত খালে থাকা সকল নেটপাটা অপসারণ করা হয়।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক চেয়ারমান মহব্বত আলী সরদারের নেতৃত্বে এলাকার জলাবদ্ধতা নিরসনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এর আগে এলাকায় মাইকিং করে নিজ দায়িত্বে নেটপাটা তুলে নেওয়ার কথা বলা হয়। একাজে ইউনিয়নের গ্রাম পুলিশ ও সাতজন শ্রমিক অংশ নেন।
এসময় বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ফোরাম গঠন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালার কুমিরা ইউনিয়নের মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ফোরাম গঠনের জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ অক্টোবর মঙ্গলবার রিইব- হোপ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আছাদুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিত রায়, যশোমতি ঘোষ, মো. রফিক সরদারসহ ৪৩জন শিক্ষার্থী।

সভাটি সঞ্চালনা করেন, রিইব-হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বিকাশ দাশ। সঞ্চালক বিকাশ দাশ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসহ মানবাধিকার রক্ষায় শিক্ষার্থীদের অবদান/ভূমিকা, স্কুল পর্যায়ে ও পারিবারিক এবং সামাজিক সকল জায়গায় মানবাধিকার রক্ষায় শিক্ষার্থী ফোরামের গুরুত্ব আলোচনা করেন। আলোচনা শেষে ৩০ সদস্যবিশিষ্ট একটি শিক্ষার্থী ফোরাম গঠন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা ছাত্রদলের বিশাল কর্মী সমাবেশে ডাঃ শহিদুল আলম

কে এম রেজাউল করিম দেবহাটা :বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাঃ শহিদুল আলম বলেছেন, বিএনপি দেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল। দীর্ঘদিনের স্বৈচারারী শাসনের অবসান ঘটাতে যারা রক্ত দিয়েছে সেই ছাত্র জনতার প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, জনগনের সেবা করাই আমাদের লক্ষ্য। যারা এখনো দেশের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করছে তাদেরকে সতর্ক করে দিয়ে শহিদুল আলম বলেছেন, যারা এখনো সাবেক স্বৈচারারের দালালি করছে তাদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে। তৃনমূল পর্যায় থেকে বিএনপিকে শক্তিশালী করে নির্বাচনের প্রস্তুতি নিতে তিনি সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান। শহিদুল আলম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় দেশ ও দলকে এগিয়ে নিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে শহিদুল আলম উপরোক্ত কথাগুলো বলেন। কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,

দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর কবির পল্টু, উপজেলা শ্রমিকদলের সভাপতি বিকাশ সরকার, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর মোরশেদ মিলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহীম কবির মিঠু, দেবহাটা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের তারেক মনোয়ার, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইরানি আক্তার মুক্তা প্রমুখ। সমাবেশে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ল স্টুডেন্টস ফোরামের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে নিবাচন কমিশনের মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি :

ল স্টুডেন্টস ফোরামের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে নিবাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা ল কলেজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ল কলেজে অধ্যক্ষ ডক্টর রবিউল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ল স্টুডেন্টস ফোরাম একটা সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী মূলক আইনী শিক্ষার্থীদের সংগঠন। নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে নির্বাচনটি জাকজমকপূর্ণ হয় সে বিষয়ে প্রার্থীদের সহযোগিতা কামনা করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ল কলেজের প্রভাষক এড. মুনির উদ্দীন, এড. হোসনেয়ারা হক, এড. লাকী ইয়াসমিন, প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহাবউদ্দীন(সাজু), নির্বাচন কমিশনার নাজমুল হক, এস এম বিপ্লব হোসেন, অহিদুল ইসলাম।

উল্লেখ্য: আগামী ১৯ অক্টোবর ২০২৪ সাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের মৌন মিছিল

প্রেস বিজ্ঞপ্তি : আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে একটি মৌন মিছিল বের হয়ে কলেজ চত্বর ঘুরে শেষ হয় ।

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল এর যুগ্ন আহবায়ক শিহাবুজ্জামান ও মাসুদুল আলম (শেখ মাসুদ) এর নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদলের কর্মী ও সাধারণ শিক্ষার্থীর সাথে নিয়ে

ফ্যাসিস্ট খুনি হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট তড়িৎ প্রকৌশলী বিভাগের মেধাবী শিক্ষার্থী দেশপ্রেমীক শহীদ আবরার ফাহাদ এর ৫ম তম শাহাদাৎ উপলক্ষ্যে ৭ অক্টোবর ২০২৪, সোমবার, নিরাপদ ও মুক্তবৃদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবীতে মৌন মিছিল ও স্মরণ সভা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা চেম্বারের সভাপতি মিঠু খান গ্রেফতার: মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠুকে সদর থানায় হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেটের সামনে সাতক্ষীরা চেম্বার অব কমার্স, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতি, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কামরুজ্জামান মুকুল’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতিকে হয়রানি করার লক্ষ্যে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। নাছিম ফারুক খান মিঠু কর্তৃক সদর থানায় হামলা ও ভাঙচুর করার কোন ছবি বা প্রমাণ দেখাতে পারেন তাহলে আমরা মেনে নেব সে দোষী। নাছিম ফারুক খান মিঠু সাতক্ষীরার একজন সমাজসেবক জনদরদী নিরাপরাধ মানুষ। নাছিম ফারুক খান মিঠুকে অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি না দিলে সাতক্ষীরার সকল ব্যবসায়ীক সংগঠন ও সাতক্ষীরার সাধারণ জনগণকে নিয়ে সাতক্ষীরায় কঠোর আন্দোলন করা হবে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ শাহিনুর আলী, দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রওশন আলী প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ভোলা নাথ সাহা, মিহির সাহা, শহর কাঁচা ও পাকা মাল-ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রজব আলী, জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, সদস্য রজব আলী প্রমুখ। এ সময় সাতক্ষীরার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৫ অক্টোবর শনিবার রাত ১২টার দিকে যৌথবাহিনীর সদস্যরা তার বাড়িতে তল্লাশি চালানোর পর তাকে আটক করে। রবিবার বিকেল ৫টার দিকে তাকে সাতক্ষীরা সদর থানা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest