সর্বশেষ সংবাদ-
জাতীয় চ্যাম্পিয়নশিপে ট্রাইবেকারে ৩-২ গোলে সাতক্ষীরার জয়লাভসাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে জামায়াতের স্মারকলিপিসংবাদ সম্মেলনে আয়া : ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ও সহকারী প্রধান শিক্ষককে অপবাদ দেওয়া হচ্ছেমেহেরপুরে অনলাইন জুয়ার প্লাটফর্ম চালানো ২ যুবক সাতক্ষীরায় গ্রেফতারআমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাতক্ষীরা জেলা কমিটি পুর্নগঠনশিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্তআশাশুনিতে পরিচর্চাকারীদের পজেটিভ প্যারেনটিং বিষয়ক প্রশিক্ষণদক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা মুক্তির একমাত্র পথ টিআরএম: আলোচনায় বক্তারাসাতক্ষীরায় তরুণ নেতৃত্বে নির্বাচনী সংলাপ: জনগণকেন্দ্রিক ইশতেহারে স্থানীয় উন্নয়নের চাহিদা উপস্থাপনদেবহাটার টাউনশ্রীপুর হাইস্কুলের শিক্ষক ও আয়াকে অপসারনের দাবিতে মানববন্ধন

কর্তৃক daily satkhira

সাতক্ষীরায় মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার আটক

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় ১১ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক পোস্টমাস্টারকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিয়েছে জনতা।

রোববার (৩ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের বাবুলিয়া পোস্ট অফিসে এ ঘটনা ঘটে।

আটক পোস্টমাস্টার শেখ শহিদুল ইসলাম (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের মৃত শেখ বদরুদ্দীন হায়দারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটি তার মায়ের প্রথম স্বামীর সন্তান। তার পিতার সঙ্গে মায়ের বিচ্ছেদ হলে তার মা পার্শ্ববর্তী বাঁশঘাটা এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। প্রায় প্রতিদিন শিশুটি ওই পোস্ট অফিসের সামনে তার মায়ের সঙ্গে দেখা করার জন্য যাওয়া-আসা করতেন।

রোববার সকালে শিশুটি তার মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পোস্টমাস্টার শহিদুল ইসলাম তার অফিসের কাগজপত্র গুছিয়ে দিলে ১০ টাকা দিবে বলে প্রলোভন দেখিয়ে তাকে ঘরের মধ্যে ডেকে নেয়। এরপর ঘরের দরজা আটকে শিশুটিকে করে ধর্ষণ করে।

বিষয়টি স্থানীয় জনতা আঁচ করতে পেরে ঘরের দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে এবং পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটকে রেখে পুলিশ ও র‌্যাবকে খবর দেয়। খবর পেয়ে র‌্যাব সদস্যরা নিপীড়নের শিকার শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে এবং পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটক করে হেফাজতে নেয়।

এ ব্যাপারে পোস্ট অফিসের পিয়ন আশরাফ আলী বলেন, আমার অফিসে আসতে একটু দেরি হওয়ায় এসে দেখি মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটকে রেখেছে উত্তেজিত জনতা। পরে পুলিশ ও র‌্যাব এসে শহিদুল ইসলামকে নিয়ে গেছে।

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য শহিদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশকে জানানো হয়। এরপর র‌্যাব এসে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং অভিযুক্ত শহিদুল ইসলামকে আটক করে নিয়ে যায়। একই অভিযোগ করেন শিশুটির মা।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় জনতা তাকে আটক করে। বর্তমানে পোস্ট মাস্টার থানা হেফাজতে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জুলাই শহীদ ও মাইলস্টোন স্কুলের নিহতদের স্মরণে দোয়া

প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদের আয়োজনে ও আবাবিল হজ্জ গ্রুপের সহযোগিতায় জুলাই শহীদ ও মাইলস্টোন স্কুলের নিহতদের স্মরণে সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২ জুলাই) সকালে তুফান কনভেনশন সেন্টারে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও মাইলস্টোন স্কুলে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাফেজ কল্যাণ পরিষদ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা খাইরুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, নিরপরাধ শহীদদের রক্ত বৃথা যাবে না। আমরা তাঁদের আত্মার শান্তি ও এই জাতির কল্যাণ কামনা করি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, “যারা শহীদ হয়েছেন তাঁরা অন্যায়ের প্রতিবাদে জীবন দিয়েছেন—তাঁদের ত্যাগ নতুন প্রজন্মের অনুপ্রেরণা।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ওলামা বিভাগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা ওসমান গনি, বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রশিদ,বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু ইউসুফ, বাংলাদেশের মোয়াল্লেম মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন হাফেজ কল্যাণ পরিষদ সাতক্ষীরা জেলা সেক্রেটারি হাফেজ সাইদুর রহমান,পৌর শাখার সভাপতি হাফেজ মনোয়ার হোসেন মমিন,সেক্রেটারি হাফেজ জাহাঙ্গীর আলম, সদর শাখার সভাপতি হাফেজ শাহাদাত হোসাইন, সেক্রেটারি হাফেজ ওয়াহিদুজ্জামান ওহিদসহ বিভিন্ন উপজেলা থেকে আগতো হাফেজ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাফেজ, আলেম, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত, এবং মর্মস্পর্শী আলোচনা শেষে সকল শহীদ ও নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় উপস্থিত মুসল্লিরা চোখের জল ফেলে তাঁদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানায়।  

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবতার প্রতিষ্ঠার আহ্বান জানান। সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ওয়ার্ড বিএনপির সম্মেলনে স্বেচ্ছাসেবকলীগ নেতা প্রার্থী হওয়ায় সাংবাদিক সম্মেলন

দেবহাটা প্রতিনিধ : দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সম্মেলনে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা প্রার্থী হওয়ার প্রতিবাদে অপর প্রার্থী সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলনটি করেছেন উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উক্ত ওয়ার্ডের বিএনপির সাধারন সম্পাদক প্রার্থী নাংলা গ্রামের মৃত নুরুদ্দীন গাজীর ছেলে জাকির হোসেন। দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে শুক্রবার ১আগষ্ট রাত ৮টায় অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জাকির হোসেন বলেন, তিনি দীর্ঘ ১৫ বছর উক্ত ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ওয়ার্ড বিএনপির সম্মেলনে শুক্রবার ১আগষ্ট গিয়ে দেখেন তার প্রতিপক্ষ হিসেবে নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রার্থী হয়েছেন।

তিনি তাৎক্ষণিক উক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলামের অনুমোদিত স্বেচ্ছাসেবকলীগের কমিটির প্রমানপত্রসহ বিএনপির টিম লিডারসহ সংশ্লিষ্ট বিএনপির নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করেন। কিন্তু টিম লিডার প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে তার সেই আবেদন খারিজ করে সাইফুলকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়। একজন আওয়ামীলীগ নেতার বিপক্ষে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের পরিপহ্নী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নীতি আদর্শ ও নির্দেশনার পরিপহ্নী হওয়ায় তিনি এর তীব্র প্রতিবাদ জানান এবং ভোট বর্জন করেন। জাকির হোসেন বলেন, তিনি দীর্ঘ ১৬ বছর বিএনপি করার কারনে তিনি আওয়ামীলীগের রোশানলের শিকার হয়ে ৮টি মিথ্যা ও গায়েবী মামলার আসামী কয়েকবার জেল খাটেন। এমনকি ২০২৪ সালের ৫আগষ্ট স্বৈরাচার পতনের দিনেও তিনি মিথ্যা মামলায় জেলহাজতে ছিলেন।

৫ আগষ্টের পরে তিনি আদালত কর্তৃক মুক্ত হন। এতো ত্যাগ ম্বীকারের পরেও এধরনের কাজ করা বিএনপি নেতৃবৃন্দের কোন ধরনের আচরন ও কোন নীতির মধ্যে পড়ে এ প্রশ্ন করেন জাকির হোসেন। জাকির হোসেন বিষয়টি জেলা বিএনপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সুদৃষ্টি ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ: পাঁচজন গুলিবিদ্ধসহ আহত ১০

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে বিরোধপূর্ণ একটি জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫জন। এঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। গুলিবিদ্ধ ব্যক্তিদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে শ্যামনগর উপজেলার রামজীবনপুরের কেয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পাঁচজন হলেন, রামজীবনপুর গ্রামের আব্দুল মালেক গাজী (৫০), আরিফুল ইসলাম (১৫), আমিনুল ইসলাম (২৮) ও কেয়াতলা গ্রামের আবু সাঈদ (১৫) ও আব্দুল্লাহ আল মামুন (৩৫)।

আর আটক ৪ জন হলেন, শ্যামনগর উপজেলার কেযাতলা গ্রামের আশরাফুল ইসলাম (২৫) ও আমানুল্লাহ ইমন (২৩) এবং দেবহাটার সখিপুর এলাকার মারুফ হোসেন (২২) ও আব্দুল্লাহ আল মামুন (২০)।

নাম প্রকাশ না করার শর্তে রামজীবনপুর গ্রামের একজন জানান, রামজীবনপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে শাহাজান ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে কেয়াতলার একটি বিরোধীয় সম্পত্তি প্রভাব খাটিয়ে জবর দখলে রেখেছিল। তবে পাঁচ আগস্টের পর উচ্চ আদালতের রায় অনুকূলে থাকার দাবি করে একই এলাকার সোহেল রেজা ফরেজসহ তার পরিবারের সদস্যরা ওই জমি দখল করে নেন। একপর্যায়ে শনিবার একটি বাস ও একটি সিএনজিচালিত অটোতে করে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শাহাজান ওই জমি দখল করতে যান। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শাহাজানের সঙ্গে থাকা কয়েকজন গুলি ছুঁড়লে প্রতিপক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হন।

সোহেল রেজা ফয়েজের ভাগনে আরিফুল ইসলাম জানান, সমুদয় কাগজপত্র তাদের অনুকূলে। কিন্তু বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত শাহাজান ও তার লোকজন তাদের জমি দখল করে রাখে। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের জমি দখলে নেওয়ার পর শনিবার শাহাজান বাসযোগে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের চেষ্টা করে।

পুলিশের হাতে আটক আশরাফুল ইসলাম জানান, তাদের জমি জোরপূর্বক ফয়েজ ও তার লোকজন দখল করে রেখেছিল। শনিবার গোত্রের লোকজন নিয়ে তারা জমি উদ্ধারে গেলে তাদের ওপর হামলা করা হয়। তবে কে বা কারা গুলি করেছে, সে বিষয়ে তিনি জানেন না বলে দাবি করেন।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করেছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধি : জাতীয় সংসদের সাতক্ষীরা-৪ আসনের সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশনের খসড়া গেজেট প্রকাশের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে দশটায় শ্যামনগর চৌরাস্তা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, প্রভাষক আব্দুল হামিদ, মাওলানা আমিনুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, আসন পুনর্বিন্যাসের নামে শ্যামনগর বাসীর সঙ্গে চরম অবিচার করা হয়েছে। দেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর ও আশাশুনিকে একত্রিত করে একটি আসনে পরিণত করায় উভয় উপজেলার মানুষের দুর্ভোগ ফেলার চক্রান্ত করা হয়েছে।

এই দুই উপজেলা বহু দ্বীপ ও দুর্যোগপ্রবণ অঞ্চল নিয়ে গঠিত। যেখানে মানুষের নিত্যদিনের জীবন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। এমতাবস্থায় এই দুই ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও দুর্যোগপীড়িত উপজেলাকে এক আসনে অন্তর্ভুক্ত করা অযৌক্তিক ও জনবিরোধী সিদ্ধান্ত। আমরা নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাই, পূর্বের মতো শ্যামনগরকে একটি একক আসন হিসেবে পুনর্বহাল করা হোক। অন্যথায় শ্যামনগর ও কালিগঞ্জকে একত্র করে আলাদা একটি আসন গঠন করা হোক। জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গেজেট অবিলম্বে বাতিল করতে হবে।”

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুর রহমান বলেন, “শ্যামনগর বাংলাদেশের বৃহত্তম উপজেলা। অথচ একে পূর্ণাঙ্গ সংসদীয় আসন না দিয়ে বিভক্ত করে জনগণের রাজনৈতিক অধিকার খর্ব করা হয়েছে। আমরা সরকারের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই এবং আগের মতো সাতক্ষীরার পাঁচটি আসন পুনর্বহালের দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সীমানা পুনর্বিন্যাসের এই সিদ্ধান্তে জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে খসড়া গেজেট বাতিল করে পুরোনো আসন বিন্যাস পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত আবৃত্তি শিল্পী ও গল্পকার মনিরুজ্জামান ছট্টু

প্রেস বিজ্ঞপ্তি : আজ ১লা আগস্ট উদযাপিত হলো আবৃত্তি শিল্পী ও গল্পকার মনিরুজ্জামান ছট্টু এর জন্মদিন। বন্ধু-বান্ধব, সহকর্মী পারিবারিক সদস্য ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

এদিন বিকেল ৪ টায় ম্যনগ্রোভ সভাঘরে চিত্রকর পূর্ণ দেব পাল ও তার শিষ্যদের আঁকা চিত্র প্রদর্শনীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় জন্ম দিনে মূল অনুষ্ঠান। এ সময় শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। জানা গেছে, জন্মদিন উপলক্ষে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের পৃষ্ঠপোষকতায় সভ্যসাচী আবৃত্তি সংসদের সকল সদস্য, তার বন্ধু মহল ও পারিবারের সদস্যদের নিয়ে এক ছোট্ট মিলনমেলার আয়োজন করা হয়। সভ্যসাচী আবৃত্তি সংসদের সদস্যদের কবিতা পাঠ ও বন্ধু মহলের শুভেচ্ছা বার্তায় অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে ওঠে।

মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক শেখ আমিনুর রহমান কাজল বলেন এমন গুনিজনের জন্ম দিন আয়োজন করতে পারায় তিনি এবং তার প্রতিষ্ঠান গর্বিত। তিনি আরও বলেন, এস এম তুহিন, বাবু ভাই ও মনিরুজ্জামান মুন্না ভাই এর সহোযোগিতা ছাড়া আজকের এই অনুষ্ঠান আয়োজন সম্ভব হতো না। তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে এ সময় চিত্রশিল্পীদের মাঝে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উজান পানিতে তালায় ৫ হাজার মানুষ পানিবন্দি: বিশুদ্ধ পানির সংকট চরমে

তালা প্রতিনিধি : যশোর জেলার কেশবপুর উপজেলার আলাদিপুর এলাকার উজান পানির প্রবাহে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে শিরাশুনি গ্রামসহ আশপাশের এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট, বেড়েছে পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি। কর্মহীন হয়ে পড়েছেন শত শত পরিবার। শুক্রবার (১ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেশবপুর এলাকার উজান পানি প্রবাহিত হয়ে তালার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনি গ্রামে প্রবেশ করছে।

গ্রামের অধিকাংশ ঘরবাড়ি জলমগ্ন। রাস্তাঘাট, কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সবই পানির নিচে। এতে নারী-পুরুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। শিরাশুনি গ্রামের গুলশানা আরা খাতুন বলেন, অতিবৃষ্টির সঙ্গে উজান পানি মিলিয়ে হঠাৎ করেই আমাদের গ্রাম প্লাবিত হয়ে গেছে। রান্নাবান্না, কৃষিকাজ, শিশুদের পড়াশোনা—সব কিছুতেই ভোগান্তি। একই গ্রামের মজিবার রহমান শেখ বলেন, গত তিন বছর ধরে এই পানি আমাদের স্বাভাবিক জীবন ধ্বংস করে দিয়েছে। সাংবাদিক, এনজিওরা আসেন, কথা বলেন, কিন্তু সমাধান কিছুই হয় না। কৃষিকাজ বন্ধ, কাজ নেই, ঘর থেকেও বের হতে পারি না। স্থানীয় নারী ময়না বেগম বলেন, আমাদের বাড়িতে কোমর সমান পানি। কেউ মারা গেলে কবরস্থানে নেওয়াও সম্ভব হবে না। বিশুদ্ধ পানির অভাবে অনেকেই চুলকানি ও অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। তালা উপজেলা পানিকমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান জানান, গত বছর পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনা হলেও তা বাস্তবায়ন হয়নি। কেশবপুরের নরনিয়া খাল দিয়ে পানি না ছাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতোমধ্যে এলাকা পরিদর্শন করেছেন। পানির গতি বাড়াতে বিভিন্ন খালের মুখে থাকা নেটপাটা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে।

তবে কেশবপুরের উজান পানি না সরালে আশপাশের আরও ১০টি গ্রাম স্থায়ী জলাবদ্ধতায় পড়বে। তিনি আরও বলেন, নোয়াপাড়া খাল দিয়ে কিছুটা পানি সরানো গেলেও নরনিয়া খাল ও ভদ্রা নদী ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে বড় বাধা সৃষ্টি হয়েছে। কেশবপুর ও মনিরামপুরের পানি ভদ্রায় না পড়ে আমাদের এলাকায় পড়ে জলাবদ্ধতার কারণ হচ্ছে। ভদ্রা নদী খনন করলেই স্থায়ী সমাধান সম্ভব। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, উপজেলার অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। ইতোমধ্যে কয়েকটি খালের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে। আমি নিজেও একাধিকবার এলাকা পরিদর্শন করেছি। আজ বিকেলেও শিরাশুনি এলাকায় গিয়ে বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছি। দ্রুত পানি অপসারণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সকলকে সঙ্গে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি বন্ধে ইন্টারফেস মিটিং

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি বন্ধে ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩১ জুলাই সকাল সাড়ে ১০টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার শিশু বিষয়ক হেল্প ডেক্স ইনচার্জ এএসআই ইয়াসমিন আরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া।

দেবহাটা এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলন কর্তৃক আয়োজিত উক্ত সভায় থানা শিশু সুরক্ষা, শিশু অধিকার ও শিশু যৌন হয়রানী বন্ধ নিশ্চিত করণে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান (রিপন) ও মিজানুর রহমান প্রমুখ। সভায় প্রধান অতিথি ওসি গোলাম কিবরিয়া শিশু সুরক্ষা, শিশুদের অধিকার ও যৌন হয়রানি বন্ধে পুলিশের বিভিন্ন কাজের দিক উল্লেখ করে বলেন, তিনিসহ পুলিশ বাহিনী সবসময় শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরনে কাজ করেন।

বিভিন্ন স্কুলে পরিদর্শন করে তিনি বাল্য বিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য ঝুকি ও নিরাপত্তার বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন করতে সমাবেশে অংশগ্রহণ করেছেন। এমনকি পুলিশিং কমিটির মাধ্যমে বিভিন্ন বাজার ও এলাকাতেও সচেতনতামূলক সভা করেছেন। ওসি এধরনের আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধন্যবাদ জানিয়ে কিছু কাজ করার পরামর্শ প্রদান করেন। সভায় বিভিন্ন এলাকা থেকে আসা অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest