সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটাসাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসআশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগদেবহাটায় ফেয়ার মিশনের অসহায় শীতার্তদেরকে কম্বল বিতরনদেবহাটার পারুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী ও মতবিনিময়আমতলা উদিয়মান ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনসাতক্ষীরায় কায়পুত্র স¤প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভাসাতক্ষীরা শহিদ আব: রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালাদেবহাটায় তারুণ্যের উৎসবে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রি বিতরণ ইউএনওর

তালায় সড়ক দূর্ঘটনায় নিহত ১- আহত ২

তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় মটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোঃ মহাসিন গাজী (৪৮) নামে ১ জন নিহত হয়েছেন। তিনি খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রামের ফজলু গাজীর ছেলে। আহতরা হলেন, একই উপজেলার জোড়সিং গ্রামের তোরাব আলীর ছেলে সাইদুর রহমান (৩৮) ও লোকমান গাজীর ছেলে জুলফিকার আলী (৪২)।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাইকগাছা-খুলনা সড়কে এ দূর্ঘটনা ঘটে।

তালা থানার এস আই মোঃ আব্দুল্লাহিল আরিফ বলেন, নিহত ও আহত ব্যক্তিরা খুলনা থেকে কয়রায় যাওয়ার পথে জাতপুর এলাকায় পিকআপ ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক মহাসিন গাজী ঘটনাস্থলে মারা যায় এবং সাইদুর ও জুলফিকার আহত হয়।

এসময় স্থানীয়দের সহায়তায় তালা ফায়ার সার্ভিস কর্মকর্তারা উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তী করেন। আহতদের অবস্থার অবন্নতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহত

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা কলেজের ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রবিউল ইসলাম সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন বুধবার ৩০ অক্টোবর দুপুর ২টার দিকে সহকারী অধ্যাপক রবিউল ইসলাম কলেজ থেকে ফেরার পথে আলীপুর পুষ্পকাটি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

তিনি নিজস্ব মোটর সাইকেলযোগে সাতক্ষীরা সদর উপজেলাস্থ তার নিজের বাড়িতে ফেরার পথে আলীপুর পৌছালে মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। দেবহাটা কলেজের প্রতিষ্টাকালীন সময় থেকেই তিনি এই কলেজের ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্ত্রী, সন্তান সন্তানদীসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

তার এই অকাল মৃত্যুতে দেবহাটা কলেজের সকল শিক্ষক শিক্ষিকামন্ডলীসহ সখিপুর কেবিএ সরকারী কলেজ, সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের শিক্ষক শিক্ষিকামন্ডলী গভীর শোক প্রকাশের সাথে সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রিইব এর সিএসও সভা অনুষ্ঠিত : মানবাধিকার সুরক্ষা কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : মানবাধিকার, জেন্ডার সহিংসতা, যৌন নির্যাতন, বাল্যবিবাহ, নারীদের নিরাপত্তা, দলিত, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সাতক্ষীরায় সেফটিনেট সেবা সংক্রান্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর হোপ প্রকল্পের আওতায় বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের বর্ণমালা একাডেমিতে এ সংলাপের আয়োজন করা হয়।

রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর মানবাধিকার সুরক্ষা কমিটির আহŸায়ক অ্যাড. আল মাহমুদ পলাশের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান ও সংলাপের উদ্দেশ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের এরিয়া সমন্বয়কারী রেহানা পারভীন। সংলাপে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে অ্যাড. রফিকুল ইসলামকে আহŸায়ক ও মাহফুজা পারভীনকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট সদর উপজেলা মানবাধিকার সুরক্ষা কমিটি গঠন করা হয়।

রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর এরিয়া সমন্বয়কারী রেহানা পারভীনের সঞ্চালনায় মানবাধিকার সুরক্ষা কমিটির সদস্যরা সংশ্লিষ্ট বিষয়ের উপর স্থানীয় সমস্যা তুলে ধরেন এবং এর কারণ বিশ্লেষণসহ প্রতিকারের বিষয়ে মতামত ব্যক্ত করেন।

উপস্থিত সদস্যদের বক্তব্যে স্ব স্ব এলাকায় জলাবদ্ধতা, বাল্যবিবাহ, নারী শিশু পাচার, শিক্ষার্থী ঝরে পড়াসহ বিভিন্ন সমস্যা ও সমস্যাগুলো সৃষ্টির মূল কারণ উঠে আসে। উক্ত সংলাপে এসব সামাজিক সমস্যা দূরীকরণে সম্মিলিতভাবে বিভিন্ন পরিকল্পনাগ্রহণ এবং সে মোতাবেক কার্যকরী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯ অক্টোবর দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুর মোহাম্মদ, দেবহাটার সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের ইউনিট সদস্য জিয়াউর রহমান, দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ইসরাফিল আশেক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ চন্দ্র মন্ডল, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল,

দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, দেবহাটা বিজিবির নায়েব সুবেদার এনামূল হক ও টাউনশ্রীপুর বিজিবির নায়েব সুবেদার আব্দুল লতিফ, সাংবাদিক আবু সাঈদ প্রমুখ। সভায় মাদক প্রতিরোধ, বিভিন্ন এলাকায় চিংড়িতে পুশ বিরোধী অভিযান পরিচালনা, খলিশাখালী ভূমিহীন জনপদে বিশৃঙ্খল পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি উপজেলা পরিষদের  মাসিক সমন্বয় সভা

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:

আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ পিনাকী রঞ্জন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও সোহাগ খান, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকার, ফরেস্টার রেজাউল করিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, প্রতাপনগর চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, শোভনালী চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দীক প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বাঁকড়া, কুন্দুড়িয়ায় ভেঙ্গে যাওয়া ব্রীজ নির্মান, হিমখালী-বদরতলা গেটের খাল ইজারা বন্দ রাখা, খাজরায় ল্যাট্রিন ও পানির ট্যাংকি স্থাপন কাজ দীর্ঘ ৩ বছরে সম্পন্ন না হওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাতক্ষীরা সদর ও কালিগঞ্জ উপজেলা কমিটি গঠন

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাতক্ষীরা সদর ও কালিগঞ্জ থানা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা পিজ্জা পিলানে কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় এবি পার্টি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ভিপি কাদের ও সদস্য সচিব আলমগীর হোসেন দুটি উপজেলার কমিটি ঘোষণা করেন।

সভায় সর্বসম্মতিক্রমে মো: জাকির হোসেন কে আহবায়ক ও কামরুজ্জামানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা এবং ডা: জি এম সালাউদ্দিন শাকিলকে আহবায়ক ও ডা: মো: ওলিউল্লাহকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার আহবায়ক ভিপি কাদের বলেন, আবু সাঈদ, মুগ্ধসহ হাজারো শহীদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করে কল্যাণ মূলক রাষ্ট্র্র গঠনের মাধ্যমে শহীদদের রক্তের বদলা নিতে চাই আমরা। সে ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বিনা লাভের দোকান : কম দামে পেয়ে খুশি ক্রেতা

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় বিনা লাভের দোকান বসেছে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। মঙ্গলবার দুপুর বারোটায় সাতক্ষীরা নাগরিক কমিটির আয়োজনে ডাল,ডিম,আলুসহ বিভিন্ন শাকসবজির বাজার বসানো হয়। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এ বাজার চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সাতক্ষীরায় অতিবর্ষণ ও সিন্ডিকেটের কারণে শাক-সবজির দাম আকাশছোঁয়া। এঅবস্থা থেকে ক্রেতাদের স্বস্তি দিতে পুইশাখ ২০ টাকা,পেপে ২৬ টাকা,ডাল ১শ’ টাকা,পেঁয়াজ ১শ’ টাকা,মিষ্টি কুমড়া-৫৭ টাকাসহ বিভিন্ন শাক-সবজি বিনালাভে বিক্রি হচ্ছে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। অপেক্ষাকৃত কমদামে শাক-সবজিসহ নিত্যপণ্য পেয়ে খুশী ক্রেতারা।

এ্িবষয়ে কাটিয়া এলাকার বাসিন্দা আব্দুল মালেক বলেন, ‘‘ সুলতানপুর বড় বাজারের চেয়ে এখানে প্রতিটি জিনিসের দাম কিছুনা কিছু কম। এজন্য ব্যাপক সাড়া পড়েছে। দুই ঘন্টার মধ্যে সব পণ্য বিক্রি হয়ে গেছে। ’’

চাষিদের কাছ থেকে সরাসরি কিনে বিনা লাভে বিক্রি করায় কমদামে বিক্রি করা যাচ্ছে বলে জানান আয়োজকরা।

এবিষয়ে আয়োজকদের একজন জাতীয় নাগরিক কমিটির সদস্য আনসানউল্লাহ জানান,‘‘ কাল থেকে আমরা সরাসরি চাষিদের কাছ থেকে কিনে এনে এখানে বিক্রি করব। এতে ক্রেতারা দাম আরও কমে পাবে।
জাতীয় নাগরিক কমিটির ছাত্র প্রতিনিধি এ এইচ রিফাত জানান,‘‘ লুটেরা সরকারের সিন্ডিকেট এখনো ভাঙা সম্ভব হয়নি। এতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। আমরা নাগরিক কমিটির উদ্যোগে বিনা লাভে ক্রেতাদের সেবা দিচ্ছি। দ্রব্যমুল্য স্বস্তিতে না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি নিয়ম মেনে নদী থেকে বৈধভাবে বালু উত্তোলনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:
সীমান্তবর্তী ইছামতি নদী থেকে সরকারি নিময় মেনে বৈধভাবে বালু উত্তোলনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে বালু উত্তোলনের কাজে জড়িত শ্রমিকরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার ২শতাধিক বালু শ্রমিকের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে শ্রমিক নেতা ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মমিনুল হক কাজল, রজব আলী, আব্দুল গণি সরদার প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ‘নদী থেকে বালু উত্তোলন, বালু পরিবহনসহ বালুর ব্যবসা করে আমরা জীবিকা নির্বাহ করি। দেবহাটা ও কালিগঞ্জের প্রায় ১ লক্ষ মানুষ এই বালুর ব্যবসার উপর নির্ভরশীল। সাতক্ষীরা বাইপাস সড়ক নির্মাণ, ইউনিয়ন পরিষদ, উপজেলার যাবতীয় উন্নয়ন মূলক কাজ, বেড়ীবাঁধ নির্মাণ, সরকারী অবকাঠামো নির্মানসহ সাতক্ষীরা জেলার রাস্তা তৈরীতে দেবহাটা ও কালিগঞ্জের ইছামতি নদীর বালু সরবরাহ করা হয়েছে।

তবে ৬ মাস পূর্বে আকস্মিকভাবে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। এতে প্রায় লক্ষাধিক মানুষ কঠিন সংকটে পড়েছে। তাছাড়া এলাকার গরীব ও অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। স্ত্রী-সন্তানদের ভরন পোষনের খরচ চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। একদিকে বাংলাদেশী শ্রমিকরা বালু উত্তোলন করতে না পারলেও ভারতীয় শ্রমিকরা প্রতিদিন ভারতীয় সীমান্ত থেকে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে।

এসব কারণে সরকারী রাজস্ব প্রদান করে যাতে দেবহাটা ও কালিগঞ্জবাসী পুণরায় বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করতে পারে সে ব্যাপারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন শ্রমিকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest